উচ্চ মাধ্যমিক প্রস্তুতি মূলক পরীক্ষা-২০২৫
ইংরেজি ও আইসিটি বিষয়ের আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।
বেলা ১২ টায় নির্বাচনী পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতা দেখানো হবে।
দুপুর ১.১৫ টায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
* যারা বিভিন্ন কারণে বাংলা পরীক্ষা দিতে পারো নাই, তারা অবশ্যই ইংরেজি সহ বাকি পরীক্ষা গুলো দিবে।
ধন্যবাদসহ
আহ্বায়ক
উচ্চ মাধ্যমিক প্রস্তুতি মূলক পরীক্ষা কমিটি -২০২৫
Amrita Lal Dey College, Barishal
The most renowned educational institution of the southern part of Bangladesh.We nourish your dreams.
Operating as usual
নোটিশঃ
আগামীকাল বেলা ১২ টায় ২য় বর্ষের টেস্ট পরীক্ষার ইংরেজি খাতা দেখানো হবে। শিক্ষার্থীদের নিচের রুমপ্লান অনুযায়ী নিজ নিজ কক্ষে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। মডেল টেস্ট পরীক্ষা যথারীতি বেলা ১.১৫ মিনিটে আরম্ভ হবে।
কক্ষ নং-৩০৫(এ)
বিজ্ঞান বিভাগ
রোল ২৩৩০০১-২৩৩৩৪৩
এবং ২৩৩৪৫০-অবশিস্ট
কক্ষ নং -৩০৬
মানবিক বিভাগ
২৩১০৯৫-৩২১৪১৬ ও অনিয়মিত
কক্ষ নং -৩০৭
মানবিক বিভাগ
২৩১০০১-২৩১০৯৪
ব্যবসায় শিক্ষা
সকল শিক্ষার্থী
বিজ্ঞান বিভাগ
২৩৩৩৪৪-২৩৩৪৪৯

একাদশ শ্রেণির ব্যবহারিক ক্লাস শুরুর নোটিশ
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যঃ
মডেল টেস্ট পরীক্ষার ইংরেজি ১ম পত্রের টেক্সট বইযের ইউনিটের পুনঃবিন্যাসঃ
১ম পত্র,১ম অংশ,পরীক্ষার তারিখ ১৮/০২/২০২৫-
Unit-01- People and Institutions Making History
Unit-4- Human Rights
Unit-5- Education and Life
Unit-6 Dreams
Unit-7- Youthful Achievers
১ম পত্র,২য় অংশ,পরীক্ষার তারিখ ০৯/০৪/২০২৫-
Unit-8-Relationship
Unit-9-Adolescence
Unit-10-Lifestyle
Unit-13- Tours and Travels.


উচ্চ মাধ্যমিক প্রস্তুতি মূলক পরীক্ষা-২০২৫ ১৬/০২/২৫ তারিখের পরীক্ষার এক নজরে আসন বিন্যাস
নোটিশ
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,আগামীকাল ১৬/২/২৫ তারিখ রবিবার থেকে একাদশ শ্রেণির সকল ক্লাশ এবং দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা- ২০২৫ যথারীতি চলবে।
- অধ্যক্ষ( ভারপ্রাপ্ত)
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য :
১. নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য - অকৃতকার্য সকলকে প্রস্তুতি মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেননা কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর সফলতা দেখতে চায়।
২. যারা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তারা যদি প্রস্তুতি মূলক পরীক্ষার ১ম পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রতি বিষয়ে ৪০℅ নম্বর অর্জন করতে পারে, তাহলে বোর্ড পরীক্ষার ফরম পূরণে কোন সমস্যা হবে না।
৩. নির্বাচনী পরীক্ষার নম্বর পরীক্ষার্থীরা পরীক্ষা দপ্তর থেকে জানতে পারবে।
অভিভাবকদের প্রতি অনুরোধ :
আপনার সন্তানের কল্যাণের জন্য কলেজের গৃহীত কার্যক্রমে আপনি সক্রিয় ভূমিকা রাখুন। তাকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে বলুন।
আপনার সন্তান যাতে কলেজের প্রস্তুতিমূলক পরীক্ষার সবগুলোতে অংশগ্রহণ করে, সে ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের বিশ্বাস, এতে সে উপকৃত হবেই।
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে আপনি সক্রিয় হোন।
কলেজকে সহযোগিতা করুন।
ধন্যবাদ।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

বিজ্ঞান বিভাগ নির্বাচনী পরীক্ষার ফলাফল-২০২৫ইং
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ-২০২৫
আজ সমাপনী দিন।

ব্যবসায় শিক্ষা শাখা নির্বাচনী পরীক্ষা -২০২৫
ফলাফল প্রকাশ

মানবিক বিভাগের ফলাফল প্রকাশ
নির্বাচনী পরীক্ষা -২০২৫

বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ-২০২৫
কলেজ প্রতিষ্ঠাতা, অগ্রজ দানবীর অমৃত লাল দে'র দেয়া দায়িত্ব এই ৮০ বছর বয়সে এসেও অক্লান্তভাবে পালন করে যাচ্ছেন কনিষ্ঠ বিজয় কৃষ্ণ দে। কলেজকে কিভাবে ভাল করা যায়,ছাত্র-ছাত্রীদের কিভাবে প্রকৃত মানুষ করে গড়ে তোলা যায় সেই চিন্তাই করে যাচ্ছেন সবসময়। এভাবেই বেঁচে থাকুন প্রিয় বিজয় কৃষ্ণ দে আমাদের মাঝে আরো অনেক বছর।
আজ কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ -২০২৫ এর উদ্ভোধন অনুষ্ঠানে।
নোটিশ
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর অনুষ্ঠানমালা আগামীকাল সকাল ৯,৩০টায় শুরু হয়ে দুপুর ১টায় পুরস্কার বিতরনীর মাধ্যমে সমাপ্ত হবে।সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বলা হল।
- অধ্যক্ষ( ভারপ্রাপ্ত)।
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১৩/০২/২০২৫ইং তারিখ,বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বি.দ্র :(প্রতি বিভাগের ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।)
আহবায়ক
নির্বাচনী পরীক্ষা কমিটি-২০২৫।
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ-২০২৫
চমৎকার পরিবেশনা
চন্দন দাস (তবলা) ও মহাদেব বাড়ৈ (বাঁশি)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Amrita Lal Dey Road
Barishal
8200