Sefat's Tutorial

Sefat's Tutorial

সবাইকে Sefat's tutorial এর পক্ষ থেকে স্বাগতম।

Operating as usual

11/09/2023

জায়নামাজ ছাড়া আর কোথাও মেরুদন্ড বাঁকা করিনি। তার জন্য অনেক দন্ড দিতে হয়েছে।

তবে সিনিয়রকে যথেষ্ট সন্মান করেছি। পীরের খানকার মতো শ্রদ্ধা করেছি তবে হাত কচলাই নাই, তেল দেই নাই।

পরিণতিতে এই সময়ে এসে জীবনকে উপভোগ করছি। আত্ম-সন্মান না খোয়ানোর আনন্দে আপ্লুত আমি।

আকবর আলী খান আমার আদর্শ লেখক। প্রিয় মানুষ। তার জ্ঞান, প্রজ্ঞা, সততা, উন্নত মানসিকতা, অকুতোভয় সংগ্রামী স্পিরিট আমাকে প্রলুব্ধ করে।

09/09/2023

শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সত্যি!

আজ থেকে প্রায় ৫বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কোন এক বাড়িতে এক পুরুষের (ম-র-দেহ) উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শেষে জানতে পারে, অতিরিক্ত হস্ত-মৈথুনের কারণে স্ট্রো'ক করে লোকটির মৃ-ত্যু হয়েছে। দেহটি যখন উদ্ধার করা হয় তখন লোকটি উ-লঙ্গ ছিলো এবং বা হাতটি লি-ঙ্গটিকে চাপ দিয়ে ধরে রেখেছিলো।

অধিকাংশ পুরুষরাই আজ হস্ত-মৈথুনের মতো একটি জঘন্য ব্যধিতে আক্রান্ত। বন্ধুমহলে খুব গর্বের সাথেই এসব কাজকে তুলে ধরে।
আজ থেকেই সাবধান হোন। সৃষ্টিকর্তাকে ভ-য় করুন। নিজের স্ত্রীর হকের ব্যাপারে সচেষ্ট থাকুন।
তথ্য: Dr Sri Khan

07/09/2023

মা যখন হাসেন তখন মনে হয় পৃথিবীতে কোথাও কোনো দুঃখী মানুষ নেই।

—সমরেশ মজুমদার
শুভ রাত্রি প্রিয়!

07/09/2023

বেকুবে ক্রিকেটের একটা জয় কিংবা জাতীয় সংগীত গাওয়াকে জাতিগত জয় হিসাবে দেখছে, কি মাথা মোটাগুলা ঢাবির স্যার/ষ্যাড়।

ভাগ্যিস লোম দাঁড়াইছে আর কিছু দাড়ায় নাই। না মানে ঢাবির ষ্যাড়রেগো তো দাড়ায় থাকা লাগে তবে "হিজাব নিকাব" হইলে আর বুঝে উঠতে পারেন না। তাই জোর কইরা ধর্মীয় অনুশাসন পালনকারী ছাত্রীদের ডিস্টার্ব করে।

তয় পাকি'রা যদি বাংলাদেশে আইসা তাগো জাতীয় সংগীত গায় তখন তো তার (ষ্যাড়ের) নিজের ভাষায় "নেতি পড়বে", মানে লোমের কথা বলছি।

এইসব লবণ বেচুনির পুতেরাং ঢাবির শিক্ষক।

খেলা শ্রেফ খেলাই। হার জিত মাঠের খেলায়। এর সাথে জাতিগত জয় পরাজয় দেখানো চরম মূর্খতা।
আচ্ছা যারা এইসব খেলা দেখে না, বুঝে না, এমনকি ক্রিকেট পছন্দই করে না তারা কি এই জাতিগত জয় পরাজয় মানবে, নাকি এইসব উল্টাপাল্টা প্রলাপ দেখে সামনাসামনি চৌদ্দ গুষ্ঠি তুইলা গালি দিবো।

খেলা শুধুই বিনোদন কোনো রাজনৈতিক এজেন্ডা নয়।
অবশ্য ভারতীয় নষ্ট রাজনীতি বাংলাদেশে আমদানি করতে এইসব বিনোদন কে রাজনৈতিক রূপ দিতে চায়। সাম্প্রদায়িক এই অপশক্তি প্রগতিশিলতার মোড়কে দেশের মানুষের আসল মোটিভ কে ভিন্নখাতে প্রবাহিত করতে সুক্ষ্ম চতুরতায় ভিনদেশী প্রপাগাণ্ডায় মেতে ওঠে।

৭১ কে ধারন করতে এইসব বিনোদন লাগে না ইতিহাস পাঠই যথেষ্ট। ৫২"৭১ এ আমাদের জাতিগত বিজয় কেউ মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ এইসব বিনোদনের হিসাব তো গনার বাহিরে।

06/09/2023

আজকের ম্যাচে বাংলাদেশ জিতার কোনো সর্টকার্ট টেকনিক আছে?

02/09/2023

কবর
__জসীমউদ্দিন

এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি-সাব মোরে তামাশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।

বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
শাপলার হাটে তরমুজ বেচি দু'পয়সা করি দেড়ী,
পুঁতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটে!
হেস না­ হেস না­ শোন দাদু, সেই তামাক মাজন পেয়ে,
দাদি যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে!
নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে,
পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখিজলে।
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়!
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।

তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি
যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।
শত কাফনের, শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি,
গণিয়া গণিয়া ভুল করে গণি সারা দিনরাত জাগি।
এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।
মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে মিশায়ে বুক,
আয়-আয় দাদু, গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ।

এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা,
কাঁদছিস তুই? কী করিব দাদু! পরাণ যে মানে না।
সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি,
বা-জান, আমার শরীর আজিকে কী যে করে থাকি থাকি।
ঘরের মেঝেতে সপটি বিছায়ে কহিলাম বাছা শোও,
সেই শোওয়া তার শেষ শোওয়া হবে তাহা কী জানিত কেউ?
গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে,
তুমি যে কহিলা বা-জানরে মোর কোথা যাও দাদু লয়ে?
তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে,
সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে!

তোমার বাপের লাঙল-জোয়াল দুহাতে জঢ়ায়ে ধরি,
তোমার মায়ে যে কতই কাঁদিতে সারা দিনমান ভরি।
গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেতো ঝরে,
ফালগুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো-মাঠখানি ভরে।
পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি,
হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি।
গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা,
চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ।

ঊদাসিনী সেই পল্লী-বালার নয়নের জল বুঝি,
কবর দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুজি।
তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ,
হায় অভাগিনী আপনি পরিল মরণ-বিষের তাজ।
মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই,
বড় ব্যথা র’ল, দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই;
দুলাল আমার, যাদুরে আমার, লক্ষী আমার ওরে,
কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে।
ফোঁটায় ফোঁটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন­জলে,
কী জানি আশিস করে গেল তোরে মরণ­ব্যথার ছলে।

ক্ষণপরে মোরে ডাকিয়া কহিল­ আমার কবর গায়
স্বামীর মাথার মাথালখানিরে ঝুলাইয়া দিও বায়।
সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে,
পরাণের ব্যথা মরে নাকো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।
জোড়মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু­ছায়,
গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়।
জোনকি­মেয়েরা সারারাত জাগি জ্বালাইয়া দেয় আলো,
ঝিঁঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেসে ভালো।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, রহমান খোদা! আয়;
ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায়!

এখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে,
বিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে।
এত আদরের বুজিরে তাহারা ভালবাসিত না মোটে,
হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।
খবরের পর খবর পাঠাত, দাদু যেন কাল এসে
দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে।
শ্বশুর তাহার কশাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে
অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে।
সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি,
কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি।
বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন,
কে জানিত হায়, তাহারও পরাণে বাজিবে মরণ­বীণ!
কী জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে,
এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু! ধীরে।

ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো,
কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো।
বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাতদিন,
পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়।
আমার বু­জীর তরেতে যেন গো বেস্ত নসিব হয়।

হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, সাত বছরের মেয়ে,
রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে।
ছোট বয়সেই মায়েরে হারায়ে কী জানি ভাবিত সদা,
অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা!
ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে,
তোমার দাদির ছবিখানি মোর হদয়ে উঠিত ছেয়ে।
বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা,
রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা।

একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে,
ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে।
সেই সোনামুখ গোলগাল হাত সকলি তেমন আছে।
কী জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে।
আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি,
দাদু! ধর­ধর­ বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি।
এইখানে এই কবরের পাশে আরও কাছে আয় দাদু,
কথা কস নাকো, জাগিয়া উটিবে ঘুম­ভোলা মোর যাদু।
আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে,
দীন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে!

ওই দূর বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
মজিদ হইতে আযান হাঁকিছে বড় সুকরুণ সুরে,
মোর জীবনের রোজকেয়ামত ভাবিতেছি কত দূরে।
জোড়হাত দাদু মোনাজাত কর, আয় খোদা! রহমান।
ভেস্ত নসিব করিও সকল মৃত্যু­ব্যথিত প্রাণ।

02/09/2023

ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনও জাগিনি যখন যোহর,
হেলা ও খেলায় কেটেছে আসর,
মাগরিবের আজ শুনি আজান।
জামাত্- শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান

__কাজী নজরুল ইসলাম।

02/09/2023
02/09/2023

বাংলাদেশের মসলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ঢাকা
বগুড়া

31/08/2023

বৃষ্টি শুরু হওয়া মাত্রই রাস্তা ডুবে যায়।
এর ইংরেজি কি হবে?

28/08/2023

ইউসেদুনি আনা কুনকুনা ফিল হাদী আল মাদরাসাতে মায়ের কুলি হাওলা আল উলামা আল ইসলামীন।অ আনা মুমতানুন লাকুম জামিয়ান 😐

ডা. দীপু মনি

24/08/2023

আপনি জেনে অবাক হবেন বাংলাদেশেও মহাকাশ গবেষনা সংস্থা বা স্পারসো নামে একটি প্রতিষ্ঠান আছে!

আপনি আরো অবাক হবেন যে, এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে হলেও আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে৷

আপনি জেনে আরো বেশি অবাক হবেন যে, স্পারসোর বর্তমান চেয়ারম্যান মো. আবদুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী।

-সাদা এপ্রোন

14/08/2023

মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এতো গভীর, সুন্দর আর কিছু নেই একজন ঈমানদারের জন্য।

06/08/2023

সোসাল মিডিয়া সব থেকে বড় প্রতিবাদ কি জানেন?

খারাব পোস্ট ভিডিও একদম না দেখা, শেয়ার না করা কমেন্ট না করা।

আমরা হুজুগে বাঙালি কিছু না বুজেই প্রতিবাদ শুরু করি। আরে ভাই ওরা তো চাই ওদের অপকর্ম ছড়িয়ে পরুক। আর আপনি আমি তার সহযোগিতা করতেছি লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে করে।

আপনি আসাদ নুরকে যত গালি দেন না কেন? ওকি তাতে শরম পেয়ে ভিডিও, পোস্ট এসব বন্ধ করবে?
ও আরো পোস্ট করবে ভিডিও দিবে।

06/08/2023

সাপের বি'ষদাঁত খুব কাছে থেকে দেখেছেন কি? এই দাঁত দুটো ভিন্ন দুই সাপের। বামেরটি Diamondback Rattlesnake এর, ডানেরটি Gaboon Viper এর। দাঁতের অগ্রভাগের ফাঁকা জায়গা দিয়েই বি'ষ প্রবেশ করে প্রাণীর দেহে।

সোর্স: ইতিহাসের গল্প পেজ

24/07/2023

‘নবাবী’ নয়, শুদ্ধ বানান ‘নবাবি’
‘নবী’ নয় শুদ্ধ বাানান ‘নবি’
‘নবীজী’ নয়, শুদ্ধ বানান ‘নবিজি’

Photos from Sefat's Tutorial's post 24/07/2023

মহাবিশ্বের কিছু অতি অদ্ভূত ছবি যা মানুষকে নাড়িয়ে রেখেছিল

১ম ছবি:
PILLARS OF CREATION:
EAGLE NEBULA তে অবস্থিত interstellar গ্যাস ও ধূলিকণা মিলে এমন বিস্ময়কর ও অতিপ্রাকৃতিক রূপ ধারণ করেছে।

২য় ছবি:
HELIX NEBULA:
পৃথিবী থেকে ৬৯৪.৭ আলোকবর্ষ দূরে 'AQUARIUS' constellation এ মানুষের চোখের মতো দেখতে এই বিস্ময়কর হেলিক্স নেবুলাটি অবস্থিত।

৩য় ছবি:
HORSEHEAD NEBULA:
মহাকাশের আরেকটি লোমহর্ষক বস্তু হলো দূর থেকে সম্পূর্ণ ঘোড়ার মাথার মত দেখতে এই HORSEHEAD NEBULA যা পৃথিবী থেকে ১৫০০ আলোকবর্ষ দূরে 'ORION' নক্ষত্রপুঞ্জে অবস্থিত।

তথ্যসূত্রঃ sciencealert,Nasa

13/07/2023

আপন-পিয়াসী
- কাজী নজরুল ইসলাম
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।

আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।।

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া,
সে মালা সহসা দেখিনু জাগিয়া,
আপনারি গলে দোলে হায়।।

02/07/2023

একটা কড়ই গাছে হাজার হাজার বকের বসবাস!

স্থান - সন্দ্বীপ, চট্রগ্রাম

ছবি - TanVir Mahamud

02/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

Collected.

30/06/2023

আরাফাহর ময়দানে পা রাখতে পারার তৃপ্তি 💚

30/06/2023

বউ এর সাথে কোলাকুলিবিহীন আরো একটি ঈদ ☹️☹️☹️

25/06/2023

স্ত্রীর লাশ সামনে রেখে,
মসজিদে স্বামীর না বলা কথা.....

ঢাকার একটি মসজিদে আসরের নামায শেষ করার পর পরই,
ইমাম সাহেব জানালেন জানাজার নামাজ আছে। সবাই যেন একটু অপেক্ষা করি।

হাদিসে আবার জানাজার নামাজ পড়তে
উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার।
তাই হঠাৎ মনে হল জানাজাটা পরেই যাই।

ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।

একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক।
সাদা পাঞ্জাবি পরা, দাঁড়িগুলোও ধবধবে সাদা।
ভদ্র লোক শুরু করলেন........

আসসালামু-আলাইকুম,
আপনারা হয়ত আমাকে চিনবেন না। আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন।

আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। একটা ছোট সরকারী চাকরী দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম।

সারাজীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনদিন এক টাকা অসৎ ভাবে আয় করিনি।

সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের তিন ছেলে এবং দুই মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা-মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগে আমার বেতনের টাকা ফুরিয়ে যেত।

আমার সহকর্মীদের মধ্যে আমিই সবচেয়ে গরীব ছিলাম। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন।
আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেন নি যে, আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না।

কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি।

আমার বাবা-মা মারা যাওয়ার আগের শেষের ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা-বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেন নি যে, আপনার মা-বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি উনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি।

আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন।
পরোপকারী ছিলেন, স্বামী-সন্তানদের হক আদায় করেছেন। উনাকে আমি কখনো কোন নামায কাযা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন।
এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন।

এরপর আবার বলতে শুরু করলেন,
আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী-সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না।

একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।

আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি।

আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন উনাকে মাফ করে দেন।

পুরো মসজিদ ভর্তি মুসল্লী একসাথে বলে উঠল আমিন,আমিন, আমিন।

সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা চার-পাঁচ মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন।

কোন মুসল্লী এতোটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন।

হাদিসে এসেছে, একজন মুমিন-মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিযিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদীসের প্রমাণ পেলাম।

মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে।

আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।
আমিন।

সংগৃহীত.....

25/06/2023

টাইটান সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন (টাইটান) সমুদ্রের ৩০০০ মিটার গভীরের চাপ সইতে না পেরে বিস্ফারিত হয়েছে।

এফিওনিডি (ফিশ) একটি স্বচ্ছ ও নরম আঠালো প্রকৃতির মাছ। যার আকৃতি মাত্র ১০ সে.মি. (প্রায় ৪ ইঞ্চি)। সমুদ্রের ৬০০০ মিটার গভীরে বসবাস করে, প্রজনন করে ও বাচ্চা প্রতিপালন করে।

অথচ বিবর্তনবাদের হর্তাকর্তারা দাবী করে, এই সৃষ্টিজগৎ কাকতালীয়ভাবে তৈয়ার হয়েছে।

তারা জানে না -
"এটা আল্লাহর সৃষ্টি! সুতরাং তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং যালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।"
[সুরা লুক্বমান, আয়াত:১১]

23/06/2023
23/06/2023

এসিড নয়, লিখুন: অ্যাসিড।
এডমিট কার্ড নয়, লিখুন: অ্যাডমিট কার্ড।
সূত্র: সর্বশেষ সংশোধিত বাংলা শব্দের তালিকা।

23/06/2023

টাইটান আসলেই বিধ্বস্ত হয়েছে, এবং যাত্রীদের সবাই নিহত।

২২ জুন দিনশেষে মার্কিন কোস্ট গার্ড তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাইটানিক যেখানে পড়ে আছে তার ১৬০০ ফুট দূরেই পাওয়া গিয়েছে টাইটানের ধ্বংসাবশেষের অংশ (Tail cone)। Catastrophic Implosion-এ ধ্বংস হয়ে যায় টাইটান।

তারা টাইটানের পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পেয়েছেন। দূর নিয়ন্ত্রিত যানের (ROV) সহায়তায় প্রথম খুঁজে পাওয়া যায় Nose Cone, এরপর এর কাছে একটি বড় এলাকা জুড়ে টাইটানের ধ্বংসাবশেষ, ওখানে ছিল Pressure Hull এর একটি end bell (প্রেশার হাল হলো সাবমার্সিবলের ভেতরের আবরণ, যেটা চাপ নিয়ন্ত্রণ করে, যেন পানির চাপ ভেতরে প্রভাবিত না করে); কাছাকাছি আরেকটি অপেক্ষাকৃত ছোট ধ্বংসাবশেষ এলাকা পাওয়া যায় যেখানে Hull এর বিপরীত পাশের অংশটি ছিল। Implosion মানে হলো ভেতরের দিকে বিস্ফোরণ, বাইরের দিকে নয়। দুমড়ে মুচড়ে যাওয়া।

এখনও ভেতরের যাত্রীদের দেহ নিয়ে কিছু জানা যায়নি, তবে তারা নিশ্চিতভাবেই মৃত। তিরিশ মিনিট বাদে বাদে যে শব্দ পাওয়া গিয়েছিল বলে জানানো হয়, সেটা টাইটান সংক্রান্ত কিছু নয় বলে জানায় কোস্ট গার্ড।

সমুদ্রতল থেকে ২ ঘণ্টা সময় লাগে টাইটানে করে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে। ২ ঘণ্টা শেষ হবার ১০-১৫ মিনিট আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার ধারণা, তখনই বিস্ফোরণ হয়েছিল, টাইটানিকের একদম কাছে গিয়েই তাদের সলিল সমাধি হয়। অক্সিজেন শেষ হওয়ার জন্য হয়তো তাদের বসে থাকা লাগেনি।

(বিস্তারিত কমেন্টের লিংকে দেয়া পোস্টে।)

20/06/2023

অনুবাদ করুন:

বাজারে আগুন।

19/06/2023

Explain the correct answer.

19/06/2023

জ্বীন শয়তানের নৃত্য! আফ্রিকায় প্রচুর পরিমাণে কালো জাদু চর্চা হয়। তাদের বিশেষ একটি দিবসে জাদুকররা লোকজনকে বিনোদন দেওয়ার জন্য শয়তানের নৃত্যের আয়োজন করে থাকে। এখানে যে দৃশ্যগুলো ফুটে উঠছে এটা ফেক বলে মনে হচ্ছে না। এবং মানুষের পক্ষেও এমনটি করা সম্ভব বলেও মনে হয় না।

17/06/2023

‘অর্ধনমিত’ অর্থ অর্ধেক নামিয়ে রাখা হয়েছে এমন। যেমন: অর্ধনমিত পতাকা।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র

17/06/2023

‘আপন’ ‘আপণে’ বসে আছে সে। ‘আপন’ অর্থ ‘নিজ’। ‘আপণ’ অর্থ ‘দোকান’।

17/06/2023

কিছু না পড়েই বীরের মতো পরীক্ষা দিতে যাওয়া পাপিষ্ঠ'রা শেয়ার দেন!🙂

16/06/2023

‘দিক্দর্শন’ নয়, ‘দিগ্‌দর্শন’। ‘দিক্‌নির্ণয়’ নয়, ‘দিঙ্‌নির্ণয়’। সূত্র: সর্বশেষে সংশোধিত বাংলা শব্দের তালিকা।

12/06/2023

আমরা কতটা বর্বর জাতি ভাবতে পারেন?
একজন শায়খুল হাদীস হোক সে ভিন্ন মতের বা দলের তারউপরেই কেন আক্রমণ করতে হবে?

এগুলো নিয়া হয়তো অনেকের মধ্যে তেমন কোনো উৎকন্ঠা কাজ নাও করতে পারে। তবে এর সুদূর ভবিষ্যত খুবই খারাপ হতে পারে।

চরমোনাই পীরসাহেবকে নিয়া অনেকের ভিন্ন মত থাকতেই পারে। আমি এখন পর্যন্ত দেখি নায় চরমোনাইর দলের কর্মীরা কারো উপরে হামলা করছে বা একটা থাপ্পড় পর্যন্ত দিছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

10/06/2023

সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌ংলাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি চিনি যতটা মিষ্টি স্বাদ আনতে পারে, মাত্র ২০ গ্রাম সোডিয়াম সাইক্লামেটের পক্ষেই খাবারকে ততটা মিষ্টি করে তোলা সম্ভব। কিন্তু এই সোডিয়াম সাইক্লামেট ভয়ঙ্কর বিষাক্ত।
দুঃখজনক হলেও সত্য যে বাজারের বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার এখন এই ঘনচিনি ব্যাবহার করে তৈরী হচ্ছে এবং আমরা মহা সুখে তা খেয়ে যাচ্ছি,সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই যে অধিকাংশ মানুষ এই ব্যাপারে প্রায় কিছুই জানেনা 😣😞😓
#সংগৃহীত

08/06/2023

ঢাবিতে চান্স না পাওয়ায় সুই*সা*ইড করেছে কুড়িগ্রামের একটি মেয়ে। লিখে গেছে সুই*সা*ইড নোট ।

(ছবি সংগৃহীত)

17/05/2023

নিয়মিত পড়াশোনা করলে ৬ মাসেই ভালো জব হবে।
আর ঝিমিয়ে ঝিমিয়ে পড়াশোনা করলে ৬ বছরেও জব হবে না।

17/05/2023

অধিকাংশ পুরুষই পরাজিত রূপবতী নারীর কাছে,
অধিকাংশ নারীই পরাজিত বিত্তশালী পুরুষের কাছে, কিন্তু"অর্থ ও রুপ দুটোই পরাজিত দ্বীনদার নারী- পুরুষের কাছে।

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এস এস এসি পরিক্ষার্থীর বর্তমান অবস্থা।সারাবছর না পড়ে যখন এক দিনে সব পড়া পড়তে যাই লে অবস্থা....
Lecture-3 SSC math Dhaka board 2020.বীজগণিতিক রাশি ৩য় অধ্যায়।
Lecture-2ssc general Math 3rd chapter Dhaka board 2020. এস এস সি সাধারণ ঢাকা বোর্ড-২০২০
Lecture-1 এসএসসি বীজগণিতিক রাশি ঢাকা বোর্ড-২০২০
Lecture-2 এস এস সি সাধারণ গনিত নবম অধ্যায় বরিশাল বোর্ড প্রশ্ন সমাধান।
lecture-1এস এস সি সাধারণ গনিত ৯ম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। বরিশাল বোর্ড প্রশ্ন সমাধান।

Location

Telephone

Address


Barishal
Barisal
MAHFUZ698
Other Barisal schools & colleges (show all)
IELTS Doctor IELTS Doctor
Pantho Sarak
Barisal

Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .

Practical Notebook Drawing Practical Notebook Drawing
Barisal, 8200

Work hard to fulfill your dreams

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy
ফজলুল হক এভিনিউ, ৩য় তলা, কাকলির মোড় সংলগ্ন
Barisal, 8200

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy

Study Room Study Room
Jhalokathi
Barisal

Siddiqur Rahman Sadi Siddiqur Rahman Sadi
Barguna
Barisal

BBA Aid Plus BBA Aid Plus
BM College Road
Barisal, 8200

Assalamu Alaikum, I am Md Ryhan Hasan Shifat former student of NAU & it's my personal page

Prism Admission Care Prism Admission Care
Farid Monjil, Bogra Road
Barisal, 8200

We are to render you the best service. It's not just words, it's the reality!

Machuakhali Sher-E-Bangla Secondary School Machuakhali Sher-E-Bangla Secondary School
Machuakhali
Barisal, 8283

MSB High School

Dr. Majed Special Care-Medi-Faith Dr. Majed Special Care-Medi-Faith
Bottola
Barisal, 8200

For medical, varsity admission candidates.

Md.Imran Hossain Md.Imran Hossain
College Road, Barguna
Barisal, 8700

This is my personal page.

Pious Preparatory Madrasah Pious Preparatory Madrasah
আছালত খাঁন সড়ক, রূপাতলী, বরিশা
Barisal, 8200

Our Specially Goals-BCS,Primary and SI Our Specially Goals-BCS,Primary and SI
At Patuakhali In Barisal
Barisal, 586841

পেইজটি আপনার সাহায্যের জন্যই।