নারীরা নারী উস্তাজার কাছে কুরআন/হাদিস/দ্বীন শিখবে,
আর পুরুষরা পুরুষ উস্তাজ এর কাছে এটাই নিয়ম।
বিশেষ করে পার্সোনাল ক্লাস কেনো একজন পুরুষ উস্তাজ এর কাছে পড়তে হবে!!
আর যদি এমন হয় যে কুরআন শিখাতে শিখাতে পুরুষ উস্তাজ এর সাথেই তার হারাম সম্পর্ক গড়ে উঠে...! ( আল্লাহ রহম করুক)
তাহলে বুঝতে হবে পর্দা শুধু শরীরের জন্য নয়। কন্ঠের জন্যেও আছে।
ইলম অর্জন করতে এসে হারামেই নিমজ্জিত হলেন,কতটা জঘন্য ব্যাপার টা চিন্তা করেন।
বোনেরা অনলাইন বা অফলাইনে নারী উস্তাজার কাছে কুরআন/হাদিস শিখার চেষ্টা করুন। আর নিজেদের হায়া,গায়রতটুকু বজায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ সহজ করুক আমীন 🤲
coppy
Ilmul Quran Academy
সহীহ্ করে কুরআন শেখতে আগ্রহী বোনেরা ইনবক্সে নক করুন
Operating as usual
জানতে পেরেছি, আখেরাতের পথ বড়ই নির্জন। একাকীত্ব কাটাতে কুরআন হিফজ করে নিয়েছি।
—হাসান বসরী রহ.
একটি দরূদ ১০টি রহমত!
জুমআর রাত, দুআর রাত!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
আচ্ছা, আমরা যারা মনে মনে নিয়ত করে রেখেছি যে, ফজরের নামাজ পড়বো না কিংবা উঠতে পারলে পড়বো না উঠতে পারলে পড়বো না তারা একটু চিন্তা করুন তো, ফরজের নামাজের পরপরই যদি হঠাৎ মারা যাওয়া মানুষের মতো আপনার মৃত্যু হয়ে যায় তবে আপনার শেষটা কী ভালো হলো? আপনার কি তখন ফজর ত্যাগকারী তথা বেনামাজি অবস্থায় কবরের যেতে হবে না?
ও আমার প্রিয় ভাই ও বোন! এজন্যই বলা হয়,
ফজরের নামাজ কভু করো না তুমি কাজা,
হতে পারে যোহরে তোমার জানাজা।
লেখা : রাকিব আলী
رَّبِّ زِدۡنِىۡ عِلۡمًا
হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন
(সূরা ত্বাহা - ২০:১১৪)
বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দুরুদ পাঠ করুন।
[ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ]
আল্লাহর কোন বান্দা রাতে ঘুমানোর আগে কি পাঠ করে ঘুমিয়ে পড়লে সারা রাত একজন ফেরেস্তা সেই বান্দাকে পাহাড়া দিবেন?
ক) সূরা মূলক
খ) সূরা নাস ও ফালাক
গ) সূরা ইয়াসিন
ঘ) আয়াতুল কুরসি
হে মাবুদ, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করো, একবার কাবা ঘর দেখার সুযোগ দান করো।
📚 কুরআন শেখা সহজ করে তুলুন! 📚
কুরআন শিক্ষা আপনার জন্য আনাছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত কুরআন শিক্ষিকাদের মাধ্যমে অনলাইন কোরআন ক্লাস! ✨
অনলাইন ও তার সাথে বরিশালে আমাদের লক্ষ্য হলো:
• শুদ্ধ কুরআন পাঠ: নিয়ে তাজভীদের নিয়ম শেখার মাধ্যমে সহীহ করে কিরআন শিক্ষা
• পার্সোনাল ক্লাস : আপনার লক্ষ্য অনুযায়ী শিক্ষা ও সহায়তা।
✅ ব্যাচ এর মাধ্যমেও কুরআন শিক্ষা।
• সুবিধাজনক অনলাইন ক্লাস: ঘরে বসে নিজের পছন্দের সময়ে ক্লাস করার সুযোগ।
🌟 এই পথে যাত্রা শুরু করতে চান?
👉 আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে।
অনলাইন কুরআন ক্লাস সম্পর্কে জানতে নক করুন!
#কুরআন শিক্ষা #কুরআন #হিফজ #অনলাইন কুরআন ক্লাস #তাজভীদ
যত ব্যস্ততা ই থাকুক বা যত আনন্দের দিন ই হোক কিংবা বেড়াতে যাওয়াই হোক নিয়মিত
কুরআন পড়ার চেষ্টা করতে হবে।
এখন তো মোবাইলে পড়ার ও সুযোগ আছে।
কুরআন পড়ার সুযোগ থাকা দিনগুলায় রবের কুরআন পড়ছিইনা এমন কেন হবে..... 💔
দেশে ও দেশের বাইরের আপুদের জন্য সহীহ কুরআন শিক্ষার পার্সোনাল ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
আগ্ৰহী আপুরা ইনবক্সে যোগাযোগ করুন।
ক্লাসের সময় নিজেদের সুবিধা মতো ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
ইনবক্সে নক করুন
ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
কুরআনের সাথে নিষ্ঠা সহকারে সময় কাটানো মানেই, প্রশান্তি! সুবহানআল্লাহ! আপনি ভুলে যাবেন আপনার জীবনেও আরো দশজনের মত সমস্যা, দুঃখ রয়েছে। মানুষ প্রিয়জনের সান্নিধ্যে কষ্ট ভুলে যায়- কুরআনের সান্নিধ্যের চেয়ে উত্তম আর কী হতে পারে?
মাঝে মাঝে দেখবেন, নিজের অজস্র গুনাহ সত্বেও আল্লাহ কুরআন পড়ার তৌফিক থেকে বঞ্চিত করেননি।
সুবহান আল্লাহ! এটা অবশ্য গুনাহ করার লাইসেন্স না। কিন্তু... আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কী পরিমাণ দয়ালু... যে তিনি তাঁর কথা থেকে আমাদের দূরে রাখেন না, যদিও বা আমরা অনেক ভুল করি সারাদিন!
বার বার পড়লে যেমন একটু সূরা অথবা আয়াত সহজ হয়ে আসে, তেমনি বার বার মন দিয়ে শুনলেও সেই সূরা বা আয়াত সহজ লাগে। তাই যে সময়টায় আমরা কুরআন পড়তে পারছি না, আমরা চেষ্টা করবো সেই সময়টায় তিলাওয়াত শুনতে, যথাসাধ্য।
আল্লাহ যেন আমাদেরকে দিনে এবং রাতে কুরআনের সাথে সময় পার করার তৌফিক দেন!
[৩৩:৩৩] আল আহ্যাব
আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।
দরুদ পড়েছেন তো⁉️
দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।
- (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)
#সীরাহ
পার্থিব জ্ঞানবিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করলাম, কুরআন শিখলাম না, আমার এই জীবন আল্লাহর কাছে কানাকড়ির মূল্যও থাকবে না।যে বোনেরা ব্যাচে টাইম মিলাতে পারেন না তারা এককভাবে কুরআন শিক্ষা কোর্স করতে চাইলে ইনবক্স করুন।একদম ا،ب،ت،ث থেকে
শিখানো হয়।
©
কুরআন সহীহ করে শিখা আমাদের জন্য ফরজে আইন। নামাজ সহীহ করে পড়তে হলে তিলাওয়াত সহীহ থাকতে হবে।অন্যথায় নামাজ শুদ্ধ হবে না।
আমাদের একাডেমিতে পার্সোনাল ক্লাস এর ব্যবস্থা আছে।যারা আলাদা ভাবে কুরআন শিখতে চান অথবা আপনার সন্তান কে শিখাতে চান তাঁরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
📌বিস্তারিত জানতে ইনবক্স করুন 🖤
ইউটিউবে সার্চ দিলেই অসংখ্য ক্বারীদের তিলাওয়াত পাওয়া যায়।একজন শায়খের তিলাওয়াত চলছিল। অসম্ভব সুন্দর তিলাওয়াত। শুনে মনে হলো, পৃথিবী ভর্তি কত ক্বারী আছেন। কত সুন্দর করে পড়েন। সেখানে আমরা কই? অথচ এরপরও আল্লাহ আমাদের তিলাওয়াতের জন্য প্রতিদান দিবেন। এক্সপার্ট না হলেও দিবেন। একেকটা হরফের জন্য দিবেন!
আর আমাদের প্রতি আমাদের রবের এই দয়া আর ভালোবাসা উপেক্ষা করি আমরা দুনিয়াবী ব্যস্ততায়! আমরা সময় পাই না কুরআন পড়ার। অথচ আল্লাহ আমাদের এই পড়া উপেক্ষা করেন না- যদিও বা তাঁর আমাদের এই পড়ার কোনো প্রয়োজনই নাই!
সুবহানাহু ওয়া তায়ালা।
💞
আলহামদুলিল্লাহ সূরা মুলক হিফজ কোর্সে জয়েন করেছিলো ২২০+ স্টুডেন্ট😍।
কিন্তু সবাই কন্টিনিউ করেনি🥲
আল্লাহ যে বোনদের কবুল করে নিয়েছে আমার কোর্স এ তাদের হিফজ কম্পিলিট হয়েছে..
এটা একটা ফ্রী কোর্স ছিল আলহামদুলিল্লাহ।
আমরা প্রতিরাত এ ৫-১০ মিনিট এর জন্য টেলিগ্রাম এ গ্রুপ কল এ সূরা মুলক টা পড়ব বা শুনবো.. যদি কেনো বোন জয়েন করতে চান ইনশাআল্লাহ জয়েন হতে পারবেন।
সকাল শুরু হোক কুরআন তিলাওয়াতের মাধ্যমে।
আপনার পেটে যেমন খাবার লাগে,রূহেরও লাগে।
কুরআন তিলাওয়াত রূহের শ্রেষ্ঠ একটি খাবার৷
যা এই রূহকে আল্লাহর সাথে জুড়াবে।
#হরফের_উচ্চারনগত_পার্থক্য
এই হরফগুলো আমরা অনেকেই উচ্চারণ করতে পারি কিন্তু এই যে উচ্চারণের পার্থক্য এটাই আমরা অনেকে করতে জানি না। আর এটা কোনো ছোট ভুল না। এটা লাহানে জালি এবং এই ভুলের জন্য কুরআনের অর্থের পরিবর্তন ঘটে।
তাহলে চিন্তা করুন কুরআনের অর্থের পরিবর্তন ঘটিয়ে তিলাওয়াত করা বা নামাজে ভুল পড়া কতটা মারাত্মক গুনাহের কাজ।
তাই কুরআন শুধু পড়তে জানলেই হবেনা, আমাদের প্রতিটা উচ্চারণ সহীহ শুদ্ধ ভাবে করতে জানতে হবে।
যেসব আপুরা ছোট বেলায় কুরআন শিখেছেন, তাঁরা বর্তমানে কুরআন কতটুকু শুদ্ধ করে পড়তে জানেন সেটা বুঝার জন্য হলেও একজন কুরআন শিক্ষকের সরনাপন্ন হতে হবে। তাই কুরআন ক্লাস করতে আগ্ৰহীরা আমাদের সাথে আজই যোগাযোগ করুন ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
দেশ ও দেশের বাইরের সকল বোনদের জন্য ভর্তি চলছে...!
ব্যস্তময় জীবনের কিছু সময় কাটুক কুরআনের সাথে। কুরআন কে জীবনের বন্ধু বানিয়ে নিন। যাতে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যান সাধন হয়। তাছাড়া কুরআন সহীহ ভাবে শিখা আমাদের জন্য ফারজে আইন।
তাই আর দেরি না করে,ক্লাসের সময় ও বাকি ডিটেইলস জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
ব্যাচ এর প্রথম ক্লাস
আলহামদুলিল্লাহ 💓
নিজেকে কুরআনের সান্নিধ্য থেকে বঞ্চিত করবেন না, দুনিয়ার ব্যস্ততার দোহাই দিয়ে। কুরআনের চাইতে বেশি উপকারী আর কিছু নেই জীবনে- শুধু যদি আমরা বুঝতাম!কুরআনের সাথে সময় ব্যয় করুন, দেখবেন অযথা কাজে সময় নষ্ট করার মত "সময়" পাওয়া যাচ্ছে না।
আমাদের কুরআন শিক্ষা ব্যাচ এর ক্লাস আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ।
জুম এপের মাধ্যমে যে আপুরা সহীহ্ করে কুরআন শেখতে আগ্রহী তারা ইনবক্সে নক করুন।
দুবাই থেকে পড়ছে...আলহামদুলিল্লাহ 💓
পবিত্র কুরআনের প্রথম বাণী হলো ইকরা'
যার অর্থ "পড়"
অথচ আমরা সেই কুরআনটাকেই নিয়মিত পড়ি না এমনকি ধরে ও দেখি না।
হায় আফসোস!!
আর যদি ও বা একটু পড়ার চেষ্টা করি তা হয় ভুলে ভরা তেলাওয়াত।
হে বিশ্বাসীরা আমরা কি পারিনা একটু চেষ্টা করে কুরআন তেলাওয়াতটা তাজবীদ সহকারে সহীহশুদ্ধভাবে করতে?
সালাত টা শুদ্ধ করতে?
যারা যারা সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে আগ্রহী আমাকে ইনবক্স করুন।
প্রতিদিন কেন, কোনোদিনই আপনার পড়া পারফেক্ট হবে না... সেটার অপেক্ষায় থাকা উচিতও না।"আমি আমার যথাসাধ্য করবো"- এই মানসিকতা নিয়ে এগিয়ে চলুন কুরআনের সাথে, ছোট ছোট পদক্ষেপে হলেও....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Address
8200
143, Birshrestha Captain Mohiuddin Jahangir Sorok
Barishal, 8200
Learn Today, Lead Tomorrow - BZSDC
Taltali
Barishal
Dear, HSC candidate 🍒🐰 Wishing you all the best 💙💌 __সবার মনের আসা যেন পূরণ হয় 💝🙂
Shewrapara, Mirpur
Barishal, 1216
This is a leading English learning center Happy Learning with me. Have a great day!
C & B Road, Hatem Ali Chowmatha
Barishal, 8200
Barisal Information Technology College (BITC) COURSE : CSE (Bsc In Computer Science & Engineering) BBA (Bachelor Of Business Administration)
Barishal
My Page name is Math care by Hafiz Imran. I upload to Math related video regularly in tha Page.
সি এন্ড বি রোড (হাতেম আলী কলেজ চৌমাথা)
Barishal, 8200
BITC's Official page!
A Wahid Sarok, Shagordi Chandu Market, Rupatoli
Barishal
Wiser English Learning Academy is newly initiated to provide tuition on a basic or advanced level of English courses (e.g IELTS, Spoken English) in association & partnership with the British Council and foreign Universities.
At Patuakhali In Barishal
Barishal, 586841
পেইজটি আপনার সাহায্যের জন্যই।