Hafiz's Help

Hafiz's Help

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafiz's Help, Education, Chittagong.

Operating as usual

25/10/2023

It's YOU who will build your
future!
Not your Dad/Mom/University!

25/10/2023

ভর্তি পরীক্ষায় যেসব ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে পারো... চলো দেখে নেওয়া যাক এক পলকে।

◉ মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোড - নেকাপ বা মুখ ঢেকে আসাতে নিষেধাজ্ঞা :
মুখ ঢেকে পরীক্ষা কেন্দ্রে আসা এলাউড না। এক্ষেত্রে প্রক্সি দেওয়ার সম্ভাবনা থাকে। মুখ ঢাকা যাবে না এবং দুই কান অবশ্যই খোলা রাখতে হবে। এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ছবি, পরীক্ষার জন্য নেওয়া পাসপোর্ট সাইজ ছবি ও প্রার্থীর চেহারার মিল যাচাই করা হবে।

◉ ক্যালকুলেটর নিয়ে হয়রানি :
যাদের পরীক্ষা কেন্দ্র চবির মূল ক্যাম্পাসের বাহিরে পড়েছে তারা এক্ষেত্রে অনাকাংখিত ঝামেলা পোহাতে পারে। ভর্তি পরীক্ষার বিধিমালা অনুযায়ী সিমযুক্ত ও মেমোরিযুক্ত ক্যালকুলেটর ব্যাতিত সকল ক্যালকুলেটর ব্যবহার বৈধ। কিন্তু অনেক কেন্দ্রের পরিক্ষকদের ভুল সন্দেহের কারনে সচারচর ব্যবহৃত ক্যালকুলেটর ব্যাতিত একটু ভিন্ন লুকের (এক্সাম্পল : ES সিরিজের ক্যালকুলেটরগুলো সাদা কালো ক্যাসিং ডিজাইন) দেখলে সমস্যা করতে পারে। এজন্য বলবো দুটো দুই মডেলের ক্যালকুলেটর নিয়ে যাওয়ার চেষ্টা করবে।

◉ Ragging :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তেমন একটা র‍্যাগিং নেই। সিনিয়ররা অনেক হেল্পফুল ও কো-অপারেটিভ। তবুও কিছু বিচ্ছিন্ন র‍্যাগিং এর ঘটনা ঘটে। বিশেষ করে ছাত্র হলগুলোতে এবং শাটল ট্রেনে।
র‍্যাগিং মানে হল ভার্সিটির সিনিয়রদের দ্বারা নবীনদের মানসিক হয়রান বা ফান করা, সোজা বাংলায় যাকে বলে মদন বানানো।
র‍্যাগিং ভার্সিটি কতৃপক্ষের আইনে নিষিদ্ধ। কেউ নবীনদের র‍্যাগ দিতে গেলে বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিবে।
কেউ এমন সমস্যার সম্মুখীন হলে প্রক্টর স্যারদের ফোন দিয়ে বলতে অভিযোগ জানালে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর স্যারদের নাম্বার দেওয়া হল সুবিধার জন্যঃ
✆ জনাব মোঃ আলি আজগর চৌধুরী (প্রক্টর) : 01819387122
✆ জনাব ফণী ভূষণ বিশ্বাস (সহকারী প্রক্টর) : 01737258666
✆ জনাব প্রণব মিত্র চৌধুরী (সহকারী প্রক্টর) : 01712056469
✆ জনাব লিটন মিত্র (সহকারী প্রক্টর) : 01710525566

◉ যাতায়াত ভোগান্তি :
যাতায়াতের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র লোকেশন সম্পর্কে আগে থেকে ধারনা নিয়ে নিবা। লোকেশন নিয়ে আমরা পোস্ট করেছি। পেজের টাইমলাইন চেক করে দেখ। তাও না চিনলে গুগুল ম্যাপে সার্চ দিয়ে দেখো, পেয়ে যাবে।
যাদের কেন্দ্র চবি ক্যাম্পাসের ভেতর পড়েছে তাদের জন্য সতর্ক বার্তা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে অক্সিজেন পর্যন্ত প্রচুর জ্যাম পড়বে, রাস্তা সংস্কার ও ফ্লাই ওভারের নির্মান কাজের জন্য এদিকের রাস্তা খুব খারাপ হয়ে আছে। স্বাভাবিক সময়ে প্রায় ১-দেড় ঘন্টা লেগে যাচ্ছে মুরাদপুর থেকে ক্যাম্পাসে যেতে। আর পরীক্ষার সময় তো অতিরিক্ত জ্যাম থাকেই। তার উপর বাস, সিএনজি পেতেও বেগ পোহাতে হবে।
আর শাটল ট্রেনে যেতে পারো, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে শাটলে এডমিশন টেস্টে প্রচুর ভীড় ,ঠেলাঠেলি হয়। একজনের উপর আরেকজন অবস্থা। শাটল ট্রেনের দরজা, ছাদ সবখান মানুষের ভীড়ে টইটম্বুর। তবে শাটল ট্রেনে গেলে বড় সুবিধা হল যথা সময়ে ক্যাম্পাসে পৌছে যাবা।

◉ পরীক্ষার জন্য যেসব জিনিস না নিলে বিপাকে পড়ে যাবে :
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি লাগবে, ফটোকপি নিয়ে গেলে হাতে পায়ে ধরলেও তোমাকে পরীক্ষা দিতে দিবে না।
এছাড়া ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে ১ম শ্রেনির সরকারী কর্মকর্তা দিয়ে।
সত্যায়িত না করলে ছবি গ্রহনযোগ্য না।
ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র নিয়েছো সেটা কিন্তু ২ কপি লাগবে, না হয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

◉ মোবাইল ফোন :
মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে রুমে প্রবেশ করা যাবে না।
ধরা পড়লে বহিঃষ্কার করা হবে। যারা গার্জিয়ানকে খুঁজে পাওয়ার জন্য বা অন্য কারনে মোবাইল সাথে নিবা, সেসব পরীক্ষা শুরুর আগে শিক্ষকরা জমা নিয়ে নিবে। এক্ষেত্রে অনেক সময় মোবাইল চুরি যায়, কারন মোবাইলের গায়ে নাম লেখা থাকে না। পরীক্ষা শেষে একজনের ফোন আরেকজন নিয়ে গেলে বুঝার সাধ্য কারো নেয়। সো, বি কেয়ারফুল ।

◉ যারা এখানে ছাত্রাবাসে উঠবা :
চবি ক্যাম্পাসে গত কয়েকদিন ধরে প্রতি রাতে কুয়াশার চাদর ক্রমশ বেড়ে চলেছে।
অত শীত নেই, তবুও পরীক্ষা আসতে আসতে শীত নামতেও পারে।
পাহাড়ে ঘেরা ক্যাম্পাস হওয়ায় এখানে প্রতি বছর শীত কিছুটা আগেই নামে।
সে প্রিপারেশন নিয়ে আসবা।
এছাড়া যে রুমে থাকবা, স্থান স্বল্পতার কারণে ফ্লোরিং করে থাকতে হতে পারে। সেক্ষেত্রে একটা চাদর বা কাথা সাথে আনলে ভাল, ফ্লোরিং এ কাজে দিবে। :)

এই হল মোটামোটি অনাকাংখিত ঝটকি ঝামেলা। ব্যস্ততার ভীড়ে অনেক সময় ধরে আমরা এসব পোস্ট লিখি। এরপর যখন দেখি অন্যান্য বিভিন্ন পেজ ও ব্যাক্তি আমাদের এসব লেখা কপি করে পোস্ট করে নিজের লেখা হিসেবে চালিয়ে দিচ্ছেন তখন খুব কষ্ট লাগে।
হতাশ হই, কারন তারা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। :)
তাদের মাঝেও আমাদের চেয়ে ভাল লেখার ক্ষমতা আছে বলে আমাদের বিশ্বাস, কি দরকার অন্যের লেখা নিজের নামে চালানো?
Obviously share dis post with giving courtesy (original source).
Thanks to all

25/10/2023

আসুন কনফিউশন দূর করি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১) ক্যালকুলেটর ইউজ করতে দিবে?
- দিবে। যেকোন সায়েন্টিফিক ক্যালকুলেটর
ইউজ করতে দিবে।অনেক সময় ES
সিরিজেরগুলা ইউজ করতে দেয়।এটা
স্যারদের উপর।কিন্তু MS নিয়ে কোন সমস্যা
হয়নি এখন পর্যন্ত
২) Statement of Entry কি?
- এটা ইংলিশ মিডিয়ামদের জন্য।
৩) ছবি কি সত্যায়িত করতে হবে? কাকে
দিয়ে করাব?
- হুম করতে হবে। যেকোন গেজেটড প্রথম
শ্রেনির কর্মকতা দিয়ে করাবেন। সরকারি
কলেজের স্যার,ডাক্তার ইত্যাদি থেকে
করাতে পারেন।
৪) নেগেটিভ মার্ক কোথা থেকে কাটা হবে?
- সার্কুলার মতে মোট নাম্বার থেকে. ২৫
করে কাটা হবে।
৫) CSE,EEE এর জন্য কি আইসিটি আন্সার
করতেই হবে?
- না।
৬) A ইউনিটে কি কি আন্সার করলে সব
সাবজেক্ট পাওয়া যাবে?
- বাংলা ইংলিশ, পদার্থ,রসায়ন, গণিত,
প্রানি/ উদ্ভিদ। তবে বাংলা,ইংলিশে নূন্যতম
৩ করে পেতে হবে। তবে জীববিজ্ঞান
আন্সার না করলে জীববিজ্ঞান রিলেটেড
সাবজেক্ট পাবেন না।তেমনি ম্যাথ,ফিজিক্স
আন্সার না করলে CSE,EEE এর আশা ছেড়ে
দিন।
৭) সি ইউনিট নিয়ে যদি কিছু বলতেন?
- ইংলিশে ৮, হিসাববিজ্ঞানে ১২, ব্যবসায়
নীতি ও প্রয়োগে ১২ করে পেতে হবে।
৮) পাস মার্ক কত?
- সাধারনদের ৪০ আর কোটাদের ৩৫
৯) ডি ইউনিটে কি ম্যাথের বদলে সাধারণ
জ্ঞান আন্সার করা যাবে?
- যাবে।আপনি সায়েন্সের হলেও আন্সার করা
যাবে।
১০) শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করা
যাবে।
১১) কত পেলে চান্স হবে?
- আগে পরীক্ষা দিন
বিস্তারিত
০১৫৫৫৫৫৫১৩৫ (A-ইউনিট ), ০১৫৫৫৫৫৫১৩৬ (B-
ইউনিট)
০১৫৫৫৫৫৫১৩৭ (C-ইউনিট ), ০১৫৫৫৫৫৫১৩৮(D-ই
উনিট )

10/10/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

19/09/2023

দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড (২০০ মেগাওয়াট) কোন জেলায় অবস্থিত❓

🔹(ক) ফরিদপুর
🔹(খ) গাইবান্ধা
🔹(গ) ময়মনসিংহ
🔹(ঘ) বান্দরবান

19/09/2023

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দফতর কোথায়?
..
A. নিউইয়র্ক
B. বোস্টন
C. ওয়াশিংটন ডিসি
D. শিকাগো

19/09/2023

পরবর্তী G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক.কানাডা
খ.ব্রাজিল
গ.ইতালি
ঘ.রাশিয়া

16/09/2023

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

ধন্যবাদ দিতে ভুলবেন না।🥰

15/09/2023

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
ক) রূপকথা
খ) ছোটগল্প
গ) গ্রাম্যগীতিকা
ঘ) রূপকথা-উপকথা

15/09/2023

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
ক. রূপকথা
খ. ছোটগল্প
গ. গ্রাম্যগীতিকা
ঘ. রূপকথা-উপকথা

15/09/2023

Congratulations ❤️❤️❤️🔥🔥🔥

15/09/2023

অভিনন্দন জানাবেন যেভাবে…….
💠 Congratulations! - অভিনন্দন।
💠 Best wishes - শুভ কামনা।
💠 Felicitation- অভিনন্দন
💠 Congrats! You are the winner. - অভিনন্দন! তুমিই বিজয়ী।
💠 Congratulations! You deserve it! - অভিনন্দন! তুমি এটা পাওয়ার যোগ্য।
💠 Congratulations for your new job! - তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন।
💠 Congratulations on your promotion - তোমার পদোন্নতির জন্য অভিনন্দন।
💠 That was excellent. Congratulations! - ঐটা ছিল দারুণ! অভিনন্দন।
💠 Bravo! You have completed the task nicely.- সাবাস! তুমি কাজটা দারূণভাবে শেষ করেছো।
💠 I’m so glad! My heartiest congratulations! - আমি খুবই আনন্দিত! আমারের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।

পড়া শেষে Done লিখতে ভুলবেন না। ✅

15/09/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/09/2023

প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ?
ক আর্য
খ মোঙ্গল
গ পুন্ডু
ঘ দ্রাবিড়

15/09/2023

✅ রাতের নগরী নামে পরিচিত ---

নাটাল
গিনিকোস্ট
নরওয়ে
কায়রো

15/09/2023

"Cats and dogs" অর্থ কি?

ⓐ বিড়াল
ⓑ কুকুর
ⓒ বিড়াল ও কুকুরগুলো
ⓓ মুষলধারে

13/08/2023

সুন্দরবনের অপর নাম কী ?

ক.নারিকেল জিঞ্জিরা
খ.বাদাবন
গ.চন্দ্রদ্বীপ
ঘ.অরণ্যদ্বীপ

12/08/2023

★এক কথায় প্রকাশ- ‘যা বলা হয় নি;-

১.অউক্ত
২.অব্যক্ত
৩.অনুক্ত
৪.ব্যক্ত

12/08/2023

বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
ক)হাতিয়া প্রণালী
খ)জাফোর্ড পয়েন্ট
গ)সাঙ্গু
ঘ)মাতারবাড়ি

12/08/2023

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
রূপকথা
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রূপকথা-উপকথা

11/08/2023

বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
১. লক্ষনসেন
২. ইলিয়াস শাহ
৩. আকবর
৪. বিজয় সেন

11/08/2023

বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি??

10/08/2023

💥 বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে❓
A. আল মাহমুদ
B. হেলাল হাফিজ
C. শহীদ কাদরী
D. নির্মলেন্দু গুণ

10/08/2023

প্যাটার্ণ দিয়ে তৈরি করুন হাজার হাজার বাক্য……
Tolerate (সহ্য করা)
💠 I can tolerate - আমি সহ্য করতে পারি।
💠 I can’t tolerate- আমি সহ্য করতে পারি না।
💠 I could tolerate - আমি সহ্য করতে পারতাম।
💠 I can’t but tolerate - আমি সহ্য না করে পারি না।
💠 I couldn’t but tolerate - আমি সহ্য না করে পারলাম না।
💠 I wish i could tolerate - আমি যদি সহ্য করতে পারতাম
💠 I had to tolerate - আমাকে সহ্য করতে হয়েছিল।
💠 I had to tolerate a lot of rough words
আমাকে আনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল।
💠 Why will I tolerate this? - আমি এটা কেন সহ্য করবো?
💠 How often will I tolerate? - কতবার আমি সহ্য করবো?
💠 How come will I tolerate this? - আমি এটা কিভাবে সহ্য করবো?
Note: লক্ষ্য করুন, উপরের প্যাটার্ণটিতে প্রতিটি বাক্যে প্রয়োজন মত Verb বসেই হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব।
উদাহরণস্বরুপঃ Accept- (গ্রহণ করা)
💠 I can accept - আমি গ্রহণ করতে পারি।
💠 I could accept - আমি গ্রহণ করতে পারতাম।
💠 I can’t but accept - আমি গ্রহণ না করে পারি না।
💠 I wish i could accept - আমি যদি গ্রহণ করতে পারতাম।
একইভাবে, Support (সমর্থণ করা)
💠 I can support - আমি সমর্থণ করতে পারি।
💠 I could support - আমি সমর্থণ করতে পারতাম।
💠 I can’t but support - আমি সমর্থণ না করে পারি না।
💠 I wish i could support - আমি যদি সমর্থণ করতে পারতাম।
>> এরকমভাবে প্রয়োজনমত উপযুক্ত Verb বসিয়ে অসংখ্য বাক্য তৈরি করা যায়।

10/08/2023

দেশপ্রেমিক ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয় কত সালে?
১/১৯৭১
২/১৯৯০
৩/১৯০৮
৪/১৯৬৯

10/08/2023

ভারত বাংলাদেশ সিটমহল বিনিময় হয় কত সালে?
ক.২০১২
খ.২০১৩
গ.২০১৪
ঘ.২০১৫

09/08/2023

প্রশ্ন: চর্যাপদ আবিষ্কার করেন কি?
ক.হরপ্রসাদ শাস্ত্রী
খ.শুভঙ্কর রায়
গ.বিদ্যাসাগর
ঘ.ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

09/08/2023

:
❍ কাতুকুতু দেওয়া - To tickle
❍ কানে কানে কথা - Whispering
❍ ছলছল চোখ - Moist with tears
❍ ঝকঝকে পরিষ্কার- Glittering clean
❍ ধপধপে সাদা - Dazzling white
❍ ঝরঝর বৃষ্টি - Inceasant rain
❍ কনকনে শীত - Biting cold
❍ গুড়িগুড়ি বৃষ্টি- Dizzling of rain
❍ তালি দেওয়া - Clap (ক্ল্যাপ)
❍ থাপ্পড় মারা - Slap (স্ল্যাপ)
❍ নাক ডাকা - Snore (স্নোর)
❍ চিৎকার করা - Shout (শাউট)
❍ আদর করা - Fo**le (ফন্ডল)
❍ হাঁচি দেওয়া - Sneeze (স্নীজ)
❍ আঁচড় কাটা - Scratch (স্ক্র্যাচ)
❍ ফুপিয়ে কাঁদা- Sob (সব)
❍ চিমটি কাটা – Nip (নিপ)
❍ আঁচড়ানো - Heckle (হ্যাকল)
❍ বমি করা- Spew (স্পিউ)
❍ গিলা / গিলে ফেলা- Swallow

09/08/2023
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.Whenev...
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.Whenever yo...

Location

Category

Website

Address


Chittagong
Other Education in Chittagong (show all)
Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

BASE - Your BASE Lies Here BASE - Your BASE Lies Here
Chittagong, 4000

127 Momin Road, Opposite Kadam Mobarok

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

National University of Bangladesh Chattogram Gov College National University of Bangladesh Chattogram Gov College
Chittagong, 1990

জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।

Bangla &BD.Studies care. Bangla &BD.Studies care.
Panchlish
Chittagong

A Coaching For O'Level & SSC Bangla & BD.Studies/BGS

Khan Safety Academy Khan Safety Academy
Chittagong

“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.

Accounting Information Points Accounting Information Points
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong

A Complete information Point for Business Studies Students

Target School Target School
Chittagong

Hi,Am here to show you just enlighteing way to be unique in your life.

EDU ECON Acumen Society EDU ECON Acumen Society
EAST DELTA UNIVERSITY
Chittagong, 4209

Providing students with a platform to develop their understanding of economic and business issues

Way To Jannah Academy Way To Jannah Academy
East Rampur, Halishahar
Chittagong

Way To Jannah Academy is an online educational institution. Our ultimate goal is to enter Jannah.