
Eid Mubarak!
Wishing you a joyous and peaceful Eid ul Adha! May Allah accept your sacrifices and shower his blessings on you and your family.!!
Class 1-12 Regular Coaching ! FSF Educare, CTG
Operating as usual
Eid Mubarak!
Wishing you a joyous and peaceful Eid ul Adha! May Allah accept your sacrifices and shower his blessings on you and your family.!!
প্রতিটি মানুষ জন্ম নেয় একটি সুপার পাওয়ার নিয়ে। যে পাওয়ার তাকে পৃথিবীর যেকোনো অশুভ শক্তি থেকে রক্ষা করে। এই সুপার পাওয়ারের নাম বাবা। 🦸♂️
প্রথম পা ফেলা থেকে শুরু করে জীবনে যা কিছু শিখেছি সবকিছুতেই সাহস আর শক্তি দেয় যে, তার নাম বাবা। সেই শিক্ষা কাজে লাগিয়ে তার সন্তান যেন শুধু তাকে না, সবাইকে ছাড়িয়ে যায় জীবন যুদ্ধে।
যে তার ভালোবাসার কথা কখনোই বলতে পারে না, কিন্তু প্রতিটি কাজের মাধ্যমে দেখিয়ে দেয় তার নামই বাবা।
আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা। ❤️
নতুন কারিকুলাম আলোকে গ্রেডিং সিস্টেম। এসএসসি ২৬ ব্যাচ প্রস্তুতি শুরু করো পুরোদমে 🎓🗣️
FSF Educare, CTG
Class 1-12 Regular Coaching !
FSF Educare, CTG
এস.এস.সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন।
তোমাদের আগামীর পথচলা মসৃণ থেকে মসৃণতর হোক।
FSF Educare, CTG
📣 SSC 2024 Result ঘরে বসে দেখার উপায় |
SSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ১২ই মে সকাল ১১টায়।
পরীক্ষার রেজাল্ট দেখার ৩টি উপায় রয়েছে:
1. শিক্ষা বোর্ডের অফিশিয়াল রেজাল্টের সাইট থেকে।
2. এসএমএসের মাধ্যমে।
3. নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা যাবে।
🎯 ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম:
সকল বোর্ডের ফলাফল নিচের ২টি ওয়েবসাইট থেকে দেখা যাবে:
1. http://www.educationboardresults.gov.bd/
ফলাফল প্রকাশ হওয়ার পর ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
• Examination এ SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন
• সাল 2024 সিলেক্ট করুন
• এরপর আপনার বোর্ড সিলেক্ট করুন
• এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিন
• সবশেষে একটি ক্যাপচা (ম্যাথ) পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল দেখতে পাবেন
2. https://eboardresults.com/v2/home
উপরে দেওয়া প্রথম ৩টি ধাপের পর,
• Result Type এ Individual সিলেক্ট করুন।
• এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন এবং ক্যাপচা পূরন করে Get Result এ ক্লিক করুন।
◀️ স্কুলের সবার রেজাল্ট শিট পেতে Institution Result সিলেক্ট করুন, এরপর স্কুলের EIIN নম্বর দিয়ে সবার ফলাফল একসাথে বের করা যাবে।
🎯 এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার উপায়:
ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন: SSC Board name (first 3 letters) Roll Year এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
> সাধারণ শিক্ষা বোর্ড
SSCBOARDROLLYEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে
Example: SSC DHA 123456 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে
> মাদ্রাসা বোর্ড
DakhilMADROLLYEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে
> কারিগরি শিক্ষা বোর্ড
SSCTECROLLYEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে
সবগুলো বোর্ডের নামের প্রথম তিন অক্ষর:
ঢাকা- DHA
রাজশাহী- RAJ
যশোর- JES
চট্টগ্রাম- CHI
কুমিল্লা- COM
দিনাজপুর- DIN
সিলেট- SYL
ময়মনসিংহ- MYN
বরিশাল - BAR
মাদ্রাসা - MAD
কারিগরি - TEC
এছাড়াও প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে সেই বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে। সেখান থেকেও দেখে নিতে পারবেন।
২০২৬ সাল থেকে নতুন শিক্ষাক্রমে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা সময় নিয়ে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণির বিষয়ের ওপর।
পড়াশুনা আয়ত্বে আনতে দশ পরামর্শ!!!
১) সকাল বেলা মস্তিষ্ক সর্বোচ্চ গ্রহন মাত্রায় থাকে। এসময় কঠিন বিষয়গুলো পড়বেন। অথচ আমরা ঘুমিয়ে থাকি।
২) অতিরিক্ত ঘুম যাওয়া বা রাত একটার বেশি জাগা যাবে না। এটা আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
৩) পড়ার সময় মূল বিষয় লেখার অভ্যাস করতে হবে।
৪) দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় আড্ডা এবং কাজ বাদ দিতে হবে। পারলে ঘন্টা দুয়েক গ্রুপ ডিসকাশন করতে হবে।
৫) সবার মুখস্ত করার সময় এক রকম না। ভাল করে আয়ত্ব না করে ঐ টপিক ত্যাগ করা যাবে না।
৬) মাঝে মাঝে পঠিত বিষয়গুলো রিভিশন দিতে হবে।
৭) বেশ কঠিন বিষয়গুলো পড়ার সময়ই একটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। আর সময় পেলে দেখতে হবে।
৮) প্রতিদিন গড়ে ৭/৮ ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারলে ভালো। পড়ার সময় ফোন সাইলেন্ট থাকা ভাল।
৯) কঠিন বিষয়গুলোকে ফ্লাশ কার্ড বানিয়ে বাইরে বের হলে নিয়ে যেতে হবে। যেমন- ওয়ার্ড মিনিং।
১০) রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। এতে নিউরন ভাল কাজ করবে।
পোস্ট টি ভাল লাগলে শেয়ার করুন,,, ফেসবুকে। অন্যরা ও দেখতে পাবে।আর কারো কোন দরকার হলে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে রিকুয়েস্ট দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন।
আজকের মতন এতুটুকুই।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই সবাইকে “শুভ নববর্ষ”
শুভ নববর্ষ ১৪৩১! সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
On this blessed occasion of Eid-ul-Fitr, may Allah's blessings fill your life with joy, peace, and prosperity. Eid Mubarak!
অতীতের সব দুঃখ ভুলে ঈদের আনন্দটা আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দিন আজ। 😇
FSF Educare পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ✨
ঈদ মোবারক! ❤️
প্রিয় শিক্ষার্থীরা!
আশা করি সবাই ভাল আছো। তুমি কি নতুন কারিকুলাম নিয়ে চিন্তিত? কিভাবে শুরু করবে বুঝতে পারছ না? অ্যাসাইনমেন্ট, বন্ধু খাতা, একক ও দলগত কাজ কিভাবে করবে? এসব কোনোটার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমার আর চিন্তার কারণ নেই। আমরা তোমার পাশে আছি ইনশাল্লাহ।। সর্বোচ্চ টা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
FSF Educare, CTG
পোস্টার প্রেজেন্টেশন ক্লাস
অষ্টম শ্রেণি
সবমিলিয়ে প্রায় ৩ ঘণ্টা পরিশ্রমের পর আমাদের পোস্টার "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়"
৭ই মার্চ থেকে ১৬ডিসেম্বর, ক্র্যাক প্লাটুন থেকে অপারেশন জ্যাকপট, মুক্তিফৌজ থেকে আফসার ব্যাটালিয়ন ,শহীদ শাফী ইমাম রুমী, শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, সুফিয়া কামালের একাত্তরের ডায়েরী নতুন প্রজন্ম জানুক মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস।
- FSF Educare, CTG
ভর্তি চলছে!
প্রথম থেকে দশম শ্রেণীর নিয়মিত কোচিং
ঠিকানা: পোর্ট কলোনী , বন্দর চট্টগ্রাম।।
HSC 24 Routine Published🎉
৩০ই জুন থেকে পরীক্ষা শুরু।
🔴 ১ বছরের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় পাশ করতে পারেনি...।
🔴১ মাসের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে তার বেতন পায়নি....।
🔴১ সপ্তাহের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে হাসপাতালে ভর্তি ছিল...।
🔴১ দিনের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে রোজা রেখেছিল...।
🔴১ ঘন্টার মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে প্রিয়জনের অপেক্ষায় ছিল...।
🔴১ মিনিটের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল..।
"" প্রতিটা মুহুর্ত খুব মূল্যবান...
গতকাল ইতিহাস..
আগামীকাল অজানা..
কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার..।
আর একেই বলে বর্তমান...।
এই বর্তমানকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনে সাফল্য ধরা দিবে""।ইনশা-আল্লাহ 🌼🌸.
#খসড়া_চূড়ান্ত
নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনছে এনসিটিবি।
🔹 মূল্যায়ন পরীক্ষা দুটি পর্যায়ে হবে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা।
🔸পরীক্ষার সময় হবে পাঁচ ঘন্টা।
🔹 এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে পাঁচ ঘন্টা।
🔸পরীক্ষা চলবে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত
মাঝে ১ ঘন্টা বিরতি।
🔹চার ঘন্টা হবে ব্যবহারিক পরীক্ষা ও এক ঘন্টা তাত্ত্বিক পরীক্ষা।
🔸তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। (পাবলিক পরীক্ষা ক্ষেত্রে)
🔹 মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন পূর্বের মত চলবে।
🔸তবে পরীক্ষায় মার্কিং সিস্টেম বা কোন নাম্বার থাকবে না।
🔹মূল্যায়ন পরীক্ষা চতুর্থ হতে নবম শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য ও একই সিস্টেমে দশমে হবে পাবলিক পরীক্ষা।
🔸 মূল্যায়ন হবে তিনভাগে বিভক্ত ( রিপোর্টিং ভালো, অর্জনের পথে এবং প্রাথমিক পর্যায়ে।
🔹 আগামীবছর ২০২৫ এ ৪র্থ, পঞ্চম, দশম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হচ্ছে।
👉👉 সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস হতে এই প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হচ্ছে।
FSF Educare, CTG
Class Routine 2024 ✍️
Class 6 📜& New Curriculum 🔥
FSF Educare, CTG
হে তরুণ, মনে রেখো -
তুমি সফল হলে
তুমি সবার,
আর ব্যর্থ হলে তুমি শুধুই তোমার!
TARGET 🎯👑
Teacher's The Heard Of Education Recovery""
( শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রে শিক্ষক)
০৫ অক্টোবর -২০২৩ খ্রিঃ
আজ বিশ্ব শিক্ষক দিবস। এমন মহান পেশায় যুক্ত হতে পেরে নিজেকে সবসময় ধন্য মনে করি।
এমন দিনে, বিশ্বের সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা♥♥
HAPPY TEACHER'S DAY.❤️
FSF Educare, CTG 💬🌸
Final Model Test --2023 🌸
Class:05💯
FSF Educare, CTG 👊