Md Habib

Md Habib

Share

"শিক্ষক ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, শেখাই এবং শিখি সবসময়"
সহকারী শিক্ষক, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

"একজন শিক্ষক ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, শেখাই এবং শিখি সবসময়"

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ডাওরী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়
লালমোহন- ভোলা ।
-------------------------------------

"আমি একজন নিবেদিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে **a2i - ICT4E জেলা অ্যাম্বাসেডর** হিসেবে আমার জেলার অ্যাম্বাসেডর হিসেব

Operating as usual

18/10/2024

14/10/2024
11/10/2024

আলহামদুলিল্লাহ,

Photos from Md Habib's post 26/06/2024

"শিক্ষক বাতায়ন" ধন্যবাদ -
একটি অনলাইন প্ল্যাটফর্ম যা বাংলাদেশের শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি শিক্ষকদের শিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হতে লক্ষ্য করে। শিক্ষক বাতায়নে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, পাঠ পরিকল্পনা, অনলাইন প্রশিক্ষণ, এবং শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। এটি শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানতে এবং শিক্ষার নতুন ধারণা ও কৌশল শিখতে সহায়তা করে।

07/06/2024

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ ছাত্রীদের জন্য উপবৃত্তি
উপবৃত্তি আপডেট:
নতুন শিক্ষার্থী (বিশেষ) এন্ট্রি অপশন যুক্ত হয়েছে।
শিক্ষার্থীর শুধু মা অথবা বাবা যেকোনো একজনের এনআইডি থাকলেও এন্ট্রি করতে পারবেন।

Photos from Md Habib's post 01/09/2023

Upwork এর সাথে পথ চলা শুরু। আশা করি, মহান আল্লাহ তায়ালা আমাদের প্রতি রহমত করবেন। বাংলাদেশে অবস্থান করে- ইউরোপীয়ান কোম্পনীকে সহায়তা করতে পারি।
ধন্যবাদ ---https://ledp.ictd.gov.bd/

Photos from Md Habib's post 29/04/2022

িক্ষা_বৃত্তি_২০২২.
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সন্তানদের শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।
্তসমূহঃ
১। সহকারী শিক্ষক, যাঁরা ১৩ হতে ২০ গ্রেডভুক্ত (চলতি দ্বায়িত্ব, ভারপ্রাপ্ত, দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকসহ) বেতনে চাকরিজীবী।
২। সন্তান, ৬ষ্ঠ শ্রেণি হতে ততো ঊর্ধ যেকোন শ্রেনিতে অধ্যায়নরত থাকতে হবে।
৩। সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য আবেদন করা যাবে।
৪। পিতা-মাতা উভয়ে সরকারি কর্মচারী হলে যেকোনো একজনের নামে আবেদন করতে হবে।
৫। চাকুরীজীবি, বিবাহিত কিংবা বেকার সন্তানের জন্য শিক্ষা বৃত্তি প্রাপ্য হবেন না।
৬। অবসরপ্রাপ্ত, মৃত্যু কিংবা অক্ষম, যেকোনো গ্রেডের পেনশনভুক্ত সহকারী শিক্ষকগণও তাঁদের সন্তানের জন্য আবেদন করতে পারবেন।
্রয়োজননীয়_কাগজপত্রঃ
১। শিক্ষকের ছবি ও স্বাক্ষর।
২। শিক্ষকের পে ফিক্সেশন নম্বর ও NID নম্বর।
৩। সন্তানের বিগত শ্রেণির নম্বরপত্র যা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কতৃক সত্যায়িত কপি।
#আবেদন_প্রক্রিয়াঃ
তিন ধাপে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
১। নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
২। রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে।
৩। আবেদনের প্রিন্ট কপি, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ও সন্তানের নম্বরপত্রের সত্যায়িতের ফটোকপি করে, যেকোনো ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত করে তা স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
২০ মে ২০২২.

আরোও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
01710897104

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#islam  #alquran
আলহামদুলিল্লাহ,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ ছাত্রীদের জন্য উপবৃত্তি উপবৃত্তি আপডেট:নতুন শিক্ষার্থী (বিশেষ) এন্ট্রি অপশন যুক্ত হয়েছে...

Location

Telephone

Address

Dhaka