Haramain International Cadet Madrasah

ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস।

Operating as usual

25/02/2024

শবে বরাতে করনীয় বর্জনীয়
আব্দুল মালেক হাফিজাহুল্লাহ

প্রশ্ন ১ : আমি এক কিতাবে পড়েছি যে, শবে বরাত বিষয়ক সকল হাদীস ‘মওযু’। ইবনে দিহয়ার উদ্ধৃতিতে কথাটা ওই কিতাবে লেখা হয়েছে।

উত্তর : এটা একটা ভুল কথা। ইবনে দিহয়া কখনো এমন কথা বলতে পারেন না। যিনি তার উদ্ধৃতিতে এ কথা লিখেছেন তিনি ভুল লিখেছেন। ইবনে দিহয়া শুধু এটুকু বলেছেন যে, শবে বরাতে বিশেষ নিয়মের নামায এবং সে নামাযের বিশেষ ফযীলতের যে কথাগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচলিত, তা মওযু। তাঁর মূল আরবী বক্তব্য তুলে দিচ্ছি :

أحاديث صلاة البراءة موضوعة

‘শবে বরাতের বিশেষ নামায সংক্রান্ত বর্ণনাগুলো মওজু।’

(তাযকিরাতুল মওজুআত, মুহাম্মাদ তাহের পাটনী পৃ. ৪৫)

আল্লামা লাখনৌবী রাহ. ‘আল আছারুল মারফুআ ফিল আখবারিল মওজুআ’ (পৃ. ৮০-৮৫)তে পরিষ্কার লিখেছেন যে, ‘শবে বরাতে রাত্রি জেগে ইবাদত করা এবং যেকোনো নফল আমল যাতে আগ্রহ বোধ হয় তা আদায় করা মুস্তাহাব। এ বিষয়ে কোনো আপত্তি নেই। এ রাতে মানুষ যত রাকাআত ইচ্ছা নামায পড়তে পারে, তবে এ ধারণা ভুল যে, এ রাতের বিশেষ নামায রয়েছে এবং তার বিশেষ পদ্ধতি রয়েছে। যেসব বর্ণনায় এ ধরনের কথা পাওয়া যায় সেগুলো ‘মওযু।’ তবে এ রাত একটি ফযীলতপূর্ণ রজনী এবং এ রজনীতে ইবাদত-বন্দেগী করা মুস্তাহাব-এ বিষয়টি সহীহ হাদীস থেকেও প্রমাণিত। মোটকথা, এ রাতের ফযীলতকে অস্বীকার করা যেমন ভুল তদ্রূপ মনগড়া কথাবার্তায় বিশ্বাসী হওয়াও ভুল।’

আল্লামা শাওকানীও ‘আল ফাওয়াইদুল মাজমূআ’ পৃ. ৫১)তে এই ভুল ধারণা সংশোধন করেছেন।

প্রশ্ন ২ : একজন আলিমের কাছে শুনেছি যে, শবে বরাতে কবরস্থানে যাওয়া ‘মাসনূন’ নয়। আর আজকাল যেভাবে এ রাতে কবরস্থানে মেলা বসানো হয় এবং মহিলারাও বেপর্দা হয়ে সেখানে গিয়ে ভিড় করে, তা তো একেবারেই নাজায়েয।

প্রশ্ন এই যে, যতটুকু নাজায়েয তা তো অবশ্যই নাজায়েয, কিন্তু যদি মহিলারা বেপর্দা না হয় এবং কোনো গুনাহর কাজও সেখানে না হয় তবুও কি এ রাতে কবর যিয়ারত মাসনূন বলা যাবে না? হাকীমুল উম্মত ‘ইসলাহুর রুছূম’ কিতাবে একে ‘মাসনূন’ লিখেছেন।

উত্তর : মহিলাদের জন্য যিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যাওয়া এমনিতেও নিষেধ। এরপর যদি পর্দাহীনতা ও অন্যান্য আপত্তিকর বিষয় এর সঙ্গে যুক্ত হয় তবে তা আরো কঠিন হয়ে যায়। আর কবরস্থান যদি নিকটবর্তী হয় এবং মাযার না হয় আর সেখানে শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কাজকর্ম না হয় তাহ

25/02/2024

এই শব্দগুলো চর্চা করতে পারেন। উত্তম ফায়দা হবে।

মাসিক আলকাউসার - শাবান ১৪৪৫ / ফেব্রুয়ারি ২০২৪ 21/02/2024

আল কাউসার, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাসিক। কিন্তু আমরা ফেসবুকের ভাইরাল ইস্যুতে মজে এটা পড়া ছেড়ে দিয়েছি। অথচ সময়ের প্রয়োজনে তারা এটার ওয়েবসাইটও তৈরি করে রেখেছে আমাদের জন্যে। আসুন ’আল কাউসার’ পড়ি, অন্যকে পড়তে উদ্বুদ্ধ করি।


আমাদের সোনালী দিনগুলো ফিরে আসুক। আমীন
Weblink:

মাসিক আলকাউসার - শাবান ১৪৪৫ / ফেব্রুয়ারি ২০২৪ শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি চিরসত্য ও সর্বজনবিদিত হলেও বর্তমানে যেন এ বাক্য তার গুরুত্ব হারাচ্ছে। রাষ্ট্রের সব.....

11/02/2024

Dear Parents, Don't skip this video please!

11/02/2024

হারামাইন তার বালিকা শাখা পরিচালনা করতে গিয়ে দেখেছে যে, দেশে দক্ষ ও যোগ্য মুআল্লিমার খুবই অভাব৷ হাফেজাদের তেলাওয়াত শুনে আশাহত হয়েছে বহুবার। তাই দেশে মানসম্পন্ন তেলাওয়াতের অধিকারী একদল দক্ষ ক্বারিয়া মুআল্লিমা তৈরি করতে ১০ দিনব্যাপী এই কোর্সের আয়োজন করেছে হারামাইন কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ, এই কোর্স শেষে প্রতিজন প্রশিক্ষণার্থী মানসম্মত কুরআন তেলাওয়াত এবং যোগ্য শিক্ষকের পাথেয় নিয়ে যেতে পারবে।

আসনসংখ্যা খুবই সীমিত। নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে বা যেকোনো তথ্য জানতে কল করুন পোস্টারে দেওয়া নাম্বারে সকাল ০৯:০০ থেকে রাত ০৯:০০ পর্যন্ত যেকোনো সময়।

09/02/2024

মুমিন মুসলমান; কিন্তু জাযাকাল্লাহ বললে দ্বিধায় পড়ে যান, কী উত্তর দিবেন ভেবে পান না;— অথচ এই শব্দের কত গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন।

কমেন্টবক্স দ্রষ্টব্য

31/01/2024
Photos from Haramain International Cadet Madrasah's post 18/01/2024

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের এবং সবার চেয়ে প্রশস্তচিত্তের মানুষ ছিলেন। তিনি আমাকে একদিন এক কাজে পাঠিয়েছিলেন, আমি বের হয়ে দেখি শিশুরা খেলছিল, আমিও তাদের সঙ্গে খেলতে চলে গেলাম। হঠাৎ আমি অনুভব করলাম, একজন আমার পেছনে দাঁড়িয়ে আছেন এবং আমার কাপড় স্পর্শ করছেন, আমি তার দিকে তাকালাম; দেখি তিনি মুচকি হাসছেন। বললেন হে ‘উনায়েস! তোমাকে যেখানে যেতে বলেছি সেখানে কি তুমি গিয়েছ?আমি বললাম, জি এখনই যাবো হে আল্লাহর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!আল্লাহর কসম, আমি ১০ বছর তার খেদমত করেছি এর মাঝে আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননি, ‘কেন তা করেছ’ আর কোনো কাজ না করলে তিনি কখনো বলেননি ‘কেন তা করোনি’।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে খুব আদর কতেন। তাদের সঙ্গে সখ্যতা ও আন্তরিকতায় বিনোদনে মেতে উঠতেন।

হারামাইন, শিশুদের জন্যে নববী আদর্শের এমন কিছু শিক্ষকের সম্মেলন ঘটানোর চেষ্টা করেছে। আল্লাহ আমাদের আমাদের মেহনত কবুল করুন। ওস্তাদদের উত্তম জাযা দান করুন। আমীন।

-Funday

Photos from Haramain International Cadet Madrasah's post 15/01/2024

হারামাইন রব্বুর রহীমের উপর ভরসা করে ২০২৪ এর যাত্রা শুরু করল। আজকে ছিল আমাদের অরিয়েন্টেশন ক্লাস। আল্লাহ তাআলা আমাদের পরিকল্পনা করুন। আমীন

10/12/2023

ভর্তিবিষয়ক যেকোনও তথ্যের জন্যে কল করুন — 01928541553, 01920761446, 01773-386247

Photos from Haramain International Cadet Madrasah's post 27/11/2023

একজন শিক্ষার্থীকে সফলভাবে গড়ে তুলতে বিশেষভাবে দুইদল মানুষের সমন্বিত প্রচেষ্টা লাগে। তাদের মধ্যে প্রথম দলটি হচ্ছে সচেতন অভিভাবক এবং দ্বিতীয় দলটি যোগ্য শিক্ষক।

হারামাইনের অভিভাবক সমাবেশে সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক পরামর্শ আমাদেরকে আনন্দিত ও সমৃদ্ধ করেছে। আমরা আশা করছি, আমাদের যোগ্য শিক্ষক এবং আপনাদের সমন্বিত প্রচেষ্টায় আল্লাহ কবুল করলে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।

আপনাদের দুআয় আমাদের স্মরণ রাখবেন। জাযাকুমুল্লাহ

13/11/2023

আজকের দুইটা অর্জন। ২য় ও চতুর্থ স্থান। আমরা আমাদের সন্তানদের প্রতিটা অর্জন এবং হারকেই গুরুত্বপূর্ণ মনে করি। ওরা যখন প্রতিযোগিতায় ভালো তেলাওয়াত করে হাসিমুখে ফিরে আসে, তখন গর্বে আমাদের বুক ভরে যায়। আবার যখন সামান্য টোকা খেয়ে কাঁদতে থাকে, তখনও আমাদের আনন্দ লাগে — কারণ, আমরা বুঝতে পারি, আমাদের ছেলেরা মানসিকভাবে প্রস্তুত। আজ না হোক কাল বিজয়ের হাসি এরা হাসবেই ইনশাআল্লাহ। দুআ চাই সবার। জাযাকুমুল্লাহ

28/09/2023

হারামাইন কে সফলতার পথে আল্লাহ পাক আরো একধাপ এগিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ...!

Photos from Haramain International Cadet Madrasah's post 04/08/2023

হারামাইন পরিবারের মাসিক প্রতিযোগিতার বিজয়ী তিন যোদ্ধা। এ বিজয় আনতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে।

24/07/2023

সবার কাছে দোয়ার দরখাস্ত

01/07/2023

নবাব সিরাজুদ্দৌলাকে যখন বৃটিশরা ধরে নিয়ে যাচ্ছিল, তখন জনগণ দাঁড়িয়ে দেখছিল দড়ি দিয়ে বেঁধে টেনে-হেচড়ে নিয়ে যাচ্ছে নবাবকে। একজন বৃটিশ ঐতিহাসিক লিখেছে, 'সেদিন যদি জনগণের প্রত্যেকজন একটি করে পাথর ছুড়ত তাহলে বৃটিশ সৈন্যরা দৌড়ে পালাত এবং নবাব ঘুরে দাঁড়ানোর কোন ব্যবস্থা নিতে পারত।'

তারা ভেবেছিল এটা নবাবের ব্যাপার, আমাদের কিছু না। পরিণামে দুই শ' বছরের গোলামি আর লাঞ্চনার জাঁতাকলে পিষ্ট হয়েছিল। তদ্রূপ হে আমার জাতি, তোমরা যদি ভাবো এটা তো হুজুরদের ব্যাপার, আমাদের কিছু না। একদিন আসবে, ঘর থেকে ধরে নিয়ে হায়েনারা তোমাদের মেয়েকে ধর্ষণ করবে, তোমাদের স্ত্রীদেরকে ছিঁড়েফেড়ে খাবে, বৃদ্ধ মা-বাবাকে নির্মমভাবে হত্যা করবে, তোমার মুসলমানিত্বকে ধ্বংস করা হবে। তখন তোমাদের করার আর কিছুই থাকবে না।

📝মুফতি সাখাওয়াত হুসাইন রা’জি হাফিজাহুল্লাহ🌹

Photos from Haramain International Cadet Madrasah's post 20/06/2023

আজকের হিফজুল কুরআন বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন "আহলুল কুরআন ওয়াসসুন্নাহ ফাউন্ডেশন" এর সম্মানিত মহাসচিব হাফেজ ক্বারী Meraj Al Islam হাফিজাহুল্লাহ। তার সাথে সৌজন্যে সাক্ষাতে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী মারুফ বিল্লাহ রহিমী দা. বা. এবং শিক্ষাসচিব আফনান ইবরাহিম সাহেব। এবং নাজেরা বিভাগের পরীক্ষা নিচ্ছেন আমাদের অভিজ্ঞ শিক্ষক প্রখ্যাত ক্বারী ইকরাম খান সাহেব হাফিজাহুল্লাহ।

আল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত ছাত্র-শিক্ষকসহ প্রকাশ্যে অপ্রকাশ্যে যত শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে কবুল করুন। আমীন।

Photos from Haramain International Cadet Madrasah's post 19/06/2023

ছেলেদের কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙলো। সিসিটিভি চেক করে দেখি ওরা রব্বুল আরশিল আজীমের দরবারে হাত তুলে কান্নাকাটি করছে। রব্বানা, আমাদের কবুল করে নিন। আমীন।

Haramain International Cadet Madrasah

02/04/2023

আরশের মালিকের সাথে কথা হয়?

গভীর রাতে উঠুন। অনেকগুলো সেজদার পর তাঁকে বলুন, আমি আপনাকে ভালোবাসি — আমার সত্তা এবং সুখের চাইতে বেশি। আমার ধমনীতে আপনাকে ভালোবাসার রক্ত বহমান। তাঁকে বলুন, এই জিহ্বা, কম্পমান ঠোঁট মিথ্যা বলায় অভ্যস্ত হলেও আমার কলবের অক্ষরগুলো দেখুন, এখানে কেবল আপনি এবং ভালোবাসা ছাড়া আর কোনো শব্দ তৈরি হচ্ছে না। আমার মগজের প্রতিটা অণু তাঁর সমস্ত শক্তি ব্যয় করে ভালোবাসা প্রকাশ করতে চাইছে। রব্বানা, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে আপনার ভালোবাসার চাদরে জড়িয়ে নিন। আমি আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিন....

💐🍁💐

Photos from Haramain International Cadet Madrasah's post 05/03/2023

রাবেতাতুল হুফফাজেও হারামাইন শীর্ষে— মোট নয়টি পুরস্কার। আলহামদুলিল্লাহ!

Photos from Haramain International Cadet Madrasah's post 21/02/2023

গতকালের সফরে ফ্যান্টাসি আইল্যান্ডের সুইমিংপুল আমাদেরকে উচ্ছ্বাসিত করে তুলেছিল। কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করা হলো।

19/02/2023

ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের শিক্ষার্থীরা মেট্রোরেলে চড়ে শিক্ষা সফরে যাবে।

01/02/2023

কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেকসহ মিরপুর জোন অডিশন। আগামী শুক্রবার। আমাদের প্রতিষ্ঠানে। আপনারা আমন্ত্রিত। জাযাকুমুল্লাহ।

01/01/2023

যত দিন যাচ্ছে, থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা ততই বাড়ছে। ডিজে পার্টি, অবাধ যৌনাচার এবং মদপানের সাথে যুক্ত হয়েছে বিকট শব্দের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর অপসংস্কৃতি।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে তিনটি মর্মান্তিক ঘটনা ঘটে। উল্লাসকারীদের পটকার আওয়াজ একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেয়। ফানুস-সৃষ্ট আগুনে সর্বস্ব দিয়ে গড়ে তোলা একজন দরিদ্র নারীর প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্ম হয়ে যায় এবং ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পটকার বিকট শব্দে ভয় পেয়ে একঝাঁক পাখি একটি বাসার ড্রয়িংরুমে ঢুকে ক্রমাগত চিৎকার করে ডানা ঝাপটাচ্ছে।

পাখি প্রকৃতির শোভা৷ সবুজ গাছের ডালে ডালে পাখিরা কলরব করবে, এটাই সৃষ্টির নিয়ম ও সৌন্দর্য। অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে আমাদের পরিবেশ ও প্রাণীবৈচিত্র্য ধ্বংস হচ্ছে।

নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে?

মানুষকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আগুনে, পটকার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!

শায়খ আহমাদুল্লাহ

21/12/2022

বার্ষিক ছুটির নোটিশ
———————–

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ডিসেম্বর ২০২২ খ্রি. রোজ শনিবার থেকে ৩০ ডিসেম্বর ২০২২ খ্রি. রোজ সোমবার পর্যন্ত ৭ দিন "হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা"র বার্ষিক পরীক্ষার ছুটি থাকবে। সম্মানিত অভিভাবকগণকে ২৪ তারিখ সকাল ১০:০০ টার পূর্বে মাদরাসায় উপস্থিত হয়ে 'ছুটিকালীন তথ্য কার্ড' সংগ্রহপূর্বক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অনুরোধ করা হলো।

নির্দেশক্রমে —
প্রিন্সিপাল
হাফেজ মাওলানা কারী মারুফ বিল্লাহ রহিমী

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Preparation for final examination-2022
আগামী ১০ তারিখের গ্র‍্যান্ড ফিনালের প্রস্তুতি চলছে— সবার দোয়া চাই...
আগামী ১০ তারিখের গ্র‍্যান্ড ফিনালের প্রস্তুতি চলছে— সবার দোয়া চাই...
শিক্ষার্থীদের সাপ্তাহিক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ।

Location

Category

Telephone

Website

Address

440/1/C, Mofizur Rahman Road, North Ibrahimpur, Kafrul
Dhaka
Other Religious Schools in Dhaka (show all)
Sawtul Quran-সাউতুল কোরআন Sawtul Quran-সাউতুল কোরআন
House#23, Road#15, Sector#14, Uttara
Dhaka, 1230

অনলাইনে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা ও হিফজের নির্ভরযোগ্য প্লাটফর্ম।

Abdur Rahim Noman Abdur Rahim Noman
Uttar Khan
Dhaka, 1230

ইকরা তাহফিযুল কুরআন - Iqra Tahfizul Quran ইকরা তাহফিযুল কুরআন - Iqra Tahfizul Quran
1227/A/1, Khilgaon, Hajipara
Dhaka, DHAKA-1219

প্রতিযোগীতা মূলক অধ্যয়ন, দ্বীনী অনুশ?

Mi islamic tv Mi islamic tv
Dhaka

THIS is New one

Soft Spooky Soft Spooky
Dhaka, 10010

Assalamu alikum Welcome to my page. Soft spooky is all about Islamic Videos and reels.Plz Follow us😘

Imam Shaybāny Fiqh Academy Imam Shaybāny Fiqh Academy
1/G East Rampura (Boubajar Road) Near Better Life Hospital, Rampura
Dhaka, 1219

To provide an explanation of understanding and the meaning of Islamic laws related to human

Islamic Takdir Islamic Takdir
76, Kakrail
Dhaka, 1000

Islamic Takdir Assalamualaikum Dear Muslim brothers and sisters our Islamic youtube Channel mainly work for Islam.

জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া মিরপুর আজমা মহিলা মাদ্রাসা জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া মিরপুর আজমা মহিলা মাদ্রাসা
রোড নং ২, ব্লক ত, সেকশন ১২, পল্লবী, মিরপুর
Dhaka, 1216

ঢাকার অন্যতম প্রাচীন মহিলা মাদ্রাসা

দ্বীন শিখি ও শিখাই দ্বীন শিখি ও শিখাই
Dhaka
Dhaka

This page is an Islamic religious education page. It will be the only means of Ramadan, Salat, Hajj, Jakat and the rules of Islam. Which will handle. M***i, Rakib Uddin. (Rumi).

SRT SRT
Dhaka

School of Religious Thought

Azhari WAZ Bangladesh Azhari WAZ Bangladesh
Dhaka

Islamic lecture and Song