Darsul Quran Madrasah

Darsul Quran Madrasah

আমাদের ৩টি বিভাগে ভর্তি চলছে
✨ হিফজুল কুরআন বিভাগ
✨ প্লে গ্রুপ থেকে ৭ম শ্রেণি
✨ কুরআন শিক্ষা কোর্স

Operating as usual

14/01/2025

প্রতি বুধবার দারসুল কুরআন এর স্পেশাল সংগীত ক্লাসে আপনাকে আমন্ত্রণ।

Photos from Darsul Quran Madrasah's post 13/01/2025

কুরআন তিলাওয়াতের ফযীলতের বিষয়টি হাদীসের এ বিবরণ থেকেও সুন্দর বুঝে আসে-

উকবা ইবনে আমের রা. বলেন, একবার আমরা সুফফায় অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এলেন। বললেন, আচ্ছা বল তো, কেউ বুতহান অথবা আকীকে গিয়ে উঁচু কুঁজ বিশিষ্ট দুটি উটনী নিয়ে আসবে। কারো উপর জুলুম করে নয়। কোনো অপরাধ করে নয়। কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নয়; খুবই ন্যায়সঙ্গতভাবে। তোমাদের কে আছে এমনটি চাইবে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! এরকম হলে তো আমাদের সবাই তা চাইবে। নবীজী বললেন, মসজিদে গিয়ে ইলম শেখা অথবা কুরআনের দুটি আয়াত পড়া, সেই দুই উটনী অপেক্ষা উত্তম। তিন আয়াত পড়া তিন উটনী থেকে উত্তম। চার আয়াত পড়া চার উটনী থেকে উত্তম। (দ্রষ্টব্য : সহীহ মুসলিম, হাদীস ৮০৩)

তৎকালীন আরবে উঁচু কুঁজ বিশিষ্ট উটনী ছিল অনেক মূল্যবান সম্পদ। নবীজী পার্থিব এ মূল্যবান সম্পদের তুলনা দিয়ে বুঝিয়ে দিলেন পরকালীন বিবেচনায় কুরআনের একেকটি আয়াত পড়া-শেখা কত গুরুত্বপূর্ণ ইবাদত।

Photos from Darsul Quran Madrasah's post 12/01/2025

আলহামদুলিল্লাহ নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু! ✨
দারসুল কুরআন মাদরাসায় প্লে থেকে ৭ম শ্রেণি, নূরানী, নাযেরা ও হিফজ বিভাগে ক্লাস চালু হয়েছে।

📖 যোগাযোগ:
📞 অফিস: 01519100393
📞 পরিচালক: 01795100393

#নতুন_শিক্ষাবর্ষ #দারসুল_কুরআন #ইসলামি_শিক্ষা

09/01/2025

মুহাম্মাদ ﷺ

Photos from Darsul Quran Madrasah's post 08/01/2025

আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষা-ই আদর্শ সমাজ গঠনের মূলভিত্তি। শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় ঘটলেই সমাজ একটি আদর্শ জাতি উপহার দিতে পারে।

তাই আপনার সন্তানকে আদর্শ সমাজের একজন গর্বিত সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই দারসুল কুরআন মাদরাসা —এর পথচলা শুরু। এটি একটি আদর্শিক প্রতিষ্ঠান। দীনের তরে নিবেদিত, স্বপ্নবাজ আলেম তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত একটি গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান।

👉 শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এ প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ:
✅ তালিবুল ইলমকে পরিপূর্ণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী শরিয়ার আলোকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনায় সর্বাত্মক গুরুত্ব প্রদান।
✅ চিন্তাগত আদর্শিক পরিবর্তন সাধনের মাধ্যমে সুচিন্তার ধারক-বাহক বানিয়ে দেওয়া।
✅ জ্ঞানার্জনের পাশাপাশি সুস্থ ও সুন্দর শিষ্টাচারে অভ্যস্ত করে তোলা।
✅ যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে সুযোগ্য শিক্ষকবৃন্দের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পাঠদান।
✅ প্রতিযোগিতামূলক পৃথিবীতে উন্নত শিরে টিকে থাকার মতো সুযোগ্য করে গড়ে তোলা।

✅ আমাদের বিশেষ বৈশিষ্ট্য ✔️
• আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা
• অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ট্রেইনার দ্বারা পাঠদান
• আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ব্যবস্থা
• জেনারেল সাবজেক্টের জন্য বোর্ডের কারিকুলাম
• উত্তম তারবিয়াহ

✅ ৬-১৩ বয়সের মধ্যে আমাদের লক্ষ্য ✔️
• হিফজ সম্পন্ন
• আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন
• জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি সম্পন্ন

📚 ভর্তি চলছে!
✔️ নাজেরা, হিফজুল কুরআন বিভাগ
✔️ জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি।

📞 যোগাযোগ করুন: 01519-100393, 01795-100393
অথবা ভিজিট করুন facebook.com/DQM.Bangladesh

ঠিকানাঃ ২নং গেইট, বাদশা মিয়া পেট্রোল পাম্প এর বিপরীতে (ইউরোলজি হসপিটাল গলি) পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

07/01/2025

শিশুদের নিজ হাতে সাদাকাহ করতে দিন। বাসায় ভিক্ষুক এলে তার হাতে সাহায্য পৌঁছে দিয়ে আসতে বলুন। এতে তার ভেতর দানের মানসিকতা অজান্তেই গড়ে ওঠে।

Photos from Darsul Quran Madrasah's post 06/01/2025

জ্ঞানার্জনের এই যাত্রা আল্লাহর রহমতে দ্বীন ও দুনিয়ার সাফল্যের পথ প্রশস্ত করুন। সময়ের সঠিক ব্যবহার ও অধ্যবসায়ের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন।

আল্লাহ তাআলা আমাদের প্রতিটি প্রচেষ্টায় বরকত দান করুন। আমিন

05/01/2025

আসছে ২০২৫ সাল,কারা কারা নিয়ত করেছেন নিজের ছেলে এবং মেয়েকে কুরআনের হাফেজ বানাতে মাদ্রাসায় ভর্তি করাবেন।

04/01/2025

আসছে ২০২৫ সাল,কারা কারা নিয়ত করেছেন নিজের ছেলে এবং মেয়েকে কুরআনের হাফেজ বানাতে মাদ্রাসায় ভর্তি করাবেন।

Photos from Darsul Quran Madrasah's post 03/01/2025

আলহামদুলিল্লাহ ২০২৫ সেশনের ভর্তি চলমান রয়েছে-

✅ প্লে (বয়স ৩+)
✅ নার্সারি
✅ প্রথম শ্রেণি
✅ দ্বিতীয় শ্রেণি
✅ তৃতীয় শ্রেণি
✅ চতুর্থ শ্রেণি
✅ পঞ্চম শ্রেণি
✅ ষষ্ঠ শ্রেণি
✅ সপ্তম শ্রেণি

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে- 01519100393, 01795-100393

ঠিকানাঃ ২নং গেইট, (বাদশা মিয়া পেট্রোল পাম্প এর বিপরীতে) ইউরোলজি হসপিটাল গলি, সানন্দা আ/এ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

02/01/2025

২০২৫ ইং শিক্ষাবর্ষে
হিফজ বিভাগে সম্পূর্ণ ফ্রীতে ভর্তি চলছে!
বালক || বালিকা শাখায়

✅ আমাদের বিশেষ বৈশিষ্ট্য ✔️
• আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা
• অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ট্রেইনার দ্বারা পাঠদান
• আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ব্যবস্থা
• জেনারেল সাবজেক্টের জন্য বোর্ডের কারিকুলাম
• উত্তম তারবিয়াহ

✅ ৬-১৩ বয়সের মধ্যে আমাদের লক্ষ্য ✔️
• হিফজ সম্পন্ন
• আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন
• জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি সম্পন্ন

📚 ভর্তি চলছে!
✔️ নাজেরা, হিফজুল কুরআন বিভাগ
✔️ জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি।

📞 যোগাযোগ করুন: 01519-100393, 01795-100393
অথবা ভিজিট করুন Darsul Quran Madrasah

ঠিকানাঃ ২নং গেইট, (বাদশা মিয়া পেট্রোল পাম্প এর বিপরীতে) ইউরোলজি হসপিটাল গলি, সানন্দা আ/এ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

🎓 আজই ভর্তি নিশ্চিত করুন!

#দারসুল_কুরআন #হিফজ_বিভাগ #ফ্রী_ভর্তি #ইসলামি_শিক্ষা #আরবি_ও_ইংরেজি_শিক্ষা #কুরআন_শিক্ষা #আধুনিকতা_ও_দ্বীন #আবাসিক_ও_অনাবাসিক #চট্টগ্রাম_মাদরাসা #নতুন_শিক্ষাবর্ষ #ইসলামি_তারবিয়াহ #শিক্ষার_আলোর_ছোঁয়া #মাদরাসা_ভর্তি_চলছে

02/01/2025

২০২৫ ইং শিক্ষাবর্ষে
হিফজ বিভাগে সম্পূর্ণ ফ্রীতে ভর্তি চলছে!
বালক || বালিকা শাখায়

✅ আমাদের বিশেষ বৈশিষ্ট্য ✔️
• আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা
• অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ট্রেইনার দ্বারা পাঠদান
• আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ব্যবস্থা
• জেনারেল সাবজেক্টের জন্য বোর্ডের কারিকুলাম
• উত্তম তারবিয়াহ

✅ ৬-১৩ বয়সের মধ্যে আমাদের লক্ষ্য ✔️
• হিফজ সম্পন্ন
• আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন
• জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি সম্পন্ন

📚 ভর্তি চলছে!
✔️ নাজেরা, হিফজুল কুরআন বিভাগ
✔️ জেনারেল প্লে থেকে ৭ম শ্রেণি।

📞 যোগাযোগ করুন: 01519-100393, 01795-100393
অথবা ভিজিট করুন Darsul Quran Madrasah

ঠিকানাঃ ২নং গেইট, (বাদশা মিয়া পেট্রোল পাম্প এর বিপরীতে) ইউরোলজি হসপিটাল গলি, সানন্দা আ/এ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

🎓 আজই ভর্তি নিশ্চিত করুন!

#ইসলামিক #দারসুলকুরআন #কুরআন #শিশুশিক্ষা #চট্টগ্রাম #হাদিস #ভর্তিচলছে #২০২৫

02/01/2025

হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) রজব মাসের শুরু থেকেই নিম্নোক্ত দোয়া বেশি বেশি করতেন-

اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগনা রমাদান।’

অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবানের বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত জীবিত রাখুন।’ (তাবারানি:৩৯৩৯)

02/01/2025

তেলাওয়াতকৃত আয়াতগুলো সুরা আল-আহক্বাফের (২২-২৫) নং আয়াত

নিম্নে আয়াতগুলো নাজিলের পটভূমি, সহজ অর্থ ও এর শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে।

এই আয়াতগুলো আদ জাতি এবং তাদের নবী হূদ (আঃ) সম্পর্কিত। আদ জাতি ছিল একটি প্রাচীন আরব জাতি, যারা ইয়েমেনের আহক্বাফ অঞ্চলে বসবাস করত। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, বিলাসী এবং প্রযুক্তিগতভাবে উন্নত, কিন্তু তারা আল্লাহর প্রতি অবাধ্য ছিল এবং মূর্তিপূজায় লিপ্ত ছিল। নবী হূদ (আঃ) তাদের একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, কিন্তু তারা অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করে।

---

আয়াত ২২:
পটভূমি:
হূদ (আঃ) তাদের আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করলে তারা অবজ্ঞার সাথে জবাব দেয়।
সহজ অর্থ:
তারা বলল, “তুমি কি আমাদের এখানে এই জন্য এসেছ যে আমরা আমাদের মূর্তিদের ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করি? তুমি যদি সত্যবাদী হও, তাহলে আমাদের শাস্তি এনে দেখাও।”
> উপদেশ: তারা নবীর সতর্কবার্তা নিয়ে মজা করত এবং শাস্তি সম্পর্কে উপহাস করত।

---

আয়াত ২৩:
পটভূমি:
তাদের চ্যালেঞ্জের উত্তরে হূদ (আঃ) বলেন, শাস্তি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে।
সহজ অর্থ:
তিনি বললেন, “শাস্তি কখন আসবে তা শুধু আল্লাহ জানেন। আমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু আমি তোমাদের অজ্ঞ ও গোঁড়া একটি জাতি হিসেবে দেখতে পাচ্ছি।”
> উপদেশ: আল্লাহর দাওয়াত প্রত্যাখ্যানকারীরা অজ্ঞতাপূর্ণ আচরণ করে এবং নিজেদের ধ্বংস ডেকে আনে।

---

আয়াত ২৪:
পটভূমি:
যখন আল্লাহর শাস্তি (ধ্বংসাত্মক ঝড়) তাদের দিকে আসছিল, তারা এটিকে মেঘ ভেবে বৃষ্টি আশা করেছিল।
সহজ অর্থ:
যখন তারা দেখতে পেল একটি মেঘ তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে, তারা আনন্দিত হয়ে বলল, “এটি তো মেঘ, যা আমাদের বৃষ্টি দেবে!” কিন্তু বাস্তবে এটি সেই শাস্তি ছিল, যা তারা উপহাস করে তাড়াহুড়ো করে চেয়েছিল। এটি ছিল এমন এক ঝড়, যাতে কঠিন শাস্তি ছিল।
> উপদেশ: আল্লাহর শাস্তি এমনভাবে আসে যে মানুষ প্রথমে তাকে আশীর্বাদ ভেবে ভুল করে।

---

আয়াত ২৫:
পটভূমি:
ঝড়টি এতটাই বিধ্বংসী ছিল যে পুরো জাতিকে ধ্বংস করে দিল।
সহজ অর্থ:
ঝড়টি আল্লাহর নির্দেশে সবকিছু ধ্বংস করে দিল। পরদিন তাদের কোনো চিহ্নমাত্র রইল না, শুধু তাদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ছাড়া। আমরা এভাবেই অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিই।
> উপদেশ: যারা আল্লাহর আদেশের অবজ্ঞা করে, তাদের জন্য কঠিন পরিণাম অপেক্ষা করছে।

মূল শিক্ষা:
1. অহংকার ও সত্য প্রত্যাখ্যানের পরিণতি ধ্বংস।
2. নবীদের সতর্কবার্তাকে উপহাস করা অত্যন্ত বিপজ্জনক।
3. আল্লাহর শাস্তি এমনভাবে আসে, যা মানুষ কল্পনাও করতে পারে না।
4. আল্লাহ শুধু অপরাধীদের শাস্তি দেন এবং সতর্কবানীদের রক্ষা করেন।

এই আয়াতগুলো মানুষের জন্য শিক্ষা ও সতর্কতার একটি স্পষ্ট নিদর্শন।

01/01/2025

মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপি.. গুনাহগার..
তুমি ছাড়া..কে আছে আর..

জুয়াইরিয়া বিনতে মহসিন (প্রথম শ্রেণি)

01/01/2025

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ-

নতুন শিক্ষাবর্ষে শুভেচ্ছা বার্তা-২০২৫ইং

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমরা নতুন শিক্ষাবর্ষে প্রবেশ করেছি। নতুন বছরটি যেন আমাদের জীবনে দ্বীনি শিক্ষা, আখলাকের উন্নয়ন এবং কল্যাণময় অর্জনের একটি সোনালী অধ্যায় হয়ে ওঠে।

নবীজি (সাঃ) বলেছেন,
"তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।"
(সহিহ বুখারি)

আমাদের লক্ষ্য হওয়া উচিত জ্ঞানের মাধ্যমে নিজেকে আলোকিত করা এবং সেই আলো সমাজে ছড়িয়ে দেওয়া। এই নতুন বছরের শুরুতে আমরা সবাই সংকল্প করি, আল্লাহর নিকট আরও বেশি ঘনিষ্ঠ হবো এবং কুরআন-সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালিত করবো। ইনশাআল্লাহ

নতুন শিক্ষাবর্ষে আপনাদের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করুন। আমিন।

31/12/2024

টুনটুনি বুলবুলি হেসে খেলে যায়,
কার নামে নীরবে গান গেয়ে যায়?

30/12/2024

দারসুল কুরআন মাদরাসা চট্টগ্রামের বিভিন্ন বিভাগে ভর্তি হতে যোগাযোগ করুন।
01519100393

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


2no Gate
Chittagong
4209