এতদ্বারা প্রাতঃ ও দিবা শাখার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, টোটাল ফিটনেস সমীক্ষা-০২ সংযুক্ত ফরম পূরণ পূর্বক আগামী ২৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হল। বিঃদ্রঃ ০১ নং ফমের ক-অংশ শিক্ষার্থীরা পূরণ করবে এবং ০২ নং ফরমের ক ও খ অংশ অভিভাবকগণ পূরণ করবেন।
বিষয়টি অতীব জরুরি।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
https://drive.google.com/file/d/1qEm1RZfQD9sh-KlATisbYwuBArQ7T--U/view?fbclid=IwAR0UkCXy6ElfwCeKOtGxmMDZJNgpF1OAkoZmFyhm4d20_w3lstjt_V3Ynu0
City Govt. Girls' High School
Comments
যারা রক্তের গ্রুপ নির্ণয় করাতে চান তারা ৪০ টাকা করে সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকবেন।
যারা আগ্রহী আছেন ওনারা একটু কমেন্ট বক্সে রেসপন্স করবেন
যারা ইতিপুর্বে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ।
https://www.facebook.com/GganOrrjon
Class-7
Roll-9
Day shift
Day shift
Roll-9
Class -7
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from City Govt. Girls' High School, School, Ice Factory Road, Chittagong.


শোকাবহ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ খ্রিঃ উপলক্ষে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের স্থিরচিত্র।
অত্র বিদ্যালয়ের ২০২৩ - ২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির প্রাতঃ ও দিবা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের অন লাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। রেজিষ্ট্রেশন ফরমে তাদের বিভিন্ন তথ্য যেমন-নাম, ছবি, বিষয় কোড ইত্যাদি যাচাই করে আগামী ১০/০৮/ ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে স্বাক্ষর করতে হবে। তাদের অবহেলার কারণে কোন ভুল-ভ্রান্তি থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিষয়টি অতীব জরুরী।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬ আগস্ট ২০২৩ খ্রিঃ রবিবার হতে প্রাতঃ শাখা ৫ম — ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম সকাল ৭: ১৫ মিনিটে শুরু হয়ে ১১:৩০ মিনিটে ছুটি হবে আর ৯ম, ১০ম শ্রেণি ১২টায় ছুটি হবে।
দিবা শাখা ৫ম-৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম ১২:২০ মিনিটে শুরু হয়ে ৪:৩৫ মিনিটে ছুটি হবে আর ৯ম, ১০ম শ্রেণির ৫: ১০ মিনিটে ছুটি হবে।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
৫ম, ৮ম, ৯ম শ্রেণির অর্ধবার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল
http://eduonlineresult.com
অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার বিদ্যালয় যথারীতি খোলা থাকবে। শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ০৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত শুধুমাত্র ৫ম শ্রেণির শ্রেণিকার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৫ম শ্রেণির ০৭/০৬/২০২৩ খ্রিঃ ও ০৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখের পরীক্ষার সময়সূচী পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
অত্র বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণি শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪/০৬/২০২৩ খ্রিঃ ও ০৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখের ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হল। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বিষয়টি অতীব জরুরী।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।

অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংযুক্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া গেল।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।

প্রধান শিক্ষক মহোদয়ের বিদায়-২০২৩
৩১/০৫/২০২৩ খ্রি: প্রধান শিক্ষক জনাব মোক্তার হোসাইন মহোদয়ের অবসর জনিত বিদায় ও দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকের বরণ অনুষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অরুণ কৃষ্ণ পাল মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক জনাব সাইফুল ইসলাম স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, সিনিয়র শিক্ষক জাহেদা বেগম।
অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রোজ সোমবার বিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষা আগামী ০৭/০৬/২০২৩খ্রিঃ থেকে শুরু হবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ণ সূচী বিদ্যালয় খোলার দিন জানানো হবে।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।

৮ম শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের সংশোধিত প্রশ্নের মানবন্টন।

অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংযুক্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া গেল।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।
১০ম শ্রেণির সংশোধিত সিলেবাস
প্রি-টেস্ট পরীক্ষা-২০২৩
বিষয়ঃ ইংরেজি ১মপত্র
ইউনিটঃ ১ থেকে ১৪

নির্বাচিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হল।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের প্রাতঃ শাখার শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৫/০৫/২০২৩ খ্রিঃ রোজ সোমবার বিশেষ ক্লাস স্থগিত থাকবে।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩
থানা পর্যায়ে প্রতিযোগিতা
সময়ঃ ১৩ মে, ২০২৩ শনিবার, ৷ সকাল ৯টা।
স্থান : টিকেট প্রিন্টিং কলোনী উচ্চ বিদ্যালয়,
( টাইগারপাস থেকে পশ্চিম দিকে, আমবাগান, ঝাউতলা ফেলে,ওয়ার্লেস রাস্তার মুখে। ১৫০ গজ উত্তরে।)
প্রতিযোগীদের নাম ও বিষয়
খ গ্রুপ-
১.তাহমিনা সুলতানা
৯ম শ্রেনী দিবা -৪০
(আবৃত্তি।)
২৷ দীপান্বিতা দত্ত পায়েল,
৯ম, দিবা-১৮
(নজরুল, উচ্চাঙ্গ সংগীত, লোকসংগীত)
৩..মালবিকা ভৌমিক
৯ম দিবা
(লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, রবীন্দ্র সংগীত)
ক গ্রুপ
১. যেবা সামিহা
৭ম শ্রেনি- দিবা- ৪৮
(আবৃত্তি, হামদ-নাত)
২. মনস্বিতা চৌধুরী
৬ষ্ঠ প্রাত: -১১
(নজরুল সংগীত ,রবীন্দ্র সংগীত, দেশের গান)
৩. সুপ্রাচী দে,
৮ম, প্রাত:-১০৮
( দেশের গান, লোক সংগীত )
৪.অহনা মোহন্ত সাঁঝ,
৭ম, প্রাত:১১
(রবীন্দ্র, লোকসংগীত)
৫. মাহমুদা আক্তার আলিফা
৭ম, প্রাত: ৭৪.
(ক্বেরাত)
৬. লোক নৃত্য ক -গ্রুপ
অয়েত্রী দাশগুপ্তা ৭ম শ্রেণী দিবা
অত্র বিদ্যালয়ের প্রাতঃ ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রতিযোগীতায় বাচাইয়েরর জন্য আগামী ১২/০৫/২৩ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।
প্রধান শিক্ষক
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Address
Ice Factory Road
Chittagong
4000
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
2no Gate
Chittagong, 4209
কুরআন সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা অঙ্গিকারাবদ্ধ। আলহামদুলিল্লাহ
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Azadi Bazr Road
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like y
Chittagong
চট্টগ্রামের সরকারি বেসরকারি স্কুলে ভ