
কলেজ বন্ধের নোটিশ।
উল্লেখ্য, ক্লাস বন্ধ থাকাকালীন সময়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা, ফরম পূরণ, ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
True, Love & Purity
Operating as usual
কলেজ বন্ধের নোটিশ।
উল্লেখ্য, ক্লাস বন্ধ থাকাকালীন সময়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা, ফরম পূরণ, ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট ওয়েবসাইটে।
হা হা 🤪🤪
আজ বিকেল ০৪:০০টায় প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের প্রথম মেধা তালিকার ফলাফল।
#একাদশ_শ্রেণির_ভর্তি_সম্পন্নকরণে_প্রয়োজনীয়_কার্যাবলি_অর্থাৎ_যা_যা_করতে_হবে।
ইতোমধ্যে শুরু হয়েছে একাদশ শ্রেণীর(HSC) ভর্তি কার্যক্রম।
👉 ভর্তির কার্যক্রম প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত চালু থাকবে এবং এ কার্যক্রম চলবে আগামী ৫-১০-২০২৩ তারিখ পর্যন্ত।
👉 শিক্ষার্থীকে নিজ দায়িত্বে অনলাইন থেকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। অনলাইনে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করে নিম্নোক্ত পদক্ষেপ অনুসরণ করতে হবে।
🟣 কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে ভর্তির নির্ধারিত ফি প্রদান করতে হবে। যার Biller ID- 3288।
🟣 ফি প্রদানের পরে প্রাপ্ত SMS এ উল্লেখিত ট্রানজেকশন আইডি ভর্তি ফরমের নির্ধারিত স্থানে লিখে দিতে হবে এবং অবশ্যই SMS-টি যথাযথভাবে সংরক্ষণ রাখতে হবে। কারণ, ভর্তি ফরম গ্রহণকারীকে SMS-টি দেখানো প্রয়োজন হতে পারে।
🟣 ভর্তি ফরম কলেজের এখানে যেকোনো দোকান থেকেই সংগ্রহ করা যাবে।
✍️✍️ ভর্তির জন্য যেসকল কাগজপত্র জমা দিতে হবে:—
🟣 মাধ্যমিক ও সমমান(SSC) পাশের মূল মার্কশিটের ফটোকপি।
🟣 মাধ্যমিক ও সমমান(SSC) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
🟣 প্রশংসাপত্রের ফটোকপি।
🟣 নিজের জন্ম নিবন্ধন এর ফটোকপি।
🟣 বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের(NID) ফটোকপি।
🟣 নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৫ কপি রঙিন ছবি।
🔺{ বিশেষ দ্রষ্টব্য: মূল মার্কশিট টি A4 সাইজের খামে ভরে তার উপরে নিজের নাম, পিতা-মাতার নাম, শ্রেণীর রোল নম্বর, শিক্ষার্থীর এবং অভিভাবকের মোবাইল নম্বর স্পষ্ট ভাবে লিখে দিতে হবে। উল্লেখ্য কোন অবস্থাতেই মূল মার্কশিট ব্যতীত ভর্তি হওয়া যাবে না }
🟣 নির্ধারিত ফি জমাদান পূর্বক পূরণকৃত আবেদন ফরম উল্লেখিত কাগজপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে কলেজের উচ্চমাধ্যমিক ভবনে জমা দিতে হবে।
✍️ ভর্তির জন্য ডাচ বাংলা মোবাইল ব্যাংক এ বিভাগ ভিত্তিক নিম্নোক্ত ফি পরিশোধ করতে হবে।
🟣 মানবিক বিভাগের জন্য ২৬৬৯ টাকা।
🟣 ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৬৬৯ টাকা।
🟣 বিজ্ঞান শাখার জন্য ২৭৬৯ টাকা।
{এটার সাথে অনলাইন চার্জ যুক্ত হবে}
🌹🎋ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস আগামী ৮ অক্টোবর, ২০২৩ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে🎋🌹
আজ রাত ১২ টায় শেষ হতে যাচ্ছে ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা।
কোন অধম এখনো আবেদন করার বাকি থাকলে এখনই দ্রুত করে ফেলুন।
প্রকাশিত হয়েছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬-১০-২০২৩ খ্রি. তারিখ প্রতিদিন দুপুর ০১:০০ থেকে।
প্রকাশিত হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি।
যা আগামী ১৮-০৯-২০২৩ খ্রি. থেকে শুরু হয়ে ১৫-১০-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।
Time extended for degree pass admission...
প্রকাশিত হয়েছে ২য় রিলিজ স্লিপে আবেদনের বিজ্ঞপ্তি।
আবেদন শুরু হবে ০৩/০৯/২০২৩খ্রি. তারিখ থেকে। যা চলবে ১৭/০৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
★ ইতোমধ্যে চলমান রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষে ভর্তির অনলাইনের আবেদন। যা চলবে- ৩০/০৮/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
★জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে ৩১/০৮/২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
★ আবেদন যোগ্যতাঃ বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি এবং ২০২০/২০২১/২০২২ সালে এইচএসসি পাস করতে হবে। সকল শাখার জন্য ন্যূনতম সিজিপিএ- (এসএসসি ২.০০ + এইচএসসি ২.০০) থাকতে হবে।
ইতোমধ্যে শুরু হয়েছে একাদশ শ্রেণীর ভর্তির প্রাথমিক আবেদন। যা চলবে ২০ তারিখ পর্যন্ত। বিএম কলেজের জন্য প্রাথমিক আবেদনের ক্ষেত্রে বিভাগ ভিত্তিক নিম্নোক্ত যোগ্যতা(GPA) সম্পন্ন শিক্ষার্থী হতে হবে....
✍️ বিজ্ঞানঃ: ৫.০০
✍️ বানিজ্য: ৪.৫০
✍️ মানবিক: ৪.৫০
★ আসন সংখ্যাঃ
✍️ বিজ্ঞান বিভাগের জন্য: ৩০০
✍️ বানিজ্য বিভাগের জন্য: ১৫০
✍️ মানবিক বিভাগের জন্য: ১৫০
প্রকাশিত হয়েছে স্নাতক(ডিগ্রী) ভর্তির প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি।
প্রাথমিকভাবে আবেদন চলবে-
02/08/2023—30/08/2023 তারিখ পর্যন্ত।
#রিলিজ_স্লিপে_চান্স_পাওয়া_শিক্ষার্থীদের_ভর্তি_কার্যক্রম_সম্পন্ন_করতে_যা_যা_করতে_হবে....
প্রথমত ভর্তি ফরম উত্তোলন:
চান্স পাওয়া শিক্ষার্থীদের আগামী ৬ তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করে অনলাইন থেকে ফরম উত্তোলন করতে হবে। মনে রাখতে হবে ৬ তারিখের মধ্যে কেউ যদি অনলাইন থেকে ভর্তি নিশ্চয়ন না করে, তাহলে পরবর্তীতে আর কোন সুযোগ থাকবে না।
কলেজে যাবতীয় ডকুমেন্টসহ জমা দেওয়া:
যে শিক্ষার্থী যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছে তাকে আগামী ৬ তারিখের মধ্যে যাবতীয় ডকুমেন্টস সংযুক্ত করে স্ব-স্ব ডিপার্টমেন্টে জমা দিতে হবে।
এছাড়া অন্যান্য কার্যাবলী পূর্বেকার মতোই।
এক্ষেত্রে পূর্বেকার বিস্তারিত করণীয় কার্যবিধি জানতে নিচের লিংকে প্রবেশ করুন-
https://facebook.com/1556957197719564/posts/6247026292045941/
আগামী ১০ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে (ইন্টারমিডিয়েটে) একাদশ শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদনের কার্যক্রম।
প্রকাশিত হতে যাচ্ছে আজ SSC সমমানের পরীক্ষার ফলাফল।
সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা।
প্রকাশিত হয়েছে অনার্স প্রথম বর্ষে ভর্তির রিলিজ স্লিপে আবেদনের প্রথম মেধা তালিকার রেজাল্ট।
রেজাল্ট দেখার পদ্ধতি পূর্বের মতোই।
প্রকাশিত হয়েছে রিলিজ স্লিপে আবেদনের ১ম মেধা তালিকার রেজাল্ট।
█▓▒ব্রেকিং নিউজ ▒▓█
প্রকাশিত হয়েছে মাস্টার্স শেষ বর্ষের রেজাল্ট। পাসের হার ৭১.২৭%
অবশেষে আজ প্রকাশিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত মাস্টার্স ফাইনালের রেজাল্ট।
বিস্তারিত কমেন্ট বক্সে....
আজকে মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়নি।
গুজবে কেউ বিভ্রান্ত হবেন না।
তবে শীঘ্রই প্রকাশিত হবে।
রিলিজ স্লিপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন চলবে– ১৩/০৭/২০২৩ থেকে ২৩/০৭/২০২৩ পর্যন্ত।
প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রাম-এ ভর্তির আবেদনের শেষ তারিখ ১৩-৭-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
রাস্তায় টাকা বা মালামাল পরে পেলে তার ইসলামি বিধান:
রাস্তা-ঘাটে কুড়িয়ে পাওয়া টাকা-পয়সার ক্ষেত্রে শরীয়তের বিধান হল, যদি টাকার পরিমাণ এত কম হয় যে, মালিক তা অনুসন্ধান করবে না বলে মনে হয় তবে কোনো ফকীরকে তা সদকা করে দিবে। আর যদি অনেক টাকা বা মূল্যবান কোনো বস্তু পাওয়া যায় এবং মালিক এর খোঁজে থাকবে বলে মনে হয় তাহলে ঐ স্থান ও আশপাশ এবং নিকটবর্তী জন-সমাগমের স্থানে (যথা মসজিদের সামনে, বাজারে, স্টেশনে ইত্যাদিতে) প্রাপ্তির ঘোষণা দিতে থাকবে এবং প্রকৃত মালিক পেলে তার কাছে হস্তান্তর করে দিবে। কিন্তু এরপরও যদি মালিক না পাওয়া যায় এবং মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয় তাহলে তা কোনো গরীব-মিসকীনকে সদকা করে দিবে। প্রাপক দরিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারবে। আর কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আদ্দুররুল মুখতার ৪/২৭৮; ফাতহুল কাদীর ২/২০৮; আলমুহীতুল বুরহানী ৮/১৭১
অনার্স প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকার মাইগ্রেশনে বিষয় পরিবর্তনের ও কোটায় আবেদনকারীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে।
কোটায় আবেদনকারীদের ফলাফল ও দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তনের আবেদনের (মাইগ্রেশনের) ফলাফল 20 তারিখে প্রকাশিত হতে যাচ্ছে।
সত্যিই বাকরুদ্ধ, ভাষাহীন বিবৃতি!!
আমরা গভীরভাবে শোকাহত।
নিজের, মা-বাবার, সকলের লালিত স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হওয়া মেনে নেওয়ার মতো না!
সত্যিই কি আত্মহত্যা; নাকি ভিন্ন কিছু অবশ্যই তদন্ত হওয়া দরকার।
বৃষ্টি আসুক বা-না আসুক, আজই বর্ষার প্রথম দিন।
☔স্বাগত বর্ষাকাল☔
বর্ষার ঘন বর্ষণে দূরীভূত হোক অস্বস্তিকর গরমের তীব্রতা।
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচির পরিবর্তন:
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৮ ই জুন, রবিবার থেকে।
প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি কার্যক্রম ১৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে
(ছুটির দিন ব্যতীত)
প্রকাশিত হয়েছে অনার্স প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ও বিষয়ে পরিবর্তনের ফলাফল।
রেজাল্ট দেখার তথ্য কমেন্ট বক্সে দেয়া রয়েছে।
█▓▒ব্রেকিং নিউজ ▒▓█
প্রকাশিত হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল।
অবশেষে আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত
অনার্স প্রথম বর্ষের ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশনের ফলাফল।
নবীনরা নতুন বিদ্যাপীঠে প্রথম দিনের অংশগ্রহণে কেমন অনুভূতি বোধ করলেন;
শেয়ার করতে পারেন আপনার অভিব্যক্তি।
প্রবীনদের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের, নতুন বিদ্যাপীঠে স্বাগত সম্ভাষণ ও একরাশ রক্তিম গোলাপের শুভেচ্ছা🌹💐🌹
শুভ হোক প্রত্যেকের জীবনের পথচলা।
অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামীকাল তথা ১লা জুন, স্ব-স্ব ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত কমেন্ট বক্সে....
যারা ভর্তি সম্পন্ন করেছেন, তারা চাইলে অনলাইন থেকে দেখতে পারেন আপনার ভর্তি কনফার্ম হয়েছে কিনা বা কলেজ কর্তৃপক্ষ এপ্রুভ করেছে কিনা।
চেক করার লিংক কমেন্ট বক্সে...
যারা প্রথম মেধাতালিকায় চান্স পেয়েছেন, এখন ভর্তি হতে চাচ্ছেন না। অথবা সাবজেক্ট পছন্দ হয়নি। তারা যদি ভর্তি নিশ্চিত না করেন, তাহলে পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদনের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য বিএম কলেজে পরবর্তীতে ভর্তি হওয়ার বা চান্স পাওয়ার সুযোগ একেবারেই থাকবেনা বললেই চলে।
২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের ফরম ফিলাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ আগামী ৩০/০৫/২০২৩ থেকে ১৯/০৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।
বিস্তারিত কমেন্ট বক্সে....
অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য যা যা করতে হবে অর্থাৎ প্রয়োজনীয় কার্যবিধি প্রকাশিত হয়েছে ।
বিস্তারিত কমেন্ট বক্সে.....
Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .
উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy
Official page of College of Education (B. ED.) Barisal [College code-1139]. UTTAR AMANATGAN
Sagardi Islamia Kamil Madrasa It is a non-government madrasha . This institute's EIIN number is 1008
আসুন সুদ ঘুষ কে না বলি, হালাল পথে ব্যাবসা করি। পুজি ছাড়া ব্যাবসা শিখতে লাইক দিয়ে সাথেই থাকুন।