Chhatura Chandpur Online School & College

Chhatura Chandpur Online School & College

Share

This is the online school for Chhatura Chandpur School and collge students.

Operating as usual

24/03/2024
Photos from Mp3 সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তজাতিক's post 21/03/2024
10/01/2024
12/08/2023
14/05/2023

ঘুর্ণিঝড় মোখা'র কারণে সকল শিক্ষা বোর্ডের ১৫/০৫/২০২৩ খ্রীঃ তারিখের (সোমবার) এর এসএসসি / সমমানের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।

14/05/2023
02/01/2023

ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণের জন্য মনোনীত শিক্ষকের নামের তালিকা ।

01/01/2023

নতুন কারিকুলামে যেভাবে শিখন শেখানো কার্যক্রম চলবে-
১ জানুয়ারি-২০২৩ ইং হতে চালু হওয়া, নতুন কারিকুলাম শিক্ষকদের দক্ষতায় বাস্তবায়ন করা হবে। মানে শিক্ষকদের প্রচুর কাজ থাকবে। যা শিক্ষক নির্দেশিকায় দেওয়া আছে।
যোগ্যতা= জ্ঞান, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এর সমষ্টি।
প্রতি ক্লাসে ১০ টি মূল যোগ্যতার উপর শিক্ষার্থীরা ধারনা লাভ করবে।
👉বই থাকবে প্রতি বিষয়ে ২টি-
১। শিক্ষার্থীদের পাঠ্য বই
২। শিক্ষক সহায়িকা বই। যা দেখে শিক্ষক সেশন (ক্লাস) পরিচালনা করবেন। মানে কিভাবে সেশন চলবে তা এই বই'এ দেওয়া থাকবে। বইটি শিক্ষকদের ট্রেনিং এর সময় দেওয়া হতে পারে।
👉শিক্ষার্থী মূল্যায়ন হবে জাতীয়ভাবে তৈরি Apps এর মাধ্যমে। শিক্ষক প্রতি সেশন/অধ্যায় শেষে মূল্যায়ন করবেন।
তা শিক্ষক রেকর্ড রাখবেন।
👉মূল্যায়ন হবে ৩টা ধারায়
1. PI-C ( পারদর্শীতার সূচক)
2. PI- S (সামষ্টিক পারদর্শীতার সূচক)
3. BI - (আচরণিক)
👉সামষ্টিক মূল্যায়ন হবে ২টা (অর্ধ-বার্ষিক ও বার্ষিক)
👉বছর শেষ অনলাইন থেকে রেজাল্ট শীট প্রিন্ট নিতে হবে।
👉শিক্ষার্থীর রোল হবে UID অনুযায়ী ( ইতোমধ্যে যে ইউনিক আইডি করা হয়েছে।)
👉শিক্ষার্থীদের রোল বছরে বছরে পরিবর্তন হবে না।
# মাথা থেকে আগে কি পদ্ধতি ছিল ভুলে গিয়ে "পরিবর্তনের সাথে আছি সাথে থাকবো" এই স্লোগানকে ধারন করে পজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন যুগে প্রবেশ করতে হবে।
শিক্ষার্থীরা মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতায় শিক্ষা লাভ করবে।
বিস্তারিত শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে সবাই জানতে পারবে।
(কপি & পেস্ট)
কাজী আমজাদ হোসেন স্যার থেকে।

17/11/2022

শিক্ষনীয় পোস্ট:
**************
এক বাদশাহর দরবারে একদিন এক লোক এসে বললো, জাঁহাপনা, আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন। দয়া করে আমাকে একটি চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বললো, হুজুর, আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো! দেখা যাক লোকটাকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তাঁর ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন।
কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তাঁর সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো তো আমার ওই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাহকে বললো, জাঁহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে তাকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে লাখ টাকা খরচ করে ওকে কিনেছি, পালছি! আর তুমি বলছো ওর জাত ভালো না?
লোকটি তবুও তার কথায় অনড় রইলো। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, নাহলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বললো, জাঁহাপনা, আমাকে দয়া করে ক্ষমা করুন। আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল। তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড়ো করেছি। বাদশাহ তখন লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বললো, জাঁহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়। এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাদশাহ খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগী উপহার দিলেন।
কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন, তা তোমাকে বলতে হবে। লোকটি বললো, জাঁহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটা এসে বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বললো, জাঁহাপনা, রানীমাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে, আমার ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না৷ আগে যাচাই-বাছাই করবেন। বাদশাহ বললেন, বেশ তা'ই হবে। লোকটি বললো, রানীমা কোনো রাজবংশের মেয়ে না। তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যিই রেগে গেলেন। নিজে দেখেশুনে পিতা-মাতার পছন্দসই অন্য রাজ্যের বাদশাহর মেয়ে বিয়ে করেছেন, আর ব্যাটা বলে কি না তিনি রাজবংশেরই মেয়ে না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছেন, আগে যাচাই-বাছাই করবেন। অতএব, বাদশাহ তাঁর শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা ছয় মাস বয়সে মারা গেলে, আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন-পালন করি। যাই হোক, বাদশাহ লোকটিকে একপাল ভেড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা কিভাবে বুঝলে? লোকটি বললো, হুজুর, রানীমা যে ভাষায় চাকর-বাকর, কর্মচারিদের সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতাসুলভ নয়।
তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজ দরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো?
লোকটি বললো, জাঁহাপনা, এই বিষয়ে আমি এখনই বলতে পারি। কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন বললো, জাঁহাপনা, আপনি কোনো রাজা-বাদশাহর সন্তানই নন। আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটার গর্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিক বলেছে। তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির।
বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বললো, এটা সহজ ছিল, জাঁহাপনা। আপনি সত্যিই রাজা-বাদশাহর সন্তান হলে উপহার দিতেন হীরে-জহরত, মণি-মুক্তা সেসব না দিয়ে আপনি উপহার দেন, গরু-ছাগল, হাঁস-মুরগি। আর রাজ প্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুরি দিয়ে অতিথীদের আপ্যায়ন করান যা রাজবংশের কোন সন্তানের পরিচয় নয়।

ইনডেক্সধারী শিক্ষকদের নিয়োগে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে প্রতীকী অনশন - দৈনিকশিক্ষা 07/11/2022

ইনডেক্সধারী শিক্ষকদের নিয়োগে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে প্রতীকী অনশন - দৈনিকশিক্ষা আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে প্রতীকী অনশন করেছেন ইতোমধ্যে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকরা। সোমবার সকালে রাজধান.....

21/10/2022
20/09/2022

সার্টিফিকেট- ই বড়?
নাকি, প্রকৃত মেধাবিকাশ ?

10/09/2022

ভালো লেগেছে,,,,,,,,,। অনেক পিছিয়ে,,,,,,,,।

03/08/2022

শুভ কামনা সকল২০২২ খ্রিঃ এসএসসি শিক্ষার্থীদের জন্য

24/03/2022

#জরুরী নোটিশ #
ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকল শিক্ষার্থীদের সকাল ১০টায় উপস্থিত থাকতে নির্দশ দেয়া হলো। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীদের পুরস্কার দেয়া হবে।

17/07/2021

*****নোটিশ *****
*ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ*
আগামী ১৮/০৭/২০২১ইং রোজ রবিবার থেকে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান ও গ্রহন করা হবে।

আদেশক্রমে,
জনাব আনিছুর রহমান
প্রিন্সিপাল
ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ

12/06/2021

#অনলাইন ক্লাশ #
একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
https://youtu.be/EjyW9k8732o

18/04/2021

#অনলাইন ক্লাশ #
নবম ও দশম শ্রেণীর আইসিটি, পৃঃ ৬-৯ পর্যন্ত।
আলোচ্য বিষয়ঃ ই-লার্নিং, ই-গভর্ন্যান্স, ই-সার্ভিস
ও বাংলাদেশ। https://youtu.be/tEFjS1YfbBc

ICT 9&10 E-larning, E-governance, E-service (page-6, 7, 8, 9) 18/04/2021

https://youtu.be/tEFjS1YfbBc
#অনলাইন ক্লাশ #
নবম ও দশম শ্রেণীর আইসিটি
১ম অধ্যায়ের পৃষ্ঠা-৬, ৭, ৮ ও ৯

ICT 9&10 E-larning, E-governance, E-service (page-6, 7, 8, 9) নবম ও দশম শ্রেণীর আইসিটি, ১ম অধ্যায়- ৬-৯ পৃষ্ঠাউপস্থাপনায়ঃ মোঃ নাঈম চৌধুরী, সহকারী শিক্ষক (আইসিটি)ছতুরা চান্দপুর স.....

17/04/2021

#অনলাইন ক্লাশ #
অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রথম অধ্যায়ের প্রথম পাঠ, পৃঃ ২-৩।
https://youtu.be/pYUZMVNkNro

31/03/2021

#ফরম পূরন বিজ্ঞপ্তি #
ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজের ২০২১ইং সনের এস.এস.সি. পরীক্ষার্থীদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, অদ্য ৩১/৩/২০২১ইং হতে ৪/৪/২০২১ইং এর মধ্যে অফিস চলাকালীন সময়ে ফরম পূরন করতে বিশেষ ভাবে নির্দেশ দেয়া গেল।

15/03/2021

১৭ ই মার্চ/২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গেঃ

15/03/2021

৩০/০৩/২০২১ ইং তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশঃ

28/01/2021
Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Online Class

Location

Category

Telephone

Website

Address

Chhatura Sharif, Akhaura
Brahmanbaria
3452
Other High Schools in Brahmanbaria (show all)
Bangladesh Gas Fields School & College, Brahmanbaria Bangladesh Gas Fields School & College, Brahmanbaria
Birashar Head Office Complex
Brahmanbaria, 3400

রামপুর উচ্চ বিদ্যালয় রামপুর উচ্চ বিদ্যালয়
Rampur, Kasba
Brahmanbaria, 3462

রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর, বিষ্ণাউড়ি, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

নবীনগর ইচ্ছাময়ী পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
Court Road, Nabinagar
Brahmanbaria

Nabinagar Ichchhamoyee Pilot Girls High School

Ujanchar K.N School & College Ujanchar K.N School & College
Brahmanbaria, 3420

Lower secondary education- First stage of secondary education building on primary education, typically with a more subject-oriented curriculum. Students are generally around 12-15 years Old.

Disary Disary
কলেজপাড়া, ব্রাক্ষণবাড়িয়া
Brahmanbaria, 3400

একাডেমিক কোচিং সেন্টার, কলেজপাড়া, ব্র?

Chandidwar High School Chandidwar High School
Brahmanbaria, 3462

Chandidwar High School, Kasba, Brahmanbaria.

Shah Farasat Ali High School Shah Farasat Ali High School
Brahmanbaria

Shah Farasat Ali High School

Jamia Darul Arqam Al-Islamia Jamia Darul Arqam Al-Islamia
Arqambaag, West Medda (Opposite Of Police Line)
Brahmanbaria, 3400

The Pioneer of Islamic Education (Qawmi Stream) in Brahmanbaria, Bangladesh. Currently this page is

কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়
গ্রামঃ কাইতলা, উপজেলাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
Brahmanbaria

বর্ণনাঃ মাধ্যমিক বিদ্যালয় । জেএসসি ?

Brahmanbaria High School Brahmanbaria High School
Brahmanbaria, 3400

ব্রাহ্মাণবাড়িয়া উচ্চ বিদ্যালয়

Annada Govt High School BNCC Annada Govt High School BNCC
Brahmanbaria

Annada govt high School BNCC

Annada Govt. High School, BNCC Platoon Annada Govt. High School, BNCC Platoon
Brahmanbaria
Brahmanbaria, 3400

জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসেবী 🤍 🖤 🤍