২০২৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা হবে।
Beroil High School,Godagari,Rajshahi / বিড়ইল উচ্চ বিদ্যালয়।
Comments
Official page of School
Operating as usual
"মোসা:জামিলাকে" জিপিএ ৫ পাওয়ার জন্য স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০.৩৯ শতাংশ।
নভেম্বরে হবে বার্ষিক পরীক্ষা। শীত ও গ্রীষ্মের সমন্বয় ছুটি ডিসেম্বরে।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই

অন্য রকম মূহুর্ত!

উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আজকে বিড়ইল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হলো ।
বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ যেন সকল ছেলেমেয়েদের মনকে পড়াশোনার জন্য তৈরি করে দেয়।
আগামী বছরে অর্থাৎ ২০২৩ সালে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ১জুন, শেষ হবে ১৮ জুন। আর নির্বাচনী পরীক্ষা হবে অক্টোবরে।

বিড়ইল উচ্চ বিদ্যালয়ে ৬ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফরম ফেলাপ করে ভর্তি হওয়ার জন্য নতুনদেরকে আহবান জানানো যাচ্ছে। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিজ্ঞা বদ্ধ। নতুনদেরকে আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।

সকল শিক্ষককে আহবান জানানো যাচ্ছে আপনারা যথা সময়ে এ লিংকে ঢুংকে কোর্স সম্পূর্ণ করুন।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ প্রসঙ্গে
সম্মানিত স্যার/ ম্যাডাম শুভেচ্ছা নিবেন!!
ইতোমধ্যে আপনারা 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ' ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেছেন, এরই ধারাবাহিকতায় বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যারা ইতোমধ্যে শিক্ষক আইডি ভেরিফাই করে মুক্তপাঠে কোর্স সম্পন্ন করেছেন তাঁরা সরাসরি ভেরিফাই ছাড়া এই প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন। আর যারা এখনো শিক্ষক আইডি মুক্তপাঠে ভেরিফাই করেন নি তাঁরা ভেরিফিকেশন সম্পন্ন করলে অংশগ্রহণ করতে সক্ষম হবেন।
মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক বিদ্যালয়ের (যেখানে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ'এ যুক্ত হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্র সংযুক্ত
বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কোর্সের সময় ও লিংকঃ
1. বাংলা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/982
2. ইসলাম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/980
3. ইংরেজি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/977
4. স্বাস্থ্য সুরক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/975
5. গণিত (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/974
6. শিল্প ও সংস্কৃতি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/973
7. হিন্দুধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/972
8. বৌদ্ধধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা) - https://muktopaath.gov.bd/course-details/971
9. খ্রীষ্টধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/968
10. জীবন ও জীবিকা (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৩টা)- https://muktopaath.gov.bd/course-details/965
• জীবন ও জীবিকা (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/965
11. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা)- https://muktopaath.gov.bd/course-details/962
• ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/962
12. বিজ্ঞান (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা) – https://muktopaath.gov.bd/course-details/959
13. ডিজিটাল প্রযুক্তি (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা) - https://muktopaath.gov.bd/course-details/990
২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের আগামীকাল সকাল ১১ঃ০০ টায় স্কুলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিড়ইল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরম ফেলাপ ১৮/১২/২০২২ থেকে ২৮/১২/২০২২ পর্যন্ত চলবে।

আজকের ১৬ ডিসেম্বরে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত দিয়ে শুরু হয়ে আলোচনা সভা ও দোয়ার মধ্যে শেষ হয়।

আগামীকাল জাতীয় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বিড়ইল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ঃ০০ টায় ছাত্র -ছাত্রীদের মাঝে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে।

আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন।এ দিনে বাঙালি জাতি শ্রেষ্ঠ সন্তানদের হারান।
2023 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে
ঈদুল ফিতরের পরে।ঈদুল ফিতর হবে এবার ২২ এপ্রিল (সম্ভব্য) তারিখ।
18 ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফেলাপ চলবে( এটা সরকারি নোটিশ)।
এসএসসিতে গড় পাসের হার ৮৭.৪৪ শতাংশ

সকলকে অভিনন্দন।
আগামীকাল দুপুর ১২ঃ০০ টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইন থেকে একযোগে রেজাল্ট পেয়ে যাবে তোমরা।
আগামীকাল এসএসসির রেজাল্ট আল্লাহ সবার মনের আশা পূরণ করুন। আশা করি আমাদের বিড়ইল উচ্চ বিদ্যালয়ের রেজাল্টও ভালো হবে ইনশাআল্লাহ।
২৮ নভেম্বর এসএসসির রেজাল্ট হওয়ার সম্ভবনা রয়েছে (সূত্রঃদৈনিক শিক্ষা)।

আজকে বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বির্তক প্রতিযোগিতায় জয়ী ও বিজিত দলের কাছে পুরস্কার বিতরণ করেন শ্রদ্ধেয় শিক্ষকগণ। বির্তক প্রতিযোগিতার সাবজেক্ট ছিল "বাংলাদেশ এখন উন্নতির রোল মডেল"।

আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তারই কিছু খন্ডন চিত্র।

বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক দোয়া রইল আল্লাহ যেন উনাকে কবুল করেন।
এসএসসি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তোমারা আগামীকাল এডমিট কার্ড নিয়ে ক্যারিয়ার ও শারীরিক শিক্ষা পরীক্ষার জন্য স্কুলে সকাল ১০ঃ৩০ এ উপস্থিত থাকবে।

"বঙ্গবন্ধু" কন্যা, মাদার অব হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার"২৮ September " 76 তম জন্মদিন উপলক্ষে বিড়ইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।
২০২৩ সালের এসএসসি পরীক্ষা মার্চ মাসে হবে।
প্রিয় ছাত্র- ছাত্রীরা তোমরা অনেক কষ্ট ও ধৈর্যের মধ্যে দিয়ে পড়াশোনা করে , অবশেষে পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছো। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

"দশম শ্রেণির "ক্লাস টেস্ট পরীক্ষায় ( জ্যামিতি)
প্রথম স্থান অধিকার করেছেন : মোসাঃ জামিলা খাতুন(হযরত আসিয়া (রাঃ) জীবনী বই উপহার)।
২য় স্থান অধিকার করেছেন :মোসাঃ নুরেফা খাতুন (ছবিতে নেই, কলম উপহার)।
এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাঃ উম্মেতুন খাতুন ( কলম উপহার)।

আজকে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশের কিছু চিত্র। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সকল ক্লাসের সমাবেশ হবে।

বৃহস্পতিবার হাইস্কুল-কলেজে ফুল ক্লাস, আদেশ জারি - দৈনিকশিক্ষা দেশের মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে বৃহস্পতিবার পূর্ণদিবস শ্রেণি কার্যক্রম চালাতে হ...
আজকের দশম শ্রেণির ক্লাস টেস্ট পরীক্ষায়
প্রথম স্থান অধিকার করেছেন :
মোসাঃ জামিলা খাতুন।
২য় স্থান অধিকার করেছেন :
মোসাঃ মুনিরা খাতুন।
সম্মানিত অভিভাবকদের
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
(প্রচারে: "বিড়ইল উচ্চ বিদ্যালয়")
অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে "দুইদিন ছুটি" কার্যকর হলো
( শুক্রবার - শনিবার)।

আজকের ক্লাস টেস্ট পরীক্ষায়,
১ম স্থান অধিকার করেছেন : মোসাঃ আম্বিয়া খাতুন।
২য় স্থান অধিকার করেছেন : মোসাঃ রেহেনা খাতুন।
এবং ৩য় স্থান অধিকার করেছেন : মোঃ তৌফিকুর রহমান।

আগামী বছর পাঁচ দিন ক্লাস : শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ...

রচনা প্রতিযোগিতা ফলাফল :
১ম স্থান অধিকার করেছেন :মোসাঃ জামিলা খাতুন।
২য় স্থান অধিকার করেছেন : মোঃ রায়হানুল ইসলাম।
৩য় স্থান অধিকার করেছেন : মোঃ আনিসুল হক।
৪র্থ স্থান অধিকার করেছেন : মোসা: উম্মে সালমা।
এবং ৫ম স্থান অধিকার করেছেন : মোঃ তৌফিক হাসান।
কুইজ প্রতিযোগিতার ফলাফল :
১ম: মোসাঃ জামিলা খাতুন।
২য়: মোঃ রায়হানুল ইসলাম।
৩য়: মোসা: হাফিজা খাতুন।
৪র্থঃ মোসা: আম্বিয়া খাতুন।
এবং ৫ম মোসাঃ শামিমা খাতুন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Godagari
One of the most prestigious and historical high School of Rajshahi District. It gave birth to man
Pirijpur High School
Godagari, RAJSHAHI
Pirijpur High School is situated in Pirijpur on the bank of Padma River.This School is a good school
Godagari, Rajshahi
Godagari, 6290
Godagari government college is the largest educational institution in Godagari upazilla established