পৃথিবীতে সবচেয়ে
সুন্দর ও আদর্শ পেশা হলো শিক্ষকতা।আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকদের প্রতি রইল অকুণ্ঠ শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা।
Challish Kahania Uttampur Dakhil Madrasah
চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদরা
Operating as usual

মাদরাসা পরিচিতিঃ
চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদরাসা
স্থাপিতঃ ১৯৭২ ইং
অবস্থানঃ
ঝালকাঠি জেলাধীন রাজাপুর থানার অন্তর্গত বড়ইয়া ইউনিয়ন এর পাঁচ নং ওয়ার্ড চল্লিশ কাহনিয়া গ্রামে জাংগালিয়া ও বিষখালি এ দু'নদীর মধ্যবর্তী স্থানে সবুজ শ্যামল নৈস্বর্গিক পরিবেশে এই মাদরাসার অবস্থান।
লক্ষ্যে ও উদ্দেশ্যঃ
কুরআন সুন্নাহর পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমে একদল আল্লাহভীরু,সৎ,দক্ষ, সামাজিক ও নৈতিক গুনাবলি সম্পন্ন জনশক্তি গঠন করার মাধ্যমে, দেশ ও জাতির কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
মাদরাসার বৈশিষ্ট্যঃ
✍️ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস।
✍️সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ।
✍️ইসলামী শিষ্টাচার শিক্ষা ও বাস্তবে প্রয়োগ।
✍️পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা।
✍️ইসলামী সাহিত্যচর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের ব্যবস্থা।
✍️ইসলামী সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে চিত্ত-বিনোদনের ব্যবস্থা।
🔰 অন্যান্য তথ্যাবলিঃ
✅ প্রতিষ্ঠানের প্রেক্ষাপটঃ
চল্লিশকাহনিয়া উত্তমপুর দাখিল মাদরাসা আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে ১৯৫৬ ইং সালে মাওলানা আজহার হাং (রহঃ) ও কারী আব্দুর রব চাঁদপুরী (রহঃ) এর পরিচালনায় একটি ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে পরিচালিত হয়ে আসছিল। ১৯৭৬ সালে চল্লিশকাহনিয়া ও উত্তমপুর গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের প্রচেষ্টায় এটি দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এবং ১৯৭৭ সালে এটি দাখিল মাদরাসা হিসেবে সরকারি অনুমোদন লাভ করে।
✅ নামকরণঃ
যেহেতু চল্লিশকাহনিয়া ও উত্তমপুর এ দুই গ্রামের জনগণের প্রচেষ্টায় এবং দুই গ্রামের মধ্যবর্তী স্থানে এই মাদরাসা প্রতিষ্ঠিত। তাই এর নামকরণ করা হয়েছে। চল্লিশকাহনিয়া উত্তমপুর দাখিল মাদরাসা।
✅ যাদের প্রচেষ্টা ও আত্মত্যাগের ফসল এই প্রতিষ্ঠানঃ
১.হাজী আশরাফ আলী হাং
২.হাজী মকফেল হাং
৩.আঃ আজিজ মিয়া
৪.মোঃ জুলফিকার আলী হাং
৫.বিলায়েত হোসেন
৬.হাজী খবির উদ্দিন
৭.আব্দুল গনি হাং
৮.হাজী আব্দুস সাত্তার হাং
৯.মোবারক তালুকদার
১০.আব্দুল মালেক মিয়া
১১.মাওলানা মোজাম্মেল হক
১২.কারী আব্দুর রব চাঁদপুরী
১৩. আলহাজ্ব মোঃ মুনসুর আলী।
✅ মাদরাসা পরিচালকবৃন্দঃ
প্রতিষ্ঠাকালীন মাদরাসার সুপার ছিলেন মাওঃ মোজাম্মেল হক। তিনি দীর্ঘ ১৪ বছর মাদরাসা পরিচালনার পর, ০৬-১১-১৯৮৯ ইং তারিখে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। একই বছরে কারী আব্দুর রব সাহেব ও ইন্তেকাল করেন।
এর পর পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ মুজিবুর রহমান।
অতঃপর ১৯৯১ সালে সরকারি বিধি মোতাবেক সুপার পদে মাওলানা সাইফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়। ০১-০১-১৯৯১ ইং তারিখে তিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে যোগদান করেন। সেই থেকে আজ পর্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তিনি মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন।
✅ মাদরাসা অবকাঠামোঃ
মাটির মেঝে, বাঁশের খুটি ও গোলপাতার ছাউনি দিয়ে মাদরাসার সূচনা হলেও আজ সম্পূর্ণ পাকা মেঝে সহ একটি ওয়াল টিনশেড ভবন। একটি টিনশেড ভবন। এবং একটি ওয়াল টিনশেড লাইব্রেরী নিয়ে স্ব-গৌরবে দাঁড়িয়ে আছে মাদরাসাটি। এবং লাইব্রেরির পশ্চিম পার্শ্বে একটি ওয়াল টিনশেড কক্ষ রয়েছে যেটি প্রতিষ্ঠান প্রধানের কক্ষ হিসেবে ব্যবহৃত হয়।
✅ নতুন সংযোজনঃ
বর্তমান প্রতিষ্ঠান প্রধান মাওলানা মোঃ সাইফুল ইসলাম এর প্রস্তাবনায় শিক্ষকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের সহযোগিতায় কোমলমতি শিশুদের প্রাথমিক দ্বিনী শিক্ষার জন্য একটি নূরানী শাখা প্রতিষ্ঠা করা হয়।
✅ বর্তমান মাদরাসা গভর্নিং বডিঃ
১. মোঃ হারুন অর রশিদ (সভাপতি)
২. মোঃ সাইফুল ইসলাম (সদস্য সচিব)
৩. মোঃ আঃ আউয়াল (অভিভাবক সদস্য)
৪. মোঃ আঃ সালাম শিকদার (অভিভাবক সদস্য)
৫. মোঃ আবুল কালাম ( অভিভাবক সদস্য)
৬. মোঃ মনির ( অভিভাবক সদস্য)
৭. রুমানা বেগম (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য)
৮. মোঃ সৈয়দ আলী ( সাধারণ শিক্ষক সদস্য)
৯. মোঃ রফিকুল ইসলাম (সাধারণ শিক্ষক সদস্য)
১০. মোসাঃ তাজনেহার (সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য)
✅ শিক্ষক ও কর্মচারীবৃন্দঃ
১.মোঃ সাইফুল ইসলাম (প্রতিষ্ঠান প্রধান)-01732440409
২.মোঃ সৈয়দ আলী (সহকারী শিক্ষক শরীর চর্চা)-01960701418
৩.মোঃ ফজলুল হক (সহকারী শিক্ষক বাংলা)-01733760499
৪.মোঃ আবু তালিব খান (সহকারী শিক্ষক কম্পিউটার)-01731342250
৫.মোঃ জাহাঙ্গীর হোসেন (সহকারী মৌলভী)-01767683322
৬.মোঃ আব্দুর রাজ্জাক (সহকারী মৌলভী)-01745847475
৭.মোঃ শাকিরুল ইসলাম (সহকারী মৌলভী)-01747973181
৮.মোসাঃ তাজনেহার (সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান)-
৯.মোঃ আলমগীর হোসেন (সহকারী শিক্ষক কৃষি)-01780588930
১০.মোঃ রফিকুল ইসলাম (এবঃ প্রধান)-01725173658
১১.মোঃ হান্নান মিয়া (এবঃ ক্বারী)-01716538153
১২.মোঃ তাওহিদুল ইসলাম (এবঃ জুনিয়র মৌলভী)-01752173197
১৩.মোঃ জহিরুল ইসলাম (এবঃ জুনিয়র শিক্ষক)-01726271521
১৪.মোঃ আহম্মদ আলী (৪র্থ শ্রেণী নৈশপ্রহরী)-01754513459
১৫.মোঃ সজল মিয়া (৪র্থ শ্রেণী দপ্তরী)-01776732364
১৬. নাদিরা (৪র্থ শ্রেণী আয়া)-
১৭. মোঃ রাজিব (৪র্থ শ্রেণী নিরাপত্তা কর্মী)-01776732190
✅ বদলী শিক্ষকবৃন্দঃ
১. মাওঃ মোঃ সাইদুর রহমান
২. মাওঃ মোঃ মাহমুদুল হাসান
৩. আবদুল্লাহ আল মামুন
✅ অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দঃ
১.মো মজিবুর রহমান
২. মোঃ আবুবকর শরিফ
৩. মোঃ মুনসুর আলী
✅ প্রয়াত শিক্ষক ও কর্মচারীবৃন্দঃ
১. মোঃ মুস্তাফিজুর রহমান
২. মোঃ আইউব আলী
✅ শিক্ষার্থী সংখ্যাঃ
বর্তমানে মাদরাসাটিতে শিক্ষার্থীদের সংখ্যা ২৫০ থেকে ৩০০ এর অধিক।
✅ ফলাফলঃ
এই মাদরাসার ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষার ফলাফল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে প্রতিবারই সন্তোষজনক ভাবে প্রকাশিত হয়।
✅ অনুষ্ঠান কর্মসূচিঃ
এই মাদরাসায় প্রতিবছর সরকারি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দাখিল,জেডিসি ও পিএসসি পরিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান। এবং দাখিল শ্রেণীর পরিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবং বছরে কয়েকবার অভিভাবক সমাবেশ ও মতবিনিময় আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।
তথ্য ও সম্পাদনায়
চল্লিশকাহনিয়া উত্তমপুর দাখিল মাদরাসা
যোগাযোগ এর ঠিকানা
চল্লিশকাহনিয়া, উত্তমপুর, রাজাপুর, ঝালকাঠি
গুগল ম্যাপ
https://tinyurl.com/cudmmap9
ফেইসবুক
https://tinyurl.com/cudm1972
ইনস্টাগ্রাম
https://tinyurl.com/cudminsta
ই-মেইল
[email protected]
মোবাইলঃ
01309101941
আসসালামুয়ালাইকুম।
আজ থেকে শুরু হলো চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদরাসা এর অনলাইন অঙ্গনে পথ চলা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
CHALLISH KAHONIA UTTOMPUR DAKHIL MADRASHA
Barisal
8410
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Barisal Shwrapkhati
Barisal
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সর্বশ্
দুধল বাকেরগঞ্জে বরিশাল
Barisal
Welcome to our school, where educational and social development go hand . Our tailored focus
Hosnabad, Betagi, Barguna
Barisal, 8603
Assalamu Alikum 🤝 Welcome to Hosnabad Primary School Unofficial page.
N. Lakurtala, Gourichanna, Barguna Sadar, Barguna
Barisal, 8700
Barisal, 8200
SMR Academy is a well known and reputed Secondary School of Babugonj Upazila. EIIN Number of this sc
Barisal
Agailjhara BHP Academy is one of the oldest school in Barisal district and it is one of the oldest sc
Charokgachhia
Barisal
Education is the backbone of a nation.