لااله الا الله La Ilaha Illallaah

لااله الا الله   La Ilaha Illallaah

Share

“আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু”।(২:১৬৩)

09/06/2025

সূরা সাবা ৩৪:২২
قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍۢ فِى ٱلسَّمَـٰوَ‌ٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍۢ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍۢ [٣٤:٢٢]
বল, ‘তোমরা তাদেরকে আহবান কর, আল্লাহর পরিবর্তে তোমরা (যাদেরকে উপাস্য) মনে কর। ওরা আকাশমন্ডলী ও পৃথিবীতে অণু পরিমাণ কিছুর মালিক নয় এবং এতে ওদের কোন অংশও নেই এবং ওদের কেউ আল্লাহর কাজে সাহায্যকারীও নয়।’ (৩৪:২২)
সূরা আন-নাহল ১৬:৭৩
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًۭا مِّنَ ٱلسَّمَـٰوَ‌ٰتِ وَٱلْأَرْضِ شَيْـًۭٔا وَلَا يَسْتَطِيعُونَ [١٦:٧٣]
তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে, তারা তাদের জন্য আকাশমন্ডলী অথবা পৃথিবী হতে কোন জীবনোপকরণ সরবরাহ করার শক্তি রাখে না এবং তারা কিছুই করতে সক্ষম নয়। (১৬:৭৩)

06/06/2025
21/05/2025

আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদেরকে এই প্রশ্নগুলো বারবার করার মাধ্যমে:
প্রশ্ন ১: আল্লাহ কোথায়?
উত্তর: আকাশে (সবকিছুর ঊর্ধ্বে বা আরশের উপরে)।
প্রশ্ন ২: আল্লাহ যে আরশের উপর রয়েছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ"রহমান (আল্লাহ) আরশের উপর উঠেছেন।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (২০) ত্বা-হা, আয়াত নং ৫।]
প্রশ্ন ৩: "اسْتَوَىٰ (ইস্তাওয়া)" শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্বে ওঠা ও সমুন্নত হওয়া (বাস্তব অর্থে; রূপক অর্থে নয়)।
প্রশ্ন ৪: আমরা আমাদের আক্বীদাহ কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন, সুন্নাহ ও আছার (সাহাবা ও তাবেঈনদের বাণী ও কর্ম) থেকে।
প্রশ্ন ৫: আল্লাহ তা‘আলা জিন ও ইনসান (মানুষ)-কে কেন সৃষ্টি করেছেন?
উত্তর: কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য, তাঁর সাথে কোনো শরীক না করে।
প্রশ্ন ৬: আল্লাহ যে জিন ও ইনসানকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ "আর আমি জিনজাতি ও মানবজাতিকে 'তারা আমারই কেবলমাত্র ইবাদত করবে' এই উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করিনি।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৫১) যারিয়াত, আয়াত নং ৫৬।]
প্রশ্ন ৭: "ইয়াবুদূন" শব্দের অর্থ কী?
উত্তর: তারা তাওহীদ (একত্ববাদ) প্রতিষ্ঠা করবে এবং আনুগত্য করবে।
প্রশ্ন ৮: "লা ইলাহা ইল্লাল্লাহ" এর অর্থ কী?
উত্তর: আল্লাহ ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই।
প্রশ্ন ৯: সবচেয়ে বড় ইবাদত কোনটি?
উত্তর: তাওহীদ (একত্ববাদ)।
প্রশ্ন ১০: সবচেয়ে বড় যুলম কোনটি?
উত্তর: শিরক (আল্লাহর সাথে শরীক করা)।
প্রশ্ন ১১: তাওহীদ কী?
উত্তর: ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা।
প্রশ্ন ১২: শিরক কী?
উত্তর: আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা।
প্রশ্ন ১৩: তাওহীদের কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
প্রশ্ন ১৪: তাওহীদের প্রকারগুলো কী কী?
উত্তর: রুবূবিয়্যাহ (কর্তৃত্ব ও প্রতিপালন), উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ (ইবাদত), এবং আসমা’ ওয়াস সিফাত (আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলী)।
প্রশ্ন ১৫: "তাওহীদুর রুবূবিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: আল্লাহর কর্মসমূহের ক্ষেত্রে তাঁকে একক করা, যেমন সৃষ্টি করা, রিযিক দেওয়া ও পরিচালনা করা।
প্রশ্ন ১৬: "তাওহীদুল উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: বান্দাদের কর্মসমূহের ক্ষেত্রে আল্লাহকে একক করা, যেমন দু‘আ করা, যবাই করা ও সিজদা করা ইত্যাদি এগুলো কেবল আল্লাহর জন্যই নিসবত করা।
প্রশ্ন ১৭: আল্লাহর কি নাম ও গুণাবলী রয়েছে?
উত্তর: হ্যাঁ, তাঁর ঐসব নাম ও গুণাবলী রয়েছে, যা তিনি নিজের জন্য বর্ণনা করেছেন এবং যা নবীজি ﷺ বর্ণনা করেছেন।
প্রশ্ন ১৮: আমরা আল্লাহর নাম ও গুণাবলী কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন ও সুন্নাহ থেকে।
প্রশ্ন ১৯: আল্লাহর গুণাবলী কি মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর অনুরূপ?
উত্তর: আল্লাহর গুণাবলী তাদের মূলত্বে মাখলূকের গুণাবলীর মতো নয় (যদিও মাঝে মাঝে তাদের নাম একই রকম হতে পারে)।
প্রশ্ন ২০: আল্লাহর গুণাবলী যে মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর মতো নয়, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ "কোনো কিছুই তাঁর অনুরূপ নয়; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৪২) শূরা, আয়াত নং ১১।]
প্রশ্ন ২১: কুরআন কী?
উত্তর: কুরআন হলো আল্লাহ তা‘আলার কালাম (কথা)।
প্রশ্ন ২২: কুরআন কি নাযিলকৃত, নাকি সৃষ্ট?
উত্তর: নাযিলকৃত এবং এটি প্রকৃতপক্ষে আল্লাহর কালাম (শব্দ ও অর্থে)।
প্রশ্ন ২৩: আল-বা‘ছ (পুনরুত্থান) কী?
উত্তর: মৃত্যুর পর মানুষদের জীবিত করা।
প্রশ্ন ২৪: যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের কুফরীর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا "কাফিররা ধারণা করে যে, তাদেরকে কখনও পুনরুত্থিত করা হবে না।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৬৪) তাগাবুন, আয়াত নং ৭।]
প্রশ্ন ২৫: আল্লাহ যে আমাদেরকে পুনরুত্থিত করবেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: قُلْ بَلَىٰ وَرَبِّي لَتُبْعَثُنَّ "বলুন, হ্যাঁ, আমার রবের শপথ! তোমরা অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৩৪) সাবা, আয়াত নং ৩।]
প্রশ্ন ২৬: "আল-ইসলাম" শব্দের অর্থ কী?
উত্তর: তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাঁর আনুগত্যের মাধ্যমে অনুগত থাকা এবং শিরক ও তার অনুসারীদের থেকে নিজেকে মুক্ত রাখা।

~ ফাহাদ ইবনু ইব্রাহীম ইবনি আহমাদ


উল্লেখ্য যে, এ পোস্টকে আপনাদের টাইমলাইনের পিন পোস্ট করে রাখতে পারেন, যাতে আকীদার ছোটখাটো বিষয়গুলো ব্যাপক হারে প্রচারিত হয়। কেননা আমরা জানি অধিকাংশ মানুষ এসব বিষয়ে অজ্ঞ।

19/05/2025

আল্লাহ সুবহানুহুতায়ালা কি সর্বত্র বিরাজমান?

14/04/2025

আল্লাহ সুবহানুহুতায়ালা এর ব্যাপারে সুধারণা আবশ্যক।

26/03/2025

মহান আল্লাহর সাক্ষাৎ

07/02/2025

সকল প্রকার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই।

07/02/2025

শিরকের ব্যাপারে সতর্কতা

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

লা-ইলাহা ইল্লাল্লাহ

তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকে ডাক তাঁর খাঁটি এবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। (Surah Gaafir 40:65)

বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।(Surah Gaafir 40:66)







Location

Telephone

Address


Chittagong
4000,4100,42XX