29/08/2024
আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ,বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম ফিরতে পারছিনা। অর্থাৎ এই মাসে চট্টগ্রাম ফিরা হবে না। কখন ফিরবো তারও কোনো নিশ্চয়তা নেই। ক্ষমা করবেন। আমার জন্য অপেক্ষা করাও ঠিক হবে না।আমি নিজের কাছেই লজ্জিত বোধ হচ্ছে। তাই ফোনে বলার সাহস করতে পারলাম না। আর চট্টগ্রাম বোধহয় ফিরা নাও হতে পারে। আপনাদের সবার সাথে প্রায় ৮ বছর কাটিয়ে দিয়েছি। ভুল ত্রুটি অবশ্যই করেছি। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ
14/03/2024
....☕️☕️
शुभ बिहानी ..🙏❣️
14/02/2024
সুশিক্ষিত হওয়ার প্রার্থনা করি
21/12/2023
এস এস সি পরীক্ষা -২০২৪ইং এর রুটিন
18/11/2023
Everyday mission & vision!
16/11/2023
বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা!
15/11/2023
আসসালামু আলাইকুম! সম্মানিত অভিভাবকগণ, আপনার সন্তান বা ছোটভাইবোনদের যথাযথ তদারকি করা আপনাদের অতি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে একটি। আমিও শিক্ষক হিসেবে মনে করি ছাত্রছাত্রীদের অভিভাবকগণ তাদের প্রতি অবগত হোন। সেই লক্ষ্যে আজ থেকে আমি আমার শ্রান্তিহীন প্রয়াস শুরু করতে চাচ্ছি।
সেই লক্ষ্যে আমার প্রদত্ত এক্সেল শীটে প্রতিদিনের বিষয়ভিত্তিক হোমওয়ার্ক (HW), বহুনির্বাচনি প্রশ্ন( MCQ), সৃজনশীল প্রশ্ন (CQ) এবং অধ্যায় শেষে মূল্যায়নের (Exam) নম্বর যুক্ত করা হবে। প্রতিদিন যেসব বিষয় থাকে সেই সব বিষয় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৫টি উত্তর করতে পারলে উক্ত শীটে ৫ নম্বর যুক্ত করা হবে অর্থাৎ ১টি উত্তরের জন্য ১ নম্বর। একটি সৃজনশীল হোমওয়ার্ক করে আনলে ২ নম্বর যুক্ত করা হবে। দুইটি সৃজনশীল হোমওয়ার্ক করলে ৪ নম্বর অর্থাৎ একটি হোমওয়ার্কের জন্য ২ নম্বর। CQ এর ঘরে প্রতিদিনের পড়া মৌখিক(পারলে ১ নম্বর) কিংবা লিখিতভাবে (পারলে ৪ নম্বর) দিলে নম্বর যুক্ত করা হবে।উক্ত শীট প্রতিদিন রাত ৯টার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন।
প্রতি সাপ্তাহ শেষে শনিবারে অভিভাবকগণ উক্ত সাপ্তাহিক নম্বরের শীটে আপনার মূল্যবান সাক্ষর দিবেন। এতে করে আপনি আপনার সন্তান কিংবা ভাইবোনের প্রতিদিনের পড়ার অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন বলে মনে করব। উক্ত শীট দেখে কারো মন্তব্য থাকলে আমার সাথে যেকোনো উপায়ে যোগাযোগ করার আহ্বান রইলো। ধন্যবাদ