Iskool 71

Iskool 71

Comments

ধন ধান্যে পূর্ণ অপরূপ এ অরণ্য!!

পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। পরিবেশের কল্যাণে মহাকালের গর্ভে গড়ে উঠছে সভ্যতার পরের সভ্যতা। তবু একদল মূর্খের কার্যকলাপে পরিবেশে নেমে আসতে পারে ভয়ানক দুর্যোগ।যত্নাভাবে বিলুপ্তদের আনতে পারবে কি ফিরিয়ে?

সূর্য থেকে তূর্য হেঁকে বিরূপ হিংস্র হয়ে পরিবেশ চাইবে তার অত্যাচারের বিচার,জনসভায় পথসভায় জ্ঞান গরিমার দীক্ষা না দিয়ে ওহে! হও সোচ্চার!

লাগাওঁওঁওঁওঁ গাছ বাঁচাও প্রান, তবেই না পাবে বাতাবরণে মাথা গুজবার ঠাঁই।সেদিন পরিবেশের গেতার্থে,বসুন্ধরার বুকে রোজ পালিত হবে পরিবেশ দিবস।
________________
ইস্কুল৭১ পরিবার
আজ আমাদের সকলের পছন্দের এবং ভালোবাসার শ্রদ্ধেয় শিক্ষক অমিত চক্রবর্তী স্যারের জন্মদিন ।

তাকে তার জন্মদিনে আমাদের ইস্কুল ৭১ পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা । পরিবার ও প্রিয়জনদের সাথে তার সামনের দিনগুলো হয়ে উঠুক আরও সুন্দর ও রঙিন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনার প্রতিটি দিন কাটুক সুস্থ এবং সুন্দরভাবে।

আমরা আশা করব সে সবসময় আমাদের পাশে ছায়া হয়ে থাকবে এবং আমাদের এইভাবে ই এভাবেই সঠিকভাবে পথ দেখিয়ে যাবে।

শুভ জন্মদিন 🎂
শুভ জন্মদিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। ৯ ভাই ও ২ বোনের মধ্যে মতিউর ৬ষ্ঠ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।

আপনার জন্মদিনে জানাই হাজার সালাম।
2 = 10? 🤔🤔
""
মনের মধ্যে কিছু চিন্তা আছে,সেইগুলোকে মনের মধ্যে বাসা বাঁধতে দেওয়া উচিত নয়। মানসিকভাবে সুস্থ থাকাটা জরুরি। শারীরিক স্বাস্থ্য এর জন্য জিমে যাওয়া যায় , সিক্সপ্যাক বানানো যায়, মানসিক স্বাস্থ্যের কিন্তু জিম নেই।
The theme for the World Mental Health Day 2021 is 'mental health in an unequal world.'


Video Courtesy: Amit Chakraborty Chhoton
Lecturer, Department of Computer Science & Engineering, DIU &
Co-Founder of Iskool71
.

প্রতিটি শিক্ষক-শিক্ষিকার প্রতি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।
-2021
SELECTED For Final Round For "Quality Education"
আচ্ছা উত্তর টা কি হবে? 🤔
বুদ্ধি করে বলুন তো দেখি 👉👈


❓❓❓ 🤔🤔🤔
"ওঠো প্রীতিলতা, জেগে ওঠো,
গর্জে ওঠো আরেকবার"

আজ ২৩ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের আজকের এই দিনে, চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমন কালে শহীদ হন মাস্টার দা সূর্যসেনের এই বীর সহযোদ্ধা।

প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত। তার জন্ম ৫মে, ১৯১১ সালে। তার ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতারা। তিনি একজন বাঙালি ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।

এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন । ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমনে ১৫ জনের একটা বিপ্লবী দলের নেতৃত্ব দেন প্রীতিলতা। বর্ণবাদী এই ক্লাবে আক্রমন কালে পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। গুলিবিদ্ধ হন বীরকন্যা প্রীতিলতা। বিপ্লবী সহযোদ্ধাদের আত্মগোপনে যাবার নির্দেশ দেন এবং পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরণ করে আত্মহত্যা করেন।

এই কারনেই এই দিনকে প্রীতিলতার আত্মহুতি দিবস হিসেবে পালন করা হয়। বীর নারী প্রীতিলতা আজও মুক্তিকামী মানুষের হৃদয়ে রয়েছেন কিংবদন্তী হয়ে। যুগে যুগে তিনি বেঁচে থাকবেন ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে। তাই আজ আমরা ইস্কুল-৭১ পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য শ্রদ্ধা ও সম্মান।
"যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। "

আজ শোকাবহ ১৫ আগস্ট। বাঙ্গালী জাতির জীবনে এটি একটি অন্ধকারাচ্ছন্ন কালো দিন। জাতীয় শোক দিবস।

বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়ে উঠে এই দিনে । কেননা ৪৬ বছর আগে পঁচাত্তরের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তে আর মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে সিক্ত হয় বাংলার আকাশ বাতাস।

একদিন যে বজ্রকন্ঠ, যে অঙ্গুলী উচিয়ে বাঙ্গালী জাতিকে জাগিয়ে তুলে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে তাঁর অঙ্গুলি, তার সেই বজ্রকন্ঠ চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় কতিপয় বিপথগামী সৈনিকেরা। আর কোনদিন ঐ অঙ্গুলি আমাদেরকে প্রেরণা দিতে আসবেনা, দিবেনা কোনো চেতনার বার্তা।

পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে স্বপরিবারে বঙ্গবন্ধুকে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল বুলেটের বৃষ্টি বর্ষনে, সে সময় যে বৃষ্টি ঝরছিল, তা যেন প্রকৃতিরই অশ্রুপাত। কাল থেকে কালান্তরে এই অশ্রু ঝরবে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।

তাই আজ ই-স্কুল ৭১ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে সকলে একজোট হয়ে কাজ করি এবং তার আদর্শকে বুকে ধারণ করে শিক্ষা ও সমৃদ্ধিময় দেশ গড়ে তুলি।
প্রেজেন্টেশন বিষয়ক যাবতীয় টিপস নিয়ে ইস্কুল ৭১ নিয়ে এলো প্রেজেন্টেশন বিষয়ক কোর্স

✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।

✅ইস্কুল ৭১ এর সি প্রোগ্রামিং কোর্সে ইনরোল করলে থাকছে প্রেজেন্টেশন বিষয়ক কোর্সটি একদম ফ্রি।

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।

তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।
রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।
রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল ১৬ই আগস্ট পর্যন্ত!

মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।
"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।
ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?
✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।
✅থাকছে গিট হাব ও প্রেজেন্টেশনের উপর ফ্রি কোর্স

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।

তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।

রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।
আমাদের "Iskool-71" পরিবারের সকলের প্রিয় অত্যন্ত প্রিয় একজন মানুষ হচ্ছেন আক্তারুজ্জামান সিদ্দিক।
তিনি একজন নম্র-ভদ্র এবং কর্মঠ চরিত্রের অধিকারী।

আজ আমাদের সবার প্রিয় আক্তারুজ্জামান সিদ্দিকের জন্মদিন।

ইস্কুল-৭১ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।


তোমার আগামী দিনের পথচলা শুভ হোক। জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, প্রতিটি চাওয়া পূরণ হোক,
এই দোয়া রইলো "Iskool-71" পরিবারের পক্ষ থেকে।

আবারো জানাই,
শুভ জন্মদিন " আক্তারুজ্জামান সিদ্দিক "
মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।

"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।

ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?

✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট। দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।

কোর্স বিস্তারিত : https://docs.google.com/document/d/1KVwfqUcgBUNi06e-PYP90fbrUNJjritPZKCF4fuWfJc/edit?fbclid=IwAR3pj9wjNzxnvPWhWY40cOe1rxSpjrQfG0ouUrps7SXnz3bTD-8FCTFFkSY

রেজিষ্ট্রেশন করুন : https://forms.gle/FtH1SgW6EdZtiai29

Stay Connected With Best Extension For Digital Learning Platform.

Operating as usual

05/06/2022

ধন ধান্যে পূর্ণ অপরূপ এ অরণ্য!!

পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। পরিবেশের কল্যাণে মহাকালের গর্ভে গড়ে উঠছে সভ্যতার পরের সভ্যতা। তবু একদল মূর্খের কার্যকলাপে পরিবেশে নেমে আসতে পারে ভয়ানক দুর্যোগ।যত্নাভাবে বিলুপ্তদের আনতে পারবে কি ফিরিয়ে?

সূর্য থেকে তূর্য হেঁকে বিরূপ হিংস্র হয়ে পরিবেশ চাইবে তার অত্যাচারের বিচার,জনসভায় পথসভায় জ্ঞান গরিমার দীক্ষা না দিয়ে ওহে! হও সোচ্চার!

লাগাওঁওঁওঁওঁ গাছ বাঁচাও প্রান, তবেই না পাবে বাতাবরণে মাথা গুজবার ঠাঁই।সেদিন পরিবেশের গেতার্থে,বসুন্ধরার বুকে রোজ পালিত হবে পরিবেশ দিবস।
________________
ইস্কুল৭১ পরিবার

03/12/2021

আজ আমাদের সকলের পছন্দের এবং ভালোবাসার শ্রদ্ধেয় শিক্ষক অমিত চক্রবর্তী স্যারের জন্মদিন ।

তাকে তার জন্মদিনে আমাদের ইস্কুল ৭১ পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা । পরিবার ও প্রিয়জনদের সাথে তার সামনের দিনগুলো হয়ে উঠুক আরও সুন্দর ও রঙিন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনার প্রতিটি দিন কাটুক সুস্থ এবং সুন্দরভাবে।

আমরা আশা করব সে সবসময় আমাদের পাশে ছায়া হয়ে থাকবে এবং আমাদের এইভাবে ই এভাবেই সঠিকভাবে পথ দেখিয়ে যাবে।

শুভ জন্মদিন 🎂

29/10/2021

শুভ জন্মদিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। ৯ ভাই ও ২ বোনের মধ্যে মতিউর ৬ষ্ঠ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।

আপনার জন্মদিনে জানাই হাজার সালাম।

18/10/2021

2 = 10? 🤔🤔

10/10/2021

World Mental Health Day 2021

""
মনের মধ্যে কিছু চিন্তা আছে,সেইগুলোকে মনের মধ্যে বাসা বাঁধতে দেওয়া উচিত নয়। মানসিকভাবে সুস্থ থাকাটা জরুরি। শারীরিক স্বাস্থ্য এর জন্য জিমে যাওয়া যায় , সিক্সপ্যাক বানানো যায়, মানসিক স্বাস্থ্যের কিন্তু জিম নেই।
The theme for the World Mental Health Day 2021 is 'mental health in an unequal world.'


Video Courtesy: Amit Chakraborty Chhoton
Lecturer, Department of Computer Science & Engineering, DIU &
Co-Founder of Iskool71

05/10/2021

.

প্রতিটি শিক্ষক-শিক্ষিকার প্রতি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।

02/10/2021

-2021
SELECTED For Final Round For "Quality Education"

02/10/2021

আচ্ছা উত্তর টা কি হবে? 🤔
বুদ্ধি করে বলুন তো দেখি 👉👈

30/09/2021



❓❓❓ 🤔🤔🤔

23/09/2021

"ওঠো প্রীতিলতা, জেগে ওঠো,
গর্জে ওঠো আরেকবার"

আজ ২৩ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের আজকের এই দিনে, চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমন কালে শহীদ হন মাস্টার দা সূর্যসেনের এই বীর সহযোদ্ধা।

প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত। তার জন্ম ৫মে, ১৯১১ সালে। তার ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতারা। তিনি একজন বাঙালি ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।

এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন । ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমনে ১৫ জনের একটা বিপ্লবী দলের নেতৃত্ব দেন প্রীতিলতা। বর্ণবাদী এই ক্লাবে আক্রমন কালে পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। গুলিবিদ্ধ হন বীরকন্যা প্রীতিলতা। বিপ্লবী সহযোদ্ধাদের আত্মগোপনে যাবার নির্দেশ দেন এবং পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরণ করে আত্মহত্যা করেন।

এই কারনেই এই দিনকে প্রীতিলতার আত্মহুতি দিবস হিসেবে পালন করা হয়। বীর নারী প্রীতিলতা আজও মুক্তিকামী মানুষের হৃদয়ে রয়েছেন কিংবদন্তী হয়ে। যুগে যুগে তিনি বেঁচে থাকবেন ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে। তাই আজ আমরা ইস্কুল-৭১ পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য শ্রদ্ধা ও সম্মান।

15/08/2021

"যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। "

আজ শোকাবহ ১৫ আগস্ট। বাঙ্গালী জাতির জীবনে এটি একটি অন্ধকারাচ্ছন্ন কালো দিন। জাতীয় শোক দিবস।

বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়ে উঠে এই দিনে । কেননা ৪৬ বছর আগে পঁচাত্তরের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তে আর মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে সিক্ত হয় বাংলার আকাশ বাতাস।

একদিন যে বজ্রকন্ঠ, যে অঙ্গুলী উচিয়ে বাঙ্গালী জাতিকে জাগিয়ে তুলে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে তাঁর অঙ্গুলি, তার সেই বজ্রকন্ঠ চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় কতিপয় বিপথগামী সৈনিকেরা। আর কোনদিন ঐ অঙ্গুলি আমাদেরকে প্রেরণা দিতে আসবেনা, দিবেনা কোনো চেতনার বার্তা।

পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে স্বপরিবারে বঙ্গবন্ধুকে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল বুলেটের বৃষ্টি বর্ষনে, সে সময় যে বৃষ্টি ঝরছিল, তা যেন প্রকৃতিরই অশ্রুপাত। কাল থেকে কালান্তরে এই অশ্রু ঝরবে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।

তাই আজ ই-স্কুল ৭১ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে সকলে একজোট হয়ে কাজ করি এবং তার আদর্শকে বুকে ধারণ করে শিক্ষা ও সমৃদ্ধিময় দেশ গড়ে তুলি।

13/08/2021

✅presentation tricks and treat

প্রেজেন্টেশন বিষয়ক যাবতীয় টিপস নিয়ে ইস্কুল ৭১ নিয়ে এলো প্রেজেন্টেশন বিষয়ক কোর্স

✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।

✅ইস্কুল ৭১ এর সি প্রোগ্রামিং কোর্সে ইনরোল করলে থাকছে প্রেজেন্টেশন বিষয়ক কোর্সটি একদম ফ্রি।

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।

তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।
রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।

11/08/2021

রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল ১৬ই আগস্ট পর্যন্ত!

মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।
"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।
ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?
✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।
✅থাকছে গিট হাব ও প্রেজেন্টেশনের উপর ফ্রি কোর্স

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।

তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।

রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।

10/08/2021

আমাদের "Iskool-71" পরিবারের সকলের প্রিয় অত্যন্ত প্রিয় একজন মানুষ হচ্ছেন আক্তারুজ্জামান সিদ্দিক।
তিনি একজন নম্র-ভদ্র এবং কর্মঠ চরিত্রের অধিকারী।

আজ আমাদের সবার প্রিয় আক্তারুজ্জামান সিদ্দিকের জন্মদিন।

ইস্কুল-৭১ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।


তোমার আগামী দিনের পথচলা শুভ হোক। জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, প্রতিটি চাওয়া পূরণ হোক,
এই দোয়া রইলো "Iskool-71" পরিবারের পক্ষ থেকে।

আবারো জানাই,
শুভ জন্মদিন " আক্তারুজ্জামান সিদ্দিক "

03/08/2021

মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।

"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।

ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?

✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।

▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট। দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।

কোর্স বিস্তারিত : https://docs.google.com/document/d/1KVwfqUcgBUNi06e-PYP90fbrUNJjritPZKCF4fuWfJc/edit?fbclid=IwAR3pj9wjNzxnvPWhWY40cOe1rxSpjrQfG0ouUrps7SXnz3bTD-8FCTFFkSY

রেজিষ্ট্রেশন করুন : https://forms.gle/FtH1SgW6EdZtiai29

02/08/2021
31/07/2021

We are proud technical sponsor of the English Olympiad Bangladesh-2021(EOB).

Big Blast Coming Soon 🎁
Stay connected With Iskool71 Family

20/07/2021

Eid Ul Adha is eid of sacrifice, and commitment to Allah’s orders, May Allah bless us with the same in all circles of life and help all amongst us, who are helpless, worried, and waiting for his rehmat. Eid al-Adha Mubarak 🌙

ISKOOL71 Family

19/07/2021

নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান হিমু-মিসির আলি-রূপার মতো অসংখ্য জনপ্রিয় চরিত্র তৈরির এই কারিগর।

স্যারে'র প্রতি রইল ইস্কুল-৭১ পরিবারের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

16/07/2021

Tree

Friday Fact: "There are More trees on earth than stars in our galaxy"

গাছ মানুষের পরম বন্ধু। গাছে না থাকলে এ পৃথিবীতে হয়তো প্রানের সঞ্চার হওয়া এবং আমাদের বেচে থাকা সম্ভবপর হয়ে উঠতো না।

হাজার বছর ধরে বৃক্ষের ছায়াতলে গড়িয়ে গিয়েছে কত শত সভ্যতা ও আদিম জাতি। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশী যে সমস্যার কথা শোনা যায় তা হচ্ছে বৃক্ষ-নিধন। কারনে অকারনে মানুষ বন-গাছপালা উজাড় করে চলছে। বেড়ে যাচ্ছে পরিবেশের তিক্ততা।

বর্তমানে যদিও এ পৃথিবীতে যথেষ্ট পরিমান গাছ নেই , তবুও এক গবেষণায় দেখা গেছে আমাদের এ গ্যালাক্সির সকল নক্ষত্রের সংখ্যার থেকেও গাছের সংখ্যা বেশী।

হ্যাঁ, ঠিকই ধরেছেন।

ন্যাচার ডট কম এর ২০১৫ সালে প্রকাশিত এই গবেষনা পত্রে উঠে এসেছে, বর্তমানে পৃথিবীতে গাছে সংখ্যা প্রায় ৩ দশমিক ০৪ লক্ষ কোটি(৩.০৪ ট্রিলিয়ন)।

অপরদিকে নাসার এডুকেশন ও আউটসার্চ বিশেষজ্ঞ ম্যাগি ম্যাসেটি এর ভাষ্যমতে মিল্কিওয়ে গ্যালাক্সির নক্ষত্র সংখ্যা ১০০ থেকে ৪০০ বিলিয়নের মধ্যে।

তবে দুঃখজনক হলেও সত্যি প্রতি বছর গড়ে প্রায় ১৫ বিলিয়ন গাছে এই পৃথিবীতে নিধন করা হয়ে থাকে।

সোর্সঃ
১। https://www.nature.com/articles/nature14967.epdf
২।https://www.snopes.com/fact-check/trees-stars-milky-way/

__________________
Iskool71

English Olympiad Bangladesh 2021 13/07/2021

English Olympiad Bangladesh 2021

Proud To Be A Part Of ..... (English Olympiad Bangladesh® 2021)
Stay Safe, Stay Connected With ISKOOL71 Family.

https://engolympics.daffodilvarsity.edu.bd/

English Olympiad Bangladesh 2021 English Olympiad Bangladesh 2021. Show your English talents, go for greater challenge. Department of English of Daffodil International University.

11/07/2021

𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗔𝗿𝗴𝗲𝗻𝘁𝗶𝗻𝗮 🇦🇷
𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗠𝗲𝘀𝘀𝗶 𝗳𝗼𝗿 𝘄𝗶𝗻𝗻𝗶𝗻𝗴 "1𝘀𝘁 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹"

09/07/2021

Fact Friday: The liquid and solid forms of oxygen's are a pale blue color and are strongly paramagnetic.

Oxygen is the third most abundant element found in the sun, and it plays a part in the carbon-nitrogen cycle, one process thought to give the sun and stars their energy. Oxygen under excited conditions is responsible for the bright red and yellow-green colors of the aurora. Oxygen, as a gaseous element, forms 21% of the earth's atmosphere by volume from which it can be obtained by liquefaction and fractional distillation. The atmosphere of Mars contains about 0.15% oxygen. The element and its compounds make up 49.2%, by weight, of the earth's crust. About two-thirds of the human body and nine-tenths of water is oxygen.

In the laboratory oxygen can be prepared by the electrolysis of water or by heating potassium chlorate with manganese dioxide as a catalyst. The gas is colorless, odorless, and tasteless. The liquid and solid forms are a pale blue color and are strongly paramagnetic.

Source:

1. https://thermopedia.com/content/1008/
2. https://en.wikipedia.org/wiki/Liquid_oxygen
3. https://www.kudl.org/t/team-05-149

________________
Iskool71

26/06/2021

আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।

মাদক এমনই এক বস্তু,যা শুধু কোনো ব্যাক্তি কে নয়,বরং ধ্বংস করে দিতে পারে একটি পরিবার,কোনো সমাজ বা কোনো জাতিকেও।মাদকবিরোধী প্রচারণা কিন্তু চলে আসছে অনেক আগে থেকেই তবুও দেশে মাদকের বিস্তার বেড়েই চলেছে যার প্রভাব পড়ছে করে আমাদের তরূণসমাজের ওপর,এমনকি কিশোররাও আটকে পড়ছে মাদকের ভয়াবহ জালে।মাদকের সহজলভ্যতার কারনে দেশে বেড়ে গিয়েছে কিশোর ও তরূন অপরাধ।পরিবারে অশান্তির সৃষ্টি হুচ্ছে,শারীরিক সমস্যা ও স্বাস্থ্য ঝুকি তো রয়েছেই।মানসিকভাবে তারা হয়ে উঠছে উগ্র স্বভাবের।মাদক গ্রহনকারী দের মধ্যে আত্নহত্যার প্রবনতাও দেখা দেয়।

মাদকের এতো কুফল রয়েছে তা বলেও শেষ করা যাবে না।যদি আমরা শান্তির জীবন ও সুন্দর ভবিষ্যৎ চাই তবে মাদক থেকে দূরে থাকতেই হবে।মাদকের নেশার জালে ধরা না পড়ে আসুন নিজেদের জীবন গড়ে তুলি,সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।

সফল হোক আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

____________
Iskool71

25/06/2021

লেবু পানি

চলুন দেখে আসি লেবু পানির উপকারিতা :

১. পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস (যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি)। সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদানের যা দেহের পানিশূন্যতা দূর করে।

২. লেবুপানি দেহের ত্বকের জন্য খুবই ভাল। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুব জরুরি। তাই ত্বকের যে কোন সমস্যা রোধ করতে প্রতিদিন লেবুপানি পান করুন। আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার। ৩. বুক জ্বলা পড়া দূর করে। যাদের এই সমস্যা আছে রোজ আধা কাপ পানির মাঝে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

৪. অন্য যে কোন খাবারের চেয়ে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে।

৫. আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক।

৬. উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। ( তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন )
_______________
-Iskool71

20/06/2021

বাবা

শত শত গল্পের ভিড়ে কিছু গল্প চাপা হয়ে থেকে যায় সবার আড়ালে নিভৃতে। শত আবদার হাসিমুখে পূরন করে দেন সেই আড়ালে থেকে যাওয়া মানুষটি।

20/06/2021

বাবা

সকল বাবা ভালো থাকুক।

20/06/2021

Google Forms - create and analyze surveys, for free.

শত শত গল্পের ভিড়ে কিছু গল্প চাপা হয়ে থেকে যায় সবার আড়ালে নিভৃতে। শত আবদার হাসিমুখে পূরন করে দেন সেই আড়ালে থেকে যাওয়া মানুষটি। আজ বিশ্ব বাবা দিবসে তুলে ধরুণ আপনার বাবার অসাধারণ কিছু গল্প/কথা/ মুহূর্ত।

লিখে পাঠান আমাদেরকে:

https://forms.gle/edcWdN6MBc8g8qqe8

Google Forms - create and analyze surveys, for free. Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.

20/06/2021

স্মৃতিচিহ্ন থাকবে মোদের হে অন্তর্যামী,
ত্রিভুবনে বাবা মোদের সব চেয়ে দামি!
কষ্ট করে যাচ্ছ মোদের সুখের তরে,
জর্জরিত মোরা তোমার এই ঋণের পাহাড় সমান ভরে।
ধরণীতে স্রষ্টার দেয়া তুমি শ্রেষ্ঠ উপহার,
তোমায় নিয়ে দিবসের নেই যে উপসংহার!

18/06/2021

বজ্রপাত

বজ্রপাত!
বাংলাদেশে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বজ্রপাতের ঘটনায় ১৮০০'র বেশি মানুষ মারা গেছে বলে এ গবেষণায় বলা হয়েছে। ( BBC News Bangla )

এই প্রাকৃতিক দূর্যোগ এড়ানো সম্ভব শুধু মাত্র আমার আপনার সচেতনতা। চলুন আজকে যেনে নেওয়া যাক বজ্রপাতের সময় আমাদের করনীয়

১) আকাশে ঘনকালো মেঘ দেখা দিলে বজ্রপাতের আশংকা তৈরি হয়। ৩০-৪৫ মিনিট বজ্রপাত স্থায়ী হয়, এ সময়ে ঘরে অবস্থান করাই শ্রেয়।

২) ঘনকালো মেঘ দেখা দিলে খুব প্রয়োজন হলে রাবারের জুতা পায়ে বাইরে যাওয়া যেতে পারে।

৩) বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।

৪) এ সময়ে ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি হাঁটু গেড়ে, কানে আঙুল দিয়ে, মাথা নিচু করে বসে পড়ুন।

৫) উঁচু গাছপালা, বৈদ্যুতিক তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন।

৬) বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

৭) খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না, তবে এ সময় নদীতে থাকলে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

14/06/2021

#রক্ত_দিন_জীবন_বাঁচান

অজস্র অশ্রু ঝড়ায় মরণাপন্ন হৃদয়,
নিরাশায় আঁখি চায় প্রাণের নবোদয়।
এক ফোঁটা রক্ত'ই শ্রেষ্ঠ উপহার।
আজি হতে করি তব অঙ্গীকার...

"আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রুগির প্রাণ,
সেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান।"

সেচ্ছায় রক্তদানের ফলশ্রুতিতে বাঁচতে পারে লাখো মানুষের প্রাণ। এভাবেই অনেকে সেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে বাঁচিয়ে যাচ্ছেন হাজারো মানুষের প্রাণ।এসব অজানা বীরের উদ্দেশ্যে, উৎসর্গীকৃত দিনটি হলো ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস। ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে সেটি হলো এদিনই জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের। নোবেলজয়ী এই বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপসমূহ ‘এ, বি, ও,এবি’।

সেজন্যই আজ ১৪ জুন ইস্কুল-৭১ এর পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশে জানাই আমাদের সম্মান ও ভালোবাসা এবং সাধারণ মানুষের উদ্দেশ্য রবে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান।

_______________
Iskool 71

12/06/2021

Today is 12th of June, World day against Child labour.

The theme of this year's World Day Against Child Labour is-
“Act now: End child labour".

According to ILO reports: There are 16 crores child who is directly and indirectly connect with any kind of physical work around the world.

Children around the world are routinely engaged in paid and unpaid forms of work that are not harmful to them. However, they are classified as child labourers when they are either too young to work, or are involved in hazardous activities that may compromise their physical, mental, social or educational development.

So, on the occasion of this prestigious day we "Iskool-71" commit that for we will work hard to stop child labour and ensure a quality education for those children.

_______________
"Iskool-71 Family"
---------------

11/06/2021

সবে মিলে লড়বো,
করোনা জয় করবো।।

বর্তমান পরিস্থিতিতে করোনা নামক এক ভয়ানক মহামারীর করাল গ্রাসে আমরা সবাই বিপর্যস্থ। ছেলে বুড়ো সকল বয়সের মানুষের আহাজারিতে দিন দিন ভারি হচ্ছে আমাদের চারিপাশ।

এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই দুর্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। করোনা মহামারীর এই সংঙ্গীনকালে সকলের একত্রে সোচ্চার ও সাবধান হওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

আসুন সকলে ভ্যাকসিন গ্রহণ করি এবং অন্যকে উদ্বুদ্ধ করে করোনা মোকাবেলায় দেশ ও দশের পাশে দাড়াই।

(Tools to fight Covid-19)




____________________
ইস্কুল-৭১ পরিবার

07/06/2021

Today 7th of june, world food safety day.

This year's theme:

"Safe food today for a healthy Tomorrow."

Access to sufficient amounts of safe food is key to sustaining life and promoting good health.

According to WHO:
Foodborne illnesses are usually infectious or toxic in nature and often invisible to the pain eye, caused by bacteria, viruses, parasites or chemical substances entering the bosy through contaminated food or water.

So, on the occasion of World food safety, we "ISKOOL-71" pledge to work and make towards building a safe and disease free world and make sure safety of food for our upcoming future.

"ISKOOL-71 Team"

05/06/2021

ইস্কুল-৭১ পরিবার

করোণার এই মহামারীর সময়ে ইস্কুল-৭১ পরিবারের সদস্যরা যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে "বিশ্ব পরিবেশ " দিবসে নিজেদের সুদৃয় অবস্থান তুলে ধরতে চেষ্ঠা করেছে।

সময়ের সাথে, তারুণ্যের উদ্যমে ইস্কুল-৭১ পরিবার রয়েছে আপনাদের পাশে।

Videos (show all)

World Mental Health Day 2021
#Happy_World_Teachers_Day. প্রতিটি শিক্ষক-শিক্ষিকার প্রতি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।
✅presentation tricks and treat
We are proud technical sponsor of the English Olympiad Bangladesh-2021(EOB).Big Blast Coming Soon 🎁Stay connected With I...
Eid Ul Adha is eid of sacrifice, and commitment to Allah’s orders, May Allah bless us with the same in all circles of li...
Tree
লেবু পানি
বাবা
বাবা
বজ্রপাত
সবে মিলে লড়বো,করোনা জয় করবো।।বর্তমান পরিস্থিতিতে করোনা নামক এক ভয়ানক মহামারীর করাল গ্রাসে আমরা সবাই বিপর্যস্থ। ছেলে বুড়ো...
ইস্কুল-৭১ পরিবার

Location

Category

Telephone

Address


Dattapara, Birulia, Savar-
Dhaka

Other Schools in Dhaka (show all)
BAF Shaheen College Kurmitola BAF Shaheen College Kurmitola
Dhaka Cantonment , Kurmitola. Dhaka
Dhaka, 1206

Welcome To The Page Of B. A. F. Shaheen College Kurmitola.

mY WiLLeS mY WiLLeS
85, Kakrail
Dhaka

LIGHT MORE LIGHT \m/ WILLES ROKXX \m/

Monipur High School Monipur High School
Mirpur
Dhaka, 1216

Sheikh Burhanuddin Post Graduate College Sheikh Burhanuddin Post Graduate College
62 Nazimuddin Road
Dhaka, 1100

Shaikh Burhanuddin Post Graduate College Established in 1965. The name of Shaikh Burhanuddin was taken from the name of Imaamut Tareeqat Allama Shaykh Sayyid Muhammad Burhanuddin Uwaysi (Rad.) to commemorate his holly name.

Seabreeze International School Seabreeze International School
Campus-1 House # 10, Road # 12, Gulshan/1
Dhaka, 1212

School

Little Jewels Nursery Infant and Junior School Little Jewels Nursery Infant and Junior School
19, Purana Paltan
Dhaka

Little Jewels Nursery Infant and Junior School

Mohammadpur preparatory Higher Secondery school (boy's and girls) Mohammadpur preparatory Higher Secondery school (boy's and girls)
Iqbal Road
Dhaka, 1207

Mohammadpur Preparatory and Higher Secondary School is a higher secondary school located at Mohammad

Mohammadpur Govt. High School Mohammadpur Govt. High School
Humayan Road, Mohammadpur
Dhaka, 1207

HOLY CROSS GIRLS' HIGH SCHOOL & HOLY CROSS COLLEGE HOLY CROSS GIRLS' HIGH SCHOOL & HOLY CROSS COLLEGE
Farmgate, Tejgaon
Dhaka, 1215

Greetings from your Alma Mater! Enjoy walking down the memory lane from our posts and photos. If you

Sher-e-Bangla Nagar Government Boy's High School Sher-e-Bangla Nagar Government Boy's High School
Begum Rokeya Avenue
Dhaka, 1207

Sher-e-Bangla Nagar Govt. Boy's High School is a public school located at Agargaon, Dhaka, Establis

Monipur High School (MUB) Monipur High School (MUB)
Mirpur-2
Dhaka, 1216

Monipur High School is a secondary school located in Dhaka, Bangladesh. Monipur High School is also

Fame Teaching Home Fame Teaching Home
Ichapura
Dhaka, 1421

FAME TEACHING HOME is one of the most well known academic coaching in Shewrapara. We will not say th