Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়

Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়

Share

Ours is a renowned school in Chattogram&the best in Karnaphuli.

Operating as usual

23/04/2024

এতদ্বারা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়'র ২০২৩ইং এর ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জরুরিভাবে জানানো যাচ্ছে যে, যেসব উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যে নাম্বার দিয়ে (বিকাশ/রকেট/উপায়/শিওরক্যাশ/এমক্যাশ)-এ একাউন্ট খুলেছ,তারা সরকারি নির্দেশ মোতাবেক আগামী ২৫ এপ্রিল ২০২৪ইং এর মধ্যে একই নাম্বার দিয়ে নগদে অ্যাকাউন্ট খুলে/রূপান্তর করে আগামী ২৮ এপ্রিল ২০২৪ ইং,রবিবার স্কুল অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। উপবৃত্তি পেমেন্ট একাউন্টে নগদ নাম্বার না দিলে উপবৃত্তি টাকা আসবেনা/জমা হবে না। এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিষয়টি খুবই জরুরী।

নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক
দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,
কর্ণফুলী,চট্টগ্রাম।

এই নোটিশটি শেয়ার করার অনুরোধ করা হলো।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 04/04/2024

আলহামদুলিল্লাহ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে "জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ " চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পর্যায়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইমরান কে ২য় বারের মতো শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত করায় বিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 17/03/2024

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 21/02/2024

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 27/01/2024

Annual Sports-2024

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 01/01/2024

বই উৎসব-২০২৪ইং

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 28/07/2023

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,কর্ণফুলী,চট্টগ্রাম।।
এসএসসি পরীক্ষা ২০২৩ইং এর ফলাফল,
মোট পরীক্ষার্থীঃ ৪২০
পাসঃ ৩১১
পাসের হারঃ ৭৪.০৫%
জিপিএ ৫ঃ ৪

12/07/2023

১১ জুলাই ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ইং",
'দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়'র ২৩ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও পুরষ্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন।

16/05/2023

এসএসসি ২০২৩ এর স্থগিত হওয়া পরীক্ষার পুননির্ধারিত সময়সূচি

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 29/04/2023

এসএসসি ২০২৩ইং
কেন্দ্রঃকর্ণফুলী ২
দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়
আসন বিন্যাস

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 28/11/2022

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,কর্ণফুলী,চট্টগ্রাম।।
এসএসসি পরীক্ষা ২০২২ইং এর ফলাফল,
মোট পরীক্ষার্থীঃ৪০৬ পরীক্ষায় অংশগ্রহণঃ৪০৩
পাসঃ৩৩৯,পাসের হারঃ৮৪.১২%
জিপিএ ৫ঃ২৪

24/10/2022

ঘুর্ণিঝড় চিত্রাং এর কারণে
তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা
ঢাকা ২৪ অক্টোবর ২০২২
ঘুর্ণিঝড় চিত্রাং এর কারণে
চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘুর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রনালয়

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 14/09/2022

এসএসসি পরীক্ষা ২০২২ইং
কেন্দ্রঃকর্ণফুলী-২(১১৩)।।
দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়
আসন বিন্যাস

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 15/08/2022

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে
খতমে কুরআন ও দোয়া মাহফিল,শ্রদ্ধাজ্ঞাপন,কুইজ প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ,দেয়ালিকা প্রকাশ।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 31/07/2022

মাধ্যমিক পরীক্ষা ২০২২ইং এর সময়সূচি

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 20/05/2022

আলহামদুলিল্লাহ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে "জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ " চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পর্যায়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিন আহমেদ কে পুনরায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইমরান কে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত করায় বিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। স্যারেদ্বয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।।

09/03/2022

সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ (৬ষ্ঠ)
দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
কর্ণফুলী,চট্টগ্রাম।
বিষয় : ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ২০২২সালে ছাড়পত্রসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অগ্রায়ন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২২ সালে ছাড়পত্রের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী,শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ ও ৯ম(শুধুমাত্র নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাড়পত্রের মাধ্যমে ভর্তিকৃত) শ্রেণিতে উপবৃত্তির আবেদন অগ্রায়নের নিমিত্তে প্রয়োজনীয় তথ্য এবং৪ পৃষ্ঠার আবেদনপত্র(বিদ্যালয় থেকে সংগ্রহ করে) সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতঃ নিম্নলিখিত কাগজসহ আগামী ১৫/০৩/২০২২খ্রিঃ মংগলবার দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে।
জরুরি কাগজ(যা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে)এবং করণীয় ঃ
১. শিক্ষার্থীর ১৭ সংখ্যার অনলাইন জন্মনিবন্ধন এর ফটোকপি -১টি
২. পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি -১টি
৩. মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি -১টি
৪. ৫ম ও ৮ম শ্রেণি পাসের সনদের ফটোকপি -১টি
৫. পিতা-মাতা মৃত হলে লিগ্যাল গার্ডিয়ানের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি -১টি
৬. পিতা /মাতার অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর অথবা বিকাশ /নগদ /রকেট মোবাইল একাউন্ট নম্বর।(যার পিন নম্বর গোপন রাখতে হবে)
৭. আবেদনপত্র অবশ্যই সঠিক, নির্ভুল ও যথাযথ স্পষ্ট করে পূরণ করতে হবে।
[বিঃদ্রঃ উপবৃত্তির আবেদন করা মানে উপবৃত্তি পাওয়া নয়। কেন্দ্রীয়ভাবে বিশেষ পদ্ধতির মাধ্যমে উপবৃত্তি প্রাপ্তির বিষয় নির্ভর করে।]
স্বাক্ষরিত /
নাসির উদ্দিন আহমেদ
প্রধান শিক্ষক ও সম্পাদক
দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

08/02/2022

সুখবর! সুখবর!!

দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনিতে (নতুন ও পুরাতন) অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী কালারপোল উচ্চ বিদ্যালয়ে প্রথম দিন কোভিড-১৯ টিকা নিয়েছিলে তাদেরকে আগামী ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২য় ডোজ টিকা দেয়া হবে। উল্লেখিত তারিখে উপস্থিত থেকে টিকা নেয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
---বিষয়টি অতীব জরুরী-----

02/02/2022

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

21/01/2022

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।।
-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 20/01/2022

অশেষ কৃতজ্ঞতা স্বাস্থ্য মন্ত্রণালয়কে।
জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্কুল পর্যায়ে ফাইজার এর কোভিড ভ্যাকসিন প্রদান।
কৃতজ্ঞতা প্রকাশ প্রস্তাবিত কমিটির সভাপতি জনাব শহীদুল আলম চৌধুরী ও বর্তমান এডহক কমিটির সভাপতি জনাব আমজাদ হোসেনকে প্রধান শিক্ষকের অফিসে এসি স্থাপন করে টিকা প্রদানের উপযোগী করার জন্য। ধন্যবাদ স্বাস্থ্যকর্মীদের, বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের দু'দিনব্যাপী অক্লান্ত পরিশ্রমের জন্য।
যার কথা না বললেই নয় উপজেলা নির্বাহি অফিসার জনাব শাহিনা সুলতানা যিনি সার্বক্ষণিক তদারকি করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছেন।
মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন

19/01/2022

দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ১২ বছরের অধিক বয়সের শিক্ষার্থী ও এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদেরকে আগামীকাল (২০জানু:) বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহনের জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। উল্লেখ্য যে, জন্ম নিবন্ধন না থাকলেও টিকা দেয়া যাবে।
--------বিষয়টি অতীব জরুরী।-------------
বিঃদ্রঃ আগামীকাল তথা ২০-০১-২০২২ইং টিকা দেওয়ার শেষ দিন।

18/01/2022

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের কোভিড ভ্যাকসিন নিতে ২০জানুয়ারি,সকাল ১০টায় বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হলো।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক
দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 02/01/2022

৬ষ্ঠ শ্রেনিতে ভর্তির লটারির ফলাফল

12/12/2021

ভর্তি বিজ্ঞপ্তি ২০২২শিক্ষাবর্ষ

09/09/2021

দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়।কর্ণফুলী,চট্টগ্রাম।
১২ সেপ্টেম্বর ২০২১ইং হতে ক্লাস রুটিন।।

25/07/2021

দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একইসঙ্গে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে নবম) এবং ২০২২ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়।

শনিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তবে কঠোর লকডাউন এর কারণে এটি নিয়ে সৃষ্টি হচ্ছে সংশয়।

ইতোমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেয়া হবে।

মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট স্থগিত করার বিষয়ে মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনার বিস্তার রোধে চলমান লকডাউনের কারণে মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

01/07/2021

এইবার ও অটোপ্রমোশন এর ইঙ্গিত দিচ্ছেন শিক্ষা মন্ত্রী।

শিগগিরই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত পরীক্ষা হবে কি হবে না।

Photos from Daulatpur High School, Karnaphuli , Chattogram দৌলতপুর বহমুখী উচ্চ বিদ্যালয়'s post 25/05/2021

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিশু শ্রেণির (৫ বছর) থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির (১৭ বছর বয়স) পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে এই ইউনিক আইডি। এই আইডিতে ১০ সংখ্যা বা ১৬ সংখ্যার শনাক্তকরণ নম্বর থাকবে এবং এসব তথ্য পরবর্তীতে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর থেকে জাতীয় পরিচয়পত্র তৈরিতে আর আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হবে না।( ৬ষ্ট থেকে দ্বাদশ) শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি জানানো যাচ্ছে যে,
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড (প্লাস্টিকের এটি এম/স্মার্ট কার্ডের মতো) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এই আইডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে। এই আই ডির নাম হলো ইউনিক আই ডি। সেখানে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য আলাদা একটা রোল নম্বর থাকবে।এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক ক্লাসে ব‍্যবহার করতে হবে এবং একই নাম্বার থাকবে,
এখন থেকে ক্লাসে কোন রোল নাম্বার এক,দুই ,তিন থাকবে না। এই রোল নাম্বার টি হবে যেটা মোবাইল নম্বরের মতো।
এর জন‍্য চার পৃষ্ঠার একটা ফরম পূরণ করে শীঘ্রই স্কুলে জমা দিতে হবে। যাদের বাসায় হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে সেটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল লাগবে। তার মানে , জন্মনিবন্ধন অবশ্যই অনলাইন করা থাকতে হবে। যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন ।
আর একটা কথা মনে রাখবেন, ছবির ব্যাকগ্রাউন্ড অবশ‍্যই সাদা হতে হবে।
রক্তের গ্রুফ প্রমাণের জন্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে।।
জন্ম নিবন্ধন সংক্রান্ত কোন সংশোধন কাজে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,
★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,
★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...
★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,
★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,
★জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন
http://bdris.gov.bd/br/reprint/add,

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chittagong
4371