25/03/2024
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন
পদ্মা, মেঘনা,যমুনা তোমার আমার ঠিকানা।এই পরিচয়টি কেউ এসে বিনামূল্যে দান করে যায়নি। রক্ত প্রবাহের স্লোগান তুলে পরাধীনতার শিকল ভাঙতে হয়েছে। জীবন দিয়ে দাম চুকিয়ে কিনতে হয়েছে বাংলার কাঁদা,মাটি জল।একটি ফুলকে বাঁচানোর মহা কাব্যিক মুক্তির যুদ্ধে বিশ্বের বুকে ফুটেছে লাল-সবুজের বাংলাদেশ।
স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীনতাকে মর্যাদা দিতে হয় এবং থাকতে হয় সদা সতর্ক। তাই স্বাধীনতার মর্ম উপলব্ধি করে একে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের পক্ষে থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ❤️
07/03/2024
স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি।মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তীতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে দেয়।১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীণ পাকিস্তানী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ১৮ মিনিটব্যাপী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পরতে পরতে মিশে আছে জাতির পিতার অসামান্য অবদান।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস। সম্ভবত পৃথিবীতে অন্য কোন ভাষণ এতবার উচ্চারিত হয়নি। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ঐ ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র।গণতন্ত্র, উচ্চ মানবিকতা, ত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, জাতিভেদ-বৈষম্য ও জাতি-নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে যুগে যুগে এ ভাষণ অনুপ্রেরণা জোগাবে।
09/03/2023
অগোছালো, এলোমেলো।
তবু সুন্দর ছিলো আমাদের এই ক্যাম্পাস।
ছিলনা বৃহৎ অট্টালিকা,আশপাশ সবই ফাঁকা
তবুও তো সুন্দর ছিলো আমাদের এই ক্যাম্পাস।
নিরবে নিভৃতে চুপচাপ এই ছবিগুলো দেখুন।মনের অজান্তে হারিয়ে যাবেন সেকালে।হয়ে যাবেন নস্টালজিক।এইতো ভালোবাসা।💝
আমাদের স্কুলের ২০১০ সালের কিছু চিত্র❤️
16/12/2022
বিজয়ের সাজে আমাদের বিদ্যালয় ❤️🇧🇩
15/12/2022
এ দিন দিয়েছে লাল-সবুজের পতাকা, দিয়েছে স্মৃতিসৌধ কিংবা ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্রটা।এ দিন দিয়েছে মাথা উঁচু করে নিজ পরিচয়ে বাঁচবার স্বাধীনতা।
বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
12/12/2022
আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ফলাফল।
28/11/2022
SSS-তে GPA 5: ২০০১-২০২২ সাল পর্যন্ত
♦২০০১ সালে ৭৬ জন,
♦২০০২ সালে ৩২৭ জন,
♦২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন,
♦২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
♦২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
♦২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,
♦২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
♦২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
♦২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
♦২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,
♦২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন,
♦২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
♦২০১৩ সালে ৯১ হাজার ২৬৬ জন,
♦২০১৪ সালে ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন,
♦২০১৫ সালে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন,
♦২০১৬ সালে ১ লক্ষ ০৯ হাজার ৭৬৮ জন,
♦২০১৭ সালে ১ লক্ষ ০৪ হাজার ৭৬১ জন,
♦২০১৮ সালে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন,
♦২০১৯ সালে ১ লক্ষ ০৫ হাজার ৫৯৪ জন,
♦২০২০ সালে ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন,
♦২০২১ সালে ১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ জন,
♦২০২২ সালে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
(সংগৃহিত)
28/11/2022
আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষা ২০২২ এর ফলাফল -
পাসের হার ৯৬.৭১
মোট জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।
সবাইকে অভিনন্দন ❤️
09/11/2022
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।💝
08/11/2022
স্কুল মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা🏏
31/10/2022
Old is gold💥
পাইলট স্কুলের ২০১২ সালের কিছু চিত্র💝
05/10/2022
অভিনন্দন কিরিট বিক্রম দাস স্যার❤
আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক।
আপনার মেধা এবং পরিশ্রমে আমাদের প্রিয় প্রতিষ্ঠান উন্নতির ধারাবাহিকতা বজায় রাখুক।
23/09/2022
শিক্ষকতা পৃথিবীর সবচেয়ে সম্মানিত পেশা।❤
02/05/2022
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
30/04/2022
আলেক্সান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৩,১৬,১৭,১৮ এবং ১৯ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার পার্টির মনোরম দৃশ্য।💝
আমাদের শিক্ষার্থীরা ভালো থাকুক সবসময়।
Fe-Amanillah
26/03/2022
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 💝🇧🇩❤