Eid Mubarak!
May this Eid day brings happiness to all.
Dr. Majed Special Care-Medi-Faith
For medical, varsity admission candidates.
Operating as usual
মেডিকো প্লাস থেকে
🟥 ২০২১-২২শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় বরিশালের সেরা সফলতা 🎉
🟥 ২০২১-২২শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় 🎉 🎊অভিনন্দন সাফওয়ান ইসলাম ❤️❤️
ঢাকা মেডিকেল কলেজে১০১ তম স্থান।
প্রাক্তন কলেজঃ- সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।
এছাড়াও চান্স প্রাপ্ত সকলকে অভিনন্দন। ❤️
২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের লিংকে User ID ও Password দিয়ে লগ ইন করলে এডমিট কার্ড তুলতে পারবে।
ওয়েবসাইট লিংক : http://dgme.teletalk.com.bd/
সবার জন্য শুভকামনা।
মেডি- ফেইথ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ।
🎯আগামী ১লা মার্চ থেকে Biology অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে।
HSC -1st Year
👉(Girls)-সকাল ৯ টা(শনি,সোম,বুধ/রবি মঙ্গল, বৃহস্পতিবার)
👉(Boys)--সকাল ৮ টা(শনি,সোম,বুধ)
HSC -2nd Year
👉Combined -সকাল ১০ টা( শনি,সোম,বুধ)
👉(Girls)- সকাল ৮টা(রবি,মঙ্গল,বৃহস্পতি)
🎯ক্লাস পদ্ধতিঃ Zoom class
👉Weekly MCQ & CQ Test
👉Monthly Exam system
👉Online&Offline Exam System
🎯 Monthly Payment System(Advance payment)
☎️01760085833,01685079213
Dr. Majed special care (MEDI-FAITH) এর পক্ষথেকে এবং বর্ষের শিক্ষার্থীদের জন্য সুখবর। আপনার MEDI STAR 2022 পরীক্ষায় আংশগ্রহন করে জিতে নিতে পারবেন সর্বমোট ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি।
✅“MEDI STAR 2022” পরীক্ষার নিয়মাবলিঃ ৮০টি MCQ এবং ২০টি এক কথায় উওর (সর্বমোট ১০০ নম্বর )।
✅ কৃতকার্য/উত্তীর্ণদের মেধাতালিকার মাধ্যমে দেয়া হবে সর্বমোট ১ লক্ষ টাকা সমমানের শিক্ষাবৃত্তি !
✅ যারা অংশগ্রহন করতে পারবেঃ
SSC: 2021 এবং HSC: 2022
✅ পরীক্ষার তারিখ: ২১ জানুয়ারী ২০২২
পরীক্ষার সিলেবাস:
✨ SSC
(পদার্থ ,রসায়ন,জীববিজ্ঞান শর্ট সিলেবাস ২০২১)
✨ HSC
( উদ্ভিদবিজ্ঞান -অধ্যায়: ৪,৭,৮,৯
এবং প্রানীবিজ্ঞান -অধ্যায় : ১,২,৫,৭ )
✅ শিক্ষাবৃওী:
SSC শিক্ষার্থীদের জন্য ৩০০০০ টাকা
HSC শিক্ষার্থীদের জন্য ৭০০০০ টাকা
👉 ভেন্যু: শেরে-ই-বাংলা মেডিকেল অডিটোরিয়াম
(কতৃপক্ষ প্রয়োজনে ভেন্যু পরিবর্তনের ক্ষমতা রাখে )
💥বিস্তারিত জানতে কল করুন ০১৬৮৫০৭৯২১৩,
০১৭৬০০৮৫৮৩৩
💥 সরাসরি যোগাযোগ করতে চলে আসুন ; অর্কিড বিল্ডিং, ক্যাফে স্টার রেস্টুরেন্টের বিপরীতে , বটতলা রোড , বরিশাল।
আমাদের রয়েছে HSC একাডেমিক,মেডিকেল ও ভার্সিটি ভর্তি প্রস্তুতিতে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা ।
Dr. Majed special care (MEDI-FAITH) এর পক্ষথেকে এবং বর্ষের শিক্ষার্থীদের জন্য সুখবর। আপনার MEDI STAR 2022 পরীক্ষায় আংশগ্রহন করে জিতে নিতে পারবেন সর্বমোট ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি।
✅“MEDI STAR 2022” পরীক্ষার নিয়মাবলিঃ ৮০টি MCQ এবং ২০টি এক কথায় উওর (সর্বমোট ১০০ নম্বর )।
✅ কৃতকার্য/উত্তীর্ণদের মেধাতালিকার মাধ্যমে দেয়া হবে সর্বমোট ১ লক্ষ টাকা সমমানের শিক্ষাবৃত্তি !
✅ যারা অংশগ্রহন করতে পারবেঃ
SSC: 2021 এবং HSC: 2022
✅ পরীক্ষার তারিখ: ২১ জানুয়ারী ২০২২
পরীক্ষার সিলেবাস:
✨ SSC
(পদার্থ ,রসায়ন,জীববিজ্ঞান শর্ট সিলেবাস ২০২১)
✨ HSC
( উদ্ভিদবিজ্ঞান -অধ্যায়: ৪,৭,৮,৯
এবং প্রানীবিজ্ঞান -অধ্যায় : ১,২,৫,৭ )
✅ শিক্ষাবৃওী:
SSC শিক্ষার্থীদের জন্য ৩০০০০ টাকা
HSC শিক্ষার্থীদের জন্য ৭০০০০ টাকা
👉 ভেন্যু: শেরে-ই-বাংলা মেডিকেল অডিটোরিয়াম
(কতৃপক্ষ প্রয়োজনে ভেন্যু পরিবর্তনের ক্ষমতা রাখে )
💥বিস্তারিত জানতে কল করুন ০১৬৮৫০৭৯২১৩,
০১৭৬০০৮৫৮৩৩
💥 সরাসরি যোগাযোগ করতে চলে আসুন ; অর্কিড বিল্ডিং, ক্যাফে স্টার রেস্টুরেন্টের বিপরীতে , বটতলা রোড , বরিশাল।
আমাদের রয়েছে HSC একাডেমিক,মেডিকেল ও ভার্সিটি ভর্তি প্রস্তুতিতে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা ।
স্টেথোস্কোপ আবিষ্কৃত হওয়ার আগে, ডাক্তাররা রোগীর বুকের সাথে কান লাগিয়ে হৃদস্পন্দন শুনতেন যা বেশ অশোধিত এবং অদক্ষ পদ্ধতি ছিল। উদাহরণস্বরূপ, যদি চর্বির কারনে রোগীর বুকের প্রকৃত হৃৎপিণ্ড এবং বাহ্যিক অংশের মধ্যে যথেষ্ট নিরোধক থাকে তবে এই পদ্ধতিটি ব্যর্থ।
ফরাসি চিকিৎসক রেনে ল্যানেক "René Laënnec" একই রকম পরিস্থিতির সম্মুখীন হন যখন তিনি তার একজন রোগীর হৃদস্পন্দন সঠিকভাবে নির্ণয় করতে পারেননি, কারণ রোগীর গায়ে খুব বেশি চর্বি ছিল। তাই তিনি ট্রাম্পেট-আকৃতির কাঠের নল দিয়ে একটি স্টেথোস্কোপ 'stethoscope' উদ্ভাবন করেছিলেন যা ফুসফুস এবং হৃদয় থেকে আগত শব্দকে প্রশস্ত করে। শব্দ পরিবর্ধনের সেই নীতিটি এখনও পরিবর্তন হয়নি!
মেডিকেল ভর্তি পরিক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারনজ্ঞান প্রশ্ন
১। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
(a) ৬.০০ কিলোমিটার (b) ৫.৯৫ কিলোমিটার
(c) ৬.১৫ কিলোমিটার (d) ৬.৪০ কিলোমিটার
উত্তরঃ(c) ৬.১৫ কিলোমিটার
২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য "শাবাশ বাংলাদেশ" এর ভাস্কর কে?
(a) মৃণাল হক (b) রূপম রায়
(c) নভেরা আহ্মেদ (d) নিতুন কুণ্ডু
উত্তরঃ(d) নিতুন কুণ্ডু
৩। মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর কোনটি ছিল?
(a) টাঙ্গাইল-ময়মনসিংহ (b) রংপুর-ঠাকুরগাঁও
(c) নৌ-কমান্ডো (d) বরিশাল-পটুয়াখালি
উত্তরঃ(c) নৌ-কমান্ডো
৪। ইউনেস্কো কোন তারিখে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
(a) ২১ ফেব্রুয়ারী ২০০৪ (b) ১৭ নভেম্বর ১৯৯৯
(c) ২২ সেপ্টেম্বর ১৯৯৮ (d) ২৬ মার্চ ১৯৯৭
উত্তরঃ(b) ১৭ নভেম্বর ১৯৯৯
৫। একমাত্র বিদেশি যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন?
(a) উইলিয়াম ওডারল্যান্ড (b) আন্দ্রে মালরো
(c) রবিশংকর (d) ডেভিড নালিন
উত্তরঃ(a) উইলিয়াম ওডারল্যান্ড
HSC-2022
যারা এখনো বায়োলজি নিয়ে টেনশন এ আছো- তাদের জন্য শেষ সময়ে প্রস্তুতির জন্য সুবর্ণ সুযোগ।
বায়োলজি রিভিশন ব্যাচে
-ভর্তি চলছে(ক্লাস+MCQ+ সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়)
সবগুলো ক্লাস নিবেন -ডাঃ মাজেদ
যোগাযোগঃ ০১৭৬০০৮৫৮৩৩
স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আপনার প্রিয়জনদের পাশে থাকুন
ফ্রেডরিক ব্যান্টিং ছিলেন একজন কানাডিয়ান চিকিৎসা বিজ্ঞানী এবং চিকিৎসক। 1923 সালে, ব্যান্টিং এবং স্কটিশ বায়োকেমিস্ট জন জেমস রিকার্ড ম্যাক্লিওড ইনসুলিন এবং এর থেরাপিউটিক সম্ভাবনার আবিষ্কারের জন্য মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই সময়ে 32 বছর বয়সী, ব্যান্টিং ছিলেন শারীরবিদ্যা বা চিকিৎসায় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তিনি 1934 সালে রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধি লাভ করেন।
image source: www.mirror.co.uk
স্যার উইলিয়াম ওসলার 1849 থেকে 1918 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং তার কর্মজীবনে তিনি অভ্যন্তরীণ ওষুধের শৃঙ্খলার ভিত্তি তৈরি করতে সহায়তা করেছিলেন এবং ক্লিনিকাল চিকিৎসা শিক্ষার ব্যবস্থার বিকাশে সহায়ক ছিলেন যা আজও ব্যবহার করা হচ্ছে।
আজ আমরা এই ক্লাসে পরিপাক কাকে বলে এবং পরিপাকতন্ত্রের কাজ কি তা জানতে পারবো।
আমরা সবাই জানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ২০৬টি হাড় থাকে কিন্তু জন্মের সময় একটি শিশুর শরীরে প্রায় ৩০০টি হাড় থাকে! আপনি জানতেন কি?
একটি পরীক্ষা করা যাক৷ একটি পরিস্কার তোয়ালে দিয়ে আপনার জিহ্বা শুকিয়ে নিন। এরপর কিছু শুকনো খাবার জিহ্বায় রাখুন। যেমন বিস্কিটের টুকরা৷ এরপর টুকরাটি সরিয়ে ফেলে পানি পান করুন। আপনার পরীক্ষার প্রথম ধাপ সম্পন্ন। এরপর দ্বিতীয় ধাপে একই কাজ করবেন কিন্তু এইবার জিহ্বা শুকনো রাখার প্রয়োজন নেই৷
দ্বিতীয় বার যাখন কাজটি করবেন জিহ্বা শুকনো না করে তখন আপনি খাবারের স্বাদ পাবেন৷
এ-থেকেই বোঝা যায় সালাইভার (লালা) সাথে খাবারের মিক্সিং না হওয়া পর্যন্ত খাবারের স্বাদ আমরা পাই না৷
খাবার পরিপাকের বিস্তারিত বিষয় গুলো বুঝতে আমাদের ক্লাসে জয়েন করতে পারো৷
আপনারা জানেন কি, মানুষের দেহে যে পরিমান ডিএনএ রয়েছে তা সোজা করে যুক্ত করলে প্লুটো থেকে সূর্যে ১৭ বার যাওয়া আসা করা দূরত্বের সমান হবে
সব কিছু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না৷
Medi faith Admission Going On
𝐓𝐞𝐱𝐭 𝐄𝐝𝐢𝐭𝐨𝐫𝐇𝐒𝐂 𝟏𝐬𝐭 𝐘𝐞𝐚𝐫 𝐍𝐞𝐰 𝐁𝐚𝐭𝐜𝐡
𝐇𝐒𝐂 𝟐𝐧𝐝 𝐘𝐞𝐚𝐫 𝐂𝐫𝐚𝐬𝐡 𝐁𝐚𝐭𝐜𝐡
𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐚𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐜𝐨𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝟏𝐬𝐭 𝐓𝐢𝐦𝐞𝐫 𝐧𝐞𝐰 𝐁𝐚𝐭𝐜𝐡
আজ আমরা এই ক্লাসে খাদ্য এবং হরমোন/স্নায়ুতন্ত্র কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে তা জানতে পারবো
HSC শিক্ষার্থীদের উচিৎ কিছু ডেইলি গোল সেট করে পড়াশোনা করা৷ যেমন,
✅নিয়মিত ক্লাস করা,
✅ক্লাসের পড়া না জমিয়ে প্রতিদিনের টা প্রতিদিন শেষ করা,
✅নিয়মিত পরীক্ষার মধ্যমে নিজের দক্ষতা যাচাই করা৷ এবং
✅গোল এচিভ করে নিজেকে নিজে পুরস্কৃত করা৷
এভাবে ডেইলি গোল, উইকলি গোল কিংবা মান্থলি গোল সেট করে পড়াশোনা করলে দেখবে,
🙇♂️পড়াশোনার অনেক চাপ অনুভব হবেনা,
🙋♂️পড়াশোনার প্রতি আরও আগ্রহ তৈরি হবে এবং
✌️তুমি তোমার কাঙ্খিত লক্ষ্য অর্জন করবে।
HSC 1st Year এর নতুন ব্যাচে।
এইচ এস সি তে তোমারা সময় পাবে মাত্র ১.৫ বছর এবং একবার যদি পিছিয়ে পরো তাহলে এই গ্যাপ মেকআপ করার সুযোগ নেই বললেই চলে ৷
তাই যারা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী তাদের এখন থেকেই নিয়মিত পড়াশোনায় সময় দিতে হবে ৷
পৃথিবীর সকল মা বাবা যেন তাদের প্রাপ্য বুঝে পায়।
এবছর যারা SSC পরিক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ । HSC স্টুডেন্টদের কিছু ভুল ধারনা Dr. Majed স্যার এই ভিডিওটিতে ব্যাখ্যা করেছেন এবং এর সঠিক সমাধান দিয়েছেন
২০২২ সাল তোমাদের সবার জন্য আনন্দময় বছর হোক। তোমার এবং তোমাদের পরিবারের জন্য শুভকামনা
এসএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে মেডিফেইথ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
এ বছরে সরকারি শীর্ষস্থানীয় মেডিকেলে চান্সপ্রাপ্তদের একাংশ..
মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি 'ক' ইউনিট এবং একাডেমিক প্রস্তুতি প্রোগ্রাম
𝗛𝗦𝗖 𝟮𝟬𝟮𝟮 & 𝟮𝟬𝟮𝟯 একাডেমিক ব্যাচে ভর্তি চলছে
ঠিকানাঃ অর্কিড বিল্ডিং, ক্যাফে স্টার রেস্তোরাঁর বিপরীতে, বটতলা, বরিশাল।
মোবাইলঃ 01760-085833
অনেক বড় দায়িত্ব ❤
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Bottola
Barisal
8200
Pantho Sarak
Barisal
Hi there!through this page we will practise English together. this is a great way to learn English .
Barisal, 8224
Welcome to the Islamer Bani,This Pages is purely dedicated to Islami media.Waz of Islamic speakers i
Farid Monjil, Bogra Road
Barisal, 8200
We are to render you the best service. It's not just words, it's the reality!
Barishal Sadar
Barisal
This page is very helpful for HSC and Admission candidates. They can learn many things from this page
বিএম কলেজ মসজিদ গেটের বিপরীতে (গলির ভিতর), রফিক প্যালেস (৩য় তলা)
Barisal, 8200
BCS Coaching
Barisal, 8200
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবিএ এবং অন্যান্য বিভাগের সহযোগিতায় সদা প্রস্তুত