
২০২৪ -এ জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা।
স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ.......
"মেডিকেল+ ম্যাথ" স্পেশাল ভর্তি কোচিং
SSC & HSC Academic Care
অধুনা বিশ্বে চলছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ,সাহিত্য ও সুষ্টিশীলদের নেতৃত্ব। স্বপ্নচারীদের হাত ধরেই নির্মিত হচ্ছে সভ্যতা ও তার সফল অভিযাত্রা। বড় হবার পথে প্রতিকূলতাকে জয় করার অনিরুদ্ধ ইচ্ছায় মানুষকে সফলতর থেকে সফলতম করে তোলে। শিক্ষা ছাড়া যেমন একটি জাতি অন্ধ, তেমনি মানহীন শিক্ষাও একটি জাতির অদক্ষ জনশক্তি সৃষ্টির অন্যতম কারণ । শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি সেবাখাতে বর্তমান সময়ে এসে যখন নামে বেনামে এ
Operating as usual
২০২৪ -এ জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা।
রোজা ভঙ্গের কারণসমূহ,রোজা মাকরুহ হওয়ার কারণসমূহ,যাকাত এবং সদকায়ে ফিতরের নিয়মাবলী কুরআন ও হাদীসের আলোকে দলিলসহ উপস্থাপন করা হলো।
২০২৪ সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি।
Chittagong আলফা প্রাইভেট লার্নিং Chittagong Division
"লাইলাতুন নিসফি মিন শা'বান (ليلة النصف من شعبان)" বা "অর্ধ শা‘বানের রজনী"। মধ্য শা'বান অর্থাৎ শবে বরাতের সেই রাত শুরু হয়েছে।আসুন তওবা করি,অন্তরে কারও জন্য হিংসা থাকলে এখনই তা অন্তর থেকে মুছে ফেলি,শিরকে লিপ্ত থাকলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই....
এইটুকুই হবে আজ রাতে আপনার,আমার জন্য সবচেয়ে উত্তম কাজ❤️
কারণ-
সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, লাইলাতুন নিসফি মিন শা'বান এর রাত্রিতে আল্লাহ মুশরিক ও হিংসা বিদ্বেষে লিপ্ত মানুষ ছাড়া অন্যদেরকে ক্ষমা করে দেন। 🖤
শবে বরাত 🖤
(মুক্তির রজনী)
একুশ মানে সাদা পাঞ্জাবির উপর লেপ্টে থাকা বীর বাঙালির রক্ত। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা। যাঁদের আত্মত্যাগে পেয়েছি এই মাতৃভাষা, বাংলার সেসব সূর্য সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত। পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। আর এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা । প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি।
শিক্ষার আসল উদ্দেশ্যটা যখন ব্যাহত হয়,তখন এমনটাই হয়!!
Accept Our Heartiest Congratulations!!
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ -১১.০২.২০২৪ রবিবার।
আজকে অনুষ্টিত মেডিকেল ভর্তি পরীক্ষার ২০২৩-২০২৪ সেশনের প্রশ্ন।
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৫ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) অনুষ্টিত হবে।
#১৮তমশিক্ষকনিবন্ধন
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত।
👉 আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি, ২০২৪
👉 আবেদন শেষঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৮ মার্চ, ২০২৪
বাংলাদেশের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা -২০২৪।
অভিনন্দন ❤
বীর চট্টলার কৃতি সন্তান
জননেতা Mohibul Hassan Chowdhoury (এমপি)
মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আপনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পাবে অনন্য মাত্রা, দৃঢ় আশাবাদ রইলো।
#মন্ত্রীপরিষদ #মন্ত্রীসভা
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি সার্কুলার প্রকাশিত।
✔️২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির বিস্তারিত নির্দেশনা।
➡️আবেদন শুরুঃ ১১ জানুয়ারি, ২০২৪
➡️ আবেদন শেষঃ ২৩ জানুয়ারি, ২০২৪
➡️ ভর্তি পরীক্ষাঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪
পাখির চোখে সুন্দরের রানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)।
#চট্টগ্রামবিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার (২০২৩-২৪)।
-24
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশিত।
▪️আবেদন শুরু - ৪ জানুয়ারি (দুপুর ১২.৩০ টা)
▪️আবেদন শেষ - ১৮ জানুয়ারি (রাত ১১.৫৯ টা)
▪️আবেদন ফি জমাদানের শেষ সময় - ২০ জানুয়ারি (রাত ১১.৫৯ টা)
▪️সেকেন্ড টাইমার দের ৫ নম্বর কর্তন করা হবে।
বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাস এরিয়ায় ফানুস উড়ানো ও আতশবাজি ফোটানোকে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের নতুন মানবন্টনের পূর্ণাঙ্গ রূপ।
১৮ তম শিক্ষক নিবন্ধন -২০২৪ পরীক্ষা প্রস্তুতি।
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৩ এর পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে!
Calendar -2024.
বর্ষপঞ্জি -২০২৪।
Plasma Academic Care আলফা প্রাইভেট লার্নিং
SSC/Dakhilও সমমান পরীক্ষা ২০২৪ এর রুটিন প্রকাশিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চূড়ান্ত সিদ্ধান্ত, মানবন্টন ও অন্যান্য তথ্যসমূহ।
"Ambition Aid" Coaching Centre, is located in the heart of Anowara. It is very near to College.
আসসালামু আলাইকুম, মহান আল্লাহর সৃষ্টির রহস্য মহাশূন্য, সৌরজগত এবং পৃথিবীর বৈচিত্রতা জানুন এই পেইজে।
Its all about computer programming page that includes multiple programming language. For example C#, Asp.Net, SQL Server, android, VB.Net, HTML, CSS etc...
Since 2010, BISCM is the International Standard Institute, having Government approval from Ministry
To Connect youth researchers and pair them with each other.
The page can be geared towards students , educational, funny and technology
Sajjadul Islam Abed Honours - Finance & banking department National University
Study in Malaysia-Chattogram is a community for students applying to Malaysia for higher studies based in Chattogram, Bangladesh working with Universities all over Malaysia.