Boalmari Upazila Students Family, Dhaka

বোয়ালমারী উপজেলা স্টুডেন্টস ফ্যামিলি। Boalmari Upazila Book Exchange Group �

Operating as usual

27/09/2020

Beautiful Boalmari - বিউটিফুল বোয়ালমারী

১৮ ডিসেম্বর ২০২০ বোয়ালমারীর সকল সামাজিক সংগঠনের নেতৃত্বে আমাদের ১ম আনন্দ ভ্রমণ কোথায় হলে ভালো হয়? 🤔

24/09/2020

Online Workshop On 'Emotional Intelligence' by DUOS

docs.google.com ইতিবাচকতা, সুখ, মানসিক শান্তি এবং আত্মিক সুস্থতা নিয়ে কাজ করে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক ছাত্র সংগ...

09/08/2020

বিনামূল্যে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে ঢাবি অপটিমিসটিক সোসাইটি | মনচিঠি

duos.org.bd করোনাভাইরাস পরিস্থিতিতে বাসাবন্দি সময়ে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও আতঙ্কের মাঝে অনলাইনে বিনামূল্যে মানসিক স্ব.....

31/05/2020

Dhaka University Optimistic Society - DUOS

পরীক্ষায় প্রত্যাশিত ফলই শেষ কথা নয়,
সফলতা আসতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত...😊

31/05/2020

Dhaka University Optimistic Society - DUOS

সন্তানের পাশে থাকুন তার সফলতায় এবং অবশ্যই ব্যর্থতায়...👧👦

05/05/2020

Beautiful Boalmari - বিউটিফুল বোয়ালমারী

করোনায় লকডাউনে বোয়ালমারী শহর!🙂

• তারিখ: ৫ মে ২০২০
• সময়: ভোর ৫:৫০ - ৬:১৫

19/04/2020

Beautiful Boalmari - বিউটিফুল বোয়ালমারী

আপনি কি শৈশবের বিকেলে এভাবে স্বপ্নের ঘুড়ি উড়িয়েছেন নীল-সাদার লুকোচুরি খেলা আকাশে?🪁🪁

• গুনবহা, বোয়ালমারী, ফরিদপুর
• ১৯ এপ্রিল ২০২০

23/03/2020

করোনাভাইরাসে দুশ্চিন্তা-উদ্বেগের মধ্যে কীভাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করবেন?

❑ খবর দেখা কমিয়ে দিন, কী পড়ছেন সে ব্যাপারে সতর্ক হোন
❑ সামাজিক মাধ্যম থেকে কিছুটা সময় বিচ্ছিন্ন থাকুন
❑ হাত ধুতে হবে, কিন্তু বাড়াবাড়ি করবেন না

duos.org.bd করোনাভাইরাসের বিস্তার পৃথিবীকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিনিয়ত সংবাদমাধ্যমে খবর প্রচার হচ.....

27/10/2019

Beautiful Boalmari - বিউটিফুল বোয়ালমারী

আসসালামু আলাইকুম! 🙂

আশাকরি সকলেই ভালো আছেন! 🙂

আমরা এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে বোয়ালমারীর ভ্রমণপিপাসুদের জন্য একটি আনন্দ ভ্রমণের আয়োজন করতে চাচ্ছি। আগ্রহীরা ডেট এবং প্লেস সাজেস্ট করতে পারেন! 🙂

দিনে গিয়ে দিনে ফিরতে চান নাকি এক রাতে রওনা দিয়ে সারাদিন ঘুরে আবার রাতে ফিরে আসতে চান জানাতে পারেন! 🙂

ধন্যবাদ সকলকে! ভালো থাকবেন নিরন্তর! 🙂💛

24/09/2019

Beautiful Boalmari - বিউটিফুল বোয়ালমারী

❌ সাউথ লাইন পরিবহন যোগে বোয়ালমারী-ঢাকা রুটে যাতায়াত করলে পানির বোতল, বিস্কিট নিয়ে বাসে না উঠলেও চলবে! 🙃

🎁 পিচ্চি মাম পানির বোতল + ছোট লেক্সাস বিস্কিট 😊

🚌 এসি বাস

ঢাকা - বোয়ালমারী
⏰ দুপুর ৩:৩০

বোয়ালমারী - ঢাকা
⏰ সকাল ৯:০০
⏰ দুপুর ২:১৫

📞 গাবতলী কাউন্টার: 01716154141
📞 আলফাডাঙ্গা কাউন্টার: 01714026768
📞 সহস্রাইল কাউন্টার: 01714026769
📞 বোয়ালমারী কাউন্টার: 01714026770
📞 সাতৈর কাউন্টার: 01714026771

📸 Mahin Mukhlesur Rahman

30/07/2019

Dhaka University Optimistic Society - DUOS

ডেঙ্গু জ্বরে রক্তে প্লাটিলেট বাড়ে যা খেলে:
———————————————

এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। এ রোগে আক্রান্ত বেশির ভাগ রোগীরই রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বর হলে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে। রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকার স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। প্রায় ৯০ শতাংশ রোগীর প্লাটিলেট কমে যায়।

এ ছাড়া নানা ধরনের ভাইরাস জ্বরেও প্লাটিলেট কমতে পারে। প্রথম থেকে ঠিকমতো চিকিৎসা করালে এবং সঠিক পরিমাপে তরল পদার্থ দিতে পারলে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে না। প্লাটিলেট বাড়াতে পারে—এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন:

পেঁপে:
প্লাটিলেট বাড়াতে পেঁপের জুস খেতে পারেন। পেঁপেপাতা অণুচক্রিকা বাড়াতে সাহায্য করে বলে ডেঙ্গুতে উপকারী। পেঁপেপাতা বেটে রস করে পান করতে পারেন। বে ছাড়া পাতা সেদ্ধ করেও খাওয়া যায়।

ব্রোকলি:
ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে।

বেদানা:
বেদানায় দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী।

পালং:
আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালং। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।

ডাব:
ডাবের পানিতে খনিজ বা ইলেট্রোলাইটস আছে, যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি।

তথ্যসূত্র: প্রথম আলো

25/07/2019

Dhaka University Optimistic Society - DUOS

ছেলেধরা আতঙ্কে গণপিটুনি এড়াতে যা করবেন:
——————————————————
১. কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

২. অপরিচিত এলাকায় কোথাও দাঁড়িয়ে এদিক-সেদিক উদ্ভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।

৩. কাউকে খুঁজতে গেলে তার সাথে আগেই যোগাযোগ করে নিন।

৪. কাউকে সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে সেখানে যাবেন না।

৫. নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না।

৬. বাচ্চা যদি ছিচকাঁদুনে হয় কিংবা বায়না ধরে, তাদের নিয়ে একা একা বেশি দূরে যাবেন না।

৭. চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখুন, অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।

৮. কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, আত্মবিশ্বাসের সাথে সহজভাবে উত্তর দিন। অযথা ভাব নিবেন না।

৯. পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।

১০. এ ধরনের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।

১১. গণপিটুনির মতো পরিস্থিতি দেখলে তখনই ৯৯৯ নম্বরে ফোন দিন।

১২. যদি কোন এলাকায় নতুন হোন (যদি কেউ না চেনে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে যান।

১৩. এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।

১৪. জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়তা করুন।

23/07/2019

Bangladesh Police

বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি
গুজব ছড়াবেন না
আইন নিজের হাতে তুলে নিবেন না
PHQ MEDIA WING, 20 JULY 2019

16/07/2019

Dhaka University Optimistic Society - DUOS

HSC পরীক্ষায় হয়ত A+ (প্রত্যাশিত ফল) মিস হতে পারে তবে জীবন পরীক্ষায় A+ (ভালো ফল) পাওয়ার সুযোগ রয়েছে শেষ দিন পর্যন্ত...
🙂 Stay Positive Be Happy 😊

16/07/2019

© Dhaka University Optimistic Society - DUOS

27/06/2019

বরগুনায় রিফাত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধী যেই হোক, যত শক্তিশালীই হোক দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি ।

29/05/2019

Boalmari Upazila Debating Society - BUDS

"যুক্তিতে জগৎ জয়"

প্রিয় সুধী,
শুভেচ্ছা নিবেন ।

আনন্দের সাথে জানাচ্ছি যে, বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদের উদ্যোগে আগামী ১ জুন ২০১৯, শনিবার (২৬ রমজান) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে । সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুখলিসুর রহমান মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-১ আসনের মাননীয় সাংসদ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জনাব মনজুর হোসেন বুলবুল এমপি এবং বিশেষ অতিথি থাকবেন বোয়ালমারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কমিশনার (ভূমি) সংগঠনটির প্রধান উপদেষ্টা শাকিলা বিনতে মতিন, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মৃধা পিকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংগঠনটির উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, প্রাইম ব্যাংক বোয়ালমারী শাখার ম্যানেজার (অপারেশন) আ.স.ম. ওয়াহিদ উজ্জামান তিতাস, জামান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামান খন্দকার । এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দসহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাজিব খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ধামরাই সরকারি কলেজের প্রভাষক ও সংগঠনটির উপদেষ্টা শহীদুল্লাহ নজীর মাসুদ।

উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত ।

ধন্যবাদান্তে,

মুখলিসুর রহমান মাহিন ও মো: সজীব খান
সভাপতি ও সাধারণ সম্পাদক
বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস)
☎️ ০১৭২২৮১৬২৮০ ও ০১৭৪০৫৭২০৯৭

29/05/2019

Boalmari Upazila Debating Society - BUDS

"যুক্তিতে জগৎ জয়"

প্রিয় সুধী,
শুভেচ্ছা নিবেন ।

আনন্দের সাথে জানাচ্ছি যে, বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদের উদ্যোগে আগামী ১ জুন ২০১৯, শনিবার (২৬ রমজান) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে । সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুখলিসুর রহমান মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-১ আসনের মাননীয় সাংসদ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জনাব মনজুর হোসেন বুলবুল এমপি এবং বিশেষ অতিথি থাকবেন বোয়ালমারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কমিশনার (ভূমি) সংগঠনটির উপদেষ্টা শাকিলা বিনতে মতিন, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মৃধা পিকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সংগঠনটির উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, প্রাইম ব্যাংক বোয়ালমারী শাখার ম্যানেজার (অপারেশন) আ.স.ম. ওয়াহিদ উজ্জামান তিতাস, জামান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামান খন্দকার । এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দসহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাজিব খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ধামরাই সরকারি কলেজের প্রভাষক ও সংগঠনটির উপদেষ্টা শহীদুল্লাহ নজীর মাসুদ।

উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত ।

ধন্যবাদান্তে,

মুখলিসুর রহমান মাহিন
সভাপতি, বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস)
☎️ ০১৭২২৮১৬২৮০

মো: রাজিব খান সজীব
সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস)
☎️ ০১৭৪০৫৭২০৯৭

23/05/2019

Boalmari Upazila Debating Society - BUDS

প্রিয় ভাইয়া ও আপুরা!

আশাকরি সকলেই ভালো আছেন । আজ দু'দিন বৃষ্টি নেমে গরম কমায় স্বস্তিতে আছেন । প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে, কিছু সীমাবদ্ধতার কারণে অনেক দিন হলো আমাদের বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদের কার্যক্রম চালানো সম্ভব হয়ে ওঠেনি ।

তবে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১জুন ২০১৯ শনিবার (২৬ রোজা) বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে বোয়লামারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে তাদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছি।

ফরিদপুর-১ আসনের মাননীয় এমপি মহোদয়, বোয়ালমারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়রাম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গকে অতিথি রাখতে চাচ্ছি ।

আগামী শনিবার (২৫ মে ২০১৯) সকাল ১০টায় বোয়ালমারী উপজেলা পরিষদে এ বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হবে । যারা বিতর্ক নিয়ে কাজ করতে আগ্রহী তারা কমেন্ট করবেন, যোগাযোগ করবেন এবং যথাসময়ে মিটিং এ উপস্থিত থাকবেন ।

আশাকরি অনেকদিন পর শনিবার সবার সাথে দেখা হবে, কথা হবে । সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।

ধন্যবাদান্তে,
মুখলিসুর রহমান মাহিন ও মো: সজীব খান
সভাপতি ও সাধারণ সম্পাদক
বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস)
☎️ ০১৭২২৮১৬২৮০ ও ০১৭৪০৫৭২০৯৭

06/05/2019

Dhaka University Optimistic Society - DUOS

আপনার সন্তানের পাশে থাকুন । সফলতা ও ব্যর্থতায় । 💚🧡💚

06/05/2019

SSC পরীক্ষায় হয়ত A+ মিস হয়েছে কিন্তু জীবন পরীক্ষায় A+ পাওয়ার সুযোগ রয়েছে শেষ নিশ্বাস পর্যন্ত...
🙂 Be Optimistic Be Positive Be Happy 😊
© Mahin Mukhlesur Rahman

25/01/2019

পূর্ণাঙ্গ হলো ‘মধুমতি’র কমিটি

bangla.jnewsbd.news (মাহিন রহমান) ২৫ জানুয়ারি ২০১৯, শুক্রবার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে ‘মধুমতি’র বর্তমান এবং সাবেক সদস্যদের উ...

15/12/2017

Blood Bank Of Boalmari - BBB

27/03/2017

আমাদের প্রথম কার্যক্রম । ছবিতে পরিবারের সদস্যদের একাংশ । প্রতি মাসের ২য় শুক্রবার পরিবারের সদস্যরা মিলিত হব ঢাকার ঐতিহাসিক, দর্শনীয় স্থান এবং বিশ্ববিদ্যালয়ে । আগামী মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিলিত হব ইনশাআল্লাহ । সকালে গেলে জাতীয় স্মৃতিসৌধও ঘুরে দেখা যাবে।

22/03/2017

বোয়ালমারী উপজেলা - উইকিপিডিয়া

bn.wikipedia.org বোয়ালমারী বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।

20/03/2017

বোয়ালমারী উপজেলা পরিবারের প্রিয় সদস্যবৃন্দ!

আশাকরি সকলেই ভালো আছেন । অনেক দিন ধরেই সবাই চাচ্ছিল আমাদের এমন একটা পরিবার হোক । সুখ-দু:খে সবাই সবার পাশে থাকবে, পিকনিক, ইফতার পার্টির মত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের বন্ধন আরো সুদৃঢ় হবে ।
আমরা অবশ্য অনেকদিন আগে থেকেই পরিবারটা গঠনের জন্য কাজ করে যাচ্ছি । তবে আপনারা আন্তরিকভাবে চাইলে এবং সহযোগীতা করলে এবার আমরা সফল হব বলে আশা রাখছি ।
আর সে কারনেই আমরা আগামী শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে প্রথমবারের মত বসতে চাচ্ছি । মিটিং এ আমরা আমাদের পরিবারের পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করব ।

সবাইকে বোয়ালমারীর পরিচিতদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

@ তারিখ: ২৪ মার্চ ২০১৭ শুক্রবার
@ সময়: বিকাল ৩:৩০ মিনিট
@ স্থান: কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় (দোয়েল চত্ত্বরের পাশে)
@ বিষয়:
১। এক শব্দের মধ্যে পরিবারের জন্য সুন্দর একটা নাম ঠিক করা
২। প্রথম প্রগ্রাম নিয়ে আলোচনা সেটা পিকনিক হতে পারে
৩। পরিবারের শ্লোগান ও লোগো কেমন হবে তা নিয়ে আলোচনা
৪। পরিবারের অভিভাবকের দায়িত্ব কারা নিবে বা দেওয়া হবে তা নিয়ে আলোচনা
৫। সর্বপরি পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি

তাহলে দ্রুতই পরিবারের সবার সাথে দেখা হচ্ছে । সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আশা রাখছি ।

20/03/2017

@ নামঃ
-------------
ঢাকাস্থ বোয়ালমারী উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, ফরিদপুর ।

@ উদ্দেশ্যঃ
-----------------
বোয়ালমারী উপজেলার সবার সাথে সবার আন্তরিক সুসম্পর্ক তৈরি করা ।

@ কার্যক্রমঃ
-------------------
১। ঢাকার ঐতিহাসিক, দর্শনীয় স্থান এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মাসিক মিটিং করা
২। ছাত্র-ছাত্রীদের বিপদে পাশে দাঁড়ানো, সহযোগিতা করা
৩। গরীব ও মেধাবীদের বৃত্তির ব্যবস্থা করা
৪। বন্যার্তদের ত্রাণ সহায়তার ব্যবস্থা করা
৫। শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ
৬। পথ শিশুদের জন্য কাজ করা (বিনামূল্যে পড়ানো)
৭। একে অন্যের জন্য রক্তের ব্যবস্থা করা
৮। বাৎসরিক আনন্দ ভ্রমণ
৯। ইফতার মাহফিল
১০। ঈদ পুনর্মিলনীর আয়োজন করা
১১। বাংলাদেশের বিশেষ দিবস যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারি, বিজয় দিবসে একত্র হওয়া
১২। একসাথে বইমেলা, বৃক্ষমেলার মত অনুষ্ঠানে ঘুরতে যাওয়া ইত্যাদি

16/12/2016

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা

16/11/2016

Boalmari Upazila Debating Society - BUDS

প্রিয় সুধী,
শুভেচ্ছা নিবেন ।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯ নভেম্বর ২০১৬ রোজ শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস) এর আয়োজনে বোয়ালমারী উপজেলা পরষিদ হল রুমে একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে । বিকর্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে “বোয়ালমারী উপজেলা বিতর্ক সংসদ (বাডস)” এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বোয়ালমারী উলজেলা ছাত্র কল্যাণ সমিতি “মধুমতি”র সাবেক সভাপতি মুখলিসুর রহমান মাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন “বাডস” এর প্রধান উপদেষ্টা ও বোয়ালমারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন “বাডস” এর মডারেটর ও বোয়ালমারী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা বেগম রওশন আরা পলি, “বাডস” এর উপদেষ্টা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ জামশেদ, “বাডস” এর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বোয়ালমারী উলজেলা ছাত্র কল্যাণ সমিতি “মধুমতি”র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল্লাহ নজীর মাসুদ, বোয়ালমারীর নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাইমা আফরোজ ইমা, “বাডস” এর সাধারণ সম্পাদক মোঃ সজীব খান বাপ্পি ছাড়াও উপস্থিত থাকবেন “বাডস” এর অন্যান্য উপদেষ্টামন্ডলি ।

বিতর্ক কর্মশালার প্রশিক্ষক থাকবেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি বৃন্ত দাস বাঁধন ।

স্থানঃ বোয়ালমারী উপজেলা পরষিদ হল রুম
সময়ঃ সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০

অতএব, উক্ত বিতর্ক কর্মশালায় বোয়ালমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা আমন্ত্রিত ।


শুভেচ্ছান্তে,

মুখলিসুর রহমান মাহিন
সভাপতি
বোয়ালমারী উপজলো বর্তিক সংসদ (বাডস)
০১৭২২৮১৬২৮০, ০১৬৭৭৫৬৩৬৫৯

মোঃ সজীব খান বাপ্পি
সাধারণ সম্পাদক
বোয়ালমারী উপজলো বর্তিক সংসদ (বাডস)
০১৭৪০৫৭২০৯৭

28/10/2016

Boalmari Upazila Students Family, Dhaka's cover photo

28/10/2016

Boalmari Upazila Students Family, Dhaka

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
7860
Other Dhaka schools & colleges (show all)
Ahsanullah University of Science & Technology (AUST) Ahsanullah University of Science & Technology (AUST)
141-142 Love Road, Tejgaon Industrial Area
Dhaka, 1208

Ahsanullah University of Science and Technology (AUST) is regarded as One of the Best Private Engine

Eastern University Eastern University
House 15/2, Road 3, Dhanmondi R/A
Dhaka, 1205

Welcome to the Most Promising and Fastest Growing Private University Of Bangladesh

Daffodil Institute of IT (DIIT) Daffodil Institute of IT (DIIT)
Daffodil Plaza, 4/2 Sobhanbag (6th & 7th Floor) Mirpur Road, Dhanmondi
Dhaka, 1207

Daffodil Institute of IT runs professional BBA, CSE, BTHM, MBA & MTHM programs under the NU.

AUST-ARCHIES AUST-ARCHIES
141 & 142, Love Road, Tejgaon Industrial Area
Dhaka, 1208

Government Laboratory High School, Dhaka Government Laboratory High School, Dhaka
Dhaka, 1205

Govt. Lab. (as it is popularly known) was established on 3 September 1961. The boys' school is a leading public school of the region.

Department of Architecture, BUET Department of Architecture, BUET
Bangladesh University Of Engineering & Technology
Dhaka, 1000

An unparalleled excellency of Architecture education , where the dreamers of a better living Bangladesh is made.

Institute of Business Administration (IBA), Dhaka University Institute of Business Administration (IBA), Dhaka University
Dhaka, 1000

IBA was founded in 1966 in collaboration with Indiana University, Bloomington, USA, under a Ford Foundation Financial Assistance Program. It is hailed as the most prestigious educational institution in Bangladesh.

United International University (UIU) United International University (UIU)
House # 80, Road # 8/A, Satmasjid Road, Dhanmondi
Dhaka, 1209

UIU is one of the best Privete Univercity in Bangladesh with Excellent Faculty Members and Environme

Willes Little Flower Higher Secondary School Willes Little Flower Higher Secondary School
85, Kakrail, Ramna
Dhaka, 1000

LIGHT MORE LIGHT

University Of Development Alternative (UODA) University Of Development Alternative (UODA)
80 Satmasjid Road Dhanmondi Residential Area
Dhaka, 1209

The University Of Development Alternative (UODA) represents a new milestone in the concept of "Complete Education For Alternative Development" or the CEFAD concept.

Dhaka Residential Model College Dhaka Residential Model College
Mirpur Road, Mohammadpur
Dhaka, 1207

Unofficial page of Dhaka Residential Model College created by a Remian. Do not take this for a way to contact the college authority directly.

The Aga Khan School, Dhaka The Aga Khan School, Dhaka
Road 6A, Sector 4, Uttara
Dhaka, 1230