28/07/2023
#গৈলা_স্কুল এস. এস. সি. রেজাল্ট -২০২৩
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় এর এস এস সি-২০২৩ পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।।
মোট পরীক্ষার্থী- ১৮২
কৃতকার্য- ১৭১
পাশের হার- ৯৩.৯৬%
পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষদের জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
04/05/2023
Please watch my News 24 Tv programme 11 pm tonight
04/05/2023
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু কৈলাস চন্দ্র সেন । যিনি ১৮৯৩ সালে কলকাতা থেকে এসে গৈলা কে ভালোবেসে গৈলা স্কুল প্রতিষ্ঠা করেন । আমরা এই মহান ব্যক্তির নিকট চিরকৃতজ্ঞ ।
আপনার যদি কিছু বলার থাকে কমেন্টস করুন ।
post by €shahid islam.
28/04/2023
Tsc..Jagannath Hall Alumni... With Amit..Asim and Sudhir
28/11/2022
#সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়
S.S.C পরিক্ষার #ফলাফল ২০২২
মোট পরিক্ষাত্রী : ২১৩ জন
কৃতকার্য : ১৯৯ জন
অকৃতকার্য: ১৪ জন
পাশের হার : ৯৩.৪৩ %
A+ : ৩১ জন
A : ৬১ জন
B : ৪৭ জন
C : ২৮ জন
D : ২৭ জন
F: ১৪ জন
সবার জন্য শুভ কামনা। ❤️
03/10/2022
Goila Dasher Bari....Durga Puja 2022
02/10/2022
পটুয়াখালী জেলার বাউফলের প্রখ্যাত মৃৎশিল্পী ৯৭ বছর বয়সী বিশ্বেষর পাল এর সঙ্গে বরিশালের শিল্পকলা একাডেমিতে।
02/10/2022
In Barishal Amrita Lal Dey Durga Mandir with Bijoy Dey and Tanmoy Dey
02/10/2022
With Pal family members Barishal Mrit Shilpi reception at Shilpakala
02/10/2022
Barishal Shilpakala Academy
02/10/2022
Please watch my DBC TV programme 8 m today... i will join from Goila Dasher Bari
01/10/2022
Please join my Atn News programme at 10 pm today.....i will join from Goila Dasher Bari
01/10/2022
Please join my Atn News programme at 10 pm ...I will from Goila Dasher Bari
01/10/2022
Some Freedom Fighters visited Goila Dasher Bari saturday.
01/10/2022
Kusum Kumari Das Art Competetion..Goila Dasher Bari..Durga Puja..2022
01/10/2022
Goila Dasher Bari Kusum Kumari Das art competetion
01/10/2022
Kusum Kumari Das Art Competetion Goila Dasher Bari ...VC Barishal University with us..1 October.. 2022
01/10/2022
Goila Dasher Bari..Kusum Kumari Das Art Competetion
11/01/2021
সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য যে যে কাগজপত্র লাগবে।
11/01/2021
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যলয়ের ২০২১ সালের তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণীর লটারির মাধ্যমে ভর্তির রেজাল্ট।
যারা প্রানের স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে তাদের সকলের জন্য শুভ কামনা রইলো।
05/01/2021
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ খ্রিঃ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র /ছাত্রীদের উপবৃত্তির জন্য যে ফোন নাম্বার দেওয়া হয়েছে তা ঐ অভিভাবকের ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে কিনা তা *নিগার সুলতান *ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ করা গেল। এই নাম্বারে যোগাযোগ করুণ ০১৭৩৬৮৩৪০৯০
17/11/2020
একটা মানবিক সাহায্যের জন্য আবেদন!! 🙏
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি, আমাদের প্রিয় #জাকির ভাই লিবার ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।
আমরা যারা অত্র স্কুল থেকে পড়াশুনা শেষ করেছি তারা কি এই ব্যাক্তির জন্য কিছু করতে পারি না?
বেশি করে শেয়ার করে সবার কাছে আবেদনটি পৌসে দিন। 🙏
আসুন মানবতার সেবা করি, যার যার জায়গা থেকে আমাদের জাকির ভাইর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মোঃ শহিদুল ইসলাম
নগদ এ্যাকাউন্টঃ 01749826254
রকেট এ্যাকউন্টঃ 017498262546
ব্যাংক এ্যাকউন্টঃ 0311101010658
(গৈলা শাখা, আগৈলঝাড়া, বরিশাল)
মোঃ আল-আমিন
বিকাশঃ 0 1712-598813 (পারসোনাল)
Admin post.
Md. Shahidul islam
Batch 2010.
01/11/2020
৬ষ্ঠ থেকে ৯ম শ্রণী পর্যন্ত অ্যাসাইমেন্ট।
http://www.dshe.gov.bd/
01/11/2020
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে প্রণীত ৩০ দিনের এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের কে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং সে অনুযায়ী তারা কাজ সম্পন্ন করে শিক্ষকদের কাছে জমা দিবেন।
একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রোমোশন পেতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখানে মােট নম্বরের একটি অংশও বরাদ্দ থাকে। ভাল নম্বর পেতে হলে অ্যাসাইনমেন্ট সুন্দর হওয়া বাঞ্ছনীয়।
কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেক শিক্ষার্থী যথাযথ অবগত নয়। এজন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি কাঠামাে এবং কিছু গুরুত্বপূর্ণ কৌশল।
অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলি:
১. শুরু করবেন কীভাবে?
সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে শিক্ষার্থীদের নির্ধারিত যেকোন একটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে দিবেন।
অ্যাসাইনমেন্ট পাওয়ার পরই শিক্ষার্থীকে লেখার কাজে হাত দিতে হবে। তার আগে অবশ্যই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
অ্যাসাইনমেন্ট করার জন্য তথ্যের উৎস:
সাধারণত শিক্ষকগণ শিক্ষার্থীদের তাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট করার কাজ দিবেন; যা শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজেই করে নিতে পারবে।
তাছাও অ্যাসাইনমেন্ট করার জন্য নিন্মোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে-
শিক্ষক কর্তৃক মনােনীত বই
সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই
পত্র-পত্রিকা, সাময়িকী, জার্নাল
ইন্টারনেটের ও অভিজ্ঞজনের মতামত
সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট র শিক্ষকের গাইড লাইন এবং সংসদ টিভির ক্লাস লেকচার
লেখা শুরুর আগে যা জানতে হবে-
প্রথমেই জানা উচিত অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণাপত্রের মত। আপনার সংগৃহীত তথ্য এবং বাস্তবতা মিলিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে।
যেমন ধরুন, আপনার অ্যাসাইনমেন্ট-এর বিষয় হলাে বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা : একটি পর্যালােচনা”
এ বিষয়ে আপনি যতটা সাহায্য পাবেন আপনার সংগৃহীত তথ্য হতে তার চেয়ে বেশি পাবেন বাস্তবতা থেকে।
এ ক্ষেত্রে স্কুলগুলাের প্রশাসন ও সরকারের শিক্ষাসংক্রান্ত প্রশাসন হবে আপনার উৎস। আপনার লেখার ধরন ও হবে অন্যরকম।
এখানে আসবে-
বর্ণনা, * সচিত্র ব্যাখ্যা, * বিশ্লেষণ, * সমাধান, * উন্নতবিশ্বের উদাহরণ,
প্রশাসনের ভূমিকা, * শিক্ষকদের ভূমিকা, * শিক্ষার্থীর ভূমিকা, * সুপারিশ
অ্যাসাইনমেন্ট-এর রূপরেখা-
অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনাে কাঠামাে নেই। প্রত্যেক প্রতিষ্ঠানেরই তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামাে থাকতে পারে। আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনাে রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে।
তবে সাধারণভাবে যে বিষয়গুলাে আপনার লিখতে হবে তা-
ভূমিকা : এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলাের সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবব্ধতা এখানে লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে।
এখানে আনুষঙ্গিক বই পত্রের পর্যালােচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টির পরিধি বর্ণিত হতে পারে। ভূমিকায় পুরাে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মােটামুটি একটি ধারনা থাকবে।
মূল অংশ: এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ ঘটবে। ভূমিকায় বর্ণিত সমস্যাটির প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরাে অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে।
এই অংশটিকে সচল রাখার জন্য কোনাে অপ্রাসঙ্গিক বিষয়ে হারিয়ে গেলে চলবে না।
উপসংহার : এখানে পর্যবেক্ষণ, গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে।
এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথনির্দেশ থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকবে।
অ্যাসাইনমেন্ট-এর শিরােনাম পৃষ্ঠা :
অ্যাসাইনমেন্ট-এর জন্য শিরােনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ। এখানে লেখার ক্ষেত্রে আসবে-
ক. বিষয়ের নাম;
খ. লেখকের নাম;
গ. শিক্ষকের নাম;
ঘ. কোর্সের নাম;
ঙ. বিভাগের নাম;
চ. বিদ্যালয়, প্রতিষ্ঠানের নাম;
ছ. লেখা জমা দেয়ার তারিখ;
অ্যাসাইনমেন্টের প্রয়ােজনীয় কিছু বিষয় :
শিরােনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দিতে পারেন
অ্যাসাইনমেন্ট-এর লেখা হবে অনেকটা গবেষণাধর্মী
তবে লেখার ভাষা গুরুগম্ভীর হবে না
অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে। গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারেন
শুধু নম্বর পাবার জন্যই নয় বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনা প্রয়ােজন
আপনার শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন সেটি আপনি কীভাবে এনেছেন দেখুন
আপনার অ্যাসানমেন্টেই হতে পারে আপনার সৃজনশীলতার প্রকৃষ্ট দৃষ্টান্ত
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:
১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মােতাবেক, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে।
এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।
উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে (আত্মীয়-স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না।
মূল্যায়ন পরীক্ষা (এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলাে
A4 সাইজের কাগজের খাতা
খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
সব গুলাে খাতা একই সাইজের হতে হবে।
হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তােমার শিখন ফল প্রতিফলিত হয়।
শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরােধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
ধন্যবাদ।
30/10/2020
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরির বিবেচ্য বিষয় নিম্নে উল্লেখ করা হল।
অ্যাসাইন্টমেন্ট তৈরির জন্য বিবেচ্য বিষয়
(৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি)
১। A4 /ডিমাই সাইজের কাগজের খাতা তৈরি করতে হবে।
২। খাতার কাভার পৃষ্টায় সাইনপেন দিয়ে লিখতে হবে-
ক) বিদ্যালয়ের নাম
খ) শিক্ষার্থীর নাম
গ) শ্রেণি
ঘ) শাখা
ঙ) রোল নম্বর
চ) বিষয়
ছ) তারিখ
৩। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
৪। খাতায় লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৫। সবগুলো খাতা একই সাইজের হতে হবে।
৬। হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হতে হবে।
৭। অন্যের খাতা দেখে অ্যাসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৮। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইন্টমেন্ট তৈরি করতে হবে।
৯। বিষয়শিক্ষক প্রদত্ত নির্ধারিত তারিখে অ্যাসাইনমেন্ট লিখা খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, ০১.১১.২০২০ ইং হতে ৩০.১১.২০২০ ইং পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে।
মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন সময়ে-
১. প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ গৃহে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
২. উক্ত সময়ে আত্মীয়- স্বজনের বাড়িতে কিংবা অন্য কোথাও কোনক্রমেই যাওয়া যাবে না।
৩. প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই অ্যাসাইনমেন্ট লিখে নির্ধারিত তারিখসমূহে বিদ্যালয়ে জমা দিতে হবে।
৪. অ্যাসাইনমেন্ট জমাদানে ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
সরকারি নির্দেশনা
১. সবাইকে ঘরে থাকতে হবে।
২. স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকতে হবে।
৩. অন্যকে নিরাপদ রাখতে চেষ্টা করতে হবে
12/07/2020
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব সুনীল চন্দ্র হালদার। আজ ১২/০৭/২০২০ ইং রবিবার সন্ধ্যায় ইহলোক ত্যাগ করেন।
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
03/07/2020
Asim Kumar Dasgupta
3iSct ehmSrpsonsogred · Shared with Public
অজয় দাশগুপ্ত: জন্মদিনের শুভেচ্ছা
আজ আমাদের পরিবারের ছায়াতরু অজয় দাশগুপ্ত এর ৭০ তম জন্ম দিনে প্রাণভরা শুভেচ্ছা।জন্মদিনে দুএকটি কথা আমার অগ্রজ অজয়দাকে নিয়ে।অনেক পরিচয় অজয়দার। পড়েছেন রসায়ন হলেন সাংবাদিক। ষাটের দশকে ছাত্র ইউনিয়ন এর হাত ধরে রাজনীতির হাতে খড়ি । এলো মুক্তিযুদ্ধ।প্রথম কর্তব্য হিসেবে ঝাপিয়ে পড়লেন সে যুদ্ধে।অজয়দা প্রায়ই বলে থাকেন আমাদের দেশে অনেকে অনেক কিছুই হবেন, তবে নতুন করে মুক্তিযাদ্ধা কেউ আর হবেন না।স্বাধীনতা যুদ্ধ শেষে বিশ্ববিদ্যালয়ে এসে দেশগড়ার ব্রত। তখন থেকেই সাংবাদিকতা জীবনের অংশ হয়ে গেল।বঙ্গবন্ধু নিহত হবার পর ঢাকা বিশ্ববিদযালয় থেকে প্রথম প্রতিবাদ সংগঠিত করার অগ্রসৈনিক।সাংবাদিকতার সংগে যুক্তহলো রাজনৈতিক গবষণা। হরতাল তাঁর একটি প্রিয় বিষয়। গান্ধীজি উপমহাদেশে হরতালের প্রথম গুরু। সে হরতাল বাংলাদেশের অভ্যুদয় এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব রেখেছে তা নিয়ে অজয়দার সুবিশাল গবেষণা গ্রন্থ সাতদশকের হরতাল রাজনীতির প্রতিটি ছাত্রের জন্য অবশ্য পাঠ্য। দেশ ছাড়াও জন্মভূমি বরিশালের গৈলা সবসময় ভাবনাচিন্তার কেন্দ্রে স্হান পেয়েছে।গৈলা স্কুল, গৈলার বিজয় গুপ্তের ঐতিহ্যমন্ডিত মনসা বাড়ি, শিক্ষাগুরু কৈলাশ চন্দ্র সেন ,গৈলার মৃৎশিল্প, স্বাধীনতা সংগ্রামী শহীদ তারক সেন, শহীদ আলাউদ্দীনের স্মৃতি সংরক্ষণ ও এসবের উন্নয়ন ও আধুনিকায়ন সবসময়ই অজয়দাকে ব্যতিব্যস্ত রাখে।আরেকটি হল নিজ জন্ম স্হান গৈলা দাশের বাড়ি । শত বছর ধরে গৈলা দাশের বাড়ি ছিল গৈলার শিক্ষা বিস্তার ও উন্নয়নের পুরোধা। গৈলা স্কুল, গৈলা বাজার, গৈলা ডাকঘর প্রতিষ্ঠায় দাশের বাড়ির অবদান অসামান্য।সে ধারাটি অজয়দা সফলতার সংগে বহন করে চলেছেন। আমাদের বাডিটিকে গৈলার সব শ্রেণী পেশার মানুষের মিলনস্হল করে তুলেছেন।পদ্মা সেতু ছিল আরেকটি প্রিয় বিষয়।কত লেখা যে লিখেছেন, নানা টক শো তে বিভিন্ন চ্যানেলে কতবার যে পদ্মা সেতুর দ্রূত বাস্তবায়নের গুরুত্ব আলোচনা করেছেন তা হিসাব করা কঠিন।করছেন শিক্ষকতা ঢাকা এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।একেক মানুষের কাজের ধরন একেক রকম। আত্মপ্রচার বিমুখ আমাদের প্রিয় অজয়দা এসব কাজ করেছেন একান্তই আড়ালে থেকে। তবে আড়ালে থাকতে চাইলেই থাকা যায়না।মানুষের নিজস্ব মূল্যায়ন তাঁকে আড়ালে থাকতে দেয়নি।আজ অজয়দার ৭০ তম জন্মদিন , অঙ্কের হিসেবে একান্ত কম নয়। তবুও অজয়দা সেই ষাটের দশকের একজন টগবগে তরুনের মতই অবিচল নিষ্ঠায় অবিরাম কাজ করে চলেছেন।
আমরা তাঁর দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।
* নীচের ছবিটি অজয়দার সংগে ঢাকা থেকে গৈলা যাবার পথে ফেরিতে পদ্মা পাড়ি দেবার সময়ে তোলা। মুগ্ধ চোখের তারায় তাঁর স্বপ্নের পদ্মা সেতু।
03/07/2020
ব্রেকিং!!!
#সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষক শ্রদ্ধেয় #পঞ্চনণ_মন্ডল স্যার মারা গিয়েছেন।
আমরা স্যারের,বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
গতকাল (২ জুলাই) দিবাগত রাত ১০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
23/01/2020
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২০
Amin
24/09/2019
বরিশালের আগৈলঝাড়ায় মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভ পরিদর্শন করলেন স্কুল শিক্ষার্থী ও শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলার কাঠিরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভ পরিদর্শনে যান সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা। এসময় তারা ওই স্থানে শহীদ হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেন স্থানীয়দের কাছে। এ সময় উপস্থিত ছিলেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লিটন আবদুল্লাহ, শিক্ষক কাইউম লস্কর, জামাল হোসেন, নির্মল ভদ্র, মাহমুদুল আলম মিঠু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এসএম শামীম প্রমুখ।
©Al Amin
27/08/2019
জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে ১ টি ফলদ ও ১ টি বনজ বৃক্ষরোপন কর্মসূচি।আয়োজনেঃ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়।
Credit ©Al Amin
15/08/2019
শোক র্যালি'তে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়।
27/06/2019
গৈলা স্কুলের ছাত্রছাত্রীরা আপনারা আপনাদের স্কুল জীবনের স্মৃতি এই পেইজে সেয়ার করতে পারেন এবং আপনার স্মৃতির মানুষকে মেনশন করতে পারবেন। ধন্যবাদ