
সকলের প্রতি দ্বীনী দাও'য়াত রইল!
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া, School, Chittagong.
Operating as usual
সকলের প্রতি দ্বীনী দাও'য়াত রইল!
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তা'আলার ওপর ভরসা করে আজ ৪ নভেম্বর ২০২২ ঈ. শুক্রবার, বা'দে জুমু'আ, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন— বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার ভবনের দ্বিতীয় তলার কাজের উদ্বোধন হয়েছে। প্রায় ৩১,০০,০০০ (একত্রিশ লক্ষ) টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ! উদ্বোধনী অনুষ্ঠানে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর আযীযুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মাক্বসূদ আহমাদ দা.বা.; হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য মুহাদ্দিস, অত্র মাদরাসার পরিচালক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফি.সহ এলাকার দ্বীনদরদী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহান আল্লাহ তা'আলা আমাদের সকল নেক আমল ক্ববূল করুন!
সকলের প্রতি দ্বীনী দাও'য়াত রইল!
মারকাযুত তা'লীম ওয়াত তারবিয়াহ হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মাসিক ইসলামী মাজলিসে—
🎙️ মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফি.
মুহাদ্দিস: হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।
ইন শা আল্লাহ!
'রাসূলসৈনিক যুব পরিষদ'-এর যাত্রা শুরু
____________________________________
আজ ১৩.০৭.'২২ ইং বুধবার সকাল ১০টায় মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসা মিলনায়তনে মীরসরাই উপজেলা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন রাসূলসৈনিক যুব পরিষদের 'সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সদস্য সংগ্রহ' অনুষ্ঠান শুরু হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাফি.)'র আহবানে অর্ধশত যুবকদের সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কালামে পাক থেকে সুললিত কন্ঠে তিলাওয়াত করেন, মীরসরাই উপজেলার দুই কৃতিসন্তান, বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার সাবেক ছাত্র, দুই আপন ভাই, যথাক্রমে–
ক্বারী আবদুর রাহমান ও তাঁর ছোটভাই ক্বারী আবদুল মান্নান (হাফিযাহুমাল্লাহ)।
উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফি.।
উদ্বোধনী বক্তব্যে মাওলানা নিজামপুরী হাফি. বলেন, "রাসূলসৈনিক যুব পরিষদ একটি অরাজনৈতিক, রাসূলপ্রেমীদের প্রিয় সংগঠন। শুধু মীরসরাই উপজেলা ব্যাপী এ সংগঠনের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ!
এ সংগঠন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে না। এখন প্রথম ধাপে ৩১৩ জন সদস্য সংগ্রহ করা আমাদের সর্বপ্রথম দায়িত্ব ও কর্তব্য। ৩১৩ জন সদস্য সংগ্রহের পর পরামর্শক্রমে পরিষদের সকল কার্যক্রম চলবে, চলতে থাকবে।"
তিনি একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে বলেন, "আমাদের মীরসরাই উপজেলায় কোনো ইসলামী সংগঠন স্থায়িত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয় না বললেই চলে। আশা করি, 'রাসূলসৈনিক যুব পরিষদ' আমাদের মৃত্যুর পরও স্বীয় কার্যক্রম পরিচালনা করবে।"
শেষে তিনি সংগঠনের বিস্তারিত পরিচিতি তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মীরসরাই ওয়ার্লেস মাদরাসার মুহতামিম, মাওলানা শুয়াইব হাফি. ; কাজিরহাট মাদরাসার সহকারী পরিচালক, মাওলানা রিদওয়ানুল হক্ব নিজামপুরী হাফি. ; কাটাছড়া ফয়যিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী আরীফ হাফি. ; নোয়াখালী হাযিরহাট মাদরাসার মুহাদ্দিস, মীরসরায়ের কৃতিসন্তান, মুফতী ফরীদ উদ্দীন হাফি. ; ইসলামীয়া আরাবীয়া মাদরাসার প্রধান মুফতী, মুফতী ফখরুল ইসলাম নিজামপুরী হাফি. ; মাওলানা মুফিযুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুশাররফ'সহ আরো অনেকেই।
উপস্থিত সদস্যদের মধ্যে যুবকদের উপস্থিতি চোখে পড়ার মতো।
অবশেষে মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফি.'র মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সুশৃঙ্খভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, এ বৈঠকটি জোরারগঞ্জ থানা কেন্দ্রিক হয়েছে।
আগামী রবি/সোমবারের দিকে মিরসরাই থানার বৈঠকটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
✍️মুহাম্মদ সালমান আশরাফ
মীরসরাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!
প্রতি বছরের ন্যায় ঈদের জামাত সকাল ০৮:০০ টায় বিশুমিয়ারহাট মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত বিশুমিয়ারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ!
ঈদের নামাযে ইমামতির দায়িত্ব পালন করবেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস ও বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাফি.)।
সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ছবি: গত ঈদুল-ফিতরের।
ইনশাআল্লাহ!
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের প্রথম শনিবার অর্থাৎ আজ ৪ঠা জুন ২০২২ ইং শনিবার বা'দে মাগরিব বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসায় ইসলাহী মজলিস, যিকির, বিশেষ দু'আ ও মুনাজাত অনুষ্ঠিত হবে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
খলিফা: শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহ.। মুহতামিম: বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামীয় মাদরাসা। মোবাইল: 01716217261
নাহু-সরফে দক্ষ ও অভিজ্ঞ একঝাঁক শিক্ষক দ্বারা পরিচালিত মুতাফাররাকা থেকে কুদূরী জামাত পর্যন্ত ভর্তি চলছে।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিশুমিয়ারহাট মাদরাসার জন্য একজন বাবুর্চি প্রয়োজন। নামাযী হলে ভালো হয়।
বেতন ৭/৮ হাজারের মধ্যে।
যোগাযোগ: 01816307285
ফিলিস্তিনসহ সারাবিশ্বের মাযলূম মুসলিমদের জন্য দুআ ও পৃথিবীর শান্তি কামনায় মীরসরাই জোরারগঞ্জ থানাধীন বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গণে, বিশুমিয়ারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাযের পর বিশেষ দুআ ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য মুহাদ্দিস এবং বিশুমিয়ারহাট মাদরাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফি.।
ভিডিও: মুহাম্মদ সালমান আশরাফ
ঈদ মুবারক 🌙
মীরসরাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক!
প্রতি বছরের ন্যায় বিশুমিয়ারহাট মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত বিশুমিয়ারহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ০৯:০০ টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ!
ঈদের নামাযে ইমামতির দায়িত্ব পালন করবেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস ও বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাফি.)।
সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সমূহ সম্ভাবনা রয়েছে। ঈদের সম্পর্ক চাঁদ দেখার সাথে; সৌদি আরব, আরব আমিরাত বা আফগানিস্তানের সাথে নয়। সুতরাং, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদুল ফিতর পালিত হবে, ইনশাআল্লাহ! আর চাঁদ দেখা না গেলে ৩০ রোযা সম্পন্ন করে মঙ্গলবারেই হবে। এবারের রোযা ত্রিশ দিন হলে ভালো হয়, উনোত্রিশ দিন হলে আরো ভালো। কারণ আমাদের বাঙালীদের প্রথার ব্যারিকেড ভেঙে সৌদি আরবের সাথে একই দিন ঈদ উদযাপিত হবে।
মনে রাখতে হবে, সৌদি আরব আমাদের দলীল নয়; কুরআন সুন্নাহ-ই আমাদের দলীল। চাঁদ দেখা ব্যক্তিগতভাবে সুন্নত। বাংলাদেশের আনাচে-কানাচে কোথাও চাঁদ দেখা গেলে সাথে-সাথে আপনার পার্শ্ববর্তী 'দারুল ইফতা'য় (ইসলামী আইন অনুষদ) যোগাযোগ করে তা প্রচারের ব্যবস্থা করুন! ধূম্রজাল যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন!
লেখক: মাওলানা আশরাফ আলী নিজামপুরী
( Ashraf Ali Nizampuri )
বার্ষিক পরীক্ষা শেষে দীর্ঘ দেড় মাস বন্ধের পর আগামী ৯ মে রোজ সোমবার বিশুমিয়ারহাট নূরীয়া ইসলিমীয়া মাদরাসার সকল বিভাগের কার্যক্রম এবং একই তারিখ থেকে হেফজ ও কিতাব বিভাগে পুরাতন ও নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ!
*
বি.দ্র. এবছর কিতাব বিভাগে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিয়ে কাফিয়া/শশুম জামাত খোলা হয়েছে।
সম্মানিত এলাকাবাসী,
আগামীকাল ২৫ এপ্রিল ২০২২ ইং , ২৩ রমযান ১৪৪৩ হি. সোমবার আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসায় আলোচনা সভা, ইফতার ও বিশেষ দুআর ব্যবস্থা করা হয়েছে।
এতে আপনারা সবান্ধবে আমন্ত্রিত!
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী
মুহতামিম: অত্র মাদরাসা
মুহাদ্দিস: হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়
দুই মিনিট সময় দিয়ে পুরো ভিডিও দেখুন এবং অনুভব করুন! দেখবেন—চোখের পাতা ভিজে আসছে!
© Ashraf Ali Nizampuri
আজ ৭ রমযান ১৪৪৩ হি. শনিবার বিশুমিয়ারহাট মাদরাসা মিলনায়তনে ইফতার মাহফিল।
গত ৪ঠা এপ্রিল ২০২২ ইং দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত খবর: “ব্রেইল পদ্ধতিতে অন্ধত্বকে পরাজিত করে প্রচণ্ড ইচ্ছেশক্তির ডানায় ভর করে ব্রেইল পদ্ধতিতে কুরআনের হাফেয হয়েছে রাজধানীর কামরাঙ্গীরচরের ১৩ যুবক। কাগজের মধ্যে হাতের আঙুল নেড়েই হরফ চিনে রপ্ত করে হাফেয হয়েছে তারা।”—আমার দৃষ্টিগোচর হয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা পৃথিবীটা কেমন?, আকাশ আমাদের থেকে কত দূরে?, আকাশের রঙ কী?—তারা জানে না। দু’মিনিট চোখ বন্ধ করে আমরাও বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবো। দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারে হাদীছে অনেক সুসংবাদ রয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচরের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু খেদমত করার সিদ্ধান্ত নিয়েছি। কমপক্ষে দশজন দৃষ্টি প্রতিবন্ধী দিয়ে কাজ শুরু করতে হবে। খাওয়া, থাকা, ভর্তি সবই ফ্রি। যারা দৃষ্টি প্রতিবন্ধীর অভিভাবক আছেন, আপনারা দয়াকরে আমার নিম্নে দেয়া নাম্বারের ওয়াটসঅ্যাপে যোগাযোগ করুন!
মোবাইল: 01716217261
নিবেদক: মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
মুহাদ্দিস: হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।
সুমধুর কণ্ঠে খতমে কুরআন | ২য় পারা |
তিলাওয়াত : কারী আবু রায়হান (কলরব) |
রমযান মাসে প্রতিদিন এক পারা করে কারী আবু রায়হানের মোট ত্রিশ পারা কুরআন তিলাওয়াত পেতে আমাদের পেইজে লাইক করে সাথে থাকুন! ধন্যবাদ!
সুমধুর কণ্ঠে খতমে কুরআন | ১ম পারা |
তিলাওয়াত : কারী আবু রায়হান (কলরব) |
রমযান মাসে প্রতিদিন এক পারা করে কারী আবু রায়হানের মোট ত্রিশ পারা কুরআন তিলাওয়াত পেতে আমাদের পেইজে লাইক করে সাথে থাকুন! ধন্যবাদ!
বাংলাদেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ! আগামীকাল ৩ এপ্রিল রবিবার থেকে রোজা শুরু হবে, ইনশাআল্লাহ!
আপনাদের সবাইকে বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার পক্ষ থেকে পবিত্র রমযানের শুভেচ্ছা জানাচ্ছি।
পবিত্র রমযান মাসকে কেন্দ্র করে নামাযী, রোযাদার এবং মুসাফির পথিকের জন্য আমাদের মাদরাসায় ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
গত ৭ মার্চ আয়োজিত বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার বার্ষিক মাহফিলে ক্বিরাত পরিবেশন করছেন- ফেনী জামিয়া লালপোল মাদরাসার ক্বিরাত বিভাগীয় উস্তায, বিশুমিয়ারহাট মাদরাসার প্রাক্তন ছাত্র মাওলানা ক্বারী আব্দুর রহমান দা.বা.।
গত ৭ মার্চ আয়োজিত বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার ঐতিহাসিক সালানা জলসায় সমাবেত হাজার হাজার তৌহীদী জনতার সম্মুখে মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করছেন নাশীদ শিল্পীরা, মাশাআল্লাহ।
‘এক পতাকাতলে জড়ো হয়ে আল্লাহর রশ্মি আঁকড়ে ধরতে হবে’ দারুল উলূম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী-এর পরিচালনাধীন উত্তর চট্টলার ঐতিহ্....
বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে সরাসরি লাইভ...
আলোচক: আল্লামা ড. নুরুল আবছার আজহারী হাফিযাহুল্লাহু।
বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে সরাসরি লাইভ..
এই মুহুর্তে আমাদের মাহফিলে চমৎকার সংগীত পরিবেশন করছেন 'চট্টগ্রাম নবজাগরণ' এর শিল্পী ভাইয়েরা।
আগামী ৭ মার্চ (সোমবার) ২২ ইং আমার মরহুম পিতা মাওলানা বেলায়েত হুসাইন সাহেব রাহ.-এর স্মৃতি বিজড়িত, মীরস্বরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার ঐতিহাসিক সালানা জলসা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ!
আমন্ত্রিত উলামায়ে কেরাম
| প্রধান মেহমান |
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহামান্য আমীর, জামিয়া আযিযুল উলূম বাবুনগর মাদরাসার সম্মানিত মুহতামিম পীরে কামেল আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিযাহুল্লাহ।
| প্রধান বক্তা |
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা ড. শহীদুল্লাহ হাফিযাহুল্লাহ।
| প্রধান আলোচক |
জামিয়া ইসলামীয়া জিরি মাদরাসার মুহাদ্দিস, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ড. আ.ফ.ম. খালেদ হোসাইন হাফিযাহুল্লাহ।
| বিশেষ মেহমান |
দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র উস্তায, বিশিষ্ট ইসলামীক স্কলার আল্লামা ড. নূরুল আবছার আযহারী হাফিযাহুল্লাহ।
উক্ত সালানা জলসার কামিয়াবির জন্য দু'আ চাই এবং সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইল।
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
সিনিয়র মুহাদ্দিস, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়।
মুহতামিম, বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসা।
বিশুমিয়ারহাট মাদরাসায় পরামর্শ সভা অনুষ্ঠিত
আগামী ৭ মার্চ সোমবার মীরস্বরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার বার্ষিক মাহফিলের পরামর্শ সভা আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২ সুশৃংখলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশুমিয়ারহাট এলাকার শতাধিক দীনদার, মুসলিম ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে পরামর্শ সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাফিযাহুল্লাহ।
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের প্রথম শনিবার অর্থাৎ আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২২ ইংঃ শনিবার বা'দে মাগরিব বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসায় ইসলাহী মজলিস, যিকির, বিশেষ দু'আ ও মুনাজাতের ব্যবস্থা করা হয়েছে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
খলিফা: শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহ.।
মুহতামিম: বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামীয় মাদরাসা।
মোবাইল: 01716217261
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের প্রথম শনিবার অর্থাৎ আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২২ ইংঃ শনিবার বা'দে মাগরিব বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসায় ইসলাহী মজলিস, যিকির, বিশেষ দু'আ ও মুনাজাতের ব্যবস্থা করা হয়েছে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
খলিফা: শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহ.।
মুহতামিম: বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামীয় মাদরাসা।
মোবাইল: 01716217261
আগামী ১লা জানুয়ারী ২০২২ ইংঃ শনিবার বা'দে মাগরিব বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদরাসায় ইসলাহী মজলিস, যিকির, বিশেষ দু'আ ও মুনাজাতের ব্যবস্থা করা হয়েছে। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
নিবেদক:
মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
( Ashraf Ali Nizampuri )
খলিফা: শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহ.
মুহতামিম: বিশুমিয়ার হাট নূরীয়া ইসলামীয় মাদরাসা।
মোবাইল: 01716217261
‘চলে গেলেন শেষ আশ্রয়স্থল আল্লামা নূরুল ইসলাম জিহাদী রহ.’ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন “হেফাজতে ইসলাম বাংলাদেশ” ও “আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওত বাংলাদেশে.....
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Worst School In the WORLDDD!!!
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
কুরআন সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা অঙ্গিকারাবদ্ধ। আলহামদুলিল্লাহ
চট্টগ্রামের সরকারি বেসরকারি স্কুলে ভ
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ইলম শিক্ষা করো