Labhanga Sundarpur High School

Come & Learn

Operating as usual

03/07/2019

�জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি�"
যোগ্যতা:BA/HSC/SSC/JSC পাশ।
যোগাযোগঃ-01701669206
☑️ সকল পদের নামঃ
১/ রিক্রুটিং অফিসার।
★ শিক্ষাগত যোগ্যতাঃHSC/BA পাশ।
★বেতনঃ১৫,৫০০-১৭,৫০০/-
★ডিউটি সময়ঃ ৮ ঘন্টা।
২/ সহকারী রিক্রুটিং অফিসার।
★শিক্ষাগত যোগ্যতাঃHSC/SSC পাশ।
★বেতনঃ১৪,০০০-১৬,০০০/-
★ডিউটি সময়ঃ ৮ ঘন্টা।
৩/ অফিস সহকারী।
★শিক্ষাগত যোগ্যতাঃJSC/SSC পাশ।
★বেতনঃ১৩,০০০-১৫,০০০/-
★ডিউটি সময়ঃ ৮ ঘন্টা
৪/ সুপারভাইজার /সহঃসুপারভাইজার।
★শিক্ষাগত যোগ্যতাঃJSC/SSC পাশ।
★বেতনঃ১২,০০০-১৪,৫০০/-
★ডিউটি সময়ঃ ১২ ঘন্টা।
★পদসংখ্যাঃ ১৩ জন।
৫/ সিকিউরিটি গার্ড।
★শিক্ষাগত যোগ্যতাঃJSC/PSC পাশ।
★বেতনঃ১০,৫০০-১২,০০০/-
★ডিউটি সময়ঃ ১২ ঘন্টা।
★পদসংখ্যাঃ ৩৭ জন।
★★গার্ডের ক্ষেত্রে জেন্ডার অগ্রাধিকার পুরুষ
প্রয়োজনীয় অভিজ্ঞতা (বছর 0)
↘️সুবিধাসমুহঃ-
✔️ থাকা ফ্রি, খাওয়ার সু,ব্যবস্থা রয়েছে।
✔️ চিকিৎসা ভাতা,হাজিরা বোনাস।
✔️ মাসিক ছুটি ৪ দিন।
✔️ দুই ঈদের দুই ঈদ বোনাস।
✔️ ওভার টাইমের সুবিধা।
✔️ প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখে ভিতরে বেতন প্রদান করা হবে।
↘️প্রয়োজনীয়তাঃ-
✔️ লেখাপড়ার সার্টিফিকেট এর ফটোকপি।
✔️ চেয়ারম্যান সার্টিফিকেট।
✔️ জন্ম সনদ / জাতীয় পরিচয় পএের ফটোকপি।
✔️ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
➡️ সিকিউরিটি গার্ড/ সুপারভাইজারের ক্ষেত্রে ডিউটির পোশাক নিজ নিজ খরচে বহন করতে হবে ।
➡️ সিকিউরিটি গার্ড/ সুপারভাইজারের ক্ষেত্রে
আগ্রহী প্রার্থীগণ বেডিং পত্র সাথে নিয়ে আসবেন আসা মাত্র ডিউটি তে যোগদান।
↘️বিঃ দ্রঃ _
✔️ কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
✔️ কর্মঠ ও কাজের প্রতি আগ্রহী হতে হবে।
✔️কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।
➡️আগ্রহী প্রাথীরা স্ব-শরীরে নিম্নোক্ত ঠিকানায় উপরে উল্লেখিত কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ করা হলো। অথবা আবেদনের জন্য কল করুন।
ম্যানেজার
✆ 01701669206
➡️অফিস ঠিকানা:অাবদুর রফিক সুপার মার্কেট ২য় তলা, গাজীপুর চৌরাস্তা ঢাকা বাংলাদেশ।

12/06/2019

#হে_যুবক_কী_উত্তর_হবে_সেদিন...❓

🔴সহীহ্ বুখারীতে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'য়ালা! কয়েকটি প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর উত্তর বাধ্যতামূলক, সবাইকে দিতে হবে।

🔴প্রথম প্রশ্ন, "তুমি তোমার জিবনকে কোন কাজে ব্যয় করেছ?"
..
তুমি কি বাজারে দাড়িয়ে দাড়িয়ে জিবনের মূল্যবান সময় গুলোকে শেষ করে দিয়েছ? তুমি কি চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে জিবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ? তুমি তোমার জিবনকে কোন কাজে ব্যয় করেছ?

🔴দ্বিতীয় প্রশ্ন করা হবে, যৌবনকাল সম্পর্কে। "তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ?"
..
তুমি কি যৌবনের তাড়নায় উন্মাদ হয়ে গিয়েছিলে? তুমি কি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গিয়েছিলে? তোমার চিন্তা-চেতানা কি নষ্ট হয়ে গিয়েছিল? তুমি কি যৌবনকাল পেয়েছ বলে আল্লাহর বিধানের অবাধ্য হয়েছিলে?

🔴তোমার যৌবনের শেষ্ঠ সময় গুলো ইসলামের জন্য অনেক প্রয়োজন ছিল। পৃথিবীরর সর্বত্রই মুসলিমরা নির্যাতিত হচ্ছিল। কাফিররা মুসলিমদের ভূমিগুলোতে আগ্রাসন চালাচ্ছিল। মুসলিম নারী-শিশুদের নির্বচারে হত্যা করছিল।

আবুগারিব কারাগার থেকে তোমার বোন ফাতেমা চিৎকার করে তোমাকে ডাকছিল। তোমার বোন আফিয়া সিদ্দিকী কাফিরদের হাতে নির্যাতিত হচ্ছিল। তোমার বোন আসিফা বানু মালাউনদের হাতে নির্যাতিত হচ্ছিল। কারাগারের অন্ধকার কুঠুরী থেকে চিৎকার করে তোমাকে লক্ষ করে বলছিল, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর। তুমি কি সেদিন তার ডাকে সাড়া দিয়েছিলে? তাকে মুক্ত করতে ছুটে গিয়েছিলে?

🔴খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মাদ বিন কাসিম, সালউদ্দিন আইয়ুবী কি তোমার জন্য আদর্শ ছিল না? উম্মার এই কঠিন উপরিস্থিতি দেখেও তুমি খেল-তামাশায় ব্যস্ত ছিলে? সারাদিন গেম খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে এখানে-সেখানে আড্ডা দিয়ে তুমি তোমার যৌবনের মূল্যবান সময় গুলোকে নষ্ট করেছিলে।

🔴হে যুবক! কাল-কেয়ামতের মাঠে তোমার প্রতিপালকের সমানে কি জবাব দিবে? তোমার এই মুল্যবান সময়গুলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের খুব দরকার ছিল।

🔴ফিলিস্তিনের গাজায় আগ্রাসী ইহুদীদের প্রতিহত করার জন্য তোমাকে খুব দরকার ছিল। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো সাহায্যের জন্য আর্তনাদ করে তোমাকে ডাকছিল।শামের মাজলুম মা-বোনেদের তোমাকে খুব দরকার ছিল। কারন সেখানে আল্লাহর দুশমনেরা নির্বচারে বোম্বিং করে গনহারে তাদের হত্যা করছিল। আরাকানের মাজলুমদের তোমাকে খুব দরকার ছিল। তারা সেখানে তোমার সাহায্যের জন্য হাহাকার করছিল।

🔴হে মুসলিম তরুন! তুমি প্রস্তুতি নিয়ে রাখ। কাল-কেয়ামতের মাঠে অবশ্যই তোমাকে জবাব দিতে হবে, যে তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ?

🔴তবে তুমি যদি তোমার এই যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করতে। তোমার রবের ইবাদতের জন্য ব্যয় করতে। মাজলুম উম্মাহ-কে সাহায্য করার জন্য ব্যয় করতে, তাহলে সেদিন তুমি বলতে পারতে, হে আল্লাহ্! আমি তো আমার যৌবন কালকে তোমার ইবাদতের জন্য ব্যয় করেছি। আমিতো আমার যৌবন কালকে মাজলুম উম্মাহ-কে সাহায্য করার জন্য ব্যয় করেছি।

🔴এর পর আল্লাহ্ তা'য়ালা! সম্পদশালী বক্তিকে তৃতীয় প্রশ্ন করবেন, "তুমি তোমার এই সম্পদকে কি ভাবে উপার্জন করেছিলে?"
..
🔴তুমি কি মানুষের সাথে সুদের লেন-দেন করেছিলে? তুমি কি মানুষের সাথে ঘুষের লেনদেন করেছিলে? তুমি কি জনগনকে ঠকিয়ে জনগনের টাকা আত্মসাৎ করে কোটিপতি হয়েছিলে? তুমি কি ব্যবসায় ধোঁকা-ও-প্রতারণার আশ্রয় নিয়েছিলে?

🔴ও দুনিয়ার মানুষ! আজকে যে সম্পদ উপার্জন করেছ, এই সম্পদের পুঙ্খানুপুঙ্খ রুপে হিসাব দিতে হবে।

🔴শুধুমাত্র সম্পদ উপার্জনের হিসাব দিলেই চলবে না। আল্লাহ্ তা'য়ালা! আবারো জিজ্ঞাসা করবেন, "তুমি তোমার এ সম্পদকে কোন কাজে ব্যয় করেছ ?"
..
🔴আজকে তুমি তোমার সম্পদকে যে ভাবে ইচ্ছা সে ভাবে খরচ করছ। তুমি তোমার সম্পদেরর অপচয় করছ। কোটি কোটি টাকা খরচ করে বিলাস-বহুল প্রসাদ নির্মান করছ। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির গেট বানাচ্ছো। কোটি টাকা দিয়ে বিভিন্ন মডেলের গাড়ী কিনছ। তোমার মেয়ের বিয়েতে বিয়ে বাড়ির লাইটিং ফুলশয্যা ও আতশবাজির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখানে-সেখানে টাকার অপচয় করছ, টাকা-পয়সার কোন হিসেব নেই। তুমি চিন্তা করছ, আমার টাকা আমি খরচ করছি আবার কার কাছে হিসাব দিব?

🔴মনে রেখ, আল্লাহ্ তা'য়ালার কাছে সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহ্ তা'য়ালার সামনে সবকিছুর হিসাব দিতে হবে।

🔴আল্লাহ্ তা'য়লা! তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি এখানে সেখানে টাকার অপচয় করেছিলে অথচ তোমার পাশের বাড়িতে অভাবগ্রস্ত লোকেরা ছিল, তুমি তাদের জন্য কি করেছিলে? তুমি পথের ধারে ভিখারীদের বসে থাকতে দেখেছ, তুমি তাদের জন্য কি করেছ? তুমি ফুটপাতে রাতের বেলায় অভাবী মানুষগুলোকে শুয়ে থাকতে দেখেছ, তুমি তাদের জন্য কি করেছ?

🔴হাসপাতাল গুলোতে গরীব-অসহায় মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা করতে পারছিল না, ঔষধের টাকা ব্যবস্থা না হওয়ায় হাত পেতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিল, তুমি তাদের জন্য কি করছিলে?

🔴তুমি রেল লাইনের দু'ধারের বস্তিতে অভাবী মানুষগুলোকে নিঃষ জিবন-যাপন করতে দেখেছ, তুমি তাদের জন্য কি করেছ?

🔴ঈদের দিনে তুমি আনন্দের সাথে ঈদ উৎযাপন করছিলে। তুমি তোমার পরিবারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদের মার্কেটিং করেছিলে আর রাস্তার পথ-শিশুগুলো পুরাতন কাপড় পড়েই ঈদ পালন করেছে, তুমি তাদের দেখনি? তুমি তাদের জন্য কি পদক্ষেপ নিয়েছিলে?

🔴আল্লাহ্ তা'য়ালা বলবেন, আমি তোমাকে অনেক অর্থ-সম্পদ দিয়েছিলাম। তুমি চাইলে অপচয় না করে এসব দরিদ্র মানুষ গুলোর পাশে দাড়াতে পারতে। তাদের অভাব মোচন করতে পারতে। কিন্তু তুমি তাদের ব্যাপারে কোনই পদক্ষেপ নাও নি, তুমি তাদের পাশে দাড়াও নি। আল্লাহ্ তা'য়লার কাছে তোমার সম্পদের পুঙ্খানুপুঙ্খ রুপে হিসাব দিতে হবে।

🔴ও দুনিয়ার মানুষ! আল্লাহ্ তা'য়ালার সামনে এই হিসাব গুলো দেয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখ। আল্লাহ্ তা'য়ালার সামনে এই হিসাব গুলো দেয়ার জন্য পরিপূর্ণরুপে প্রস্তুতি নিয়ে রাখ!

🔴হে যুবক! আজ তোমার শক্তি আছে বলে, যৌবন আছে বলে, যৌবনের তাড়নাই পড়ে তুমি যে পাপ করে চলেছ, আজ শক্তি আছে বলে, সত্য কে মিথ্যা বানাচ্ছো, মিথ্যাকে সত্য বানাচ্ছো, ভেবে দেখেছ কি কতদিন থাকবে এ দুনিয়াতে, তোমার এই যৌবনি বা,কতদিন থাকবে। তোমার শক্তি, বা কতদিন থাকবে।

🔴হে মানুষ! তোমাদের যেখান থেকে শুরু, সেখানেই গিয়ে হবে শেষ,

🔴হে যুবক! চিরস্থায়ী পৃথিবী নয়, এই পৃথিবী ক্ষণিকের জন্য, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবেই, অনন্ত জীবনের আবাসস্থলে। মুমিন হয়ে হয়, জান্নাতে...!!!আর না হয় কাফির হয়ে জাহান্নামে...!!!

29/05/2019
01/04/2019
Timeline photos 01/02/2017

miss call

Timeline photos 01/02/2017

kichu kotha valo lagle phase takben

Timeline photos 01/02/2017

kichu somoy

01/02/2017

GoOd MoRnInG FB PaGe FrIeNdS AlL........

30/01/2017

*** পারলে Ans দিন ***
২৬ মার্চ একজন বিশিষ্ট বাক্তির খুন হযেছে....।
পুলিশ খবর পেয়ে এসেছে,
পুলিশ সকল কে প্রশ্ন করা শুরু করেছে সেইদিন কে কোথায় ছিলো...।
তার বউঃ আমি ঘুমাচ্ছিলাম।
প্রতিবেশীঃ আমরা ঘুরতে গিয়েছিলাম।
ড্রাইভারঃ আমি ব্যাংকে গিয়েছিলাম।
বাবুর্চিঃ আমি বাজারে গিয়েছিলাম।
দারোয়ানঃ আমি এক বিয়ের অনুস্টান এ গিয়েছিলাম।
সবার বক্তব্যের পর খুনিকে এর্যাস্ট করলো।
এখন আপনিকি বলতে পারবেন খুনি কে ছিল???

30/01/2017

**** Hello friend ****
HOW ARE U ?

Want your school to be the top-listed School/college in Chapai Nawabganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Volahat High School Road, Nayalavanga, Shibganj
Chapai Nawabganj
6300

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 11:45
Sunday 08:00 - 14:00
Other Schools in Chapai Nawabganj (show all)
Nawabganj town high school / নবাব গঞ্জ উচ্চ বিদ্ Nawabganj town high school / নবাব গঞ্জ উচ্চ বিদ্
Nawabganj Town High School
Chapai Nawabganj, 6300

শিক্ষার জন্য এসো সেবার জন্য বে‌রি‌য়?