২২/০৫/২০২৪
ব্যাচ '৯৭ এর অর্ণব ভাইয়ার আব্বু আজকে আসরের সময় ঘুমের মধ্যে আল্লাহর প্রিয় সান্নিধ্যে চলে গেছেন। আংকেলের রূহের মাগফিরাত এর জন্য দোয়া করি।
SOS Hermann Gmeiner School, Chittagong
Nearby schools & colleges
Space, Dhaka
Halishahar
Block
Halishahar & Mehdibag
Halishahar
4225
Halishahar
Halishahar
Halishahar
OPPOSITE OF ARONG, OASIS BHABAN, ROAD#1, LINE#1, BLOCK#L, HALISHAHAR
Chattogram
4200
New A block, Halishahar
Halishahar
Ex students of SOS Hermann Gmeiner School Chittagong (A group of students from June 1992 to present ) The school is one of the oldest CBSE schools in Faridabad.
SOS Hermann Gmeiner School was founded in 1984 by the SOS Children's Villages organisation based in Austria. The school campus situated in sector 29 was designed by a german architect. The octagonal shaped classrooms and labs and auditoriums are impressive and one of their kind. Hermann Gmeiner School is also known for its children village which is a home to orphans. These children are kept in a h
Operating as usual
আলহামদুলিল্লাহ, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন।ওনার ছেলের সাথে কথা হলো।
ওনাকে বা ওনার ছেলেকে কল বা ম্যাসেজ দেওয়ার প্রয়োজন নাই।
ভালো আছো সবাই?
রথ দেখতে গিয়েছিলাম, বাণিজ্য করে ফিরলাম তাই এত দেরিতে পোস্ট পাচ্ছো।
একটা বড় পরিসরে সবাইকে নিয়ে অর্ধদিবস উৎসবের আয়োজন করতে চেয়েছিলাম।
আমি, অর্ণব ভাইয়া, নাহিয়ান, নিসা, মনসুর, বাবু, শিমুলসহ আরো ছোট ভাইবোনরা মিলে।
চেনামুখ থেকে দূরে সরে যেতে বাধ্য হলাম।
কারণ এই দুইমাসব্যাপী মোট ৬ জনের পেমেন্টসহ রেজিস্ট্রেশন হয়েছে। পেমেন্ট ছাড়া ৩০ জনের।
এমন লোভী মানুষ আমরা, যে এরপরেও মন চায় একটা হলেও হোক আমাদের দিন।
তাই যারা ভাবছো বা ভেবে রেখেছিলে রিইউনিয়ন হবেনা, তারা খুশি হয়ে যাও এবার প্লিজ
😎 রিইউনিয়ন হচ্ছেনা।
কিন্তু আমাদের গ্রুপ বন্ডিং ইন শা আল্লাহ টিকে থাকবে। এবছর অর্ণব ভাইয়া দেশে আসার পর রিইউনিয়ন কমিটি সহ প্রত্যেক ব্যাচের সব ভাইবোনদের নিয়ে ( যারা আমাকে বলে রেখেছো) একটা আনন্দ ভ্রমণ হবে, আকাশে/বাতাসে বা মাটিতে যেখানেই হোক আমরা মজা করে নিবো, ব্যাপার নাহ।😍
আমার কাছে যা পেমেন্ট এসেছে ফেরত যাবে।
আর এগ্রুপের এক্টিভ না হওয়ায় কিছু এডমিনশীপ ক্যান্সাল হয়েছে বলে আমি দুঃখিত।
পরিশেষে এস ও এস কে নিয়ে আমার আবেগ আর কখনো আসবেনা।
Farah
93 er k k acho.i mean batch 99.ami obossho 99 porjonto chilam na.kew ki jaccho reunion a?
Azad
আসসালামুআলাইকুম!
আসন্ন রিইউনিয়ন সম্পর্কে অনেকেরই কিছু প্রশ্ন ছিল। যার মধ্যে বেশিরভাগই জানতে চেয়েছে রিইউনিয়ন প্রোগ্রামে কি কি হবে? রিইউনিয়ন এর অনুষ্ঠানসূচী ইত্যাদি। আজ তা সম্পর্কেই বিস্তারিত বলবঃ
১. রিইউনিয়ন এ যা যা থাকছেঃ ★টি শার্ট ★বেজ ★ম্যাগাজিন ★খাবার(তিন বেলার) ★ র্যাফেল ড্র ★ আকর্ষণীয় খেলা ★ সেলফি জোন ★ প্রোর্টেট ছবি
আরো অনেক সারপ্রাইজ থাকছে।
২. রিইউনিয়ন এর অনুষ্ঠান সূচীঃ
* সকালের নাস্তা
* আলোচনা সভা
* স্মৃতিচারণ বক্তব্য
* জুমার নামাজের বিরতি
* দুপুরের খাবার
* র্যাফেল ড্র / আকর্ষণীয় খেলা
* সাংস্কৃতিক অনুষ্ঠান
* কন্সার্ট
* বিকালের নাস্তা
বিশেষ দ্রষ্টব্যঃ প্রোগ্রাম এ আরো থাকছে ফুল টাইম ফটোগ্রাফি টিম এবং সিনেমাটোগ্রাফি টিম... এছাড়া কিছু সারপ্রাইজ তো থাকছেই।
আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা নির্দিষ্ট রেজিষ্ট্রেশন ফি দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।
Nahian
Batch: 2009
Few may take it lightly but to me this reunion is a long awaiting moment including bunch of memories from my childhood......
You may not take part in it but I would always like to be the first performer , first participant, first arranger, first dream viewer of this glorious reconnection.
Tanzeem
Few words about registration------
The people who already fill the form should get an answer from the committee with details information.
Please write your email with correct spelling. Check the upper case and lower case too.
If you think something is wrong in the reply email or something you do not understand, please send an reply email. The email address is [email protected]. You can also post comment here with your query.
We are looking forward to your registration. :)
Login • Instagram
Here is our insta link, on behalf of Reunion committee.
Tanzeem Arnab Zillu ভাইয়া, অনেক অনেক কৃতজ্ঞতা, তোমার অংশগ্রহণ, উদ্যোগ, দিকনির্দেশনা আমাদেরকে এইভাবে স্ব শব্দ পরিণতির দিকে নিয়ে যেতে পেরেছে। রিইউনিয়ন কমিটির সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তোমাকে ভাইয়া।
instagram.com Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.
SOS Hermann Gmeiner School, Chittagong reunion'19
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কথা ছিল, এই প্লাটফর্ম আবার সরব হবে।
শুরু হয়ে গেছে আমাদের কাঙ্খিত রিইউনিয়নের রেজিস্ট্রেশন।
ফর্ম পূরণ করলে,
১. ই-মেইল পাবে ৪৮ ঘন্টার মধ্যে।
২. যেখানে নিয়ম অনুসরণ করে নির্দিষ্ট ব্যাংক একাউন্টে বা পারসোনাল বিকাশ নাম্বারে রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে ৩১শে অক্টোবরের মধ্যে।
৩. মানি রিসিপ্ট ই-মেইল করতে হবে।
৪. বিকাশের ক্ষেত্রে এস এম এস করে পাঠাতে হবে, নাম, ব্যাচ, পেমেন্ট ডেট , শেষ তিন ডিজিট।
৫. টাকা পৌঁছালে আমরা রেজিষ্ট্রেশন কমপ্লিট করে দিবো একটা ই-মেইলের মাধ্যমে।
৬. ওখানে রেজিষ্ট্রেশন আইডি থাকবে যেটা প্রবেশের সময় দেখাতে হবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSzJzd5iY-eMeKRtUzbZVpAaTdvAFVVN3oQ_yIe-jV4Eu1tg/viewform?usp=sf_link
docs.google.com For the first time we are going to organize a reunion of ex students on 20th December, 2019. To register yourself you need to fill the following form. Once you fill the form you will get an reply email with every details including bank account where you need to send the registration fee. You will ge...
চ্যানেল আই তে এখন তৃণা আপুর ঘটনা নিয়ে টেলিফিল্ম হচ্ছে। তৃণা আপুর জায়গায় নাদিয়া অভিনয় করছে।
উপল ভাইয়া, অপু ভাইয়া, রবিন ভাইয়া, কুমু আপু, সুমী আপু, অন্যাকে খুব মিস করছি। স্কুলে তোমাদের যে লিডিং রোল টা ছিল, পুরো স্কুল মাতিয়ে রাখতে। সবার মুখে তোমাদের নাম ছিল।
প্রোগ্রামে তোমাদের অংশগ্রহণও খুব মিস করছি।
তোমাদেরকে নিয়েই তো সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হতো।
চেষ্টা করো আসতে, তোমাদেরকে দরকার!
আমাদের এবারে দক্ষ নৌচালকের প্রয়োজন। একটা আয়োজন খুব সম্পূর্ণ হোক। এখনো জমা আছে যাদের অবদান, সবাইকে রাতারাতি একসংগে করতে যাদের সহযোগিতা অনস্বীকার্য এই আয়োজনে তাদেরকেও চাই।
রুমি ভাই (ব্যাচ '৯৭)
দিবাকর ( ব্যাচ '৯৯)
তানভীর ( ব্যাচ '০২)
কপিল ( ব্যাচ '০০)
তোমাদের অংশগ্রহণ ছাড়া আমাদের আয়োজন অনেকটা ম্লান। ভাই, বন্ধু, হাসিমুখে দাঁড়িয়ে থাকা সময় তোমাদের ব্যস্ত জীবন ঘেঁষে বিস্তীর্ণ হোক এই আয়োজন ঘিরে।
আল্লাহর অশেষ রহমতে ও এতদিনের চেষ্টা সাফল্যের মুখ দেখবে আশা রাখি। স্কুলকে ভেন্যু হিসেবে পাবার জন্য কম যুদ্ধ হলোনা তবে শেষে স্কুল থেকে রাজি না হওয়ায় আমাদেরকে কমিউনিটি সেন্টারে রিইউনিয়নের আয়োজন করতে হচ্ছে।
সেজন্য আগামী ২০ ডিসেম্বর হল সেভেন কনভেনশন হলে আমাদের প্রথম রিইউনিয়নের আয়োজন করার ব্যাপারে এস ও এস হারম্যান মাইনার স্কুল, চট্টগ্রাম এর প্রাক্তন ছাত্রছাত্রী রিইউনিয়ন কমিটির সকল ব্যাচ প্রতিনিধি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগ্রহী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।
পরবর্তী পোস্টে রেজিষ্ট্রেশন এর নিয়মসহ আরো কিছু বিষয় জানানো হবে।
দুঃখের বিষয়, স্কুল এ ব্যাপারে আমাদেরকে কোনও সহায়তা করেনি এবং কিছু ব্যবহার খুবই অপমানজনক ছিল।
আমাদের প্রাণান্তকর প্রচেষ্টায় ছোট ছোট করে সময় জুড়ে রিইউনিয়নের আয়োজনের কাজ প্রায় শেষ।
আসন্ন ডিসেম্বরে যারা দেশে আছো, অনেক অনেক বেশি ব্যস্ততার দোহাই যাদের নাই, যারা আসতে ইচ্ছুক, তারিখটা একটু নিচের পোল অপশানে গিয়ে জানাও প্লিজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।
এস ও এস হারম্যান মাইনার স্কুল, চট্টগ্রাম এর প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রথম বৈঠকে আজকে যে সমস্ত ব্যাচের প্রতিনিধি উপস্থিত ছিল সেগুলো উল্লেখ করা হলোঃ
ব্যাচ '৯৮, '৯৯ ও '০৯।
'৯৬ থেকে ২০১৩ ব্যাচ পর্যন্ত নিজ নিজ ব্যাচের প্রতিনিধি সিলেক্ট করে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন এর সুযোগ আছে।
স্কুলে যাওয়ার আগে প্লিজ যেকোনও গ্রুপের আভ্যন্তরীণ যোগাযোগ নিশ্চিত করো সবাই।
শনিবার সারাদিন আছি স্কুলে সকাল ৯ টা থেকে। আমার সাথে যোগাযোগ করতে পারো কোনও কনফিউশান থাকলে।
01675711946
(মৌমিতা)
প্রায় দুই বছর পার করার পর একটা সুখবর। এই মাসের ২১ তারিখ এস ও এস শিশু পল্লীর পুনর্মিলনীর দিন ধার্য্য হয়েছে।
শুধু শুরুটা দরকার ছিল।
কে কোত্থেকে কিভাবে কতটুকু করেছে সেইসব না, বরং কিভাবে, কোত্থেকে, কতটুকু করবে সেটা এখন তোমাদের সবার হাতে।
আপুরা, ভাইয়ারা, নিজ নিজ ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে ব্যাচমেটদেরকে জানিয়ে দাও।
ম্যাডাম জানতে চাচ্ছিলেন,
ছোট করে প্রোগ্রাম টা করলে কতজন হতে
পারে? আমি সেটা জানাতে চাই, আমরা কতটা অধীর হয়ে ছিলাম এই দিনটার অপেক্ষায়......
আসন্ন ২১ তারিখ আমাদের সেই স্বপ্ন পূরণের দিন।
১৫ তারিখের মধ্যে স্কুলে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ক্লাস থ্রি তে প্রথম পেলাম কুসুম ম্যাডামকে। ১৯৯৬ সাল।
খুব ভয় লাগতো তবে ভালো ও লাগতো। সম্প্রতি পি. এইচ. আমীন স্কুলের পুনর্মিলনীতে ম্যাডামের সাথে স্বপরিবারে দেখা হয়েছিল। এখনো তাঁদের আন্তরিকতাই আমাদেরকে দূরে যেতে দেয়নি ম্যাডামদের কাছ থেকে.....
মনে আছে কারো, রড্রিক্স ম্যাডামকে?? প্রেপ ওয়ানে আমার প্রথম ক্লাস টিচার ছিলেন...... ১৯৯২ তে 😍
প্রতিদিন কত কাজের ফাঁকে অথবা অবসরে টুকটাক কত স্মৃতিই তো মনে পড়ে যায়। স্কুলের অতি সন্নিকটে থেকে বা হাজার মাইল দূরে থেকেও প্রাণ চঞ্চল করা ধূসর আলোয় সোনালী অতীতটাকে ফুটিয়ে তুলতেই পারি আমরা; শুধুমাত্র আমাদের লেখায়।
তাই ঝটপট কলম তুলে নিয়ে আঁচড় কেটে নাও স্মৃতির পাতায়। যারা যেভাবে পারো সেভাবেই পাঠিয়ে দাও। তোমাদের গল্পকথাগুলো কল্পকথার পর্দায় এবার আর আড়াল না করে লিখে পাঠিয়ে দাও আমাকে।
লেখা পাঠানোর নিয়মঃ
লেখা সংক্রান্তঃ
১, শিরোনাম থাকতে হবে,
২, লেখক/লেখিকার নাম,
৩, লেখা।
পোস্ট/পাঠানো সংক্রান্তঃ
১, পোস্টের উপরে লিখতে হবে "ম্যাগাজিন কন্টেন্ট"
২, একই লেখা নিম্নলিখিত ফেসবুক একাউন্টে ইনবক্সে ( Mowmita Hossain ) পাঠাতে পারবে অথবা মেইল করতে পারবে এই ঠিকানায়।
e-mail : [email protected]
শুভকামনা সকল কলম সৈনিকদের জন্য!
ছবি তোলার পর মুহূর্তটা চলে যায় কিন্তু ছবির মানুষগুলো জীবন্ত হয়ে থাকে জীবনে।
সেভাবেই একটা ঘর ছেড়ে যাওয়ার পরেও এর বারান্দা, মেঝে, কলঘর, পিলারে সর্বত্রই লেগে থাকে ছেড়ে যাওয়া মানুষদের হাসি-কান্না, হর্ষ-বিষাদ......
ছবির অপেক্ষায় রইলাম, এই স্কুলের সাথে জড়িত সবার অমূল্য সেসব ছবি এই পেইজে পাঠিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রাখলাম।
'৪৭ এর দেশ ভাগের কথা মনে আছে?
নিছক ইচ্ছা করেই অভ্যন্তরীণ মতানৈক্য সৃষ্টি করে ভেঙে দেওয়া হয়েছিল শক্তিশালী ভারতবর্ষকে।
জন্ম নিয়েছিল ধাপে ধাপে তিনটি আলাদা রাষ্ট্র। কেউ ধুঁকে মরছে কিন্তু বলতে পারছেনা কিছুই, কেউ অনবরত খোলামেলা শোষণ করছে সহায়তার নামে, কেউবা নিজেই নিজেকে উৎকৃষ্টতম ভেবে বসে ধ্বংস হচ্ছে দিনে দিনে।
একতা কই!!
ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা পথ সাড়াহীন থাকার জন্য।
অনেকটা অভিমান বুকে নিয়ে অগ্রসরতা গতিহীন ছিল।
এবার নতুন অনেক মুখের কাছে ভরসা পেলাম, আনন্দও ছিল পূর্ণোদ্দমে।
কিছুটা এগিয়ে রিইউনিয়নে আনা হচ্ছে গঠনগত পরিবর্তন। কমিটি গঠনের জন্য আলোচনা চলছে।
শীঘ্রই কমিটি মেম্বারদেরকে প্রকাশ করা হবে।
ডকুমেন্ট ভিত্তিক শক্তপোক্ত একটি উপস্থাপনা থাকবে।
এই প্রিয়, প্রথম স্কুলব্যাগ কাঁধে নেওয়ার রাস্তা, দালান, টেবিল-চেয়ার ছোট্ট মায়াবী জগৎ এস ও এস হারম্যান মাইনার স্কুলে আবারো একত্রিত হবার আমন্ত্রণ রইল।
ছুটে যাওয়া, চলে যাওয়া, অনেক কাছের অভিমানী মানুষদের আবারো পেইজে ও বাস্তবে সক্রিয় হবার অনুরোধ করছি আমি, মৌমিতা।
অনেকেই বলেছে, " আপু, প্রোগ্রামটা করতে পারবেন না, বাদ দেন। আপনার দ্বারা সম্ভব না। " আমি হাসিমুখে সমস্ত ফিরিয়ে দেওয়া আশ্বাসকে আশ্বস্ত করেছি আমার মনে।
বুঝিয়েছি, এতজন মানুষকে একটা প্লাটফর্মে এনে
তাদেরকে স্বপ্ন দেখিয়েছি, এটা পূরণ করবই।
সময় হয়ত বেশি লাগছে, তবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস হারাইনি, ঘুরে দাঁড়াতে সময় লেগেছে। নিজেদের ব্যাচটাকে একত্রিত করতে পেরেছি, যারা আসতে পারেনি দেশের বাইরে থেকে, শহরের বাইরে থেকে ভিডিও কলে থেকে আমাদের সাহস হয়ে ছিল।
আমাদের ব্যাচটা প্রস্তুত একটা উষ্ণ অভ্যর্থনার জন্য।
ঝিমিয়ে পরা প্রিয় মানুষগুলোর প্রতি অশেষ শুভ কামনা রইলো। আমি জানি যখন একতার ডাক আসবে সবাই সাড়া দেবে।
আমি ঘুমাতে পারিনা ; সহস্র আনন্দঘন চিৎকার আমার কর্ণকুহর ভেদ করে যায়। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই চিকচিকে কান্নামেশানো অসংখ্য চোখ জোড়া জোড়া.............
এই প্লাটফর্ম আবার সরব হবে। ইতিমধ্যেই জুনিয়ার ব্যাচের যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, তাদের নিয়ে খুব শীঘ্রই একটা সৌজন্য সাক্ষাৎ এর পরিকল্পনা আছে। সবাই এভাবেই সাথে থেকো।
( মৌমিতা )
Tomader karo kache school r kono pic thakle please share koro.....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
New A-block, Adjacent To BDR Field, Halishahar
Chittagong
Akmol Ali/Madrazishah By Lane, Sidepara, EPZ, South Halishar, Chattogram
Chittagong, SAILOR'SCOLONY-4218
School Code: 414675 সুশিক্ষায় আদর্শ মনুষ্যত্বের অর্জন।
Halishahar, Boropol, Moinnapra, Barriester Sultan Residential Area
Chittagong, 4216
মাদ্রাসার বিস্তারিত জানতে Photo অপশনে গে
66, Gurkha Doctor Lane , Patherghata;Kotowali
Chittagong, 4000
It is the rising school in Chittagong. The children will get standard education at minimum cost.
Chittagong
হিফজ বিভাগ,নাজেরা বিভাগ, রিভিশন বিভাগ, প্রতিযোগিতা বিভাগ
South Sulokbohor. Al-Madani Road. Mabud Mansion. Second Floor
Chittagong
one book,one pen,one child and one teacher can change the world....
১০২, নবাব সিরাজউদ্দৌল্লা রোড, চন্দনপুরা, বড় মসজিদ সংলগ্ন গলি, চট্টগ্রাম
Chittagong
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক?
Garduara, Hathazari
Chittagong, 4332
ইক্বরা ইসলামি একাডেমি একটি ব্যতিক্রমধর্মী প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান