Nilpori Online Technical School

এই পেজের মাধ্যমে কারিগরি বিভিন্ন বিষ?

Operating as usual

20/08/2022

বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স ভাইভা অভিজ্ঞতা শেয়ারিং--
প্রথমে আমাকে চারতলা বসতে বলল
সেখানে গিয়ে বসলাম
এবং শিটে সিগনেচার করলাম।
কিছুক্ষন পরে ডাক পড়ল।
এক ম্যাডাম আমাকে ভাইবার জন্য চেয়ারে বসত বলল আমি বসলাম।
আমার সকল কাগজ চেক করল।
আমাকে বলল আপনি Bc আবেদন করছেন। আমি বললাম জি ম্যাডাম।

আমাকে যে প্রশ্ন করা হয়েছিল।

১।ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে। কত প্রকার ও কি কি।

২। ওভার হেড ওয়ারিং কাকে বলে।এটা কোথায় করা হয়।

৩। হাউজ ওয়ারিং কাকে বলে।কত প্রকার ও কি কি।

৪। এই রুমের ভিতরে কি ওয়ারিং আছে বলেন।

৫। কনসিল্ট কুনডুইট ওয়ারিং কাকে বলে।

৬। টেবিলে ওপরে থাকা মালামালের নাম ও কাজ বলেন।

৭। মটরের টর্ক কাকে বলে।

৮। স্টার ডেল্টা কন্টেলিং সার্কিট ডায়াগ্রাম অংকন করেন। এবং কিভাব কাজ করে আমাকে বুঝিয়ে দেন।

৯। ইন্ডাশন মোটর কাকে বলে। ইন্ডাশন মোটর কত প্রকার।

১০। ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে বুঝিয়ে বলেন

১১। মোটরে স্লিপ কাকে বলে।

১২। একটি বাসা বাড়ির লাইনের ডায়াগ্রাম অংকন করে দেখান।

১৩। মোটরে Emf ফোর্স কি।

১৪। মেগার মিটার সমন্ধে বলেন

১৫। আর্থ টেষটার মেগার মিটার দিয়ে কখন আথিং পরিমাপ করছেন বুঝিয়ে দেন কিভাবে করে।

পরে ম্যাডাম বলল আপনার হয়ে গেছে আপনি আসতে পারেন
আমি সালাম দিয়ে চলে আসলাম।

বাসায় এসে রেজাল্ট দেখতে পেলাম

BC দুইটাই পেয়েছি
আলহামদুলিল্লাহ
সংগ্রহিত।

28/07/2022

https://www.facebook.com/103819342364022/posts/115624341183522/

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল।

পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো।

মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে।

আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।" "মা" হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।
©

06/07/2022

https://www.facebook.com/103819342364022/posts/110449678367655/

ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম হ্যা।
সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিস্কার করে দিলে আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম।
ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?
আমি বললাম হ্যা। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল,
আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।
কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।

আমি বললাম চল আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল একটি শর্তে কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।

আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।

বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।

তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই।
এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়।

এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।

তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করছে!
চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি এগুলো কি করছো?
সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন।

এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।
(সংগৃহীত)

28/06/2022

https://www.facebook.com/103819342364022/posts/108603991885557/

আজ একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য এবং উপলব্ধি করলাম। আমি সাধারণত বার্থরুমে দুইটা বালতি রাখি একটাতে পানি ভরে রাখি আর একটা খালী রাখি। আজ সকালে যখন ফ্রেস হওয়ার জন্য বার্থরুমে গেলাম তখন দেখি দুইটা বালতি পুরোপুরি পানি দিয়ে ভরা। কিন্তু আমার সঠিকভাবে মনে আছে আমি শুধু এক বালতি পানি ভরে রেখেছি। যা বার্থরুমের এক কোণায় রেখেছি। অপর বালতি রেখেছি গোসলের ট্যাপের নিচে যা খালি ছিল তা এখন পানি দিয়ে ভরা।

খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম রাতে যখন বার্থরুমের কাজ শেষ করেছি তখন অসাবধানতায় গোসলের ট্যাপ টা একটু কম লাগানো হয়েছে। আর সেখান থেকেই বিন্দু বিন্দু পানি পড়ছে বালতি তে। আমি লক্ষ্য করে দেখলাম যে প্রতি মিনিটে ০৩ ফোটা করে পানি বালতে পড়ছে এবং এভাবেই বালতি পানি দিয়ে ভরে গিয়েছে।

একটু ভালোই অবাক হলাম এই ভেবে যে এতো অল্প পরিমাণে বিন্দু বিন্দু পানি পড়ে এক রাতের মধ্যে বালতি ভরে গেল।

পরিশেষে আমি যা যা উপলব্ধি করলাম-
১। তাহলে অবশ্যই আমাদের জীবনে ছোট ছোট নেকী বা সওয়াব একদিন বিশাল পাহাড় হয়ে জান্নাতে প্রবেশ সহজ করে দিবে।
২। কোন কাজ একটু একটু করে করতে থাকলে একদিন বৃহত্তর হবেই ইনশাআল্লাহ।

#দেশী_উদ্যোক্তা
#দেশের_জন্য_দেশী_পন্য

14/05/2022
11/05/2022

কর্মমুখী শিক্ষার বিকল্প নাই।

02/05/2022
শিক্ষক পদে TMSS নিয়োগ বিজ্ঞপ্তি (TMSS Job Circular-2022) 27/04/2022

শিক্ষক পদে TMSS নিয়োগ বিজ্ঞপ্তি (TMSS Job Circular-2022)

https://www.notsbd.com/tmss-job-circular-2022/

শিক্ষক পদে TMSS নিয়োগ বিজ্ঞপ্তি (TMSS Job Circular-2022) শিক্ষক পদে TMSS নিয়োগ বিজ্ঞপ্তি (TMSS Job Circular-2022) TMSS এর HRD&T ডোমেইনের নিয়ন্ত্রনাধীন অত্র সংস্থা কর্তৃক পরিচালিত টিএমএসএস পলি....

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service) 19/04/2022

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

এই ঈদে অনেকেই গ্রামের বাড়িতে আসবেন। কিন্তু বাসের টিকেট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। তাই অনেকে চিন্তা করেন ট্রেনে যাবেন। কিন্তু সেখানেও একটা বিড়াম্বনা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটা। তাহলে উপায়? উপায় আছে আপনার হাতের মোবাইলটা নিন আর টিকেট কেটে ফেলুন। কি কিভাবে কাটবেন? বিস্তারিত জানতে ভিজিট করুন -https://www.notsbd.com/bangladesh-railway-e-ticketing-service/

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service) ট্রেনের টিকেট কেনার জন্য আপনাকে প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে- https://eticket.railway.gov.bd এই লিংকে গেলে নিচের চিত্রের মত দেখা যা....

19/04/2022
Home » Nilpori Online Technical School 18/04/2022

Home » Nilpori Online Technical School

দক্ষতা উন্নয়ন যেমন আপনার জ্ঞানকে করবে সমৃদ্ধ তেমনি আপনার কর্ম জীবনে বয়ে আনবে সফলতা। এই দক্ষতাকে বৃদ্ধি করতে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি বাংলা ভাষায় কারিগরি শিক্ষা নিয়ে বিশাল আয়োজন- "নীলপরী অনলাইন টেকনিক্যাল স্কুল", আপনার আগ্রহের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এখই গুগলে সার্চ করুন- nilpori online technical school অথবা ভিজিট করুন- www.notsbd.com

Home » Nilpori Online Technical School Nilpori Online Technical School (NOTS) ওয়েব সাইট টি তে কারিগরি দক্ষতা বিষয়ক, ব্যবহারিক কাজের তথ্যমূলক পোষ্ট করা হয়।

02/04/2022

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

মহান আল্লাহ যেন আমাদের কে সঠিকভাবে সিয়াম সহ সকল ইবাদত-বন্দেগি পালনের তৌফিক দান করেন।
আমিন!!

20/03/2022

👉এবিসি লাইসেন্স এ আসার মতো কিছু প্রশ্ন 👈

১। সুইচ বোর্ড এর অবস্থান নিয়েছে হতে কত উপরে হওয়া উচিত ?
উঃ 1.2 হতে 1.5 মিটার অথবা 4থেকে5 ফুট ।
২। পাওয়ার সাব সার্কিটে সর্বোচ্চ কত ওয়াট লোড থাকতে পারে ?
উঃ ৩০০০ ওয়াট
৩। মেগারের সাহায্যে সর্বনিম্ন কত রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় ?
উঃ ৫০০ কিলো ওহম।
৪। পাওয়ার লোড এ ব্যবহৃত ক্যাবল এর সর্বনিম্ন সাইজ কত ?
উঃ ৩/২০
৫। তার বা ক্যাবলের ইনসুলেশন গ্রেট কিসের উপর নির্ভর করে ?
উঃ এদের কারেন্ট বহন ক্ষমতার উপর।
৬। ওয়েস্টার্ন ইউনিট জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়?
উঃ ওভারহেড লাইনে ।
৭। সার্ভিস লাইন এর সর্বনিম্ন তারের সাইজ কত ?
উঃ ৪.৫ আর এম
৮। একাধিক খেয়ে বিশিষ্ট তারে কি জয়েন্ট করা হয়?
উঃ সিম্পল স্প্লাইস।
৯। বৈদ্যুতিক ওয়্যারিং কাকে বলে ?
উঃ বিদ্যুৎ সরবরাহ দেওয়ার উদ্দেশ্যে তারের সুশৃংখল সাজানো ব্যবস্থাকে ওয়ারিং বলে ।
১০। মেইন সুইচ সাধারণত কত ভোল্টেজ এর হয় ?
উঃ ২৫০ এবং ৪০০ ভোল্টেজ।
১১। সারফেস কন্ডুইট ওয়্যারিং এ পাইপ এর সর্বনিম্ন বয়স কত ?
উঃ ১/২"
১২। কোন জয়েন্ট বেশি টান সহ্য করতে পারে ?
উঃ ওয়েস্টার্ন ইউনিট জায়েন্ট ।
১৩। সাব-স্টেশনে আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া উচিত ?
উঃ সর্বোচ্চ ১ ওহম এর বেশি হওয়া উচিত নয় ।
১৪। এইচআরসি ফিউজ কোথায় ব্যবহার করা হয় ?
উঃ পি এফ আই বোর্ডে ।
১৫। এলটি ক্যাবলের ভোল্টেজ গ্রেটিং কত ?
উঃ ১০০০ ভোল্টেজ পর্যন্ত।
১৬। সাবমেরিন ক্যাবল কোথায় ব্যবহার করা হয় ?
উঃ নদী ও সাগরের নিচ দিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার পরিবহনের জন্য ।
১৭। ডিস্ক ইনসুলেটর রেজিস্ট্যান্স কত ?
উঃ একটি ডিস্ক দেশের জন্য 11kv
১৮। ডায়নামো কি ?
উঃ ডিসি জেনারেটর ডায়নামো বলে ।
১৯। স্ট্যাটার ছাড়া কি টিউবলাইট জ্বালানো সম্ভব ?
উঃ হ্যাঁ সম্ভব ।
২০। সুইচ অফ করা সত্ত্বেও হোল্ডারে সাপ্লাই পাওয়া যায় কেন ?
উঃ সুইচ ফেজে সংযোগ না করে নিউটনের সংযোগ করা হয়েছে
২১। টিউব লাইটের দুইদিকে জ্বলে থাকে পূর্ণভাবে জ্বলে না কারণ কি ?
উঃ টিউবের ভিতরে প্রয়োজনীয় গ্যাস নেই অথবা পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না ।
২২। সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি ?
উঃ ক্যাপাসিটর দুর্বল অথবা বেয়ারিং জ্যাম অথবা কয়েলের ইন্সুলেশন দুর্বল ।
২৩। সিলিং ফ্যান পূর্ণবেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন ?
উঃ পাখার ব্লেড-এর বাক কম অথবা সিলিং হতে খুবই নিকটে ।
২৪। 3 ফেজ 20 হর্সপাওয়ার মোটর এর ক্রয় কৃত স্টার ডেল্টা স্টার্টার 10 হর্সপাওয়ার 3 ফেজ মোটর ব্যবহার করা যাবে কি ?
উঃ হ্যাঁ , তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে ।
২৫। কোন ট্রান্সফরমারের কেবলমাত্র একটি কোয়েল থাকে ?
উঃ অটো ট্রান্সফর্মার ।

01/03/2022

জেনে রাখা দরকার
###
###
১। কারেন্ট কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নিদ্রিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। ইহাকে I বা i দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A বা Amp.) অথবা কুলম্ব/সেকেন্ড ।
২। ভোল্টেজ কাকে বলে?
পরিবাহী পদার্থের পরমাণুগুলির মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। একে V দ্বারা প্রকাশ করা হয় এর একক Volts.
৩। রেজিষ্ট্যান্স কাকে বলে?
পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে উহা বাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রোধ বা রেজিষ্ট্যান্স বলে। এর প্রতীক R অথবা r, আর একক ওহম (Ω)।
৪। ট্রান্সফরমার কি?
ট্রান্সফরমার একটি ইলেক্ট্রিক্যাল মেশিন যা পরিবর্তনশীল বিদ্যুৎকে (Alternating current) এক ভোল্টেজ থেকে অন্য ভোল্টেজে রূপান্তরিত করে। ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন দুই ধরনের হয়ে থাকে এবং এটি ম্যাগনেটিক ইন্ডাকশন (Magnetic induction) নীতি অনুসারে কাজ করে। ট্রান্সফরমারে কোন চলমান/ঘূর্ণায়মান অংশ থাকে না, এটি সম্পূর্ণ স্থির ডিভাইস। ট্রান্সফরমারে দুটি উইন্ডিং থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং । প্রাইমারি ওয়াইন্ডিয়ে ভোল্টেজ প্রদান করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং ম্যাগনেটিক ফ্লাক্স আয়রন কোরের মধ্য দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিয়ে যায় এবং সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যার
ফলশ্রুতিতে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ পাওয়া যায়। ট্রান্সফরমারের ভোল্টেজ পরিবর্তনের হার প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যার হারের উপর নির্ভর করে। তবে মনে রাখবেন, ট্রান্সফরমার শুধু ভোল্টেজের পরিবর্তন ঘটায় কিন্তু পাওয়ার ও ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত
থাকে। পাওয়ার ঠিক থাকে তাই ভোল্টেজ পরিবর্তনের জন্য কারেন্টেরও পরিবর্তন হয়।
৫। ট্রান্সফরমেশন রেশিও কি?
উত্তরঃ ট্রান্সফরমারের উভয় দিকের ইন্ডিউসড ভোল্টেজ এবং কারেন্ট ও কয়েলের প্যাচের সংখার সাথে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলে, ইহাই ট্রান্সফরমেশন রেশিও বা টার্ন রেশিও। ইহাকে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ a = Ep/Es = Np/Ns = Is/Ip
৬। ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার কি?
CT (Current Transformer) ও PT (Potential Transformer)-কে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলা হয়।
CT (Current Transformer)ঃ এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি
পরিমান কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
PT (Potential Transformer)ঃ এটি সাধারণত কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। CT ও PT এভাবে ব্যবহার করা হলে এগুলোকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলে।
৭। সার্কিট ব্রেকার কি?
সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দ্বারা ইলেকট্রিক্যাল
সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষন যন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে
সার্কিটে সংযোগ করেনা ।
৮। আইসোলেটর কি?
আইসোলেটর বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড
অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।
৯। সাব-স্টেশন কাকে বলে?
পাওয়ার সিস্টেম ব্যবস্থায় সাব-স্টেশন এমন এক কেন্দ্র যেখানে এমন সব সরঞ্জামাদির ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য যেমন- ভোল্টেজ, এসি/ডিসি কনভার্সন, ফ্রিকুয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির পরিবর্তনে সাহায্য করে, এ ধরনের কেন্দ্রকে সাব-স্টেশন বা বিদ্যুৎ
উপকেন্দ্র বলে।
১০। পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC) কি?
যে লাইনের মাধ্যমে পাওয়ার স্টেশন, সাব-স্টেশন, রিসিভিং স্টেশনে নিজস্ব জরুরী যোগাযোগ ব্যবস্থাপনা টেলিফোনের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC) বলে।
১১। Q-ফ্যাক্টর কি?
AC সার্কিটে সিরিজ রেজোন্যান্সের সময় সার্কিটের L অথবা C এর আড়াআড়িতে ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারনে সৃষ্ট এই ভোল্টেজ বেড়ে যাওয়াকে সিরিজ রেজোনেন্ট সার্কিটের Q-ফ্যাক্টর (Quality Factor) বলে।
১২। পাওয়ার ফ্যাক্টর কি?
পাওয়ার ফ্যাক্টর হল একটিভ পাওয়ার অর্থাৎ যে পাওয়ার আমরা ব্যবহার করতে পারি এবং এ্যপারেন্ট পাওয়ারের অনুপাত। ইহাকে cosθ দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0 হতে 1 পর্যন্ত।
১৩। লোড ফ্যাক্টর কি?
গড় লোড এবং সর্বোচ্চ চাহিদার অনুপাতকে লোড ফ্যাক্টর বলে।
Load Factor = Average load/Max. Demand or Peak load. এর মান ১ এর নিচে হয়।
১৪। প্লান্ট ফ্যাক্টর কি?
কোন পাওয়ার প্লান্টের গড় লোড এবং নির্ধারিত রেটেড ক্যাপাসিটির অনুপাতকে প্লান্ট ফ্যাক্টর বলে।
Plant Factor = Average load/ Rated capacity of the plant
১৫। ডিমান্ড ফ্যাক্টর কি?
প্লান্টের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলে।
Demand Factor = Max. Demand/ Connected Load.
১৬। ফরম ফ্যাক্টর কি?
কোন সাইন ওয়েভের কার্যকরী মান (RMS value) এবং গড় মান (Average Value) এর অনপাতকে ফরম ফ্যাক্টর (Form Factor) বলে। একে Kf দ্বারা
প্রকাশ করা হয় যার মান 1.11.
১৭। পিক ফ্যাক্টর কাকে বলে?
কোন সাইন ওয়েভের সর্বোচ্চ মান (Max. value) এবং কার্যকরী মান (RMS value) এর অনুপাতকে পিক ফ্যাক্টর (Form Factor) বলে। একে Ka দ্বারা প্রকাশ করা হয় যার মান 1.41.
১৮। স্কিন ইফেক্ট কি?
AC বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহির ভিতরে প্রবেশ না করে উহার সারফেস দিয়ে প্রবাহিত হতে চেস্টা করে, এটাকে স্কিন ইফেক্ট বলে। এই স্কিন ইফেক্ট এর ফলে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় যার ফলে লাইন লসও বেড়ে যায়।
১৯। করোনা ইফেক্ট কি?
যখন দুইটি কন্ডাক্টর এর স্পেসিং ব্যাসের তুলনায় বেশি অবস্থায় রেখে তাদের আড়াআড়িতে AC ভোল্টেজ প্রয়োগ করে ধীরে ধীরে বাড়ানো হয় তখন একটি পর্যায় আসে। এই বিশেষ পর্যায় কন্ডাক্টরের চারপাশে বাতাস ইলেক্ট্রোস্ট্যাটিক স্ট্রেস হয়ে আয়নিত হয় এবং বাতাসের ইন্সুলেশন স্ট্রেংথ ভেঙ্গে যায়। এই অবস্থায় কন্ডাক্টরের চারপাশে জিম জিম শব্দসহ হালকা অনুজ্জ্বল বেগুনী রশ্মি দেখা যায় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয়, এই অবস্থাটিকে করোনা ইফেক্ট নামে পরিচিত।
২০। প্রক্সিমিটি ইফেক্ট কি?
সমান্তরাল দুইটি পরিবাহীর কারেন্ট যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে উভয় পরিবাহীর নিকটবর্তী অংশে কারেন্ট ডেনসিটি বেড়ে যায়। আবার একমুখী কারেন্ট হলে দূরবর্তী অংশে কারেন্ট ডেনসিটি বেড়ে যায়। এ ঘটনাকে প্রক্সিমিটি ইফেক্ট বলে। ইহার প্রভাবে অসম কারেন্ট প্রবাহিত হয়, লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় এবং সেলফ রিয়াক্ট্যান্স এর মান কমে যায়।
২১। ফ্যারান্টি ইফেক্ট কি?
মিডিয়াম বা লং ট্রান্সমিশন লাইনে ওপেন সার্কিট বা লোড শূন্য অবস্থায় কিংবা অল্প লোডে চলার সময় প্রেরণ প্রান্ত অপেক্ষা গ্রহণ প্রান্তের ভোল্টেজের মান বেশি হতে দেখা দেয়। এই ঘটনা বা phenomenon কে ফেরান্টি ইফেক্ট বলে।
২২। অটো ট্রান্সফরমার সম্পর্কে বলুন।
অটো ট্রান্সফরমার এমন এক ব্যাতিক্রমী ট্রান্সফরমার যার মধ্যে কেবল একটি ওয়াইন্ডিং থাকে। ইহার কিছু অংশ প্রাইমারি আর কিছু অংশ সেকেন্ডারি, উভয় কয়েল ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। তারপরও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ ইহার কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর মতই।
২৩। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কি?
নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহী পদার্থের অথবা একক বাহু বিশিষ্ট কোন একটি ঘনক আকৃতির পরিবাহী পদার্থের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ বা রেজিস্ট্যান্সকে উক্ত পরিবাহীর রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ বলে।
২৪। রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি কি?
একটি AC সার্কিটে ইনডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স এর মান যাই হোকনা কেন যে ফ্রিকুয়েন্সিতে ঐ সার্কিটের ইন্ডাকটিভ রিয়েকট্যান্স (XL) এবং ক্যাপাসিটিভ রিয়েকট্যান্স (Xc) সমান হয়, সেই ফ্রিকুয়েন্সিকে রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বলে । একে fr দ্বারা প্রকাশ করা হয়।
২৫। রীলে (Relay) কি?
রীলে (Relay) এমন একটি সয়ংক্রীয় ডিভাইস, যা বৈদ্যুতিক সার্কিট এ কোন ফল্ট সংঘটিত হলে, সার্কিট এর প্রটেকটিভ ডিভাইস গুলো কে সয়ংক্রীয় ভাবে অপারেট করে এবং ফল্টযুক্ত অংশ কে ফল্টবিহীন অংশ হতে আলাদা করে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
২৬। কয়েক প্রকারের রীলের নাম বলুন?
ক) প্রাইমারি রীলে খ) সেকেন্ডারি রীলে গ) ডিরেকশনাল রীলে ঘ) ডিফারেন্সিয়াল রীলে ঙ) থার্মাল রীলে চ)ইলেক্ট্র থার্মাল রীলে ছ) রিভার্স পাওয়ার রীলে জ) সলিনয়েড এন্ড প্লাঞ্জার রীলে ঝ) ডিসট্যান্স রীলে ঞ) ওভার ভোল্টেজ ও ওভার কারেন্ট রীলে।
২৭। রিভার্স পাওয়ার রীলে কোথায় ব্যাবহার হয়?
প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারণে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এরকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।
২৮। থার্মাল রীলে কোথায় ব্যাবহার হয়?
যে রীলে কারেন্ট বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধিতে সাড়া দেয়, তাকে থার্মাল রীলে বলে। এটা সাধারণত মোটর কন্ট্রোল সার্কিট,ব্যালান্স এবং আন-ব্যালান্স থ্রি-ফেজ সার্কিটে ব্যবহার করা হয়।
২৯। ডিফারেনশিয়াল রীলে কোথায় ব্যাবহার হয়?
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।
৩০। HRC ফিউজ সম্পর্কে বলুন।
HRC এর পূর্ণরূপ হচ্ছে High Rupturing Capacity । উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এরকম লাইনে যে ফিউজ ব্যবহার হয় সেগুলো HRC ফিউজ। এতে চিনা মাটির তৈরি কেসিং এর মধ্যে ফিউজ তার সংযুক্ত থাকে। ফিউজ তারের চারদিকে বালু বা চক পাউডার এবং কেসিং এর দু-মাথায় দুটি পিতলের ঢাকনা থাকে। ফিউজ তার উভয় ঢাকনার সাথে সংযুক্ত থাকে।

28/02/2022

What is MPCB? MPCB কি?

MPCB এর ফুল মিনিং Motor Protection Circuit Breaker। MPCB একটি বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস, যা মোটরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। MPCB মোটর প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়।
যে সার্কিট ব্রেকার শুধু মাত্র মোটরকে রক্ষা করার জন্য ব্যাবহার করা হয় তাকে MPCB (Motor Protection Circuit Breaker) বলে।
আমরা দৈনোন্দিন কাজে মোটরের অনেক বেশি ব্যাবহার করে থাকি। সব ধরনের যান্ত্রিক ডিভাইসগুলো চালানোর জন্য মোটর ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত ডিভাইস গুলোর কয়েকটি উদাহরণ দেখানো হল:
১. ছাদের এয়ার কন্ডিশনার, চিলার, কম্প্রেসার, হিট পাম্প এবং কুলিং
টাওয়ারে।
২. এক্সট্রাকশন এবং ইনজেকশন ফ্যান, সেই সাথে এয়ার হ্যান্ডলিং
ইউনিটে।
৩. পানি পাম্পিং সিস্টেমে।
৪. লিফট এবং অন্যান্য উত্তোলন ডিভাইসে।
৫. শিল্প পরিবাহক বেল্ট এবং অন্যান্য যন্ত্রপাতি উত্পাদন প্রক্রিয়ায়
ব্যবহৃত।

MPCB ব্যবহারের মাধ্যমে মোটর প্রটেকশন করা হয় এবং মোটর প্রটেকশন হলে অনন্য যান্ত্রিক ডিভাইসগুলো সঠিক ভাবে সার্ভিস দিবে এবং ডিভাইসগুলো নষ্ট হবে না।

MPCB তে বেশ কয়েকটি ফাংশন আছে। এই ফাংশনগুলোর মাধ্যমে মোটরগুলোতে একটি নিরাপদ বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়।

1. বৈদ্যুতিক ত্রুটি যেমন শর্ট সার্কিট, লাইন-টু-লাইন ফল্ট এবং লাইন-টু-গ্রাউন্ড ফল্টের বিরুদ্ধে সুরক্ষা। MPCB তার ব্রেকিং ক্ষমতার নিচে যে কোনো বৈদ্যুতিক ত্রুটিকে বাধা দিতে পারে।

2. মোটর ওভারলোড সুরক্ষা, যখন একটি মোটর একটি বর্ধিত সময়ের জন্য তার নেমপ্লেট মানের উপরে বৈদ্যুতিক প্রবাহ আঁকে। ওভারলোড সুরক্ষা সাধারণত MPCB-তে সামঞ্জস্যযোগ্য।

3. ফেজ ভারসাম্যহীনতা এবং ফেজ ক্ষতি বিরুদ্ধে সুরক্ষা. উভয় অবস্থাই একটি তিন-ফেজ মোটরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই MPCB ত্রুটি সনাক্ত হওয়ার সাথে সাথে উভয় ক্ষেত্রেই মোটর সংযোগ বিচ্ছিন্ন করবে।

4. একটি ওভারলোডের পরে অবিলম্বে মোটরটিকে পুনরায় চালু করা থেকে আটকাতে তাপীয় বিলম্ব, মোটরকে ঠান্ডা হতে সময় দেয়। একটি অতিরিক্ত উত্তপ্ত মোটর স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এটি আবার চালু করা হয়।

5. মোটর সার্কিট সুইচিং - MPCB সাধারণত এই উদ্দেশ্যে বোতাম বা ডায়াল দিয়ে সজ্জিত থাকে।

25/02/2022

RCCB কি? RCCB এর কাজ ।

RCCB এর পূর্ণরূপ হলো Residual Current Circuit Breaker. এই সার্কিট ব্রেকার কে কিছু দেশে RCB বলা হয় | RCB এর পূর্ণরূপ Residual Currert Device.
Leakage Current Protection এর জন্য RCCB ব্যবহার করা হয় |

অনেক সময় দেখা যায় টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি যন্ত্রপাতির বডিতে হাত দিলে শক লাগে | কারণ এই যন্ত্রপাতি গুলো আর্থিং করা হয়নি। এ অবস্থায় লিকেজ কারেন্ট প্রবাহিত হয় | লিকেজ কারেন্ট প্রবাহিত হলে RCCB ট্রিপ করে | RCCB, বৈদ্যুতিক শকের হাত থেকে আমাদেরকে রক্ষা করে।

RCCB তে দুই ধরনের কারেন্ট রেটিং থাকে |
১. লিকেজ কারেন্ট রেটিং।
২. রেটেড কারেন্ট ।

কতটুকু লিকেজ কারেন্ট, সার্কিট দিয়ে প্রবাহিতো হলে RCCB ট্রিপ করবে তা নির্ভর করবে RCCB এর লিকেজ কারেন্ট রেটিং এর উপর । সাধারণত বাসাবাড়িতে যে মানের RCCB ব্যবহার করা হয় তার লিকেজ কারেন্ট রেটিং 30mA এর হয়ে থাকে। এই সার্কিট ব্রেকার মানুষকে বৈদ্যুতিক শকের হাত থেকে রক্ষা করে। 30mA লিকেজ কারেন্ট রেটিং এর ব্রেকারের মধ্যে দিয়ে 30mA লিকেজ কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে | RCCB সার্কিট ব্রেকারের লিকেজ কারেন্টের ট্রিপিং রেটিং বিভিন্ন মানের হয়ে থাকে, যেমন- 30mA, 100mA, 300mA | এবং

RCCB এর রেটেড কারেন্ট নির্দেশ করে সর্বোচ্চ কত এম্পিয়ার কারেন্ট RCCB সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে| ১০A রেটেড কারেন্ট এর একটি RCCB সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে সর্বোচ্চ ১০A কারেন্ট প্রবাহিত হবে। আর ১৬A রেটেড কারেন্ট এর একটি RCCB সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে সর্বোচ্চ ১৬A কারেন্ট প্রবাহিত হবে। RCCB বিভিন্ন মানের হয়ে থাকে, যেমন- 10A, 16A, 32A, 40A, 63A, 100A হয়ে থাকে |

RCCB সাধারণত দুই এবং চার পোলের হয়ে থাকে |

RCCB এর ফেজ তারের মধ্য দিয়ে যে পরিমান কারেন্ট প্রবাহিত হয়, সেই পরিমান কারেন্ট নিউট্রাল তারের মধ্য দিয়ে ফিরে আসলে সার্কিটে কোন সমস্যা নেই |

যদি ফেজ তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ এবং নিউট্রাল তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মধ্যে ( Leakage Tripping Rating > 30mA ) কোন পার্থক্য থাকে তখন RCCB ট্রিপ করে |

RCCB এর ওয়ার্ক সিস্টেম

চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি RCCB এর মধ্যে একটি কোর থাকে |এই কোর এর উপর দুইটি কয়েল থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি | প্রাইমারি কয়েল 2 টি, একটি হল ফেজ তারের জন্য এবং অন্যটি নিউট্রাল তারের জন্য |আর সেকেন্ডারি কয়েলটি স্থাপন করা হয়েছে রিলে কয়েলকে নিয়ন্ত্রণ করার জন্য |

যখন ফেজ তারে পাওয়ার সরবরাহ করা হয়, তখন ফেজ তারের প্রাইমারি ওয়াইন্ডিং এ ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় এবং নিউট্রাল তারের মধ্য দিয়ে কারেন্ট ফিরে যাওয়ার সময় নিউট্রাল তারে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়|
ম্যাগনেটিক ফ্লাক্স সমান হয় যার জন্য দুটি বিপরীতমুখী ম্যাগনেটিক ফ্লাক্স পরস্পর একটি অন্যটিকে ক্যান্সেল আউট করে | ফলে সেকেন্ডারি কয়েল রিলে কয়েলে কোন মিচুয়াল ফ্লাক্স উৎপন্ন হয় না |

যদি লিকেজ কারেন্ট প্রবাহের ফলে নিউট্রাল তারে কম কারেন্ট প্রবাহিত হয় তাহলে নিউট্রাল তারের প্রাইমারি কয়েলে মিচুয়াল ফ্লাক্স উৎপন্ন হবে | ফলে ফেজ তারের উৎপন্ন অতিরিক্ত মিউচুয়াল ফ্লাক্স দ্বারা সেকেন্ডারি কয়েল রিলে কয়েলে মিউচুয়াল ফ্লাক্স উৎপন্ন হবে এবং রিলে কাজ করবে | এর মাধ্যমে রিলে RCCB কে ট্রিপ করিয়ে দিবে | এইভাবে RCCB কাজ করে থাকে|

Nilpori Online Technical School

নীলপরী অনলাইন টেকনিক্যাল স্কুল এর মাধ্যমে কারিগরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

Videos (show all)

Location

Category

Telephone

Address


Bogura
5800

Other Schools in Bogura (show all)
Millennium Scholastic School & College ,Bogura Cantonment. Millennium Scholastic School & College ,Bogura Cantonment.
Old Auditorium Complex, Near Jahangirabad Cantonment, Sakpala
Bogura, 5800

The best educational institution in Bogra, Bangladesh under the National Curriculum in English from

BCBHS  Crush & Hates Confession BCBHS Crush & Hates Confession
Bogura
Bogura

ভালোবাসা পৌছে দেওয়াই আমাদের দায়িত্ব

Bhanderbari Saleha Zohura High School, Dhunat, Bogura. Bhanderbari Saleha Zohura High School, Dhunat, Bogura.
Bhanderbari, Dhunat
Bogura, 5850

শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও

Rajapur Anser & Somaj Unnayan High School, Bogura Rajapur Anser & Somaj Unnayan High School, Bogura
Rajapur Anser & Somaj Unnaysn High School
Bogura, 5800

School

টি টি সি বগুড়া - TTC Bogra টি টি সি বগুড়া - TTC Bogra
Shantahar Road
Bogura, 5800

টি টি সি বগুড়া - ২০০৬/০৭ সেশন

Bogra City Girls' High School Bogra City Girls' High School
Sherpur Road
Bogura

Lathigonj High School & College Lathigonj High School & College
Lathigonj, Gabtoli
Bogura, 5800

Jumarbari Dr. Abdur Razzak Shishu Niketon School -Jdarsns Jumarbari Dr. Abdur Razzak Shishu Niketon School -Jdarsns
Bogura, 5826

A Center For Creative Learning

Tindighi High School,Kahaloo,Bogura Tindighi High School,Kahaloo,Bogura
Tindighi High School, Tindighi, Kahaloo
Bogura, 5870

Bhatra Khan Chowdhury High School Bhatra Khan Chowdhury High School
Bogura

এটি ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ?

Sonahata Cluster Online School, Dhunat, Bogura. Sonahata Cluster Online School, Dhunat, Bogura.
Sonahata, Nimgasi, Dhunat
Bogura, 5850

It's a Online School for Sonahata Cluster, Dhunat, Bogura.