09/06/2025
সূরা সাবা ৩৪:২২
قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍۢ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍۢ [٣٤:٢٢]
বল, ‘তোমরা তাদেরকে আহবান কর, আল্লাহর পরিবর্তে তোমরা (যাদেরকে উপাস্য) মনে কর। ওরা আকাশমন্ডলী ও পৃথিবীতে অণু পরিমাণ কিছুর মালিক নয় এবং এতে ওদের কোন অংশও নেই এবং ওদের কেউ আল্লাহর কাজে সাহায্যকারীও নয়।’ (৩৪:২২)
সূরা আন-নাহল ১৬:৭৩
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًۭا مِّنَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ شَيْـًۭٔا وَلَا يَسْتَطِيعُونَ [١٦:٧٣]
তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে, তারা তাদের জন্য আকাশমন্ডলী অথবা পৃথিবী হতে কোন জীবনোপকরণ সরবরাহ করার শক্তি রাখে না এবং তারা কিছুই করতে সক্ষম নয়। (১৬:৭৩)
21/05/2025
আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদেরকে এই প্রশ্নগুলো বারবার করার মাধ্যমে:
প্রশ্ন ১: আল্লাহ কোথায়?
উত্তর: আকাশে (সবকিছুর ঊর্ধ্বে বা আরশের উপরে)।
প্রশ্ন ২: আল্লাহ যে আরশের উপর রয়েছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ"রহমান (আল্লাহ) আরশের উপর উঠেছেন।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (২০) ত্বা-হা, আয়াত নং ৫।]
প্রশ্ন ৩: "اسْتَوَىٰ (ইস্তাওয়া)" শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্বে ওঠা ও সমুন্নত হওয়া (বাস্তব অর্থে; রূপক অর্থে নয়)।
প্রশ্ন ৪: আমরা আমাদের আক্বীদাহ কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন, সুন্নাহ ও আছার (সাহাবা ও তাবেঈনদের বাণী ও কর্ম) থেকে।
প্রশ্ন ৫: আল্লাহ তা‘আলা জিন ও ইনসান (মানুষ)-কে কেন সৃষ্টি করেছেন?
উত্তর: কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য, তাঁর সাথে কোনো শরীক না করে।
প্রশ্ন ৬: আল্লাহ যে জিন ও ইনসানকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ "আর আমি জিনজাতি ও মানবজাতিকে 'তারা আমারই কেবলমাত্র ইবাদত করবে' এই উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করিনি।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৫১) যারিয়াত, আয়াত নং ৫৬।]
প্রশ্ন ৭: "ইয়াবুদূন" শব্দের অর্থ কী?
উত্তর: তারা তাওহীদ (একত্ববাদ) প্রতিষ্ঠা করবে এবং আনুগত্য করবে।
প্রশ্ন ৮: "লা ইলাহা ইল্লাল্লাহ" এর অর্থ কী?
উত্তর: আল্লাহ ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই।
প্রশ্ন ৯: সবচেয়ে বড় ইবাদত কোনটি?
উত্তর: তাওহীদ (একত্ববাদ)।
প্রশ্ন ১০: সবচেয়ে বড় যুলম কোনটি?
উত্তর: শিরক (আল্লাহর সাথে শরীক করা)।
প্রশ্ন ১১: তাওহীদ কী?
উত্তর: ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা।
প্রশ্ন ১২: শিরক কী?
উত্তর: আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা।
প্রশ্ন ১৩: তাওহীদের কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
প্রশ্ন ১৪: তাওহীদের প্রকারগুলো কী কী?
উত্তর: রুবূবিয়্যাহ (কর্তৃত্ব ও প্রতিপালন), উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ (ইবাদত), এবং আসমা’ ওয়াস সিফাত (আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলী)।
প্রশ্ন ১৫: "তাওহীদুর রুবূবিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: আল্লাহর কর্মসমূহের ক্ষেত্রে তাঁকে একক করা, যেমন সৃষ্টি করা, রিযিক দেওয়া ও পরিচালনা করা।
প্রশ্ন ১৬: "তাওহীদুল উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: বান্দাদের কর্মসমূহের ক্ষেত্রে আল্লাহকে একক করা, যেমন দু‘আ করা, যবাই করা ও সিজদা করা ইত্যাদি এগুলো কেবল আল্লাহর জন্যই নিসবত করা।
প্রশ্ন ১৭: আল্লাহর কি নাম ও গুণাবলী রয়েছে?
উত্তর: হ্যাঁ, তাঁর ঐসব নাম ও গুণাবলী রয়েছে, যা তিনি নিজের জন্য বর্ণনা করেছেন এবং যা নবীজি ﷺ বর্ণনা করেছেন।
প্রশ্ন ১৮: আমরা আল্লাহর নাম ও গুণাবলী কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন ও সুন্নাহ থেকে।
প্রশ্ন ১৯: আল্লাহর গুণাবলী কি মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর অনুরূপ?
উত্তর: আল্লাহর গুণাবলী তাদের মূলত্বে মাখলূকের গুণাবলীর মতো নয় (যদিও মাঝে মাঝে তাদের নাম একই রকম হতে পারে)।
প্রশ্ন ২০: আল্লাহর গুণাবলী যে মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর মতো নয়, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ "কোনো কিছুই তাঁর অনুরূপ নয়; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৪২) শূরা, আয়াত নং ১১।]
প্রশ্ন ২১: কুরআন কী?
উত্তর: কুরআন হলো আল্লাহ তা‘আলার কালাম (কথা)।
প্রশ্ন ২২: কুরআন কি নাযিলকৃত, নাকি সৃষ্ট?
উত্তর: নাযিলকৃত এবং এটি প্রকৃতপক্ষে আল্লাহর কালাম (শব্দ ও অর্থে)।
প্রশ্ন ২৩: আল-বা‘ছ (পুনরুত্থান) কী?
উত্তর: মৃত্যুর পর মানুষদের জীবিত করা।
প্রশ্ন ২৪: যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের কুফরীর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا "কাফিররা ধারণা করে যে, তাদেরকে কখনও পুনরুত্থিত করা হবে না।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৬৪) তাগাবুন, আয়াত নং ৭।]
প্রশ্ন ২৫: আল্লাহ যে আমাদেরকে পুনরুত্থিত করবেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: قُلْ بَلَىٰ وَرَبِّي لَتُبْعَثُنَّ "বলুন, হ্যাঁ, আমার রবের শপথ! তোমরা অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৩৪) সাবা, আয়াত নং ৩।]
প্রশ্ন ২৬: "আল-ইসলাম" শব্দের অর্থ কী?
উত্তর: তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাঁর আনুগত্যের মাধ্যমে অনুগত থাকা এবং শিরক ও তার অনুসারীদের থেকে নিজেকে মুক্ত রাখা।
~ ফাহাদ ইবনু ইব্রাহীম ইবনি আহমাদ
উল্লেখ্য যে, এ পোস্টকে আপনাদের টাইমলাইনের পিন পোস্ট করে রাখতে পারেন, যাতে আকীদার ছোটখাটো বিষয়গুলো ব্যাপক হারে প্রচারিত হয়। কেননা আমরা জানি অধিকাংশ মানুষ এসব বিষয়ে অজ্ঞ।