12/12/2022
A collection of keyboard shortcuts for Mac apps, Windows programs, and websites
Keyboard Shortcut all in One
A collection of keyboard shortcuts for Mac apps, Windows programs, and websites
A collection of keyboard shortcuts for Mac apps, Windows programs, and a variety of websites.
12/12/2022
Free Music for Video
Download Free Music From This Site
Free Music for Video
Free background music for your non-commercial video projects. ; This is an individual license. Non-monetized YouTube channels.
12/12/2022
Remove background from an image automatically | PixCleaner
Background Remove Site Totally Free
Remove background from an image automatically | PixCleaner
Automatic Background Remover. a tool to easily and accurately remove the background and edit multiple pictures quickly.
09/12/2022
ব্যাচ ১৬ তে ভর্তি চলতাছে
সাফল্যের ২ বছরে আমরা তৈরি করেছি ৫০+ প্রোফেশনাল Freelancer 120+ দক্ষ Graphic Designer.
সাফল্যের ২ বছরের আমাদের স্টুডেন্টদের ইনকাম প্রায় 65,000+ USD
আমাদের কোন অনলাইন ব্যাচ নাই৷ আমাদের অফলাইন কোর্স৷
আমাদের অফিসঃ C&B Road, Atik Manson, Opposite of UGV Building #3
03/12/2022
রাশিয়া আর বেলারুশ এর Upwork Account Delete করতাছে Upwork.
এর প্রভাবে বাংলাদেশের অনেকের আইডি Suspend হইছে৷
আপনারা Support এ Ticket Open করে রাখেন৷
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে৷
02/12/2022
Congratulations Das Brother
30/11/2022
কেন অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা নতুনদের সাহায্য করতে উৎসাহবোধ করেন না?
🔹 ১। একজন সফল ফ্রিল্যান্সারের জীবনী যদি জানতেন তবে আপনি নিজেই প্রত্যেককে ‘লিজেন্ড’ উপাধিতে ভূষিত করতেন। বিশ্বাস করুন তাঁরা শতবার ব্যর্থ হয়েছে। কাউকে সে কথা বলেনি। রাতের পর রাত পার করেছে শুধু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য।
কিন্তু যখন একজন ছোটভাই তার কাছে এসে আবদার করে, ‘ভাইয়া, দয়া করে আমাকে সহজে ইনকাম করার কোন উপায় দেখিয়ে দিন।’ তখন বড় ভাইটি লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো বিব্রতকর অবস্থায় পড়ে। বড় ভাইটি ভালো করেই জানে যে, লং টার্ম ইনকাম করার জন্য কোনো শর্টকাট উপায় নেই। আপনার বড় ভাই আপনাকে কোনো রকম একটা বুঝ দিয়ে গা ঢাকা দিবে।
🔹 ২। প্রত্যেকটা সফল ফ্রিল্যান্সার তাঁর নিজ আগ্রহে সফল হয়েছে। কম্পিউটার, ইংরেজিতে দক্ষতা, ইন্টারনেট থাকুক বা না থাকুক তাঁর আগ্রহের কাছে এসব কোনো ব্যাপারই না। নিজের আগ্রহ এতো বড় একটা ব্যাপার যে, এটা ছাড়া আপনার শরীরে কম্পিউটার আঠা দিয়ে লাগিয়ে দিলেও আপনি জীবনে অনলাইন প্রফেশনাল হতে পারবেন না।
যখন আপনি আর্থিকভাবে সমস্যায় পড়ে এক্সপার্ট কোনো বড় ভাইয়ের কাছে যাবেন শুধু লাখ লাখ টাকা ইনকাম করার জন্য, তখন আপনার বড় ভাই খুব সহজেই বুঝে যাবে যে, আপনার এখানে শেখার কোনো ইচ্ছে নেই। শুধু টাকা ইনকামের ধান্ধা। এক্ষেত্রেও সে আপনাকে সাহায্য করতে চাইবে না।
🔹 ৩। প্রত্যেকটা অনলাইন ফ্রিল্যান্সার খুবই ব্যস্ত থাকে। তাঁদের হাতে আহামরি কোনো সময় থাকে না। আপনারা ফেসবুকে তাঁদের ঘুরাঘুরির যে ছবি দেখে থাকেন, তা হলো তাদের অবসর সময়ে ঘুরতে যাওয়ার ছবি। হয়তো নতুন হিসেবে আপনি ভেবে থাকবেন যে, ইশ! কত্ত স্বাধীনতা অনলাইন কাজের মধ্যে। না, ব্যাপারটা মোটেও এতো সোজা নয়। সে হয়তো কোন রকম বাসায় ফিরে ছবিটি আপলোড দিয়েই কাজে নেমে পড়েছে। সেটা আমরা কেউ ভাবতে চাই না।
যাইহোক, আপনি যখন কোনো বড় ভাইয়ের কাছে সাহায্য চাইবেন, সে আপনাকে সাহায্য করতে চাইলেও পারবে না, কারন তার ক্লায়েন্ট তার প্রজেক্ট ডেলিভারির জন্য বসে আছে। এমন অবস্থায় আপনি তাকে ভাবওয়ালা বলতে পারবেন। কিন্তু তার প্যারাটা আপনি তখনই বুঝবেন যখন একদিন আপনি এক্সপার্ট ফ্রিল্যান্সার হবেন। আপনি হয়তো সেটা না ভেবেই তাকে কষ্ট দিয়ে কিছু বললেন বা ম্যাসেজে গালি দিলেন। ব্যাস, তার মনটা ভেঙ্গে গেলো। আপনার সাথে আরও ১০ জন নতুন তার সাহায্য থেকে বঞ্চিত হলো।
🔹 ৪। যখন কোনো বড় ভাই আমাদের কিছু টিপস দিলো, তখন সবাই হুমড়ি খেয়ে তাকে ম্যাসেজ দেওয়া শুরু করে দিলো। একটা ব্যস্ত মানুষ যদি প্রতিদিন ৫০ টা ম্যাসেজের রিপ্লাই দেয়, তাহলে সে কাজ করবে কখন? ব্যক্তিগতভাবে সাহায্য কামনা করাটা বোকামী ছাড়া কিছুই না।
🔹 ৫। গতানুগতিক চাকরি আর ফ্রিল্যান্সিং এক জিনিস নয়। গতানুগতিক চাকরিতে আপনি অফিসে বসে কাজ করেন বা না করেন মাস শেষে কিন্তু ঠিকই বেতন পাবেন। আর ফ্রিল্যান্সারদের ইনকামটা হয় কাজের উপর। কাজ না করলে তাদের কোনো ইনকাম নেই।
কেউ যদি আওয়ারলি জব করে এবং তার কাজের রেট যদি হয় ঘন্টায় ২০ ডলার তাহলে সে যদি কাউকে এক ঘণ্টা সময় দেয় তাহলে তার ২০ ডলার মানে প্রায় ২০০০ টাকা লস। আপনি কি অপরিচিত কারো জন্য এই টাকা লস করতে চাইবেন?
তাছাড়া গতানুগতিক চাকরিজীবীদের সাথে ফ্রিল্যান্সারদের আরেকটা পার্থক্য হলো গতানুগতিক চাকরিজীবীরা অফিস টাইমের পর ফ্রি। তখন তারা যা খুশি করতে পারে। ফেসবুকে চ্যাটিং করতে পারে বা কারো সাথে আড্ডা দিতে পারে। কিন্তু ফ্রিল্যান্সারদের ডিউটি ২৪ ঘণ্টাই। তাই আপনার ফ্রি টাইমে ফ্রিল্যান্সাররাও ফ্রি থাকবে এটা আশা করাও বোকামি।
🔹 ৬। একজন হেল্পফুল মাইন্ডের মানুষ যে সত্যিই নতুনদের সাহায্য করতে চায় তাকে আবার আমরা সময়ে অসময়ে বার বার মেসেজ দিয়ে জানতে চাই, ‘ভাইয়া, কেমন আছেন? / ভাইয়া, কি করেন? / আসসালামুয়ালাইকুম ভাইয়া / হাই, হ্যালো / ভাইয়া, বাসার সবাই ভালো? / ভাইয়া, আপনার শরীরটা ভালো? / ভাইয়া, আপনার দিনকাল কেমন যাচ্ছে? / ভাইয়া, আপনার ফোন নম্বরটা দিবেন? / ভাইয়া, আপনার বাড়ি কোথায়? / ভাইয়া, একটা হেল্প করবেন? / ভাইয়া, আমি কি ফ্রিল্যান্সার হতে পারব?’ ইত্যাদি ইত্যাদি। আহা! কত ফরমালিটি।
কিন্তু সত্যি কথাটা কি জানেন? অনলাইন প্রফেশনালদের কাছে এই সকল বিষয়গুলো খুবই বিরক্তিকর। একজন ব্যস্ত মানুষকে বার বার এই টাইপের মেসেজ দিলে সে বিরক্ত হবে না? আপনি একজন বড় ভাইকে সোজা মেসেজ দিয়ে আপনার সমস্যার কথা বলতে পারেন। এতো ফরমালিটির দরকার নেই।
🔹 ৭। অনেক ক্ষেত্রে আমাদের সাহায্য চাওয়ার ধরনটা এই রকম যে, ‘ভাইয়া, আমি অনলাইনে আয় করতে চাই, প্লিজ আমাকে সাহায্য করুন।’ অনলাইনে এতো বেশি পরিমান রিসোর্স থাকার পরও যদি কাউকে এমন প্রশ্ন করেন তাহলে মেজাজ বিগড়ে যাওয়ার মতো অবস্থা হয়।
আপনি এই কথাটি লিখে গুগলে সার্চ করেন না, উত্তর পেয়ে যাবেন। আপনার কি মনে হয় আপনার বড় ভাই আপনাকে সবকিছু বিস্তারিত বলে দেবে? কিংবা আপনাকে হাতে ধরে শিখাবে? এতো টাইম কোনো ফ্রিল্যান্সারের নেই। একদম সোজা সাপ্টা নির্দিষ্ট প্রশ্ন করুন। আপনার বড় ভাই যখন বুঝতে পারবে যে, আপনি অনেক রিসার্চ করেছেন এবং কোথাও গিয়ে আটকে গেছেন তখন দেখবেন ভালো একটা রিপ্লাই পাবেন। পরিশ্রমী ফ্রেশারদের সবাই সাহায্য করতে ভালোবাসে।
🔹 ৮। ‘ভাইয়া আপনার ফোন নম্বারটা দিবেন প্লিজ?’ এই প্রশ্নটা আমি খুব বেশি বিরক্তির চোখে দেখি। যেখানে খাওয়ার সময় পাই না, গোসলের সময় পাই না সেখানে কারো সাথে ফোনে কথা বলার মন মানুষিকতা কীভাবে হবে? ফোনে সমস্যার কথা বলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। তাছাড়া একটু পরপর ফোন আসলে ফ্রিল্যান্সারদের কাজের সমস্যা হয়। কাজ করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয়।
কোনো বড় ভাইয়ের কাছে ফোন নম্বর চাইলে যথার্থ কারন দেখিয়ে ফোন নম্বর চাইবেন। উদ্দেশ্যহীন ভাবে ফোন নম্বর চাইলে দেখবেন মেসেজ সিনই করবে না।
🔹 ৯। আমাদের মধ্যে খাইয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। অর্থাৎ কেউ কোন টিউটোরিয়াল বা টিপস দিলে কেনো সে একেবারে আপনাকে শরবত বানিয়ে খাইয়ে দিলো না, তাই তাকে গালাগালি করতে আমাদের গায়ে লাগে না। সামান্যতম রিসার্চ করতে না পারলে আপনার অনলাইনে কাজ করার যোগ্যতাই হয়নি।
আবার কারো ভালো কাজের যথাযথ মূল্যায়ন না করে আমরা সমালোচনাই করি বেশি। এতে এক্সপার্টদের মন ভেঙ্গে যায়। আর তখন দেখবেন যে, বড় ভাইরা শুধু ফেসবুকে ফানি ভিডিও পোষ্ট করবে আর বাংলিশ কমেন্ট করে মজা নিবে। কারন তাঁরা আজাইরা পরিশ্রম করতে চায় না।
🔹 ১০। সবশেষে যেটা বলব,
কে আপনাকে হেল্প করলো আর না করলো, এটা কোন বিষয় না। আপনি আপনাকে হেল্প করতে পারছেন কি না, খেয়াল করুন। মনে রাখবেন, আপনার স্কিল না থাকলে কোন বড় ভাই ই আপনার জন্য কিছু করতে পারবে না। স্কিল, স্কিল এবং স্কিল ডেভলাপমেন্ট করুন, সফলতায় এর বিকল্প নাই।
Copyright Freelance GURU
27/11/2022
Reflex IT Award
Thanks উপজেলা প্রশাসন বরিশাল সদর
20/11/2022
বরিশাল জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলাতে
Reflex IT
19/11/2022
জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলাতে
Reflex IT প্যাভিলিয়ন পরিদর্শন করে বরিশাল জেলার সম্মানিত
DC জসীমউদ্দিন হায়দার স্যার৷
বেলস পার্ক, বরিশাল
19/11/2022
বরিশাল জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা
বেলস পার্ক
প্যাভিলিয়ন ৪৮ এ থাকছে Reflex IT
18/11/2022
আগামী ১৯/২০ তারিখ
জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলাতে
Reflex IT থাকছে
বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে
(বেলস পার্ক) এ
16/11/2022
2 Years Success Story
Batch 1 to Batch 12
16/11/2022
ঘুম থেকে উঠে এমন সাফল্যের SMS দেখলে নাস্তা করা লাগে না৷
Reflex IT ব্যাচ ১২ & ১৩
12/11/2022
Skill Test Exam
Batch 12
Reflex IT
11/11/2022
Batch 12 Be ready Tomorrow
10/11/2022
সাফল্যের ২ বছরে আমাদের অর্জন
09/11/2022
"আপনার প্রতিভা দেখবে দুনিয়া" এই শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে "𝗪𝗮𝗹𝘁𝗼𝗻 𝗟𝗮𝗽𝘁𝗼𝗽 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗶𝗻𝗴 𝗗𝗲𝘀𝗶𝗴𝗻 𝗖𝗼𝗻𝘁𝗲𝘀𝘁"
প্রতিযোগিতায় ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার অথবা যেকোনো ডিজিটাল ডিভাইস-এর প্যাকেজিংয়ের ডিজাইন করে ১৩ জন সেরা ডিজাইনার পাবেন সর্বমোট ৩ লাখ ৮০ হাজার টাকা পুরস্কার জিতে নেয়ার সুযোগ।
১ম পুরস্কারঃ ২ ,০০,০০০ টাকা,
২য় পুরস্কারঃ ৫০,০০০ টাকা,
৩য় পুরস্কারঃ ৩০,০০০ টাকা,
পরবর্তী ১০ জন সেরা ডিজাইনের প্রতিজন পাবেন ১০,০০০ টাকা করে পুরস্কার।
প্রতিযোগিতাটি চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।
07/11/2022
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২
বরিশাল সদর উপজেলা
07/11/2022
ডিজিটাল উদ্ভাবনী মেলাতে
Reflex IT প্যাভিলিয়ন পরিদর্শন করেন
মোঃ রিন্টু (চেয়ারম্যান বরিশাল উপজেলা, সুন্দরবন ন্যাভিগেশন এর মালিক)৷
এডভোকেট মোঃ মধু (ভাইস চেয়ারম্যান বরিশাল উপজেলা পরিষদ)৷
উপজেলা প্রোগ্রামার মোঃ শওকত হোসেন৷
বরিশাল উপজেলা TNO
06/11/2022
উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ মেলা
বরিশাল উপজেলা পরিষদ
প্যাভিলিয়ন ০১ এ থাকছে Reflex IT
আগামী কাল সকাল সকাল ০৯:০৩- বিকাল ০৩:০০ টা পর্যন্ত
01/11/2022
ফেসবুক শুধু সোস্যাল মিডিয়া ই না৷ একটা বিশাল মার্কেট প্লেস৷
আমার ই আইটির স্টুডেন্ট
31/10/2022
Congratulations Uzzaman Brother
31/10/2022
Congratulations Baizid Member of Top rated Club
31/10/2022
Really Awesome work Su Joy Brother.
Illustration Drawing
Batch 11
11/10/2022
Congratulations Mohammad Nayeem