Shovandandi School & College
জ্ঞান আহরণ কর, দেশের খেদমতে ছড়িয়ে পড়।
Operating as usual
If a country is to be corruption-free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the father, the mother, and the teacher.From ABC’s to red, white, and blue; to bangla,english and mathematics/accounting/finance too, all I want to say is a big THANK you !♥️
#জরুরী_বিজ্ঞপ্তি
----------------------
শোভনদন্ডী ডিগ্রি কলেজের ২০২১ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের (নিয়মিত, অনিয়মিত, বিভাগ উন্নয়ন [যদি থাকে]) জানানো যাচ্ছে যে, যারা এখনো ফর্ম পূরণ করেনি, কলেজ থেকে রেজিষ্ট্রেশন কার্ড বা নাম্বার নিয়ে যায়নি কিংবা কলেজে মোবাইল ফোন নাম্বার জমা দেয়নি তাদের ৩১ আগষ্ট মঙ্গলবার দুপুর ২.০০টার মধ্যে জরুরী ভিত্তিতে স্বাস্হ্যবিধি মেনে কলেজে যোগাযোগ করার জন্য অবহিত করা হচ্ছে। অন্যথায় ফর্ম পূরণে ব্যর্থতা বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থতার জন্যে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
বিষয়টি জরুরী।
মো.হামিদ হোসাইন
অধ্যক্ষ
২৯.০৮.২০২১ইং।
NOTICE
আগামী ১৫ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় নবাগত ১ম বর্ষের ছাত্র/ছাত্রীদেরকে রেজিষ্ট্রেশন এর কাজে অবশ্যই কলেজে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে,পুরাতন ১ম বর্ষের ছাত্র /ছাত্রীদেরকে ১৫ বা ১৭ই অক্টোবর অভিভাবকসহ সাথে ১ম বর্ষ সমাপনি পরীক্ষার ফিসহ অবশ্যই কলেজে আসতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ ১ম বর্ষ সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া ২য় বর্ষে প্রমোশনের কোনো সুযোগ নেই।
তাই বিষয়টি অতিব জরুরি।
আদেশক্রমেঃ মোঃ হামিদ হোসাইন
- অধ্যক্ষ
শোকাহতঃ
শোভনদন্ডী কলেজের অধ্যাপক জনাব আবু ইউসুফ স্যার মহোদয় ইন্তেকাল করেছেন 😥।
ভারত, পাকিস্তান, উগান্ডা এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রীর সাথে পরিচয়টা হয়ে যাক!
#ভারত: Dr. Harsh Vardhan
ভারতের Ganesh Shankar Vidyarthi Memorial Medical College থেকে মেডিসিন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন।
#পাকিস্তান Dr. Zafar Mirza
তিনিও একজন ডাক্তার এবং পোস্ট গ্র্যাজুয়েজন সম্পন্ন করেন London School of Hygiene and Tropical Medicine থেকে। তার ঝুলিতে রয়েছে জেনেভায় WHO এর হেডকোয়ার্টারে ছয় বছর কাজ করার অভিজ্ঞতা।
#উগান্ডা: Dr. Jane Ruth Aceng
উগান্ডার এই ভদ্রমহিলা Makerere University College of Health Sciences, Uganda থেকে চিকিৎসা শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং ইসরাইল থেকেও চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন।
#বাংলাদেশ: Zahid Maleque Shapan-
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন।
সবাই ঘরে থাকুন
সুস্থ থাকুন
নিজে সুস্থ থাকুন
পরিবারের সুস্থতা নিশ্চিত করুন
JSC-2019 RESULT
HSC-2019 RESULT
RESULT ANALYTICS
SSC results of 2019
SHOVANDANDI SCHOOL AND COLLEGE
No. of Students: { Appeared: 119, Passed: 94, Percentage of Pass: 78.99}
SHOVANDANDI SCHOOL & COLLEGE,
No. of Students: (Appeared: 158, Passed: 75, Failed: 83)
Percentage of Pass: 47.47
College Admission rules & regulation
Congratulations!
SABINA SULTANA & TAJIYA MEHARIN
for your Brilliant result got GPA-5 in this year from our school. You both pride of our school.
Again A heartiest congratulation to you girl's!
Best wishes for your next step of Education life
SSC-2018 Result of our School
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হচ্ছে। বেলা দুইটার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৮ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের কিছু বেশি।
HSC-2018 পরিক্ষার রুটিন
পবিত্র মাহে রমযানের ইফতার ও সেহেরীর সময়সূচী
দেশটা আমার বড়ই অদ্ভুদ!
গুণীজনরা না খেয়ে মরে, রিক্সা চালায়ে খেটে খায়, গরিব থেকে গরিবতর হয়
আর মূর্খরা দেশ চালায়, ধনী থেকে ধনীতর হয়!
২০১৭ এস এস সি পরীক্ষায় আমাদের স্কুলের সাফল্য
১জন জি.পি.এ-৫ ও ৯০.২৮% পাসের হার 🎓🎓🎓
ETIYA ISLAM তুমি আমাদের ধন্য করেছো Golden GPA-5 পেয়ে
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। এর মাধ্যমে প্রায় ১৭ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থীর অপেক্ষা শেষ হবে।
আমাদের পেজ-এ আমাদের স্কুলের পূর্ণ রেজাল্ট সিট দুপুর ২টার পর প্রকাশ করা হবে।
সকল এইচ.এস.সি পরীক্ষার্থীদের প্রতি অনেক শুভ কামনা
আজ বাংলাদেশের নক্ষত্রের জন্মদিন
১৯৮৪ সালে সোয়া লাখ টাকা বেতনের চাকরী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সম্মানের লেভেলটা বুঝতে পেরেছেন তো ?
এই চাকরী অবলীলায় ছেড়ে দিয়ে এই দেশে চলে এসেছিলেন। যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে, মাত্র হাজার তিনেক টাকার চাকরীতে। ভাবতে পেরেছেন তো ?
আপনি কিংবা আমি হলে কখনো এই লোভনীয় সুযোগ হাতছাড়া করতে পারতাম? কেন ফিরে এসেছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি নিজ দেশকে ভালোবাসি, এ জন্য এখানে চলে এসেছি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি এখান থেকে নিতে আসিনি আমি দিতে এসেছি।
স্টিফেন হকিং এর নাম শুনেছেন তো? বর্তমান বিশ্বের সবচেয়ে নামকরা জীবিত বিজ্ঞানী। যার চরিত্রের উপর তৈরি করা সিনেমা থিওরি অব এভ্রিথিং সমগ্র বিশ্বে সাড়া ফেলেছে। এই মানুষটা ছিলেন ছাত্রজীবনে স্টিফেন হকিং এর বন্ধু আর রুমমেট। লেভেলটা বুঝতে পেরেছেন তো ?
১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশ করেন 'আল্টিমেট ফেইট অব দা ইউনিভার্স'। তাবৎ দুনিয়ার রথি মহারথীদের দৃষ্টি একদিকে নিয়ে আসতে পেরেছিলেন এক বই দিয়ে। এই বইটি ছাড়াও কেমব্রিজ ইউনিভার্সিটর প্রেস থেকে তাঁর ৬টি বই প্রকাশিত হয়েছে, যা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতেও অর্ন্তভুক্ত রয়েছে। তাঁর গবেষণার উপর ভিত্তি করেই গণিত ও পদার্থবিজ্ঞানের নতুন অধ্যায়ের সূচনা হয়। তাঁর অবদানের কথা অকপটে স্বীকার করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী ওয়েইনবারগ
তিনি বলেন, ‘‘we are particularly indebted to Jamal Islam, a physicist colleague now living in Bangladesh. For an early draft of his 1977 paper which started us thinking about the remote future”.
ভাবতে পেরেছেন? কি বড় মাপের মানুষ ছিলেন তিনি?
নোবেলজয়ী বিজ্ঞানী আব্দুস সালাম বলেছিলেন, এশিয়ার মধ্যে আমার পরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি নোবেল পুরস্কার পায়, তবে সে হবে প্রফেসর জামাল নজরুল ইসলাম।
এই মানুষটার ৭৮তম জন্মদিন আজ। দেশের জাতীয় পর্যায়ে থেকে নেই কোন অনুষ্ঠান। আমরা পারিও বটে। যে জাতি জ্ঞানীদের সম্মান দিতে জানে না, সেই জাতি খুব দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যায়।
ও হ্যাঁ, এই মানুষটাই কিন্তু সর্বপ্রথম ১৯৭১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানী বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন।
ভাল থাকবেন স্যার, পারলে আমাদের ক্ষমা করে দিয়েন। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।
শেয়ার করুন।
২০১৭ সালের এইস এস সি পরীক্ষার রুটিন
এক নজরে JSC তে আমাদের সাফল্য (২জন GPA 5)
Congratulations! for your brilliant results got GPA5.
We are proud of you.... Hopefully you will always be keeping this genre , was blessing !
JSC, PSC, JDC & Ebtedayee চারটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে। পরে বেলা সাড়ে ১২টার দিকে পিইসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে।
বেলা দেড়টার দিকে আসবে জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা।
Visit for PSC result > http://dperesult.teletalk.com.bd
and
Visit for JSC result > http://www.educationboardresults.gov.bd
Our location via Google Maps
Google মানচিত্র Google মানচিত্রে স্থানীয় ব্যবসা খুঁজুন, মানচিত্র দেখুন এবং ড্রাইভিং দিক নির্দেশ প্রাপ্ত করুন৷
Like our another page
Freedom SMART A Group of companies.........
শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের মেম্বারশীপ ভোট চলতেছে।
HSC RESULT-2015
APPLICANT : 138
PASS : 100
PERCENT : 72.46%
GPA5 : 0
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Chittagong
4370
Opening Hours
Monday | 09:00 - 16:30 |
Tuesday | 09:00 - 16:30 |
Wednesday | 09:00 - 16:30 |
Thursday | 09:00 - 16:30 |
Saturday | 09:00 - 16:30 |
Sunday | 09:00 - 16:30 |
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
2no Gate
Chittagong, 4209
Darsul Quran Madrasah offers 3 programs: 1) Islamic School 2) Sahih Al-Quran Learning 3) Hifzul Quran
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.
পূর্ব চাম্বল, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম
Chittagong, ৪৩৯০
চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।