Shihran Academy শিহরণ অ্যাকাডেমি

Coaching Center for B.Sc. Nursing, Diploma Nursing, Midwifery Nursing, Cadet and Medical Admission.

Operating as usual

16/09/2023

মসলার ইংরেজি নাম ও শুদ্ধ উচ্চারণ

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)

09/09/2023

নার্সিং ডিপ্লোমা ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু
14 September 2023

05/09/2023

ভর্তির পূর্বে প্রতিষ্ঠান ভিজিট করে সিদ্ধান্ত নিতে হবে !

30/08/2023

MATS শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন ও ৪দফা যৌক্তিক দাবির সাথে
সহমত পোষণ করছি !

27/08/2023

Vocabulary
27 August, 2023

1. encircle = অন্তর্ভুক্ত করা, বেষ্টন করা
2. Laudable = প্রশংসনীয়
3. suffocated = দমবন্ধ
4. recreation = চিত্তবিনোদন
5. encroachment = অনধিকার প্রবেশ
6. take place = ঘটা
7. indiscriminate = নির্বিচার
8. garbage = আবর্জনা
9. budding = বিকাশমান
10. unscrupulous = বিবেকহীন
11. Litigation = মামলা
12. makeshift = অস্থায়ী
13. allocation = বরাদ্দ
14. upkeep = সংরক্ষণ
15. pristine = আদিম
16. pedestrian = পথচারী
17. infrastructure = অবকাঠামো

27/08/2023

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
প্রয়াণ দিবস

শোষিত-নিপীড়িত মানুষের বঞ্চনার বিরুদ্ধে দীপ্ত শিখার মতো ক্ষোভ জ্বলে উঠেছিল তার কণ্ঠে। সাম্প্রদায়িকতার বিষকে দূর করে তুলে এনেছিলেন সাম্য ও মানবতার অমৃত বাণী।

আবার তিনিই কোমল হৃদয়ানুভবে আবেগে থরথর। তিনি বিদ্রোহী, তিনিই গানের পাখি বুলবুল। জাতীয় কবি হিসেবে পরিচিতি তার, তিনি কাজী নজরুল ইসলাম।
আজ তার ৪৬তম প্রয়াণ দিবস !

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়ায় যে কবির আবির্ভাব ঘটেছিল ‘জ্যৈষ্ঠের ঝড়’ হয়ে, সে ঝড় চিরতরে থেমে গিয়েছিল ঢাকার পিজি হাসপাতালের (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কেবিনে, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট)।

অঙ্কের হিসাবে তার জীবনকাল ৭৭ বছরের; তবে সৃষ্টিশীলতায় ছিলেন মাত্র ২৩ বছর। কাজী নজরুল ইসলামের এই ২৩ বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। যে কারণে জাতি আজ যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করবে জাতীয় কবিকে। সারা দেশে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার ফুলে ফুলে।

সৈনিক কবি কাজী নজরুল ইসলাম আজীবন ছিলেন আপসহীন। সত্যকে সত্য বলেছেন, মিথ্যাকে মিথ্যা। দৃঢ়কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করেছেন। তার সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা তৎকালীন ব্রিটিশ সরকারকে উৎখাতের আন্দোলনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুখে মুখে। এক সময় কবিকে গ্রেফতার করা হয়।

১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দি হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি দেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে দেওয়া ওই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে।

সেই জবানবন্দিতে নজরুল বলেছেন, ‘আমার ওপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত।
আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত।

১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। নজরুল যখন এখানে বন্দি ছিলেন, তখন (১৯২৩ সালের ২২ জানুয়ারি) বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এ আনন্দে জেলে বসে নজরুল ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি রচনা করেন।

২৩ বছরে শিল্প-সাহিত্যকে যা দিয়েছেন, তা বাংলা তথা বিশ্বপরিমণ্ডলে অমূল্য এক সম্পদ। তাই কাজী নজরুল ইসলাম এখনো প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক। দারিদ্র্যের কারণে মাত্র ১০ বছর বয়সেই পরিবারের ভার বহন করতে হয়েছে তাকে। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা।

সাম্রাজ্যবাদ বিরোধী কবি তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ভূমিকা রাখেন। কারাবন্দি থাকা অবস্থায় তিনি রচনা করেন ‘রাজবন্দীর জবানবন্দী’। বন্দিদশায় তার হাতে সৃষ্টি হয়েছে গান, কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, ছোটগল্পসহ অসংখ্য রচনা। ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।
কপি যুগান্তর (এডিট)

Shihran Academy শিহরণ অ্যাকাডেমি

20/08/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MATS & IHT
ভর্তি বিজ্ঞপ্তি
যোগ্যতাঃ এসএসসি (বিজ্ঞান) পাস

17/08/2023

HSC ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভেচ্ছা !

10/08/2023

বরিশাল শহর ও আশেপাশের দর্শনীয় স্থান সমুহঃ

১. সাতলা বিল
২. তালতলি ব্রিজ (নদীর পাড়)
৩. ত্রিশ গোডাউন
৪. বেলস পার্ক
৫. চৌমাথা লেকপার
৬. চৌমাথা শাহানারা পার্ক
৭. লাকুটিয়া জমিদার বাড়ি
৮. নিসর্গ পার্ক
৯. প্ল্যানেট ওয়াল্ড পার্ক
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়
১১. সরকারি ব্রজমোহন কলেজ
১২. দপদপিয়া সেতু
১২. লেবুখালি সেতু
১৪. চরমোনাই দরবার
১৫. ছারছীনা দরবার
১৬. নেছারাবাদ দরবার ঝালকাঠি
১৭. ঝালকাঠি জমিদার বাড়ি
১৮. গাবখান সেতু
১৯. গাবখান ইকো পার্ক
২০. মুক্তিযোদ্ধা পার্ক (কীর্তনখোলা নদী)
২১.গুঠিয়া জামে মসজিদ
২২. দূর্গাসাগর
২৩. কলসকাঠী জমিদার বাড়ি
২৪.ভাটাজোর শাহী ৯৯ পার্ক
২৫. আটগড় কুড়িয়ানা (পেয়ারা বাগান)
২৬. বিবির পুকুর

08/08/2023

VOCABULARY
1▪Shrew⇨কলহপ্রি়য়
2▪Esteem ⇨শ্রদ্ধা করা
3▪️Emulate⇨অনুকরণ করা
4▪️Prowess⇨পরাক্রম
5▪️Shackle⇨হাতকড়া
6▪️Attire ⇨বেশভূষা
7▪Mischievous ⇨ক্ষতিকর, দুষ্টু,
8▪️Clown⇨গ্রাম্যলোক
9▪️Breathtaking⇨শ্বাসরোধ্যকর
10▪️Quaint⇨উদ্ভট
11▪️Vigor⇨কর্মশক্তি, উৎসাহ, বলিষ্ঠতা, (B.B)
12▪Fringe⇨পাড়,(antonym:Center) (B.B)
13▪Misnomer ⇨অপ্রকৃত নাম, মিথ্যা নাম, ভুল নাম।
14▪️Fatalist⇨অদৃষ্টবাদী,
15▪️Beseech⇨ প্রার্থনা করা, মিনতি করা,
16▪️Calumny⇨অপবাদ, দুর্নাম, কলঙ্ক,
17▪️off-limits⇨নাগালের বাইরে,নিষেধাজ্ঞা।
18▪️inaccessible⇨অপ্রাপ্য, অগম্য, দুর্গম,
19▪️Balmy⇨ সুবাসিত, সুগন্ধি, বেদনা উপশমকারী,
20▪Debonair⇨ ভদ্রতা, সুদর্শনতা, হাসিখুশি, অমায়িক
21▪️Frisky⇨প্রাণচঁচল, ক্রীড়নীয়,
22▪Highbrow ⇨অতি বিদ্বান,
23▪️Fledgling⇨জাতপক্ষ, অনভিজ্ঞ লোক,
24▪️Accession⇨ সংযোজন, অভিগমন,
25▪Jingoism⇨উগ্র দেশপ্রেম,
26▪️Fanfare⇨দামামা, তূর্যনিনাদ।
27▪️Fixtures⇨স্থিরীকরণ, দৃঢ়সংলগ্ন বস্তু,
28▪Cantankerous⇨ঝগড়াটে, বদমেজাজী,
29▪️Foible⇨ দুর্বলতা,
30▪️Give a hand⇨সাহায্য করা।
31▪️Fair play⇨ন্যায় বিচার।
32▪️Fall out⇨ঝগড়া করা, কলহ।
33▪️Entourage⇨ সফর সঙ্গী!
34▪Insurmountable⇨অপ্রতিরোধ্য, অপরাজেয়
34▪️Over-reliance⇨অতিরিক্ত নির্ভরতা।
35▪️impending ⇨আসন্ন,
36▪Sinister⇨অশুভ, দুর্ভাগা, অমঙ্গলসূচক,
37▪️Sue over⇨মামলা দায়ের করা।
38▪️backpedals⇨বিঘ্ন ঘটানো, বাধা দেত্তয়া, গতিরোধ করা,
39▪Impassive⇨আগ্রহহীন, অনুভূতিশূন্য, অবিচলিত
40▪️Stipulate⇨নির্ধারিত, চুক্তির শর্ত করা
41▪ablaze⇨জ্বলন্ত, বহ্নিমান.
42▪Rummage⇨তন্ন তন্ন করে খোঁজা।
43▪️afflatus⇨স্বর্গীয় প্রেরণা, প্রত্যাদেশ।
44▪️Impulse⇨ঝোঁক, আবেগ, প্রেরণা.
45▪️whetted⇨ শাণিত,
46▪️invigoration⇨ অনুপ্রাণনা , বলবর্ধন
47▪Countermand⇨পূর্বাদেশ প্রত্যাহার, বাতিল করা,
48▪️Obliterate⇨ধ্বংস করা,বিলোপ করা,নিশ্চিহ্ন করা
49▪️Relinquish⇨পদত্যাগ করা,বর্জন করা, ছেড়ে দেওয়া
50▪Gauche⇨আনাড়ি, কৌশলহীন

28/07/2023

২৮ জুলাই ২০২৩ শুক্রবার প্রকাশিত এসএসসি এর বরিশাল বোর্ডের দেশসেরা ফলাফল ৯০.১৮%
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন !

28/07/2023

SSC/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীদের
Shihran Academy শিহরণ অ্যাকাডেমি
এর পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন !

26/07/2023

কাজ নাজানা কর্ম প্রার্থীই
সমাজের বোঝা !
কর্মমুখী শিক্ষায় উদ্ভুদ্ধ করুন !!

20/07/2023

আরবি
নববর্ষের শুভেচ্ছা
মহরম ১৪৪৫

18/07/2023

বাংলার মিল্টন

কবি হেমচন্দ্র চট্টোপাধ্যায়

18/07/2023

➊ preposterous- অযৌক্তিক
➋ innocuous- নিরপরাধ, নির্দোষ
➌ camaraderie- বন্ধুত্ব,পারস্পরিক আস্থা
➍ condolences- সমবেদনা
➎ pe*******on- অনুপ্রবেশ
➏ embezzlement- অর্থ আত্মসাৎ
➐ prudential- বিবেচনাপূর্ণ
➑ staggering- হতভম্ব,আশ্চর্যজনক

17/07/2023

ডেঙ্গুর সিমটম

17/07/2023

VOCABULARY

💚 মজার কিছু ইংরেজী শব্দার্থ 💚

🔰eat —- খাওয়া
🔰drink —- পান করা
🔰suck —- চুষে নেওয়া
🔰lick —- লেহন করা বা চাটা
🔰bite —- কামড়ানো
🔰swallow —- গিলে ফেলা
🔰sip —- চুমুক
🔰taste —- আস্বাদন করা
🔰chew —- চিবানো
🔰bite off —- কামড়ে ছিঁড়ে নেওয়া
🔰eat voraciously —- গোগ্রাসে খাওয়া
🔰eat like a bird —- অল্প খাওয়া
🔰throw up —- বমি করা (vomit)
🔰eat too much —- অত্যধিক আহার করা
🔰vegetarian —- নিরামিষভোজী
🔰breakfast —- সকালের নাস্তা
🔰lunch —- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
🔰dinner —- রাতের খাবার
🔰supper —- দিনের শেষ খাবার
🔰feast —- আনন্দময় ভোজ
🔰starve —- অনাহারে কাটানো
🔰fast —- রোজা রাখা
🔰overeat —- অতিভোজন/পরিমাণে বেশি খাওয়া
🔰go without food —- না খেয়ে থাকা

16/07/2023

সার্কের বর্তমান মহাসচিব
গোলাম সরোয়ার

13/07/2023

কমেন্ট যার সুন্দর
তার জন্য পুরস্কার !

12/07/2023

জেনে রাখিঃ
চীনকে মোকাবেলায় জোট হলো- PGII

09/07/2023

IMPORTANT INFORMATION

♦️বিভিন্ন সংস্থার সদরদপ্তর সমূহ:-- সব এক সাথে----

♦️আমেরিকা:
১। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক।
২। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে।
৩ UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক।
৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক।
৫। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি।
৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।
৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।

♦️বৃটেন:
৯।কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন।
১০ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল, লন্ডন।
১১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন।
১২। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
♦️সুইজারল্যান্ড:
১৩। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৪। WHO এর সদর দপ্তর=জেনেভা।
১৫। WTO এর সদর দপ্তর= জেনেভা।
১৬। WLO এর সদর দপ্তর= জেনেভা
১৭। ILO-এর সদর দফতর= জেনেভা।
১৮। WIPO এর সদর দপ্তর=জেনেভা।
১৯। UNCTD এর সদর দপ্তর= জেনেভা।
২০। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা।

♦️বেলজিয়াম:
২১।ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম।
২২। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম.
♦️ অস্ট্রিয়া:
২৩। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা, অস্ট্রিয়া।
২৪।OPEC এর সদর দপ্তর= ভিয়েনা,অস্ট্রিয়া।
২৫। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা,অস্ট্রিয়া।

♦️ নেদারল্যান্ড:
২৬। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ।
২৭। OPCW (Organisation for the Prohibition of ChemicalWeapons) এর সদর দপ্তর= হেগ।
২৮। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ।

♦️ ফ্র্যান্স:
২৯।ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও, ফ্র্যান্স।
৩০। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৩১।UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে।

♦️ইতালি:
৩২। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম,ইতালি।
৩৩।FAO এর সদর দপ্তর=রোম , ইতালি।

♦️চীন :
৩৪। NDB সদর দপ্তর- সাংহাই , চীন।
৩৫। AIIB সদর দপ্তর- বেইজিং, চীন।
♦️অন্যান্য দেশ:
৩৬। IRRI-এর সদর দপ্তর= লস ব্যানোস,ফিলিপাইন।
৩৭। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা,ফিলিপাইন।
৩৮। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা, সৌদি আরব।
৩৯। OIC এর সদর দফতর= জেদ্দা,সৌদি আরব।
৪০। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা।
৪১। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা।

সংগ্রহীত

07/07/2023

Vocabulary --

1. Anytime - যেকোনো সময়।
2. Anyway - যেকোনো ভাবে।
3. Anyone - যে কেউ।
4. Anything - যেকোনো জিনিস।
5. Anywhere - যেকোন স্থানে।
6. Anyhow - যেকোনো ভাবে।
7. Anybody - যে কেউ।
8. Any - যেকোনো।
9. How to - কিভাবে।
10. What's mean - মানে কি।
11. I am strange - আমি অবাক।
12. How strange - অদ্ভুত।
13. Don't see - দেখো না।
14. Let's go - চলো যাই।
15. Every morning - প্রত্যেক সকালে।

06/07/2023

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন: নুরুন নাহার।
☞ যোগদান: ০২ জুলাই, ২০২৩।
☞ তিনি দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর।
☞ প্রথম নারী ডেপুটি গভর্নর: নাজনীন সুলতানা।

06/07/2023

কয়েকটি চমৎকার তথ্যঃ

➡️ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে ।
➡️ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথম চালু হয় ১৯৯২ সালে ।
➡️ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারা দেশে চালু হয় ১৯৯৩ সালে ।
➡️ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে- সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে !

02/07/2023

পড়ালেখায় দ্রুত
উন্নতি করার ১০টি কার্যকরী টিপস---

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।

সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।

কপি পোস্ট

01/07/2023

1 Brutally – পাশবিকভাবে
2 Bureaucrat-turned politician – আমলা-পরিণত রাজনীতিবিদ
3 Burgeoning demand – প্রচুর/অপ্রত্যাশিত চাহিদা
4 Burgeoning economy – উদীয়মান অর্থনীতি
5 Cardinal practice – মৌলিক অনুশীলন
6 Castigated – সমালোচনা
7 Catchment area – অববাহিকা এলাকা
8 Cauldron of cruelty – নিষ্ঠুরতার কটাহ
9 Ceasefire violations – যুদ্ধবিরতি লঙ্ঘন
10 Chalk out – খসড়া ছকে ফেলা
11 Charisma – অনন্যসাধারণ প্রতিভা
12 Choke voices of dissent – ভিন্নমতের কণ্ঠ শ্বাসরোধ
13 Chunk – খণ্ড
14 Cigar chomping – চুরুটখোর
15 Clause – ধারা

22/06/2023
21/06/2023

১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত করে অনুমতি নিতে হবে। প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে, নইলে নয়। এমনকি তার নিজের ক্লাসের কোন মেয়ের সাথেও না। ব্যতিক্রম ঘটলেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ কঠোর শাস্তির ব্যবস্থা।

১৯২৭ সালের ডিসেম্বর মাসের ঘটনা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬ বছর চলছিল।
একদিন কোলকাতা থেকে একজন যুবক ঢাকায় এলেন এবং কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে তিনি ঘুরতে বের হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন বলে।

ঘুরতে ঘুরতে কার্জন হলের সামনে এসে পড়লে সেই যুবক দেখলেন , দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি তাঁর বন্ধুদের জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? উত্তরে বন্ধুরা জানালেন, মেয়েটি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। আগত যুবকটি বললেন, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। সেই যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে, তাঁর বন্ধুরা তাকে বাঁধা দিয়ে বলেন, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলতে চাইলে অনুমতি নিতে হয়। তুমি ওর সাথে অনুমতি ছাড়া কথা বললে, তোমার কঠিন শাস্তি হবে। সেই যুবক বললেন, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন," এই বলেই তিনি হেঁটে হেঁটে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালেন। মেয়েটিকে বললেন, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে উত্তর দিলেন, ফজিলাতুন্নেছা। যুবক জিজ্ঞাসা করলেন, কোন সাবজেক্টে পড়েন? উত্তর এলো, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই আপ্লুত হয়েছি। আজ সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।

মেয়েটি তৎক্ষণাৎ চলে গেলেন। দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর এসব দেখছিলেন। এই ঘটনার তিনদিন পর, ২৯ ডিসেম্বর ১৯২৭ সাল, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দেয়া হলো, ঐ যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এই ঘটনার পর ঐ যুবক আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেননি। বৃদ্ধ বয়সে ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করলেন। যে যুবকটা আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেননি, অথচ তার মৃত্যুর পর রাষ্ট্রিয় মর্যাদায় কবর দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে।

সেদিনের সেই ঝাঁকড়া চুলের বাঁধভাঙা সাহসী যুবক আর অন্য কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

আর সেদিনের সেই মেয়েটি ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। কবি কাজী নজরুল ইসলাম তাঁকে নিয়ে 'বর্ষা বিদায়' কবিতা রচনা করেন। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।
(সোশ্যাল মিডিয়ায় পাওয়া)
Shihran Academy শিহরণ অ্যাকাডেমি

16/06/2023

Vocabulary

✅Condolences-সমবেদনা
✅Earnest-আন্তরিক
✅Eventually-অবশেষে
✅Spouse-পত্নী
✅Nuisance-উপদ্রব
✅Pilgrim-তীর্থযাত্রী
✅Archaeology-প্রত্নতত্ত্ববিদ্যা
✅Excavation-খননকাজ
✅Medieval-মধ্যযুগীয়
✅Impoverished-দরিদ্র
✅Exodus-দলবদ্ধভাবে দেশত্যাগ
✅Cruck puzzle-ধাঁধার অর্থ বের করা
✅Rivalry for firmland-কৃষিজমির জন্য প্রতিদ্বন্দ্বিতা

15/06/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

HM Arafat Hossain, Khan Mohammad Abdullah, Ahmed Al Miraz, ফিদু আহমেদ, Abdullah Al Mamun, Mizanur Rahaman, Maeda Akter Zemy, Manabendra Mistry, Sorna Taasmum Shirin, Md Mahir, Kazol Akter Kazol Akter, Irin Kasem, Mahiya Islam Toma, Komol Halder, Fa Him

13/06/2023

SHIHRAN VOCABULARY

✅Intrude-অনধিকারপ্রবেশ করা
✅Eminent- বিশিষ্ট/ মহান
✅Appreciate-প্রশংসাযোগ্য বিবেচনা করা
✅Thrill-অতি আনন্দ/ উত্তেজনা
✅Carcass-মৃতদেহ
✅Peel-খোসা
✅Intoxicate-মাতাল করা
✅Ward Off-তাড়ান
✅Predators-শিকারী
✅Beans-মটরশুটি
✅Ubiquitous-সর্বব্যাপী
✅Thawing-গলানো
✅Float-ভাসা
✅Glittering-চমকপ্রদ
✅Gill-ফুলকা
✅Expel-বহিষ্কার
✅Squeeze-চাপ
✅Trimmed-ছাঁটাই
✅Exaggerated-ক্ষতিকারক
✅Pioneer- প্রবর্তক
✅Perspective-পরিপ্রেক্ষিত
✅Commenced-প্রবর্তিত
✅Avail-সুবিধা
✅Mourned-শোক প্রকাশ করা
✅Cattle-গবাদি পশু
✅Consent-সম্মতি
✅Anarchy-অরাজকতা
✅Repercussion-প্রতিক্রিয়া
✅Coarse rice-মোটা চাল
✅Paraphrase-একই বক্তব্য শব্দান্তর করে প্রকাশ

11/06/2023

Shihran Academy শিহরণ অ্যাকাডেমি

09/06/2023

ম্যাডাম পড়া নিচ্ছেন...
ম্যাডামঃ বলোতো পাপ্পু, মা ইংরেজী যদি Mum হয়,
তাহলে মায়ের বোন, মানে খালামণি ইংরেজী কি?

পাপ্পুঃ ম্যাডাম, বড় খালামণি নাকি ছোট খালামণি?
ম্যাডামঃ দুইটার তো একই ইংরেজি, তাই না?

পাপ্পুঃ না ম্যাডাম, এক না। মা ইংরেজী mum হলে
বড়খালামণি Maximum,
আর ছোট খালামণি Minimum ।

08/06/2023

Vocabulary

✅Provoking-জ্বালাতন করা
✅Mercenaries-ভাড়াটে সৈনিক
✅Haggling-দরাদরি
✅Essence-সারাংশ
✅Referendum-গণভোট
✅Toenail-পায়ের নখ
✅Ordeal-অগ্নিপরীক্ষা
✅Disturbance-ঝামেলা
✅In A Nutshell-সংক্ষেপে
✅Pursue-অন্বেষণ করা
✅Prank-কৌতুক
✅Stubborn-একগুঁয়ে
✅Repression-নিপীড়ন
✅Confined-সীমাবদ্ধ
✅Amputate-অঙ্গচ্ছেদ করা
✅Treason-বিশ্বাসঘাতকতা
✅Apartheid-জাতিবিদ্বেষ
✅Racially-জাতিগতভাবে
✅Breathless-রুদ্ধশ্বাস
✅Jeopardize-বিপন্ন
✅Reconciliation-সমন্বয়সাধন/ মিটমাট
✅Stay up-রাত্রি বেলা না ঘুমিয়ে জেগে থাকা

Photos from Shihran Academy শিহরণ অ্যাকাডেমি's post 07/06/2023

২০২৩ এর নার্সিং ভর্তি নির্দেশনা...!

02/06/2023

NewsPaper Vocabulary

1) creek - খাঁড়ি, ছোটো নদী
2) (be)up the creek - সঙ্কটাপন্ন / অঘাত জলে পতিত হওয়া
3) struggle - সংগ্রাম করা
4) for survival - টিকে থাকার জন্য
5) plunge - নিমজ্জিত করা / ডুবে যাওয়া
6) sales plunge - বিক্রি কমে যাওয়া
7) sitting idle - অলস বসে থাকা
8. sales dropping - বিক্রি কমে যাওয়া
9) to nearly zero - প্রায় শূন্যের কোঠায় / কাছাকাছি
10) reluctant - অনিচ্ছুক / অনাগ্রহী

11) facing extinction - বিলুপ্তির মুখোমুখি
12) cater - প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করা / খাদ্যাদি পরিবেশন করা
13) despite catering - চাহিদা পূরণ করা সত্ত্বেও
12) Small wooden furniture businesses - ছোট কাঠের আসবাবপত্র ব্যবসা
13) facing a deep financial crisis - গভীর আর্থিক সংকটের সম্মুখীন হওয়া
14) fallen drastically - ব্যাপকভাবে কমে গেছে
15) people are giving more importance - মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে
16) due to the high cost of living - জীবনযাত্রার উচ্চমূল্যের কারণে
17) amid ongoing inflationary pressure - চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যে
18) second-largest job provider - দ্বিতীয় বৃহত্তম চাকরি প্রদানকারী খাত
19) contributing - অবদান রাখছে
20) the gross domestic product - মোট দেশীয় উৎপাদন

31/05/2023

৫০ টি ভোকাবুলারি শিখি
❣️💛🧡💚🧡💛❣️

1.Exigency জরুরি অবস্থা
2.Serenity শান্ত
3.Indictment অভিযোগ
4.Manifest সুস্পষ্ট
5.Aver দৃঢ় কন্ঠে স্বীকার করা
6.Supine অলস
7. Murky ঝাপসা
8.Rapport বন্ধন বা চুক্তি
9. Impulse আবেগ
10.Elucidate স্পষ্ট করা

11.Myopic ক্ষীনদৃষ্টি
12. Solicit অনুরোধ করা
13.Relent নরম হওয়া
14.Ardent অত্যন্ত আগ্রহী
15. Wrath রাগ
16.Meager স্নল্প
17. Docile ভদ্র
18. Dearth অভাব
19. Appall আতন্কিত করা
20. Kudos সম্মান

21.Desiccate খন্ড খন্ড অংশে ভাগ করা/শুকান
22.Inoculate ক্ষতিকর নয় এমন/টিকা দেওয়া
23. Congenial বন্ধুভাবাপন্ন
24. Commotion গোলমাল
25. Craven ভীতু
26.Strident জোরালো
27. Obdurate একগুঁয়ে
28.Hegemony আধিপত্য
29.Fiasco বড় ধরনের ব্যর্থতা
30. Triumph বিজয়

31.Misconstrue ভুল বোঝা
32.Effemincy মেয়েলী স্বভাব
33.Celibacy সতীত্ব
34.Zenith চুড়া
35. Reimburse অর্থ ফেরত দেওয়া
36. Abolish বাতিল করা
37.Verdict কোনো রায় দেওয়া
38.Protract দীর্ঘায়িত করা
39. Melancholy দুংখ
40.Skepticism সন্দেহ বাদিতা

41.Sublime অত্যন্ত সৌন্দর্য মন্ডিত
42.Genesis আরম্ভ
43.Frown তিরস্কার করা
45. Naive বিশ্বাস প্রবন
46. Lanient দয়ামায়া প্রবন
47. Meticulous খুতখুতে
48. Vacillate স্হির না থাকা
49. Monotonous একঘেয়ে
50. Fertile উর্বর
Collected

Photos from Shihran Academy শিহরণ অ্যাকাডেমি's post 30/05/2023

তারিন আক্তার,
আমি ভাবতেই পারিনি তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে !
তোমার জন্য দোয়া করেছি, বারবার খোজ নিয়েছি যে তুমি কতোটুকু সুস্থ হয়েছো, টানা একমাস অসুস্থতার পরে যখন তুমি ফোন দিয়ে বললে স্যার, আমার এডমিট তুলে রাখবেন, আমি পরীক্ষায় অংশ গ্রহণ করবো, ঠিক তখনই তোমার কামাল স্যার এডমিট তুলে রেখেছে।
শিহরণ অ্যাকাডেমির প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী তোমার জন্য দোয়া করেছে।
তবে, তোমার বাবার আকুতি আল্লাহ নিঃসন্দেহে কবুল করেছেন। তিনি ফোন দিয়ে কেদে কেদে বলেছিলেন স্যার তারিনকে নিয়ে আমার অনেক স্বপ্ন-আশা, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ সুস্থ করে দেন।
সকল প্রতিকুলতা উপেক্ষা করে মেধা ও শ্রম দিয়ে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টের মাধ্যমে বাবা-মা সহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছো সেজন্য Shihran Academy শিহরণ অ্যাকাডেমি এর পক্ষথেকে তুমি এবং তোমার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন !!
দোয়া করি আল্লাহ তোমার জীবনের পথচলাকে সহজ এবং সফল করুক !

28/05/2023

নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের
শুভেচ্ছা ও অভিনন্দন !

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


1/19 Housing State, Rupatoli, Barishal
Barisal
8200
Other Educational Consultants in Barisal (show all)
IELTS Doctor IELTS Doctor
Pantho Sarak
Barisal

Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .

Practical Notebook Drawing Practical Notebook Drawing
Barisal, 8200

Work hard to fulfill your dreams

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy
ফজলুল হক এভিনিউ, ৩য় তলা, কাকলির মোড় সংলগ্ন
Barisal, 8200

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy

Study Room Study Room
Jhalokathi
Barisal

Siddiqur Rahman Sadi Siddiqur Rahman Sadi
Barguna
Barisal

BBA Aid Plus BBA Aid Plus
BM College Road
Barisal, 8200

Assalamu Alaikum, I am Md Ryhan Hasan Shifat former student of NAU & it's my personal page

Prism Admission Care Prism Admission Care
Farid Monjil, Bogra Road
Barisal, 8200

We are to render you the best service. It's not just words, it's the reality!

Machuakhali Sher-E-Bangla Secondary School Machuakhali Sher-E-Bangla Secondary School
Machuakhali
Barisal, 8283

MSB High School

Dr. Majed Special Care-Medi-Faith Dr. Majed Special Care-Medi-Faith
Bottola
Barisal, 8200

For medical, varsity admission candidates.

Md.Imran Hossain Md.Imran Hossain
College Road, Barguna
Barisal, 8700

This is my personal page.

Pious Preparatory Madrasah Pious Preparatory Madrasah
আছালত খাঁন সড়ক, রূপাতলী, বরিশা
Barisal, 8200

Our Specially Goals-BCS,Primary and SI Our Specially Goals-BCS,Primary and SI
At Patuakhali In Barisal
Barisal, 586841

পেইজটি আপনার সাহায্যের জন্যই।