Comments
ধন ধান্যে পূর্ণ অপরূপ এ অরণ্য!!
পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। পরিবেশের কল্যাণে মহাকালের গর্ভে গড়ে উঠছে সভ্যতার পরের সভ্যতা। তবু একদল মূর্খের কার্যকলাপে পরিবেশে নেমে আসতে পারে ভয়ানক দুর্যোগ।যত্নাভাবে বিলুপ্তদের আনতে পারবে কি ফিরিয়ে?
সূর্য থেকে তূর্য হেঁকে বিরূপ হিংস্র হয়ে পরিবেশ চাইবে তার অত্যাচারের বিচার,জনসভায় পথসভায় জ্ঞান গরিমার দীক্ষা না দিয়ে ওহে! হও সোচ্চার!
লাগাওঁওঁওঁওঁ গাছ বাঁচাও প্রান, তবেই না পাবে বাতাবরণে মাথা গুজবার ঠাঁই।সেদিন পরিবেশের গেতার্থে,বসুন্ধরার বুকে রোজ পালিত হবে পরিবেশ দিবস।
________________
ইস্কুল৭১ পরিবার
আজ আমাদের সকলের পছন্দের এবং ভালোবাসার শ্রদ্ধেয় শিক্ষক অমিত চক্রবর্তী স্যারের জন্মদিন ।
তাকে তার জন্মদিনে আমাদের ইস্কুল ৭১ পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা । পরিবার ও প্রিয়জনদের সাথে তার সামনের দিনগুলো হয়ে উঠুক আরও সুন্দর ও রঙিন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনার প্রতিটি দিন কাটুক সুস্থ এবং সুন্দরভাবে।
আমরা আশা করব সে সবসময় আমাদের পাশে ছায়া হয়ে থাকবে এবং আমাদের এইভাবে ই এভাবেই সঠিকভাবে পথ দেখিয়ে যাবে।
শুভ জন্মদিন 🎂
শুভ জন্মদিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। ৯ ভাই ও ২ বোনের মধ্যে মতিউর ৬ষ্ঠ।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।
আপনার জন্মদিনে জানাই হাজার সালাম।
2 = 10? 🤔🤔
""
মনের মধ্যে কিছু চিন্তা আছে,সেইগুলোকে মনের মধ্যে বাসা বাঁধতে দেওয়া উচিত নয়। মানসিকভাবে সুস্থ থাকাটা জরুরি। শারীরিক স্বাস্থ্য এর জন্য জিমে যাওয়া যায় , সিক্সপ্যাক বানানো যায়, মানসিক স্বাস্থ্যের কিন্তু জিম নেই।
The theme for the World Mental Health Day 2021 is 'mental health in an unequal world.'
Video Courtesy: Amit Chakraborty Chhoton
Lecturer, Department of Computer Science & Engineering, DIU &
Co-Founder of Iskool71
.
প্রতিটি শিক্ষক-শিক্ষিকার প্রতি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।
-2021
SELECTED For Final Round For "Quality Education"
আচ্ছা উত্তর টা কি হবে? 🤔
বুদ্ধি করে বলুন তো দেখি 👉👈
❓❓❓ 🤔🤔🤔
"ওঠো প্রীতিলতা, জেগে ওঠো,
গর্জে ওঠো আরেকবার"
আজ ২৩ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস। ১৯৩২ সালের আজকের এই দিনে, চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমন কালে শহীদ হন মাস্টার দা সূর্যসেনের এই বীর সহযোদ্ধা।
প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত। তার জন্ম ৫মে, ১৯১১ সালে। তার ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতারা। তিনি একজন বাঙালি ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।
এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন । ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমনে ১৫ জনের একটা বিপ্লবী দলের নেতৃত্ব দেন প্রীতিলতা। বর্ণবাদী এই ক্লাবে আক্রমন কালে পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। গুলিবিদ্ধ হন বীরকন্যা প্রীতিলতা। বিপ্লবী সহযোদ্ধাদের আত্মগোপনে যাবার নির্দেশ দেন এবং পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরণ করে আত্মহত্যা করেন।
এই কারনেই এই দিনকে প্রীতিলতার আত্মহুতি দিবস হিসেবে পালন করা হয়। বীর নারী প্রীতিলতা আজও মুক্তিকামী মানুষের হৃদয়ে রয়েছেন কিংবদন্তী হয়ে। যুগে যুগে তিনি বেঁচে থাকবেন ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে। তাই আজ আমরা ইস্কুল-৭১ পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য শ্রদ্ধা ও সম্মান।
"যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। "
আজ শোকাবহ ১৫ আগস্ট। বাঙ্গালী জাতির জীবনে এটি একটি অন্ধকারাচ্ছন্ন কালো দিন। জাতীয় শোক দিবস।
বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হয়ে উঠে এই দিনে । কেননা ৪৬ বছর আগে পঁচাত্তরের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তে আর মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে সিক্ত হয় বাংলার আকাশ বাতাস।
একদিন যে বজ্রকন্ঠ, যে অঙ্গুলী উচিয়ে বাঙ্গালী জাতিকে জাগিয়ে তুলে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে তাঁর অঙ্গুলি, তার সেই বজ্রকন্ঠ চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় কতিপয় বিপথগামী সৈনিকেরা। আর কোনদিন ঐ অঙ্গুলি আমাদেরকে প্রেরণা দিতে আসবেনা, দিবেনা কোনো চেতনার বার্তা।
পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে স্বপরিবারে বঙ্গবন্ধুকে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল বুলেটের বৃষ্টি বর্ষনে, সে সময় যে বৃষ্টি ঝরছিল, তা যেন প্রকৃতিরই অশ্রুপাত। কাল থেকে কালান্তরে এই অশ্রু ঝরবে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।
তাই আজ ই-স্কুল ৭১ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে সকলে একজোট হয়ে কাজ করি এবং তার আদর্শকে বুকে ধারণ করে শিক্ষা ও সমৃদ্ধিময় দেশ গড়ে তুলি।
প্রেজেন্টেশন বিষয়ক যাবতীয় টিপস নিয়ে ইস্কুল ৭১ নিয়ে এলো প্রেজেন্টেশন বিষয়ক কোর্স
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।
✅ইস্কুল ৭১ এর সি প্রোগ্রামিং কোর্সে ইনরোল করলে থাকছে প্রেজেন্টেশন বিষয়ক কোর্সটি একদম ফ্রি।
▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।
তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।
রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।
রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল ১৬ই আগস্ট পর্যন্ত!
মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।
"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।
ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?
✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।
✅থাকছে গিট হাব ও প্রেজেন্টেশনের উপর ফ্রি কোর্স
▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট।
তাই, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।
রেজিস্ট্রেশন লিংক এবং কোর্স বিস্তারিত থাকছে কমেন্টে।
আমাদের "Iskool-71" পরিবারের সকলের প্রিয় অত্যন্ত প্রিয় একজন মানুষ হচ্ছেন আক্তারুজ্জামান সিদ্দিক।
তিনি একজন নম্র-ভদ্র এবং কর্মঠ চরিত্রের অধিকারী।
আজ আমাদের সবার প্রিয় আক্তারুজ্জামান সিদ্দিকের জন্মদিন।
ইস্কুল-৭১ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
তোমার আগামী দিনের পথচলা শুভ হোক। জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, প্রতিটি চাওয়া পূরণ হোক,
এই দোয়া রইলো "Iskool-71" পরিবারের পক্ষ থেকে।
আবারো জানাই,
শুভ জন্মদিন " আক্তারুজ্জামান সিদ্দিক "
মাত্র ১৪৯ টাকায় "সি-প্রোগ্রামিং "কোর্স নিয়ে এলো ইস্কুল৭১।
"সি-প্রোগ্রামিং" হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত্তি, অনেকেই প্রোগ্রামিং শেখার প্রাথমিক অবস্থায় সি-প্রোগ্রামিং এর সম্পর্কে সঠিক ধারণা এবং ভালো মেন্টর পান না। যদি বেসিক ভালোভাবে না যেনে শুরু করে তাহলে পরবর্তীতে আগানোটা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, টোটালি প্রোগ্রামিংয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায়। সেই সকল অসুবিধার কথা চিন্তা করেই ইস্কুল৭১ এবারে ৭০% ছাড়ে নিয়ে এসেছে আপনাদের মাঝে সি-প্রোগ্রামিং কোর্সটি।
ইস্কুল৭১ এর কোর্সটি কেনো করবেন?
✅ স্বল্প মূল্যে কোর্স করার সুযোগ।
✅ অভিজ্ঞ মনিটর দ্বারা ক্লাস পরিচালনা।
✅ কোর্স মেম্বারদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলা হবে এবং সেখানে সকলের মতামত আদান প্রদান সহ বিস্তারিত আলোচনার বিশেষ সুযোগ।
✅ ফ্রি রেজিষ্ট্রেশন এর সুযোগ আর সার্টিফিকেট তো থাকছেই।
▶️ এছাড়াও কোর্স শেষে নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ইস্কুল৭১ এর পক্ষ থেকে লাইফ টাইম সাপোর্ট। দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বেসিক টু এডভান্স লেভেলের সি- প্রোগ্রামিং কোর্সটি এবং আপনার স্থাপিত লক্ষ্যে এগিয়ে যান।
কোর্স বিস্তারিত :
https://docs.google.com/document/d/1KVwfqUcgBUNi06e-PYP90fbrUNJjritPZKCF4fuWfJc/edit?fbclid=IwAR3pj9wjNzxnvPWhWY40cOe1rxSpjrQfG0ouUrps7SXnz3bTD-8FCTFFkSY
রেজিষ্ট্রেশন করুন :
https://forms.gle/FtH1SgW6EdZtiai29