আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদর

শিশু শ্রেণী থেকে কূদুরী জামাত পর্যন্?

Operating as usual

16/12/2022

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، «إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ، وَأَجَلُهُ، وَرِزْقُهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ فَيَدْخُلُ الجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، فَيَدْخُلُ النَّارَ»

‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:

সত্যবাদী-সত্যনিষ্ঠ হিসাবে স্বীকৃত রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের সৃষ্টির উপাদান স্বীয় মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত জমা রাখা হয়। অতঃপর অনুরূপভাবে (চল্লিশ দিনে) তা আলাকারূপে পরিণত হয়। অতঃপর অনুরূপভাবে (চল্লিশ দিনে) তা গোশ্‌তের টুকরার রূপ লাভ করে। অতঃপর আল্লাহ তার নিকট চারটি বিষয়ের নির্দেশ দিয়ে লিখে দেন। অতঃপর তার ‘আমল, তার মৃত্যু, তার রুজী এবং সে সৎ কিংবা অসৎ তা লিখা হয়। অতঃপর তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়। এক ব্যক্তি একজন জাহান্নামীর ‘আমলের মত ‘আমল করতে থাকে এমনকি তার ও জাহান্নামের মধ্যে এক হাতের তফাৎ রয়ে যায়, এমন সময় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে। তখন সে জান্নাতবাসীদের ‘আমলের মত ‘আমল করে থাকে। ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি (প্রথম হতেই) জান্নাতবাসীদের ‘আমলের মত ‘আমল করতে থাকে। এমনকি শেষ পর্যন্ত তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাতের ব্যবধান রয়ে যায়। এমন সময় তার ভাগ্য লিখন অগ্রগামী হয়। তখন সে জাহান্নামবাসীদের ‘আমলের অনুরূপ ‘আমল করে থাকে এবং ফলে সে জাহান্নামে প্রবিষ্ট হয়। (৩২০৮) (আ.প্র. ৩০৮৬, ই.ফা. ৩০৯৪)


সহিহ বুখারী, হাদিস নং ৩৩৩২
হাদিসের মান: সহিহ হাদিস

22/09/2022

"আলহামদুলিল্লাহ" বিশ্বমানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বাংলাদেশের বিশ্বজয়..!

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগির সাথে লড়াই করে পূর্বে কয়েকবার বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম আবারো দেশের মুখ উজ্জ্বল করে ৩য় স্থান অর্জন করেছে।

18/09/2022

পাপ আপন রাখিও গোপন!
অতীব গুরুত্বপূর্ণ হাদীসটি আমরা জানি তো?

Photos from আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা's post 18/09/2022

#আলহামদুলিল্লাহ
আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে
"আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসা জামালপুর" ছনছাড়া(পশ্চিম পাড়া) ভৈরব,কিশোরগঞ্জ।
এর নিজস্ব জমিতে বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। সকলের নিকট দোয়ার দরখাস্ত আল্লাহপাক যেনো সবকিছু খুব সহজ করে দেন।
দ্বীনের এই মহান-খেদমতে কেউ শরীক হতে চাইলে, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মুফতি শিব্বির আহমাদ (সাদ্দাম)
প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা।
মোবাইলঃ 01912-164148

16/09/2022

ছনছাড়া কবরস্থানের সকল কবরবাসীরদের রুহের মাহফিরাত ও প্রবাসী ভাইদের কল্যাণ কামনায়
"ইসলামী মহাসম্মেলন"
৩ অক্টোবর ২০২২ ইং রোজঃ সোমবার।
স্থানঃ ঐতিহাসিক ছনছাড়া এতিমখানা ঈদগাহ মাঠ।
শিবপুর ইউনিয়ন,ভৈরব,কিশোরগঞ্জ।

14/09/2022

সাবধান ⚠️

12/09/2022

নিরাশ হয়ো না!

12/09/2022

মসজিদ আবাদ করবেন যারা…

10/09/2022

সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

10/09/2022
06/09/2022

আস সলাত! আস সলাত!!

06/09/2022

আখলাক সুন্দর করুন!

31/08/2022
30/08/2022

সুধীঃ
আগামী ০২/০৯/২০২২ ইং রোজ শুক্র বার, বিকাল ০৫ঃ৩০ মিনিট। আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসা জামালপুর-এর ভিত্তিস্হাপনা উপলক্ষে আমাদের মাদ্রাসার নতুন জায়গায় এক আলোচনা সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন পীরে কামেল হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব (দাঃ বাঃ)মুহাদ্দিস কমলপুর মাদ্রাসা ভৈরব।উক্ত অনুষ্ঠানে আপনার অংশ গ্রহণ আমাদের প্রাণিত করবে।
নিবেদন,
মুফতি শিব্বির আহমাদ(সাদ্দাম)
প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা।

07/07/2022
10/05/2022

আলহামদুলিল্লাহ,মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

10/05/2022

আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে,আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আয়েশা সিদ্দিকা (বাঃ) মহিলা মাদ্রাসা,জামালপুর,ভৈরব,কিশোরগঞ্জ।বাংলাদেশ শিক্ষা বোর্ড তথা বেফাকুল মাদারিছিল আরাবিয়্যাহ এর অধীনে পরীক্ষায় অংশ গ্রহণকারী, পরীক্ষার্থী পাসের হার হল ৯৮% আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকাগণ,শিক্ষার্থী এবং অবিভাভকগণকে জানাই আন্তরিক মোবারক বাদ।

28/04/2022
26/04/2022

নূরানি বিভাগের জন্য শিক্ষিকা লাগবে।কারো জানা থাকলে জানালে উপকৃত হবো৷
যোগাযোগ ০১৯১২১৬৪১৪৮

22/04/2022
18/04/2022
17/04/2022
Photos from আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা's post 17/04/2022

Photos from আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা's post

14/04/2022
14/04/2022
Photos from আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদরাসা's post 12/04/2022

Over 6.3 Million Visitors, Worshipers at Masjid Al Nabawi in 1st 10 Days of Ramadan.

12/04/2022

#সলাত_সম্পর্কিত_৪০_টি_গুরুত্তপুর্ন_হাদিসঃ কেন সালাত আদায় করবেন না?

১। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, বান্দার ঈমান ও কুফরীর মধ্যে পার্থক্য হল নামায ত্যাগ করা। -আহমদ।

২। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল হল ওয়াক্তমত নামায় আদায় করা।- বোখারী।

৩। সালমান ফারসী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে, ব্যক্তি আল্লাহর ওয়াস্তে চল্লিশ দিন যাবত প্রথম তাকবীরের সাথে জামাতে নামায পড়বে, তার জন্য দু’টি পরওয়ানা লেখা হয়, একটি জাহান্নম থেকে অপরটি মোনাফেকী থেকে মুক্তির।- তিরমিযী।

৪। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি উত্তমরূপে অযূ করে নামায পড়ার আশায় মসজিদের দিকে যায়, অথচ মসজিদে গিয়ে দেখে জামাত শেষ, তবু সে জামাতের সওয়াব পাবে।- আবু দাউদ।

৫। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যতক্ষণ মানুষ নামাষের প্রতীক্ষায় থাকে, ততক্ষণ নামাযের সওয়াব লাভ করতে থাকে।- বোখারী, মুসলিম।

৬। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যারা রাতের অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে, তাদের কেয়ামতের দিন পূর্ণ নূরের সূসংবাদ দান কর।- ইবনে মাজা।

৭। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, কেয়ামতের দিন বান্দার আ’মলসমূহ থেকে সর্বপ্রথম ফরয নামাযসের হিসাব নেওয়া হবে।- তিরমিযী।

৮। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে নামাযের কেরাআত লম্বা তাই শ্রেষ্ঠ নামায।- বায়হাকী।

৯। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি শীতের সময় নামায আদায় করতে অভ্যস্ত, সে জান্নতী।- বোখারী।

১০। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, কোন ব্যক্তি জামাতে নামাযের মাত্র এক রাকাত পেলেই সে জামাতের সওয়াব পেয়েছে।- বোখারী।

১১। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি আছরের নামায ছেড়ে দিয়েছে, তার সব নেক আ’মল বরবাদ হয়ে গেছে।- বোখারী।

১২। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি নামায ভূলে যায়, স্মরণ হওয়া মাত্রই তা আদায় করবে, তা না করলে এ গুনাহ মাফ করাবার কোন উপায় নেই।- বোখারী।

১৩। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, লোকেরা যদি ফজর ও এশার নামায জামাতে পড়ার ফযীলত জানত, তা হলে হামাগুড়ি দিয়ে হলেও নামাযদ্বয়ের জামাতে হাজির হত।- বোখারী।

১৪। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, কাতার সোজা করা নামাযের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।- বোখারী।

১৫। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, কেয়ামতের দিন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন, যার মধ্যে এক প্রকার হচ্ছে, যাদের মন নামাযের ওয়াক্তের সাথে লটকে থাকে, কখন নামাযের ওয়াক্ত হবে এবং মসজিদে গিয়ে নামায আদায় করবে।- বোখারী।

১৬। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, আল্লাহ তা’আলা তার জন্য প্রতি সকালে বিকালে ওই পরিশ্রমের প্রতিফলস্বরূপ বেহেশতে মেহমানদারীর সামগ্রী তৈরী করে রাখেন।- বোখারী।

১৭। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ইমাম আল-হামদু সূরা শেষ করে যখন আমীন বলবে, তুমিও তখন আমীন বলো, এ সময় ফেরেশতাগণ আমীন বলে থাকেন। যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে হবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যাবে।- বোখারী।

১৮। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহ পাক সাত অঙ্গের উপর সেজদা করতে আদেশ করেছেন। দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের সম্মুখভাগ এবং কপালের সঙ্গে নাকেও ইশারা করে দেখিয়েছেন। আরো আদেশ করেছেন, কাপড় ও মাথার চুল টেনে রাখবে না ।- বোখারী।

১৯। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, তোমরা সুন্দররূপে স্থিরতার সাথে সেজদা করো। সেজদার সময় দুই হাত কুকুরের ন্যায় যমীনের উপর বিছিয়ে দিও না ।- বোখারী।

২০। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, সে কি ভয়ংকর যে ইমামের আগে মাথা উঠায়? আল্লাহ তার মাথা গাধার মাথার ন্যায় করে দিতে পারেন।- বোখারী।

২১। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যারা কাতারের ডান দিকে থাকেন, নিশ্চয় আল্লাহ এবং তাঁর ফেরেশতগণ তাদের উপর দরূদ পাঠান।-আবু দাউদ।

২২। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, তোমাদের প্রতি নির্ধারিত পাঁচটি নামায পড়, এতে তোমরা তোমাদের রবের বেহেশতে প্রবেশ করবে।- আহমদ, তিরমিযী।

২৩। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, তোমাদের সন্তানদের নামাযের জন্য আদেশ করবে যখন তাদের বয়স সাত বছরে পৌঁছবে, আর নামাযের জন্য পিটাবে যখন বয়স দশ বছর হবে।- আবু দাউদ।

২৪। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আমাদের ও মোনাফেকদের মাঝে যে পার্থক্য রয়েছে তা হচ্ছে নামায। সুতরাং যে নামায ত্যাগ করবে সে প্রকাশ্য কাফের হয়ে যাবে।- আহ্মদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা।

২৫। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যার আছরের নামায ছুটে গেল, তার পরিবার ও সব ধন-সম্পদ যেন লুট হয়ে গেল।- তিরমিযী।

২৬। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে এশার নামায জামাতের সাথে পড়েছে, সে যেন অর্ধরাত নামায পড়েছে, আর যে ফজরের নামায জামাতে পড়েছে সে যেন পূর্ণ রাত নামায পড়েছে।- ইবনে মাজা।

২৭। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে সকালে ফজরের নামাযের দিকে গেল সে ঈমানের পাতাকা আর যে সকালে নামায না পড়ে বাজারে গের সে শয়তানের পতাকা নিয়ে গেল।- ইবনে মাজা।

২৮। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তির নামায ঠিক থাকবে, কেয়ামতের দিন তার সব আমলই ঠিক থাকবে।- বোখারী।

২৯। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ঘরে নামায পড়ে ঘরকেও ফযীলত দান কর।- বোখারী।

৩০। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে লোক রুকু সেজদায় পিঠ সোজা করে না, তার নামায পূর্ণ হয় না।- বোখারী।

৩১। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, একামতের সময় আকাশের দরজা খুলে দেয়া হয়। তখন সকর দোয়াকরীর দোয়াই কবুল করা হয়।- মেশকাত।

৩২। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে পবিত্রতা হাসিল করে এবং সুগন্ধ ব্যবহার করে মসজিদে যায়, আর কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, ভাগ্যে লেখা পরিমাণ নামায পড়ে, চুপ করে ইমামের খোতবা শোনে, সে জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ কর দেয়া হয়। বোখারী।

৩৩। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, দাঁড়িয়ে নামায পড়া উত্তম। বসে পড়লে অর্ধেক সওয়াব আর শুয়ে পড়লে বসে পড়ার অর্ধেক সওয়াব।- বোখারী।

৩৪। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, প্রথমতঃ নামায দাঁড়িয়ে পড়বে আর সম্ভব না হলে বসে পড়বে, তাও যদি সম্ভব না হয় তা হলে শোয়া অবস্থায় পড়বে।- বোখারী।

৩৫। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ও প্রিয় নামায হল দাউদ (আঃ)- এর নামায। তিনি অর্ধেক রাত ঘুমাতেন, রাতের তৃতীয়াংশে নামায পড়তেন এবং পুনরায় ষষ্ঠাংশে ঘুমাতেন।-বোখারী।

৩৬। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, প্রত্যেক রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে, তখন আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বান্দাকে আহবান করে বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব।- বোখারী।

৩৭। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, নামাযের মধ্যে ইমামকে কোন ঘটনায় সতর্ক করা আবশ্যক হলে পুরুষগণ সুবহানাল্লাহ বলবে।- বোখারী।

৩৮। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, তোমাদের কেউ নামাযে দাঁড়ালে শয়তান এসে নানা প্রকার বাধা সৃষ্টি করে, ফলে নামাযী কত রাকাত পড়েছে তা ভূলে যায়। কেউ এ অবস্থার সম্মুণীন হলে শেষ বৈঠকে দুটি সেজদা করবে।- বোখারী।

৩৯। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহ তা’আলা মুসাফির থেকে চিরতরে অর্ধেক নামায উঠিয়ে দিয়েছেন।- আবু দাউদ, তিরমিযী।

৪০। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ফরয নামাযের পরে রাতের নামাযই শ্রেষ্ঠ।- মুসলিম।

প্রচারেঃআয়েশা ছিদ্দীকা(রাঃ)মহিলা মাদ্রাসা,জামালপুর।ভৈরব-কিশোরগঞ্জ।

12/04/2022
10/04/2022
07/04/2022
07/04/2022
06/04/2022
06/04/2022
06/04/2022

আলহামদুলিল্লাহ।
আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব কারাগার থেকে এই মাত্র মুক্তি পেয়েছেন। ওলামাদের মুক্তির ধারা অব্যাহত থাকুক।

06/04/2022
06/04/2022
02/04/2022

Sheikh Sudais during iftar today!

02/04/2022
02/04/2022
01/04/2022

Videos (show all)

ভর্তি চলছে !! ভর্তি চলছে !! ভর্তি চলছে !! আপনার মেয়েকে কুরআন ও হাদীছের পাশাপাশি যুগ-উপযোগী আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত হিস...

Location

Category

Website

Address


Bhairab Town

Other Schools in Bhairab Town (show all)
SSC Batch Sreenagor High School 2019 SSC Batch Sreenagor High School 2019
Sreenagor
Bhairab Town, 2350

বন্ধুত্বের বাধন থাকবে চির জীবন।

Fatema Ramjan Sorkari Prathomic Biddaloi"ফাতেমা রামজান Fatema Ramjan Sorkari Prathomic Biddaloi"ফাতেমা রামজান
Bhairabpur Uttar Para
Bhairab Town, 2350

ফাতেমা রামজান প্রাথমিক বিদদ্যাযালয় এ