Sabilul quran online madrasa

Sabilul quran online madrasa

You may also like

SdmSir
SdmSir

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabilul quran online madrasa, Education Website, Dhaka.

Operating as usual

24/04/2024

Allah’s Messenger (ﷺ) said: "Whenever a Muslim supplicates for his (Muslim) brother in his absence, the angels say: 'May the same be for you too'."

Install Dua Explorer!

23/04/2024
30/11/2023

আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস মাওলানা আব্দুল গণি সাহেব হুজুর আর নেই।
ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
ফরিদাবাদ মাদরাসায় দাওরা পড়ার সুবাদে , মরহুম হযরতের নিকট দরস করার সুযোগ হয়েছিলো। মরহুম হযরত ছিলেন বিনয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত , আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতবাসী করুন- আমীন

14/08/2023

শোক সংবাদ!

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন॥

15/07/2023

জীবনের বাঁকে বাঁকে , অনেক কথা থাকে। অনেক ব্যাথা থাকে।
সব কিছু প্রকাশ করা যায় না কখনো ।
কিছু আবেগ, অনুভূতি হৃদয়ের আবদ্ধ কোঠায়, পাথর চাপা দিয়ে রাখতে হয়।
কিছু সৃতি, শেষ নিশ্বাসের মত ত্যাগ করার চেষ্টা করতে হয়।
মাঝে মাঝে নিজেকে পরিশুদ্ধতার ছাকনী দিয়ে পবিত্রতার পরিমাণ নির্ণয় করতে হয় ।
এতশত চেষ্টার পরেও নিজেকে অনেক কস্ট করে নিয়ন্ত্রণে রাখতে হয়।
মন চাই বিলিয়ে দেয় নিজের সবটুকু।
বিলিন করে দেয় প্রকৃতির মাঝে অবিশিষ্ট আশ্বাস আর নিশ্বাস টুকু।
তবুও একটু শান্তি ফিরে আসুক এই নির্জন পরিত্যক্ত মনের ঘরে ।
একটু স্থিরতা আসুক এই মৃতপ্রায় শীর্ণ দেহতে ।

দিবানিশির পালাক্রমে আজ আমি বিস্বাদ আর তিক্ততার মাঝে হাবুডুবু খাচ্ছি।
যা হারানোর তা তো বহু আগেই হারিয়ে ফেলেছি।
যা পাওয়ার ছিল সেটা আর প্রত্যাশা করার মত নেই।

এই দেহ এই মন সব কিছু এখন নিজ সত্বার নিকট অবহেলিত ।
হতাশা আর নিরাশায় ছেয়ে গিয়েছে এই সব কিছু।

আর কিছুই চাই না আমি।
বেচে থাকার ইচ্ছেটুকুও বলিদান হয়ে গিয়েছে বহুআগে।

নিজেকে আজ বড়ই একা লাগে আমার .........

25/05/2023

বাংলাদেশের কুমিল্লা জিলার লাকসামের মাটি আজ ধন্য, আল্লাহর এক উজ্জল নক্ষত্রের জন্ম এই লাকসামের বুকে। মাত্র ৪৯ দিনে পুরো কুরআনে পাক মুখস্ত করেছেন এই ছেলেটি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তাঁর মতো বিশ্বের প্রতিটি ইমানদারের ঘরে আল্লাহ পাক কোরআনের হাফেজ তৈরি করে দিন।

15/05/2023

Everything alhamdulillah

15/05/2023

কি দেখছেন? মরুভূমি তে জাহাজ পড়ে আছে?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।

30/04/2023

জীবন মরণ উভয়টাই খুব কঠিন, পুণ্য দিয়ে সহজ করে নিতে হয়।
পূণ্যবানদের (নেককার) জন্য জীবনের চেয়ে মরণ বেশি আকাঙ্খিত ⏳

04/04/2023

আলহামদুলিল্লাহ
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম ও তার উস্তাদবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন।

24/03/2023

পহেলা রামাদানের শুভেচ্ছা
/follow by follow
Help by help 100%

23/03/2023

যেভাবে কাটাবেন রমজান
তাহাজ্জুদের নামাজ আদায় করা : রমজানে কিয়ামুল্লাইলের ব্যাপারে নবীজি নির্দেশ দিয়েছেন। 'কিয়ামুল লাইল' অর্থ রাতের নামাজ। তারাবিহও কিয়ামুল্লাইলেরই অন্তর্ভূক্ত। তবে কিয়ামুল্লাইলের সর্বোচ্চ পর্যায় হলো তাহাজ্জুদ। রমজানে আমাদেরকে সাহরি খাওয়ার জন্য শেষ রাতে জাগতে হয়। সাহরির সময় সামান্য সময় আগে উঠে সহজেই চাইলে কয়েক রাকাত তাহাজ্জুদের অভ্যাস করে নিতে পারি।

22/03/2023

এবার 'রমজানের বাজার' নামে বিশেষ কোনো বাজার করলাম না। রোজা রেখে অতিভোজনের আয়োজন এই 'রমজানের বাজার'। অন্যান্য মাসের চেয়ে এক চুল পরিমাণ বেশি বাজার করলাম না৷

সারাবছর তো আমি বেগুনি-পেয়াজু খাই না। এইমাসেই কেন দৈনিক সে জিনিস খেতেই হবে? ঘরের মহিলাদের আমলের সময়টায় আসর-টু-মাগরিব কেন ব্যস্ত থাকতে হবে রান্নাঘরে? কেন এই মাসে রাক্ষসের মতো খেতে হবে? দৈনিক শরবত, দৈনিক নানারকম আইটেম, হালিম, জিলাপি, মুড়িছোলা ইত্যাদি কেন? সারাবছর তো দৈনিক খাই না আমরা এগুলো?

রমজানের আনন্দ? রমজানের আনন্দ ঠেসে খাওয়ায় না, রমজানের আনন্দ বেশি বেশি আমলে। কুরআন খতমে, তাহাজ্জুদে, তারাবীহতে, নজরের হেফাজতে, বেশি সময় আমলে ব্যয় করাতে।

খাওয়াদাওয়া এইমাসে এতো বাড়তে কেন হবে যে 'রমজানের বাজার' নামে আলাদা বাজারই করতে হয় আমাদের? রমজানে খাওয়াদাওয়া অন্য মাসের সমানই রাখুন, বা কমিয়ে দিন। ভোগের বিরাট প্রভাব আছে দ্রব্যমূল্যের উপর। ভোগ কমিয়ে দিলে শরীরও সুস্থ থাকে, দামও কমে আসে।

এবারের রমজান সকলের 'লেভেল-আপ'এর মৌসুম হোক। নিজেকে চলুন করি আল্লাহর আরেকটু প্রিয়। নিজের উপর কন্ট্রোল হোক আরেকটু পোক্ত। অল্প ভোগ হোক অভ্যাস।

নিয়ত করেছি এবার দুপুরের খাবারটা ইফতারে খাব৷ আর সেহরিতে খেজুর-পানি। ব্যস।

22/03/2023

যেভাবে কাটাবেন রমজান

মুমিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্ষমার মহান বারতা নিয়ে সমহিমায় হাজির হয়েছে পবিত্র রমজান। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায় তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজাবার সুযোগও এনে দেয় রমজান। কোরআনে নিষিদ্ধ জিনিসগুলোকে ‘না’ বলে সেগুলো ত্যাগ করা এবং নির্দেশিত বিষয়গুলোর চর্চার প্রশিক্ষণরও এক মহাসুযোগ রমজান। এ রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ক্ষমা ও সৌভাগ্য অর্জনে নিম্নের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে :

হক আদায় করে রোজা রাখা : রমজানের মূল ফরজই হলো রোজা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে রোজা পালন করে। (সুরা বাকারা : আয়াত : ১৮৫)। রোজা শুধু পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাই নয় বরং সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ এবং সব ধরণের গুনাহ থেকে বিরত থাকা। হাদেসেও এমনটিই এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতাসুলভ কাজ ত্যাগ করতে না পারবে তার পানাহার ত্যাগ করাতে আল্লহ তায়ালার কোনো প্রয়োজন নেই। (বোখারি: ৫/২২৫১)। পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতাসুলভ কাজ ত্যাগ করে এভাবে রোজা রাখলেই তা হবে হক আদায় করে রোজা রাখা। রোজার মাধ্যমে ক্ষমা পেতে হলে সে রোজা হতে হবে পাপমুক্ত। শুধু পানাহার ত্যগ করে গুনাহের কাজ না ছাড়লে তা কিছুতেই রোজা হবে না। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, পানাহার বর্জনের নাম সিয়াম নয়; সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কথা এবং কাজ বর্জন করা। (বায়হাকি: ৪/২৭০)। অর্থাৎ রোজার মাধ্যমে পবিত্র কোরআনে নিষিদ্ধ জিনিসগুলো ছেড়ে দেয়ার প্রশিক্ষণ নিতে হবে। নিজেকে বিরত রাখতে হবে সব ধরণের মিথ্যা ও পাপাচার থেকে। অনেক সময় রোজা রেখেও আড্ডায় বসে আমরা অন্যের গিবত করি। এটিও পরিহার করতে হবে। রমজানে দিনের বেলায় খাবারকে যেমন 'না' বলা হয় তেমনি গিবত, পরনিন্দা, সুদ, ঘুষ, সন্ত্রাসসহ সব গুনাহের কাজকেও 'না' বলে গুনাহমুক্ত জীবন গড়ার প্রশিক্ষণ হিসেবে রোজাকে গ্রহণ করাই আমাদের প্রধান দায়িত্ব। রমজানের প্রথম দিনে আজই আমরা শপথ করি যে গুনাহ করব না।

21/03/2023

একজন আলেমের সাথে ন্যাক্কারজনক আচরণ:
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

বাইরে গুড়িগুড়ি বৃষ্টি। রাস্তায় যানবাহনও তেমন চলছে না। গন্তব্যে যেতে ভুলক্রমে লোকাল বাস মনে করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠেছিলেন দেশের একজন প্রসিদ্ধ ওয়ায়েজ
মুসাদ্দিকুল মাওলা সাহেব (দা.বা.)। বাসে উঠার পর কলেজের ছাত্র-ছাত্রীদের দেখে তিনি নিজেই লজ্জিত হয়েছেন। বিনয়ের সাথে তাদেরকে বলেছেন- কোন গাড়ি পাচ্ছিলাম না। লোকাল বাস ভেবে আপনাদের বাসে উঠে পড়েছি। বিনয়ের সাথে বলার পরও বাসে থাকা ছাত্রদের একজন ঐ আলেমের সাথে বিরূপ আচরণ করে নানান কথা বলে। শেষতক ঐ আলেমকে বাস থেকে নামিয়ে দিয়েছে। একজন আলেমের সাথে এমন ঘৃণ্য আচরণ দেখেও বাকি ছাত্ররা কোন প্রতিবাদ না করে সমর্থন জানিয়েছে।

দেশের খ্যাতনামা একটি ভার্সিটির ছাত্রদের আচরণ যদি এমন ঘৃণ্য হয় তাহলে তাদের নীতিনৈতিকতার কত অবনতি হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। একজন আলেমের সাথে এমন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইমামে আযম আবু হানিফা (রহ.) এর ঘটনায় আছে, আলেমদের সাথে যারা বেআদবি করে খোঁজ নিলে জানা যায় তাদের জন্মে সমস্যা।

শিক্ষার স্তরে ভার্সিটিতে পা-রাখলেও মনুষ্যত্বের শিক্ষা এরা শিখেনি। বিপদে একজন আলেমকে সহযোগিতা করতে পারেনি এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কী সেবা করবে! আমি মনে করি নোয়াখালীর ওলামায়ে কেরাম ভার্সিটি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো উচিত। যাতে ভবিষ্যতে কোন আলেমের সাথে এমন স্পর্ধা দেখাতে না পারে।

ছাত্র জীবনে যারা জনসেবা করতে শিখে না- কর্মজীবনে তারাই হয় সেরা দূর্নীতিবাজ। চুষে খায় জনগণের রক্তমাংস।

পোস্টঃ H.M. Zunaid

21/03/2023

রোযা ফরয করার মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, আর আমরা কোন পথে?

প্রতিটি মুসলমানের জন্য এই বিষয়টি ভালো ভাবে জেনে রাখা দরকার।

যেহেতু আমরা ঈমানদার আমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে,সেহেতু আমাদের জন্য এটা জানাও ওয়াজিব যে, কেন রোযা ফরয করা হয়েছে?

এক কথায়
أسرار الصيام وأهدافها
কি ও কেন? এটা ভালো করে জানলেই হবে।

তাহলে আমাদের রোযা রাখাটি উপাস থাকা হবেনা। বরং প্রকৃত সিয়ামই হবে।

লক্ষ্য উদ্দেশ্য

(১) تحصيل التقوى পরিপূর্ণ তাকওয়া অর্জন করার জন্য।
যেমনঃ

قال الله عزوجل وتقدس : ياأيها الذين آمنواكتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. (سورةالبقرة 183)

রোযা ফরয করা হয়েছে যেন তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পার।

এখন বুঝতে হবে "তাকওয়া" কাকে বলে ?
এটি লম্বা আলোচনা।

তবে সারমর্ম বলা যেতে পারে।

قال الإمام طلق بن حبيب التابعي (رح) : إذاوقعت الفتنة فأطفئوها بالتقوى، قالوا ماالتقوى؟ قال: أن تعمل بطاعة الله وترجو ثواب الله، وأن تترك بمعصية الله وتخاف عقاب الله. (زاد المهاجر إلى ربه لابن قيم رح)

কিবারে তাবেঈ ইমাম তলক বিন হাবিব (রহঃ) বলেন। যখন কোন ফেৎনা বা মুসিবত সামনে আসবে,তখন সে মুসিবতকে তাকওয়ার মাধ্যমে নির্বাপিত কর, এবং দূর কর।
তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তাকওয়া কি?

তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত সব আমল করা, এবং সেটার বিনিময়ে সাওয়াবের আশা রাখা।
এবং গুনাহের সমূহ কাজ ছেড়ে দেওয়া, সেটার পরিণামে শাস্তির কথা অন্তরে লালন করে আল্লাহ্ কে ভয় করা।

তো আমরা প্রকৃতভাবে এ স্তরে পৌঁছার জন্য আল্লাহ্ আমাদের উপর রোযা ফরয করেছেন।

(২) غفران الذنوب বান্দার সমূহ গুনাহ্ ক্ষমা করার লক্ষ্যে।

عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفرله ماتقدم من ذنبه. (صحيح البخاري 1910)

রাসূল (সাঃ) বলেছেন।
যে ঈমানদার সাওয়াবের আশায় রমাযানের রোযা পালন করবে,তার অতিতের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে।(সুবহানাল্লাহ্)
গুনাহ্ ক্ষমা করানোর লক্ষ্যে রোযা ফরয করা হয়েছে।

(৩) المحافظة على النفس من الوقوع فى المعاصي والآثام.

নিজের নফস কে সব ধরণের পাপরাশি, পাপাচার থেকে সংরক্ষণ করার জন্য।

قال النبي صلى الله عليه وسلم: يامعشر الشباب من استطاع منكم الباءة فليتزوج، فإنه أغض للبصر وأحصن للفرج،ومن لم يستطع فعليه بالصوم، فإنه له وجاه.( صحيح البخاري 5065)

রাসূল (সাঃ) বলেছেন

20/03/2023

যেভাবে কাটাবেন রমজান

মুমিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্ষমার মহান বারতা নিয়ে সমহিমায় হাজির হয়েছে পবিত্র রমজান। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায় তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজাবার সুযোগও এনে দেয় রমজান। কোরআনে নিষিদ্ধ জিনিসগুলোকে ‘না’ বলে সেগুলো ত্যাগ করা এবং নির্দেশিত বিষয়গুলোর চর্চার প্রশিক্ষণরও এক মহাসুযোগ রমজান। এ রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ক্ষমা ও সৌভাগ্য অর্জনে নিম্নের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে :

হক আদায় করে রোজা রাখা : রমজানের মূল ফরজই হলো রোজা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে রোজা পালন করে। (সুরা বাকারা : আয়াত : ১৮৫)। রোজা শুধু পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাই নয় বরং সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ এবং সব ধরণের গুনাহ থেকে বিরত থাকা। হাদেসেও এমনটিই এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতাসুলভ কাজ ত্যাগ করতে না পারবে তার পানাহার ত্যাগ করাতে আল্লহ তায়ালার কোনো প্রয়োজন নেই। (বোখারি: ৫/২২৫১)।

26/08/2022

SABILUL QUR’AN ONLINE MADRASA

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রমজান আসছে, হে রব আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও
মাদ্রাসার ভাইয়েরা শায়খের রুটিন টা ফলো করতে পারেন ইনশাআল্লাহ। অনেক ফায়দা হবে আসা করি। বিশেষ করে রমজানে তো বলাই বাহুল্য।
অশ্রু টলটল করে গাড়িয়ে পড়বে, আপনার নয়ন থেকে। একবার ভিডিও টা দেখুন মনযোগ সহকারে।

Location

Website

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other Dhaka schools & colleges (show all)
Flexi Edu Flexi Edu
Dhaka, 1216

Right place for Business student .... BBA/MBA .... Accounting, Finance and as well as Business Studies for O/A level student.

zahir zahir
Dhaka, 1000

Bangladesh Skill Development Institute (BSDI) Bangladesh Skill Development Institute (BSDI)
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209

As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop the necessary skills for the youth of Bangladesh.

WebAnalysis WebAnalysis
Dhaka
Dhaka, 1215

Provides a simple and practical way of understanding the

WE ARE IUBIAN WE ARE IUBIAN
Plot-16, Block-B, Bashundhara
Dhaka, 1229

Breaking News : Official Website For 'WE ARE IUBIAN" is coming soon.. It will be a huge Netizen platform of IUB students. Keep in touch with this page.

Neophyte School & College Neophyte School & College
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh. Addmission Hot Line :01191791067 Lalmatia Campus: 6/5, Lalmatia, Block#F, Kazi Nazrul Islam Road, ( Physical More, Behin
Dhaka

Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide each student a diverse education in a safe, supportive environment that promotes self discipline and excellence in learning.

টিউটরিয়ালবিডি টিউটরিয়ালবিডি
Dhaka

টিউটোরিয়ালবিডি বাংলাদেশের প্রথম টিউটোরিয়াল ভিত্তক ওয়েবসাইট।

Rawbeen.com Rawbeen.com
Mirpur
Dhaka, 1216

Rawbeen.Com :: One for everything, Everything for one- The ultimate path of learning daily technology

Executive Study Abroad Executive Study Abroad
Concord Royal Court (3rd Floor), House: 40, Road: 27 (old) 16 (new), Dhanmondi
Dhaka, 1209

Embark on your academic journey overseas with Executive Study Abroad.

PHARMACY(18th Batch),UODA PHARMACY(18th Batch),UODA
House-78, Road-11/A, Dhanmondi
Dhaka

UODA 18th batch of Pharmacy department is the best batch.They will make better future for Pharmacy in Bangladesh.

Dream Abroad Educational Consultancy Dream Abroad Educational Consultancy
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230

Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying abroad and we are here to catch dreams together. Our dream is to assist a student to get admission in a suitable university in Malaysia and China.