আইডিয়াল কিন্ডার গার্টেন

IDEAL KINDER GARTEN

Operating as usual

Photos from আইডিয়াল কিন্ডার গার্টেন's post 08/02/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকে, চট্টগ্রাম। মেধাবৃত্তি ২০২৩ চট্টগ্রাম বিভাগ থেকে আইডিয়াল কিন্ডারগার্টেন অংশ গ্রহন করে নিম্ন বৃত্তি লাভ করেন -

কেজি ওয়ান

২০২০১-- রামিশা সুলতানা (ট্যালেন্টপুল)
২০২০৩--নিয়াজুর রহমান আদিল (৩য় গ্রেট)
২০২০৪--মোহাম্মদ হাম্মুদ (৩য় গ্রেট)
২০২০২-- ইভান মজুমদার ( সাধারণ গ্রেট)

কেজি টু
২০২০৬----আতাউল হাকিম (১ম গ্রেট)
২০২০৫--- রাফানুর মুন ( সাধারণ)

কেজি থ্রী
২০২১৫ - দূর্জয় দাস (২য় গ্রেট)
২০২১৪--ফারজানা আক্তার ( সাধারন গ্রেট)
কেজি ফোর
২০২২৩--নুসরাত জাহান মীম (সাধারণ গ্রেট)

কেজি ফাইভ
২০২২৫-- ফাইজা সুলতানা রাহা (সাধারণ গ্রেট)

16/01/2024

সচেতন অভিভাবক মহোদয়কে বলছি-
১ম অংশ ঃ আমাদের দায়িত্ব ও সচেতনতা=

১ঃ যেহেতু শীতকাল,প্রচুর পরিমাণ শৈত্য প্রবাহ চলছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতেছে।আপনার সন্তানের প্রতি বিশেষ যত্ন নিন।
২ঃ বিদ্যালায়ে আসার আগে তাকে অবশ্যই সকালের মক্তবে পাঠাবেন। এটি আপনার দায়িত্ব। আপনার সন্তানের উজ্জীবিত জীবনের ১ম মাইল ফলক।
৩ঃ যদিও আমাদের প্রত্যেক শ্রেনীতে হাফেজ মাধ্যমে নুরানি কোরআন শিক্ষা দেওয়া হয়। তবুও তার অভ্যাস গড়ে তুলতে মক্তবের পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪ঃ আমাদের শ্রেনীকার্যক্রম শুরু হয় সকাল ৯.৩০ থেকে তাই অভিযোগ দেওয়ার কোন সুযোগ নেই।
৫ঃ আমরা প্রত্যেক শ্রেনীতে নূরানী কোরআন শিক্ষা বই এবং নূরানী কোরআন মাজিদ সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি।

২য় অংশ ℅ শীতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন %

৬ঃ আপনার আদরের সন্তানকে বিদ্যালয়ে আসার আগে শীতের গরম কাপড়- চোপড় পরিধান করে পাঠাবেন।
৭ঃ মাথায় শীতের গরম টুপি এবং পায়ে কাপড়ের সু
বা গরম জাতীয় জুতা পায়ে দিয়ে পাঠাবেন।
৮ঃ নার্সারী বা( ৪-৫) বছরের আপনার আদরের সন্তানকে আপনি নিজে নিয়ে আসবেন বা শৈত্য প্রবাহ কমলে বিদ্যালয়ে পাঠাবেন।
৯ঃ আপনার আদরের সন্তানকে অবশ্যই সকালের নাশতা করে বিদ্যালয়ে পাঠাবেন। মনে রাখবেন সকালের নাস্তা তার সারাদিনের খুঁটি।
১০ঃঅতিরিক্ত বই খাতা দিয়ে তার ব্যাগ ভারি করবেন
না।আপাতত আসা-যাওয়া করতে দিন।তার অভ্যাস পরিবর্তন হোক এবং বিদ্যালয়ের প্রতি তার আকর্ষন তৈরি হোক।
বিশেষ সর্তকতাঅবলম্বন করুন ঃ
১১ঃ কিছু কিছু অভিভাবক আছেন যারা বাচ্চা বিদ্যালয় ক্লাস শুরু হওয়ার আগে প্রাইভেট নিয়ে চিন্তিত মনে রাখবেন নতুন ক্লাস, নতুন বই সব কিছু বুঝতে সময় লাগে।
১২ঃ মানসিক, শারীরিক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই পড়াশোনা করতে হবে । জোর করে বাচ্চাকে এখনই প্রাইভেটর মত বাধ্যতা, আগ্রহনযোগ্য বোঝা চাপিয়ে দিবেন না।
১৩ঃ আমরা শিক্ষক হিসেবে নাদান। কারন ছাত্র- ছাত্রী শ্রেনীকার্যক্রম বুঝে উঠার আগে প্রাইভেট শুরু করতে বাধ্য করি।
১৪ঃমনে রাখবেন সরকার কঠোর পরিশ্রম করে পাঠ্য বই ছাত্র -ছাত্রীর উপযোগী করে তৈরী করেছেন।এর জন্য সারা বছর কেন এই বানিজ্য!
১৫ঃবিদ্যালয় ছুটির, পর সাথে-সাথে প্রাইভেট পড়াবেন না। এতে করে হিতের বিপরীত হতে পারে।তার মানসিক প্রশান্তির প্রয়োজন। মনে রাখবেন এটি কতটা মারাত্মক আপনি পরে টের পাবেন।

Photos from আইডিয়াল কিন্ডার গার্টেন's post 03/01/2024

বই উৎসব অনুষ্ঠানের চিত্র।

20/12/2023
18/12/2023

আইডিয়াল কিন্ডারগার্টেনে প্লে গ্রুপ থেকে কেজি ফাইভ পর্যন্ত ছাত্র -ছাত্রী ভর্তি চলিতেছে।

আগ্রহী অভিভাবক মহোদয়কে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল: হাফেজ দেলোয়ার হোসেন 01319245507.
মহি উদ্দিন মামুন 01823172102.

28/11/2022

চরঃ উঃবিঃ থেকে যে সকল ছাত্র -ছাত্রী A+ পেয়েছ তোমাদের এক কপি ছবি নিয়ে আইডিয়াল কিন্ডারগার্টেনে এ যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করছি।
ডাঃআফজল হোসেন বৃত্তি ফাউন্ডেশন তোমাদের বৃত্তি প্রদান করবেন।
ডাঃআফজল হোসেন বৃত্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠাতা- জনাব নাছির উদ্দীন খাঁন (সাবেক সিনিয়র শিক্ষক চরঃউঃবিঃ
বর্তমানে U.S.A. অবস্থান)
জনাব ইমরান খাঁন সৌরভ (কম্পিউটার ইন্জিনিয়ার U.S.A.)

28/11/2022

চরঃ উঃবিঃ থেকে যে সকল ছাত্র -ছাত্রী A+ পেয়েছ তোমাদের এক কপি ছবি নিয়ে আইডিয়াল কিন্ডারগার্টেনে এ যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করছি।
ডাঃআফজল হোসেন বৃত্তি ফাউন্ডেশন তোমাদের বৃত্তি প্রদান করবেন।
শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ মিজানুর রহমান খাঁন (প্রতিষ্ঠাতাও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
আইডিয়াল কিন্ডারগার্টেন।
বর্তমানে ডেনমার্ক অবস্থান)

23/11/2022

সাবেক সকল ছাত্র -ছাত্রী ও অভিভাবক মহোদয় কে বিনীত অনুরোধ ভর্তির বিষয়ে কোন পরামর্শ থাকলে এই পেইজে লিখে জানাতে পারেন।

19/11/2022

আগামী সোমবার ও মঙ্গলবার আইডিয়াল কিন্ডারগার্টেনের সকল ছাত্র- ছাত্রী কে করোনার টিকা দেওয়া হইবে।তাই সকল অভিভাবক মহোদয় কে বিনীত অনুরোধ করছি আপনার সন্তানকে বিদ্যালয় নিয়ে উপস্থিত থাকবেন।

17/11/2022

শিক্ষার মানোন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে আইডিয়াল কিন্ডারগার্টেনে বিকল্প শুধুই আইডিয়াল কিন্ডারগার্টেন।

আইডিয়াল কিন্ডারগার্টেন এর সফল সকল ছাত্র- ছাত্রী দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষা সমন্বয় করে আজকে ইনশা আল্লাহ সফল।
আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ের আলোকিত অনেক ছাত্র -ছাত্রীর সফলতায় সত্যি সত্যিই গর্বীত।
নামে নয় আমরা কাজে বিশ্বাসী।
তাই আপনার মেধা, বুদ্ধি, বিবেক পর্যালোচনা করে আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন।

Photos from আইডিয়াল কিন্ডার গার্টেন's post 13/11/2022

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে প্লে -,কেজি ফাইভ।

07/08/2022

আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক মহোদয় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার কতৃক প্রকাশিত ছাত্র- ছাত্রীদের ইউনিক -আইডির জন্য নিম্নলিখিত কাগজ- পত্র বিদ্যালয় অফিস কক্ষে জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছেঃ
১ঃ ছাত্র- ছাত্রীদের জন্ম
নিবন্ধন এর ফটোকপি এবং ছবি ১কপি.
২ঃ পিতা-মাতার NID ফটোকপি--জম্ম নিবন্ধন
এর ফটোকপি এবং দুজনের মোবাইল নম্বর।
৩ঃ বাসার হোল্ডিং নাম্বার।
প্রয়োজনেঃযোগাযোগ করুন
01813083169
01636231620.
01859451649.
বিস্তারিত জানতে বিদ্যালয় অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

09/07/2022

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Category

Website

Address


গ্রাম: চর সাহাভিকারী, পোস্ট অফিস: কারামতিয়া, ইউনিয়ন: ০৫, ওয়ার্ড: ০২, থানা: সোনাগাজী
Feni
3393

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00
Other Schools in Feni (show all)
Parshuram Government Pilot Online School Parshuram Government Pilot Online School
Parshuram
Feni, 3940

Parshuram Pilot High School one of the most famous and successful school of entire Feni district. Es

Nizpanua High School Nizpanua High School
Feni

নিজপানুয়া উচ্চ বিদ্যালয়,ছাগলনাইয়া,ফে

Porishilon - E-learning platform for Technical education Porishilon - E-learning platform for Technical education
Feni Sadar
Feni, 3900

Porishilon is the first complete digital learning platform for Technical curriculum board in banglade

Silonia Senior Fazil Madrasha Silonia Senior Fazil Madrasha
Silonia
Feni

Silonia.Feni.Bangladesh

Didar Academy 2023 Didar Academy 2023
Siloniya
Feni, 3900

Didar

East Modhupur Govt. Primary School, Feni East Modhupur Govt. Primary School, Feni
East Modhupur, Feni Sadar
Feni

It is located in Feni city. It was established on 1994.

Al-Zabir Academy Al-Zabir Academy
BSCIC Road, Bhathania, Panchgacia, Feni Sadar, Feni
Feni, 3900

অাল-জাবির একাডেমী৷ অাদর্শ শিশু-কিশোর ?

Al Jameatul Falahia Kamil Madrasah Feni Al Jameatul Falahia Kamil Madrasah Feni
Falahia Lane, Shanti Company Road
Feni

This is Al Jameatul Falahia Kamil Madrasah Feni (official fan page).Here shared notice are 100% Offi