আমাদের দেশে মোহরানা দেয়ার সময় মেয়েদের সাথে মোটেই আলাপ করা হয় না। অনেক নারীই গড়পড়তা ৪-৫ লাখ টাকা মোহরানা পান। অনেক ক্ষেত্রে সেটা খাতায় লেখা পর্যন্তই শেষ। যারাও দেয় স্বর্ণ আকারে দেয়। মোহরানা স্বর্ণই হতে হবে এমন কোনো কথা নেই। মোহরানা টাকাও হতে পারে, জমিও হতে পারে আবার স্বর্ণও হতে পারে। স্বর্ণ আপনি দিতেই পারেন, কিন্তু আমার মতে যেই স্বর্ণ বছরেও পরে কিনা সন্দেহ সেখানে স্বর্ণ না দিয়ে জমি দেয়া যায় কিংবা সরাসরি টাকাও দেয়া যায়।
মূল বিষয় হলো নারী মোহরানা হিসেবে ঠিক কী চাচ্ছে সে বিষয়ে তার সঙ্গে আলাপই করা হয় না। একজন নারী যদি ৫ লাখ টাকাও পায় কিংবা স্বর্ণ বেচেও ক্যাশ টাকা যোগাড় করে জমি কেনে; এই ৫ লাখ টাকার জমির দাম ২০ বছর পরে না হলেও অন্তত এক কোটিতে গিয়ে দাঁড়াবে। মোহরানা যে একজন নারীর নিজস্ব সম্পদ সেটা আমাদের অনেক বোনেরাও জানে না। আমাদের সমাজে একজন নারী তার এই সম্পদ নিজের ইচ্ছামতো ব্যবহার করবে সেই অধিকার কি তার আছে?? বাস্তবে খুব কম পরিবারেই তা আছে।
আমার স্ত্রী যদি আজ বলে তার মোহরানার টাকা দিয়ে সে তার বাবা-মাকে বাড়ি করে দিবে কিংবা তাদের হজ্ব করাবে, এ কাজে তার পূর্ণ অধিকার আছে। আমার বাঁধা দেয়ার কোনো অধিকারই নেই। অথচ অনেক ফ্যামিলীতে শ্বশুর থেকে শুরু করে দেবর-ভাসুর পর্যন্ত নাক গলাতে আসে।
কল্পনা করুন, এক কোটি টাকার সম্পত্তি একজন নারীর জন্য অনেক কিছু, যেখানে পরিবারে একজন নারীর কানাকড়ি বলতে খরচা নেই। প্রত্যেকটা পরিবারে ইসলামের এই বিধান যদি পুরোপুরি বাস্তবায়িত হতো তাহলে আমাদের বোনেরা দীন ইসলামকেই ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর রসূলকে ভালোবাসতো, তারা কখনো নারীবাদী হতো না।
✍️Tanbir Hasan Bin AbdurRofiq
The Online Islamic School
Comments
★ আলহামদুলিল্লাহ। আমাদের Companion Academic & Admission Care এর উদ্যোগে HSC 2022
শিক্ষার্থীদের জন্য A+ Mission Course আয়োজন করা হচ্ছে।
(HSC-23 শিক্ষার্থীরাও ক্লাস করতে পারবেন)
★কোর্স সম্পুর্ণ ফ্রি।
★২৪ ঘন্টা প্রবলেম সলভিং গ্রুপের কার্যক্রম থাকবে।
★কোর্স শুরুঃ ১৮ সেপ্টেম্বর থেকে
★সময় রাতঃ ৯ টা
(ক্লাস ১-২ ঘন্টা হতে পারে)
★মোট ক্লাস- ৩০ টি
★মোট এক্সাম- ৩০ টি
★প্রত্যেক ক্লাসের শুরুতে এক্সাম হবে MCQ - 20 mark
★কোর্স শেষে বোর্ড পরীক্ষার প্রশ্ন অনুকরণে ফাইনাল মডেল টেস্ট হবে ৩ টি- written+MCQ)
★ক্লাস হবে Zoom এবং FB Page live এ
★রেজিষ্ট্রেশন ফরম পুরন করুন।
★ফরম লিংকঃ
https://forms.gle/nUhanBAGtJcvjgmh6
★ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, চোখ রাখুন পেইজে।
★মেসেঞ্জার প্রবলেম সলভিং গ্রুপে এড হতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। গ্রুপের লিংক
পেইজে দেওয়া হবে।
★সবাই শেয়ার করবেন, সবার বন্ধুদের
আমন্ত্রন জানাবেন।
★Companion হচ্ছে The Online Islamic school এর একটি জেনারেল শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান।
191, ফকিরেরপুল, কে, ওয়াই, প্লাজা মতিঝিল, ঢাকা-1000
মোবা: 01732-796847, 01319-403703
স্থান পরিবর্তন: ফকিরেরপুল গরম পানির গলির শেষ মাথায় রাজা মিয়ার বাড়ীর (2য় তলা), মতিঝিল, ঢাকা-1000
জরীুরি প্রয়োজনে কল করুন এই নাম্বারে:01732-796847, 01319-403703
আমাদের সেবাসমূহ:
ভিজিটিং কার্ড, প্যাড, ক্যাশম্যামো, চালান, স্টিকার, লিফলেট, ব্রুশিয়র, ক্যাটালগ, ডায়েরী, ক্যালেন্ডার, পোস্টার, আইডি কার্ড,বক্স,খাম, ডেভিট/ক্রেডিট ভাউচার, পিভিসি ব্যানার, ভিনাইল স্টিকার, হাসপাতার ফাইল, হ্যাংটেক সহ যাবতীয় প্রিন্টিং এর কাজ নিখুঁতভাবে করা হয়।
💚আর ভিডিও দেখার জন্য নিছে ক্লিক করুন।।। ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন।।।।
Ramadan er class er time er bepare shobar shathe amr motamot share korar jonne post ta dilam..
Fojor er namaj er 30mnt ba 1 ghonta por.
Juhr o asor er moddhoborti shomoy.
Rat 10 tay..
Ei time gulo shobar jonne shubidha hobe mone holo..
Bakita comment r apnara j jar motamot janaben please..
Ebong amdr sroddheo vai jini amader shubidarthe amader eto shomoy dicche unar shomoy er bepare o amader jana uchit...
Jazakallah..
সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা আপনাদেরকে অবহিত করছি, যখন সম্পুর্ণ পৃথিবী মহামারিতে নিস্তব্ধ, সেই ক্লান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আর যারা এই মহামারিতে প্রাণ হারিয়েছে আল্লাহ তায়ালা তাদেরকে শহিদি মর্যাদা দান করুন এবং অসুস্থদের সুস্থ করে দিন সেই দুয়াই করছি, আর সকলকে যেন আল্লাহ হেফাযত করেন।(আমিন)
★আমরা সবাই আজ কোয়ারেন্টাইনে আছি, সকল ধরনের ব্যাস্ততা থেকে মুক্ত।সেই কোয়ারেন্টাইনকে "কোরআন টাইম বানিয়ে ফেলতে চাই। আল্লাহ তায়ালা কোরআন শিক্ষাকে ফরজ করেছেন। মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল ছোট বেলায় সেটা শিক্ষা করা।কিন্তু আমরা ব্যার্থ হয়েছি অনেকেই, আল্লাহ মাফ করুন।
★ অনেক কিছু শিখেছি আল্লাহর কোরআন শিক্ষার কপাল আমাদের অনেকেরেই হয় নি।বড় হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাস্ততা। আর অন্যান্য ব্যস্ততার জন্য শিখতে পারি নি। বাংলাদেশে ৯৫% সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না। (কোরআন রিসার্স ফাউন্ডেশন)
★আল্লাহ তো আমাদের উপর রাগ করবেনিই।কারন আল্লাহ প্রথমেই তো বলেছেন আল্লাহর নামে পড়তে কিন্তু আমরা পড়ি নি।
চলুন আমরা এই কোয়ারেন্টাইনের সুযোগ কাজে লাগাই। আমরা দেখেছি বাংলাদেশে কোরআন শিক্ষার পদ্বতিটা অনেক দিনের ব্যাপার।
★কিন্তু আমরা শুধু স্কুল কলেজ অর্থাৎ জেনারেল শিক্ষিতদের জন্য একটা নতুন পদ্বতি বের করেছি, অনেক কম সময়ে নতুনভাবে কোরআন শিখব খুব সহজেই। অতি শীঘ্রই ইউটিউবে ক্লাস বের হবে ইনশাল্লাহ। ক্লাস বের করার প্রক্রিয়া চলছিল যা আপাতত স্থগিত।তাই আপনাদের জন্য আমরা দেরি না করে সরাসরি লাইভ ক্লাস নিতে চাচ্ছি, আশা করি আপনাদের রেসপন্স পাব ইনশাল্লাহ। দেখবেন অনেক তাড়াতাড়ি আপনি কোরআন পড়তে পারবেন। আমরা চেষ্টা করব। যদি আপনি শিখতে চান। এই শেষ সুযোগ মনে করুন আর কাজে লাগান।
★আমরা শুরু করব ক্লাস আজ থেকে ৫ দিনের মধ্যে আপনারা কমেন্টে কয়টায় ক্লাস শুরু করলে ভাল হয় সেই সময়টা কমেন্টে জানাবেন।
page:The The Beautiful Method Of learning The Holy Quran
আহবানেঃফাতিন ইশতিয়াক
ইন্টার ফার্স্ট ইয়ার
বিজ্ঞান শাখা
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
আহবায়কঃকোরান শিক্ষার আসর
ক্লাস পরিচালনা করবেনঃ
মুহা.মাহতাব হুসাইন
আলিম ১ম বর্ষ
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা( টংগী)
উস্তাদ আপনার পরামর্শ ও সহযোগিতা কাম্য
এই পেইজের উদ্দেশ্য হচ্ছে কুরআন সুন্নাহ প্রচার করা।
Operating as usual
باب حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ فَائِدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ بَكْرَ بْنَ عَبْدِ اللَّهِ الْمُزَنِيَّ، يَقُولُ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئًا لأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ
আবদুল্লাহ ইবন ইসহাক জাওহারী বাসরী (রহঃ) ..... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা’আলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তোমার পাপরাশি যদি আকাশের মেঘমালায়ও উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি সব ক্ষমা করে দিব, এতে আমার কোন পরওয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি যমীন পরিমান পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরীক না করে থাক, তবে আমি সেই পরিমান ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব।
সহীহ, সহীহাহ ১২৭, ১২৮, রাওযুন নাযীর ৪৩২, মিশকাত, তাহকিক ছানী ২৩৩৬, তা'লীকুর রাগীব ২/২৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪০ [আল মাদানী প্রকাশনী]
.

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।
শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।
শাইখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!
শাইখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞
- শাইখ সালমান আল আওদাহ (হাফি.)
যারা কুরআন শুদ্ধভাবে পড়তে চান, জলদি রেজিষ্ট্রেশন করুন "আমাদের ১৪ তম ব্যাচে"। বিস্তারিত কমেন্টে👇
প্রসিদ্ধ তাবিঈ ইমাম মুহাম্মাদ ইবনু সীরীন [৩৩-১১০ হি.] (রাহ.)কে একবার এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে ব্যক্তি তিলাওয়াত শোনে চিৎকার দিয়ে ওঠে, লম্প-জম্প করে, অজ্ঞান হয়ে পড়ে ।
তিনি জবাব দেন,
তার পরীক্ষা এভাবে হতে পারে যে, তাকে একটি দেয়ালের ওপর বসিয়ে দাও, আর এমতাবস্থায় কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করো।
এরূপ পরিস্থিতিতে যদি সে ওয়াজদ তথা বিশেষ অবস্থার কারণে দেয়াল থেকে পড়ে যায়, তাহলে বোঝা যাবে যে, সে ওয়াজদের দাবিতে সত্যবাদী।
(কাসিম ইবনু সল্লাম, ফদায়িলুল কুরআন; শাতিবী, আল ই‘তিসাম; ইবনুল জাওযী, তালবীসু ইবলীস)- ড. আহমদ আলি
যারা কুরআন শিখতে আগ্রহী জলদি রেজিষ্ট্রেশন করুন। বিস্তারিত কমেন্টে👇

★অবশ্যই বিস্তারিত পড়ুন।
তারপর রেজিস্ট্রেশন করুন।
★কুরআন শিক্ষা কোর্স (১৪ তম ব্যাচ)
➤রেজিস্ট্রেশন চলছে! Registration is going on!
✴️ যারা পবিত্র কুরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না,এমনকি আরবি পড়তেই পারেন না, তাদের জন্য সুখবর!
★এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে ঘরে বসেই শিখে নিতে পারেন ঐশীগ্রন্থ পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও পঠন পদ্ধতি।
🌺কোর্সটি যাদের জন্যঃ....🌺
১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থী যারা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন না।
২. একসময় তিলাওয়াত শিখেছিলেন,কিন্তু এখন ভুলে গিয়েছেন।
৩. যেকোনো শ্রেণি-পেশার মানুষ, যারা সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে আগ্রহী।
❇️শুদ্ধভাবে তিলাওয়াত করতে যা যা প্রয়োজন সব শিখানো হবে।
আমাদের মেথডোলজি অনুসরণ করলে অনেক সহজে কম সময়ে আপনি কুরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ।
★ক্লাসঃ ২০ টি ক্লাস হবে।
★দিনঃ সপ্তাহে ৩ দিন।( রবি মঙ্গল বৃহ)
★সময়ঃ রাত ৯ টা
★ক্লাস শুরু: ১৫ ডিসেম্বর ২০২২ ইং .
★ক্লাস মাধ্যমঃ Zoom app
➤যে বই বা স্লাইড অনুসরণ করে পড়ানো হবে
(সেগুলোর PDF দেয়া হবে)
★উক্ত কোর্সের বৈশিষ্ট্যসমূহ:-
১/ সকল নিয়ম-কানুন সহজ ভাষায় উপস্থাপন।
২/ প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক নেওয়া হবে এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হবে।
৩/ছেলে ও মেয়েদের জন্য থাকবে আলাদা WhatsApp গ্রুপ।
৪/ ঘরে বসে ক্লাস করার সুযোগ।
৫/সরাসরি প্রশ্ন করার সুযোগ।
❇️ কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (কোন কোর্স ফি নেই)
❇️ রেজিস্ট্রেশন ফি: মাত্র 200 টাকা।
❇️ কোর্সের গুরুত্ব বিবেচনায় সামান্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে।
★বিকাশ এবং নগদঃ 01794020344
★ফর্ম ফিলাপের নিয়মঃ
১/ যেসব তথ্য চাওয়া হয়েছে নির্ভুলভাবে পূরণ করুন।
২/ রেজিস্ট্রেশন ফি প্রদান করার পর ফর্ম ফিলাপ করুন। ফর্মে আপনাকে শেষ ৪ ডিজিট লিখতে হবে।
৩/ ফর্মে WhatsApp নম্বর অবশ্যই দিবেন। আমাদের WhatsApp গ্রুপ থাকবে।
✴️✴️ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২২ ইং।
✴️ ক্লাস শুরু: ১৫ ডিসেম্বর ২০২২ ইং, যোগাযোগ:- 01841210241
বিশেষ দ্রষ্টব্যঃ ছেলে-মেয়ে সকলেই একত্রে ক্লাস করবে।তবে,পড়া নেওয়ার সময় ছেলে-মেয়ে আলাদা আলাদা পড়া দিবেন।
রেজিষ্ট্রেশন ফরম লিংক
https://forms.gle/YxwKyhESoRoXHWTX8
★আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান সর্বদা কুরআন সুন্নাহ প্রচার এবং আপনাদের কুরআন সুন্নাহ শিখানোর কাজে নিয়োজিত।
★সবাই আমাদের জন্য দুয়া করবেন এবং আপনারা অবশ্যই নিজেদের কাছের মানুষদের কাছে আমাদের এই প্রতিষ্ঠান এর দাওয়াত পৌছাবেন।যাতে করে আরো অনেক মানুষ দ্বীন শিখতে পারেন।❤️❤️
মন্দ তো মন্দই। তবে মন্দে যতটুকু ভালো তা যদি স্বীকৃতিই না দেই, তাহলে ভালোর দিকে আসার পথ আরো সংকীর্ণ হয়ে যাবে, মন্দই সর্বদা একাধিপত্য লাভ করবে।
- ড. আহমাদ আলী
চট্রগ্রাম চকবাজারের বড়মিয়ার মসজিদের পাশেই আমি থাকি।
পাশে একটা স্কুলে ক্লাস পার্টি চলতেছে সেই সকাল থেকে।
সেখানে যেমন সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে আর ছাত্রীরা গানের তালে তালে তেমন মাতলামি করছে (নাচতেছে) আল্লাহ মাফ করুক।
আমি তাফসির পড়ব বলে, চেয়ারে বসে আছি সেই সকাল থেকে, কুরআন খুলে । কিন্তু এত বাজেভাবে সাউন্ড দিয়ে ওরা গান-বাজনা বাজাচ্ছে জানালাগুলাও রীতিমতো কাপতেছে।
আমার মাথা প্রচন্ড ব্যাথা হয়ে গেছে। আল্লাহর কাঠগড়ায় একটাকেও ছাড়বনা।
এখন যে বিষয় টা বলতে চাচ্ছি,
এসব প্রতিষ্ঠানের পরিচালক এবং এসব মেয়েদের গার্ডিয়ানদের বিবেক কতটা পচেঁ গেছে। কতটা নগ্ন চিন্তাধারার মানুষ এরা।(অসুস্থ মনমানসিকতা) আমি অবাক হয়েছি। আরো অবাকের বিষয় এলাকার মানুষ এর ইমান কত নষ্ট হয়েছে সবাই চুপ করে এসব তামাশার প্রত্যক্ষদর্শী হচ্ছে। কেউ কোনোরকম পদক্ষেপই নিচ্ছেন না।
আমি আরো অবাক হই কিভাবে আমরা নিজেদের মুসলিম দাবি করি । আমাদের ছেলেমেয়েদের এসব বাজে কালচার প্র্যাকটিস করার জন্য স্কুলে পাঠাই, এমন মা বাবা যারা আছে তাদের জন্য লজ্জা হয়। আপনার জন্য বিলাপ করতে মন চায়।
সাবধান হোন সবাই। সকল গার্ডিয়ানরা, একদিন কবরে যাবেন।আল্লাহর সামনে দাড়াবেন।
আলহামদুলিল্লাহ আমাদের ৪ মাস ব্যাপি নাজেরা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে।
এক ভিন্নরকম পদ্ধতিতে আমরা কুরআন শিখি।খুব সহজে এবং কম সময়ে।
সাহল ইবনু সা'দ (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা) আলি (রা) কে উদ্দেশ্য করে বলেন,
আল্লাহর কসম! আল্লাহ তায়া’লা তোমার মাধ্যমে একজন লোককেও যদি হিদায়াত করেন, এটা তোমার জন্য লাল উষ্ট্রগুলোর মালিক হওয়ার চেয়েও অনেক উত্তম
(বুখারী,মুসলিম)
ইমাম মালেক (রহ) বলেন.
যে ব্যাক্তি ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে মনে করল যে, তা উত্তম, তাহলে সে প্রকারান্তরে এ ধারণা করলো যে, রাসুলুল্লাহ (স) তার প্রতি আরোপিত রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত করেছেন।
কেননা আল্লাহ বলেছেনঃ
"আজ আমি তুমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
অতএব তখন যেসব বিষয় দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, আজকের দিনেও তা দ্বীনের অন্তর্ভুক্ত হবেনা।
." باب بَاب حَدَّثَنَا أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ الْحُسَيْنِ عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ قَالَ حَدَّثَنِيْ يَحْيَى بْنُ يَعْمَرَ أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ حَدَّثَهُ عَنْ أَبِيْ ذَرٍّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُهُ إِلَّا كَفَرَ وَمَنْ
ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيْهِمْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
আবূ যার (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, কোন লোক যদি নিজ পিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও অন্য কাকে তার পিতা বলে দাবী করে তবে সে আল্লাহর কুফরী করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সঙ্গে বংশ সম্পর্কিত দাবী করল যে বংশের সঙ্গে তার কোন বংশ সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। (৬০৩৫, মুসলিম ১/২৭ হাঃ ৬১, আহমাদ ২১৫২১) (আধুনিক প্রকাশনীঃ ৩২৪৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩২৫৫)
الساكت عن الحق شيطان أخرس
"হক কথা না বলে যে চুপ থাকে সে বোবা শয়তান"।
★এই কথাটি হাদিস নয়।
পঞ্চম শতকের একজন মনীষী হাসান বিন আলি আবু আলি দাককাক (রহ) এর বাণী।
উল্লেখ্য, কুরআন সুন্নাহর একাধিক দলিল দ্বারা প্রমানিত যে, হক পন্থায় কথা বলা ইমানের দাবী। প্রয়োজনের ক্ষেত্রে হক ও সত্য সাক্ষ্য গোপন করা গুনাহের কাজ।
★উপরোক্ত বানীটি হাদিস নয়-- এ কথা বলে এসব স্বতঃসিদ্ধ বিষয় অস্বীকার করা উদ্দেশ্য নয়।উদ্দেশ্য শুধু এই যে,
" হক কথা না বলে যে চুপ থাকে তাকে বোবা শয়তান বলাটা সহিহ হাদিস দ্বারা প্রমানিত নয়"
এসব হাদিস নয় ২
পৃষ্ঠা-১৫২
কুরআন শিক্ষা কোর্স (ব্যাচ-১৩)
ক্লাস-১
কুরআন শিক্ষা কোর্স
ক্লাস-৮
কুরআন শিক্ষা কোর্স(১৩ তম ব্যাচ) এর রেজিষ্ট্রেশনের শেষ সময় আজ। আগ্রহীরা জলদি রেজিষ্ট্রেশন করুন।বিস্তারিত কমেন্টে
ফ্রি কুরআন শিক্ষা কোর্স শুরু হতে যাচ্ছে। রেজিষ্ট্রেশন শেষ সময় ২৬ অক্টোবর। বিস্তারিত কমেন্টে 👇
কুরআন শিক্ষা কোর্স
ক্লাস-৭

কুরআন শিক্ষা কোর্সের ২য় পরীক্ষার রেজাল্ট
সবাইকে আরো ভাল করে পড়াশোনা করতে হবে।

★অবশ্যই বিস্তারিত পড়ুন।
তারপর রেজিস্ট্রেশন করুন।
★কুরআন শিক্ষা কোর্স (১৩ তম ব্যাচ)
➤রেজিস্ট্রেশন চলছে! Registration is going on!
✴️ যারা পবিত্র কুরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না,এমনকি আরবি পড়তেই পারেন না, তাদের জন্য সুখবর!
★এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে ঘরে বসেই শিখে নিতে পারেন ঐশীগ্রন্থ পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও পঠন পদ্ধতি।
🌺কোর্সটি যাদের জন্যঃ....🌺
১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থী যারা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন না।
২. একসময় তিলাওয়াত শিখেছিলেন,কিন্তু এখন ভুলে গিয়েছেন।
৩. যেকোনো শ্রেণি-পেশার মানুষ, যারা সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে আগ্রহী।
❇️শুদ্ধভাবে তিলাওয়াত করতে যা যা প্রয়োজন সব শিখানো হবে।
আমাদের মেথডোলজি অনুসরণ করলে অনেক সহজে কম সময়ে আপনি কুরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ।
★ক্লাসঃ ২০ টি ক্লাস হবে। (বেশিও হতে পারে)
★দিনঃ সপ্তাহে ৩ দিন।
★সময়ঃ রাত ৯ টা
★ক্লাস শুরু: ২৭ শে অক্টোবর ২০২২ ইং .
★ক্লাস মাধ্যমঃ Zoom app
➤যে বই বা স্লাইড অনুসরণ করে পড়ানো হবে
(সেগুলোর PDF দেয়া হবে)
★উক্ত কোর্সের বৈশিষ্ট্যসমূহ:-
১/ সকল নিয়ম-কানুন সহজ ভাষায় উপস্থাপন।
২/ প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক নেওয়া হবে এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হবে।
৩/ছেলে ও মেয়েদের জন্য থাকবে আলাদা WhatsApp গ্রুপ।
৪/ ঘরে বসে ক্লাস করার সুযোগ।
৫/সরাসরি প্রশ্ন করার সুযোগ।
❇️ কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (কোন কোর্স ফি নেই)
❇️ রেজিস্ট্রেশন ফি: মাত্র 200 টাকা।
❇️ কোর্সের গুরুত্ব বিবেচনায় সামান্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে।
★বিকাশ এবং নগদঃ 01794020344
★ফর্ম ফিলাপের নিয়মঃ
১/ যেসব তথ্য চাওয়া হয়েছে নির্ভুলভাবে পূরণ করুন।
২/ রেজিস্ট্রেশন ফি প্রদান করার পর ফর্ম ফিলাপ করুন। ফর্মে আপনাকে শেষ ৪ ডিজিট লিখতে হবে।
৩/ ফর্মে WhatsApp নম্বর অবশ্যই দিবেন। আমাদের WhatsApp গ্রুপ থাকবে।
✴️✴️ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৬ শে অক্টোবর ২০২২ ইং।
✴️ ক্লাস শুরু: ২৭শে অক্টোবর ২০২২ ইং, যোগাযোগ:- 01841210241
বিশেষ দ্রষ্টব্যঃ ছেলে-মেয়ে সকলেই একত্রে ক্লাস করবে।তবে,পড়া নেওয়ার সময় ছেলে-মেয়ে আলাদা আলাদা পড়া দিবেন।
রেজিষ্ট্রেশন ফরম লিংক
https://forms.gle/YxwKyhESoRoXHWTX8
আমাদের জন্ম নির্ধারিত,আমাদের কর্ম নির্ধারিত,আমাদের এই ধরায় আগমনের উদ্দেশ্য নির্ধারিত।আল্লাহ বলেন,وما خلقت الجن والنس الا ليعبدون،ليعبدون،(আমি জ্বীন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য।
আল্লাহ আরো জানাচ্ছেন,هو انشأكم من الارض واستعمركم فيها (তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে এতে আবাদ করেছেন।
সুতরাং আল্লাহর নির্ধারিত এই ২ পথের বাহিরে কারোর জন্যই যাওয়ার অনুমতি নাই।
তবুও যারা নিজের প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ করে তাদের জন্য রয়েছে গোমরাহী এবং অপবিত্র জীবন।আর যে পূন্যের পথে চলবে তার জন্য রয়েছে পবিত্র জীবন,আল্লাহ বলছেন,من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حيواة طيبةطيبةযে ইমান আনবে চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করবো।

আন্সার টা সেই ছিল।😊😊
"আল্লাহ তায়ালা মোট আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন"
এই কথাটা ভিত্তিহীন এবং বানোয়াট ।
বুখারী শরীফের শেষ হাদীস- ﻛﻠﻤﺘﺎﻥ ﺣﺒﻴﺒﺘﺎﻥ ﺇﻟﻰ ﺍﻟﺮﺣﻤﻦ، ﺧﻔﻴﻔﺘﺎﻥ ﻋﻠﻰ ﺍﻟﻠﺴﺎﻥ، ﺛﻘﻴﻠﺘﺎﻥ ﻓﻲ ﺍﻟﻤﻴﺰﺍﻥ : ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﻠﻪ ﻭﺑﺤﻤﺪﻩ ﺳﺒﺤﺎﻥ ﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻈﻴﻢ . অর্থঃ দুটি কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু পড়তে খুব সহজ, আর মীযানের পাল্লায় খুব ভারি : "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ্ সুবহানাল্লাহিল আযীম।"
কুরআন শিক্ষা কোর্স
ক্লাস-৩

কুরআন শিক্ষা কোর্স ( ব্যাচ-১২) এর ১ম পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।
মোট নাম্বার- ২০
পাশ-০৮
মোট পরীক্ষার্থী- ২৮ জন
সামনে সবাই আরো ভাল করবেন ইনশাআল্লাহ। শুভকামনা রইল।
আলহামদুলিল্লাহ। আমাদের সদস্যা ১৭হাজার+। সবাইকে অনুরোধ করছি আমাদের দাওয়াতের কাজ আরো প্রসারিত করতে আমাদের পেইজে ফ্রেন্ডদের ইনভাইট করুন ।শেয়ার করুন আমাদের পোস্টগুলো।
আমরা চেষ্টা করছি কুরআন এবং সহীহ সুন্নাহের আলোকে পরিচালনা করার।সবার সহযোগিতা কাম্য।
ইদানীং পরিচিত কিছু বোনদের আর্তনাদ শুনছি।
ফোন দিয়ে বলে ভাই আর পারছিনা! তারা সবাই হাইপ্রোফাইল ফ্যামিলির মেয়ে। আমার সামান্য পরিচিতির মধ্যে বোনদের যে পরিমাণ আর্তনাদ শুনছি ইদানীং!
আমি চিন্তা করি, এ দেশে লাখ লাখ মেয়েরাও হয়ত গোপনে প্রতিনিয়ত আর্তনাদ করে! প্রকাশ করতে পারে না!
পিতামাতা এবং অবিবাহিত বোনদের বলব টাকা আর স্ট্যাটাস দেখেই দৌড় দিবেন না। পরে টের পাবেন।
আমার কিছু স্টুডেন্টস তাদের দ্বীন শিখিয়েছি, পড়িয়েছি, বুঝিয়েছি তারপরও সেদিকেই দৌড় দিয়েছে।
আর এখন আফসোস করে বলে, "ইশ, কেন যে দ্বীনকে প্রাধান্য দিলাম না!"
সবাই কে বলি দ্বীন দেখে নেক পাত্র/পাত্রী চ্যুজ করবেন।
টাকায় শান্তি আসে না।
যদি ভাল থাকতে চান। দ্বীনদার কাউকে বিয়ে করুন।
সিদ্ধান্ত আপনার!
বিস্তারিত কথা বলব এই বিষয়ক সমকালীন সমস্যাগুলো নিয়ে। সাথেই থাকুন
Mahtab Hossain Saeem
চট্রগ্রামের চকবাজারে এসেছি। সুবহানাল্লাহ আশেকে রাসূলদের এত বড় মিছিল! জায়েজ, না জায়েজ এসব নিয়ে বলতে চাইনা। এই আশেকে রাসূলদের গায়ে রাসূলের সুন্নাহের খোঁজ নাই। এত মানুষ যদি মাসজিদে যেত!
মাসজিদগুলো পূর্ণ থাকত।
ফজরে মাসজিদ ফাঁকা পড়ে থাকে আর তারা নিজেদের আশেকে রাসূল দাবি করে।
কুরআন শুদ্ধ করে শতকরা ৫ জনও পড়তে পারবেনা তারপরও তারা আশেকে রাসূল, রাসূলের ভাষায় তারা রাসূলের মুখনিঃসৃত ২ টা বাণী বলতে পারবেনা তারাই আশেকে রাসূল! সুবহানাল্লাহ!
প্রিয় ভাইয়েরা, সত্যিকার অর্থে রাসূল (সাঃ) ভালবাসা হল আল্লাহ প্রদত্ত সমস্ত বিধিমালা রাসূল (সা) এর দেখানো পন্থায় করতে পারাটাই রাসূলের (সাঃ) প্রতি ভালবাসা মুহাব্বত বুঝায়। বাকি সব ধোঁকাবাজি। আমরা সবাই এসব বুঝি।
সম্মানিত দ্বীনি ভাই এবং বোনদের বলব কুরআন সুন্নাহ শিখুন সে অনুযায়ী আমল করুন। দুনিয়ার কেউ আশেকে রাসূল না বললেও রাসূল (সাঃ) আল্লাহর অনুমতিতে আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ।
Mahtab Hossain Saeem
সচরাচর আমি দাওয়াত খেতে যাই না। দাওয়াত পরিহার করার ট্রাই করি। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আলেমদের এটা অনুসরণের পরামর্শ দেই।
যাই হোক, আজ মা জোর করে কথিত সমাজ রক্ষার্থে তার সাথে দাওয়াতে নিয়ে গেলেন। (বৌভাত) পরে দেখি একটা কনভেনশন হলে বিয়ের বেশ আয়োজন। যদিও এসব সুন্নাহ বিরোধী বিয়েকে আমি ঘৃণা করি।
যাওয়ার পর যে বিষয়টা আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে সেটা হলো
ছেলের বৌ কে সবার সামনে বসিয়ে রেখেছে। আর সবাই তার বৌকে দেখছে। অনেকেই বউ না দেখে চলে যাচ্ছিল, জামাই তার বৌকে দেখার জন্য ইনভাইট করছে আফসোস!
এতটা গায়রতহীন (আত্নমর্যাদাহীণ) হলে কিভাবে হয়!
তার বৌকে সে পণ্যের মত উপস্থাপন করছে সেও খুশি তার বৌ আরো খুশি। বিবেকে পচন ধরেছে!
এটা সমাজের বাস্তব রূপ।
সমাজ কতটা নষ্ট হয়েছে চিন্তা করেছেন, সবাই সমাজকে পরিবর্তনের চেষ্টা করুন। নাইতো আল্লাহর আযাব শুধু তাদের না আমাদেরকেও পাকড়াও করবে যদি চেষ্টা না করি।
✍️ Mahtab Hossain Saeem
আমাদের এলাকার একজন প্রসিদ্ধ আলেম তার মেয়ের জন্য ছেলে খুঁজছে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কম্পলিট মেয়ের বয়স ২৭/২৮।
জিজ্ঞেস করা হলঃ এত লেইট?
উত্তরে বলেঃ ছেলে পাচ্ছিনা।
আবারো জিজ্ঞেস করা হলো এখনতো পাওয়া কষ্টের হবে আরো আগে বিয়ে দেওয়া উচিত ছিল, উনি বললেন পজিশনে না গেলে কিভাবে বিয়ে দেই!
আলেমরাও স্রোতের সাথে গা ভাসালে জাতির কি হবে.?!
সবাইকে বলব বাবা মা যারা আছেন দ্বীনদার ছেলে বা মেয়ে দেখে আপনার সন্তানকে বিয়ে দিন। ইনশাআল্লাহ সফলতা পায়ে এসে সালাম করবে। আল্লাহর কথা বিশ্বাস করুন।
খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) বলতেনঃ মা বাবা, সমাজ, চায়না সন্তান দ্বীনের উপর টিকে থাকুক, সমাজ চায় প্রেম, যিনা, ব্যভিচার কর কেউ কিছু বলবে না। বাট বিয়ে করা যাবেনা।
সমাজের অলিখিত একটা স্লোগান হলঃ বিয়েকে না বলুন, যিনা ব্যভিচার কে হ্যাঁ বলুন।
বাবা মা রা সাবধান হোন আল্লাহকে ভয় করুন।
✍ Mahtab Hossain Saeem
স্ত্রীদের সম্মান করুন ভালবাসুন।
মনে রাখবেন, যারা স্ত্রীদের সাথে ক্ষমতা দেখান, বকাবকি করেন, হাত তুলেন তারা এই দুনিয়ার সবচেয়ে বড় কাপুরুষ!
নিঃসন্দেহে তারা জালিম!
ইনশাআল্লাহ। আজ রাত ৯ টা থেকে কুরআন শিক্ষা কোর্সের ক্লাস শুর হতে যাচ্ছে। এখনো যদি কেউ রেজিষ্ট্রেশন করতে চান জলদি করুন। আসরের পর রেজিষ্ট্রেশন অফ হয়ে যাবে।
কুরআন শিক্ষা কোর্স। ২ অক্টোবর থেকে ক্লাস শুরু। আগ্রহীরা জলদি রেজিষ্ট্রেশন করুন।
বিস্তারিত কমেন্টে👇

★অবশ্যই বিস্তারিত পড়ুন।
তারপর রেজিস্ট্রেশন করুন।
★কুরআন শিক্ষা কোর্স (১২ তম ব্যাচ)
➤রেজিস্ট্রেশন চলছে! Registration is going on!
✴️ যারা পবিত্র কুরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না,এমনকি আরবি পড়তেই পারেন না, তাদের জন্য সুখবর!
★এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে ঘরে বসেই শিখে নিতে পারেন ঐশীগ্রন্থ পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও পঠন পদ্ধতি।
🌺কোর্সটি যাদের জন্যঃ....🌺
১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থী যারা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন না।
২. একসময় তিলাওয়াত শিখেছিলেন,কিন্তু এখন ভুলে গিয়েছেন।
৩. যেকোনো শ্রেণি-পেশার মানুষ, যারা সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে আগ্রহী।
❇️ কোর্স কারিকুলামঃ
১. আরবি হরফ (বর্ণমালা) শিক্ষা ।
২. মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ শিক্ষা।
৩. হরকত এর পরিচয় ও উচ্চারণ পদ্ধতি।
৪. মুরাক্কাব বা যুক্তবর্ণ শিক্ষা
৫. প্রয়োজনীয় তাজভীদ শিক্ষা
৬.কায়দা পুরোপুরি শেষ করা।
৭.নিজে নিজে শব্দ বানান করে উচ্চারণ শিখন।
★উক্ত কোর্সে ভর্তির যোগ্যতাঃ
যে কেউ ভর্তি হতে পারবেন।
★ক্লাসঃ ২০ টি ক্লাস হবে। (বেশিও হতে পারে)
★দিনঃ সপ্তাহে ৩ দিন।
★সময়ঃ রাত ৯ টা
★ক্লাস শুরু: ২ অক্টোবর ২০২২ ইং .
★ক্লাস মাধ্যমঃ Zoom app
➤যে বই বা স্লাইড অনুসরণ করে পড়ানো হবে
(সেগুলোর PDF দেয়া হবে)
★উক্ত কোর্সের বৈশিষ্ট্যসমূহ:-
১/ সকল নিয়ম-কানুন সহজ ভাষায় উপস্থাপন।
২/ প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক whatsApp এর মাধ্যমে নেওয়া হবে এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হবে।
৩/ছেলে ও মেয়েদের জন্য থাকবে আলাদা WhatsApp গ্রুপ।
৪/ ঘরে বসে ক্লাস করার সুযোগ।
৫/সরাসরি প্রশ্ন করার সুযোগ।
❇️ কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (কোন কোর্স ফি নেই)
❇️ রেজিস্ট্রেশন ফি: মাত্র 200 টাকা।
❇️ কোর্সের গুরুত্ব বিবেচনায় সামান্য রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে।
★বিকাশ এবং নগদঃ 01794020344
★ফর্ম ফিলাপের নিয়মঃ
১/ যেসব তথ্য চাওয়া হয়েছে নির্ভুলভাবে পূরণ করুন।
২/ রেজিস্ট্রেশন ফি প্রদান করার পর ফর্ম ফিলাপ করুন। ফর্মে আপনাকে শেষ ৪ ডিজিট লিখতে হবে।
৩/ ফর্মে WhatsApp নম্বর অবশ্যই দিবেন। আমাদের WhatsApp গ্রুপ থাকবে।
✴️✴️ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১লা অক্টোবর ২০২২ ইং।
✴️ ক্লাস শুরু: ২রা অক্টোবর ২০২২ ইং, যোগাযোগ:- 01841210241
বিশেষ দ্রষ্টব্যঃ ছেলে-মেয়ে সকলেই একত্রে ক্লাস করবে।তবে,পড়া নেওয়ার সময় ছেলে-মেয়ে আলাদা WhatsApp গ্রুপে পড়া দিবে।
রেজিষ্ট্রেশন ফরম লিংক
https://forms.gle/YxwKyhESoRoXHWTX8
গ্রাফিক্সের কাজ পারেন।
পোস্টার, ব্যানার ডিজাইন করতে পারেন এতটুকু পারলেই হবে।
আমাদর একজন এমন ভাই দরকার। যিনি দ্বীনের জন্য আমাদের হেল্প করবে।
কুরআন শিক্ষা কোর্স...
সামান্য রেজিষ্ট্রেশন ফি থাকবে। কোর্স ফি ফ্রি।
কোর্স শুরু করব?

আমাদের স্কুলের আল ই'তিকদ ওয়াসসুন্নাহ কোর্সের প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হল আলহামদুলিল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka Cantonment , Kurmitola. Dhaka
Dhaka, 1206
Welcome To The Page Of B. A. F. Shaheen College Kurmitola.
19, Purana Paltan
Dhaka
Little Jewels Nursery Infant and Junior School
Iqbal Road
Dhaka, 1207
Mohammadpur Preparatory and Higher Secondary School is a higher secondary school located at Mohammad
Farmgate, Tejgaon
Dhaka, 1215
Greetings from your Alma Mater! Enjoy walking down the memory lane from our posts and photos. If you
Begum Rokeya Avenue
Dhaka, 1207
Sher-e-Bangla Nagar Govt. Boy's High School is a public school located at Agargaon, Dhaka, Establis
Mirpur-2
Dhaka, 1216
Monipur High School is a secondary school located in Dhaka, Bangladesh. Monipur High School is also
Loyal Street, Shadarghat
Dhaka, 1100
Dhaka Collegiate School is a secondary school in Dhaka, Bangladesh. The school was established in Dh
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh.
Dhaka
Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide ea
Khilgaon Govt. High School
Dhaka, 1219
15 january 2010,obak school re-unoin will b held,registration is going on............plz reg as soon