12/08/2020
প্রাথমিক বিদ্যালয়ে ৩-৫ বছরের বেশি থাকতে পারবে না শিক্ষকরা
শিক্ষায় দুর্নীতি বন্ধে প্রাথমিক বিদ্যালয়ে ৩-৫ বছরের বেশি থাকতে পারবে না শিক্ষকরা
1news.com.bd
ওয়ান নিউজ ডেক্সঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বদলি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ....
19/02/2020
ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি:
শব্দের মধ্য Tথাকলে "T" এর পর U হলে "T" এর
উচ্চারণ "চ" হবে। যেমন:- Future (ফিউচার), Century
(সেনচুরী), Mixture, Fixture.
-
শব্দের মধ্য "D" এর পর G হলে "D" এর উচ্চারণ হয়
না। যেমন:- Knowledge (নলেজ), Judge( জজ),
Bridge, Coleridge.
-
K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know
(নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge
(নলেজ)।
-
G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ"গ" হয়।
যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide
(গাইড)।
-
S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
-
W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:-
Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question এর
সব।
-
T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়। যেমন
National (ন্যাশনাল)।
-
i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় "ফ"
এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট),
High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
-
ng একত্রে হলে ং"এর উচ্চারণ হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ)।
-
শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয় না।
যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
-
G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয়
তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে
এবং তারপরেই যদি "N" থাকে তবে G silent থাকে।
Example:
1.Sign (সাইন) - চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) - প্রচার।
3.Reign (রেইন) - শাসন।
4.Design (ডিজাইন) - নকশা।
5.Resign (রিজাইন) - পদত্যাগ।
-
C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে
তার উচ্চারণ 'ক' হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে
দেখুন:-
Can (v, ক্যান্) - পারা।
Class (n, ক্লাস্) - শ্রেণি।
Colour (n, কালার্) - রং।
Cup (n, কাপ্) - পেয়ালা।
Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।
-
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার
উচ্চারণ 'স' হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:-
Center (n, সেন্টার্) - কেন্দ্র।
Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক।
15/10/2019
নবম শ্রেণির বিজ্ঞান বই আমিই বুঝি না, ছাত্ররা বুঝবে কী?
sylhettoday24.news
বর্তমান কারিকুলামে পাঠ্যবই লেখার পদ্ধতি ভালো না বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শিক্ষার্থীদে.....
05/05/2019
✪ আপনি কেন এমন একটি চাকরিতে আবেদন করেছেন যেটাতে আপনি বিশেষভাবে অধ্যয়ন করেন নি? - Why are you applying for a job that you didn’t major in?
✪ সাবাস! এইত ভাল ছেলের মত কাজ! - Well done! That’s like a good boy!
✪ আমি কোথায় পণ্য রাখার ঝুড়ি পেতে পারি? - Where can I find a shopping basket?
✪ কি ধরনের অভিজ্ঞতা আপনারা চাচ্ছেন? - What kind of experience are you looking for?
✪ আমি দুঃখিত, তিনি আজকে অফিসে আসেন নি - I’m sorry, he’s out of the office today
✪ এটার দাম কতো? - How much is it?
17/01/2019
টাকায় ভালবাসা কেনা যায় না...
10/12/2018
স্মৃতি শিক্ষা কাননের বেসরকারী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী একাংশ,,,
16/07/2018
Appropriate Preposition এর ব্যবহার শিখি...
✴ Justice to ( ন্যায় বিচার ) We should do justice to everybody.
✴Certain of ( নিশ্চিত ) He is now certain of his ground.
✴Plead with ( ওকালতি করা (ব্যক্তি) ) I pleaded with him for justice.
✴Long for ( কামনা করা ) He longed for fame.
✴Apply for ( আবেদন করা (কোন কিছু) ) He applied to the Secretary for the post.
✴Zealous for ( আগ্রহী ) He is zealous for improvement.
16/12/2017
গৌরবান্বিত বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা..
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
13/12/2017
#দেশি_শব্দ
গল্পটি মনে রাখুন
গল্প>>>>>
আবুল এক গঞ্জের কুঁড়ি ডাগর টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় খেয়া ডিঙ্গা করে খড় , কুলা, চুলা, চিংড়ি, চাউল, ডাব, ঝিঙ্গা, ঢেঁকি, বিক্রি করতে গেল নারিকেল পাঠা । উল্টা পথে ঝাড়ের ভিরে ছিল আড় ওত পেতে থাকা খাড়া কালো বাদুড়। খোঁকা চাপা মারিস না।
-----------
এখন মিলিয়ে নিন
-------------------
দেশি শব্দ:
-------------------
গঞ্জ, কুঁড়ি, ডাগর, টোপর, চোঙ্গা, পেট, খেয়া, ডিঙ্গা, খড়, কুলা, চুলা, চিংড়ি, চাউল, ডাব, ঝিঙ্গা, ঢেঁকি, নারিকেল, পাঠা, উল্টা, ভির, আড়, ওত, খাড়া, কালো, বাদুড়, খোঁকা, চাপা।
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
20/11/2017
🌀স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 🌀
01/11/2017
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
01/04/2017
শত ভাগ পাশ, তারপর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে নেয়া সার্টিফিকেট ব্যক্তির উন্নতিতে কাজে আসলেও সত্যিকার অর্থে কী দেশের উন্নয়নে কাজে আসছে?
বিপ্লবের পর চীন অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রায় ১২ বছর তাদের দেশে বিশ্ববিদ্যালয়েভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিলো। চীন সরকারের বক্তব্য ছিল, এত ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে? কোথায় চাকরি পাবে? কেই বা চাকরী দিবে? এত হাজার হাজার বেকারকে চাকরী দেয়ার মত প্রতিষ্ঠান চীনে নেই।
এই সময়টায় চীন ছাত্রছাত্রীদের আধুনিক প্রশিক্ষন দিয়েছিল নানা ধরনের ট্রেড কোর্সে। স্বল্প মেয়াদী ট্রেড কোর্স শিখে চীনের ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে গেলো। প্রতিটি বাড়ি গড়ে উঠল একটা করে ছোট ছোট কারখানায়। পরিবারের সবাই সেখানে কাজ করে। বড় ফ্যাক্টরী করার আলাদা খরচ নেই। ফলে পন্যের উৎপাদন খরচ কমে গেলো। বর্তমানে যে কোন পন্য স্বস্তায় উৎপাদন করার সক্ষমতায় তাদের ধারে কাছে কেউ নেই। পৃথিবীর প্রতিটি অঞ্চলে চাইনিজ পন্যের প্রসার বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা বিশ্ব বানিজ্যের এক অপ্রতিরোধ্য পরাশক্তি। উপযুক্ত মুল্য দিলে তারা এমন জিনিস বানিয়ে দেবে যার গ্যারান্টি আপনি চাইলে ১০০ বছরও দিতে পারবেন।
বাংলাদেশে সিমফোনি, ওয়ালটনসহ বহু প্রতিষ্ঠান এই চায়নার বদৌলতেই কিছু করে খাচ্ছে। অপর দিকে বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বানানোর কারখানা। এর আধুনিক নাম বিশ্ববিদ্যালয়।প্রতি বছরই দুই একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হচ্ছে আর বের হচ্ছে কয়েক হাজার বেকার। দল বেঁধে পড়ানো হচ্ছে বিবিএ, এমবিএ অথবা চিরচরিত সেই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ানিং। এত বেকারের ভীড়ে চাকরী বাংলাদেশে একটি সোনার হরিন। কোম্পানীরাও এটা বুঝে। ফলে এই দেশের শিক্ষিত ছেলেরা প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না, চাকরী পায় না আর পেলেও সহ্য করতে হয় মালিক অথবা বসের নানাবিদ অদ্ভুত পরীক্ষা ও অপেশাদার আচরন।
অবশ্য, দীর্ঘদিন বিভিন্ন জাতির শোষনের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের জাতির জীনে প্রবেশ করেছে ভৃত্যগিরির মানসিকতা। আমরা মনে করি স্যুট, টাই পড়ে কোন কাজ করতে পারলেই বুঝি সেখানেই জাতির সফলতা। এটা আসলে একটি অপ্রকাশ্য দৈন্যতা, যে কেউ স্বীকার করছেন না।
এই দেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে। তাই, বাংলাদেশের উচিত চীনের মত একটা পদক্ষেপ নেয়া। চাকরী করে দেশের উন্নতি হয় না, আমাদের উদ্যোক্তা প্রয়োজন। তাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন, গুরুত্ব দেয়া উচিত কর্মমুখী শিক্ষায়। সরকার একটু সচেতন হলেই খুব অল্প কয়েক বছরের মধ্যেই আমরা এই দেশের চেহারা পালটে দিতে পারি।
কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে?
(collected)
23/03/2017
২০১৭ সালের দিনপঞ্জিকা (বিদ্যালয়ের ছুটির তালিকা অনুসারে)
22/03/2017
আপনি কি একমত???
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
26/02/2017
‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’
একবার এক মরুপ্রান্তরে হযরত বড়পীর (রাঃ) ভ্রমণ করছিলেন।
ইবাদত-বন্দেগী ও ধ্যানসাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য থেকে আওয়াজ এলো! হে আবদুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। অতএব, এখন থেকে শরীয়তের কোন বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি ইবাদত কর বা না কর, এতে কিছু আসবে যাবে না। যে কোন ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন।
এ ধরনের কথা শুনে হযরত জিলানী (রাঃ) খুব দৃঢ়তার সাথে ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়লেন। অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তোর এ প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে, এ তোর ভয়াবহ কৌশল। আমকে পথচ্যুত করার এক মারাত্মক কূটচাল। কেননা, পবিত্র কোরআনে আছে, আল্লাহ কোন মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোন পর্যায়েই ইবাদ-বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ কখনও কোন ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনামাত্রই আমি বুঝতে পেরেছি যে, এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। এ নিশ্চয়ই শয়তানের কৌশল।
এ কথা শুনে শয়তান বলল, এ ধরনের কথা বলে এর আগে আমি এই প্রান্তরেই অন্তত ২৭ জন সাধকের সর্বনাশ করেছি। আজ আপনি নিজ প্রজ্ঞা, জ্ঞান ও উচ্চপর্যায়ের সাধনাবলেই রক্ষা পেয়ে গেলেন, হে যুগশ্রেষ্ঠ ওলী। তখন এ কথা শুনে হযরত জিলানী (রাঃ) আবার পড়লেন ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’।
অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া ধূর্ত প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোন শক্তি ও ক্ষমতা আমার নেই। শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ারও দোয়া আল্লাহর প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত জিলানী (রাঃ) এ দোয়া পড়ে বলতে লাগলেন, ঘটনার শেষ অংশে এসে তুই আমাকে নতুন করে আবার ধোঁকা দেয়ার চেষ্টা করছিস হে বিতাড়িত শয়তান। তুই বুঝাতে চাইছিস যে, আমার জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা আমি রক্ষা পেয়েছি। অথচ আমি যে দোয়াটি পড়েছি, এতে বলা আছে ‘আল্লাহর সাহায্য ও করুনা ছাড়া রক্ষার কোন উপায় বান্দার নেই। এ মন্তব্য শুনে শয়তান বলল, সত্যিই আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা। কোনভাবেই আমি আপনাকে খোদাবিমুখ করতে পারলাম না। একথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল।
# মু’আয (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাঃ) বলেছেনঃ ‘’আমি কি তোমাকে জান্নাতের দরজা সমুহের মধ্যকার একটি দরজার কথা অবহিত করব না?’’ মু’আয (রাঃ) বলেন, সেটা কি? রাসুল (সাঃ) বললেনঃ ‘’লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’ সহীহ আত-তারগীব ১৫৮১
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📝
21/02/2017
যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলি, তাদের স্মরণে "স্মৃতি শিক্ষা কানন" এর ছাত্র-ছাত্রীদের শ্রদ্বাঞ্জলি...
একুশে অমর হউক ✌
20/02/2017
বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা...
19/02/2017
আমাদের বর্তমান....
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
18/02/2017
একটু ঝালাই হয়ে যাক :)
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি:
শব্দের মধ্য Tথাকলে "T" এর পর U হলে "T" এর
উচ্চারণ "চ" হবে। যেমন:- Future (ফিউচার), Century
(সেনচুরী), Mixture, Fixture.
-
শব্দের মধ্য "D" এর পর G হলে "D" এর উচ্চারণ হয়
না। যেমন:- Knowledge (নলেজ), Judge( জজ),
Bridge, Coleridge.
-
K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know
(নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge
(নলেজ)।
-
G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ"গ" হয়।
যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide
(গাইড)।
-
S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
-
W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:-
Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question এর
সব।
-
T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়। যেমন
National (ন্যাশনাল)।
-
i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় "ফ"
এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট),
High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
-
ng একত্রে হলে ং"এর উচ্চারণ হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ)।
-
শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয় না।
যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
-
G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয়
তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে
এবং তারপরেই যদি "N" থাকে তবে G silent থাকে।
Example:
1.Sign (সাইন) - চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) - প্রচার।
3.Reign (রেইন) - শাসন।
4.Design (ডিজাইন) - নকশা।
5.Resign (রিজাইন) - পদত্যাগ।
-
C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে
তার উচ্চারণ 'ক' হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে
দেখুন:-
Can (v, ক্যান্) - পারা।
Class (n, ক্লাস্) - শ্রেণি।
Colour (n, কালার্) - রং।
Cup (n, কাপ্) - পেয়ালা।
Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।
-
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার
উচ্চারণ 'স' হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:-
Center (n, সেন্টার্) - কেন্দ্র।
Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক।
Grateful to Ononto Akash
08/02/2017
একটু ঝালাই হয়ে যাক :)
📚📚 সাধারন জ্ঞান 📚📚
⭕পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু।
⭕পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন।
⭕তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা।
⭕পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা – পরস্পর সমান।
⭕পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল।
⭕বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি।
⭕ ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড।
⭕সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।
⭕সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি ।
⭕পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের জন্য।
- Ononto Akash
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan📖
08/02/2017
একটু ঝালাই হয়ে যাক :)
✪ Don’t be afraid – ভয় পেয়ো না।
✪ Don’t give up – (চেষ্টা) ছেড়ে দিওনা।
✪ Don’t worry about this – এ ব্যাপারে চিন্তা করোনা।
✪ Don’t break the rules – নিয়ম ভেঙ্গো না।
✪ Don’t tell me lie – আমাকে মিথ্যা বলোনা।
✪ Don’t lose my number – আমার নাম্বারটি হারিয়ে ফেলো না।
✪ Don’t argue with fools – বোকাদের সাথে তর্ক করোনা।
✪ Don’t forget your manners – তোমার আচরণের কথা ভুলো না।
✪ Don’t make me laugh – আমাকে হাসিও না।
✪ Don’t break my heart – আমার হৃদয় ভেঙ্গো না।
✪ Don’t waste your time – তোমার সময় নষ্ট করোনা।
✪ Don’t excess talk to strangers – অপরিচিত লোকের সাথে অতিরিক্ত কথা বলোনা।
- Ononto Akash
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📖
30/01/2017
1.এটা কত দূর?
-How far is it?
-(হাউ ফার ইজ ইট)
2.মেয়েটি কেমন আছে
-How is she?
-(হাউ ইজ সি)
3.আপনি কি আমাকে পরে ফোন করতে পারবেন?
-Can you call back me later?
-(ক্যান ইউ কল ব্যাক মি লেটার)
4.আপনি কি এটা আমার জন্য বইতে পারবেন?
-Can you carry this for me?
-(ক্যান ইউ ক্যারি দিস ফর মি)
5.আমাকে সাহায্য করতে পারবেন?
-Can you help me?
-(ক্যান ইউ হেল্প মি)
6.আপনি এটা ঠিক করতে পারবেন?
-Can you fix this?
-(ক্যান ইউ ফিক্স দিস)
7.আপনি কি একটা উদাহরন দিতে পারেন ?
-Can you give an example?
-(ক্যান ইউ গিভ এন ইক্সাম্পেল)
8.আপনি কি আমাকে সাহায্য করতে পারেন?
-Can you help me?
-(ক্যান ইউ হেল্প মি)
9. আমার জন্য এটা ধরে রাখতে পারবেন?
-Can you hold this for me?
-(ক্যান ইউ হোল্ড দিস ফর মি)
:
:
▶পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন। আর পোষ্টটি ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদেরকে উত্সাহ দিবেন।
-
পোষ্টঃ Yusuf Ali (ইউসুফ)🐸
28/01/2017
মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করেনা, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
- ডেল কার্নেগী
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
23/01/2017
বর্তমান শিক্ষা জাতির ভবিষ্যত উজ্জ্বল করবেতো...?
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan
22/01/2017
এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষনা দিয়ে দেয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান।
সবার কাছে রাজার এই নির্দেশ পৌছে দেয়া হলো। একলোক ভাবলো যে সবাইতো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের যায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো।
সকাল বেলা রাজা তার প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠলো। তার সাধের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল, সেখানে এক ফোঁটা দুধও ছিল না।
আসলে সবাই ভেবেছিলো যে- আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই।
ছোটবেলার এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভেবো না যে আর কেউ এ কাজটি করবে,তাই তোমার কষ্ট করার দরকার নেই। বরং ভাবো যে ভাল কাজটা তোমার থেকেই শুরু হবে, যদি তুমি না করো তবে কেউ করবে না।
14/01/2017
সংগৃহীত
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📖
12/01/2017
যদি আরেকটা যুদ্ধ বাধে তাহলে বর্তমানে অধিকাংশ ছেলে মেয়েরা ফেসবুক এ যুদ্ধ করবে, কিবোর্ড দিয়ে। বর্তমানে দেশের সেলফি যুব সমাজের যে অবস্থা, খুবই লজ্জা জনক। উন্নতি মানে এই না যে আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় আমরা ভুলে যাব। দোষ শুধু যুব সমাজেরও না, বর্তমান সমাজের যে অবস্থা, সেখান থেকে ভাল কিছু আশা করাও সম্ভব না।
সন্তানের বাবা-মা, ভাই, বোন ও শিক্ষক-শিক্ষিকাদের আরও সচেতন ও সজাগ হওয়া প্রয়োজন।
সামনে কী আল্লাহই ভাল জানেন। তবে এর পরিবর্তন দরকার খুব শিগ্রই।
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📝
12/12/2016
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📝
11/12/2016
স্মৃতি শিক্ষা কানন, কুমিল্লা - Smriti Shikkha Kanan 📝