
TABS
Mind it--
Perfect learning,good future. Accounting & Finance are my favourite subjects.
Operating as usual


এইচ এস সি পরীক্ষা-২০২৪ এর রুটিন।
পরীক্ষা শুরু- ৩০ জুন,২০২৪।
“Logic will get you from A to Z;
imagination will get you everywhere."
- Albert Einstein
অভিনন্দন সবাইকে 💖

এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ ২০২৩:

পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ ২০২৩

এইচ এস সি পরীক্ষা কুমিল্লা বোর্ড-২০২৩
হিসাববিজ্ঞান ২য় পত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে ফেইসবুকে দেখি ব্যাপক সমালোচনা চলছে। ট্রল আর মিম এর মাধ্যমে ছয়লাব হয়ে গেছে অনলাইনের শিক্ষা রিলেটেড প্ল্যাটফরমগুলোতে।
এসব দেখেই আগ্রহ হলো প্রশ্নটা বিশ্লেষণ করার। যেমনটা মনে করেছিলাম, ঠিক তেমনটাই। যারা সমালোচনা করছে, তারা ঠিক কী বুঝে এভাবেই ট্রল করে বেড়াচ্ছে, আমি সত্যিই বুঝতে পারলাম না, দুঃখিত। একটু ব্যাখ্যা করে বলি।
কুমিল্লা শিক্ষাবোর্ডের বাংলা প্রথম পত্রের একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটা গানের অংশবিশেষ সেট করা হয়।
উদ্দীপকে যেই গানটি ছিলো—
ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে
বুঝছোনি ভাই বুঝছোনি, আসল কথা বুঝছোনি?
এক গেরামের গরিব চাষি কালা মিয়া নাম
সবার পেটে ভাত জুটাইতে ক্ষেতে ঝরায় ঘাম।
ও তার ছাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়
মহাজনরা হাসে।
ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে।
সৃজনশীল প্রশ্নের নিয়ম অনুযায়ী উল্লিখিত উদ্দীপক অনুসারে অনুসারে ‘গ’ ও ‘ঘ’ প্রশ্ন করা হয়।
‘গ নং’ প্রশ্নে ছিল—
উদ্দীপকের ‘হাঁস’ ও ‘বাগডাশে’র সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন কোন চরিত্রের মিল পাওয়া যায় এবং কীভাবে তা সাদৃশ্যপূর্ণ?
‘ঘ’ নং প্রশ্নে ছিলো—
জমিদার, মুৎসুদ্দি শ্রেণির বিলোপ হলেও আধুনিক পীর প্রথা সেই স্থান দখল করে আছে। - বক্তব্যটি উদ্দীপক ও লালসালু উপন্যাসের আলোকে বিচার করো।
যারা লালসালু উপন্যাসটি পড়েছেন, তারা ঠাণ্ডা মাথায় চিন্তা করলে দেখবেন এই প্রশ্ন দু'টি খুবই যৌক্তিক এবং উল্লিখিত উদ্দীপকের গানটা লালসালু উপন্যাসের প্রেক্ষাপটে খুবই সাদৃশ্যপূর্ণ।
ভণ্ড মজিদরা ধর্মের নামে মাজার ব্যবসা করে ফুলেফেঁপে উঠতে থাকে। গ্রামের মাতব্বর শ্রেণির লোকজনও যুক্ত হয়ে যায় সেই চক্রে। আর গ্রামের গরীব কৃষকরা এসব ভণ্ডদের কাছে তাদের কষ্টার্জিত অর্থকড়ি সম্পদ হারাতে থাকে।
এই অশিক্ষিত গরিবদের শুষে খেতে থাকে ভণ্ড মজিদরা।
এখন খেয়াল করে দেখুন তো প্রতীকী অর্থে তাহলে হাঁস মানে কোন চরিত্র আর বাগডাশ কোন চরিত্র? নিশ্চয়ই সহজেই রিলেট করতে পারছেন।
এখন আমাকে বুঝান তো এই প্রশ্নটা নিয়ে তাহলে ট্রল হচ্ছে কেন? এই সমালোচনার যৌক্তিকতা ঠিক কোথায়?
যদিও যেই উদ্দেশ্য নিয়ে সৃজনশীল সিস্টেম চালু করা হয়েছিলো, সেটা আদতে কোন কাজের না। স্টিল ওই বিদ্যমান সিস্টেমে অন্তত কিছুটা হলেও ক্রিয়েটিভিটির জায়গা তারা তৈরী করতে পেরেছে। স্টুডেন্টরা সাধারণত এক্সপেক্ট করে যায় বাংলা সৃজনশীল প্রশ্নে ' উদ্দীপকের গুরুত্ব অপরিসীম' টাইপ ছাইপাঁশ জিনিস লিখে ভরায়ে দিয়ে আসবে। অন্তত এই প্রশ্নটার উত্তর লিখতে গিয়ে স্টুডেন্টদের একটু হলেও চরিত্রগুলো রিলেট করতে চিন্তাভাবনা করতে হয়েছে, ভাবতে হয়েছে কিছুক্ষণ— এটাই তো ওই প্রশ্নের স্বার্থকতা। বস্তাপঁচা জিনিসের ভেতর কিছুটা হলেও ক্রিয়েটিভিটির জায়গা ছিলো সেখানে।
অনলাইন দুনিয়ায় এমন বহুকিছুই ঘটে, যেখানে কোন কারণ ছাড়াই সমালোচনা উঠে, এমনকি এমন মানুষও দেখা যায় যার ওই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র কোন আইডিয়া নাই, অথচ দেখাদেখি ট্রল করা শুরু করে দেয়। ভাইরে গড্ডালিকা প্রবাহের মত না চলে একটু বিচারবুদ্ধিও তো প্রয়োগ করতে পারেন। না জানলে অন্তত বুঝতে চেষ্টা করতে পারেন। তারপর না হয় ট্রল করলেন!
সমালোচনার পরিবর্তে আমি কুমিল্লা শিক্ষাবোর্ড এবং বাংলা প্রথম পত্রের ওই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট সবাইকে বরং ধন্যবাদ জানিয়ে গেলাম। সত্যিকার অর্থেই সৃজনশীল প্রশ্ন করবার জন্য তারা ট্রল নয় বরং ধন্যবাদ ডিজার্ভ করে।
#সংগৃহীত
জরুরি বিজ্ঞপ্তি:👇👇👇
তিনটি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। প্রকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট ২০২৩ খ্রি. শুরু হবে।
আর ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট ২০২৩ খ্রি. হতে শুরু হবে।
সুত্র: জনাব আবুল খায়ের
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
১১ আগস্ট ২০২৩ খ্রি.
#সংগৃহীত
মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ আজ রাত ৮ টায়..
এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই,২০২৩।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ।
"সৎ মানুষের এটাও অন্যতম গুণ যে,তাদের ইচ্ছে করে মনে রাখতে হয় না,তাদের কথা এমনিতেই মনে পড়ে"
-হযরত আলী (রাঃ)'
"All of us do not have equal talent.But,all of us have an equal opportunity to develop our talents"
- Dr. APJ Abdul Kalam

এইচ এস সি পরীক্ষার রুটিন- ২০২৩

❤️ Positive Attitude ❤️
"অর্নাস প্রথম বর্ষ পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ"
❤️

I've just reached 600 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ❤️🤗🎉
Throughout life a person can learn from "3-E"
E= Environment
E= Education
E= Experience
These 3 factors determine whether his/her mentality or perception will be positive or negative.
এস.এস.সি তে জিপিএ-৫ (২০০১-২০২২ সাল পর্যন্ত)
২০০১ সালে ৭৬ জন,
২০০২ সালে ৩২৭ জন,
২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন,
২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,
২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,
২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন,
২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
২০১৩ সালে ৯১ হাজার ২৬৬ জন,
২০১৪ সালে ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন,
২০১৫ সালে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন,
২০১৬ সালে ১ লক্ষ ০৯ হাজার ৭৬৮ জন,
২০১৭ সালে ১ লক্ষ ০৪ হাজার ৭৬১ জন,
২০১৮ সালে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন,
২০১৯ সালে ১ লক্ষ ০৫ হাজার ৫৯৪ জন,
২০২০ সালে ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন,
২০২১ সালে ১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ জন,
২০২২ সালে ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন।
করোনাকালীন সময়ে সব কিছু যখন স্থবির তখন জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে অনেক। এ জন্য ২০২১ এ পাশ করা ছাত্র-ছাত্রীরা করোনাকে আশীর্বাদ স্বরূপ দেখছে।
ফলাফল দেখলে মনে হয় মেধাবী বাড়ছে আসলেই কি তাই?

২০২১ সালের অনার্স ২য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার রুটিন প্রকাশ
রুটিন PDF: https://mohonsworldnu.com/archives/56
শেয়ার করে অন্যকে জানতে দিন।
নোটিশঃ👇👇👇
বিবিএ ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ৷
পরীক্ষা শুরু ০৫ জানুয়ারি ২০২৩ ইং থেকে৷
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Chittagong