
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক প্রদর্শনী এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এখানে ৬ষ্ট - দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক
Operating as usual
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক প্রদর্শনী এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Photos from ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ's post
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি-
৪৪-তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২২
অধিদপ্তরের উদ্যোগেই শিক্ষক দিবস
বাকি অংশ কমেন্টে
এইচএসসি উত্তীর্ণদের সনদ প্রদান ৩ নভেম্বর থেকে আগামী ৩ নভেম্বর থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান শুরু করবে ঢাকা বোর্ড। ২২ নভে....
আগামী বছর এসএসসিতে অংশ নিতে ফের রেজিস্ট্রেশনের সুযোগ - দৈনিকশিক্ষা আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা ব.....
মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রা
অবশেষে কারিকুলাম সনদ অর্জন করলাম,,,,,,,,,,,,,,,,,,,
নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসছে তাই বাধ্যতামূলক একটি প্রশিক্ষণ কোর্স করে নিলাম।
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মস্তফা কামাল একাডেমিক সুপারভাইজার, আরও উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কলেজ শাখার প্রভাষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র -ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান।
সমান্তর ধারা
৯ম/১০ম শ্রেণি
https://www.facebook.com/100010371575948/videos/1257111057977935/
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)
Md Mostafa Kamal ·
sSodpotenrh2i9
1
a81gi7i9c7910hf
h
29lma5tac0c7
a97472
r
hc00m2cga
·
বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা, পেনশন তহবিল গঠন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসছে_ব্যাপক_পরিবর্তন !
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যে ২৯ টি তথ্য পর্যবেক্ষণ করা হবে সেগুলো নিম্নরূপ:
১. সঠিকভাবে পতাকা উত্তোলন হচ্ছে কিনা?
২. শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা ও
সমাবেশে নৈতিক শিক্ষা দেয়া হয় কি না?
৩. শিক্ষক উপস্থিতি নিশ্চিত হয় কি না?
হাজিরাখাতা পরিদর্শনপূর্বক।
৪. প্রতিষ্ঠান প্রধান মুভমেন্ট রেজিস্টার
ব্যবহার করেন কি না?
৫. নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ
করা/১০দিনের বেশি অনুপস্থিত থাকলে কি
ব্যবস্থা নেয়া হয়?
৬. আই.এম.এস রিপোর্ট পর্যবেক্ষণ করা এবং
হালনাগাদ করা হয় কি না?
৭. শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষক ডায়েরি
ব্যবহার করেন কি না?
৮. শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত (রেজিস্টার
সংরক্ষণ করা হয় কি না?)
৯. ইন হাউজ টেনিং রেজুলেশন সংরক্ষণ করা
হয় কি না?
১০. ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কি না?
(রুটিনে বিষয়ভিত্তিক শিক্ষককে সংশ্লিষ্ট
বিষয়ের ক্লাস দেয়া হচ্ছে কি না?)
১১. মাল্টিমিডিয়া ক্লাস/ক্লাসের
রেজিস্টার করা।
১২. টয়লেট/সেনিটেশন ব্যবস্থা সরেজমিনে
পর্যবেক্ষণ করা।
১৩. বার্ষিকী/পঞ্চবার্ষিকী উন্নয়ন
পরিকল্পনা করা হয় কি না?
১৪. অভিভাবক সমাবেশ হয় কি না? (সমাবেশে
জাতীয় সংগীত হয় কি না?)
১৫. অভিন্ন সময় সূচি অনুযায়ী শ্রেণি পাঠদান
কার্যক্রম অনুসরণ করা হয় কি না?
১৬. শিক্ষা উপকরণের ব্যবহার হয় কি না?
১৭. সহশিক্ষা কার্যক্রম অনুসরণ করা হয় কি
না?
১৮. প্রতিষ্ঠান কর্তৃক সৃজনশীল প্রশ্নপত্র করা
হয় কি না?
১৯. প্রতিষ্ঠানের আয়-ব্যয় নীতিমালা
যথাযথভাবে অনুসরণ করা হয় কি না?
২০. লাইব্রেরি ব্যবহার এবং রেজিস্টার
সংরক্ষণ করা হয় কি না?
২১. প্রতিষ্ঠানের ল্যাবের ব্যবহার (ল্যাব
রেজিস্টার ব্যবহার করা হয় কি না?)
২২. উপবৃত্তি সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হয়
কি না?
২৩. নোট গাইড ব্যবহার বিধি নিষেধ মেনে
চলা হয় কি না?
২৪. কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২
অনুসরণ করা হয় কি না?
২৫. ধারাবাহিক মূল্যায়ন ডায়েরি সংরক্ষণ
করা হয় কি না?
২৬. শিক্ষার্থীর পুষ্টি বিষয়ে কোন
আলোচনা হয় কি না?
২৭. বই পড়া কার্যক্রম ক্লাস রুটিনে
অন্তর্ভুক্ত করা হয় কি না?
২৮. পরিদর্শন বই এ প্রয়োজনীয় নির্দেশনা
দেয়া হয় কি না?
২৯. সর্বশেষ পরিদর্শন কর্মকর্তা পরিদর্শন
বইতে যা নির্দেশনা দিয়েছেন তা
বাস্তবায়ন হয়েছে কি না?
১৯৭৩ থেকে ২০১৫ পর্যন্ত জাতীয় পে স্কেল।
https://m.facebook.com/story.php?story_fbid=1748791188829555&id=100010960728345
জাতীয় শোক দিবস উপলক্ষে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ করে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারের কাছ থেকে ক্রেস্ট ও নগদ টাকা গ্রহণ করেন। পুরষ্কারপ্রাপ্ত সকলকে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
২০২২ সনের এসএসসি পরীক্ষার সময়সূচি
ছাত্র-ছাত্রীদের অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠান পরিচলনা করেন ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা ও কর্মীবৃন্দ, আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
সাম্প্রতিক সারাদেশের কিছু এলাকায় বন্যার কারনে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব গৌতম চন্দ্র সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ভেদরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (স্কুল) নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
#শ্রেষ্ঠ_শিক্ষক #শিক্ষাসপ্তাহ
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তনুশ্রী সরকার, জেলা পর্যায়ে রবীন্দ্রসংগীত ও ভাব সংগীত প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২২ উপলক্ষ্যে সাংষ্কৃতিক অনুষ্ঠানে তনুশ্রী সরকার, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, সে রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও উচ্চাঙ্গ সংগীত তিনটি ইভেন্টই প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও রাত্রী দত্ত, মুশফিকা, রোদশীসহ আরো ১২ টি প্রথম পুরস্কার অর্জন করেছে। সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
ব্যবহারিক পরীক্ষার নোট খাতায় যা লিখতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২২ এর সময়সূচি।
Class IX-X Math. Aljebra, Mathematics Class IX-X Math. Aljebra, Mathematics ৯ম ১০ম শ্রেণির গণিত
শুভ নববর্ষ ১৪২৯
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ is now on WhatsApp.
ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ is now on WhatsApp.
Welcome To The Page Of B. A. F. Shaheen College Kurmitola.
Shaikh Burhanuddin Post Graduate College Established in 1965. The name of Shaikh Burhanuddin was taken from the name of Imaamut Tareeqat Allama Shaykh Sayyid Muhammad Burhanuddin Uwaysi (Rad.) to commemorate his holly name.
Little Jewels Nursery Infant and Junior School
Mohammadpur Preparatory and Higher Secondary School is a higher secondary school located at Mohammad
Greetings from your Alma Mater! Enjoy walking down the memory lane from our posts and photos. If you
Sher-e-Bangla Nagar Govt. Boy's High School is a public school located at Agargaon, Dhaka, Establis
Monipur High School is a secondary school located in Dhaka, Bangladesh. Monipur High School is also
FAME TEACHING HOME is one of the most well known academic coaching in Shewrapara. We will not say th