আলহামদুলিল্লাহ,,,,,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন ভিত্তিক রচনা (আরবী) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টনকী সাদেকুল উলুম ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী মারিয়া আক্তার পিতা মাওঃ মাহবুবুল আলম ওয়াহিদী সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
Tonki Sadekul Ulum Alim Madrasah টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা
Tonkey , Karmamoth (3452)
Aahaura , Brahmanbaria. Foundation by 1/1/1984. EIIN No: 103166
Phone: +88
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা
রুপসী বাংলার পূর্ব প্রান্তে ভারত সংলগ্ন তিতাসের কুলঘেষে ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী আদর্শ গ্রামে অবস্থিত এই টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা। যা আখাউড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ১/১/১৯৮৪ সালে টনকী গ্রামের পূর্ব পুরুষ মরহুম সাদেকুল্লাহর নামে মাদরাসাটি প্রতিষ্ঠাতা করেন মরহুম জনাব আলহাজ্জ বজলুর রহমান, মরহুম মো: ইব্রাহিম
Operating as usual
মহান বিজয় দিবস ২০২৩
আবশ্যক!!
15.11.2023
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ( মাদ্রাসা ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ ( ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত ) এবং সরকারি বিধি মোতাবেক টন্কী ছাদেকুল উলুম ফাজিল মাদ্রাসা , ( আলিম এমপিভুক্ত এবং ফাজিল পাঠদানের অনুমতিপ্রাপ্ত ) , পৌ : কর্মমঠ , উপজেলা : আখাউড়া , জেলা : ব্রাহ্মণবাড়িয়া । ১। অধ্যক্ষ ০১ জন , ২। ইবতেদায়ী প্রধান ০১ জন , ৩। অফিস সহকারী - কাম - হিসাব সহকারী ( কম্পিউটার অপারেটিং - এ দক্ষতাসম্পন্ন ) ০১ জন আবশ্যক । অধ্যক্ষ পদে আলিম / ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে সর্বনিম্ন ৩ বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে । অধ্যক্ষ পদে এক হাজার টাকার অন্যান্য পদে পাঁচশত টাকার পে - অর্ডার / ব্যাংক ড্রাফট ও দুই কপি ছবি , প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন । -সভাপতি , মোবাইল | ০১৬৭১-৬৯৪২০৯
***বিছমিল্লাহির রাহমানির রাহিম***
... আসসালামু আলাইকুম,.....
এতদ্বারা টনকী সাদেকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এর আলিম ১ম বর্ষে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ ) ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮-১০-২০২৩ খ্রিঃ রোজ রবিবার থেকে ক্লাশ আরম্ভ হবে। অতএব, সকল শিক্ষার্থীদেরকে সকাল ১০ টায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো ।
নির্দেশক্রমে,
মোঃ মুজিবুর রহমান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত )
অত্র মাদ্রাসা।
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার শুভাকাঙখী ও শুভানুধ্যায়ীগণকে ধন্যবাদ জানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা ২০২৩ সালে দাখিল পরীক্ষার ফলাফল নিয়ে মন্তব্য করছেন, লিখছেন মনে হয় মাদ্রাসাকে ভালবেসে বলছেন, প্রতিহিংসা থেকে নয়! (২০২১-২২ শিক্ষাবর্ষের)-২০২৩ সালের পরিক্ষার্থীরা ২০১৯, ২০২০ করোনা কালীন সময়ে অটোপ্রমোশন পেয়ে ৭ম, ৮ম পেরিয়ে এসেছেন যার দরুন শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার কমতি ছিল। বিষয়টি বর্তমান কমিটি জানতে পেরে অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষকদের নিয়ে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। যেমন ১। অভিভাবক সমাবেশ। ২। অতিরিক্ত ক্লাস নেয়া। ৩। সাপ্তাহিক, মাসিক পরীক্ষা গ্রহণ। ৪। শিক্ষার অধিকতর মান্নোয়নে কমিটির সদস্য ও শিক্ষক সমন্বয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা।
৫। শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণে জরিমানা নির্ধারণ ইত্যাদি। তারপরও ১০০% উপস্থিতি ও অভিভাবকদের আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। যার প্রত্যক্ষদর্শী বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটি।
যারা আজকের ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি কি মাদ্রাসার বিগত বছরের ফলাফলসমূহ অবগত আছেন? বিগত বছরের ফলাফল সমূহ আপনাদের পর্যালোচনা ও পর্যবেক্ষণের সুবিধার্থে সংযুক্ত করা হলো।
যে সকল সাবেক ছাত্র বিবেকহীন অবিবেচক মন্তব্য করছেন তাদের বুঝা উচিৎ শিক্ষকগণ অতীত জানেন এবং নিঃস্বার্থভাবে পড়াশোনা করানোর জন্য কত না চেষ্টা করেছেন। কিন্তু অনেকের ভাগ্যে পড়াশোনা করা সম্ভব হয়নি।
সম্মানিত এলাকাবাসী আপনাদের জ্ঞাতার্থে আখাউড়া উপজেলার ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। আমরা আগামীতে আরও ভালো ফলাফল করতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ! এতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে মাদ্রাসা কর্তৃপক্ষ।
কাজের কারনে অনেকটা লন্ডভন্ড আখাউড়া স্টেশন। অনেকে চিনতেই পারে না।
নির্মান কাজ চলছে ধুমছে
টনকি আলিম মাদ্রাসার দৃশ্য
বিসমিল্লাহির রহমানির রাহিম
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম,
*টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা*
(প্রস্তাবিত ফাজিল মাদ্রাসা)
টনকী, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
৯০ দশকে ৩.১১ একর অখণ্ড নিজস্ব জমির উপর বর্তমান স্থানে মাদ্রাসার ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের প্রত্যাশা প্রতিষ্ঠানের পরিবেশ ও মানোন্নয়নের লক্ষে বর্তমান গভর্নিং বডি মাদ্রাসার চৌহদ্দিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। যার প্রেক্ষিতে গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিদের নেতৃত্বে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিশেষ করে যুব সমাজের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে মাদ্রাসার সীমানা নির্ধারণ করা হয়। সীমানার প্রাচীর নির্মাণের লক্ষে এ পর্যন্ত (দক্ষিণ +পশ্চিম +উত্তর পার্শ্ব) সীমানায় মোট ২৩ টি RCC পিলার বসানো হয়েছে। এমতাবস্থায় সীমানা প্রাচীরের কাজ সমাপ্ত করা প্রয়োজন। সীমানা প্রাচীরের ব্যয়বহুল কাজ সমাপ্ত করণে দানবীরদের অর্থায়ন ছাড়া শুধু মাদ্রাসার পক্ষে সম্ভব নয়। *এতে মাদ্রাসা প্রেমিক, শুভাকাঙ্ক্ষী, বিদ্যোৎসাহী, ছাত্র-ছাত্রী (প্রাক্তন/বর্তমান) প্রবাসী, ব্যবসায়ী যে কেউ এই মহতি কাজে শরিক হতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ স্বাগত জানাবে* ।
উল্লেখ্য যে, টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার লিল্লাহ বডিং ও এতিমখানাটি টনকী গ্রামবাসীর যাকাত, ফিতরা, কুরবানির চামড়া, মানত ও সাধারণ দানে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হচ্ছে। যার ফলে অসংখ্য এতিম, দরিদ্র, অসহায় পরিবারের সন্তানেরা দ্বীনি শিক্ষা অর্জন করছে। এই সকল ছাদকায়ে জারিয়ায় রমজানুল মোবারক উপলক্ষে যাকাত, ফিতরাহ, দান করে আপনিও অশেষ নেকী হাসিল করতে পারেন।
নিবেদক,
সভাপতি ও অধ্যক্ষ (সদস্য সচিব),
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা।
যোগাযোগ
01671-694209
01788909766
01729593660
বীর মুক্তিযোদ্ধা জনাব,আবদুল আলিম ভূইয়া দীর্ঘ দিন
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন। আল্লাহ উনার নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করেন, গুনাহগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন,,, মাদ্রাসার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার কে সমবেদনা জানাচ্ছি।
আজ টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার গভর্নিং বডির নব-নিযুক্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অত্র মাদ্রাসার সাবেক সফল সভাপতি জনাব মোঃ জিয়াউল ইসলাম ভূঁইয়ার সুযোগ্য পুত্র জনাব মো. নাসিম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত সভাপতি কে শিক্ষকমন্ডলী, অভিভাবক প্রতিনিধি ও টনকী গ্রামবাসীর পক্ষ থেকে মাল্য দান করা হয়। মাদরাসা মিলনায়তনে সহকারী অধ্যাপক জনাব মুজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মো. কামাল ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান- ১নং মনিয়ন্দ ইউ.পি, জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া সভাপতি- কর্মমঠ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবু নাসের ভূঁইয়া, দাতা সদস্য জনাব এনামুল হক ভূঁইয়া,অধ্যক্ষ হযরত মওলানা আব্দুল কাইউম,
সহকারী অধ্যাপক জনাব খোরশেদ আলম, ইউ.পি সদস্য জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া এবং অভিভাবক প্রতিনিধি সহ টনকী গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জনাব মোহাম্মদ নাসিম ভূঁইয়া, কসবা আখাউড়ার গণমানুষের নেতা, আইন বিচার ও সংসদবিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এর স্নেহধন্য ও মনোনীত।
১১ই মে (বুধবার)
২০২২ খ্রিষ্টাব্দ
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার গভর্নিং বডির নব-নিযুক্ত সভাপতি জনাব মো. নাসিম ভূঁইয়া কে শিক্ষকমন্ডলীদের পক্ষে মাদরাসা মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মওলানা আব্দুল কাইউম সাহেব ও বাংলা প্রভাষক সাদেকুল ইসলাম রতন।
অদ্য ২০/৯/২০২১খ্রিঃ টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা, টনকী,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিদর্শনে আসেন, আখাউড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের সহকারী পরিদর্শক জনাব জসিম উদ্দিন, স্বাস্থ্য সহকারী সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সম্মানিত সভাপতি আলহাজ্ব সামছুল হক ভূইয়া এবং অধ্যক্ষ সহ শিক্ষক মণ্ডলী। স্বাস্থ্য সম্মত পরিবেশ দেখে পরিদর্শক সন্তোষ প্রকাশ করেছে।
“বিছমিল্লাহির রহমানির রহীম”
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা
টনকী,আখাউড়া, ব্রাহ্মণ বাড়িয়া।
জরুরী বিজ্ঞপ্তি
---------------------
এতদ্বারা দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখনো যাদের রেজিষ্ট্রেশন ফি জমা দেয়া হয়নি, আগামী ১০ই সেপ্টেম্বর ২০২১খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই জমা দেয়ার জন্য অনুরোধ করা হইল।
প্রয়োজনে যোগাযোগ করুন
০১৭৮৮৯০৯৭৬৬,
০১৩০৯১০৩১৬৬,
০১৭২৬৩৩৫২৯৭,
০১৭২৯ ৫৯৩৬৬০
জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া অনুষ্টান পালিত হয়েছে। টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায়
টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসা,
আখউড়া, ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করছেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব সামছুল হক ভূইয়া এবং শিক্ষার্থীরা আত্মস্থ করেছে জাতির জনকের ঐতিহাসিক স্মৃতি।
#নোটিশ
টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসা, টনকী, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এর অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ থেকে আলিম (২য় বর্ষ) শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণে প্রয়োজনীয় তথ্য স্বাস্থ্য বিধি মেনে মাদ্রাসায় জমা দিতে অভিভাবক ও শিক্ষার্থী কে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। (২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদেরও ইউনিক আইডির ফরম পূরণ করতে হবে)।
টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়।
“টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসা ”
টনকী, কর্মমঠ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
আলিম পরীক্ষা ২০২০ খ্রিষ্টাব্দ এর ফলাফল
বই বিতরণ উৎসব ২০২১ খ্রিষ্টাব্দ।
ভর্তি চলছে,,,ভর্তি চলছে,,,ভর্তি চলছে
টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসা
টনকী,কর্মমঠ,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
১ম-৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের এবং অভিভাবক গণকে জানান যাচ্ছে যে, এসাইনমেন্ট তৈরী করে জমা দেয়ার জন্য নির্ধারিত সিলেবাস ও প্রয়োজনীয় দিকনির্দেশনা মাদ্রাসা থেকে যারা এখনো গ্রহণ করেন নাই, দ্রুত নির্ধারিত শ্রেণি শিক্ষকের সাথে স্বাস্থ্য বিধি মেনে যোগাযোগ করতে অধ্যক্ষের নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।
নিবেদক,
মোঃমুজিবুর রহমান
সহকারী অধ্যাপক।
#দৃষ্টি_আকর্ষণ
আখাউড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার নবনির্মিত মসজিদ এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ করতে আরো কিছু আর্থিক সাহায্য/ দানের প্রয়োজন।
অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ টনকী গ্রামের দেশ-বিদেশে অবস্থানরত সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহতালার ঘর এই মসজিদে মুক্ত হস্তে দান করি।
নিশ্চয়ই আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন।
যোগাযোগ_
হযরত মাওলানা মজিবুর রহমান সাহেব
মোবাইল 01729593660
হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব
মোবাইল
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Brahmanbaria
3452
Opening Hours
Monday | 10:00 - 15:30 |
Tuesday | 10:00 - 15:30 |
Wednesday | 10:00 - 15:30 |
Thursday | 10:00 - 13:00 |
Saturday | 10:00 - 15:30 |
Sunday | 10:00 - 15:30 |
Shahbazpur 2nd Gate, Shahbazpur, Shahbazpur, Sarail
Brahmanbaria, 3431
α plαcє σf єхcєllєncє whєrє ѕtudєntѕ αrє cαrєd. σnє σf thє вєѕt lєαrnín
1020/15 Bypass Road, Datiara (Beside CJM Court/LGED Office)
Brahmanbaria, BRAHMANBARIA-3400
CSE Dept. staffed with skilled faculties and equipped with state-of-the-art infrastructures.
Morail
Brahmanbaria, 3400
We are providing best mentorship in brahmanbaria