22/06/2024
☝️একজন ভালো শ্রোতা কি একজন ভালো বক্তা?
🙆♂️ সম্ভবত একজন ভালো শ্রোতা হওয়ার সবচেয়ে বড় পুরস্কার হল আপনি একজন ভালো বক্তা হয়ে উঠবেন ।
আপনি যা বলছেন তা লোকেদের শোনার জন্য আপনি সর্বোত্তম উপায় শিখতে পারেন এবং আপনি দেখতে পান যে আপনার ধারণা এবং মতামত অন্যদের কাছে জোর করে খাওয়ানোর দরকার নেই।
ছবিঃ ২২/০৭/২০২২
16/09/2023
একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। নিশ্চায়নের সময় ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৩ রাত ৮ টা পর্যন্ত। অটোমাইগ্রেশন প্রাপ্তদের আর নিশ্চায়ন করতে হবে না।
13/08/2023
“২০২৩ সালের এইচএসসি পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি”
FIROZ AHMED HERO
10/08/2023
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ থেকে online এ শুরু হয়েছে। এ আবেদন সয়ংক্রিয় মাইগ্রেশন পদ্ধতির।আবেদনের ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd । আবদন ফি ১৫০ টাকা।একটি মোবাইল নম্বর ব্যবহার করে একটি আবেদন করতে পারবে।এ মোবাইল নম্বর খুব গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের হোমপেজের বাম পাশে ভর্তি নীতিমালা, ভর্তি নির্দেশিকা (আবেদনের বিস্তারিত পদ্ধতি), পেমেন্ট পদ্ধতি, বোর্ডের কলেজ সমূহের তালিকা ন্যূনতম জিপিএসহ দেয়া আছে। কোটার সপক্ষে সঠিক প্রমাণক না থাকলে কোটা দেয়া যাবে না। একজন শিক্ষার্থী ন্যুনতম ৫টি সর্বোচ্চ ১০টি কলেজে বা বিভাগে বা ভার্সনে পছন্দ দিতে পারবে। একই কলেজের একাধিক বিভাগে বা ভিন্ন কলেজের একাধিক বিভাগেও পছন্দ দিতে পারবে।১০টি পছন্দ দিয়েই আবেদন করা উচিত। পছন্দক্রম খুব খুব গুরুত্বপূর্ণ। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতেই ১ টি কলেজ মনোনয়ন দেয়া হবে।কলেজ মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ে নিশ্চায়নের টাকা নির্ধারিত পদ্ধতিতে জমা দেয়ার পর উপরের পছন্দের কলেজে আসন শুন্য থাকলে অটোমাইগ্রেশন হবে। এক্ষেত্রে অটোমাইগ্রেশন থামানো যাবে না। কলেজের মান,পরিবেশ, দূরত্ব,যাতায়াত ব্যবস্থা,খরচ ইত্যাদি বিবেচনা করে পছন্দক্রম তৈরি করতে হবে।কিছু কলেজের খরচ বেশি।১ম পর্যায়ের আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৩।তাড়াহুড়া না করে খোঁজ খবর নিয়ে পছন্দক্রম ঠিক করে আবেদন করতে হবে।পছন্দক্রম ভুল হলে online এ পরিবর্তন করতে হবে। পছন্দক্রম পরিবর্তনের জন্য শিক্ষাবোর্ডে আসতে হবে না। শুভ কামনা।
তথ্য সুত্রঃ Zahed Hoque স্যার
08/08/2023
একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
12/12/2022
সরকারি ও বেসরকারি স্কুল ভর্তি ফলাফল
রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিংকে:
gsa.teletalk.com.bd
08/12/2022
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের সময়সূচি। www.xiclassadmission.gov.bd
ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির আবেদন করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শুভকামনা।