BD Nursing Update

BD Nursing Update

YouTube Channel:
https://www.youtube.com/@hemoglobinnursing
নার্সিং এর সকল টিউটোরিয়াল পাবেন এখানে

Operating as usual

06/09/2023

ডেঙ্গু সতকর্তা। ডেঙ্গুর কোন ঔষধ নাই,জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।
মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।
এইটা আপনি পারবেননা, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে,
যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।
জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।
তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন)
এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।
পরামর্শ নিন।
ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।
আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন।
প্রতিবেশীদেরকেও সতর্ক করুন।
ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন।
কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই।
নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে
(ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া)

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

Photos from BD Nursing Update's post 07/08/2023

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে।

02/08/2023

ডিপ্লোমা ইন নার্সিং তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত । PDF Download link কমেন্টে

01/08/2023

অপেক্ষমাণ তালিকা হতে চন্স প্রাপ্তরা এবং মাইগ্রেশনের শিক্ষার্থীরা আগামী ০৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ।

23/07/2023

আপনার নার্সিং কলেজের প্রচারণা ও প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারেন।

21/07/2023

কথা কিন্তু সত্য 😐

18/07/2023

ইসলামের দৃষ্টিতে মেয়েদের নার্সিং এ পড়াশোনা করাটা কেমন -আসুন জেনে নেই

09/07/2023

আপনার নার্সিং কলেজের অরিয়েন্টেশন প্রোগ্রাম এর ছবি বা ভিডিও আমাদের ফেসবুক পেইজ এ আপলোড করতে চাইলে আমাকে WhatsApp এ দিতে পারেন। 01765-675287 (WhatsApp Number)

06/07/2023

ডিপ্লোমা তৃতীয় বর্ষের রেজাল্ট আগামী সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে।।
৮-১২ তারিখের মধ্যে।।

06/07/2023

🤣🤣

06/07/2023

৭২১৭২ টাকা বেতনে ICddrb তে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, (যোগ্যতাঃ বিএসসি ইন নার্সিং ডিগ্রীধারী এবং ৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণরা আবেদন করতে পারবেন)
আবেদনের শেষ তারিখ ৭জুলাই ২০২৩

04/07/2023

বিপিএসসি এর ৪০১ জন মিডওয়াইফ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশোধিত নোটিশ।

01/07/2023

নার্সিং এর মতো মহৎ পেশা এই ধরনীতে আর দ্বিতীয়টি নেই। স্যালুট জানাই প্রতিটি নার্সকে
যারা এই মুহুর্তে রাত জেগে রোগীদের সেবা দিচ্ছেন।

01/07/2023

❤️❤️

26/06/2023
26/06/2023

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।।৪০১ টি পদ।
যোগ্যতা: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।। বয়স সর্বোচ্চ ৩০ বছর।।

31/05/2023

বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় এবার ও অনলাইনে সবার সেরা হিমোগ্লোবিন নার্সিং -Hemoglobin Nursing।
হিমোগ্লোবিন নার্সিং এর মেধাবী শিক্ষার্থী মারিয়া খাতুন কলেজ অব নার্সিং, ঢাকাতে চান্স পাওয়ায় হিমোগ্লোবিন নার্সিং পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

31/05/2023

Grameen Caledonian College of Nursing - GCCN has published Nursing Program (MSN) result. The selected candidate will get the opportunity to admit for MSN Program.

Photos from BD Nursing Update's post 10/05/2023

প্রতিবাদের ছোট প্রয়াশ

09/05/2023

ঘটনা দুঃখজনক, নিরাপত্তা প্রয়োজন।

Photos from BD Nursing Update's post 05/05/2023

০৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।
এবারের প্রতিপাদ্য-তথ্য থেকে বাস্তবেঃ সকল মিডওয়াইফ এক সাথে।
সকল মিডওয়াইওকে জানাই মিডওয়াইফারি দিবসের শুভেচ্ছা ❤❤

15/04/2023

আজকে ঢাকায় আটান্ন বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন! প্রথম আলো

05/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের
"সালেহ আহমাদ তাকরীম" ❤️

31/03/2023

কম্প্রিহেনসিভ পরীক্ষা মার্চ-২০২৩
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা 🥰
✅ছবিটি কাকরাইল, ঢাকা থেকে তোলা

29/03/2023

৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার রুটিন দিয়েছে BNMC

22/03/2023

আগামীকাল বৃহস্পতিবার তারাবির প্রথম নামাজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার থেকে রোজা শুরু। ❤️

22/03/2023

লাইসেন্সিং / কম্প্রিহেনসিভ পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

20/03/2023

মিডওয়াইফদের জন্য সুখবর.....
৫০০০ পদ সৃজন হচ্ছে।

Photos from BD Nursing Update's post 14/03/2023

স্বাস্থ্য মন্ত্রণালয়ের BPSC'র "সিনিয়র স্টাফ নার্স" পদের MCQ পরিক্ষার রেজাল্ট! মোট ৪৬৮ জন!

14/03/2023

Amazing Beauty!! OF Midwives 🤩

১. মিডওয়াইফ কে বা কারা?

মিডওয়াইফ একজন নারী।
যিনি মিডওয়াইফারি শিক্ষা প্রোগ্রামের মাধ্যমে মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেন, পরবর্তীকালে সরকার কর্তৃক রেজিস্ট্রার/লাইসেন্স প্রাপ্ত হন এবং মিডওয়াইফারিকে নিজ পেশা (Profession ) হিসাবে গ্রহণ করেন। একজন মিডওয়াইফের প্রধান দায়িত্ব হচ্ছে গর্ভবতী মায়ের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তীকালীন সার্বিক সেবা সুনিশ্চিত করা এবং সুস্থ শিশু জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

২. বাংলাদেশে মিডওয়াইফদের ইতিহাস ও অগ্রগতি?

বাংলাদেশে মিডওয়াইফদের ইতিহাস খুব বেশি দিনের নয়। মাত্র কয়েক বছর পূর্বেই এই ধারণাটির সুচনা হয় বাংলাদেশে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর এক তথ্য মতে জানা যায়, জাতিসংঘের অনুষ্ঠিত ৬৫তম সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডওয়াইফ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং দেশের মিডওয়াইফারি সেবা এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তার দেওয়া সেই প্রতিশ্রুতির আলোকে ২০১০ সাল থেকে সারা দেশে গর্ভবতী মা ও নবজাতকের মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৪২১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এক হাজার ৩১২ টি ইউনিয়ন সাব সেন্টারে তিন হাজার মিডওয়াইফারি পদ সৃষ্টি করা হয়। এবং ৩৪২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৯ ইউনিয়ন সাব সেন্টারে ১১৪৯জন রেজিস্ট্রার প্রাপ্ত/লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ প্রদান করা হয়।
মিডওয়াইফারি শিক্ষা অগ্রগতির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে দেশের প্রথম ২০ টি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ৫২৫ আসনে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করে। বর্তমানে সেখানে সরকারি ৪১টি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ১০৫০টি আসন বর্ধিত করা হয়েছে। তথ্যমতে বতর্মানে সারাদেশে ৪৪০০ জন রেজিস্ট্রার/লাইসেন্স প্রাপ্ত মিডওয়াইফ রয়েছে।

সেই সঙ্গে মিডওয়াইফদের শিক্ষা ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগ গুলো হচ্ছে :

✿ প্রতিটি প্রতিষ্ঠানে একই কারিকুলামে একই পাঠদানের ব্যবস্থা।

✿ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন।

✿ উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে বিএসসি ইন মিডওয়াইফারি কারিকুলাম অনুমোদন। যা চলতি বছর থেকে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এমএসসি ইন মিডওয়াইফারি কারিকুলাম প্রণয়ন কাজ অব্যাহত রয়েছে।

✿ দক্ষ শিক্ষক তৈরিতেও দেয়া হয়েছে বিশেষ জোর। যার ফলশ্রুতিতে এরই মধ্যে সুইডেন ডার্লানা ইউনিভার্সিটি/বিশ্ববিদ্যালয় থেকে ১২০ জন শিক্ষক মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আরো অনেকেই অধ্যয়নরত রয়েছেন।

৩. মিডওয়াইফদের প্রধান কাজ কি?
কী ধরনের সেবা মিডওয়াইফারিরা প্রদান করে থাকে?

মিডওয়াইফদের কাজের কথা বর্ণনা করতে গেলে আমি এটাই বলবো যে, মিডওয়াইফদের প্রধান কাজ হচ্ছে গর্ভবতী মা ও নবজাতক শিশুর সুস্বাস্থ্য সুনিশ্চিত করা। সরকার মিডওয়াইফদের প্রতিষ্ঠা করেছেন একটি বিশেষ লক্ষ্য নিয়ে, অর্থাৎ দেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। আর এরই ধারাবাহিকতায় মিডওয়াইফরা যে সমস্ত সেবা প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম:

✿ গর্ভধারণ পূর্ববর্তী সেবা (Pre-conceptional care) মা গর্ভধারণে কতটা সক্ষম ও জটিলতা মুক্ত কিনা তা যাচাইকরণ এবং নিরাপদ গর্ভধারণ নিশ্চিত করণ।

✿ গর্ভকালীন সেবা (Antenatal care) বা গর্ভকালীন ভিজিট নিশ্চিত করার মাধ্যমে মা এবং গর্ভের বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করণ এবং যেকোনো জটিলতা মোকাবেলা স্বরুপ পরামর্শ প্রদান এবং ডাক্তারের নিকট প্রেরণ।

✿ প্রসবকালীন সেবা নিশ্চিত করা এবং নরমাল ডেলিভারির জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রসবকালীন যেকোনো ঝুঁকি কমিয়ে আনা।

✿ প্রসব পরবর্তী ৬ সপ্তাহ পযর্ন্ত মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সেবা ও পরামর্শ প্রদান। শিশুর মাতৃদুগ্ধ পান/ব্রেস্টফিডিং (Breastfeeding) সম্পর্কিত পরামর্শ প্রদান এবং মাকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি (Personal Hygiene ) সম্পর্কে সচেতন করা।

✿ নবজাতকের যত্ন, নবজাতকের বিপদ চিহ্নি সম্পর্কে অবগত করা।

৪. দক্ষ মিডওয়াইফ দিলে নেতৃত্ব, সফল হবে নিরাপদ মাতৃত্ব?

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়েই সারা বিশ্বে মিডওয়াইফের সুচনা হয়। বাংলাদেশও এই লক্ষ্যের বাহিরে নয়। তাইতো সরকারের মিডওয়াইফ তৈরিতে নানান পদক্ষেপ গ্রহণ। কারণ মিডওয়াইফ শুধু মিডওয়াইফ হলে চলবে না তাকে হয়ে উঠতে হবে একজন দক্ষ মিডওয়াইফ। কারণ একজন দক্ষ মিডওয়াইফ জানেন কখন কোন পদক্ষেপ মা ও শিশুর জন্য সর্বাত্মক গ্রহণযোগ্য। গর্ভধারণ থেকে বাচ্চা প্রসব পর্যন্ত পুরো সময়টাই মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়ায় একজন মিডওয়াইফ। এক্ষেত্রে দক্ষ মিডওয়াইফের কোনো বিকল্প নেই। দক্ষ মিডওয়াইফ তার অর্জনকৃত জ্ঞান, কাজের দক্ষতা, উপস্থিত চিন্তাচেতনা ও পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মায়ের যেকোনো জটিলতা মোকাবেলা করার ক্ষমতা রাখে। যা মা ও শিশুর সুস্বাস্থ্য বয়ে আনে এবং একটি সুন্দর ভবিষ্যত সুগম করে। এক্ষেত্রে মিডওয়াইফকে যতটা না হতে হবে দক্ষ ঠিক ততটাই রোগীর প্রতি হবে সহমর্মী এবং বন্ধুসুলভ।

৫. আমি গর্বিত, আমি মিডওয়াইফ?

মিডওয়াইফ সেতো একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ের প্রতিটি মূহুর্তে পাশে থাকা পরমসঙ্গী।মিডওয়াইফের বন্ধুসুলভ প্রকাশ গর্ভবতী মাকে এনে দেয় পরম প্রশান্তি।
একজন মিডওয়াইফ হিসাবে আমি গর্ববোধ করি। আমি গর্বিত কারণ আমি একজন মিডওয়াইফ। মিডওয়াইফের মতো এমন একটি মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে পারা আসলেই ভাগ্যের বিষয়। আর এই গর্ববোধ থেকেই আমাকে আমার কাজের প্রতি থাকতে হবে সদা বিচক্ষণশীল। আমি আসা রাখি আমি আমার গর্ববোধকে আজীবন ধরে রাখতে পারবো আমার সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে। আমি আমার এই চেতনা থেকে বলতে চাই:

আমি গর্বিত, আমি মিডওয়াইফ;
আমার পেশা আমার গর্ব।
আমার অর্জিত সবটুকু দক্ষতা দিয়ে,
প্রসূতি মাগো তোমার সেবা করবো।
ভেবো মোরে তোমার সুখ দুঃখের সাথী
তোমার সুস্থতা, সেতো আমার প্রশান্তি।

৬. উপসংহার ..

মিডওয়াইফারি সেবা বতর্মান সময়ে বহুল আলোচনার বিষয়। দেশের মাতৃ ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে বর্তমানে মিডওয়াইফদের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে মিডওয়াইফারি স্বাস্থ্যসেবা পাচ্ছে নতুন দিগন্ত। হয়তো এখনো জনসাধারণের কাছে মিডওয়াইফের ধারণা সুস্পষ্ট নয়। তবে আসা করি খুব শীগ্রই মা ও শিশু স্বাস্থ্যসেবায় মিডওয়াইফ জনপ্রিয়তা লাভ করবে।
সর্বোপরি আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ।এত ধৈর্য্য সহকারে পুরো আর্টিক্যাল পরার জন্য।
যদি কোনো ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ! আর্টিক্যালটি পড়ার জন্য ☑️

© Collected Post.

Photos from BD Nursing Update's post 13/03/2023

নার্সিং কর্মকর্তাগণের এপ্রোন পরিধান সংক্রান্ত নোটিশ।

Photos from BD Nursing Update's post 17/11/2022

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নার্স নিয়োগ। ১০ম গ্রেড।

22/09/2022

৪০ তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) বাংলাদেশ আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নিয়োগ
আবেদনের সময়কাল: ২৩ সেপ্টেম্বর ২০২২ হতে ২৯ অক্টোবর ২০২২
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদন ফি: ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স:
০১ জানুয়ারী ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৬ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যুনতম) সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রী ও ইন্টার্নশীপ সম্পন্নকারী।
বৈবাহিক অবস্থা:
মহিলা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা
নির্বাচন পদ্ধতি:
১। লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২২ মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৫-১৯ জানুয়ারী ২০২৩ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি-ইন-নার্সিং ও ইন্টার্ণশীপ সনদপত্র) এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাসদর, এজি'র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
Post Credit: Nurse Rubel

21/09/2022

২০২২-২৩ সেশন থেকে ১৯ টি নার্সিং ও মিডওয়াইফারী কলেজে BSc in Nursing কোর্স চালু হবে। প্রতি কলেজে ৫০ টি আসন নির্ধারণ করা হবে।

Photos from BD Nursing Update's post 17/09/2022

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ।

17/09/2022

নার্সিং শিক্ষার্থীদের এপ্রোন পড়ার জন্য এই নোটিশ ই যথেষ্ট।

Photos from BD Nursing Update's post 14/09/2022

আজ ১৪ই সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল। সকাল ১০টায় নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালটি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে উন্নত চিকিৎসার দ্বার উন্মোচিত হচ্ছে আজ এই হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে।

Photos from BD Nursing Update's post 11/09/2022

নার্সেস ক্রিকেট লীগ (এনসিএল)-২০২২ এর চ্যাম্পিয়ন টীম
সুপ্রিম নার্সিং কলেজ এবং রানারআপ টীম প্রফেসর সোহরাব উদ্দীন নার্সিং ইন্সটিটিউট।

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল এর ছাত্রবৃন্দকর্তৃক আয়োজিত নার্সেস ক্রিকেট লীগ-২০২২।টুর্নামেন্টে ৬টি টীম অংশগ্রহণ করে।রাউন্ড প্রক্রিয়া সম্পন্ন করে ২টি টীম ফাইনালের জন্য চুড়ান্ত হয়।চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন টীম তাদের যোগ্যতা প্রমাণ করে টুর্নামেন্টের শিরোপা জয়লাভ করে।

05/09/2022

৩১ জুলাই ২০২২ সাল পর্যন্ত সারা বাংলাদেশে বিএনএমসি রেজিস্ট্রেশন প্রাপ্ত বিএসসি ও ডিপ্লোমা নার্স এবং মিডওয়াইফ এর টোটাল সংখ্যা ৭৭, ২৮৬ জন।
তথ্যসূত্রঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।

02/09/2022

চিকিৎসক ছাড়া কেউ সাদা এপ্রোন পরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লায় একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এ নির্দেশনা দেন তিনি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইসলামের দৃষ্টিতে মেয়েদের নার্সিং এ পড়াশোনা করাটা কতটুকু ভালো !
নার্সিং হোস্টেল জীবন ।। শেখার আছে অনেক কিছু।। #nursing #NursingHostel #nursingstudent #viralreels #fbreels
নার্সিং ভর্তি পরিক্ষা ২০২১ নিয়ে আলোচনা
নার্সিং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ও  কর্মসূচি নিয়ে প্রতিবেদন
এবার বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায় চীন
আপনার রক্ত কয় ধরনের ব্লাড গ্রুপের মানুষকে দিতে পারবেন- দেখুন
আমরা নার্স - গান

Location

Category

Telephone

Address

Dhaka
1230
Other Education in Dhaka (show all)
Willes Little Flower Higher Secondary School Willes Little Flower Higher Secondary School
85, Kakrail, Ramna
Dhaka, 1000

LIGHT MORE LIGHT

Dr Rafiuddin Ahmed Dr Rafiuddin Ahmed
Dhaka, 1217

I am working as an Associate Professor of Marketing at the University of Dhaka, Bangladesh. Besides t

RAJUK Uttara Model School & College RAJUK Uttara Model School & College
Sector-6, Uttara Model Town
Dhaka, 1230

RAJUK Uttara Model College(RUMC) is a co-educational Bangladeshi High school(Grade VI-XII) situated

EWU EWU
Dhaka, 1212

The idea of establishing a private university to provide quality education at an affordable cost in

Milestone School & College Milestone School & College
College Campus (Science Faculty) 44 Gareeb-e-Newaz Avenue & Plot# 43, Road # 01 Sector # 11
Dhaka, 1230

Anushandhitshu Chokro Science Organization Anushandhitshu Chokro Science Organization
Central Office: 48/1, South Mugdapara
Dhaka, 1214

অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group) Anushandhitshu Chokro is one

Dhaka Commerce College Dhaka Commerce College
Chiriakhana Road, Rainkhola, Mirpur, Dahaka-1216
Dhaka, 880

Dhaka Commerce College (Bengali: ঢাকা কমার্স কলেজ) is a graduate college

SIRAJ ACADEMY SIRAJ ACADEMY
64 Ga, Gha, Umo West Tejturi Bazar, 2nd Floor (Opposite Of Jahanara Garden) Green Road, Farmgate
Dhaka, 1205

Siraj Academy was established in 1989, the first defense coaching center in the country.

Expert English Academy Expert English Academy
280, Dania, A. K High School Road
Dhaka, 1236

The Expert English Academy

BAF Shaheen College Dhaka BAF Shaheen College Dhaka
BAF Base Bashar, Tejgaon
Dhaka, 1206

A non official forum page of the Shaheens, Present & Ex. Share your thoughts, reach each other !

উদ্ভাস - Udvash Academic & Admission Care উদ্ভাস - Udvash Academic & Admission Care
78, Green Road (3rd Floor), Farmgate
Dhaka, 1205

Welcome to the official page of Udvash Academic & Admission Care

Dhaka City College Dhaka City College
R#02, Near Science Labrotary, Dhanmondi
Dhaka, 1205

A Centre of Excellence