❤️
Markazun Noor Talimul Quran Madrasha -Chittagong
Nearby schools & colleges
Road No
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markazun Noor Talimul Quran Madrasha -Chittagong, Educational Research Center, Hillview R/A, Sholoshahar, Nasirabad, Panchlaish, Chittagong.
Operating as usual
পরিশ্রম ই সফলতার সবচেয়ে বড় সিড়ি।
অলসতা ছেড়ে পরিশ্রম করুন, এগিয়ে যান।

আলহামদুলিল্লাহ!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসার ২০২৪ইং সনের ক্যালেন্ডার প্রস্তুত করা হল। সফলতা এবং কবুলিয়াতের জন্য সকলের কাছে দোয়া চাই।
উস্তাদের সঙ্গে অভিভাবকের বেয়াদবি,
সন্তানের সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেয়।

ভর্তি চলছে, ভর্তি চলছে
আপনি কি আপনার সন্তানের জন্য...
🎒 সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খুজছেন?
সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত এবং দরদি শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা আপনার চাহিদা পূরণ ও স্বপ্ন বাস্তবায়নে হতে পারে বিশ্বস্ত সহযোগী।
বিভাগসমূহ :
#) হিফজুল কুরআন বিভাগ
( সর্বোচ্চ চার বছর মেয়াদ। শুরু থেকে পর্যায়ক্রমে ৫ম মানের বাংলা ইংরেজি গণিত পাঠদান করা হয়)
#) হিফজ রিভিশন বিভাগ
( নূন্যতম এক বছর মেয়াদ। এক অনুষ্ঠানে পূর্ণ কুরআনে কারীম বিশুদ্ধ ও নির্ভুল রুপে শুনানোর উপযুক্ত করণ এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা )
#) হিফজের প্রস্তুতিমূলক শর্টকোর্স বিভাগ
( সর্বোচ্চ এক বছর মেয়াদ। কায়দা,আমপাড়া, কুরআনে কারীম বিশুদ্ধ রুপে দেখে দেখে পড়তে পারার যোগ্যতা অর্জন ও নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে প্রয়োজনীয় বাংলা ইংরেজি আরবি ও গণিত ১ম ও ২য় শ্রেণীর মানে শিক্ষা প্রদান)
#) নূরানী প্লে শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে দাখিল/১০ম শ্রেণী পর্যন্ত
( চার বছর মেয়াদ। নূরানী শিক্ষা বোর্ড এর সিলেবাস অনুসারে কায়েদা, আমপাড়া, কুরআনে কারীম ও জরুরী আকাঈদ, মাসাঈল, দোয়া শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় বাংলা ইংরেজি আরবি গণিত স্ট্যান্ডার্ড মান বজায় রেখে পাঠদান যাতে একজন শিক্ষার্থী জেনারেল স্কুলের ৫ম শ্রেণীতে বা কিতাব বিভাগের মুতাফার্রাকা জামাতে ভর্তির উপযুক্ত হতে পারে)
#) কিতাব বিভাগ
( জামাতে মুতাফাররাকা থেকে জামাতে কুদুরী পর্যন্ত তিন বছর মেয়াদ। জেনারেল শিক্ষা ৮ম শ্রেণী পর্যন্ত সিলেবাসভূক্ত।পর্যায়ক্রমে মেশকাত জামাত পর্যন্ত উন্নীত করা হবে)
#) জেনারেল শিক্ষার্থীদের জন্য সহী কুরআন শিক্ষা সহ দ্বীনি শিক্ষা বিভাগ
(এক বছর মেয়াদ। নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে কায়েদা,আমপাড়া,নাজেরা কুরআন শরীফ শিক্ষা সহ প্রয়োজনীয় আকাঈদ, মাসাঈল, দোয়া ও তাজবীদ পাঠদান)
#) বালিকা হিফজুল কুরআন বিভাগ (পরিকল্পনাধীন। নির্দিষ্ট পরিমাণ ছাত্রী হলে বিভাগটি চালু করা হবে)
#) বালিকা কিতাব বিভাগ জামাতে মেশকাত/ দাখিল পর্যন্ত।
( পরিকল্পনাধীন)
শিক্ষা বিষয়ক অন্যান্য কোর্স সমূহ :-
#) কেরাআত প্রশিক্ষণ কোর্স
( ১০/১৫/২০/৩০দিন ব্যাপী বিভিন্ন ছুটি ও বন্ধে প্রশিক্ষণ চলবে)
#) হিফজ মুআল্লিম প্রশিক্ষণ কোর্স
(১০/১৫/২০/৩০ দিন ব্যাপী বিভিন্ন ছুটি ও বন্ধে প্রশিক্ষণ চলবে)
#) এরাবিক গ্রামার প্রশিক্ষণ কোর্স
(১০/১৫/২০/৩০ দিন ব্যাপী বিভিন্ন ছুটি ও বন্ধে প্রশিক্ষণ চলবে)
#) ইংরেজি গ্রামার প্রশিক্ষণ কোর্স
(১০/১৫/২০ দিন ব্যাপী বিভিন্ন ছুটি ও বন্ধে প্রশিক্ষণ কোর্স চলবে)
#) মহিলাদের দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স
(পরিকল্পনাধীন)
সেবাসমূহ :
🏞️ মনোরম পরিবেশ।
🏫 কোলাহলমুক্ত শ্রেণিকক্ষ।
💒 পরিচ্ছন্ন আবাসিক হল।
🍱 রুচিসম্মত তিন বেলা খাবার
এবং দুই বেলার নাস্তা পরিবেশন ।
🚑 প্রাথমিক চিকিৎসা প্রদান।
🔐 নিরাপত্তা প্রহরী।
🕶️ সিসি টিভি দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
💺 মহিলা অবিভাভকদের সাক্ষাত কক্ষ।
ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য
📞যোগাযোগ করুন :
অফিস
⏰ সময়
⛅ সকাল : 🕗 ০৮ টা থেকে যোহর
🔅 দুপুর : 🕒 ০২ টা থেকে মাগরিব
🌇 সন্ধা : 🕖 ০৭ টা থেকে রাত১০ পর্যন্ত
প্রযোজনীয় কাগজপত্র :
📷 পাসপোর্ট সাইজের ২টি ছবি।
🆔 শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের ১টি ফটোকপি। অথবা
🎂 জন্ম নিবন্ধনের ১টি ফটোকপি।
📜সম্মানিত অভিভাবকদের প্রতি
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সন্তান আপনার সিদ্ধান্ত নেওয়ার দয়িত্ব আপনারই, আমরা শুধু পথ দেখাতে পারি, তাই আমাদেরই দেখুন, খোঁজ নিন, তার পর সিদ্ধান্ত নিন, ভেবে দেখুন আপনি কি চান? একটি ভালো মাদরাসা মানে বাহিরের চাকচিক্যই নয়। শিক্ষার মানই বড় বিষয়, কারণ জাতির ভাগ্য নির্মিত হয় শ্রেণিকক্ষে, তাই আমরা আপনাদের মতামত পরামর্শ অভিপ্রায় নিয়েই সাজিয়েছি মারকাজুন নূর তা'লীমুল কোরআন মাদরাসা । আপনার সন্তানের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা কারিকুলাম আপনাকেই যাচাই করে নিতে হবে। পরিশেষে সকলের প্রতি আকুল আবেদন- আপনার আদরের প্রিয় সন্তানকে নতুন শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে সন্তানের কাঙ্ক্ষিত ও উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।
ঠিকানা :
রহমাননগর, হিলভিউ আবাসিক, ১ নং রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম।
যোগাযোগ :
imo 📲01844255020
WhatsApp 📲01300015510
আপনার সন্তানের বিশ্বস্ত ঠিকানা
মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা।
আলহামদুলিল্লাহ
২০২৪ সালের ভর্তি কার্যক্রম চলছে ,
যোগাযোগ: ০১৮৪৪২৫৫০২০
আজকে ছাত্রদের আনন্দের কিছু মুহূর্ত

#আলহামদুলিল্লাহ, অভিনন্দন।
আবারো বিজয়ী হয়ে পুরস্কৃত হলো আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদ্রাসা চট্টগ্রামের ছাত্র।,
PHP কুরআনের আলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত অডিশনে অংশ নিয়ে ২জন ছাত্র পুরস্কার ও ইয়েসকার্ড পেয়ে গ্রান্ড ফাইনালে উত্তির্ন হয়েছে,
আল্লাহ তাদেরকে ফাইনালেও বিজয়ী করুন,আমিন।

আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষা-ই আদর্শ সমাজ গঠনের মূলভিত্তি। শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় ঘটলেই সমাজ একটি আদর্শ জাতি উপহার দিতে পারে।
তাই আপনার সন্তানকে আদর্শ সমাজের একজন গর্বিত সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা —এর পথচলা শুরু। এটি একটি আদর্শিক প্রতিষ্ঠান। দীনের তরে নিবেদিত, স্বপ্নবাজ আলেম তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
👉 শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এ প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ:
🟣 প্রথমত,
✅ তালিবুল ইলমকে পরিপূর্ণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী শরিয়ার আলোকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনায় সর্বাত্মক গুরুত্ব প্রদান।
✅ চিন্তাগত আদর্শিক পরিবর্তন সাধনের মাধ্যমে সুচিন্তার ধারক-বাহক বানিয়ে দেওয়া।
✅ জ্ঞানার্জনের পাশাপাশি সুস্থ ও সুন্দর শিষ্টাচারে অভ্যস্ত করে তোলা।
✅ যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে সুযোগ্য শিক্ষকবৃন্দের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পাঠদান।
✅ প্রতিযোগিতামূলক পৃথিবীতে উন্নত শিরে টিকে থাকার মতো সুযোগ্য করে গড়ে তোলা।
🟣 দ্বিতীয়ত,
✳️ সুস্বাস্থ্যের সাথে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সুন্দর ও মনোরম পরিবেশে আবাসনের ব্যবস্থা।
✳️ তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার প্রদান।
✳️ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান।
👉 আমাদের বিভাগসমূহ:
📚 কিতাব বিভাগ
📚 হিফযুল কুরআন বিভাগ
📚 হিফজের প্রস্ততিমূলক শর্টকোর্স বিভাগ
📚 নূরানী কিন্ডারগার্টেন বিভাগ
🔰 ভর্তি শুরু:
২০২২৪ ইং শিক্ষাবর্ষের ভর্তি শুরু ২৩ ডিসেম্বর থেকে, ইনশাআল্লাহ।
🕌 মারকাজুন নূর তা'লীমুল কোরআন মাদরাসা মাদরাসা রহমান নগর হিলভিউ আবাসিক, ১নং রোড,পাঁচলাইশ,চট্টগ্রাম।
যোগাযোগ:-০১৮৪৪২৫৫০২০
ভোরের আলোর সাক্ষাৎ যে পায় না, সে সত্যিই একটা দূুর্ভাগা।
"ফজর হউক আপনার
সারাদিনের প্রথম আমল"

১১/১১/২০২৩
নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা চট্টগ্রাম জেলায় ৩০০+ প্রতিযোগীর মধ্য থেকে।
মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা এর ছাত্ররা ্থান_৪র্থ_স্থান_সহ ২ টি ইয়েস কার্ড পেয়েছে আলহামদুলিল্লাহ।
তোমাদের সুন্দর আগামীর জন্য শুভ কামনা রইলো🥰

#আলহামদুলিল্লাহ, আজ ০৮/১১/২৩ইং আবারো বিজয়ী, অভিনন্দন।
১০পারা এবং ৫পারা গ্রুপে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত ২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার সম্মাননা পেয়েছেন এবং জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিভাগের জন্য নির্বাচিত হয়েছে।
আলহামদুলিল্লাহ।
আমাদের মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা
রহমান নগর হিলভিউ আবাসিক, চট্টগ্রাম এর ছাত্র মুহাম্মদ তাওছিবুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল জলিল
#আয়োজনে - হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখা।
আল্লাহ তাদের উভয়জনকে কবুল করুন, আমিন।
প্রতিযোগিতার মঞ্চে মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের কন্ঠে একটি ইসলামী সংগীত।

০১.১১.২৩
আলহামদুলিল্লাহ 🥀
সুম্মা আলহামদুলিল্লাহ 🥀
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তরের আওতাধীন পাঁচলাইশ থানা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নূর তা'লীমুল কোরআন মাদরাসার ছাত্রদের সফলতা অর্জন।
💝 ০৫ পারা গ্রুপ 💝
💗মোহাম্মদ সাকাফ ওছমান সাবিল ১ম স্থান
মোহাম্মদ মহিউদ্দিন আমরিত ৪র্থ স্থান
মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল জলিল ৫ম স্থান 🥀
💝১০ পারা গ্রুপ 💝
💗মোঃ আব্দুল মোমিন ১ম স্থান
মুহাম্মদ তাওসিবুল ইসলাম ২য় স্থান 🥀
💝২০ পারা গ্রুপ 💝
মোহাম্মদ মাহমুদুল হাসান ৩য় স্থান
💝 ৩০ পারা গ্রুপ
মোহাম্মদ রিফাত বিশেষ স্থান 🥀
অর্জন করে আকর্ষণীয় পুরস্কার ক্রেস্ট এবং সনদ কুরআন শরীফ ও ইয়েস কার্ড অর্জন করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি তারা যেন জেলা পর্যায়ে গিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে সকলের কাছে দোয়া প্রার্থী।
সুখবর! সুখবর! সুখবর!
২০২৪ সালে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শুধু মাত্র হিফয বিভাগে সীমিত আসনে
৫০% ভর্তি ফি ডিসকাউন্টে অল্প সংখ্যক ছাত্র নেয়া হবে, আগ্রহীরা যোগাযোগ করুন,
দ্বীনি শিক্ষা প্রত্যাশী অভিভাবকদের জন্য দারুণ সুখবর!
👉 ২০২৪ সালের
ভর্তি চলছে!ভর্তি চলছে! ভর্তি চলছে!
চট্টগ্রাম পাচলাইশ থানাস্থ,
মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসা-
নীতিবান ও ধার্মীক প্রজন্ম গড়ার মিশনে..
আমাদের রয়েছে নূরানী বিভাগ, জেনারেল বিষয়ের সমন্বয়ে আন্তর্জাতিক মানের হিফজ ও কিতাব বিভাগ।
স্থানঃ- রহমান নগর হিলভিউ আবাসিক জামে মসজিদ সংলগ্ন, ১ নং রোড,চট্টগ্রাম।
👉 ভর্তি প্রারম্ভিক কথাঃ
**হিফজুল_কুরআন ছোটদের একটি মানসম্পন্ন বিভাগ। অত্র বিভাগটি ৮ থেকে ১৩ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য প্রযোজ্য। অত্যন্ত যত্নের সাথে তাদেরকে কুরআনের হিফজ করানো হয়। সাধারণত ৩ থেকে ৪ বছরে ছাত্ররা এই বিভাগ থেকে হিফজ সম্পন্ন করে থাকে। আমাদের মাদরাসার শুরু থেকে এই বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে, আলহামদুলিল্লাহ্। ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্র হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ।
বি.দ্র.- অস্বচ্ছল মেধাবীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বিবেচনার ব্যবস্থা আছে ।
👉 ভর্তির জন্য যা সাথে নিয়ে আসবেন.........
১. ছাত্রর জন্ম-নিবন্ধন, ও পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি।
২. অভিভাবকের ১ কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
👉 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য..
নিবিড় পরিচর্চায় প্রত্যেকটি ত্বলিবুল ইলমকে (ইলমে এবং আমলে) যুগোপযোগী ব্যক্তি হয়ে গড়ে তোলা। সর্বোপরি মহান আল্লাহর সন্তুুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ আমাদের মেহনতকে কবুল করুক- আমীন!
●● মাদরাসার বিশেষ বৈশিষ্ট সমূহ......
♦ দেশবরেণ্য আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদদের সু-পরামর্শে পরিচালিত।
♦ আরবি লাহান ও বিশুদ্ধ তেলাওয়াতের যথাযথ চর্চা এবং বিশ্বমানের হাফেজে কুরআন তৈরির নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। (দৈনিক তাজবীদ, সিফাত ও ওয়াকফ সহ বিশুদ্ধভাবে মাশকের সু-ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ! )
♦ আন্তর্জাতিক মানের সুদক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
♦ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের কে বিশেষ যত্ন সহকারে পাঠদান।
♦ স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পড়াশুনার সুব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ!
♦ প্রবাস, কর্মজীবী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
♦ আমল-আখলাক, ক্লাসে উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল অধিকারের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
♦ প্রশিক্ষণ মূলক মাসিক প্রতিযোগিতা , বক্তৃতা প্রশিক্ষণ, হামদ/নাত ও ইসলামী সংগীত প্রশিক্ষণের সু-ব্যবস্থা।
♦ শিক্ষার পাশাপাশি আমল-আখলাক গঠনের জন্য তরবিয়তের ব্যবস্থা। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নত মোতাবেক জীবন গড়ে তোলা।
♦ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা।
♦ আবাসিক শিক্ষক দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান।
♦ প্রয়োজনীয় মাসআলা ও নামাজ প্রশিক্ষণের ব্যবস্থা।
♦ দুর্বল ছাত্রদের ইয়াদ ( মূখস্থ শক্তি) বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা।
♦ প্রতিদিনের পাঠদানের তথ্য সংরক্ষণের ব্যবস্থা।
♦ মেধা বিকাশের জন্য মাসিক পরীক্ষার ব্যবস্থা ।
♦ হিফজ সমাপনকারীদের জন্য সনদ প্রদানের ব্যবস্থা।
♦ নিয়মিত বিনোদন কার্যক্রম ও বছরান্তে শিক্ষা সফরের ব্যবস্থা।
# # আমাদের শিক্ষা কার্যক্রমঃ
** নাজেরা বিভাগ........
মাত্র ১ বসরে সুদক্ষ ও অভিজ্ঞ, নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী দ্বারা জাতীয় পর্যায়ের মানসম্পন্ন তেলাওয়াত সহ পূর্ণ কোরআন শরিফ সম্পন্ন করা।
** হিফজ বিভাগ.......
মাত্র ৩ বছরে প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ মেহনতী শিক্ষকমন্ডলী দ্বারা আন্তর্জাতিক মানের হাফেজ হিসাবে গড়ে তোলা।
✔ বিশেষ আকর্ষন 🎁
শুনানী (রিভিশন) ছাত্রদের কে বিশেষ আমলের এবং পূর্ণ তদারকির মাধ্যমে নামাজে নিয়মিত তেলাওয়াত ও মজবুত ইয়াদের ব্যবস্থা। স্থানীয় জাতিয় ও আন্তর্জাতিক সকল প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য আমাদের পূর্ণ তদারকি ও অত্যন্ত পরিশ্রম নিরলস ভাবে অব্যাহত।
# #সার্বিক_যোগাযোগ_ও_ঠিকানা.
রহমান নগর হিলভিউ আবাসিক জামে মসজিদ সংলগ্ন, ১ নং রোড,চট্টগ্রাম।
মোবাইল.
☎️ 01844255020
( whatsapp)
01844255020
Peag:
Markazun Noor Talimul Quran Madrasha -Chittagong
ইমেইল. [email protected]

হেফজ বিভাগের স্টুডেন্টদের তেলাওয়াতের মান উন্নত করতে চাইলে এই মাশ্বক জরুরি নিচে দেওয়া হল।
(১)حُرُفُ الٛهِجَاء مَشَقٛ
(২)اَلٛمَشٛقؙ بِصُوٛرَۃِ التَّقٛطِيٛعٛ
(৩)اَلٛمَشٛقؙ بؚصُوٛرَۃِالٛاَلٛفَاظٛ
(৪)اَلٛمَشٛقؙ بِصؙوٛرَۃؚالٛاَ يَهٛ
(৫)مَخٛرَخ مَشٛق
(৬)صؚفَاتٛ مَشٛق
(৭) كَافؚيَاتٛ مَشٛق
(৮)لَحَنٛ مَشٛق
(৯)طَرَظٛ مَشٛق
(১০)تَرٛتؚيٛل مَشٛق
(১১) تَجٛوؚيٛد
৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ-
১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা।
২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা।
৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা।
৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া।
৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা।
৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা।
৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা।
১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
১১. সালাতুল দোহা আদায় করা।
১২. সময়মতো ফযর, যোহর, আছর,
মাগরিব ও এশার নামাজ আদায় করা।
১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা।
১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা।
১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা।
১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা।
১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা।
১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও
সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা।
১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া।
২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আ-মীন
নোটিশ !
ভাইরাস জনিত জ্বরের কারণে মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসার ২য় সাময়িক পরিক্ষা আগামীকাল শনিবার শুরু হওয়ার কথা ছিল, জ্বরাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিক্ষা ২দিন পিছিয়ে সোমবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
পবিত্র নগরী মক্কায় বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ীর ছাত্র ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান প্রথম রাউন্ডে নির্ভুলে পড়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে,
আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই।
মুশফিকের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সম্মান ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি তার সম্মানিত শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ায় সে আজ এ পর্যন্ত পথ পাড়ি দিয়ে এসেছে,একই সাথে তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান সমুহকে, যেখানে সে পড়াশোনা করে হিফজ সম্পন্ন করেছে।
উল্লেখ্য যে, হাফেজ মুশফিক তার ছাত্র জীবন শুরু করে
তা'লীমুল কুরআন কমপ্লেক্স হিমছড়ি রামু কক্সবাজার থেকে, পরবর্তীতে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাহাদ আন নিবরাস থেকে হিফজ সম্পন্ন করে। তারপর মুশফিকের বাবা তাকে আন্তর্জাতিক পর্যায়ে হিফজ কম্পিটিশনে অংশ গ্রহণের জন্য আমাদের তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ী তে ভর্তি করান।
আলহামদুলিল্লাহ এখানকার ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় মুশফিক এখন আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
আমরা দেশব্যাপী সকলের নিকট দোয়া প্রার্থী আল্লাহ যেনো মুশফিককে ভালো রেজাল্টের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন। হে আল্লাহ মুশফিকুর রহমান সহ অন্যন্য সকল প্রতিযোগীদেরকে সফলতা দান করুন । কুরআনের চরিত্রের সাথে ব্যক্তি ও সমাজে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন,আমিন।
#আলহামদুলিল্লাহ
বড় হতে কিংবা বড় বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, উস্তাদদের এমন আগ্রহ-উদ্দীপনা থাকলে ছাত্ররা অবশ্যই খুব আনন্দের সাথেই পড়াশোনা করবে এবং পড়াশোনাকে কোন চাপ কিংবা বোঝা মনে করবেনা।
আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন।
মাশা-আল্লাহ
মারকাজুন নূর তা'লীমুল কুরআন মাদরাসার ছাত্র মোঃ আব্দুল মুমিনের কণ্ঠে চমৎকার না'তে রাসুলটি শুনতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chittagong
Anowara College Road
Chittagong, 4376
"Ambition Aid" Coaching Centre, is located in the heart of Anowara. It is very near to College.
Rampura DC Road
Chittagong, 4393
আসসালামু আলাইকুম, মহান আল্লাহর সৃষ্টির রহস্য মহাশূন্য, সৌরজগত এবং পৃথিবীর বৈচিত্রতা জানুন এই পেইজে।
CEPZ
Chittagong, 4223
Its all about computer programming page that includes multiple programming language. For example C#, Asp.Net, SQL Server, android, VB.Net, HTML, CSS etc...
The Zonal Office, Chittagong :, Building Name/“ASHA”, R#01, Lane#02, Plot#03, Flat#1/B, Halishahre H/E, Opposite Of SWAPNO, Qrex Diagnostic Road, , Halishahre, Chittagong
Chittagong, 4225
Since 2010, BISCM is the International Standard Institute, having Government approval from Ministry
Chittagong
Chittagong
To Connect youth researchers and pair them with each other.
"BGC Biddyanagar" Chandanaish Chattogram
Chittagong, 4382
Chittagong
The page can be geared towards students , educational, funny and technology
Hazera Toju Degree College, Pataniyagoda, Old Chandgoan Thana, Chottogram
Chittagong
Sajjadul Islam Abed Honours - Finance & banking department National University