
আজ শবে বরাতে বাদ এশা আমাদের জামিয়াতুদ দাওয়াহ এর পাগড়ি প্রদান অনুষ্ঠান। আপনারা আমন্ত্রিত।
জামিয়াতুদ দা'ওয়াহ। গবেষণামূলক দা'ওয়াহ প্রতিষ্ঠান ও একটি উন্নতমানের মাদরাসা।
আজ শবে বরাতে বাদ এশা আমাদের জামিয়াতুদ দাওয়াহ এর পাগড়ি প্রদান অনুষ্ঠান। আপনারা আমন্ত্রিত।
আলহামদুলিল্লাহ। পাখিরা যেমন দিনশেষে ফিরে আসে আপন নীড়ে, আবনারাও ফিরে আসুক আবনাউদ দাওয়াহ এর নীড়ে। এই নীড় দিনেদিনে সমৃদ্ধ হয়ে উঠুক, হয়ে উঠুক স্বপ্নময় আর কর্মময়।
اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد
এ যেনো একঝাঁক ক্ষুদার্থ পাখি,
যারা অনির্বাণ ইলম খুঁজেই চলছে।।
নবীন আলেম সংবর্ধনা 💥 জামিয়াতুদ দাওয়াহ
এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। এই অনুষ্ঠানে আমরা শুধু ক্রেষ্টই পাইনি, পেয়েছি নির্বিঘ্নে ভবিষ্যত পথ চলার মতো মহা মূল্যবান পাথেয়।
ভাইয়া মুফতি সাইফুল্লাহ রিয়াদ দা. দাওয়াহ সম্পর্কিত আলোচনা সত্যিই মুগ্ধ করার মতো। আমি যতটুকু এ মাদরাসার সাথে থেকেছি, দেখিছি, ভাইয়ার বিশাল বিশাল সপ্নগুলো শুনে আমি মনকে বিশ্বাস করাতে পারতাম না। কিন্তু ধীরে ধীরে দাওয়াহর কাজগুলো সপ্নকে ছুঁতে যাচ্ছে। গতবার আর এবারের উপস্থিতির তফাৎ যা সুস্পষ্ট করে। এটা নিসন্দেহে দাওয়াতি কাজের বরকতে আল্লাহর নুসরাত।
পরবর্তীতে দা'ওয়াহর ছাত্র ভাই ও ফরিদাবাদ, যাত্রাবাড়ী, পীরজঙ্গি, দেলুরোড ও অন্যন্য মাদরাসার একঝাঁক তরুন আলেমদের মনোনিত কিছু ছাত্রভাইদের অসাধারণ অভিব্যক্তি শ্রবণে তাদের মেধা ও বাকপটুতা ফুটে উঠে। তাদের দাওয়াহ সম্পর্কে জানার আগ্রহ এবং এ সম্পর্কে না জানার আক্ষেপ বিভিন্ন ভাবে ফুটিয়ে তুলে।
আসলে দাওয়াহ একটি বিশাল সেক্টর। আল্লাহর রহমতে দাওয়াহ জামাত স্টার্ট হওয়া থেকে দু'বছর আমি যাকেই দেখিছি এখানে দাওয়াহ পড়েছে বা পড়ছে তাদের মেধা, মনে ইলমের জন্য এক বিশালতা জায়গা করে নিয়েছে। অনেকেই এবছর সর্বশেষ বছর বলে ভর্তি হলেও তাদের জানার আগ্রহ প্রচুর বেড়ে গেছে। কেউ গিয়েছে ইংলিশ কোর্সে, কেউ কম্পিউটার শিখতে, কেউবা কারাতে বা সাংবাদিকতায়। তাদের আরো বেশি জানতে হবে, দাওয়াহর জন্য শিখতে হবে। এটা তাদের অন্তরে গেঁথে যায়।
আল্লাহ তাদের চেষ্টাকে কামিয়াব করুন। সবাইকে দাওয়াহর গুরুত্ব বুঝার ও নিজের স্কিলকে দাওয়াহর জন্য ডেভেলপ করার তৌফিক দান করুন।
জামিয়াতুদ দাওয়াহকে এখলাছের উপর কবুল করুক। আমিন।
নবীন আলেম সংবর্ধনা 💥
আয়োজনে : জামিয়াতুদ দাওয়াহ।
মাঠে ব্যাপক দাওয়াতি কাজ প্রয়োজন। তবে, যদি মাঠে কাজ করার সামর্থ্য না থাকে, ঘরে বসেও দাওয়াতি কার্যক্রম পরিচালনা সম্ভব।
সে বিষয়েই আজকে আমাদের মাঝে মুযাকারা পেশ করেছেন মুফতী সাইফুল্লাহ রিয়াদ দা.।
তুলে ধরেন, দাওরার পর আমাদের দাওয়াতি পড়াশুনা ও দাওয়াতি কাজ করার আবশ্যিকতা। Ict 💻 তে দক্ষ হয়ে ব্যাপক পরিসরে দাওয়াহ প্রচার। এবং ফেরকা ও দাওয়াহ ভিত্তিক বই পড়ার কিছু দিক- নির্দেশনা।
পরিশেষে আমাদের মাঝে কিছু সওয়াল-জওয়াব ও মতবিনিময় হয়।
এমন দাওয়াহ সেমিনার আরও বেশি হওয়া দরকার। কারণ, আমাদের মধ্যে অনেকেই আছে দাওয়াহ কি সেটাই জানি না। অনেকে অভিব্যক্তি পেশ করেছে এমন দাওয়াহ সেমিনারে সে প্রথমবার যোগদান করেছে।
আল্লাহ তায়ালা আমাদেরকে দাওয়াহ পর্যায়ে সেমিনার -অনুষ্ঠান ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার এবং বেশিবেশি দাওয়াহ সেমিনারে অংশ নেয়ার তৌফিক দান করুক।।আমিন।।
দেশের পুনর্গঠনে অংশীদার স্বাপ্নিক তরুণ ছাত্রসমাজ আমন্ত্রিত।
স্টুডেন্টসের প্রতি সামান্য সম্মান ও ভালোবাসা।
আলহামদুলিল্লাহ।
জামিয়াতুদ দাওয়াহ মাদরাসা।
দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ।
১২ আগস্ট ২০২৪