
Phoenix Academy
মান-সম্পন্ন শিক্ষার মাধ্যমে দক্ষতা-সম্পন্ন মানুষ গড়ে তোলার প্রয়াসে আমরা গঠন করেছি Phoenix Academy.
Operating as usual


বিসিএস, ব্যাংক-সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার আগে এই কোর্সটি করতে পারেন।
শুধু ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আমরা অনেকেই বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ি। ইংরেজিতে এই দূর্বলতা কাটাতে Phoenix Academy আপনাকে সাহায্য করতে পারি। যেহেতু কোর্সটি অনলাইনে পরিচালনা করা হবে, তাই আপনি দেশের যে কোন প্রান্ত থেকেই লাইভ ক্লাস করতে পারবেন। পুরো কোর্সটি এমনভাবে ঢেলে সাজানো হয়েছে, যাতে চাকরির পরীক্ষায় আপনি অনায়াসে ইংরেজির প্রশ্নগুলো সমাধান করতে পারেন।
👉 কোর্সটির ব্যাপারে আগ্রহী হলে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
রেজিস্ট্রেশন ফর্মঃ
https://forms.gle/s2hsgy75SjLpR6286
🔥 🔥🔥 কোর্সটির টিউশন ফি মাত্র ১৮৫০/- টাকা। শুধু প্রথম দশ জনের জন্য এই টিউশন ফি প্রযোজ্য। এর পরে যারা ভর্তি হবে তাদের জন্য টিউশন ফি ২৮৫০/- টাকা।
✅ ভর্তি ফাইনাল করার জন্য বিকাশ বা নগদে 01823 23 37 23 এই নাম্বারে ১৮৫০/- টাকা Send Money করুন। এরপর কোর্সের নাম, আপনার নাম, মোবাইল নাম্বার ও Transaction ID লিখে ম্যাসেজ করুন পেজের ইন-বক্সে অথবা উপরে উল্লিখিত ফোন নাম্বারে।
✅ ক্লাস নেয়া হবে Zoom অ্যাপ এর মাধ্যমে। আর পরীক্ষা নেয়া হবে Google Classroom এর মাধ্যমে।
✅ কোর্সের মেয়াদ ৩ মাস। সপ্তাহে তিন দিন ক্লাস নেয়া হবে (শনি-সোম-বুধ) সন্ধ্যে ৭ঃ০০ থেকে ৮ঃ০০ পর্যন্ত।
✅ এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে কমপক্ষে HSC পাস হতে হবে। আপনার অবশ্যই একটি স্মার্ট-ফোন/ল্যাপটপ/পিসি এবং ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
✅ প্রতি ক্লাসে Phoenix Academy এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাস নোট (Handout) দেয়া হবে, পরীক্ষা নেয়া হবে এবং হোম-ওয়ার্ক দেয়া হবে।
✅ যোগাযোগ করার জন্য 0155 30 35 413 নাম্বারে কল দিতে পারেন। ইমেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়। ভিজিট করতে পারেন Phoenix Academy এর ওয়েবসাইট www.pnxac.com
✅ সরাসরি যোগাযোগের ঠিকানাঃ QCRF+H2W, Gazi Tower (3rd Floor), Jhilpar, Lake Road (between Shahjadpur Bus Stop and Manarat University), Gulshan, Dhaka 1212
✅ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ব্যাচ নাম্বার অনুযায়ী প্রাইভেট ফেসবুক গ্রুপ খোলা হবে যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সাথে কানেক্টেড থাকবে।
✅ অনেকেই হয়তো ভাবছেন কোর্সটির টিউশন ফি এত কম কেন। এর কারণ হল এটা সম্পূর্ণ প্রমোশনাল অফার। টিউশন ফি কিছুদিন পরেই বাড়ানো হবে।
✅ যেসব শিক্ষার্থী পরীক্ষায় গড়ে ৮০% নাম্বার পাবে ও ৯০% ক্লাসে উপস্থিত থাকবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। (সার্টিফিকেট নেয়ার জন্য ১৫০/- টাকা ফি প্রযোজ্য।)
✅ এই কোর্সটি একটি ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। যদি আপনার বেসিক অনেক দূর্বল হয়ে থাকে, তাহলে প্রথমে Basic English কোর্সটি করে নেবেন।

আপনার ছেলে/মেয়ে কি বাংলা মিডিয়ামে পড়ে?
আমাদের দেশে বছরের পর বছর ধরে স্কুল-কলেজে পড়ার পরেও বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা ভালো ইংরেজি পারে না। তাদের ইংরেজি ভীতি থেকেই যায়। এর পেছনে অনেক কারণ রয়েছেঃ ভালো শিক্ষক না থাকা, সিলেবাস ও কারিকুলামে দুর্বলতা। অন্যদিকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বরাবরই ইংরেজিতে অনেক ভালো। কারণ, তাদের শিক্ষকবৃন্দ অনেক বেশি যোগ্যতাসম্পন্ন এবং সিলেবাস ও কারিকুলাম অনেক শক্তিশালী।
আমাদের বেশ কিছু শিক্ষক প্রায় ৭ বছর ধরে ঢাকার একটি বিখ্যাত ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন। এ দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তারা দেখেছেন কিভাবে শিক্ষার্থীরা ইংরেজি শিখে। কিভাবে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টরা বাংলা মিডিয়ামের চেয়ে যোজন যোজন এগিয়ে যায়।
আমাদের এই অভিজ্ঞতা আর শিক্ষা কাজে লাগিয়ে আপনার সন্তানকে শেখাতে চাই যেন তার ইংরেজি ভালো লাগে। সারাজীবনের জন্য যেন সে ইংরেজিতে ভালো হয়ে উঠে। আর এজন্য প্রয়োজন আপনার ইচ্ছে। আমরা আপনার সন্তান-কে এমন ভাবে শেখাব, যেভাবে ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা শেখে।
আর এজন্য সপ্তাহে ৩ দিন আপনার বাচ্চা আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে পারে। ক্লাস করার জন্য অবশ্যই একটি স্মার্টফোন/ল্যাপটপ/পিসি এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের প্রধানত ৩ টি বিষয়ে ফোকাস করে ইংরেজি শেখানো হয়। আমরাও তেমনি আপনার সন্তানকে এই তিনটি বিষয়ের উপর জোর দিয়ে পড়াব।
1. English Language
2. English Literature
3. Creative Writing
কোর্সটির ব্যাপারে আগ্রহী হলে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
রেজিস্ট্রেশন ফর্মঃ
https://forms.gle/eWfUTWSSxhLL8Puw7

Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Gazi Tower (3rd Floor) , Jheelpar, Shahjadpur
Dhaka
1212
Dhaka, 1217
I am working as an Associate Professor of Marketing at the University of Dhaka, Bangladesh. Besides that I am an edupreneur, multipotentialite and work as a digital transformationist.
7A, 89/2, Haque Chamber West Panthapath ( Beside Shomorita Hospital )
Dhaka, 1215
শিখার জন্য শিক্ষা চাই
Sector-6, Uttara Model Town
Dhaka, 1230
RAJUK Uttara Model College(RUMC) is a co-educational Bangladeshi High school(Grade VI-XII) situated in Uttara, Dhaka about a Kilometre north from Shahjalal International Airport.
Dhaka, 1212
The idea of establishing a private university to provide quality education at an affordable cost in
College Campus (Science Faculty) 44 Gareeb-e-Newaz Avenue & Plot# 43, Road # 01 Sector # 11
Dhaka, 1230
Central Office: 48/1, South Mugdapara
Dhaka, 1214
অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group)
Chiriakhana Road, Rainkhola, Mirpur, Dahaka-1216
Dhaka, 880
Dhaka Commerce College (Bengali: ঢাকা কমার্স কলেজ) is a graduate college in Mirpur, Dhaka city, Bangladesh. Established in 1989, this was the first college
64 Ga, Gha, Umo West Tejturi Bazar, 2nd Floor (Opposite Of Jahanara Garden) Green Road, Farmgate
Dhaka, 1205
Siraj Academy was established in 1989, the first defense coaching center in the country.
BAF Base Bashar, Tejgaon
Dhaka, 1206
A non official forum page of the Shaheens, Present & Ex. Share your thoughts, reach each other !
78, Green Road (3rd Floor), Farmgate
Dhaka, 1205
Welcome to the official page of Udvash Academic & Admission Care