Betagi Govt. Pilot High School

Betagi Govt. Pilot High School

Official page; BETAGI GOVT. PILOT HIGH SCHOOL.

Operating as usual

05/10/2020

Happy teachers day to all the country makers in the world...❤️ Without all of you, this world would be quite a gloomy place to live....

10/01/2020

You may be gone from our sight...😭
But you are never gone from our heart...💘
Rest in Peace Our Honorable Teacher...💐

16/06/2019

নতুন সিজিপিএ গ্রেড পয়েন্ট বন্টনবিধি-

03/05/2019

"পৌর মেয়রের মায়ের মৃত্যুতে শোকাহত পুরো বেতাগী"
আজ ৩রা মে, ২০১৯ইং
রোজ শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মরহুম মান্নান মৃধার স্ত্রী সদ্য প্রয়াত কোহিনুর বেগম।
উল্লেখ্য মরহুম মান্নান মৃধা বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বেতাগী উপজেলার অন্যতম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
প্রয়াত মান্নান মৃধা এবং কোহিনুর বেগমের পুত্র বেতাগী উপজেলাবাসির প্রাণপ্রিয় মহানায়ক জনাব এ.বি.এম. গোলাম কবির বর্তমান বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র।
আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতালা তাকে জান্নাত দান করুন।
আমিন।
সূত্র: News of Betagi Upazila - NBU

10/04/2019

মেঘলা আকাশের সাথে প্রিয় বিদ্যালয়।
যতোবার নিজের স্কুলকে দেখি,
ততোবার স্কুল জীবনের স্মৃতিগুলো হৃদয়ে দোলা দিয়ে যায়।
আমাদের প্রাণ প্রিয় বিদ্যালয়।

06/08/2017
Timeline photos 07/03/2017

বিবিচিনি শাহী মসজিদ :
নিম্নে এই মসজিদের সংক্ষিপ্ত
ইতিহাস তুলে ধরলাম -
বরগুনার জেলার বেতাগী উপজেলা
সদর থেকে আঞ্চলিক মহাসড়ক ধরে
উত্তর দিকে ১০ কিলোমিটার পথ
অগ্রসর হলেই এক অজোপাড়া গায়ের
নাম বিবিচিনি।।বাংলাদেশের
বিভিন্ন স্থানে মোঘল স্থাপত্যের
নিদর্শন হিসেবে যে কয়টি মসজিদ
রয়েছে তারই মধ্যে উল্লেখযোগ্য
একটি হলো এই বিবিচিনি শাহী
মসজিদ। আয়তনে অতটা বৃহৎ না হলেও
প্রায় সাড়ে তিনশ বছর পুরোনো এই
মসজিদটির স্থাপত্য রীতিতে মোগল
ভাবধারার ছাপ সুস্পষ্ট।
এলাকার অধিকাংশ মানুষের মতে
১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত
উল্লাহ্।পারস্য থেকে এই এলাকায়
ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে
বিবিচিনিতে এ মসজিদটি নির্মাণ
করেন। জানা যায়, নেয়ামত শাহের
কন্যা কন্যা চিনিবিবি এবং
ইসাবিবির নামানুসারে বিবিচিনি
গ্রামের নামকরণ করা হয়েছে এবং
মসজিদটির নাম রাখা হয়েছে
বিবিচিনি শাহী মসজিদ।
চিনিবিবি থেকেই বিবিচিনির
সৃষ্টি হয়।বিবিচিনি গ্রামের
পার্শ্ববর্তী গ্রাম নেয়ামতি।
নেয়ামতিও নেয়ামত শাহের
নামানুসারে নামকরন করা হয় বলে
জানাযায়।
পরবর্তীতে এই ইউনিয়নও বিবিচিনি
নামে পরিচিতি লাভ করে।
মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট এবং প্রস্থ ৩৩
ফুট। চারদিকের দেয়ালগুলো ৬ ফুট
চওড়া এবং এর গাঁথুনিতে ব্যবহূত
ইটগুলো মোগল আমলের ইটের
মাপের সমান। সমতল ভূমি থেকে
মসজিদের স্থান বা ভিত্তিভূমিটি
প্রায় ৩০ ফুট টিলার উপর অবস্থিত। তবে
তার উপরও প্রায় ২৫ ফুট উঁচুতে রয়েছে
মসজিদের মূল স্থানটি। এ ছাড়া
মসজিদের পাশে রয়েছে ৩টি কবর। কবর
৩টি সাধারণ কবরের মতো হলেও
লম্বা ১৫/১৬ হাত এবং এটিই এই
কবরগুলোর ব্যতিক্রমী বৈশিষ্ট্য।
এলাকাবাসীর মতে সেখানে চির
নিদ্রায় শায়িত আছেন মসজিদের
প্রতিষ্ঠাতা হযরত শাহ্ নেয়ামত
উল্লাহ্ (র.) এবং তার কন্যা
চিনিবিবি এবং ইসাবিবি। আরও
জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের
রাজত্বকালে ১৭০০ খ্রিস্টাব্দে হযরত
শাহ্ নেয়ামত উল্লাহ্ (র.) পরলোকগমন
করেন এবং মসজিদের পার্শ্বে তাকে
সমাহিত করা হয়। এই দর্শনীয় শোভা
বধর্নকারী মসজিদটি ঘিরে রয়েছে
নানাধরনের ঘটনা যা মানুষের মনে
কৌতুহল সৃষ্টি করে। শোনা যায়,
পূর্বেকার সময় স্বপ্নে প্রাপ্ত দূরবর্তী
অনেক লোকজন এই মসজিদ থেকে গুপ্তধন
নিয়ে যেত। গোটা বরিশাল বাসীর
কাছে এই মসজিদের প্রতি বিশেষ
আকর্ষণ রয়েছে। প্রতিদিন দুর দুরন্ত
থেকে অসংখ্য নারী পুরুষ তাদের
মনোবাসনা পূরণ করার জন্য এখানে
আসে। তাদের কাছ থেকে জানা
জায়, এখানে মানত করে তারা ফল
পেয়ে থাকে। মসজিদের কাছেই
রয়েছে ছোট বড় ৩ টি পুরানো দীঘি।
মোঘল আমলের এ দিঘী থেকে মানুষ
যা চাইতো তা পাওয়া যেতো বলে
শোনা যায়। মসজিদের নিকটবর্তী বড়
দিঘীটি ইছাবিবির দিঘী নামে
পরিচিত। তবে বর্তমানে এসব দিঘীর
অস্তিত্ব বিপন্ন প্রায়।
মসজিদটি প্রয়োজনীয়
রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন
ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে মসজিদের সংস্কার ও
তেমন উন্নয়ন হচ্ছে না। দর্শনার্থী ও
নামাজীদের ওঠানামার জন্য
মসজিদের দক্ষিণ পাশের ২১
ধাপবিশিষ্ট ৪৮ ফুট দীর্ঘ সিঁড়িটি
ডেবে গিয়ে ধসে পড়ছে। সিঁড়ি
নির্মাণের ফলে যাতায়াতের পথ সুগম
ও সহজ হলেও বর্তমানে টিলা বেয়ে
মুসুল্লীদের নামাজ পড়তে ও পর্যটকদের
আসা যাওয়া করতে দূর্ভোগে পড়তে
হয়।
[মাননীয় এম.পি. মহোদয়ের দৃৃষ্টি
আকর্ষন করছি, যাতে উক্ত
এলাকাটিকে পর্যটন উপযোগী করে
তোলা হয় এবং বিবিচিনিবাসীর
প্রতি অনুরোধ রইলো, দয়াকরে আপনার
উক্ত মসজিদটির রক্ষণাবেক্ষণ
করিবেন।]
★সবাই পোষ্টটি শেয়ার করে ছড়িয়ে
দিন।

27/02/2017

কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া
হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়।
এছাড়া বিভিন্ন শব্দের অর্থ
জানা থাকলে নিজেও বাক্য
তৈরি করে কথা চালিয়ে
যাওয়া যায়।
1) Aurora(অরোরা) – মেরুপ্রভা 2)
Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর 3)
Antimony (এ্যান্টিমোনি) – সুরমা 4)
Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ 5)
Admire (এ্যাডমায়ার) – প্রসংসা
করা 6) Allot (এ্যালট) – বরাদ্দ করা 7)
Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয়
8) Aggression(এ্যাগরেশন) – জবর দখল।
9) Armour (আর্মার) – বর্ম 10) Author
(অথার) – গ্রন্থকার 11) Atmosphere
(অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল 12)
Appetite (এ্যাপেটাইট) – রুচি 13)
Befall (বিফল) – ঘটা 14) Butcher
(বাচার) – কসাই 15) Beaten paddy
(বিটেন প্যাডি) – চিড়া 16) Ban
(ব্যান) – প্রতিবন্ধ 17) Banish
(ব্যানিশ) – তাড়ানো 18) Blister
(বিস্টার) – ফোস্কা 19) Bargain
(বার্গেইন) – চুক্তি করা 20) Bait
(বেইট) – টোপ
21) Battle(ব্যাটেল) – যুদ্ধ 22) Brook
(ব্রুক) – ছোট নদী 23) Beckon(বেকন) –
হাত দিয়ে ইশারা করা 24) Bow
(বো) – ঝুঁকা 25) Bribe(ব্রাইব) – ঘুষ 26)
Bury(বারি) – কবরস্থ করা 27) Bend
(বেন্ড) – নোয়ানো 28) Claim
(ক্লেইম) – দাবী 29) Commodity
(কমোডিটি) – পণ্য 30) Compensation
(কম্পেনসেশন) – ক্ষতিপূরণ 31) Clutch
(ক্লাচ) – আঁকড়িয়ে ধরা 32) Chide
(চাইড) – তিরস্কার করা 33) Cast
(কাস্ট) – নিক্ষেপ করা 34) Cassia
(ক্যাসিয়া) – তেজপাতা 35) Cumin
seed(কিউমিনসিড) – জিরা 36)
Coriander seed(করিয়ান্ডারসিড) –
ধনিয়া 37) Cinnamon (সিনামন) –
দারচিনি 38) Currant (কারেন্ট) –
কিসমিস 39) Comment(কমেন্ট) –
মন্তব্য 40) Comedy (কমেডি) –
মিলনান্ত 41) Condolence
(কনডোলেন্স) – সমবেদনা 42)
Condemn(কনডেম) – নিন্দাকরা 43)
Chase(চেজ) – তাড়াকরা 44) Consent
(কনসেন্ট) – সুতি 45) Collapse (কলাপ্স)
– ধ্বসেপড়া
46) Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ
47) Dogma (ডগমা) – মতবাদ 48) Divine
(ডিভাইন) – স্বর্গীয় 49) Dowry
(ডাউরি) – পন 50) Drench(ড্রেঞ্চ) –
ভিজানো 51) Densorotinous
(ডেন্সোরোটিনাস) – আক্কেল
দাঁত 52) Dwell(ডোয়েল) – বাস করা
53) Dispute (ডিসপিউট) – ঝগড়া করা
54) Danger (ডেনজার) – বিপদ 55)
Diversity (ডাইভারসিটি) – পার্থক্য
56) Damsel (ড্যামসেল) – অবিবাহিত
মেয়ে 57) Damage (ড্যামেজ) –
আঘাত 58) Dappled (ড্যাপেলড্) –
নানা রঙে রঙিন 59) Delicious
(ডেলিশিয়াস) – মজাদার 60)
Defend (ডিফেন্ড) – আত্মরক্ষা করা
61) Delete (ডিলেট) – মুছে ফেলা
62) Destroy (ডিস্ট্রয়) – ধ্বংস করা 63)
Dawn (ডন) – ভোর 64) Dwelling
(ডোয়েলিং) – বাসগৃহ 65) Enviously
(এনভিয়াসলি) – ঈর্ষান্বিতভাবে
66) Ephemeral (এফিমেরাল) –
অবিনশ্বর 67) Eu**ch (ইউনাক) –
খাজা 68) Exchange (এক্সচেন্জ) – বদল
69) Element (এলেমেন্ট) – উপাদান
70) Excavate (এক্সক্যাভেট) – খনন করা
71) Echo (ইকো) – প্রতিধ্বনি 72)
Eligible (এলিজিবল) – নির্বাচনের
যোগ্য 73) Entity (এনটিটি) – সত্তা
74) Erase (ইরেজ) – মুছে ফেলা 75)
Epitaph (এপিট্যাফ) – স্মৃতিস্তম্ভের
উপর ক্ষোদিত লিপি 76) Elect
(ইলেক্ট) – বাছাই করা 77) Edible
(এডিবল) – খাওয়ার যোগ্য 78)
Embarrass (এমব্যারাস) – অপ্রিতীকর
অবস্থা 79) Evoke (এভোক) – ধরে
রাখা 80) Envy (ইনভে) – হিংসা
81) Fabric (ফ্যাবরিক) – কাপড় 82) Fin
(ফিন) – মাছের ডানা 83) Flesh
(ফ্লেশ) – মাংস 84) Famine
(ফ্যামিন) – দূর্ভিক্ষ 85) Familiar
(ফ্যামিলিয়ার) – চেনা 86) Flee
(ফ্লি) – পালিয়ে যাওয়া 87) Float
(ফ্লোট) – ভাসা 88) Fog (ফগ) –
কুয়াশা 89) Fragment (ফ্র্যাগমেন্ট) –
ভাঙ্গা অংশ 90) Fortune (ফরচ্নু) –
ভাগ্য 91) Fury (ফিউরি) – ক্রোধ 92)
Flicker (ফ্লিকার) – অসমভাবে জলন্ত
93) Garland (গারল্যান্ড) – ফুলের
মালা 94) Gnat (ন্যাট) – কীট 95)
Gruel (গ্রুয়েল) – ভাতের ফেন 96)
Glamour (গামার) – সোন্দর্য
97) Gossip (গসিপ) – গল্প করা 98)
Gnarled (নার্ল্ড) – বাঁকানো 99)
Goblet (গবলেট) – হাতল ছাড়া বড় এক
ধরনের গাস 100) Grotto (গ্রোটো) –
গুহা 101) Gust (গাস্ট) – জোরে
ধাক্কা 102) Gambler (গ্যামব্লার) –
জুয়াড়ী 103) Generous (জেনেরাস)
– দয়াবান 104) Garret (গ্যারেট) –
চিলেকোঠা 105) Goldsmith
(গোডস্মিথ) – স্বর্ণকার 106) Hawk
(হক) – বাজপাখী 107) Hymn (হীম) –
স্ত্রোতি 108) Helot (হিলট) –
ক্রীতদাস 109) Hasten (হেসন) –
তাড়াতাড়ি 110) Heinous (হেনাস)
– ভয়ানক 111) Hail (হেইল) – বর্ষন 112)
Hemisphere (হেমিস্ফেয়ার) –
অর্ধগোলক 113) Harass (হ্যারেস) –
বিরক্ত করা 114) Hornet (হর্নেট) –
ভিমরুল 115) Hollow (হলোউ) – ফাঁপা
116) Hamper (হ্যমপার) – ক্ষতি 117)
Harbor (হারবোর) – বন্দর 118) Haste
(হেষ্ট) – দ্রুত 119) Hammock (হ্যামক) –
এক ধরনের ঝুলন্ত বিছানা 120) Hue
(হিউ) – রং 121) Harmony
(হারমোনি) – একতান 122) Husky
(হাসকি) – কর্কশ 123) Hysteria
(হিসটেরিয়া) – উত্তেজনা 124)
Hood (হুড) – সাপের ফনা 125) Heel
(হিল) – গোড়ালি 126) Heir (এয়ার)
– উত্তরাধিকারী 127) Hump (হাম্প)
– কুজ 128) Horizon (হরিজন) – দিক
চক্রবাল 129) Heaven (হ্যাভেন) –
স্বর্গ 130) Hell (হেল) – নরক 131)
Holiness (হলিনেস) – পবিত্রতা 132)
Inspiration (ইনশপিরেশন) – প্রেরনা
133) Imitate (ইমিটেট) – অনুকরন করা
134) Idol (আইডল) – মূর্তি 135) Iguana
(ইগুয়ানা) – এক ধরনের গেছো
টিকটিকি 136) Immense (ইম্মেন্স) –
বিরাট 137) Itch (ইচ) – চুলকানি 138)
Ivy (আইভি) – এক ধরনের সবুজ
পরগাছা 139) Intensely (ইনটেন্সলি) –
তীব্রভাবে
140) Juvenile (জুভেনাইল) – অল্পবয়সী
141) Jot (জট) – তাড়াতাড়ি লেখা
142) Jockey (জোকি) – ঘোড়সওয়ার
143) Jaw (জও) – চোয়াল 144) K**b (নব)
– হাতল 145) Knot (নট) – জট 146) Knock
(নক) – টোকা দেওয়া 147) Kinsfolk
(কিনসফোক) – আত্ত্বীয় 148) Lap
(ল্যাপ) – কোল 149) Layer (লেয়ার) –
স্তর 150) Larva (লার্ভা) – সদ্যজাত
পোকামাকড় 151) Legend (লেজেন্ড)
– পুরানো কাহিনী 152) Luminate
(লুমিনেট) – আলো ছড়ানো 153)
Limit (লিমিট) – সীমা 154) Livid
(লিভিড) – নীলাভ রং 155) Lure
(লিউর) – টোপ 156) Luxury
(লাক্সারী) – অপ্রয়োজনীয়
বিলাস দ্রব্য 157) Loyal (লয়াল) –
বিশ্বাসী 158) Lynx (লিংক্স) –
ব্যগ্রশ্রেনীর একধরনের পশু 160)
Middleman (মিডলম্যান) – ঘটক 161)
Monument (মনুমেন্ট) – মিনার 162)
Meteor (মিটিওর) – উল্কা 163)
Mansion (ম্যানশন) – বৃহদাকার বাড়ি
164) Mare (মেয়ার) – ঘোটকী 165)
Meditation (মেডিটেশন) – ধ্যান 166)
Mason (ম্যাশন) – রাজমিস্ত্রী 167)
Molasses (মোলাসিস) – গুড় 168)
Moustache (মোস্ট্যাচ) – গোঁফ 169)
Mercy (মারসি) – দয়া 170) Modern
(মর্ডান) – আধুনিক 171) Motive
(মোটিভ) – কারন 172) Mute (মিউট) –
শব্দহীনতা 173) Mutton (মাটন) –
ভেড়ার মাংস 174) Mutter (মাটার)
– আস্তে কথা বলা/ বিড়বিড় করা
175) Nod (নড) – মাথা নাড়ানো
176) Nook (নুক) – কোনা 177) Novel
(নোভেল) – উপন্যাস 178) Notify
(নোটিফাই) – জানানো 179)
Noxious(নোক্সিয়াস) – ক্ষতিকর 180)
Nocturnal (নকটারনাল) – নিশাচর
181) Native (নেটিভ) – নিজদেশীয়
182) Neglect (নেগলেক্ট) – অবহেলা
করা 183) Nature (ন্যাচার) – প্রকৃতি
184) Naval (ন্যাভাল) – নাভি 185)
Nostrils(নোসট্রিল্স) – নাকের ছিদ্র
186) Novelist(নভেলিষ্ট) –
ঔপন্যাসিক 187) Oath(ওথ) – শপথ 188)
Oasis(ওয়াসিস) – মরুদ্যান 189) Odour
(ওডোর) – গন্ধ 190) Optimist
(অপটিমিষ্ট) – আশাবাদি 191) Oral
(ওরাল) – মৌখিক 192) Overthrow
(ওভারথ্রো) – পরাজিত করা 193)
Octagon(ওক্টাগন) – আট বাহু বিশিষ্ট
আক…তি 194) Provoke (প্রোভোক) –
কুপিত 195) Presage (প্রিসেজ) –
পূর্বাভাস দেয়া 196) Petal
(পেটাল) – ফুলের পাপড়ি 197)
Purchase (পারচেস) – কেনা কাটা
198) Purification (পিউরিফিকেশন) –
শুদ্ধি করণ
199) Palate(প্যালেট) – তাল 200) Pore
(পেয়ার) – লোমকূপ 201) Pus (পাস) –
পুঁজ 202) Pleader (পিডার) – উকিল
203) Plan (প্ল্যান) – পরিকল্পনা 204)
Phantom (ফ্যান্টম) – ছায়ামূর্তি 205)
Praise (প্রেইস) – প্রশংসা করা 206)
Pseudo (সিউডো) – ছদ্ম 207) Partake
(পারটেক) – অংশ নেয়া 208) Plait
(প্লেইট) – চুলের বেণী 209)
Philosopher (ফিলোসোফার) –
দার্শনিক 210) Portrait (পোট্রেইট) –
ছবি 211) Precious (প্রেশিয়াস) –
মূল্যবান 212) Petrify (পেটরিফাই) –
পাথরে পরিণত করা 213) Purity
(পিউরিটি) – পবিত্রতা 214) Qualm
(কুয়াম) – নিজ সম্পর্কে সন্দেহ 215)
Quote (কুয়োট) – বর্ণনা করা 216)
Quench (কুয়েঞ্চ) – পিপাসা
মেটানো 217) Quicksand
(কুয়িকস্যান্ড) – চোরাবালি 218)
Quixotic (কুইকসোটিক) – উঞগ¢ট 219)
Quit (কুইট) – ত্যাগ করা 220) Quotient
(কোশেন্ট) – ভাগফল 221) Raiment
(রেমেন্ট) – পরিচ্ছদ 222) Raft(র্যাফট)
– নৌকা 223) Render (রেন্ডার) –
সমার্পন করা 224) Remedy
(রেমেডি) – প্রতিকারক 225) Rouge
(রোউগ) – শয়তান 226) Risky (রিস্কি)
– ঝুঁকিপূর্ণ 227) Row (রোউ) – নৌকা
চালান 228) Rapid (র্যাপিড) – দ্রুত
229) Radiate (রেডিয়েট) – আলো
ছড়ানো 230) Rage (রেইজ) – রাগ 231)
Realm (রিয়েল্ম) – জায়গা 232) Relax
(রিল্যাক্স) – আরাম করা 233)
Remove (রিমুভ) – সরানো 234)
Rhapsody (র্যাপসোডি) – সুর 235)
Rumour (রিউমার) – গুজব 236) Roam
(রোম) – ঘুরে বেড়ানো 237) Ribbon
(রিবন) – ফিতা
238) Rib (রিব) – পাজর 239) Sheepish
(শিপিশ) – ভিতু 240) Slay (স্লেই) –
হত্যাকারী 241) Sociable
(সোসিয়েবল) – মিশুক 242) Solemn
(সোলেম) – গম্ভীর 243) Suckle
(সাকেল) – স্তন্য পান করানো 244)
Swell (সয়েল) – স্ফীত হওয়া 245) Slink
(স্লিঙ্ক) – সরে পড়া 246) Stride
(স্ট্রাইড) – লম্বা পা ফেলে চলা
247) Shrub (শ্রাব) – গুল্ম 248) Severe
(সীভিয়র) – প্রখর 249) Serpent
(সার্পেন্ট) – সাপ 250) Solicitude
(সলিসিটিউড) – উদ্বেগ 251) Solitary
(সলিটারি) – নির্জন 252) Shallow
(শ্যালও) – অগভীর 253) Starve
(স্টার্ভ) – উপবাস করা 254) Sore
(সোর) – ব্রণ 255) Saffron (স্যাফরন) –
জাফরাণ 256) Sigh (শাই) – দীর্ঘ
শ্বাস ফেলা 257) Spice (স্পাইস) –
মসলা 258) Sieve (সীভ) – চালুনি 259)
Sight (সাইট) – দৃশ্য 260) Slaughter
(স্লটার) – জবাই করা 261) Shrine
(শ্রিন) – পবিত্র কোন স্থান 262)
Stale (স্টেল) – বাসি 263) Stink
(স্টিংক) – দূর্গন্ধ ছড়ানো 264)
Seethe (সিথ) – সিদ্ধ হতে থাকা
265) Savage (স্যাভেজ) – বণ্য 266)
Sapphire (স্যাফায়ার) – নীলা
পাথর 267) Scent (সেন্ট) – গন্ধ
268) Scrub (স্ক্রাব) – ঘষে ঘষে মুছা
269) Sanctuary (স্যাংকচুয়েরী) –
পবিত্র স্হান 270) Shadow (শ্যাডো) –
ছায়া 271) Shiver (শিভার) – কাঁপা
272) Solid (সলিড) – কঠিন 273) Sphere
(স্ফেয়ার) – গোলক 274) Sojourn
(সোজান) – প্রবাসবাস করা 275)
Suspense (সাসপেন্স) – দুশ্চিন্তা 276)
Syrup (সিরাপ) – ফলের রস 277)
Sombre (সোম্বার) – শোকঘন 278)
Twilight (টুইলাইট) – গোধুলি 279)
Thrive (থ্রাইভ) – সতেজ হয়ে ওঠা
280) Trim (ট্রিম) – সাজানো 281)
Trivial (ট্রিভিয়াল) – অধম 282)
Troublesome (ট্রাবলসাম) –
ঝামেলাকর 283) Twinkle (টুইঙ্কেল) –
ঝিকমিক করা 284) Trio (ট্রাইও) –
শিক্ষানবীশ 285) Tolarate
(টোলারেট) – সহ্য করা 286) Talent
(ট্যালেন্ট) – প্রতিভা 287) Twig
(টুইগ) – গাছের ডাল 288) Twist (টুইস্ট)
– বাঁকানো 289) Trash (ট্র্যাশ) –
আবর্জনা 290) Tomb (টম) – কবর 291)
Terminate (টার্মিনেট) – ধবংস করা
292) Tatter (ট্যাটার) – নষ্ট হয়ে
যাওয়া 293) Triumph (ট্রায়াম্প) –
বিজয়ী 294) Turban (টারবান) –
পাগড়ি 295) Udder (আডার) – পশুর
স্তন 296)
Ultra (আলট্রা) – অতি 297) Utter
(আটার) – উচ্চারন 298) Unworthy
(আনওর্দি) – অযোগ্য 299) Ultimate
(আলটিমেট) – শেষ 300) Ulcer
(আলসার) – ক্ষত 301) Vague (ভেগ) –
অস্পষ্ট 302) Valid (ভ্যালিড) –
গহণযোগ্য 303) Vessel (ভেসেল) –
পাত্র 304) Vehicle (ভিহিকল) – যান
305) Vanity (ভ্যানিটি) – মিথ্যাগর্ব
306) Value (ভ্যালু) – মূল্য 307) Voyage
(ভয়েজ) – ভ্রমণ 308) Vulture (ভালচার)
– শকুন 309) Weave (উইভ) – বোনা 310)
Wring (রিং) – মোচড়ানো 311)
Widow (উইডোউ) – বিধবা 312)
Wander (ওয়ান্ডার) –
উদ্দেশ্যহীণভাবে ঘোরা 313) Wig
(উইগ) – পরচুলা 314) Whirl (উইর্ল) –
ঘুরা 315) Woe (ঔ) – দুঃখ 316) Wrist
(রিষ্ট) – কব্জি 317) Wry (রাই) – বক্র
318) Xenophobia (জেনোফোবিয়া)
– বিদেশীদের প্রতি ঘৃণা 319)
Xylophone (জাইলোফোন) – এক
ধরনের বাদ্যযন্ত্র 320) Xanthic
(জ্যানথিক) – পিতবর্ণ 321) Xylography
(জাইলোগ্র্যাফি)- কাঠে খোদাই
করা বিদ্যা 322) Yawn (এয়ান) – হই
তোলা 323) Yarn ইয়ার্ন) – সুতা 324)
Yolk (ইয়োক) – ডিমের কুসুম 325) Yelp
(ইয়েলপ) – চিৎকার করা 326) Zodiac
(জোডিয়াক) – রাশিচক্র 327) Zoom
(জুম) – অত্যন্ত দ্রত বেগে চলা 328)
Zeal (জিয়েল) – অগ্রহ 329) Zig-Zag
(জিগ জাগ) – আঁকাবাঁকা 330) Zest
(জেস্ট) – উৎসাহ 331) Zoologist
জিউলোজিস্ট) – প্রাণীতত্ত্ববিদ

23/02/2017

✎❑স্বাধীনতা আন্দোলনের নেতাঃ
………………………………………………
□■ বাংলাদেশ ✎ শেখ মুজিবুর রহমান
□■ ভারত ✎ মহাত্মা গান্ধী
□■ পাকিস্তান ✎ মুহম্মদ আলী জিন্নাহ
□■ ফিলিস্তিন ✎ ইয়াসির আরাফাত
□■ তুরস্ক ✎ কামাল আতার্তুক
□■ ভিয়েতনাম ✎ হো চি মিন
□■ দক্ষিণ আফ্রিকা ✎ নেলসন
মেন্ডেলা
□■ চীন ✎ মাও সে তং
□■ সোভিয়েত ইউনিয়ন ✎ ভ্লাদিমির
লেলিন
□■ অ্যাঙ্গোলা ✎ এন্টানিও
এগাসটিরহো নেটো
□■ ইটালী ✎ গুসেপী গারিবালদি
□■ ইন্দোনেশিয়া ✎ আহমেদ সুকর্নো
□■ কঙ্গোপ্রজাতন্ত্র ✎ প্যাট্রিক
লুবুম্বা
□■ কম্বোডিয়া ✎ নরদম সিহাকুক
□■ কিউবা ✎ ফিদেল কাস্ট্রো
□■ কেনিয়া ✎ জুমো কেনিয়াটো
□■ ঘানা ✎ কাওয়ামী নক্রুমা
□■ জাম্বিয়া ✎ কেনেথ কাউন্ডা
□■ জার্মানী ✎ বিসমার্ক
□■ তাঞ্জানিয়া ✎ ডঃ জুলিয়াস
নায়ারে।
□■ পূর্ব তিমুর ✎ জানানা গুসমাও
□■ মার্কিন যুক্তরাষ্ট্র ✎ জর্জ
ওয়াশিংটন
□■ মায়ানমার ✎ জেনারেল অং সান
□■ মালদ্বীপ ✎ মামুন আব্দুল গাইউম
□■ যুগোশ্লাভিয়া ✎ মার্শাল
জোসেফ টিটো
□■ সাইপ্রাস ✎ আর্চ বিশপ ম্যাকারিওস

Timeline photos 01/01/2017
Timeline photos 13/11/2016

বিদ্যালয়ের সফল এবং শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব গোলাম কবির স্যার।

Timeline photos 24/10/2016

২০১৪সালে সরকারি ঘোষনা অনুযায়ী আমাদের বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষনা করা হয়।
বার্তমানে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয় থেকে বিদ্যালয়টিকে সরকারি বিদ্যালয় হিসেবে ঘোষনা দেয়। তবে এখনো পর্যন্ত বিদ্যালয়টিতে সরকারি কর্যক্রম শুরু হয়নি।

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


High School Road, 5no. Ward, Betagi Pouroshava, Betagi, Barguna
Barisal

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00
Other Barisal schools & colleges (show all)
Uzzal Mahmud Uzzal Mahmud
Barisal, BARISAL

jhalakati Govt school

Harta High School - Batch- 2008 Harta High School - Batch- 2008
Harta, Ujirpur
Barisal, 8222

Friends G2G

Madhabpasha Chandradip High School and College, Barishal Madhabpasha Chandradip High School and College, Barishal
Barisal Shwrapkhati
Barisal

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সর্বশ্

D.K.P Secondary School D.K.P Secondary School
দুধল বাকেরগঞ্জে বরিশাল
Barisal

Welcome to our school, where educational and social development go hand . Our tailored focus

Moshang girls school and college Moshang girls school and college
Moshang
Barisal, 8222

“Education breeds confidence. Confidence breeds hope. Hope breeds peace.”

Abdur Rashid Khan Secondary School Abdur Rashid Khan Secondary School
Barisal-Bhola Highway
Barisal, 8200

সাধারণ ও ভোকেশনাল কারিকুলাম

Lakurtala Sonarbangla Secondary School Lakurtala Sonarbangla Secondary School
N. Lakurtala, Gourichanna, Barguna Sadar, Barguna
Barisal, 8700

M.M.K High School & College -Mehendigonj Chanpur M.M.K High School & College -Mehendigonj Chanpur
Mehendigonj Chanpur Khantakhali
Barisal

Syed Mosaraf-Rasida Academy Syed Mosaraf-Rasida Academy
Barisal, 8200

SMR Academy is a well known and reputed Secondary School of Babugonj Upazila. EIIN Number of this sc

Z A Bhutto High School Z A Bhutto High School
Jourkati, Nalcity
Barisal

Z A Bhutto High School,Jourkati,Nalcity

Challish Kahania Uttampur Dakhil Madrasah Challish Kahania Uttampur Dakhil Madrasah
CHALLISH KAHONIA UTTOMPUR DAKHIL MADRASHA
Barisal, 8410

চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদরা

Agailjhara BHP Academy Agailjhara BHP Academy
Barisal

Agailjhara BHP Academy is one of the oldest school in Barisal district and it is one of the oldest sc