BGT Education

BGT Education

Comments

টাইটানিক মুভি তো কমবেশি সবাই দেখেছেন।

জাহাজে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল জ্যাক। জাহাজ যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন জ্যাকের প্রেম রোজকে বাধ্য করেছিল নিজের জীবনের কথা চিন্তা না করে সেফ বোট থেকে বারবার ফিরে আসতে। জ্যাক রোজকে কথা দিয়েছিল "Rose, i promise you we gonna make it”।

মানে জ্যাক রোজকে কথা দিয়েছিল তারা দুজন বেঁচে থাকবেন। জাহাজ যখন পুরোপুরি ডুবে যায় তখন জ্যাক রোজকে ভাসমান একটি কাঠের উপর রোজকে বসিয়ে দিয়েছিল এবং তাকে খুঁজতে আসার আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে বেঁচে থাকবে কিছু টেকনিকও শিখিয়ে দিয়েছিল। বোকা রোজ কখনো ভাবতেও পারে নি সকাল হতে হতে জ্যাক আর কখনো চোখ খুলবে না। 'Jack…Jack…jack wake up, boat is here. Jack……😭’

ছবিতে ঠিক সেই মুহুর্তের দৃশ্য যখন প্রথম রোজ বুঝতে পারে জ্যাক আর কখনো তার ডাকে সাড়া দিবে না।

এমন প্রেমিক না হলে কিসের প্রেম! কিসের ভালোবাসা! বরফে কাতরাতে কাতরাতে এতো কষ্ট পাচ্ছিল তাও রোজকে এক বিন্দু বুঝতে দেই নি তার কষ্ট হচ্ছে। রোজকে ভাসমান কাঠের উপর বসিয়ে হাত দিয়ে কাঠকে ধরে রেখেছিল যাতে রোজ ডুবে না যায়। প্রাণ ছিল না, তাও হাত কিন্তু ছাড়ে নি! ধরেই ছিল ভাসমান কাঠটি। শেষে রোজ নিজেই একবুক কষ্ট নিয়ে ভাসমান বস্তু থেকে জ্যাকের হাত সরিয়ে মহাসমুদ্রের তলদেশে জ্যাককে ডুবিয়ে দিয়েছিল আর স্বপ্ন দেখেছিল জ্যাকের জন্য বেঁচে থাকবেন। হ্যাঁ, রোজকে যে বেঁচে থাকতেই হবে!

পৃথিবীর সকল জ্যাকদের সম্মান জানাই যারা নিজেদের জীবনের কথা চিন্তা না করে রোজকে বাঁচিয়ে রাখতে চায়🙏
একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে লেখা চিঠি-

"এখনো মনে পড়ে বহুবছর আগের সেদিনের কথা যখন আমার হাতটা ধরে বলেছিলে তুমি স্বপ্ন দেখো, পূরণ করার দ্বায়িত্ব আমার! মানুষ দেখে সফলতা, কিন্তু আমার এর পিছনের গল্প হলে তুমি! পুরুষশাসিত সমাজে স্বামীর থেকে এগিয়ে বউ উচ্চশিক্ষিত হবে, দুনিয়া পাড়ি দিবে এটা তুমি হাসিমুখে করে দেখিয়েছো! তবে একটা কথা কি জানো?? তুমি হলে পৃথিবীর সবচেয়ে সুপুরুষদের মধ্যে একজন! কি আর হবে মেয়ে মানুষের এতো দুনিয়া দেখে, কি আর হবে এতো পড়ালেখা করে? পুরো দুনিয়া যখন এইখানে আটকে থাকে তখন তোমার হাতটা ধরে আমি বিশ্বভ্রমনে! নিজের কষ্ট উপার্জিত লক্ষ লক্ষ টাকা বউ এর স্বপ্ন পূরণে ব্যায় করা চারটিখানি কথা নয়! তুমি যেমন আমার স্বপ্নগুলো পূরণে নীরবে করে যাচ্ছো দুনিয়ার অগোচরে, আমিও তেমনই তোমার বিশ্বাস আর ভালোবাসা গুলো ধারন করি আমার চোখে! তোমাকে সাথে নিয়ে, তোমার হাতটা ঠিক এইভাবে ধরে আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে জানি! 🥰 জীবনটা সুন্দর তবে তোমার হাতটা ধরে..."

জীবনটা আসলেই সুন্দর😊
পরম পূজ্য বনভান্তে🙏

মূলত বাংলাদেশী বৌদ্ধরা বুদ্ধের পরে যাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি হচ্ছেন বনভান্তে। তিনি কখনোই সাধারণ মানুষ ছিলেন না। প্রজ্ঞা-ধ্যানে সবকিছুকে ছাড়িয়ে গেছেন। স্থান পেয়েছেন মানুষের মনে।

জীবনের বাস্তবতা এতটাই নিষ্ঠুর যে মহাপুরুষরা পর্যন্ত হার মেনে যায়। তারাও আজীবন বেঁচে থাকতে পারেন না। কিন্তু পার্থক্য একটাই। বনভান্তেরা মানুষের মাঝে বেঁচে থাকেন আজীবন।

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল"।
পার্বত্য চট্টগ্রামের রাণী উখেংচিং মারমা সম্প্রতি বিশ্ব খ্যাত MIT( Massachusetts Institute of Technlogy ) থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন।

এর আগেও তিনি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর সাথে কাজ করছেন এবং করোনা মহামারীকালে আদিবাসী জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থার সাথে কৌশলগত অংশীদারিত্বও গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে ১০ জন আদিবাসী নারী শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উওম্যান-এ তাদের স্নাতকপূর্ব অধ্যয়ন সম্পন্ন করার জন্য পূর্ণ অর্থায়িত শিক্ষাবৃত্তি লাভ করেন।

তাছাড়া উখেং বিভিন্ন শিক্ষা উপকরণকে বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষায় অনুবাদ করার লক্ষ্যে হার্ভার্ড মেডিক্যাল স্কুল, ইউনিভার্সিটি অফ টোরোন্টো এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “ট্রান্সলেশন ফরআওয়ার নেশনস” নামের একটি উদ্যোগের সাথেও সহযোগিতা গড়ে তোলেন। পরবর্তীতে উপকরণগুলো স্থানীয় জনসমাজে বিতরণ করা হয়।

রাণী উখেংচিং মারমা পাহাড়ি অঞ্চলের গর্ব, পুরো পার্বত্য চট্টগ্রামের গর্ব, বাংলাদেশের গর্ব।

অভিনন্দন জানাই❤️❤️❤️
পার্বত্য চট্রগ্রামের একমাত্র আদিবাসী নারী হিসেবে " Inspiring Women Volunteer Award 2022" পুরস্কার পেল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নেউমা চৌধুরী।

নেউমা চৌধুরী বিগত ৬ বছর ধরে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জীবন-মান উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

শিশু-নারী তথা সোসাইটিতে অবদান রাখার জন্য নেউমা চৌধুরীর এই অর্জনে আমরা গর্বিত।

স্যালুট জানাই!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুল শিক্ষকের চার ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী।

শুধু পুত্ররাই এগিয়ে নন, তার দুই কন্যার একজন ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন পড়ছেন দশম শ্রেণিতে। গর্বিত এই পিতার নাম আমিনুর রহমান। তিনি উপজেলার মরিয়মনগর কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া গ্রামের কালারাজার বাড়িতে।

গর্বিত বাবা-মার সন্তান😍
স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা জার্মানি যেতে চান, অনুষ্ঠানটি উপকারে আসতে পারে।
দায়িত্ববান কাঁধ পেলেই নারী তার পুরো জীবন কাটিয়ে দিতে পারে সঙ্গীর সাথে। ধনী-গরিব অথবা দেখতে ভালো-খারাপ বিচার করেন না।

-রুমিজ উদ্দীন খাঁন
আপনি কি জানেন একসময় বাসে করে ভারত থেকে লন্ডনে যাওয়া যেত?

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। কলকাতা থেকে যাত্রা শুরু করে দিল্লি হয়ে লন্ডনে যেত বাসটি।
১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। বাস ভাড়া ছিল প্রায় ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড। এই রাস্তা
কমবেশি ২০,৩০০ কি.মি ছিল। ১১টি দেশ পার হয়ে অবশেষে লন্ডন পৌছাত বাসটি।
গাছ লাগান পরিবেশ বাঁচান🙄
সময় যত গড়াচ্ছে, বাংলাদেশি স্টুডেন্টের তালিকা ততই দীর্ঘ হচ্ছে বিশ্ব বিখ্যাত ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেই দীর্ঘ তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাইমুর রহমান।

অভিনন্দন সাইমুর❤️❤️❤️
নিকাশ কুমার বড়ুয়া চৌধুরী ও সাকী বড়ুয়ার বড় ছেলে সপ্রতিভ বড়ুয়া চৌধুরী সাম্য CUET এ পড়ার সুযোগ লাভ করায় বিজিটি পরিবারের পক্ষ থেকে জানাই

প্রাণঢালা অভিনন্দন❤️❤️❤️
টমাস ফুলার কে জানেন তো?

তিনি হচ্ছেন একজন আফ্রিকান দাস। গনিতে তার অসাধারণ জ্ঞান ছিল। মুহূর্তের মধ্যে জটিল জটিল গণিতের সমস্যার সমাধান করে ফেলতে পারত।

একদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, 47,304,000।

আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেলে সে মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন?

কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেয় 2,210,500,800।
মানুষের স্বপ্নগুলো এমন হওয়া উচিৎ!
যত ঝড়তুফান আসুক না কেন, স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দেওয়া যাবে না।

বাবা-ছেলের ২৭ বছর আগের ছবি এবং বর্তমান❤️❤️❤️
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (Admition test) বিবিএ-তে ৪০৩ তম মেধায় উর্ত্তীণ হয়ে সঞ্চিতা বড়ুয়ার সাফল্য অর্জন।

অভিনন্দন❤️❤️❤️
দেখবেন আগামী ১৪ মে থেকে❤️

Broadcasting 24X7 Bengali educational tips (study in abroad, finding a job abroad, study consultant, This page content is all about educational tips.

Operating as usual

05/09/2022

হোচপানা হারে হয় | Chakma song | Sohaly Tricha | BGT shows

05/09/2022

টাইটানিক মুভি তো কমবেশি সবাই দেখেছেন।

জাহাজে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল জ্যাক। জাহাজ যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন জ্যাকের প্রেম রোজকে বাধ্য করেছিল নিজের জীবনের কথা চিন্তা না করে সেফ বোট থেকে বারবার ফিরে আসতে। জ্যাক রোজকে কথা দিয়েছিল "Rose, i promise you we gonna make it”।

মানে জ্যাক রোজকে কথা দিয়েছিল তারা দুজন বেঁচে থাকবেন। জাহাজ যখন পুরোপুরি ডুবে যায় তখন জ্যাক রোজকে ভাসমান একটি কাঠের উপর রোজকে বসিয়ে দিয়েছিল এবং তাকে খুঁজতে আসার আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে বেঁচে থাকবে কিছু টেকনিকও শিখিয়ে দিয়েছিল। বোকা রোজ কখনো ভাবতেও পারে নি সকাল হতে হতে জ্যাক আর কখনো চোখ খুলবে না। 'Jack…Jack…jack wake up, boat is here. Jack……😭’

ছবিতে ঠিক সেই মুহুর্তের দৃশ্য যখন প্রথম রোজ বুঝতে পারে জ্যাক আর কখনো তার ডাকে সাড়া দিবে না।

এমন প্রেমিক না হলে কিসের প্রেম! কিসের ভালোবাসা! বরফে কাতরাতে কাতরাতে এতো কষ্ট পাচ্ছিল তাও রোজকে এক বিন্দু বুঝতে দেই নি তার কষ্ট হচ্ছে। রোজকে ভাসমান কাঠের উপর বসিয়ে হাত দিয়ে কাঠকে ধরে রেখেছিল যাতে রোজ ডুবে না যায়। প্রাণ ছিল না, তাও হাত কিন্তু ছাড়ে নি! ধরেই ছিল ভাসমান কাঠটি। শেষে রোজ নিজেই একবুক কষ্ট নিয়ে ভাসমান বস্তু থেকে জ্যাকের হাত সরিয়ে মহাসমুদ্রের তলদেশে জ্যাককে ডুবিয়ে দিয়েছিল আর স্বপ্ন দেখেছিল জ্যাকের জন্য বেঁচে থাকবেন। হ্যাঁ, রোজকে যে বেঁচে থাকতেই হবে!

পৃথিবীর সকল জ্যাকদের সম্মান জানাই যারা নিজেদের জীবনের কথা চিন্তা না করে রোজকে বাঁচিয়ে রাখতে চায়🙏

Photos from BGT Education's post 04/09/2022

একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে লেখা চিঠি-

"এখনো মনে পড়ে বহুবছর আগের সেদিনের কথা যখন আমার হাতটা ধরে বলেছিলে তুমি স্বপ্ন দেখো, পূরণ করার দ্বায়িত্ব আমার! মানুষ দেখে সফলতা, কিন্তু আমার এর পিছনের গল্প হলে তুমি! পুরুষশাসিত সমাজে স্বামীর থেকে এগিয়ে বউ উচ্চশিক্ষিত হবে, দুনিয়া পাড়ি দিবে এটা তুমি হাসিমুখে করে দেখিয়েছো! তবে একটা কথা কি জানো?? তুমি হলে পৃথিবীর সবচেয়ে সুপুরুষদের মধ্যে একজন! কি আর হবে মেয়ে মানুষের এতো দুনিয়া দেখে, কি আর হবে এতো পড়ালেখা করে? পুরো দুনিয়া যখন এইখানে আটকে থাকে তখন তোমার হাতটা ধরে আমি বিশ্বভ্রমনে! নিজের কষ্ট উপার্জিত লক্ষ লক্ষ টাকা বউ এর স্বপ্ন পূরণে ব্যায় করা চারটিখানি কথা নয়! তুমি যেমন আমার স্বপ্নগুলো পূরণে নীরবে করে যাচ্ছো দুনিয়ার অগোচরে, আমিও তেমনই তোমার বিশ্বাস আর ভালোবাসা গুলো ধারন করি আমার চোখে! তোমাকে সাথে নিয়ে, তোমার হাতটা ঠিক এইভাবে ধরে আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে জানি! 🥰 জীবনটা সুন্দর তবে তোমার হাতটা ধরে..."

জীবনটা আসলেই সুন্দর😊

Photos from BGT Education's post 02/09/2022

পরম পূজ্য বনভান্তে🙏

মূলত বাংলাদেশী বৌদ্ধরা বুদ্ধের পরে যাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি হচ্ছেন বনভান্তে। তিনি কখনোই সাধারণ মানুষ ছিলেন না। প্রজ্ঞা-ধ্যানে সবকিছুকে ছাড়িয়ে গেছেন। স্থান পেয়েছেন মানুষের মনে।

জীবনের বাস্তবতা এতটাই নিষ্ঠুর যে মহাপুরুষরা পর্যন্ত হার মেনে যায়। তারাও আজীবন বেঁচে থাকতে পারেন না। কিন্তু পার্থক্য একটাই। বনভান্তেরা মানুষের মাঝে বেঁচে থাকেন আজীবন।

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল"।

Photos from BGT Education's post 31/08/2022

পার্বত্য চট্টগ্রামের রাণী উখেংচিং মারমা সম্প্রতি বিশ্ব খ্যাত MIT( Massachusetts Institute of Technlogy ) থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন।

এর আগেও তিনি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর সাথে কাজ করছেন এবং করোনা মহামারীকালে আদিবাসী জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থার সাথে কৌশলগত অংশীদারিত্বও গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে ১০ জন আদিবাসী নারী শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উওম্যান-এ তাদের স্নাতকপূর্ব অধ্যয়ন সম্পন্ন করার জন্য পূর্ণ অর্থায়িত শিক্ষাবৃত্তি লাভ করেন।

তাছাড়া উখেং বিভিন্ন শিক্ষা উপকরণকে বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষায় অনুবাদ করার লক্ষ্যে হার্ভার্ড মেডিক্যাল স্কুল, ইউনিভার্সিটি অফ টোরোন্টো এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “ট্রান্সলেশন ফরআওয়ার নেশনস” নামের একটি উদ্যোগের সাথেও সহযোগিতা গড়ে তোলেন। পরবর্তীতে উপকরণগুলো স্থানীয় জনসমাজে বিতরণ করা হয়।

রাণী উখেংচিং মারমা পাহাড়ি অঞ্চলের গর্ব, পুরো পার্বত্য চট্টগ্রামের গর্ব, বাংলাদেশের গর্ব।

অভিনন্দন জানাই❤️❤️❤️

Photos from BGT Education's post 30/08/2022

পার্বত্য চট্রগ্রামের একমাত্র আদিবাসী নারী হিসেবে " Inspiring Women Volunteer Award 2022" পুরস্কার পেল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নেউমা চৌধুরী।

নেউমা চৌধুরী বিগত ৬ বছর ধরে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জীবন-মান উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

শিশু-নারী তথা সোসাইটিতে অবদান রাখার জন্য নেউমা চৌধুরীর এই অর্জনে আমরা গর্বিত।

স্যালুট জানাই!

30/08/2022

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুল শিক্ষকের চার ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী।

শুধু পুত্ররাই এগিয়ে নন, তার দুই কন্যার একজন ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন পড়ছেন দশম শ্রেণিতে। গর্বিত এই পিতার নাম আমিনুর রহমান। তিনি উপজেলার মরিয়মনগর কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া গ্রামের কালারাজার বাড়িতে।

গর্বিত বাবা-মার সন্তান😍

29/08/2022

Global Educational Network Episode 9

স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা জার্মানি যেতে চান, অনুষ্ঠানটি উপকারে আসতে পারে।

29/08/2022

দায়িত্ববান কাঁধ পেলেই নারী তার পুরো জীবন কাটিয়ে দিতে পারে সঙ্গীর সাথে। ধনী-গরিব অথবা দেখতে ভালো-খারাপ বিচার করেন না।

-রুমিজ উদ্দীন খাঁন

29/08/2022

আপনি কি জানেন একসময় বাসে করে ভারত থেকে লন্ডনে যাওয়া যেত?

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। কলকাতা থেকে যাত্রা শুরু করে দিল্লি হয়ে লন্ডনে যেত বাসটি।
১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। বাস ভাড়া ছিল প্রায় ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড। এই রাস্তা
কমবেশি ২০,৩০০ কি.মি ছিল। ১১টি দেশ পার হয়ে অবশেষে লন্ডন পৌছাত বাসটি।

29/08/2022

গাছ লাগান পরিবেশ বাঁচান🙄

29/08/2022

সময় যত গড়াচ্ছে, বাংলাদেশি স্টুডেন্টের তালিকা ততই দীর্ঘ হচ্ছে বিশ্ব বিখ্যাত ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সেই দীর্ঘ তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাইমুর রহমান।

অভিনন্দন সাইমুর❤️❤️❤️

29/08/2022

নিকাশ কুমার বড়ুয়া চৌধুরী ও সাকী বড়ুয়ার বড় ছেলে সপ্রতিভ বড়ুয়া চৌধুরী সাম্য CUET এ পড়ার সুযোগ লাভ করায় বিজিটি পরিবারের পক্ষ থেকে জানাই

প্রাণঢালা অভিনন্দন❤️❤️❤️

28/08/2022

টমাস ফুলার কে জানেন তো?

তিনি হচ্ছেন একজন আফ্রিকান দাস। গনিতে তার অসাধারণ জ্ঞান ছিল। মুহূর্তের মধ্যে জটিল জটিল গণিতের সমস্যার সমাধান করে ফেলতে পারত।

একদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, 47,304,000।

আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেলে সে মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন?

কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেয় 2,210,500,800।

26/08/2022

মানুষের স্বপ্নগুলো এমন হওয়া উচিৎ!
যত ঝড়তুফান আসুক না কেন, স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দেওয়া যাবে না।

বাবা-ছেলের ২৭ বছর আগের ছবি এবং বর্তমান❤️❤️❤️

23/08/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (Admition test) বিবিএ-তে ৪০৩ তম মেধায় উর্ত্তীণ হয়ে সঞ্চিতা বড়ুয়ার সাফল্য অর্জন।

অভিনন্দন❤️❤️❤️

22/08/2022

দশম শ্রেণীর ছাত্রী অবন্তিকা বড়ুয়া অন্তি বর্তমানে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিঃষ্পাপ শিশুটির সুস্থতা কামনায় তার পরিবার সকলের কাছে দোয়া/আর্শিবাদ প্রত্যাশায়😔

22/08/2022

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার বাবু কাজল কান্তি চৌধুরীর কন্যা কাশফি বড়ুয়া রিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এম এস সি ইন্জিনিয়ারিং ইন থ্রীফল ই (EEE) বিষয়ে পড়াশোনা করার
কৃতিত্ব অর্জন করেছে।

অভিনন্দন❤️❤️❤️

18/08/2022

জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজিটি প্রতিযোগী ইচ্ছে বুড়ির পুরষ্কার গ্রহণ ❤️

14/08/2022

এঁকেছে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী - তাসফিয়া❤️❤️❤️

13/08/2022

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এইভাবে পথ পাড়ি দিতে হয় সাফল্যকে ছোঁয়ার জন্য😔

12/08/2022

এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করবেন ডিসি-ইউএনও, থাকবে না কোন পরিচালনা কমিটি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষা বোর্ড।

Photos from BGT Education's post 12/08/2022

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় চট্রগ্রামের দীপংকর চৌধুরীর ছোট সন্তান অরণ্য চৌধুরী ২টি বিভাগে স্বর্ণ ও রৌপ্য পুরষ্কার পেয়েছে।

অভিনন্দন অরণ্য❤️❤️❤️

12/08/2022

একজন শিক্ষকের এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।

11/08/2022

হাঙ্গেরিতে প্রথম বাংলাদেশী হিসেবে বিমান চালানোর লাইসেন্স পেল শাহীন।

অভিনন্দন❤️❤️❤️

09/08/2022

সতর্ক পোস্ট ঃ
প্রায় মাস তিনেক আগে এক ভাই তার এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে গেলেন। খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসে অন্যদের সাথে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ পিঠে কিছু একটার খোঁচা অনুভব করলেন। পেছনে তাকিয়ে দেখেন একটা মেয়ে একটু দূরে হাতে একটা আলপিন নিয়ে মুচকি হাসছে। তিনি বুঝতে পারলেন মেয়েটি হাতে থাকা আলপিন দিয়ে ওনার পিঠে খোঁচা দিয়েছে।

উনি সেটা ভুলে গেলেন। সামান্য আলপিনের একটা খোঁচাই তো! কিন্তু বেশিদিন ভুলে থাকতে পারলেন না। কিছুদিন পরই উনি পিঠের সেই জায়গায় ব্যথা অনুভব করেন। তেমন একটা মাথা ঘামাননি। কিন্তু ব্যথা বেড়েই চলেছে প্রতিনিয়ত। একপর্যায়ে তিনি ডক্টর দেখান। দেখা যায় পিঠেই ওই অংশ গোল হয়ে কালো এবং শক্ত হয়ে আছে। টেস্ট করে দেখা গেলো চামড়ার ভেতরেও চারপাশ মিলিয়ে প্রায় ২-৩ ইঞ্চি মাংস নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, চাকা হয়ে গেছে। ডক্টর তাকে জিজ্ঞেস করার পর আলপিনের ঘটনাটা বললেন তিনি। ডক্টর যা বুঝার বুঝলেন। পরে তার মোটামুটি একটা অপারেশন করাতে হয়, যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন।

আমরা অনেকেই আলপিন, সেফটিপিন, সুঁই বা বিভিন্ন কাঁটা দিয়ে মজা করে অপরকে খোঁচা দেই। ডক্টররা বলছেন এটা মানুষ শুধু নয়, যেকোনো প্রাণীর জন্যই ক্ষতিকর। এসব আলপিন বা সুঁইয়ের আগায় মরিচা থাকে সচরাচর। এগুলো আগে কি কাজে ব্যবহার হয়েছে আমরা জানি না। এগুলোতে বিভিন্ন বিষাক্ত বস্তু, ঘাম, কেমিক্যাল বা পানি থাকতে পারে, যা শরীরে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি করে।

আসুন আমরা এসব অহেতুক ও বিপজ্জনক মজা থেকে বিরত থাকি, বিরত রাখি
সংগ্রহিত

08/08/2022

অভাবের সঙ্গে বড় হওয়া প্রজ্ঞাতেজ চাকমা এখন ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষক।

তিনি বলেন, "ঢাবিতে ভর্তি হয়ে থার্ড ইয়ারের দিকে অনেক সিনিয়রকে দেশের বাইরে পিএইচডি নিতে দেখে অনুপ্রাণিত হতাম। এছাড়াও আমাদের পাহাড়ি সমাজের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী ড. মংসানু মারমাও আমার কাছে অনুপ্রেরণার ছিলেন। আর্থিকভাবে আমাদের পরিবার কখনো সচ্ছল ছিলাম না"

অভিনন্দন ড. প্রজ্ঞাতেজ চাকমা❤️❤️❤️

07/08/2022

আপনার পছন্দের উপন্যাস কোনটি?

07/08/2022

সম্প্রতি "মনের জানালা" কর্তৃক আয়োজিত পুরষ্কার গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজিটি ২০২২ চ্যাম্পিয়ন সুনিপুণ বড়ুয়া চৌধুরীর আরেকটি প্রাপ্তি❤️

এইটুকু বয়সে তার ঘরে কত কত পুরষ্কারের ঝুড়ি🙏
সত্যি অসাধারণ! এগিয়ে যাও চ্যাম্পিয়ন🥰🥰🥰

06/08/2022

কেন ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে, তখনই চাকা অচল হয়ে দাঁড়িয়ে যায়?

বিজ্ঞানের ব্যাখ্যা মতে, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়। যার ফলে সে সময়ে লাইনে অন্য কোন গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না। অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট রেঞ্জের বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোন সমস্যাই নেই।

একবার ভাবুনতো দুটো রেল লাইনের মধ্যে বিস্তারটা কত! আড়াই বা তিন হাতের বেশি নয়। এই তিন হাত অনেক পুরুষ লাফিয়ে পার হতে পারে। কিন্তু ট্রেন খুবই কাছাকাছি চলে এলে, তখন লাফিয়ে পার হবার চেষ্টা করা মানেই মৃত্যু নিশ্চিত! তখন তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে মানুষ লাফানোর শক্তি হারিয়ে ফেলবে বলেই মৃত্যু নিশ্চিত। এ চুম্বকীয় শক্তির কারণে মানুষকে টেনে রাখবে বলে সমস্ত শরীর অধিক ভার (ওজন) হয়ে যাবে। এই কারণেই লেভেল ক্রসিং এ গেইট বন্ধ করে ট্রেন আসার প্রায় ১০ মিনিট আগে, যাতেে ম্যাগনেটিভ ফিল্ড সৃষ্টি হতে না পারে।

06/08/2022

𝐀𝐯𝐮𝐤𝐚𝐧𝐚 𝐁𝐮𝐝𝐝𝐡𝐚 𝐒𝐭𝐚𝐭𝐮𝐞, 𝐊𝐞𝐤𝐢𝐫𝐚𝐰𝐚, Sri Lanka🌿 💗🌷

05/08/2022

চট্রগ্রাম শহরে ভিক্ষুকরা কেমন আছে?

04/08/2022

কে কোথায় আছেন?
কেউ অফিস ছুটি নিয়েছেন।
কেউ হয়ত অফিসেই বসের প্রশ্নের ঝড়ে ডুবে আছেন ভুলে গেছেন আজ আপনার ছোট্ট মেয়ের জন্মতারিখ।
কেউ আবার বাসায় হয়ত অনলাইন ব্যস্ততায়, হাতে ধরা আগুন আগুন সিগারেট, কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না।
কেউ প্রেজেন্টেশন দিচ্ছেন, সকাল থেকে দিয়েই যাচ্ছেন, কাজটা পাবেন কি পাবেন না অদ্ভুত দোটানায় খেতে পারছেন না দুপুরের খাবার।
কেউ প্রেমিক বা প্রেমিকার ফোনে চিৎকার করে বলে দিচ্ছেন নিজের পছন্দ মতন চলার নীতিমালা, নয়ত এসব চোখের জলে সম্পর্ক টিকবে না।
বাসের জানালায় বসে ঘামতে ঘামতে জীবনকে অভিশাপ দিতে দিতে দেখলেন, হেল্পার হয়তো টানা একসুরে ডেকেই যাচ্ছেন, ডেকেই যাচ্ছেন তার যাত্রীদের। চোখগুলোতে আহা কত রাতের ক্লান্তি! শার্টটা ধোয়া হয় না বোধকরি কত দিন!
কোনো মা হয়তো মেয়েকে ধমকাচ্ছেন কেন রান্নাটা শেখে নি, পরের বাড়িতে নিজেকে আরো একটু যোগ্যতম করবে বলে!
কোনো বোন হয়ত ভাইকে বলছেন রাস্তায় দেখে শুনে কোচিং এ যেতে, বখাটে ছেলেদের পাল্লায় মাদকের ঘেরাটোপে বাঁধা না পড়বার নীতিবাক্য।
কোনো সহকর্মীই হয়ত ভেঙে দিচ্ছেন আরেক সহকর্মীর আত্মবিশ্বাস, নিত্য সেই সহকর্মী খুঁজে পায় না এই অমানবিকতার কারণ।
হয়ত আটবছর একসাথে থাকা মেসের সবেচেয়ে কাছের বন্ধু ভোর রাত্তিরে টাকা, ল্যাপটপ, ফোন, বাইক নিয়ে পগার পার, উদাস চোখে থানার ডায়রী নিয়ে বসে থাকা আপনার কাছে উত্তর নেই,"কেন"।
কোনো শিক্ষক হয়ত শিক্ষার্থীদের ততটা প্রিয় নন জেনেও ক্লাসে শুনিয়ে যাচ্ছেন একঘেঁয়ে হাসির গল্প, জেনেই আছেন তার সেই যোগ্যতা নেই, তবুও হারবেন না।
কোনো গায়কের গান শ্রোতাদের হয়ত ডোবাতে পারে নি তীব্র মূর্ছনায় তবুও হৃদপিণ্ডটা খুলে বসে আছেন রেওয়াজে, চুপ লাগা নিঝুম দুপুরে।
কোনো সিনেমা হয়ত ভাঙতে পারে নি দর্শকের অপুষ্ট বোধ, সেই দুঃখ আড়াল করেই নির্মাতা পরের গল্প ভাবছেন, আশা হয়ত আলো আসবে প্রখর হয়ে।
আজ সবজীওয়ালা ঠকিয়ে যায় নি একথা হয়ত বিশ্বাসই করছেন না দোতলার বুয়া আমেনা খালা।
ব্যাংকার পুত্রবধূ শাশুরীর ওষুধের নাম ভুলে ঝাড়ি খাচ্ছেন সন্ধ্যা থেকে, অথচ তার অফিসে তখন মহা ক্যাচাল।
নির্দিষ্ট কারো সাথে কথা বলবার ইচ্ছে গিলে গিলে পেটের ব্যামো বাঁধিয়েছে হয়ত ২৭ বছরের এক যুবতী।
পুরানো বাড়ির কর্মচারী গাছের আম ঠিকঠাক পাঠায় না হয়ত আর, নিজেই ব্যবসা খুলেছে, লাভ অনেক। ভিক্ষা দিলেই হয়ত ভিক্ষুক আপনার মাথায় আকাশ তুলে দেবে, নয়ত বানাবে আজকের ফাঁসির আসামীর চেয়েও নিকৃষ্ট, এই সত্য জেনেও আপনি বিরক্ত হন।
খুব সম্ভবত আপনার স্বামী আজ সকালেই অনুভব করলেন তিনি দায়গ্রস্ত প্রাক্তন প্রেমিকার নিকট, ভালোবাসার মানে শিখেছিলো অনেক বছর আগে।
হয়ত কোনো স্ত্রী দায়গ্রস্ত মুঠোফোনে সময়ে অসময়ে সুখের বাক্য পাঠ করা যুবকের নিকট।
সম্ভবত আমাদের প্রিয় নেতারা জনগনের চোখ ভুলে যাচ্ছেন, আর আইন ভুলে যায় হয়ত মানুষের জীবন বলে কিছু একটা আছে।
মাইক্রোফোন ধরা কণ্ঠস্বর ভুলে যায় পবিত্র মাইক্রোফোন তার পাপের কথাও শুনতে চায়।
ভোর ৪ টা অবধি জেগে থাকা নগর হয়ত শব্দে ধার দেয়, কারো সবুজ জীবন এক কোপে কেটে ফেলবে বলে।
শিল্পের অভিশাপে প্রেমের ধারায় এই শহরে অনেক মানুষ দন্ডপ্রাপ্ত।
অনেকেই কালো পাতায় সফলতার গল্প লিখে ভুলেই আছে, শিল্পীর আগে মানুষের বাস, ক্ষমতার আগে বেঁচে থাকাই সত্যি।
কোনো কবি আজই হয়ত প্রেমের মলাটে কবিতার খাতা না খুলে,
ভুল করে খুলে ফেলেছে হিংস্রতার খাতা।
বুক থেকে বেরিয়ে যাচ্ছে গাদা গাদা ক্ষুরধার নখ।
কবি লিখছেন, লিখেই চলেছেন!
হিংস্রতম শব্দে পৃথিবীকে কবিতা উপহার দিয়েই যাচ্ছেন আমাদের কবি;
সে ছাড়া বাকি সব অপ্রাসঙ্গিক, অপ্রাকৃত!
চারপাশে মাতন আপনি কবি, প্রিয়তম বিদ্রোহী কবি।
প্রতিটি প্রেম ভাঙার পর এরা বিদ্রোহী হয়ে উঠে! কবিতা লিখতে শুরু করে!
এদের শব্দে জ্বলতে থাকে অশরীরী দম্ভের ১৬ টি নীল তারা! এদের স্ট্রাগলের প্রমাণ অতীতের বিদ্রোহী কালো কালো কবিতা!
ইতিহাস জানে এরা আগেও এভাবেই বিদ্রোহী হয়ে উঠেছিলো।
আগেও কবি হয়েছিলো মানুষের মিছিলে, নিজের হিংস্রতায়!
হয়ত দূর পাহাড়ে একজন মা তার শিশুকে কোলে ঘুম পাড়াতে পাড়াতে বলছে " ঘুম থেকে উঠলেই দেখবে যুদ্ধ থেমে গেছে, শান্তি ফিরে এসেছে ধরায়, মানুষ মানুষকে ভালোবাসছে খুব"।
সাদা শাড়ি পরা মাথায় কাপড় দেয়া একটা মেয়ে হাসছে, হেসেই যাচ্ছে। আপনারা কিছুটা কৌতুহলী, দ্বিধান্বিত, প্রশ্নে ভরা চোখ।
ক্যামেরা জুম আউট করলেন।
একটা ছেলে মেয়েটার শাড়ির কুচি ঠিক করবার চেষ্টা করছে, এই মুহূর্তে এই যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে জরুরী কাজ। তারা ভালোবাসে দুজনকে, খুব করে আকঁড়ে থাকে। অবাধ্য সময়ে পৃথিবী বাধ্য হয় তাদের জন্য আরো একটু সুন্দর হতে। এখানে কোনো স্ট্রাগল নেই ভাবছেন? হা হা
আছে, আছে তো!
( সাদা শাড়ির কুচি ঠিক করবার স্ট্রাগল)

এভাবেই প্রতিনিয়ত স্ট্রাগল চলে, জীবনের স্ট্রাগল, সম্পর্কের স্ট্রাগল, পরিস্থিতির স্ট্রাগল, স্ট্রাগল আদর্শের, চিন্তার, ভাবের কিংবা অ ভাবের, অবস্থানের কিংবা নিশ্চুপের, প্রেমের কিংবা অপ্রেমের স্ট্রাগল।

জীবনের প্রতি পদে পদে, প্রতিটি গল্পে প্রতিদিনের যাপনে স্ট্রাগল করে আসা/করা মানুষগুলোর একটা সম্পর্ক বা মানুষ অন্তত থাকা উচিত যেই সম্পর্ক কিংবা যাপনে কোনো স্ট্রাগল নেই বা করতে হয় না।
সত্যিকার অর্থে সবখানে স্ট্রাগল করবার শক্তিটা আসে এই স্ট্রাগলহীন সম্পর্কটার মাঝ থেকে, মানুষটা থেকে।

লিখেছেন-কামরুন্নাহার মুন্নী

04/08/2022

লোকটি হচ্ছেন ময়মনসিংহের সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান🙏❤️

03/08/2022

ছবিটি ইতালির রোম শহর থেকে তোলা❤️

Photos from BGT Education's post 01/08/2022

ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছে ছোট্ট শিশু তাহমিদার লিভার নষ্ট।
অনেকের পক্ষে টাকা দিয়ে সাহায্য করা সম্ভব না। শুধু প্রার্থনা/দোয়া করুণ বাচ্ছাটা যাতে সুস্থ হয়ে উঠে🙏

01/08/2022

মিনা নামে ভারতের এই নারী পুলিশ কমিশনার এক সময় সেলাই মেশিন চালাত।

সম্প্রতি এক বার্তাতে বলেছেন, একমাত্র গন্তব্যময় পরিশ্রমই পারে মানুষকে সফলতা এনে দিতে"❤️

30/07/2022

(এমন ছবি দেখে আতংকিত হওয়ার কিছু নেই। ছবিটি একজন মায়ের সাথে নবজাত শিশু- এই চোখেই দেখুন)

হাসপাতাল থেকে আনার পরপর সবাই শুধু বাচ্চাটার কথা জিজ্ঞেস করবেন না, সাথে বাচ্চার মার কাছেও জানতে চান সে কেমন আছে, তার কেমন লাগছে। মা কে জিজ্ঞেস করুণ তার কিছু খেতে মন চায় কিনা। মা কে একের পর এক প্রশ্ন না করে একটু ঘুমাতে দিন, বাচ্চাটাকে একটু পারলে নিজে রাখুন যেন তার মা একটু রেস্ট পায়।

নতুন বাচ্চা দেখতে আসলে দুই হাত ভরে শুধু বাচ্চার জন্য খেলনা আর পোশাক না এনে মায়ের জন্যও কিছু আনুন, কারন এতো বড় যুদ্ধটা তো সেই জয়ী হয়ে এসেছে তাইনা?

মনে রাখবেন- বাচ্চা জন্মদান কোন অন্যায় বা পাপ না যে একসাথে সবাই তাকে জ্ঞান দেবেন, বাচ্চা সামান্য অসুস্থ হলে সবাই মিলে তাকে ব্লেম করবেন, তাকে বারবার প্রমাণ করবেন সে খারাপ মা।

বাচ্চা জন্মদান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এই কাজের জন্য তাকে পুরষ্কার দিন, ভালোবাসা দিন, অভিনন্দন জানান।

লিখেছেন-Nadia Parvin Juthi
(

Photos from BGT Education's post 29/07/2022

এ কেমন বাবা-মা।
নবজাত শিশুকে হাসপাতালে ফেলে বাবা-মা উদাও।
ঘটনাটি সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে!

Photos from BGT Education's post 28/07/2022

কিছু কিছু অনুভূতি বেদনার😔

ঋদ্ধি চৌধুরী মাত্র ৩৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। কিছুদিন আগেও মেয়ে কে কোলে নিয়ে কি আনন্দ তার। কত হাসিখুশি ছিল ছোট্ট পুতুলটি। আজকে বাবাকে এমনভাবে দেখে কিছু না বুঝলেও মুখটা ভার হয়ে আছে তার।

প্রতিদিন এইভাবে হারিয়ে যায় শত শত আপনজন। হারিয়ে যায় বাবা-মা, সন্তান। এটাই নিয়ম😔😔😔

28/07/2022

জীবনটা উপভোগ করুন পরিবারের সাথে।

ছবি: তিথি ফ্যাশন

28/07/2022

বিতর্কের বিশ্বকাপ জিতেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সৌরদীপ পাল❤️

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক এ' দলের হয়ে সৌরদীপ পাল বাংলাদেশের জন্য এই গৌরবান্বিত বিজয় নিয়ে আসেন।

সৌরদীপের এই অসামান্য অর্জনে একরাশ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন❤️❤️❤️❤️

Videos (show all)

পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না? ভিডিওটি দেখুন❤️
মৃত মায়ের কাছে লেখা একজন মেয়ের চিঠি পাঠে: বিজিটি ২০২২ চ্যাম্পিয়ন সুনিপুণ বড়ুয়া চৌধুরী

Location

Products

Education

Telephone

Address


Dhaka

Other Educational Consultants in Dhaka (show all)
Bangladesh Skill Development Institute (BSDI) Bangladesh Skill Development Institute (BSDI)
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209

As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop th

WebAnalysis WebAnalysis
Dhaka
Dhaka, 1215

Provides a simple and practical way of understanding the

অরূপ রাহী ।। Arup Rahee অরূপ রাহী ।। Arup Rahee
Dhaka

www.aruprahee.com https://linktr.ee/aruprahee

ODHYYON ODHYYON
Fatema Mohol, 2nd Floor, House#23 (Old-660), Road#11 (Old-32), Dhanmondi
Dhaka, 1209

Odhyyon ERP- a pioneer Learning Management Tool admired by 500+ institutions in Bangladesh, since 20

Neophyte School & College Neophyte School & College
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh.
Dhaka

Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide ea

Executive Study Abroad Executive Study Abroad
House: 40, Road: 27(old) 16(new), Dhanmondi. Concord Royal Court (3rd Floor)
Dhaka, 1209

Embark on your academic journey overseas with Executive Study Abroad.

Scholars Scholars
Akmol Shopping Complex, Ground Floor, Staff Quater, Demra
Dhaka, 1361

Study Abroad & Scholarship service since more than 10 years.

Dream Abroad Educational Consultancy Dream Abroad Educational Consultancy
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230

Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying

Freelancer Shakib Freelancer Shakib
Tongi, Gazipur
Dhaka

hi, I'm Shakib professional digital marketer and Marketing expert. My Core skill are total social

BCS Math with Neerob Hasan BCS Math with Neerob Hasan
Dhaka
Dhaka

BCS & Job Math এর বেসিক, ছোটো-বড়ো সব সমস্যার সলভ

Greenhouse Tutorial Greenhouse Tutorial
Ka, 74, Shahjadpur, Gulshan, Dhaka. 1212
Dhaka, 1212

Greenhouse tutorial is an uncompromising endeavour for the academic and moral development of our nex

Scholarship Aid Scholarship Aid
Dhaka

আমাদের লক্ষ্য বাংলাদেশী শিক্ষার্থীদ