
Chapainawabganj Polytechnic Institute Alumni Association - CPIAA
Comments
সকল শিক্ষার্থীদের (১০/০১/২০২১ থেকে ১৯/০১/২০২১ পর্যন্ত ) নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ সম্পন্ন করতে হবে ।
ধন্যবাদ।
Chapai Nawabgonj Polytechnic Institute,one of the most important govt. educational institute in Bang educational institute in Bangladesh.
From 2008 till now its organizing and training a huge manpower and playing a great role in development of the country.CNPI is situated near the Mahananda river.There are 4 departments in this institute till now.These are (i)Computer (ii)R.A.C (iii)Electrical & (iv)Electronic.It has AC Controlled Lab. room for each department.It has a group of "Expart & Well Skilled"teacher.

ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়,৪র্থ, ৬ষ্ঠ,ও ৮ম পর্বের নিয়মিত এবং অন্যান্য পরিপূরক পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি ২০২১ থেকে অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষার্থীদের (১০/০১/২০২১ থেকে ১৯/০১/২০২১ পর্যন্ত ) নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ সম্পন্ন করতে হবে ।
ধন্যবাদ।

তাই সন্তান-সন্ততি ও ধন-সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। বরং...
যে অভ্যাসগুলোর কারনে আপনার রিজিক কমে যাচ্ছে উদাসীনতা : আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয়। কেননা এ ধরনের মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়। ....
“বেঙ্গলী আইসিটি লিমিটেড”
পদের নামঃ সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ( www.addresshelp360.com এর জন্য)
পদ সংখ্যাঃ ৫ জন।
চাকরির ধরনঃ ফুল টাইম।
কর্মস্থল: ঢাকা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (স্নাতক ডিগ্রী ও ডিপ্লোমা)
কাজের যোগ্যতা:
১। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে খুব ভালো ধারনা থাকতে হবে।
২। ইংরেজি ও বাংলা টাইপের দক্ষতা থাকতে হবে।
৩। গ্রাফিক্সের কাজে ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ফটোশপ ও ইলাস্ট্রেটর এর ভালো কাজ জানতে হবে।
৪। সুস্পষ্টভাষী ও স্মার্ট হতে হবে। বিশেষ করে বাংলা ভাষা ব্যবহারে শুদ্ধতা থাকতে হবে।
চাকরির শর্তাবলীঃ
১। টার্গেট বেইজ কাজ করার মানসিকতা থাকতে হবে।
২। প্রথম তিন মাস নিজের ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। কাজের দক্ষতার উপর ভিত্তি করে কোম্পানি তিন মাস পরে ল্যাপটপ প্রদান
করবে।
সর্বসাকুল্য বেতনঃ স্নাতক ডিগ্রী-১৮,০০০/-
ডিপ্লোমা-১৫,০০০/-
আবেদনের নিয়মাবলীঃ নিচের লিংকে ক্লিক করুন এবং ফর্মটি পূরণ করে আপনার সিভিটি সেন্ড করুন।
http://www.addresshelp360.com/360-career
ঠিকানা: বেঙ্গলী আইসিটি লিমিটেড।
নীচতলা, বাসা নং-৩১৩/এ, রোড় নং-৮/এ, ১৫(পুরাতন), পশ্চিম ধানমন্ডি, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ:- ৩০শে এপ্রিল ২০১৮।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞত্তি,,,,,,,,,
ফিরে যেতে ইচ্ছে করে প্রিয় সেই "চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে"💜 যেখানে আছে আমার মধুর সব স্মৃতি, আছে জীবনের সেরা সময়। এখান থেকেই তৈরি হয়েছে আমার সবচেয়ে ভাল বন্ধু,💜 ভাল কিছু স্যার💜জাহাঙ্গীর স্যার💜কাইয়ুম স্যার💜মালেক, কাসেম স্যার💜 আর শাকিলা ম্যামের💜💜 কথা কি বলবো!! ভালবাসার এক অন্য দৃষ্টান্ত "।
মিস করি এই মাঠে প্রতিদিন ক্রিকেট খেলা,,,, বন্ধু আর ছোট ভাইদের নিয়ে টিম গঠন করে খেলা, হাসানের বড় ছক্কা এক দম ছাদে, ছোট ভাই রুবেলের গতির বল মোকাবেলা করা।
আমাদের সময় ছোট ভাইদের ভালবাসা আর শ্রদ্ধা ছিলো মনে রাখার মতো।
মহানন্দা নদী তীরে এতো সুন্দর স্থানের মতো আমাদের দেশে আর কোন পলিটেকনিক আছে বলে আমার মনে হয় না। গোধুলী হলেই জমে উঠতো নদীর তীরে, ব্রিজের উপর আড্ডা আর শিল্পি মামুনের নিজের লেখা গান ।"মধু" দার হোটেলে নাস্তা, খালেক ভাইয়ের কালাইয়ের রুটির স্বাদ এখনো মুখে লেগে আছে। আর সেলিম ভাই, রাজেশ দার দুধ চা ছিলো অসাধারন!!!
এতো কিছু ভাল লাগার মাঝে কখন চার বছর শেষ করে ফেলছি বুঝতেই পারি নাই।
যাই হোক অনেক স্মৃতি আছে যা লিখে শেষ করা যাবে না।
আমাদের পরে অনেক ব্যাচ বের হয়ে গেছে তাদের সকলকে অভিন্দন আর এখন যে সকল ছোট ভাইদের পড়া-লেখা চলছে আর যারা সামনে নতুন ভর্তি হবে সবাইকে স্বাগতম💜 চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক 💜 আরো অনেক সুনাম অর্জন করুক ( তিতুমীর আহম্মেদ, ১ম ব্যাচ, কম্পিউটার)

বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র Probashir Diganta | প্রবাসীর দিগন্ত
বাইসাইকেলের টোল ৫ টাকা !!
probashirdiganta.com Probashir Diganta | প্রবাসীর দিগন্ত
এবার ফ্রী ইন্টারনেট সুবিধা দেবে গ্রামীণফোন-টেলিটক
probashirdiganta.com Probashir Diganta | প্রবাসীর দিগন্ত
আবার সারাদেশে ভূমিকম্প
probashirdiganta.com Probashir Diganta | প্রবাসীর দিগন্ত
www.probashirdiganta.com

১৬ বছর অপেক্ষার পর আবার পাকিস্তান বধ
দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া শতক এবং আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ৭৯ রানে হারাল টাইগাররা।
এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ১৯৯৯ সালের ৩১ মে বিশ্বকাপে শেষবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.২ ওভারে ২৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
দলের হয়ে উদ্বোধন করতে নামেন অধিনায়ক আজহার আলি ও সরফরাজ আহমেদ। দলীয় ৫৩ রানের মাথায় আরাফাত সানির বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ (২৪)। এরপর মাঠে নামা মোহাম্মদ হাফিজও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মাত্র ৪ রান করে সৌম্য সরকার ও মুশফিকের দারুণ সমঝোতায় রান আউট হয়ে বিদায় নেন তিনি।
এরপর ২৮তম ওভারে তাসকিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আজহার আলি (৭২)।
এর আগে শুক্রবার দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে তামিম (১৩২) ও মুশফিকের (১০৬) জোড়া শতকে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান সগ্রহ করে।
শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

লিংকঃ https://twitter.com/USEmbassyKabul/status/567900262213517312
সবাইকে পবিত্র ঈদ-উল আজহা এর শুভেচ্ছা.... ঈদ মোবারাক
অনেকেই ইনবক্স করে জানতে চেয়েছো নতুন ব্যাচের ক্লাশ কখন থেকে শুরু হবে? তাদের সবার উদ্দেশ্যে বলছি বোর্ডের নোটিশ অনুসারে নতুন ব্যাচের ক্লাশ আগামী ১৬/০৮/২০১৪ শনিবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে।
নতুন ব্যাচের সবার জন্য রইলো শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ (২য় শিফট) ভর্তি বিজ্ঞপ্তি...
B24NEWS ০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ (২য় শিফট) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১২, ২০১৩, ২০১৪ সালের এস.এস.সি. সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি ৩.০০ সহ নূন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা, এস.এস.সি. সহ বাংলাদেশ কারিগরি শিক্ষ…

২৬ তারিখের পরীক্ষা স্থগিত.....

রমজান মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ (সোমবার) কেবিনেট সভায় তিনি এ নির্দেশ দেন.................
রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী | B24NEWS রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশজাতীয়ব্রেকিং নিউজশীর্ষ সংবাদজুন ১৬, ২০১৪0 1রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার কেবিনেট সভায় তিনি এ নির্দেশ দেন। এদিকে পবিত্র রমজান মাসে সব সরকারি ও আ…
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের পূর্বঘোষিত গ্রীষ্মকালীন ছুটি ৮ জুন থেকে ৩০ জুনের পরিবর্তে আগামী ২৬ জুন থেকে ২৭ জুলাই নির্ধারন করা হয়েছে।
অষ্ঠম পর্বের যাদের পরীক্ষা শেষ তাদের কার কি প্ল্যান..........??
2013 সালের ডিপ্লোমা-ইন-ইন্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়,৩য়,৬য় পর্ব (প্রবিধান-২০১০) ৮ম পর্ব(প্রবিধান-২০০৫) এর পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষনা করা হয়েছে।
২য় দিন শেষ
স্কোর নিউজিল্যান্ড ৪৬৯ অল আউট
ওয়াটলিং ১০৩
উইলিয়ামসন ১১৪
ফুলটন ৭৩
বোল্ট ৫২*
রবিউল ১৩-৩-২৩-০
রুবেল ২০-২-৭৭-১
রাজ্জাক ৫৫-১০-১৪৭-৩
গাজি ৩২-৬-৭৯-২
সাকিব ২৪-৫-৮৯-২
মার্শাল ২-০-১৫-০
নাসির ৫-১-১৯-১
মমিনুল ৬.১-০-১০-১
বাংলাদেশ ১০৩/২
তামিম ০
আনামুল ৩
মার্শাল ২১* (৭৪)
মমিনুল ৭৭* (৭১)
বোল্ট ৫/১
ব্রেসওয়েল ২৫/১
২য় দিন খেলা শেষে এই হল অবস্থা। আজকে ভালো অবস্থায় থাকা যেত কিন্তু রুবেলের বলে আউট হয়েও নো বলের কল্যাণে বেচে যাওয়া এবং পরবর্তিতে ১০৩ করা ওয়াটলিং ও ১১ নাম্বার ব্যাটসম্যান বোল্ট এর ১২৭ রানের জুটিতে ৪৬৯রান করে কিউইরা। তবে তামিম আর আনামুল দ্রুত ফিরে গেলেও মমিনুল আর মার্শালের কল্যাণে ম্যাচে সমান সমান অবস্থা বিরাজ করছে। তামিম ১ম বলে আউট হয়ে গেছে , তাই এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু আনামুলকে তার ফুটওয়ার্ক নিয়ে অনেক কাজ করতে হবে।কালকে সারাদিন ব্যাট করতে হবে। তবে প্রথমে উচিত ১ম ঘণ্টাটাকে গুরুত্ব দিয়ে খেলা।
কালকের একটি সফল দিনের প্রত্যাশায়।


আলহামদুলিল্লাহ...
শেষ পর্যন্ত আমাদের অসুস্থ আর জেলে থাকা ভাইদের কথা চিন্তা করে পরীক্ষার ডেট চেন্জ করল বোর্ড…
নোটিশ দেওয়া হয়েছে…
পরীক্ষা শুরু হবে ৮-১০-১৩ ইং থেকে…

http://www.b24news.com/?p=10677
সুপারভাইজার নয় উপসহকারী প্রকৌশলী হিসেবেই বিবেচিত, শিক্ষাসচিব সà§à¦ªà¦¾à¦°à¦à¦¾à¦‡à¦œà¦¾à¦° নয় উপসহকারী পà§à¦°à¦•ৌশলী হিসেবেই বিবেচিত, শিকà§à¦·à¦¾à¦¸à¦šà¦¿à¦¬à¦ªà¦²à¦¿à¦Ÿà§‡à¦•নিক ইনসà§à¦Ÿà¦¿à¦Ÿà¦¿à¦‰à¦Ÿ থেকে পাশ করা শিকà§à¦·à¦¾à¦°à§à¦¥à§€à¦°à¦¾ à¦...
কলাম টি লিখেছেন চট্টোগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আশরাফ মামুন...................
সারাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীরা তাদের অস্তিত্ব রক্ষার্তে আন্দোলন করছে এই কথা ইতিমধ্যে আমরা সবাই জেনেছি। এই বিষয় নিয়ে আমার কিছু কথা।
আমি ও একজন ডিপ্লোমা ইঞ্জেনিয়ারে অধ্যায়নরত ছাত্র। আমি এইবার দ্বিতিয় বর্ষে আছি। আমি সাইন্স নিয়ে এস এস শি পাশ করেছিলাম।নিম্ন মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ছেলে মেয়ে কারিগরী শিক্ষার দিকে একটু বেশী ঝুঁকে থাকে। বর্তমানে আমরা সবাই কারিগরী শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবগত আছি। সরকারী পলিটেকনিকে পড়ায় আমার আশে পাশে অনেক জনকে দেখেছি যারা অনেক দূর থেকে এসে কষ্ট করে পড়ছে। যাদের পরিবারের আর্থিক সচ্ছলতা নিম্নমানের। তবুও বৃদ্ধ পিতা কিংবা মা কষ্ট করে ছেলেকে পড়াচ্ছে। শেষ বয়সে তাদের হাল ধরার জন্য।
যেই বার প্রথম ক্লাস করতে গিয়েছিলাম সবার চোখে সে কি উচ্ছাস। সরকারি কলেজে চান্স পেয়েছি। ডিপ্লোমা করবো ইঞ্জেনিয়ার হবো। নিজের সনির্ভরশীল হবো। আপনারা হয়তোবা অনেকে মুখ বেঁকিয়ে বলতে পারেন ডিপ্লোমাতে টিকা এমন কি? তাদেরকে বলছি যেবার আমি পরীক্ষা দিয়েছি সেইবার একটি আসনের পিছনে প্রতিদনদ্ধি ছিলো ২৫ জনের উপরে। ২৫ জনকে টপকানো তেমন কিছু মনে না হলেও আমাদের মধ্যম মানের ছাত্রদের জন্য তা অনেক বড় যুদ্ধ ছিলো। সে যুদ্ধে টিকে খুশী হওয়াতা অসাভাবিক না। আর বিশেষ করে যাদের বাবা মার সামর্থ নেই ছেলে কিংবা মেয়েটিকে বেশী দূর পড়াতে বিশেষ করে তাদের কাছে এটি কিন্তু অনেক বড় পাওয়া। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রি আর্জন করার পর অনেকেই স্বাবলম্বি হয়। কারণ আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরী ক্ষেত্রে পদ মর্যাদা ছিলো সেকেন্ড ক্লাস।
অনেকি সে সপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাঝ পথে এসে শুনলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ মর্যাদা কমানো হচ্ছে। চাকরী ক্ষেত্রে তাদের পদ মর্যাদা দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে নামানো হচ্ছে। সাথে আরো অনেক পরিবর্তন। বিশেষ করে ৪ বছর পড়ার পর তারা তাদের নামের পাশে ইঞ্জেনিয়ার লাগাতে পারবে না। লাগাতে হবে টেকনিশিয়ান। কিন্তু কেনো? ৪ বছর পড়া শেষ করছি কি টেকনিশিয়ান হওয়ার জন্য। যে টেকনিশিয়ান সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেরকম সার্টিফিকেট ৬ মাস কোর্স করে পাওয়া যায়। এই কথায় কি আন্দোলন করা যোক্তিক নয়? ৪ টা বছর কিন্তু অনেক সময়। এতো বছর পড়ে কেউ তো সুপারভাইজার হতে আসেনি?
অনেকে হয়তো ভাবছেন ডিপ্লোমা করা খুব সোজা। এক ভাই খুব বড় গলা করে বলেছেন আমরা নাকি গুটি কয়েক চটি বই পড়ে ইঞ্জেনিয়ার হয়। যারা আমাদের ছোট করে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ৪টি বছরে আমাদের ৬০টির ও অধিক বই শেষ করতে হয়। প্রত্যেক সেমিস্টারে আমাদের ৬/৮ টি করে বই থাকে যা আমরা ৪ মাসে পড়ে থাকি। যে ভাই বা যারা আমাদের চটি বই পড়ে ইঞ্জেনিয়ার হয় বলছেন তাদের উদ্দেশ্যে আমি ২ বছর যাবৎ পড়া কিছু বইয়ের নাম বলছি
1st sem :
1. Bangla 1
2. English 1
3. Mathematics 1
4.Physics 1
5. Social Science 1(Civics)
6. Computer
Fundamentals
7. Basic Electricity
8. Engineering Drawing
9. Computer Operation & Word Processing
Second Semister :
10. Bangla 2
11. English 2
12. Mathematics 2
13. Social Science 2 (Economics) 14. Chemistry
15.Electronic Device & Circuit 1
16. Electrical Circuits
17.Programming In C
18. Database Management
19.Spreadsheet Analysis
20. Electronic Workshop
3rd Sem:
21. Bangla 3
22 . English 3
23. Mathametics 3
24. Social
Science(History& Culture)
25. Physics 2
26. Digital
Electronics 1
27. Electronic Device & Circuit 2 28. Data
Structure & Algorithm
29. Database Management
30. Auto CAD
4th Sem :
31. Programming in C++
32. E Service
33.Advanced Digital System
34. Measurement &
Instrumentation
35. General Electrical Machine
36.Industrial Power Electronics
37. Applied Mathametics 1
38. Discrete Mathametics
39. Graphics Design
এতো গুলো বই পড়ে কেউ সুপারভাইজার হতে আসেনি। আমাদের রাজ পথে নামা অযোক্তিক কিনা আপনারাই বলবেন।
এই পর্যন্ত আন্দোলনে বহু হতাহতের খবর পাওয়া গেছে । আপনারা হয়তোবা ভাবছেন আন্দোলন করে গারি ভাংচুর করছে কেনো? এটির জন্য অনেক মানব বন্ধন, শান্তিময় আন্দোলন করা হয়েছিলো। কিন্তু কিছু হয়নি। আর মিডিয়া চুপ ছিলো। এখনো কিন্তু মিডিয়ার তেমন বিচরন দেখছি না।
সামান্য ইসুতে আমাদের সোসিয়াল সাইট গুলোতে তোলপাড় লেগে যায় অথচ আজ এই দাবি আদায়ে আমরা ছাড়া আর কেউ কোনো কথা বলছে না। আমরা কি ছাত্র সমাজে পড়ি না? আপনারা ভেবে দেখবেন।
by- আশরাফ মামুন

আন্দোলন চলবে লাগাতর, দাবি মেনে না নেওয়া পর্যন্ত।
আমাদের শ্লোগান হলো
"সুপারভাইজার
হবো না,পরীক্ষা হলে যাবো না।"
"মেধাবী ছাত্রদের রক্তের দাগ
মুছে যেতে দিবনা , দুই দফা দাবি আদায়
না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বনা ।

আজকে বিক্ষোভের ছবি....
অভিযোগ এসেছে চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক এর ছাত্র / ছাত্রীরা রাস্তা অবরোধ করেছে, এটা সঠিক না, আজ চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক এর ছাত্র / ছাত্রীরা কোন রাস্তা অবরোধ করেনি আজ রাজশাহী বিভাগের চাঁপাই জেলাসহ চারটি জেলায় হরতাল থাকার কারনে রাস্তায় যানবাহন কমছিলো। পলিটেকনিকের ছাত্র/ছাত্রীরা কলেজ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করে........
দাবিবাস্তবায়নে সচিবালয় বিক্ষোভ মিছিল ও
পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের
ঘোষণা দিয়েছেডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-
শিক্ষকদের ২ দফা দাবি বাস্তবায়নে সরকারের
সর্বশেষ প্রতিশ্রুতির কার্যত কোন
অগ্রগতি না হওয়ায় সংক্ষুব্ধ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র-শিক্ষকগণ বাংলাদেশ
সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল, ২৯ সেপ্টেম্বর
থেকে শুরু হওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল
পরীক্ষা বর্জন ও শিক্ষকদের পরীক্ষায় দায়িত্ব
পালন থেকে বিরতি, জাতীয় সংসদ অভিমুখে যাত্রা,
দেশব্যাপী ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন
আইইবি ভবন ঘেরাও, প্রতীক অনশন,
দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক
ইনস্টিটিউটে ছাত্র-শিক্ষকদের
অংশগ্রহণে মানববন্ধন ও অধ্যক্ষ কার্যালয়
ঘেরাও, কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাওসহ কঠোর
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক
সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ
(বাকাছাপ)। আজ ২৫ সেপ্টেম্বর ঢাকার
কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক যৌথ
সম্মেলন থেকে উভয় সংগঠনের নেতৃবৃন্দ
আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির অনুযায়ী ২৬ সেপ্টেম্বর সকাল
১১টায় বাকাছাপের
উদ্যোগে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও, ২৮
সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১
টা পর্যন্ত দেশব্যাপী সরকারি-
বেসরকারি পলিটেকনিকসমূহের ছাত্র-ছাত্রী ও
শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন শেষে অধ্যক্ষ
কার্যালয় ঘেরাও, ২৯ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা বর্জন ও
শিক্ষকদের দায়িত্ব পালনে বিরতি, ১ অক্টোবর
সকাল ১১ টায় সারাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের
অংশগ্রহণে ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবন
প্রাঙ্গন থেকে বাংলাদেশ সচিবালয়
অভিমুখে বিক্ষোভ মিছিল ও জনপ্রশাসন, অর্থ,
গণপূর্ত ও শিক্ষা সচিব বরাবরে স্মারকলিপি প্রদান,
৩ অক্টোবর সকাল ১১টায় ঢাকার কাকরাইলস্থ
আইডিইবি ভবন প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল
সহকারে বাংলাদেশ জাতীয় সংসদের
অভিমুখে যাত্রা এবং সংসদ নেতা ও স্পিকার
সমীপে স্মারকলিপি প্রদান, ৬ অক্টোবর সকাল
১০টায় বাকাছাপের
উদ্যোগে ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সংগঠন
আইইবি’র প্রধান কার্যালয়সহ সারাদেশের
আইইবি অফিস ভবন ঘেরাও, ৮ অক্টোবর’১৩
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকায়
জাতীয় প্রেসক্লাবের
সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের
অংশগ্রহণে প্রতীক অনশন কর্মসূচি পালন
করা হবে। এরপরও সরকার দাবি বাস্তবায়ন
না করলে সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্র-
শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ঢাকায় মহাসমাবেশ করাসহ
আন্দোলনের পরবর্তী কঠোর ও কঠিন
কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ
সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে পৃথকভাবে বক্তব্য উপস্থাপন
করেন বাংলাদেশ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক
সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনুর
রহমান ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ
(বাকাছাপ) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ জাকির হোসেন
সাগর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুল হক
মল্লিক, কারিগরি ছাত্র পরিষদের সদস্য সচিব
কাউছার আহমেদ রুবেল প্রমুখ।
For update news please visit and like......
www.b24news.com

১১ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রমজান মাসে ক্লাস ও পরীক্ষা বন্ধ, পরীক্ষার অতিরিক্ত ফি ফেরতসহ ১১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কলেজের মূল ফটকে তালা...
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পেজের পক্ষ থেকে সবাইকে জানাই 'রমজানুল মুবারাক',,,এই সংজমের মাসে আমরা সবাই নিজেকে শালীনতার মধ্যে রেখে রমাজন মাসের হক আদায় করার চেষ্টা করি.......

****এনার্জি ড্রিংক পান করার আগে কিছু সত্য জেনে নিন****
***সূত্র: দি ঢাকা টাইমস্***
সংগ্রহে অ্যাডমিন আজাদ:
বর্তমানে তরুণ বয়সের ভোক্তাদের মধ্যে কোমল পানীয় এবং এনার্জি ড্রিংক বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন খুব সহজেই মেলে এনার্জি ড্রিংক। এনার্জি ড্রিংক তথা চিনি এবং ক্যাফিন সমৃদ্ধ কথিত শক্তি বর্ধক পানীয় পান আপনার শরীরের জন্য আসলেই কি ভালো? জানতে বিস্তারিত পড়ুন….
বর্তমানে বিশ্বের ইউরোপ ও এশিয়াতে ৮০টির উপরে ব্র্যান্ডের এনার্জি ড্রিংক তৈরি হচ্ছে এবং বিশ্বের ১২ থেকে ১৭ বছর বয়সী তরুণের ৩১ শতাংশ নিয়মিত এনার্জি ড্রিংক গ্রহণ করে বলে জানা যায়। এ ছাড়াও নানান বয়সের মানুশের মাঝে এনার্জি ড্রিংকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এনার্জি ড্রিংকে রয়েছে চিনি ও ক্যাফিনের প্রভাবঃ এনার্জি ড্রিংকে রয়েছে প্রচুর পরিমানে ক্যাফিন ও চিনি। এনার্জি ড্রিংক পানের ফলে এতে থাকা ক্যাফিন ও চিনি আপনাকে তাৎক্ষনিকভাবে অনেকটা সজীব ও উদ্যমী করে তুলবে। কিন্তু ডাক্তার মুরসালিন শেখ সাবধান করে দিয়ে বলেন প্রচুর পরিমানে ক্যাফিন ও চিনি শরীরে যাওয়ার ফলে মানুষের শরীরে নানান সমস্যা তৈরি হতে পারে যেমন স্নায়বিক দুর্বলতা , ঘুমের সমস্যা, রক্ত চাপ বৃদ্ধি পাওয়া ইত্যাদি।
ক্রীড়া পুষ্টিবিজ্ঞানী দীপশিখা আগারওয়াল বলেন, এনার্জি ড্রিংক পানের ফলে একজন মানুষের সাময়িক ভাবে শক্তি বৃদ্ধি পায় তবে যখন তাঁর উপর এনার্জি ড্রিংকের প্রভাব কেটে যাবে তখন তিনি স্বাভাবিকের চাইতেও দুর্বল অনুভব করবেন। দীপশিখা আরও বলেন এনার্জি ড্রিংকে যে কুইনিন ব্যাবহার করা হয় তা মানুষের হাড়ের অনেক ক্ষতি করে। এ ছাড়া এনার্জি ড্রিংকে থাকা প্রচুর চিনি আপনাকে অনেক মুটিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে।
ডাক্তার আতাহার ওয়ানি যিনি একজন দাঁত বিশেষজ্ঞ তিনি বলেন, ”আপনাকে এনার্জি ড্রিংক অবশ্যই কম পান করতে হবে, যদিও পান করেন তাহলে অবশ্যই আপনার মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিবেন কারণ এর ফলে আপনার দাতে কেভেটি অর্থাৎ ক্ষত বা গর্ত তৈরি হতে পারে” এনার্জি ড্রিংকের ফলে দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে দাঁতে রঙ নষ্ট হয়ে যায়। সফট ড্রিংকসের ঝাঁঝালো স্বাদ বাড়ানোর জন্যে এতে ফসফরিক এসিড ব্যবহার করা হয়। এ এসিড এত শক্তিশালী যে, একটা নখ এর মধ্যে ডুবিয়ে রাখলে ৪ দিন পর আর আপনি নখটাকে খুঁজে পাবেন না। তাছাড়া সফট ড্রিংকসে যে চিনি ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়ার প্রভাবে এটাও এসিড তৈরি করে।
নেশাগ্রস্থত হয়ে যাওয়ার সম্ভাবনাঃ এনার্জি ড্রিংকে যে ক্যাফিন দেয়া হয় তা নেশার উদ্রেগ ঘটাতে পারে। আপনি যদি নিয়মিত এনার্জি ড্রিংক পান করেন তাহলে কিছু সময় যদি এটি নিয়ম করে না খান তবে আপনার নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার ঘুম না হওয়া, হাতে পায়ে ব্যথা, মাথা ব্যথা, শারীরিক ও মানসিক অশান্তি এবং অস্থিরতা। এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বান্দারকর বলেন, এনার্জি ড্রিংক শিশুদেরও নেশাগ্রস্থ করে তোলে ফলে শিশুরা এতে আসক্ত হয়ে যেতে পারে যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। পিতা মাতা কে অবশ্যই তাঁর শিশুদের সব রকমের এনার্জি ড্রিংক ও স্পোর্টস ড্রিংক থেকে দূরে রাখতে হবে।
ভিটামিন এবং এমাইনো এসিডের উৎসঃ অনেক এনার্জি ড্রিংক কোম্পানি দাবি করে এনার্জি ড্রিংকে প্রচুর ভিটামিন এবং এমাইনো এসিড রয়েছে, সে হিসেবে বডি বিল্ডারদের মাঝে এনার্জি ড্রিংকের কদর অনেক বেশী। ডাক্তার মুরসালিন শেখ বলেন এনার্জি ড্রিংকে যদি ভিটামিন ও এমাইনো এসিড থাকেও তারপরও এর অন্যান্য ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এর বদলে প্রাকৃতিক উপায়েও এসব ভিটামিন অনেক সহযেই পাওয়া যাবে। ক্রীড়া পুষ্টিবিজ্ঞানী দীপশিখা আগারওয়াল বলেন ফলের রস যেমন কমলার রস পান করলে খুব সহজেই শরীরে এমাইনো এসিডের অভাব পুরন করা যায়।
ক্রীড়া পুষ্টিবিজ্ঞানী দীপশিখা আগারওয়াল আরও বলেন এনার্জি ড্রিংক ও স্পোর্টস ড্রিংক নিয়ে বিড়ম্বনায় না পড়ে আপনি যখন কাজ করে অথবা খলাধুলা করে দুর্বল অনুভব করবেন তখন বেশী করে পানি পান করুন কারণ এ সময় আপনি এনার্জি ড্রিংক পান করলে এতে থাকা ক্যাফিন আপনাকে আরও বেশী ডিহাইড্রেট করে তুলবে।

***সংগৃহীত...........
চলতি মওসুমের মতো শেষ হয়ে যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জের সু-স্বাদু আম। তাই আমকে কেন্দ্র করে শেষ হতে যাচ্ছে এই বিশাল কর্মযজ্ঞেরও। প্রতি বছর বাংলার মধু মাস খ্যাত জ্যৈষ্ঠ থেকে আষাঢ় পর্যন্ত চলে আমের এ মৌসুম।
এ সময়টা চাঙ্গা হয়ে ওঠে নবাবগঞ্জের অর্থনীতি। গ্রামের প্রান্তিক আম চাষি থেকে বেকার যুবক কারোরই ফুরসৎ থাকে না। গতবার বর্ষার আগেই আম শেষ হলেও এবার বাম্পার ফলনের কারণে তা হয়নি।
তবে চলতি সপ্তাহের শুরু থেকেই আড়তগুলোতে কমে আসছে আমের পসরা। আমকে ঘিরে কমে যাচ্ছে সেই নির্ঘুম ব্যস্ততা। নেই তেমন বিক্রি-বাট্টা। সেই সঙ্গে বেড়ে গেছে দামও।
তাই বর্তমানে আমের স্বাদ নেওয়ার সাধ্য সাধারণ মানুষের নাগালের অনেকটাই বাইরে চলে গেছে। কুরিয়ার সার্ভিস ও অন্যান্য পরিবহনের মাধ্যমে নবাবগঞ্জ থেকে দেশের দূর-দূরান্তে আম পাঠানো কমে গেছে।
নবাবগঞ্জে এবছর আম উঠতে শুরু করেছিল মে মাসের প্রথম সপ্তাহ থেকেই। প্রথমেই বাজারে এসেছিল গোপালভোগ, ক্ষিরসাপাত ও মোহনভোগ।
পর্যায়ক্রমে বাজারে আসে ল্যাংড়া, আম্রপলি, ক্ষুদি, বৃন্দাবনী, লক্ষণভোগ। বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে সুরমাসহ বিভিন্ন জাতের ফজলি। এছাড়া গত দুই দিন থেকে বাজারে এগুলোর পাশাপাশি আশ্বিনা আমও উঠতে শুরু করেছে। তবে টক বলে বিক্রি কম।
এখন কানষাট বাজারে ফজলি আম ৭০ থকে ৮০ টাকা, আম্রপলি (ছোট) ৬০ টাকা, আম্রপলি (বড়) ৮০ টাকা এবং ল্যাংড়া ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কানষাট আমের আড়ৎ থেকে ফরিদুর রহমান জানান, প্রায় প্রতিদিনই কেজিতে ৫/১০ টাকা করে আমের দাম বাড়ছে। এর কারণ হিসেবে তিনি জানান, আমের কেনাবেচায় এবং পরিবহন খাতে ব্যয় বাড়ার কারণে বেড়ে যাচ্ছে আমের দামও।
তাছাড়া আমের মৌসুমও প্রায় শেষ। অল্প কিছু আম আছে রমজান উপলক্ষ করে। রমজানে ফজলি ও আম্রপলির দাম দ্বিগুণ হবে বলে জানান তিনি।
তিনি বলেন, রমজানের মাঝামাঝি পর্যন্ত ল্যাংড়া আম যদি পাওয়া যায়, তাহলে দাম ২০০ টাকার বেশি কেজিতে গিয়ে দাঁড়াবে। ফজলি তার চেয়েও বেশি। চলতি সপ্তাহে নগরীর প্রতিটি বাজারে আমের সরবরাহ কমে আসা এবং দাম বেড়ে যাওয়ায় বিক্রিও কমে গেছে বলে জানান আম ব্যবসায়ী ফরিদুর রহমান।
নগরীর সুন্দরবন, আহমেদ, এসএ পরিবহন, জননীসহ বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আগের মত এখন আর ব্যস্ততা নেই। গ্রাহকদের আম পাঠানো একেবারেই কমে গেছে। ভরা মৌসুমের তুলনায় এখন ১০ ভাগ আমও বুকিং হচ্ছে না বলে জানিয়েছে কুরিয়ার সার্ভিসগুলো।
এদিকে, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিম উদ্দিন জানান, এবার প্রচন্ড তাপদাহ, খরা, পোকার আক্রমণ, পুরানো গাছে আম না ধরা এবং হপার পোকার সংক্রমণের কারণে আম উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা ছিল। এর পরেও এবার গত বছরের তুলনায় ৪১ হেক্টর বেশি জমিতে আমের আবাদ করা হয়। আর প্রতিকূলতার পরও বাম্পার ফলন হয়েছে।
যা থেকে প্রায় ৪০০ কোটি টাকার আম বাণিজ্য হয়েছে।
****অ্যাডমিন আজাদ
১ বছরের মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে পরীক্ষাতে পাশ করতে পারেনি..!!!.১ মাস এর মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে তার বেতন পায়নি..!!!.১ সপ্তাহের মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে হাসপাতালে ভর্তি ছিল..!!!.১ দিন এর মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে রোজা রেখেছিল...!!!.১ ঘণ্টার মূল্য বুঝতে চাইলে তাকেজিজ্ঞেস করতে হবে যে তার প্রিয়জনের অপেক্ষাতে ছিল...!!!.১ মিনিটের মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে ট্রেন মিস করেছে...!!!.১ সেকেন্ড এর মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করতে হবে যে মাত্র একটা অ্যাকসিডেন্ট থেকে রক্ষা পেল...!!!.আমাদের জীবনে প্রতিটি মুহূর্তই মূল্যবান!!...গতকাল ইতিহাস, আগামীকাল অজানা কিন্তু আজকের দিনটি আমাদের জন্য উপহার!!!!.....আর এ জন্যই একে বলে বর্তমান...!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Chapai Nawabganj
6300
Shibganj Bazaar, Shibganj
Chapai Nawabganj, 6000
This is a language club aiming to establish English as truly the second language of Bangladesh. Many