
১৮তম শিক্ষক নিবন্ধন ভৌতবিজ্ঞান এর লিখিত সিলেবাস।
আল্লাহ সর্বশক্তিমান
Operating as usual
১৮তম শিক্ষক নিবন্ধন ভৌতবিজ্ঞান এর লিখিত সিলেবাস।
সন্ধি :
উপসর্গ :
বাংলা উপসর্গ ২১টি: সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
মনে রাখার সহজ উপায়:
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম
সংস্কৃত উপসর্গ ২০টি: অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব, অভি, আ, নি।
মনে রাখার সহজ উপায়:
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরীতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
আরবি উপসর্গ: গর আম খাস লা বাজে।
ইংরেজি: হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক।
ফারসি: (বদ, বর্, নিম, ফি, কম, বে, দর, কার, না)
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
হিন্দি উপসর্গ: হর।
☑️প্রত্যয় নির্ণয়ের ১০টি স্পেশাল সূত্র :
#সূত্র ★১★
শব্দের শেষে ‘ব’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণ]হবে।
যেমনঃ
মানব=মনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
দানব=দনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
লাঘব=লঘু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
শৈশব =শিশু +ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★২★
শব্দের শেষে ‘মা’ এবং ‘ম’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ইমন ]হবে।
যেমনঃ
নীলিমা=নীল+ইমন----তদ্ধিত প্রত্যয় পূর্ণিমা =পূর্ণ +ইমন----তদ্ধিত প্রত্যয়
দ্রাঘিমা =দীর্ঘ +ইমন----তদ্ধিত প্রত্যয়
মহিমা =মহৎ +ইমন-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★৩★
শব্দের শেষে ‘ইক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণিক ]হবে।
যেমনঃ
সাহিত্যিক=সাহিত্য+ষ্ণিক ----তদ্ধিত প্রত্যয়
সামাজিক =সমাজ +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
হৈমন্তিক =হেমন্ত +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
ধার্মিক =ধর্ম +ষ্ণিক-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
Sh Sakil
#সূত্র ★৪★
শব্দের শেষে ‘মান’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ +মতুপ/শানচ]হবে।
যেমনঃ
কীর্তিমান =কীর্তি+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বুদ্ধিমান =বুদ্ধি +মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
শ্রীমান =শ্রী+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বর্তমান=√বৃত+মতুপ/শানচ-----কৃৎপ্রত্যয়
বর্ধমান =√বৃধ+মতুপ/শানচ----কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে ‘মতুপ’ ‘শানচ’ এই ২টাই দেওয়া হয়েছে।আপনারা লেখার সময় যেকোন ২টার মধ্যে যেকোন ১টি লিখবেন]
#সূত্র ★৫★
শব্দের শেষে ‘বান’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বতুপ]হবে।
যেমনঃ
দয়াবান=দয়া+বতুপ----তদ্ধিত প্রত্যয়
পূণ্যবান=পূণ্য +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মেহেরবান =মেহের +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মূল্যবান =মূল্য +বতুপ-----তদ্ধিত প্রত্যয়।
#সূত্রঃ ★৬★
শব্দের শেষে ‘তা’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + তৃচ ]হবে।
যেমনঃ
দাতা=√দা+তৃচ----কৃৎপ্রত্যয়
মাতা =√মা+তৃচ----কৃৎপ্রত্যয়
বিধাতা =√বি +ধা+তৃচ----কৃৎপ্রত্যয়
বহতা =বহ +তৃচ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৭★
শব্দের শেষে ‘ল’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + লচ ]হবে।
যেমনঃ
শীতল=শীত+লচ----তদ্ধিতপ্রত্যয়
শ্যামল=শ্যান+লচ----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
Sh Sakil
#সূত্রঃ ★৮★
শব্দের শেষে ‘বী’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বিন ]হবে।
যেমনঃ
মেধাবী=মেধা+বিন----তদ্ধিতপ্রত্যয়
মায়াবী =মায়া+বিন----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৯★
শব্দের শেষে ‘অক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + নক/অক ]হবে।
যেমনঃ
নায়ক =√নী+নক/অক----কৃৎপ্রত্যয়
গায়ক=√গৈ+নক/অক-----কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে মূল শব্দের সাথে ‘নক’ এবং ‘অক’ এই দুইটাই দেওয়া হয়েছে। আপনারা লিখার সময় যেকোন একটি লিখবেন]
# সূত্রঃ ★১০★
শব্দের শেষে ‘ই’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণি ]হবে।
যেমনঃ
রাবনি=রাবন+ষ্ণি ।
স্কুল পর্যায়-২ লিখিত প্রস্তুতি
পদের নাম i) এবতেদায়ী মাদরাসার জুনিয়র মৌলবি, ii)জুনিয়র শিক্ষক(সাধারণ), iii) ক্বারী
ii) জুনিয়র শিক্ষক(সাধারণ)পদ সম্পর্কে আলোচনা করা হলো_
বাংলা ৫০ + ইংরেজি ৫০ = ১০০ মার্কস।
১৬তম গ্রেড, ৯০০০ টাকা বেতন স্কেল
১৭তমতে সর্বনিম্ন পাশ মার্কস ছিল ৬৭।
ক বিভাগ; বাংলা: ৫০
১। উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাসে অন্তর্ভুক্ত গদ্য ও পদ্যাংশ হতে ৫টি উক্তি দেওয়া হবে, ১০নম্বর।
(উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, উক্তিটি ব্যাখ্যা করুন, অন্তর্নিহিত ভাব লিখুন এ ধরনের প্রশ্ন করে) সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। বেশি বড় লিখে সময় নষ্ট করবেন না।
২। ব্যাকরণ: সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, ধাতু, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা।
এর যেকোন ৪টা আইটেম থেকে ৪টা প্রশ্ন থাকে যেকোন দুটোর উত্তর দিতে হয়, ১০ নম্বর।
সিরিয়ালের প্রথমদিকের গুলো গুরুত্বপূর্ণ। সমাস থেকে প্রতিবারই প্রশ্ন থাকে (সমাস নির্ণয়)
সমাস, উপসর্গ, সমার্থক ও বিপরীত শব্দ, প্রকৃতি ও প্রত্যয় পড়লেই হবে।
বিগত সালের প্রশ্ন প্রচুর রিপিট হয়। এই আইটেমের জন্য শুধুমাত্র রিটেন বই পড়লেই হবে।
৩। পত্র লিখন: আবেদন পত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা বিষয়ক সংবাদ পত্রে প্রকাশ। এই ৩টি আইটেম থেকে ২ পত্র আসবে ১টার উত্তর দিতে হবে, ১০ নম্বর।
কমন আসে তাই সাজেশন করে পড়ুন। নিয়ম কানুন ঠিক রাখবেন, পেচিয়ে লিখতে গিয়ে জটিল করবেন না।
(১ পৃষ্ঠায় না ধরলে ২য় পৃষ্ঠায় লেখা যাবে)
৪। ভাব-সম্প্রসারণ: দুটি থাকবে একটির উত্তর দিতে হবে, ১০ নম্বর। মুখস্থ না লিখতে পারলে বইয়ের আলোকে ও এ বিষয়ে নিজের ধারণা ব্যাখ্যা করতে পারেন।
তবে অপ্রাসঙ্গিক লিখে কোন লাভ নেই।
৫। সারাংশ লিখন: একটি প্যাসেজ দেওয়া থাকবে তার সারাংশ লিখতে হবে, ১০ নম্বর। প্যাসেজে যত শব্দ থাকে সারাংশ তার ৩ ভাগের ১ ভাগ লিখতে হয় তবে সামান্য বেশি হলে সমস্যা নেই।
খ বিভাগ ইংরেজি ৫০
প্রথমে একটি passage দেওয়া থাকবে।
(সাম্প্রতিক, সামাজিক সমস্যা, বৈশ্বিক বিষয়, নৈতিক গুণাবলী এসব বিষয় সংক্রান্ত passage থাকে)
1. a) passage অনুযায়ী ৪টা brief question থাকবে, ৪টারই উত্তর দিতে হবে ৪নম্বর। উত্তর বড় করতে গিয়ে সময় অপচয় করবেন না।
passage এ সরাসরি উত্তর থাকলে আপনি passage থেকে উত্তর নিতে পারবেন। প্রশ্ন অনুযায়ী লাইনগুলো একটু পরিবর্তন বা ঘুরিয়ে লিখতে হতে পারে।
Wh question সম্পর্কে ভালো ধারণা অর্জন করুন।
b) passage এর একটা title লিখতে হবে।নম্বর ১
ধরুন বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বিষয়ক একটা passage দেওয়া থাকল তাহলে এর title হতে পারে Population Problem in Bangladesh/ Bad Effects of Population Problem in Bangladesh.
title এর প্রতিটা শব্দের প্রথম অক্ষর Capital Letter হবে। preposition, conjunction, article title এর শুরুতে থাকলে ১ম অক্ষর capital letter আর মাঝে বা শেষে থাকলে small letter হবে।
c) উক্ত passage এর summary লিখতে হবে। ৫ নম্বর
আগেই বলেছি summary ৩ ভাগের ১ ভাগ লিখতে হয়।
summary লেখার আগে ভেবে নিবেন এই passage এর মূল কথা আমি কি বলতে পারি।
লাইন পরিবর্তন করে লিখতে পারলে ভালো হবে। complex sentence, উদাহরণ, রেফারেন্স ব্যবহার করবেন না।
2. Grammar: Article, voice, gap filling, appropriate preposition, right forms of verb এদের ভিতর যেকোন দুটো আইটেম থেকে প্রশ্ন আসবে ৫+৫=১০ নম্বর।
বিগত সালের প্রশ্ন এবং এসব নিয়ম থেকেই বেশি প্রশ্ন আসে। সাথে গুরুত্বপূর্ণ নিয়মগুলো কনসেপ্ট ক্লিয়ার করে অনুশীলন করবেন।
3. একটি Letter(formal/informal) এবং একটি report থাকবে যেকোন একটির উত্তর দিতে হবে ১০ নম্বর
informal letter আসলে report লেখা উত্তম।
4. a) ৫টি বাংলা বাক্য দেওয়া থাকবে ইংরেজিতে অনুবাদ করতে হবে ৫ মার্কস।
এখানে কমন এবং প্রবাদ বাক্য বেশি আসে।
b) ছোট একটা বাংলা প্যাসেজ দেওয়া থাকবে ইংরেজিতে অনুবাদ করতে হবে ৫ নম্বর।
কমন আসার সম্ভাবনা তেমন একটা বেশি না। তাই বইয়ের গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো অনুবাদ শেখার মত অনুশীলন করা উচিৎ।
5. একটা paragraph থাকবে ১০ নম্বর।
grammar, spelling, cohesive, coherence device ঠিক রেখে সরল ভাষায় লিখতে পারলে যথেষ্ট নম্বর পাবেন।
Paragraph এ অবশ্যই topic sentence দিতে হবে।
Tense :
Parts of Speech :
Interrogative Sentence :
Negative Sentence :
Person and Case :
Voice :
Narration :
Preposition :
কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ উপায় :
Article :
সমাস চেনার সহজ উপায় :
Degree : Positive, Comparative and Superlative.
কতিপয় রাশির প্রতীক, একক ও মাত্রা সমূহ :
Rules of Tag Question :
Tag Question এর সংজ্ঞা :
কথোপকথনের সময় Sentence এর শেষে যে, একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag Question বলে।
Rule:-01
সাহায্যকারী verb + Subject বসাতে হবে।
Rule:-02
Sentence টি হ্যাঁ বোধক হলে, না বোধক এবং না বোধক হলে হ্যাঁ বোধক করার সময় সাহায্যকারী verb সাথে n`t বসাতে হবে।
Rule:-03
Let us/ let's থাকলে shall we হবে।
Rule:- 04
Sentece টি যদি Imperative হয় তাহলে Will you হবে।
Rule:- 05
Subject যদি some body/ someone/ everybody/ every one/ any one/ any body হয় তাহলে tag এ Subject "they" হয়।
Rule:- 06
Sentence টি তে যদি hardly/ barely/ rarely/ scareely/ seldom/ little/ few থাকে তাহলে tag এ হ্যাঁ বোধক হবে।
Rule:- 07
Let her/ him/ them/ me থাকে এবং please/ kindly থাকে তাহলে tag এ will you হয়।
Rule:- 08
Subject যদি বস্তুবাচক এবং ইতর বাচক হয় তাহলে tag এ it হয় ।
Rule:- 09
ইতর বাচক প্রাণী বহু বচন হলে Tag এ Subject "they" হয়।
Rule:-10
something/ anything/ everything/ nothing/ thing থাকলে Subject হিসেবে it হবে।
Rule:-11
Subject এ Noun থাকলে tag এ Pronoun হবে।
Rule:-12
সাহায্যকারী verb "am" হলে tag এ aren't হয়।
Rule:-13
verb এর সাথে s/es থাকলে tag এ subject যদি they থাকে তাহলে সাহায্যকারী verb "do" হয়।
Rule:-14
Subject যদি all of us/ none of us/ some of us/ any of us/ many of us/ each of us/ every of us হয় tag এ subject হিসেবে "we" হয়।
Rule:-15
Subject যদি all of you/ none of you/ some of you/ any of you/ many of you/ each of you/ every of you হয় tag এ subject হিসেবে "you" হয়।
Rule:-16
Subject যদি all of them/ none of them/ some of them/ any of them/ many of them/ each of them/ every of them হয় tag এ subject হিসেবে "they" হয়।
Rule:-17
Tag Questions এ একাধিক sentence থাকলে উত্তর করার সময় মুল sentence টির Tag নির্ণয় করতে হয়।
Tag Questions এ সাহায্যকারী verb এর ব্যাবহার
Do =don't
does= doesn't
did =didn't
am =aren't
is=isn't
are= aren't
have = haven't
has =hasn't
was =wasn't
were =weren't
had =hadn't
can=can't
could = couldn't
will =won't
shall = shan't
would =wouldn't
should =shouldn't
ought to =oughtn't
AFFIRMATIVE TO NEGATIVE
Rule 1: Only/ alone/ morely → স্থানে→ None but(ব্যক্তি)/ nothing but(বস্তু)/ not more than or not less than(সংখা)
Example:
Aff: Only Allah can help us.
Neg: None but Allah can help us.
Aff: He has only a ball.
Neg: He has nothing but a ball.
Aff: He has only ten taka.
Neg: He has not more than ten taka.
Rule 2: Must/Have to /Has to → স্থানে → Cannot but+মূল verb/ Cannot help+ (v+ing).
Example:
Aff: We must obey our parents.
Neg: We cannot but obey our parents/ We cannot help obeying our parents.
Rule 3: Both----and → স্থানে → not only ---- but also.
Example:
Aff: Both Dolon and Dola were excited.
Neg: Not only dolon but also Dola were present.
Rule 4: and (যদি দুটি শব্দ যোগ করে) →স্থানে → Not only ----- but also.
Example:
aff: He was obedient and gentle.
Neg: He was not only obedient but also gentle.
Rule 5: Everyone/ everybody/every person/ (every + common noun)/all → স্থানে → There is no + attached word + but.
Example:
Aff: Every mother loves her child.
Neg: There is no mother but loves her child.
Rule 6: As soon as → স্থানে → No sooner had ----- Than.
Example:
Aff: As soon as the thief saw the police, he ran away.
Neg: No sooner had the thief saw the police he ran away.
Rule 7: The Superlative degree → স্থানে → No other+ attached word+verb+so/as+ positive form+ as+subject.
Example:
aff: Dhaka is the biggest city in Bangladesh.
Neg: No other city is as big as Dhaka in Bangladesh.
Rule 8: প্রতিশব্দ বিপরীত শব্দ হবে। By Not.
Example:
Aff: I shall remember you.
Neg: I shall not forget you.
Rule 9: Always → স্থানে → Never প্রতিশব্দ বিপরীত শব্দ হবে।
Example:
Ex: aff: Raven always attends the class.
Neg: Raven never misses the class.
Rule 10: Too ---- to → স্থানে → so ---that+Present হলে can not/ Past হলে could not.
Example:
Aff: He is too weak to walk.
Neg: He is so weak that he cannot walk.
Rule 11: As – as → স্থানে → Not less – than.
Example:
Aff: Simi was as wise as Rimi.
Neg: Simi was not less wise than Rimi.
Rule 12: Universal truth are change by making them negative interrogative.
Example:
Aff: The Sun sets in the west.
Neg: Doesn’t the Sun set in the west.
Rule 13: Sometimes স্থানে → Not + always.
Example:
Aff: Raven sometimes visits me.
Neg: Raven doesn’t always visit me.
Rule 14: Many → স্থানে → Not a few.
Example:
Aff: I have many friends.
Neg: I donot have few friends.
Rule 15: A few → স্থানে → not many.
Example:
Aff: Bangladesh has a few scholars.
Neg: Bangladesh doesn’t have many scholars.
Rule 16: Much → স্থানে → A little.
Example:
Aff: He belongs much money.
Neg: He doesn’t belong a little money.
Rule 17: A little → স্থানে → not much.
Example: Aff: Dolon has a little riches.
Neg: Dolon doesn’t have much riches.
Tense অনুযায়ী Subject এর পর কোন কোন Auxiliary Verbs বসে।
Right forms of verbs ৫০টি গুরুত্বপূর্ণ রুল :
✪ Rule- 1.
Present Indefinite Tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s, es যোগ হবে। subject যদি plural number হয় তাহলে verb এর শেষে s/es যোগ হবে না।
যেমনঃ
He plays football.
She writes a letter.
They play football.
✪ Rule- 2.
Present indefinite Tense এর বাক্যের subject third person ও singular number হলেও বাক্যটি যদি negative হয় তাহলে তাতে does not ব্যবহৃত হয় এবং তখন verb এর সাথে s/es হয় না ।
যেমনঃ
He goes to market. (Affirmative)
(সে বাজারে যায়)
He does not go to market. (Negative)
(সে বাজারে যায় না)
✪ Rule- 3.
Modal Auxiliary verb (Can, could, may, might, shall, should, will, would, must, ought to, need, dare, have to etc.) এর পরে verb এর present form বসে এবং verb এর সাথে কোন কিছু যোগ হয় না।
যেমনঃ
He can do the work.
I shall go to University.
You should study attentively.
You must obey your parents.
✪ Rule- 4.
Sentence টি passive voice হলে এবং modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would etc.) এর পরে verb এর past participle form বসে।
যেমনঃ
It can be done.
It can be written.
✪ Rule- 5.
বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য) হয় এবং অভ্যাসগত কাজ বোঝায় তাহলে present indefinite tense হবে।
যেমনঃ
The earth moves round the sun.
The sun rises in the east.
✪ Rule- 6.
Sentence এ yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকলে present perfect tense হবে।
যেমনঃ
I have seen him lately.
Have you ever been to Coxbazar?
✪ Rule- 7.
Simple Sentence এর দুটি verb থাকলে দ্বিতীয় verb এর সাথে ing যোগ হয়।
যেমন :
Here saw the boy playing in the field.
I heard him speaking English.
✪ Rule- 8.
Had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never ইত্যাদি এর পর present form of verb বসে।
যেমন:
I had better go home.
I would rather die than beg.
I won’t let you go.
✪ Rule- 9.
Sentence এ yesterday, ago, ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকলে past indefinite tense হবে।
যেমনঃ
He came home yesterday
I went to Khulna last month.
He didn’t go to University yesterday.
✪ Rule- 10.
Mind, would you mind, Do you mind, could not help, cannot help এর পরে verb এর সাথে ing যোগ হয়।
যেমনঃ
Do you mind keeping the phone here?
(এখানে ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে কি ?)
Would you mind closing the door?.
(দরজাটি বন্ধ করলে আপনার সমস্যা হবে?)
✪ Rule- 11.
With a view to/look forward to, get used to এর পর verb এর সাথে ing যোগ হবে। যেমনঃ
I’m looking forward to seeing you
( আমি তোমার পথপানে তাকিয়ে আছি।)
I went shopping with a view to buying a mobile.
✪ Rule- 12.
Each, every, either, neither, everyone, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything ইত্যাদি থাকলে verb এর singular number ব্যবহৃত হয়।
যেমনঃ
Each of the students was present.
One of the robbers was very clever.
Neither of the two brothers was present in the class.
Rule- 13.
ব্র্যাকেটে (be) থাকলে person, number এবং tense অনুযায়ী am/is/are/was/were/been হবে। যেমনঃ
Allah (be) everywhere.
Allah is everywhere.
It (be) ten years ago.
It was ten years ago.
One of my friends (be) an Polite person.
One of my friends is/was an Polite person.
✪ Rule- 14.
বই/দেশের নাম দেখতে plural হলেও তাদের পরে singular verb বসে ।
যেমনঃ
“The hundreds” is a famous book.
(“দা হানড্রেডস” একটি বিখ্যাত বই।)
The United States of America is a rich country.
(যুক্তরাষ্ট্র একটি ধনী দেশ।)
✪ Rule- 15.
কোন Sentence যদি Gerund দ্বারা শুরু হয়, Subject এর স্থানে Verb থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই Verb+ing যুক্ত হবে।
যেমনঃ
Walking is a good exercise.
(হাটা খুব ভাল ব্যয়াম।)
Helping the poor is a quality of an honest guy
(দরিদ্রকে সাহায্য করা একজন সৎ লোকের গুণ)
Being honest is a great virtues
(সৎ হওয়া একটা মহৎ গুণ)
✪ Rule- 16.
Sentence এ যদি now বা at this moment থাকে, তাহলে Verb এর Present Continuous Tense হয় ।
যেমনঃ
The boy is coming now.
We are eating now.
They are playing in the field at this moment.
✪ Rule- 17.
Always, often, regularly, sometimes, daily, everyday ইত্যাদি থাকে (এক্ষেত্রে যদি সময়ের উল্লেখ না থাকে), তবে present indefinite tense হবে।
যেমনঃ
Tipu always disturbs me.
He prepares his assignment regularly.
✪ Rule- 18.
Sentence এর শুরুতে যদি would that থাকে তাহলে subject এর পর could বসে এবং এরপর verb এর present form বসে।
যেমনঃ
Would that I could be a writer like William Shakespeare.
Would that I could buy a samsung smartphone.
Would that I could visit Sent martin!
✪ Rule- 19.
Adjective এর আগে the বসলে subject টি plural হয় এবং সেই অনুযায়ী verb বসে।
যেমনঃ
The rich are not always happy.
The poor live from hand to mouth.
✪ Rule- 20.
To এর পরে সাধারণতঃ verb এর present form বসে।
যেমনঃ
You need to go there in time.
I will go to market to buy a mobile.
✪ Rule- 21.
As if, as though দ্বারা দুইটি clause যুক্ত হলে প্রথম clause টির verb present tense এর হলেও পরবর্তী clause টির verb এর past indefinite tense হয়।
যেমন: He talks as if he were (was নয়) fool – সে বোকার মত কথা বলে।
The Man behaves as if he owned the property – লোকটির হাবভাব দেখে মনে হয় সে যেন এই সম্পত্তির মালিক।
✪ Rule- 22.
Since বা for এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি present perfect continuous tense হবে।
যেমন:
He has been playing cricket since morning.
They have been waiting for 2 hours.
✪ Rule- 23.
যদি had/if যুক্ত clause টি past indefinite tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would/could/might বসে এবং verb এর present form হয়।
If he came, I would go to the market.
If I were rich enough, I would go to America.
যদি had/if যুক্ত clause টি past perfect tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would have/could have/might have বসে এবং verb এর past participle form হয়। যেমন: If he had come, I would have gone home.
✪ Rule- 24.
একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে subject দেখতে plural হলেও verb singular হয় । যেমন:
> 40 miles is a long way- ৪০ মাইল দীর্ঘ পথ
> 10 Minutes is enough to explain this topic
(এই বিষয়টি ব্যাখ্যা করবার জন্য ১০ মিনিট সময়ই যথেষ্ট)
> 6,000 Taka is enough to buy a new mobile
(একটি নতুন মোবাইল ফোন কিনতে 6,000 টাকাই যথেষ্ট)
✪ Rule- 25.
Wish/fancy/it is time/it is high time ইত্যাদি থাকলে verb এর past tense হবে।
যেমন:
I wish I won the game.
It is high time you changed your bad habits.
✪ Rule- 26.
While এর পর verb থাকলে সেটির সাথে ing যোগ হয়। কিন্তু while এর পর subject থাকলে এর অংশটি past continuous tense হয়।
While it was raining, I was watching TV.
While taking dinner, he received the phone.
✪ Rule- 27.
বর্তমানে কোন কাজ সম্পন্ন হয়েছে এরুপ অনুমান বুঝালে তখন verb এর future perfect tense হবে,
Subject + shall/will + have + verb (past participle)
যেমন:
Ruhi will have reached New Market by this time.
– রুহী হয়ত (নিশ্চিত অনুমান) এতক্ষনে নিউমার্কেট পৌছে গেছে
লক্ষনীয় বিষয়ঃ এখানে Verb এর future perfect tense ব্যবহার হল। তার মানে এই নয় যে, কাজটি future এর। বরং, রুল অনুযায়ী বাক্যে অনুমান প্রকাশ পাচ্ছে এরুপ ক্ষেত্রে future perfect tense দ্বারা বর্তমানকে বুঝাতে পারে।
✪ Rule- 28.
If দ্বারা যুক্ত clause টি যদি present indefinite tense হয় তাহলে পরের clause টি future indefinite tense হবে।
If he comes, I’ll go.
If you want it, I’ll buy.
✪ Rule- 29.
By এর পর verb এর সাথে ing যোগ হবে।
You can solve it by trying more.
You can enjoy the game by watching TV.
✪ Rule- 30.
বাক্যে have/has থাকলে সেটি present perfect tense হবে।
He has a lot of money.
They have gone there.
✪ Rule- 31.
For, of, in, without, with, before, after ইত্যাদি preposition এর পরে verb এর সাথে ing যোগ হয়।
You can’t go to office without taking permission.
✪ Rule- 32.
বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে present continuous tense হয়।
He is watching the game at the stadium.
They are playing cricket.
✪ Rule- 33.
কোন sentence যদি there দ্বারা শুরু হয় এবং তারপর singular number থাকে তবে there এর singular verb হয়, আরা যদি there এর পর plural number থাকে তবে plural verb হয়।
যেমন:
There is a mosque in this village.
There are deer in this jungle.
✪ Rule- 34.
Main clause এর verb টি past tense হলে ও পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে। যেমন: He told that he would come here the next year.
✪ Rule- 35.
দুইয়ের অধিক pronoun/subject and দিয়ে যুক্ত হলে plural verb হয়।
যেমনঃ You, he and I are going to the market.
✪ Rule- 36.
Interrogative sentence এর যদি who, why, what, which, when ইত্যাদি question word দিয়ে শুরু হয় তাহলে subject এর আগে tense ও person অনুযায়ী auxiliary verb ব্যবহার করতে হবে।
যেমন:
What you (say)?
Ans: What do you say?
Why he (learn) English?
Ans: Why does he learn English?
✪ Rule- 37.
since দ্বারা দুটি clause যুক্ত থাকলে এবং since এর আগের অংশ present indefinite/present perfect tense হলে পরের অংশ verb এর past indefinite tense হয়।
যেমন: It is many years since he came to Dhaka.
✪ Rule- 38.
since দ্বারা clause যুক্ত থাকলে এবং since এর আগে clause বা বাক্যের অংশ past indefinite tense হলে পরের অংশ verb এর past perfect tense হয়।
যেমন: Many years passed since I had lost my camera.
✪ Rule- 39.
কোন sentence এর subject singular number হলে verb singular হয় এবং subject plural number হলে verb plural হয়।
যেমন: He is a good guy.
They are playing football.
✪ Rule- 40.
কোন sentence যদি it দ্বারা শুরু হয় তাহলে তার পরবর্তী verb singular number হবে।
যেমন: It (to be) very easy to do.
Ans: It is very easy to do.
✪ Rule- 41.
Passive voice এর সময় tense ও person অনুযায়ী auxiliary verb ও verb এর past participle form বসে।
English is spoken all over the world.
We are taught English by online.
✪ Rule- 42.
Lest দ্বারা দুটি clause যুক্ত থাকলে, Lest এর পরবর্তী subject এর সাথে Auxiliary verb should/might বসে
যেমন: Read attentively lest you should fail in the exam.
✪ Rule- 43.
Each, any, no, some এসব শব্দের পরে singular noun থাকলে Auxiliary Verbও singular হবে।
যেমন:
Each and everyone has the right to say this.
প্রত্যেকেরই এটা বলার অধিকার আছে
✪ Rule- 44.
After এর পরের এবং before এর আগের clause টি past perfect tense হবে এবং অন্য clause টি past indefinite tense হবে।
যেমন: The bus had left the station before we reached.
✪ Rule- 45.
একাধিক subject “and” দিয়ে যুক্ত হলে plural verb হয়।
যেমনঃ
She and he are siblings.
Tomal and Tarek are good friends.
✪ Rule- 46.
Uncountable noun (Oxygen, air, water, milk, smoke) ইত্যাদির ক্ষেত্রে singular verb হয়।
যেমনঃ Milk is good for health.
Water is very important for life.
✪ Rule- 47.
Verb “to be” বিহীন sentence কে Negative করতে হলে Tense ও subject এর Number ও person অনুসারে Do, does, did ব্যবহার করতে হবে।
যেমনঃ We not (play) cricket
Ans: We don’t play cricket
✪ Rule- 48.
বাক্যে have/has থাকলে সেটি present perfect tense হবে।
I have finished the word.
He has done the work.
✪ Rule- 49.
Having এর পরে মূল verb এর past participle হয়।
যেমনঃ
Having learnt Computer I will go to America
(কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব)
✪ Rule- 50.
“To be” verb (am, is, are, was were) ইত্যাদি থাকলে Passive voice এর ক্ষেত্রে verb এর past participle হয়।
যেমনঃ The laptop was stolen by thief.
Helping verb....
ব্রেকিং নিউজ!!!!
১৮ তম নিবন্ধন পরিক্ষা সময়সূচিঃ
তারিখঃ ১৫ মার্চ ২০২৪
স্কুল ও স্কুল পর্যায়-২ সময়ঃ সকাল ৯ঃ৩০ টা থেকে ১০ঃ৩০ পর্যন্ত।
কলেজ পর্যায়: একই দিনে বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত।
●মনে রাখুন→যার তরঙ্গদৈর্ঘ্য কম; তার প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্যুতি প্রভৃতি বেশি)
■কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি= লাল
■কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম= বেগুনি
■কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি= বেগুনি
■কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম= লাল
■কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি =বেগুনি
■কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম= লাল
■কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি = বেগুনি
■কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম= লাল
কতিপয় মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর :
পর্যায় সারণির 118 টি মৌলের কাজ :
1.হাইড্রোজেন (H)
রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।
2.হিলিয়াম (He)
গ্যাস বেলুনে ব্যবহার হয় ।
3.লিথিয়াম ( Li)
ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।
4.বেরিলিয়াম (Be)
মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।
5.বোরন (B)
খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।
6.কার্বন (C)
হীরা তৈরিতে ব্যবহার হয় ।
7.নাইট্রোজেন ( N )
সার তৈরিতে ব্যবহার হয় ।
8.অক্সিজেন (O)
নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।
9.ফ্লোরিন (F)
পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।
10.নিয়ন (Ne)
বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।
11.সোডিয়াম (Na)
লবণে পাওয়া যায় ।
12.ম্যাগনেশিয়াম (Mg)
মশাল তৈরিতে ব্যবহার হয় ।
13.অ্যালুমিনিয়াম (Al)
বিমান তৈরিতে ব্যবহার হয় ।
14.সিলিকন (Si)
কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।
15.ফসফরাস (P)
ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।
16.সালফার (S)
কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।
17.ক্লোরিন (Cl)
সুইমিং পুলে ব্যবহার হয় ।
18.আর্গন (Ar)
গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।
19.পটাশিয়াম (K)
সার তৈরিতে ব্যবহার হয় ।
20.ক্যালসিয়াম (Ca)
ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।
21.স্ক্যানডিয়াম (Sc)
সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।
22.টাইটেনিয়াম(Ti)
যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।
23.ভ্যানাডিয়াম (V)
স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।
24.ক্রোমিয়াম (Cr)
গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।
25.ম্যাঙ্গানিজ (Mn)
শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।
26.আয়রন (Fe)
ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।
27.কোবাল্ট (Co)
চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।
28.নিকেল (Ni)
কয়েন তৈরিতে ব্যবহার হয় ।
29.কপার (Cu)
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।
30.জিংক (Zn)
পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।
31.গ্যালিয়াম (Ga)
কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।
32.জার্মিনিয়াম (Ge)
ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।
33.আর্সেনিক (As)
LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।
34.সেলেনিয়াম (Se)
ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।
35.ব্রোমিন (Br)
ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।
36.ক্রিপ্টন (Kr)
ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।
37.রুবিডিয়াম (Rb)
সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।
38.স্ট্রনটিয়াম (Sr)
আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।
39.ইত্রিয়াম ( Y )
লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।
40.জিরকোনিয়াম (Zr)
অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।
41.নায়োবিয়াম (Nb)
দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয় ।
42.মলিবডেনাম (Mo)
কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয় ।
43.টেকনিশিয়াম (Tc)
সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।
44.রুথিনিয়াম (Ru)
বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয় ।
45.রোডিয়াম (Rh)
সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয় ।
46.প্যালাডিয়াম (Pd)
ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয় ।
47.সিলভার (Ag)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।
48.ক্যাডমিয়াম (Cd)
রঙ তৈরিতে ব্যবহার হয় ।
49.ইন্ডিয়াম (In)
LCD মনিটর তৈরিতে ব্যবহার হয় ।
50.টিন (Sn)
কৌটা তৈরিতে ব্যবহার হয় ।
51.অ্যান্টিমনি (Sb)
চোখের কাজল তৈরিতে ব্যবহার হয় ।
52.টেলুরিয়াম (Te)
টায়ার তৈরিতে ব্যবহার হয় ।
53.আয়োডিন (I)
লবণে ব্যবহার করা হয় ।
54.জেনন (Xe)
লাইট হাউজে ব্যবহার হয় ।
55.সিজিয়াম (Cs)
পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয় ।
56.বেরিয়াম (Ba)
এক্স রে তৈরিতে ব্যবহার হয় ।
57.ল্যন্হানাম (La)
টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয় ।
58.সিরিয়াম (Ce)
লাইটার তৈরিতে ব্যবহার হয় ।
59.প্রেজিওডিমিয়াম (Pr)
তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয় ।
60.নিওডিমিয়াম (Nd)
ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।
61.প্রোমিথিয়াম (Pm)
ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।
62.সামারিয়াম (Sm)
প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয় ।
63.ইউরোপিয়াম (Eu)
রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয় ।
64.গ্যাডোলিনিয়াম (Gd)
MRI যন্ত্রে ব্যবহার হয় ।
65.টারবিয়াম (Tb)
টিউব লাইট তৈরিতে ব্যবহার হয় ।
66.ডিসপ্রোজিয়াম (Dy)
উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয় ।
67.হলমিয়াম (Ho)
লেজার তৈরিতে ব্যবহার হয় ।
68.এরবিয়াম (Er)
অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।
69.থিউলিয়াম (Tm)
চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয় ।
70.ইতের্বিয়াম (Yb)
লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।
71.লিউটেশিয়াম (Lu)
ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয় ।
72.হাফনিয়াম (Hf)
সাবমেরিন তৈরিতে ব্যবহার হয় ।
73.ট্যানটালাম (Ta)
মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় ।
74.টাংস্টেন (W)
বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয় ।
75.রোনিয়াম (Re)
রকেট ইঞ্জিনে ব্যবহার হয় ।
76.ওসমিয়াম (Os)
কলম তৈরিতে ব্যবহার হয় ।
77.ইরিডিয়াম (Ir)
স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয় ।
78.প্লাটিনাম (Pt)
গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।
79.গোল্ড (Au)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।
80.মার্কারি (Hg)
উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়
81.থ্যালিয়াম (Ti)
শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।
82.লেড (Pb)
বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয় ।
83.বিসমাথ(Bi)
আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।
84.পেলোনিয়াম (Po)
এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয় ।
85.অ্যাসটেটিন (At)
তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।
86.রেডন (Rn)
টিউমার , ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয় ।
87.ফ্রান্সিয়াম (Fr)
পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয় ।
88.রেডিয়াম (Ra)
ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয় ।
89.অ্যাক্টিনিয়াম (Ac)
রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয় ।
90.থোরিয়াম (Th)
গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয় ।
91. প্রোট্যাকটিনিয়াম (Pa)
উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।
92.ইউরেনিয়াম (U)
পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।
93.নেপচুনিয়াম (Np)
মহাকাশযানের জেনারেটরে , নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয় ।
94.প্লুটোনিয়াম (Pu)
পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় ।
95.আমেরিসিয়াম (Am)
ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয় ।
96.কিউরিয়াম (Cm)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।
97.বার্কেলিয়াম (Bk)
তেমন কোনো কাজে ব্যবহার হয় না ।
98.ক্যালিফোর্নিয়াম (Cf)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।
99.আইনস্টাইনিয়াম (Es) থেকে 103.লরেনসিয়াম (Lr)
এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।
104.রাদারফোর্ডিয়াম (Rf) থেকে 118.ওগানেসন (Og)
এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না ।
🚩 আগাম বার্তা.......
❖২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ- মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র।
❖২০২৬ সালে ২০তম এশিয়ান গেমসের আয়োজক দেশ- জাপান।
❖ ২০২৮ সালে ৩৪তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র।
❖ ২০৩১ সাল → বিশ্বকে এইডস মুক্ত করার অঙ্গীকার।
❖ ২০৪৭ সাল → হংকং এ চীনের দ্বৈতনীতির মেয়াদ সমাপ্ত হবে।
❖ ২০৫০ সালে → বিশ্বে জনসংখ্যা হবে ৯৬০ কোটি।
❖ ২০৬২ সালে → ৭৬ বছর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে।
❖ ২০৬৪ সালে → বাংলাদেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
আমাদের পেজে আপনাকে সু-স্বাগতম 私たちのページへようこそ
BCS-সহ সকল সরকারি চাকরি প্রত্যাশীদের পড়াশুনা মূলক একটি পেইজ। আশা করি, লাইক/Follow দিয়ে সাথে থাকবেন।
মারকাযু তাহযীবিল উম্মাহ ঢাকা একটি উ?
First complete science academy in zinzira For creative education and pleasure, you can rely on.
পবিত্র কুরআনে আল্লাহ বলেন, "পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন" (সূরা আলাক্ব:-১)
"আসসালামুয়ালাইকুম,, আশা করি সবাই ভালো আছেন।আমাদের ফেসবুক পেইজে নিয়মিত কুরআন তিলাওয়াত সুনতে পারবেন।।
Best Academy for Learning Building Information Modeling.
একুশ শতকের দক্ষতার বিকাশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিয়োজিত বাংলাদেশী শিক্ষকদের প্লাটফর্ম।