
আজকে ছাত্রদের কে নামাজের প্র্যাকটিস
Official page OF Assunnah Model Madrasha-Chittagong নীতি বান ও ধার্মিক প্রজন্ম গড়ার মিশনে আমরা বদ্ধ পরিকর
আজকে ছাত্রদের কে নামাজের প্র্যাকটিস
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ !
সম্মানিত অভিভাবক !
এতোদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২ ই জুলাই ২০২৫ইং রোজ শনিবার এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটির অংশ হিসেবে নামাজ শিক্ষা, ড্রয়িং ক্লাস, ইসলামী সঙ্গীত, ও স্পোকেন ইংলিশের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
অতএব, ১২ ই জুলাই ২০২৫ইং রোজ শনিবার ছাত্র-ছাত্রিরা রং-পেঞ্চিল, ড্রয়িং বই, ড্রয়িং খাতা ইত্যাদি নিয়ে মাদরাসায় আসবে।
সাদমান এর সংগীত পরিবেশন
Play
আলহামদুলিল্লাহ!
গতোকালের আশুরা,মুহাররম,ও হিজরী বিষয়ক অনুষ্ঠানে তথ্যবহুল ও চমৎকার আলোচনা করেন জামিয়া দারুল মারিফ আল ইসলামীয়ার সিনিয়র শিক্ষক বিশিষ্ট লেখক, গবেষক, মাওলানা হামেদ ইবনে ফরিদ আল্লাহ কবুল করুন আমীন।
আগামীকাল আশুরার ছুটি
আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ!
সম্মানিত অভিভাবক!
এতোদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ রবিবার ৬ ই জুলাই ২০২৫ ইংরেজি,১০ ই মুহাররাম পবিত্র আশুরা উপলক্ষে জেনারেল বিভাগের ক্লাস প্লে- পঞ্চম শ্রেণি, এবং মকতব, অনাবাসিক, ডে-কেয়ার, কোচিং বন্ধ থাকবে।
অতএব ৭ই জুলাই ২০২৫ ইংরেজি রোজ সোমবার থেকে নিয়মতান্ত্রিকভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ !
সম্মানিত অভিভাবক !
এতোদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৫ ই জুলাই ২০২৫ইং রোজ শনিবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির অংশ হিসেবে নামাজ শিক্ষা, ড্রয়িং ক্লাস, ইসলামী সঙ্গীত, ও স্পোকেন ইংলিশের ক্লাস আরবি নববর্ষ ও হিজরীর তাৎপর্য এবং মহররম ও আশুরা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
অতএব, ৫ই জুলাই ২০২৫ইং রোজ শনিবার ছাত্র-ছাত্রিরা রং-পেঞ্চিল, ড্রয়িং বই, ড্রয়িং খাতা ইত্যাদি নিয়ে মাদরাসায় আসবে।
বিশেষ দ্রব্য!
সকাল ১১.৩০ টায় সব ক্লাসের ছুটি হবে ইনশাল্লাহ
ক্লাস ওয়ানের আবরার আজওয়াদ তার বন্ধুদের জন্য চকলেটের আয়োজন করে এবং সবাই খুশি আনন্দে তার আয়োজনকে গ্রহণ করে।
তার জন্য সবার কাছে দোয়ার আবেদন রইলো!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
সম্মানিত অভিভাবক !
এতোদ্বারা আসসুন্নাহ মডেল মাদরাসার নার্সারির অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকালবেলা ক্লাসের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় থাকা ও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির কারণে নার্সারির ক্লাস মূল সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে আগামী ১লা জুলাই ২০২৫ ইং রোজ মঙ্গলবার থেকে সকাল ৮:০০টায় আরম্ভ হয়ে ১০টা ১৫ মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ!
অতএব, নার্সারির শিক্ষার্থীদেরকে সকাল ৭টা ৪৫ মিনিটের পূর্বে মাদরাসায় উপস্থিত করানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রতি শনিবারে ন্যায়আজকে শনিবারও ছাত্রদের আমলের প্র্যাকটিস চলছে আলহামদুলিল্লাহ
Official page of Assunnah Model madrasha-Chittagong
Monday | 07:00 - 21:00 |
Tuesday | 07:00 - 21:00 |
Wednesday | 07:00 - 21:00 |
Thursday | 07:00 - 21:00 |
Saturday | 07:00 - 21:00 |
Sunday | 07:00 - 21:00 |