Admission Booster

Admission Booster

Admission Booster Where students find out admission update

Operating as usual

14/10/2023

একক ভর্তি পরীক্ষা:
অধ্যাদেশে সিদ্ধান্ত আসবে দ্বিতীয়বার ভর্তিসহ সংশ্লিষ্ট সব বিষয়ে

14/10/2023

ব্রেকিং ✅

গুচ্ছের ৬ষ্ঠ মেরিট এবং মাইগ্রেশানের ফলাফল প্রকাশিত।

14/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হতে যাচ্ছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো: মাকসুদ কামাল; তিনি বর্তমান উপাচার্য ড. মো: আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন

13/10/2023

ব্রেকিং

গুচ্ছের সর্বশেষ মেরিট এবং মাইগ্রেশান ১৪ তারিখ দুপুর ১২ টার দিকে প্রকাশিত হবে।
প্রাথমিক ভর্তি ১৪ ও ১৫ তারিখের মধ্যে

13/10/2023

মেরিন একাডেমি ও মেরিন ইঞ্জিনিয়ার সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ
-----------------------------------------------------------------------
মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করা মানেই নিজেকে নৌ পেশায় সম্পৃক্ত করার সুবর্ণ সুযোগ। এ পেশার সব চাকরিই সৌখিন ও আনন্দময়। সমুদ্রযাত্রা কে না ভালোবাসে। আপনিও পারেন আপনার স্বপ্নের রঙিন ক্যারিয়ার হিসেবে এ সৌখিন পেশাকে বেছে নিতে।

Q. মেরিন ইঞ্জিনিয়ারিং কি ?

বিশ্ব অর্থনীতির বড় কর্মকাণ্ডের ৯০ শতাংশই পরিবাহিত হয় শিপিং ইন্ডাস্ট্রির মাধ্যমে। আর সেই শিপিংয়ের পরিবহন হচ্ছে জাহাজ। অর্থনীতিতে বার্ষিক আয়ের প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার আসে শিপিং খাত থেকে। সারাবিশ্বে প্রায় ৫ হাজার জাহাজ প্রতিদিন প্রায় ৬০০ কোটি টন পণ্য নিয়ে ১৫০টির বেশি দেশে ওয়ার্ল্ড ফ্লিট নিবন্ধিত হয়। প্রায় ১৩ লাখ সি ফেরিয়ার্স সারাবিশ্বে শিপিংয়ে কর্মরত। এই বিশাল কর্মযজ্ঞের মূল বিন্দু দখল করে রেখেছেন মেরিনাররা।

Q. মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ কী ?

সাধারণত মেরিন ইঞ্জিনিয়ারদের তিন রকমের চাকরি হয়ে থাকে। নেভিগেশন, ইঞ্জিনিয়ারিং, রেডিও অ্যান্ড অয়্যারলেস কমিউনিকেশন।

➡️নেভিগেশন : কার্গো ওঠানামা এবং যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নেভিগেশন ডিপার্টমেন্টের। জাহাজের নাবিকদের নিরাপত্তাও দেখতে হয় এই বিভাগকে। জাহাজের ক্যাপ্টেন হলো নেভিগেশন ডিপার্টমেন্টের প্রধান। খারাপ আবহাওয়ায় জাহাজ কোন পথে এবং কিভাবে যাবে, তা ঠিক করেন ক্যাপ্টেন। তাদের সাহায্য করেন এই বিভাগের অন্যান্য ইঞ্জিনিয়াররা।

➡️ ইঞ্জিনিয়ারিং : জাহাজের যান্ত্রিক অবস্থা দেখাশোনার দায়িত্ব রয়েছে মেরিন ইঞ্জিনিয়ারদের। ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হয় তাদের।

➡️ রেডিও অ্যান্ড অয়্যারলেস কমিউনিকেশন : টেলিফোনের যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করেন এই বিভাগের কর্মীরা। সার্ভিস ডিপার্টমেন্টে জাহাজের কেটারিং যোগাযোগ করেন এই বিভাগ।

🟥মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা:

১. বয়স হতে হবে ২২ বছর এর কম।
২. SSC ও HSC তে বিজ্ঞান বিভাগের হতে হবে।
৩. SSC ও HSC উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
৪. HSC তে অবশ্যই পদার্থবিজ্ঞান ও উচ্চতর গনিতে A- অর্থাৎ ৩.৫০ থাকতে হবে।
৫. HSC তে ইংরেজিতে নুন্যতম B অর্থাৎ ৩.০০ থাকতে হবে। (বি গ্রেড না থাকলে IELTS ৫.৫ স্কোর থাকতে হবে)।
৬. উচ্চতা : মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি এবং পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি ।
৭. BMI অনুযায়ী ওজন হতে হবে।
৮. চোখের দৃষ্টি ৬/৬ (নটিক্যাল) ও ৬/১২ (ইঞ্জিনিয়ারিং)।
৯. অবিবাহিত হতে হবে।

🟦মেরিন ইঞ্জিনিয়ারিং লিখিত পরীক্ষাঃ ১০০ নম্বর এবং জিপিএ ২০০ নম্বর

পদার্থ-২৫ (প্রশ্ন ৫০ টি)
উচ্চতর গণিত-২৫ (প্রশ্ন ৫০ টি)
ইংরেজি-২৫ (প্রশ্ন ৫০ টি)
বাংলা-১০ (প্রশ্ন ২০ টি)
সাধারণ জ্ঞান-১৫ (প্রশ্ন ৩০ টি)

প্রতিটি প্রশ্নের মার্ক ০.৫। অর্থাৎ ১০০ মার্কের পরীক্ষায় প্রশ্ন থাকবে ২০০ টি।

জিপিএঃ এসএসসির ৭৫ এবং এইচএসসি ১২৫ সহ মোট ২০০ নম্বর।

পাশ নম্বরঃ ৪০%

মোট আসনঃ ৭৬৩।

সরকারি = ৪০০,
বেসরকারি = ৩৬৩।
ছাত্রীদের জন্য ২৫ ।

আবেদন ফিঃ ১০৫০ টাকা।

বাংলাদেশ মেরিন একাডেমির অধীনে ২টি বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়া যায়।

১। Department of Nautical Science

1. তিন বছর মেয়াদী ব্যাচেলর অব সাইন্স ইন মেরিটাইম
2. ২ বছর একাডেমিতে পড়াশোনা এবং ১ বছর ট্রেনিং

২। Department of Marine Engineering

1. ৩ বছর মেয়াদী বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
2. ২ বছর একাডেমিতে পড়াশোনা এবং ১ বছর ট্রেনিং

ভর্তির সময় ৫০ হাজার টাকা দিতে হয় এককালীন।

🟦 বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি যোগ্যতা :

মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর সরকারি ও বেসরকারি প্রতেষ্ঠানে রয়েছে ৪ বছর ও দু’বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স। সব প্রতষ্ঠিানে ভর্তি হতে চাইলে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ভর্তির আবদেন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থী পরপর তিন বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ব্যতিক্রম পতেঙ্গা নেভাল একাডেমিতে এইচএসসি বা আলিম পরবর্তী শিক্ষার্থীরা কেবল আবেদন করতে পারবে।

বাংলাদেশ মেরিন একাডেমীতে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ জিপিএ থাকতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকের পদার্থ ও গণিত বিষয়ে আলাদাভাবে ৩.৫০ জিপিএ থাকতে হবে। ইংরেজি বিষয়ে কমপক্ষে ৩.০০ জিপিএ অথবা আইইএলটিএস স্কোর হতে হবে ৫.৫।

এ ছাড়া ক্যাডেট হওয়ার জন্য শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেরিন ক্যাডেট হিসেবে ছেলেদের কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি ও মেয়েদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এই প্রতিষ্ঠানে দৃষ্টিশক্তির ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে ক্যাডেট ভর্তি করা হয়। মেরিন ক্যাপ্টেন হওয়ার জন্য ৬/৬ এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ৬/১৮ হতে হবে।

এসবের বাইরে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে।

➡️পরীক্ষার কেন্দ্র : লিখিত পরীক্ষার কেন্দ্র এবং আসনবিন্যাস www.macademy.gov.bd ওয়েবসাইটে দেওয়া হয়।

➡️স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এরপর অংশ নিতে হবে শারীরিক ও মৌখিক পরীক্ষায়। মেরিন একাডেমীতেই অনুষ্ঠিত হবে শারীরিক সক্ষমতা যাচাই ও সাঁতার পরীক্ষা। এ ধাপ দুটি পেরোনোর পর অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের পাশাপাশি মেরিন একাডেমীর নির্দিষ্ট কেন্দ্রে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ২৭৫ জন স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হবেন।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ ?

সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ একেবারেই কম। এখানে খরচ পড়বে ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার খচর একটু বেশি। এখানে প্রতিষ্ঠান ভেদে খচর পড়বে ৪ থেকে ৫ লাখ টাকার মতো।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় :-

সমুদ্রগামী জাহাজের বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন : জাহাজ চালনা, নৌ-প্রকৌশল, ইলেকট্রনিক ও যোগাযোগ ব্যবস্থা অথবা হোটেল সার্ভিস ইত্যাদি। তিন বছরের কোর্স শেষে এসব বিভাগের যেকোনো একটিতে যোগ দেওয়া যায়। তবে যাঁরা প্রি-সি নটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেন, তাঁরা জাহাজ চালনা বিভাগে যোগদান করুন। প্রি-সি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্নকারীরা নৌ-প্রকৌশল বিভাগে যোগ দিন।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার পাশাপাশি চাকরি :-

কোর্সটিতে দুই বছরের তাত্তি্বক প্রশিক্ষণের পাশাপাশি এক বছর সরাসরি সমুদ্রগামী জাহাজে কাজ করার সুযোগ রয়েছে। এই এক বছরে প্রতিটি ক্যাডেট মাসিক ৪০০ থেকে ৫০০ ডলার বেতন পাবেন (বাংলাদেশি মুদ্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা)।

কোর্স সম্পন্ন করার পর সাত থেকে আট বছরের মধ্যে জাহাজের ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। একজন ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ১০ থেকে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ ২০ হাজার থেকে ১৬ লাখ ৪০ হাজার টাকা)।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার সম্ভাবনা :

মেরিন ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গড়তে অনেক ক্ষেত্র রয়েছে যেমন- স্বল্প খরচে সিঙ্গাপুর, জার্মানি, অস্ট্রেলিয়া, কাতার, দুবাই ইত্যাদি দেশে চাকরির পাশাপাশি উচ্চশিক্ষাও নিতে পারবেন। বাংলাদেশ শিপবিল্ডিং কর্পোরেশন, খুলনা শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে রয়েছে চাকরির ব্যাপক চাহিদা। বাংলাদেশ নেভি, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি ইত্যাদি স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার রয়েছে সুবর্ণ সুযোগ। দেশী-বিদেশী জাহাজে নাবিকসহ ভালো মানের চাকরি রয়েছে।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ আয় রোজগার :

মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার পর বেকার থাকা বা কাজ না পাওয়ার সম্ভাবনা নেই। এখানে আয়-রোজগারের বিষয়টা প্রতিষ্ঠানভেদে হয়ে থাকে। অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে। নারায়ণগঞ্জ মেরিন ইন্সটিটিউটের অধ্যক্ষ এম আকরাম আলী জানান, একজন ছাত্র পেশাগত জীবনে বিদেশী প্রতিষ্ঠানে ২০ হাজার থেকে ৪ লাখ টাকা আয় করতে পারবে ও দেশি জাহাজ বা অন্য প্রতিষ্ঠানে ১৫ হাজার থেকে আড়াই লাখ টাকা আয় করতে পারে। বিদেশী জাহাজে চাকরিরত অফিসার মাসুদ আহমেদ জানান, এখানে থাকা-খাওয়া ও বেতন সবকিছুই মানসম্মত।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষা :

দেশে মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে আপনি উচ্চশিক্ষা বা স্কলারশিপ নিতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আমাদের দেশে বুয়েটে এমএস/এমএসসি ও পিএইচডি করতে পারবেন। আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক এ পেশার ওপর স্কলারশিপ দিয়ে থাকে। এছড়াও বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য স্বলারশিপ নিতে পারবেন। উচ্চশিক্ষার পাশাপাশি পার্টটাইমে চাকরির সুযোগ আছে। সুতরাং দেশের জাহাজ শিল্পের গুণগত মান বিকাশে ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে এ সৌখিন ও আনন্দময় পেশায় গড়ুন আপনার স্বপ্নের রঙিন ক্যারিয়ার।

🟩মেরিন ইঞ্জিনিয়ারিং এ কাজের ক্ষেত্র :

তিন বছরের কোর্স শেষে একজন ক্যাডেট লাভ করবেন প্রি-সি মেরিন (মার্চেন্ট মেরিন) সার্টিফিকেট। সমুদ্রগামী জাহাজ ছাড়াও দেশি-বিদেশি নৌ বন্দর, জাহাজ ব্যবস্থাপনা সংস্থা, পাওয়ার প্লান্টেও কাজের সুযোগ পাবেন। এ ছাড়া রয়েছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, দেশি-বিদেশি তেল কম্পানিসহ বিভিন্ন শিল্প-কারখানায় কাজের সুযোগ।

Photos from Admission Booster's post 13/10/2023

এই ভাইটি হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁত ফেলতে যেয়ে তার আজকে এই করুন অবস্থা!!

B.D.S ( Bachelor Of Dental Surgery) ডিগ্রি ছাড়া কেউ ডেন্টিস্ট/ ডেন্টাল সার্জন নয়।

তাই মুখ ও দাঁতের চিকিৎসা নিতে হলে ডেজিগনেশনে BMDC(Bangladesh Medical and Dental Council) certified,B.D.S ডিগ্রি আছে কিনা দেখে নিবেন।
প্রকৃত ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজে বাংলাদেশে রোগি দেখে এমন অবৈধ অসাধু হাতুড়ে ব্যাক্তিদের চেনার উপায়:-

ডিগ্রির নাম:

🚫DMF(ডিএমফ)
🚫Diploma and BSC in Dental Technology
🚫MATS(মেডিকেল এসিস্ট্যান্ট)
🚫Physiotherapist (ফিজিও)
🚫SACMO(উপসহকারী কমিউনিটি চিকিৎসক)
🚫আকুপাংচার স্পেশালিস্ট
🚫পল্লি চিকিৎসক ইত্যাদি।
🚫ফার্মাসিস্ট

MBBS(এমবিবিএস), BDS (dental) ব্যাতিত অন্য কোন ব্যক্তি দ্বারা আপনি চিকিৎসা নিচ্ছেন তো আপনি প্রতারিত হচ্ছেন এবং কখনো কখনো রোগের ভয়াবহতা ভেদে মৃত্যুরকোলে একধাপ এগিয়ে গেলেন।

"নিজে সচেতন হন।
সমাজকে সচেতন করে তুলুন।"

12/10/2023

অবশেষে মেরিন এর সার্কুলার প্রকাশিত

🛑🛑

12/10/2023

গুচ্ছে আর একটি মাইগ্রেশন এবং মেরিট প্রকাশ করা হবে

12/10/2023

গুচ্ছের ওয়েবসাইটে
১৩ অক্টোবর পর্যন্ত সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করা যাবে।

12/10/2023

৬১ কোটি টাকার বিনিয়োগ পেল টেন মিনিট স্কুল

12/10/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং-বায়োসায়েন্সেস কলেজ ও ইন্সটিটিউটসমূহের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

11/10/2023

গুচ্ছের শেষ ভর্তি কার্যক্রম চলবে ১৭ ও ১৮ অক্টোবর; আসন ফাকা ৯০০ এর মত

©TDC

11/10/2023

অপ্রয়োজনীয় কথা ব্যাক্তিত্ব নষ্ট করে আর বেশি প্রশংসা চাটুকারি করলে আত্নসম্মান চলে যায়।
পদ-পদবী দিয়ে জীবন না সাজিয়ে নিজের ব্যাক্তিত্ব সাজান

11/10/2023

গুচ্ছে আসন ফাঁকা ৭১৩ ভর্তি নিয়ে সভা আজ

©️TDC

10/10/2023

চূড়ান্ত ভর্তি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ১০৭২ জন, আসন ফাকা রয়েছে ৪৪ টি

Photos from Admission Booster's post 10/10/2023

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
❤️❤️

10/10/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষার বিষয়ে দ্রুত অধ্যাদেশ জারির সুপারিশ করেছে।
- ইউজিসি

10/10/2023

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না।

09/10/2023

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনদিনের চলমান পরীক্ষা স্থগিত।

09/10/2023

“গুচ্ছে কোন সংকট নেই, চমৎকার চলছে : শাবিপ্রবি ভিসি”

09/10/2023

আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো গুচ্ছের ৫ম ধাপের চূড়ান্ত ভর্তি

নতুন মেরিট সম্পর্কে দ্রুতই মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে

09/10/2023

অর্থনীতিতে নোবেল পেলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।

09/10/2023

ডিগ্ৰি ২২-২৩ সেশন প্রথম মেধাতালিকা
১০ ই অক্টোবর প্রকাশিত হবে।

08/10/2023

কিছু কিছু বাচ্চারা সকল বিশ্ববিদ্যালয়ের কলাভবন বলতে যা বুঝে🙂

08/10/2023

আপডেট

গুচ্ছের বিশেষ পর্যায়ে
প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে ১৫৩০ জন

08/10/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ পর্যায়ের চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ।

08/10/2023

আগামী বছর বাড়তে পারে মেডিকেলের আসন সংখ্যা; প্রায় ১০০০ আসন বাড়ানোর প্রস্তাব

©TDC

07/10/2023

খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন সংক্রান্ত বিশেষ বার্তা প্রকাশিত :

07/10/2023

যাদের সাবজেক্ট মাইগ্রেশন হইছে, নতুন ডিপার্টমেন্টে ডকুমেন্ট ট্রান্সফারের করতে হবে কিনা এটা জেনে নিও

কোনো টাকা দেওয়া লাগবে না⚠️

07/10/2023

গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি (বিশেষ পর্যায়)প্রকাশিত হয়েছে,
ওয়েবসাইট থেকে নোটিশ গুলো দেখে নাও

07/10/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের একটা রুম।

ছবি: Zerin Nymphea

07/10/2023

বুয়েট ছাত্র আবরার ফাহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Photos from Admission Booster's post 06/10/2023

কৃষি গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি নোটিশ
🛑🛑

06/10/2023

ভার্সিটি লাইফে সবথেকে ডিপ্রেসিং বোধহয় পার্টিকুলার কোন ট্যালেন্ট না থাকা। আশপাশের বন্ধুবান্ধব দেখবেন কেউ ভাল গান গায়, কেউ ভাল কোডিং পারে, কেউ ভাল গিটার বাজায়, কেউ ভাল ছবি তোলে আবার কেউ ভাল লেখালেখি করে। কোন না কোন স্পেশাল ট্যালেন্ট তাদের আছে। কিন্তু আপনার ওরকম কোন ট্যালেন্ট নাই।

একইভাবে শখ না থাকাটাও ডিপ্রেসিং। সিনেমা দেখেন কিন্তু আপনি সিনেমাখোর না, এনিমে দেখেন না, ভিডিও গেম খেলেন না, ফুটবল মাঝে মাঝে দেখলেও রাত জেগে দেখার অভ্যাস আপনার নাই, ছবি তুলেন টুকটাক কিন্তু আপনার ক্যামেরা নাই। তার মানে হল আপনার একান্ত কোন শখ ও নেই যেটা করতে আপনার খুব বেশি ভাল লাগে।

এই যে, অন্যদের সাথে কম্প্যারিজনে ট্যালেন্ট/ শখ না থাকার ব্যাপারটা, এটা লং টার্মে মানসিকভাবে বিষাদগ্রস্ত হওয়ার একটা বড় কারণ।

Abir©️

06/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে হয়েছেন নিজ বিভাগের শিক্ষক। অতঃপর শিক্ষক দিবসে সেই প্রাণপ্রিয় স্যার দের পা ধুয়ে দিলেন ঢাবি অধ্যাপক।

05/10/2023

৩৩ তম পারমাণবিক ক্লাবের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ! আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম হস্তান্তর হচ্ছে আজ।

05/10/2023

গুচ্ছের বিশেষ পর্যায়ের মেরিট প্রকাশিত; প্রাথমিক ভর্তি ৫ ও ৬ অক্টোবর, চূড়ান্ত ভর্তি ৮ ও ৯ অক্টোবর

05/10/2023

গুচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন পুনরায় চালুকরণের দাবিতে গুচ্ছ কমিটির কাছে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

📛📛

Photos from Admission Booster's post 05/10/2023

কৃষি গুচ্ছভুক্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিভিত্তিক বিষয়সমূহের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Comilla
3500
Other Educational Consultants in Comilla (show all)
প্রগতি কোচিং, মোগলটুলী, কুমিল্লা। প্রগতি কোচিং, মোগলটুলী, কুমিল্লা।
Pragati Academy, Azad Medical Hall Buillding , Mogultoly
Comilla, 3500

সু-শিক্ষাই জাতি গঠনে যথেষ্ট

Engr.Mehedi Rubel Engr.Mehedi Rubel
Rammala
Comilla, 3500

আলহামদুলিল্লাহ �

Hamabi Chowdhury Jisan Hamabi Chowdhury Jisan
Comilla

আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক,উত্তম রক্ষাকর্তা এবং উওম সাহায্যকারী -সূরা-আল ইমরান

ওয়াজ ও দোয়া_Waj and prayer ওয়াজ ও দোয়া_Waj and prayer
Dabidwar
Comilla, 3533

Assamu Alaikum

Health Education & Development Foundation, Bizra Bazar Branch Health Education & Development Foundation, Bizra Bazar Branch
Majumdar Complex (2nd Floor), Bizra Bazar, Laksham, Cumilla
Comilla

Mahim's Mahim's
Chandpur
Comilla

Education is a backbone of a nation. Motivational speech also helps a person to do something . Mahim

Borhan ict sector Borhan ict sector
Comilla, 3500

Math solve101 Math solve101
Comilla, Chittagong, Banglades
Comilla, 3540

বাংলাবিদ বাংলাবিদ
Sadar
Comilla, 3500

সাহিত্য ও ব্যাকরণ (বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরিপ্রার্থীদের জন্য)

Admbatch105.com Admbatch105.com
B-para
Comilla, 3526

Advanced Digital Marketing and Dropshipping with Freelancing Guideline

Awakens Education Awakens Education
Zilla School Road, New Market, Kandirpar
Comilla, 3500

📍Dhaka, Bangladesh 🇧🇩 📚 Great Stories Begin Here. Begin your education adventure by Stud

BCS Helpline BCS Helpline
পূবালী ব্যাংকের পশ্চিমে, কান্দিরপাড়, কুমিল্লা
Comilla, 3503

BCS HELPLINE is an educational consultant & Publication Ltd based on Bangladesh. We have served 15000