শিক্ষার কোন বয়স নাই”There is no age of education”

শিক্ষার কোন বয়স নাই”There is no age of education”

Comments

গণিত
পটিগণিত ( ল.সা.গু ও গ.সা.গু )
পর্ব -২:

১. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫,৭,৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষন পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
২. ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৩. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩,৬, ৯, ১২,১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৪. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২,১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৫. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
৬. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০,২৫,৩০,৩৬ ও ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৫,২০,২৫,৩১ ও ৪৩ ভাগশেষ থাকে?
৭. ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০,১৫ দ্বারা বিভাজ্য হবে?
৮. কোন সেনাবাহিনীতে ‍যদি ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০, ৬০ সারিতে দাঁড় করানো যেত । ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল?
৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে। কিন্তু ৭ দ্বারা ভাগ করলে কোন অবশিষ্ট থাকে না?
১০. ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে?
উত্তর: ১. ১৪; ২. ২১; ৩. ১৭৯; ৪. ১৮১; ৫. ৬৩; ৬. ৩৫৯৫; ৭. ১০; ৮. ৫৮৯; ৯. ৩০১; ১০. ৬ ।

দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। শিক্ষ?

Operating as usual

25/07/2020

English
word meaning

word....................................Meaning

1. Ban ( নিষেধাজ্ঞা) - নিষিদ্ধ.
2. Banish ( নির্বাসিত করা) - Exile.
3. Barter ( বিনিময়) - Exchange.
4. Belated ( অতিশয় বিলম্বে আগত) - Tardy ( ধীর).
5. Benevolent( দয়ালু) - kind, Empathetic ( করুনাময়).
6. Best seller (সর্বাধিক বিক্রিত) - A book that sells in very large numbers.
7. Bibliography ( পুস্তক বিবরণী) - collection of books.
8. Bizarre ( অদ্ভুত, উদ্ভট) , - Strange( অদ্ভুত, বিস্ময়কর).
9.Bootleg (চোরাচালান করা) - Smuggle.
10. Bounty (উদারতা, দানশীলতা) - Generosity
11. Bottom line ( গুরুত্বপূর্ণ বিষয়) - The essential point.
12. Bring to book ( ভৎসনা করা) - Rebuke( তিরস্কার করা).
13. Brief ( সংক্ষিপ্ত) - Short ( সংক্ষিপ্ত ).
14. Browbeating ( চোখ রাঙানো) - Frightening somebody.
15. Brutal ( নিষ্ঠুর) - cruel).
16. Bullock ( বৃষ) - Steer

06/07/2020

English
Word Meaning

Word ------------------------------ Meaning

1. Aberration - বিপদ গমন / নীতিভ্রংশ ( Deviation).
2. Aboriginal - আদিম ( Primitive).
3. Adequate. - পর্যাপ্ত ( Enough).
4. Altercation - কহল (Quarrel).
5. Ablution - অযু, স্নান, পবিত্রতা অর্জন (Washing).
6. Adversity - দুর্ভাগ্য (Misfortune).
7.Alert - সতর্ক,সজাগ ( Watchful).
8. Allegation - অভিযোগ ( Accusation).
9. Allusion. - পরোক্ষ (Indirect reference).
10. Amicable - মিত্রভাবাপন্ন ( Friendly).
11.Amplitude - বিস্তার।
12. Analogous - সদৃশ ( Similar).
13.Anathema - ঘৃণিত ব্যক্তি বা বস্তু ( detested person or things).
14. Anonymous - নামহীন।
15. Antiquated - সেকেলে / তারিখ সীমার বাইরে( out of date).
16. Anxiously - অস্বচ্ছন্দভাবে ( Worriedly, Uneasily).
17. Appropriate - উপযুক্ত( Suitable).
18. Aroma - সুগন্ধ।
19. Attempt - চেষ্টা করা ( Try).
20. Attested - সত্যায়িত, প্রত্যায়িত ( authenticated, documented).

29/06/2020

মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন অডিটর পরীক্ষা ২০১১ঃ

সাধারণ জ্ঞান
বাংলা
বিজ্ঞান ও প্রযুক্তি

১. শীত গ্রীস্ম ও লজ্জা ক্রোধ প্রভৃতি অনুভূতি থাকে - সেরিব্রাল কর্টেক্স।
২. সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি -বৈদ্যুতিক মোটর।
৩. দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কেনটি - লাল।
৪. প্রিজমে পতিত আলো সাধারণত কি হয় - বিকরিত হয়।
৫. রক্ত আমাশয়ের জীবাণুর নাম - ব্যাকটেরিয়া।
৬. কোনটিকে সবুজ গ্রহ বলা হয় - ইউরেনাস।
৭. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র - ম্যানোমিটার।
৮. ওরাকল কোন ধরনের প্রোগ্রাম - ডাটাবেজ।
৯. বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে - টারশিয়ারী যুগের।
১০. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা - আলাওল।
১১. বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয় - ১৮২৯ সালে।
১২. সুনন্দ কার ছদ্মনাম - নারায়ণ গঙ্গোপাধ্যায়।
১৩. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি - অর্থতত্ত্ব।
১৪. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে - বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
১৫. প্রসূন এর প্রতিশব্দ হলো - ফল।
১৬. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত - নদী।
১৭. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি - জিবানানুভূতির গভীরতায়।
১৮. প্রভাতে- চিন্তা, নিভৃত -চিন্তা চিন্তা, প্রভৃতি গ্রন্থের রচয়িতা - কালী প্রসন্ন ঘোষ।
১৯. ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন - ইচ্ছুক।
২০. শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির অংশটুকু প্রতিপাদ্য হলো - অকৃতজ্ঞতা।
২১. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় - ১৬ ই ডিসেম্বর ১৯৭৯ সালে ।
২২. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন - ৪২৬ জন।
২৩. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় - ত্রয়োদশ শতাব্দী।
২৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন - ক্যাপ্টেন মনসুর আলী।
২৫. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় - ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
২৬. বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি - বিটিসিএল।
২৭. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি - তিনটি।
২৮. কয়জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গঠিত হয় -১১ জন।
২৯. বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত - ২ টি।
৩০. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে - রাষ্ট্রপতি।
৩১. ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব - ব্রিটেন ।
৩১. IMF এর পূর্ণরূপ কি - International Monetary Fund.
৩২. ইউরোপে ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে - ১৯৯৯ সালে।
৩৩. সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার কোন দেশে - মালদ্বীপ।
৩৪. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য - ৩২ তম।
৩৫. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী - বেরিং প্রণালী।
৩৬. জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় - ১৯৪৯ সালে।
৩৭. শশাংক শব্দের অর্থ কি - চন্দ্র।
৩৮. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি - দূর্গেশনন্দিনী।
৩৯. ক্ষুধিত পাষাণ কোন সমাস - কর্মধারয়।
৪০. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি - ১০ টি।
৪১. নদী ও নারী গ্রন্থটি কার লেখা - হুমায়ুন কবির।
৪২. যা বলা হয়নি -এর বাক্য সংকোচন কোনটি - অনুক্ত।
৪৩." ধরি মাছ না ছুঁই পানি "এটি কি - প্রবাদ বাক্য।
৪৪. "মোদের গর্ব মোদের আশা আ-মরি বাংলা ভাষা কে লিখেছেন -অতুল প্রসাদ সেন।
৪৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন - বসন্ত।
৪৬. ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি - একাদশে বৃহস্পতি।

ল.সা.গু ও গ.সা.গু। পাটিগণিত। Five Mintue Learn। 27/06/2020

ল.সা.গু ও গ.সা.গু। পাটিগণিত। Five Mintue Learn।

https://youtu.be/58bmoOW1g5o
চ্যানেলটি সাবক্রাইব করুন।

ল.সা.গু ও গ.সা.গু। পাটিগণিত। Five Mintue Learn। দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬।সংখ্যা দুটির ল.সা.গু 96 হলে গ.সা.গু কত? (১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২....

21/06/2020

সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
১. বিশ্বের প্রাচীনতম শহর - জেরিকো।
২. লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি - টোকিও।
৩. কান্দাহার কোন দেশের শহর - আফগানিস্তান।
৪. কানকুন কোথায় অবস্থিত - মেক্সিকো।
৫. বাম শহরটি কোথায় অবস্থিত - ইরান।
৬. কারবালা কোথায় অবস্থিত - ইরাক ।
৭. ফালুজা শহরটি কোথায় অবস্থিত - ইরাক।
৮. বেনগাজি শহর কোথায় অবস্থিত - লিবিয়া।
৯. মিসরাত কোন দেশের শহর - লিবিয়া।
১০. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত - সিরিয়া।
১১. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি - ভ্লাদিভস্টক।
১২. পৃথিবীর শীতলতম স্থান কোনটি - ভারখয়নস্ক সাইবেরিয়া।
১৩. ফ্রাঙ্কফুর্ট শহরটি যে দেশে যে জন্য বিখ্যাত - বই মেলা।
১৪. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে - নিউইয়র্ক।
১৫. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় - শিকাগো।
১৬. কোন শহরটিকে ভূস্বর্গ বলা হয় - কাশ্মীর।
১৭. নিচের কোন শহরটিকে বাতাস বাতাসের শহর বলা হয় - শিকাগো।
১৮. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত - রোম।
১৯. চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ - কিটো।
২০. বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত - লাসা।
২১. কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয় - ডেট্রয়েট।
২২. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি - হেলভেটিয়া।
২৩. জাপানের পুরাতন নাম কি - নিপ্পন।
২৪. বিগ আপেল বলা হয় - নিউইয়র্ক।
২৫. শান্তির নীড় নামে পরিচিত - বাগদাদ।
২৬. চীনের দুঃখ বলে পরিচিত - হোয়াংহো নদী।
২৭. উত্তরের ভেনিস বলা হয় - স্টকহোম।
২৮. প্রাচ্যের ভেনিস কোনটি - ব্যাংকক।
২৯. ইউরোপের ক্রীড়াঙ্গন' বলা হয় কোন দেশকে -সুইজারল্যান্ড।
৩০. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে - বেলজিয়াম।
৩১. কোনটিকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় - বেলজিয়াম।
৩২. ইউরোপের দ্বার বলা হয় - ভিয়েনা।
৩৩. কোন শহরটিকে ঝরনার শহর বলা হয় - তাসখন্দ।
৩৪. খালের শহর কোনটি - ভেনিস।
৩৫. কোনটি সংস্কৃতির শহর নামে পরিচিত -প্যারিস ।
৩৬. কোন শহরকে গোলাপি শহর বলা হয় - জয়পুর।
৩৭. সোনালী তোরণের শহর কোনটি - সানফ্রান্সিসকো।
৩৮. ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত - মায়ানমার।
৩৯. জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো - দক্ষিণ রোডেশিয়া।
৪০. ডয়েসল্যান্ড এর বর্তমান নাম কি - জার্মানি।
৪১. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি - জায়ারে।
৪২. ডাচ হল কোন দেশের পুরাতন নাম - নেদারল্যান্ড।
৪৩. ফরমোজার বর্তমান নাম কি - তাইওয়ান।
৪৪. সেন্ট পিটার্সবার্গ শহরের প্রাক্তন নাম -লেনিনগ্রাদ।
৪৫. ইস্তাম্বুলের পূর্ব নাম - কনস্টান্টিনোপল।
৪৬. চীনের প্রাচীন নাম কি - ক্যাথে।
৪৭. পারস্যের বর্তমান নাম কি - ইরান।
৪৮. গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম - ঘানা।
৪৯. ওয়েস্ট ইন্ডিজ কি - একটি দ্বীপের সমষ্টির নাম
৫০. মশার উপকূল বলা হয় কোন দেশকে - নিকারাগুয়া।
পেজটি ভাল লাগলে লাইক এবং কমেন্ট করবেন।

17/06/2020
17/06/2020

অডিটর পদে বিস্তারিত বিষয়।

11/06/2020

দেশ-মহাদেশ
কতিপয় দেশের রাজধানী (মহাদেশ অনুযায়ী ভাগ করে তালিকা দেওয়া হল)

মহাদেশ

এশিয়া
আফগানিস্তান-কাবুল
আর্মেনিয়া-ইয়েরেভান
আজারবাইজান-বাকু
ইয়েমেন-সানা
ইন্দোনেশিয়া-জাকার্তা
ইরান-তেহরান
ইরাক-বাগদাদ
ইসরায়েল-জেরুজালেম
উত্তর কোরিয়া-পিয়ংইয়ং
উজবেকিস্তান-তাশখন্দ
ওমান-মুসকাট
কাজাখস্তান-আস্তানা
কিরগিজস্তান-বিশবেক
কম্বোডিয়া-নমপেন
কুয়েত-কুয়েত সিটি
কাতার-দোহা
চীন-বেইজিং
জর্দান-আম্মান
জর্জিয়া-বিলিস
জাপান-টোকিও
তাইওয়ান*-তাইপে
তাজিকিস্তান-দুশানবে
তুর্কমেনিস্তান-আশগাবাত
তুরস্ক-আঙ্কারা
থাইল্যান্ড-ব্যাংকক
দক্ষিণ কোরিয়া-সিউল
নেপাল-কাঠমুণ্ডু
পাকিস্তান-ইসলামাবাদ
পূর্ব তিমুর-দিলি
ফিলিপাইন-ম্যানিলা
ফিলিস্তিন*-জেরুজালেম
বাংলাদেশ-ঢাকা
বাহরাইন-মানামা
ব্রুনেই-বন্দর শের-ই-বেগাওয়ান
ভূটান-থিম্পু
ভারত-নয়াদিল্লি
ভিয়েতনাম-হ্যানয়
মালয়েশিয়া-কুয়ালালামপুর
মালদ্বীপ-মালে
মায়ানমার-নেপিদ
মঙ্গোলিয়া-উলানবাটোর
রাশিয়া-মস্কো
লাওস-ভিয়েনতিয়েন
লেবানন-বৈরুত
শ্রীলঙ্কা-কলম্বো
সাইপ্রাস-নিকোশিয়া
সিরিয়া-দামেস্ক
সৌদি আরব-রিয়াদ
সিঙ্গাপুর-সিঙ্গাপুর
সংযুক্ত আরব আমিরাত-দুবাই
ইউরোপ
অস্ট্রিয়া-ভিয়েনা
আলবেনিয়া-তিরানা
অ্যান্ডোরা-অ্যান্ডোরা ভেলি
আইসল্যান্ড-রেইকজাভিক
আয়ারল্যান্ড-ডাবলিন
ইতালি-রোম
ইউক্রেন-কিয়েভ
ইউনাইটেড কিংডম (ইউকে)/ বৃটেন/ ইংল্যান্ড
লন্ডন
এস্তোনিয়া-তালিন
কসোভো-প্রিস্টিনা
ক্রোয়েশিয়া-জাগ্রেব
গ্রিস-এথেন্স
চেক রিপাবলিক-প্রাগ
জার্মানি-বার্লিন
জিব্রাল্টার*-জিব্রাল্টার
ডেনমার্ক-কোপেনহেগেন
তুরস্ক-আঙ্কারা
নেদারল্যান্ড-আমস্টারডাম
নরওয়ে-অসলো
পোল্যান্ড-ওয়ারশ
পর্তুগাল-লিসবন
ফ্যারো আইল্যান্ড*-তোরশাভন
ফিনল্যান্ড-হেলসিংকি
ফ্রান্স-প্যারিস
বেলারুশ-মিনস্ক
বেলজিয়াম-ব্রাসেলস
বসনিয়া এন্ড হার্জগোভিনা-সারাজেভো
বুলগেরিয়া-সোফিয়া
ভ্যাটিকান-ভ্যাটিকান সিটি
ম্যাসিডোনিয়া-স্কোপজে
মাল্টা-ভ্যালেট্টে
মালদোভা-চিসিনাউ
মোনাকো-মোনাকো
মন্টেনিগ্রো-পোদগোরিসা
রোমানিয়া-বুখারেস্ট
রাশিয়া**-মস্কো
লিচেনস্টাইন-ভাদুজ
লিথুয়ানিয়া-ভিলিনাস
লুক্সেমবার্গ-লুক্সেমবার্গ
হাঙ্গেরি-বুদাপেস্ট
সান ম্যারিনো-সান ম্যারিনো
সার্বিয়া-বেলগ্রেড
স্লোভাকিয়া-ব্রাতিস্লাভা
স্লোভেনিয়া-লুবজানা
স্পেন-মাদ্রিদ
সুইডেন-স্টকহোম
সুইজারল্যান্ড-বার্ন/ বন
উত্তর আমেরিকা
অ্যান্টিগুয়া এন্ড বারবুডা-সেন্ট জনস
ইউনাইটে স্টেটস/ আমেরিকা/ মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়াশিংটন ডিসি
এল সালভাদর-সান সালভাদর
কানাডা-অটোয়া
কোস্টারিকা-সান হোসে
কিউবা-হাভানা
গ্রিনল্যান্ড-নুক
গ্রেনাডা-সেন্ট জর্জেস
গুয়াতেমালা-গুয়াতেমালা সিটি
জ্যামাইকা-কিংস্টন
ডোমিনিকা-রোসেউ
ডোমিনিকান রিপাবলিক-সান্টো ডোমিঙ্গো
ত্রিনিদাদ এন্ড টোবাগো (টিএন্ডটি)-পোর্ট অব স্পেন
নিকারাগুয়া-মানাগুয়া
পানামা-পানামা সিটি
পুয়োর্তো রিকো*-সান জুয়ান
বাহামা-নাসাউ
বার্বাডোস-ব্রিজটাউন
বেলিজ-বেলমোপান
বারমুডা*-হ্যামিল্টন
বৃটিশ ভার্জিন আইল্যান্ডস*-রোড টাউন
মেক্সিকো-মেক্সিকো সিটি
সেন্ট কিটস এন্ড নেভিস-বাসেতেরে
সেন্ট লুসিয়া-ক্যাস্ট্রিস
সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডিয়ানস-কিংস্টাউন
হাইতি-পোর্ট অব প্রিন্স
হন্ডুরাস-তেগুচিগালপা
দক্ষিণ আমেরিকা
আর্জেন্টিনা-বুয়েন্স আয়ার্স
ইকুয়েডর-কুয়োটো
উরুগুয়ে-মন্টিভিডিও
কলম্বিয়া-বোগোতা
গায়ানা-জর্জটাউন
চিলি-সান্তিয়াগো
প্যারাগুয়ে-আসুনচিয়ন
পেরু-লিমা
ফকল্যান্ড আইল্যান্ডস*-স্ট্যানলি
ব্রাজিল-ব্রাসিলিয়া
বলিভিয়া-সুক্রে লা পাজ (সংসদীয়)
ভেনিজুয়েলা-কারাকাস
সুরিনাম-পারামারিবো
আফ্রিকা
আলজেরিয়া-আলজিয়ার্স
আইভরি কোস্ট-ইয়ামোসুক্রো
আবিদজান (সংসদীয়)
অ্যাঙ্গোলা-লুয়ান্ডা
ইরিতিয়া-আসমারা
ইথিওপিয়া-আদ্দিস আবাবা
ইকুইটেরিয়াল গিনি-মালাবো
উগান্ডা-কাম্পালা
ক্যামেরুন-ইয়ান্দে
কেপ ভার্দে-প্রায়া
কমোরোস-মোরোনি
কঙ্গো-ব্রাজ্জাভিলে
কঙ্গো প্রজাতন্ত্র-কিনসাসা
কেনিয়া-নাইরোবি
গ্যাবন-লিব্রেভিল
গাম্বিয়া-বানজুল
গিনি-ক্যানোক্রি
গিনি-বিসাউ-বিসাউ
ঘানা-আক্রা
চাঁদ-নজামেনা
জাম্বিয়া-লুসাকা
জিম্বাবুয়ে-হারারে
জিবুতি-জিবুতি
টোগো-লোমে
তাঞ্জানিয়া-দাদোমা
তিউনিসিয়া-তিউনিস
দক্ষিণ আফ্রিকা-প্রিটোরিয়া (প্রশাসনিক)
কেপটাউন (সংসদীয়)

ব্লুমফন্টেইন (আইন বিষয়ক)

দক্ষিণ সুদান-জুবা
নামিবিয়া-উইন্ডহোয়েক
নাইজার-নিয়ামে
নাইজেরিয়া-আবুজা
বেনিন-পোর্তো নোভো
বতসোয়ানা-গ্যাবোর্ন
বুরকিনো ফাসো-উগাদুগো
বুরুন্ডি-বুজুম্বুরা
মিশর-কায়রো
মাদাগাস্কার-আন্টানানারিভো
মালাওয়ি-লিলোঙ্গি
মালি-বামাকো
মৌরিতানিয়া-নকচট
মরিশাস-পোর্ট লুইস
মরক্কো-রাবাত
মোজাম্বিক-মাপুতো
রুয়ান্ডা-কিগালি
লেসোথো-মাসেরু
লাইবেরিয়া-মোনরোভিয়া
লিবিয়া-ত্রিপোলি
সাও টোম এন্ড প্রিন্সিপে-সাও টোম
সেনেগাল-ডাকার
সিচেলিস-ভিক্টোরিয়া
সিয়েরা লিওন-ফ্রিটাউন
সোমালিয়া-মোগাদিসু
সোমালিল্যান্ড-হার্গেইসা
সুদান-খার্তুম
সোয়াজিল্যান্ড-বাবান (প্রশাসনিক)
লোবাম্বা (রাজকীয় এবং সংসদীয়)
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-বাঙ্গুই
অস্ট্রেলিয়া/ ওশেনিয়া
অস্ট্রেলিয়া-ক্যানবেরা
কুক আইল্যান্ডস*-আভারুয়া
কিরিবাতি-দক্ষিণ তারাওয়া
টোঙ্গা-নুকুআলোফা
টুভ্যালু-ফুনাফুতি
নাউরু-ইয়ারেন
নিউজিল্যান্ড-ওয়েলিংটন
পালাউ-মেলেকেওক
পাপুয়া নিউগিনি-পোর্ট মোর্সবি
ফিজি-সুভা
ভানুয়াতু-পোর্ট ভিয়া
মার্শাল আইল্যান্ডস-মাজুরো
মাইক্রোনেশিয়া-পালিকির
সামোয়া-আপিয়া
সলোমন আইল্যান্ডস-হোনিয়ারা
*চিহ্নিতগুলো স্বাধীন রাষ্ট্র নয়, এই দেশগুলোর সার্বভৌমত্ব নেই

**চিহ্নিত রাষ্ট্রগুলো একাধিক মহাদেশে অবস্থিত

ডলার
এশিয়া

সিঙ্গাপুর, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর

আফ্রিকা

লাইবেরিয়া, জিম্বাবুয়ে

উ. আমেরিকা

যুক্তরাষ্ট্র, কানাডা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, বেলিজ, গ্রানাডা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট লুসিয়া, এন্টিগুয়া এ্যন্ড বারমুডা

দ. আমেরিকা

গায়ানা

ওশেনিয়া

অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ট্রুভ্যালু, নাউরু, কিরিবাতি, সলোমান দ্বীপপুঞ্জ

ইউরো
ইউরোপ

ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রীস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সাইপ্রাস, মাল্টা, এস্তোনিয়া, EU ভুক্ত দেশ নয় এমন – মোনাকো, সানম্যারিনো, এন্ডোরা, মন্টিনিগ্রো, কসোভো ও ভ্যাটিক্যান সিটি

পাউন্ড
এশিয়া

সিরিয়া, লেবানন

ইউরোপ

যুক্তরাজ্য(পাউন্ড স্টার্লিং)

আফ্রিকা

সুদান, মিশর

ইউরোপ

সুইজারল্যান্ড, লিচেনস্টাইন

ফ্রাঙ্ক
আফ্রিকা

সেনেগাল, মালি, মালাগাছি, গিনি, চাদ, গ্যাবন, কঙ্গো, রুয়ান্ডা, ক্যামেরুন, বুরুন্ডি, জিবুতি, নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বেনিন, টোগো

পেসো
এশিয়া

ফিলিপাইন

আফ্রিকা

গিনি বিসাউ

উ. আমেরিকা

মেক্সিকো, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র

দ. আমেরিকা

আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, বলিভিয়া

শিলিং
আফ্রিকা

উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, তাঞ্জানিয়া,

ক্রোনা
ইউরোপ

আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে

দিরহাম
এশিয়া

সংযুক্ত আরব আমিরাত,কুয়েত, ইরাক, জর্ডান

আফ্রিকা

মরক্কো

দিনার
ইউরোপ

ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া

আফ্রিকা

আলজেরিয়া, লিবিয়া, তিউনিশিয়া

রিয়াল
এশিয়া

ইরান, ইয়েমন, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব

দ. আমেরিকা

ব্রাজিল

11/06/2020

এক কথায় প্রকাশ



অকালে পেকেছে যে- অকালপক্ক্ব

অক্ষির সম্মুখে বর্তমান- প্রত্যক্ষ

অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ

অহংকার নেই যার- নিরহংকার

অশ্বের ডাক- হ্রেষা

অতি কর্মনিপুণ ব্যক্তি- দক্ষ

অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা

অনুসন্ধান করতে ইচ্ছুক যে- অনুসন্ধিৎসু

অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা

অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃষ্যকারী

অতি শীতও নয়, অতি উষ্ণও নয়- নাতিশীতোষ্ণ

অবশ্য হবে/ঘটবে যা- অবশ্যম্ভাবী

অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ

অতিক্রম করা যায় না যা- অনতিক্রমনীয়/অনতিক্রম্য

যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য

অগ্রে জন্মেছে যে- অগ্রজ

অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে- অনুজ

অরিকে দমন করে যে- অরিন্দম

অন্য উপায় নেই যার- অনন্যোপায়

অনেকের মাঝে একজন- অন্যতম

অন্য গাছের ওপর জন্মে যে গাছ- পরগাছা



আচারে নিষ্ঠা আছে যার- আচারনিষ্ঠ

আপনাকে কেন্দ্র করে চিন্তা যার- আত্মকেন্দ্রীক

আকাশে চরে যে- খেচর

আকাশে গমন করে যে- বিহগ, বিহঙ্গ

আট প্রহর যা পরা যায়- আটপৌরে

আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা

আয় অনুসারে ব্যয় করে যে- মিতব্যয়ী

আপনাকে পণ্ডিত মনে করে যে- পণ্ডিতম্মন্য

আদি থেকে অন্ত পর্যন্ত- আদ্যন্ত



ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক

ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি- ইতিহাসবেত্তা

ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিৎ

ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়ি



ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক

ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার- আঁষটে



উপকার করবার ইচ্ছা- উপচিকীর্ষা

উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ

উপকারীর উপকার স্বীকার করে না যে- অকৃতজ্ঞ

উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন



একই সময়ে বর্তমান- সমসাময়িক

একই মায়ের সন্তান- সহোদর

এক থেকে আরম্ভ করে- একাদিক্রমে

একই গুরুর শিষ্য- সতীর্থ





কথায় বর্ণনা যায় না যা- অনির্বচনীয়



কোনভাবেই নিবারণ করা যায় না যা- অনিবার্য

সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা- দুর্নিবার

সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা- দুর্লভ

কোন কিছুতেই ভয় নেই যার- নির্ভীক, অকুতোভয়

ক্ষমার যোগ্য- ক্ষমার্হ

কউ জানতে না পারে এমনভাবে- অজ্ঞাতসারে



গোপন করার ইচ্ছা- জুগুপ্সা

চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ

চৈত্র মাসের ফসল- চৈতালি



জীবিত থেকেও যে মৃত- জীবন্মৃত

জানার ইচ্ছা- জিজ্ঞাসা

জানতে ইচ্ছুক- জিজ্ঞাসু

জ্বল জ্বল করছে যা- জাজ্বল্যমান

জয় করার ইচ্ছা- জিগীষা

জয় করতে ইচ্ছুক- জিগীষু

জানু পর্যন্ত লম্বিত- আজানুলম্বিত



তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী

তীর ছোঁড়ে যে- তীরন্দাজ



দিনে যে একবার আহার করে- একাহারী

দীপ্তি পাচ্ছে যা- দীপ্যমান

দু’বার জন্মে যে- দ্বিজ



নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর

নদী মেখলা যে দেশের- নদীমেখলা

নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক

নিজেকে যে বড়ো মনে করে- হামবড়া

নূপুরের ধ্বনি- নিক্কণ



পা থেকে মাথা পর্যন্ত- আপাদমস্তক

প্রিয় বাক্য বলে যে নারী- প্রিয়ংবদা

পূর্বজন্ম স্মরণ করে যে- জাতিস্মর

পান করার যোগ্য- পেয়

পান করার ইচ্ছা- পিপাসা



ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি



বিদেশে থাকে যে- প্রবাসী

বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন

ব্যাকরণ জানেন যিনি- বৈয়াকরণ

বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি- বৈজ্ঞানিক

বেদ-বেদান্ত জানেন যিনি- বৈদান্তিক

বয়সে সবচেয়ে বড়ো যে- জ্যেষ্ঠ

বয়সে সবচেয়ে ছোটো যে- কনিষ্ঠ



ভোজন করার ইচ্ছা- ‍বুভুক্ষা



মৃতের মত অবস্থা যার- মুমূর্ষু

মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়- মুষ্টিমেয়

মৃত্তিকা দ্বারা নির্মিত- মৃন্ময়

মর্মকে পীড়া দেয় যা- মর্মন্তুদ

মাটি ভেদ করে ওঠে যা- উদ্ভিদ

মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে- ভাগাড়

মন হরণ করে যা- মনোহর

মন হরণ করে যে নারী- মনোহারিণী



যা দমন করা যায় না- অদম্য

যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়

যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার

যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব

যা বালকের মধ্যেই সুলভ- বালকসুলভ

যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্নলব্ধ

যা ঘুমিয়ে আছে- সুপ্ত

যা বার বার দুলছে- দোদুল্যমান

যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান

যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ

যা পূর্বে দেখা যায় নি- অদৃষ্টপূর্ব

যা কষ্টে জয় করা যায়- দুর্জয়

যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ

যা অধ্যয়ন করা হয়েছে- অধীত

যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়- দুরধ্যয়

যা জলে চরে- জলচর

যা স্থলে চরে- স্থলচর

যা জলে ও স্থলে চরে- উভচর

যা বলা হয় নি- অনুক্ত

যা কখনো নষ্ট হয় না- অবিনশ্বর

যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী

যা বলার যোগ্য নয়- অকথ্য

যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না- অজ্ঞাতকুলশীল

যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়, অচিন্ত্য

যা কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর

যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল

যা খুব শীতল বা উষ্ণ নয়- নাতিশীতোষ্ণ

যার বিশেষ খ্যাতি আছে- বিখ্যাত

যা আঘাত পায় নি- অনাহত

যা উদিত হচ্ছে- উদীয়মান

যা ক্রমশ বর্ধিত হচ্ছে- বর্ধিষ্ণু

যা পূর্বে শোনা যায় নি- অশ্রুতপূর্ব

যা সহজে ভাঙ্গে- ভঙ্গুর

যা সহজে জীর্ণ হয়- সুপাচ্য

যা খাওয়ার যোগ্য- খাদ্য

যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়- চর্ব্য

যা চুষে খেতে হয়- চোষ্য

যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য- লেহ্য

যা পান করতে হয়/পান করার যোগ্য- পেয়

যা পানের অযোগ্য- অপেয়

যা বপন করা হয়েছে- উপ্ত

যা বলা হয়েছে- উক্ত

যার অন্য উপায় নেই- অনন্যোপায়

যার কোন উপায় নেই- নিরুপায়

যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি

যার সর্বস্ব হারিয়ে গেছে- সর্বহারা, হৃতসর্বস্ব

যার কোনো কিছু থেকেই ভয় নেই- অকুতোভয়

যার আকার কুৎসিত- কদাকার

যার কোন শত্রু নেই/জন্মেনি- অজাতশত্রু

যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি- অজাতশ্মশ্রু

যার কিছু নেই- অকিঞ্চন

যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে- বীতস্পৃহ

যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর

যে বাস্তু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু

যে নারী নিজে বর বরণ করে নেয়- স্বয়ংবরা

যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি

যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে- হাতুড়ে

যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে- মৃতবৎসা

যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা

যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা

যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার

যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া

যে ক্রমাগত রোদন করছে- রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ- রোরুদ্যমানা)

যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে/অগ্র পশ্চাত বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃশ্যকারী

যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই- অবিসংবাদী

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- শ্বাপদসংকুল

যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী

যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা

যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ

যে নারীর কোন সন্তান হয় না- বন্ধ্যা

যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে- কাকবন্ধ্যা

যে নারীর স্বামী প্রবাসে আছে- প্রোষিতভর্তৃকা

যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে- প্রোষিতপত্নীক

যে পুরুষের চেহারা দেখতে সুন্দর- সুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)

যে রব শুনে এসেছে- রবাহুত

যে লাফিয়ে চলে- প্লবগ

যে নারী কখনো সূর্য দেখেনি- অসূর্যম্পশ্যা

যে নারীর স্বামী মারা গেছে- বিধবা

যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া



লাভ করার ইচ্ছা- লিপ্সা



শুভ ক্ষণে জন্ম যার- ক্ষণজন্মা

শত্রুকে/অরিকে দমন করে যে- অরিন্দম

শত্রুকে বধ করে যে- শত্রুঘ্ন



সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদ্গমন

সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন

সকলের জন্য হিতকর- সার্বজনীন

স্ত্রীর বশীভূত হয় যে- স্ত্রৈণ

সেবা করার ইচ্ছা- শুশ্রুষা



হনন/হত্যা করার ইচ্ছা- জিঘাংসা

হরিণের চামড়া- অজিন

হাতির ডাক- বৃংহতি

Time value of Money। অর্থের সময়ের মূল্যে। Five Minitue Learn 08/06/2020

Time value of Money। অর্থের সময়ের মূল্যে। Five Minitue Learn

https://youtu.be/ylzj6qFvKQI

Time value of Money। অর্থের সময়ের মূল্যে। Five Minitue Learn মোঃ জহিরুল ইসলাম , প্রভাষক- বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঝালকাঠী ( ফিন্যান্স ব্যাংকিং ও বীমা) পাঠদানের বিষয় - ৩য় অ....

06/06/2020

Tense

Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে।

Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
১) Present tense (বর্তমান কাল)
২) Past tense (অতীত কাল)
৩) Future tense (ভবিষ্যৎ কাল)

১. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে।

যেমন:

I go to school,
He writes a letter,
He draws a picture.
২. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন:

I went to school.
He wrote a letter yesterday.
He drew a picture.
৩. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন:

I shall buy a pen.
I shall go to Dhaka.
They will play football etc.
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:

Indefinite (অনির্দিষ্ট)
Continuous (চলতি অবস্থা)
Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present tense (বর্তমান কাল)

১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

Structure of present simple
positive negative question
I work in a bank.
You work in a bank.
We work in a bank.
They work in a bank. I don't (do not) work.
You don't (do not) work.
We don't (do not) work.
They don't (do not) work. Do I work in a bank?
Do you work in a bank?
Do we work in a bank?
Do they work in a bank?
He works in a bank.
She works in a bank.
The bank opens at 9 o'clock. He doesn't (does not) work.
She doesn't (does not) work.
It doesn't (does not) open at 9 o'clock. Does he work?
Does she work?
Does it open at 9 o'clock

২. Present continuous tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Here is how to form the present continuous tense in English.

Structure of present continuous
positive negative question
I'm (I am) reading a book.
You're (you are) reading.
We're (we are) reading.
They're (they are) reading. I'm (I am) not reading.
You're (you are) not reading.
We're (we are) not reading.
They're (they are) not reading. Am I reading?
Are you reading?
Are we reading?
Are they reading?
He's (he is) reading a book.
She's (she is) reading a book.
It's (it is) raining. He's not / he isn't (he is not) reading.
She's not / she isn't (she is not) reading.
It's not / it isn't (it is not) raining. Is he reading?
Is she reading?
Is it raining?

৩.Present perfect tense: বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহৃত হয়।

Structure of present perfect simple
positive negative question
I've (I have) seen him.
You've done it.
We've been there.
They've eaten it. I haven't (have not) seen him.
You haven't done it.
We haven't been there.
They haven't eaten it. Have I seen him?
Have you done it?
Have we been there?
Have they eaten it?
He's (he has) gone.
She's (she has) finished.
It's (it has) gone. He hasn't (has not) gone.
She hasn't finished.
It hasn't gone.

৪. Present perfect continuous tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Structure of present perfect continuous
positive question negative
I have (I've) been living here for two years.
He has (he's) been waiting for you. Have you been living here for a long time?
What has she been doing? I have not (haven't) been waiting for long.
He has not (hasn't) been working.

Past tense (অতীত কাল)

১. Past indefinite tense: অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর past form ব্যবহৃত হয়।

Here is how to form the past simple tense in English.

Structure of past simple
positive negative question
I arrived yesterday.
You arrived yesterday.
He/she/it arrived.
We arrived.
They arrived. I didn't (did not) arrive.
You didn't (did not) arrive.
He/she/it didn't arrive.
We didn't arrive.
They didn't arrive. Did I arrive yesterday?
Did you arrive?
Did he/she/it arrive?
Did we arrive?
Did they arrive?

২. Past continuous tense: অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর past continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Here is how to form the past continuous in English.

Structure of past continuous
positive negative question
I was reading a book.
He/she was talking.
It was raining. I wasn't (was not) reading.
He/she wasn't talking.
It wasn't raining. Was I reading?
Was he/she talking?
Was it raining?
You were reading a book.
We were waiting.
They were drinking. You weren't (were not) reading.
We weren't talking.
They weren't drinking. Were you reading?
Were we waiting?
Were they drinking?

৩. Past perfect tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহৃত হয়।

Structure of past perfect simple
positive negative question
I'd (I had) seen him.
You'd done it.
We'd been there.
They'd eaten it. I hadn't (had not) seen him.
You hadn't done it.
We hadn't been there.
They hadn't eaten it. Had I seen him?
Had you seen her?
Had we finished it?
Had they been there?
He'd (he had) gone.
She'd (she had) gone.
It'd (it had) gone. He hadn't (had not) gone.
She hadn't gone.
It hadn't gone.

৪. Past perfect continuous tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে verb-এর past perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।



Structure of past perfect continuous
positive question negative
I had (I'd) been waiting.
You had (you'd) been cooking.
He/she/it had been eating.
We had (we'd) been waiting.
They had (they'd) been playing. Had I been waiting?
Had you been working?
Had he/she/it been waiting?
Had we been eating?
Had they been talking

Future tense (ভবিষ্যৎ কাল)

১. Future indefinite tense: ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে verb-এর future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহৃত হয়।

যেমন:
1) I shall go to Sylhet.
2) He will buy a book.
3) He will not learn English.
4) Will you play football?

Structure of future simple
statement negative question
I will (I'll) be there tomorrow.
You will (you'll) be there.
He/she/it will (he'll) be there.
We will (we'll) be there.
They will (they'll) be there. I won't (will not) be there.
You won't be there.
He/she/it won't be there.
We won't be there.
They won't be there. Will I be there tomorrow?
Will you be there?
Will he/she/it be there?
Will we be there?
Will they be there?

২. Future continuous tense: ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:


Structure of future continuous
I will (I'll) be waiting there at five o'clock.
You will (I'll) be waiting.
He/she/it will (he'll) be waiting.
We will (we'll) be waiting.
They will (they'll) be waiting. I will not (won't) be waiting.
You will not be waiting.
He/she/it will not be waiting.
We will not be waiting.
They will not be waiting. Will I be waiting there?
Will you be waiting?
Will he/she/it be waiting?
Will we be waiting?
Will they be waiting?


৩. Future perfect tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহৃত হয়।

Structure of future perfect (simple)
positive negative question
The film will have started by the time we get there. The film will not (won't) have started by the time we get.

৪.Future perfect continuous tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি future perfect continuous tense হয় এবং পরবর্তী কাজটি Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Structure of future perfect continuous
positive negative question
Next year I'll (I will) have been working in the company for 10 years. I won't (will not) have been working in the company for 10 years.
Will you have been working in the company for 10 years?

06/06/2020

Article

A, An এবং The কে ইংরেজিতে Article বলে। Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণত Noun, Adjective এবং Adverb এর পূর্বে বসে এবং Parts of speechটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। Parts of speech হিসেবে ব্যবহূত হয়ে Adjective-এর ন্যায় কাজ করে থাকে বলে এদের Adjective-ও বলা হয়।আধুনিক English Grammar-এ এদের determiner বলা হয়।
Article দুই প্রকার। যথা: i) Definite Article, ii) Indefinite Article.

(i) Definite Article : যে Article নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে Definite Article বলে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Definite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন: The book is on the table.
The person who came yesterday is my friend Mr. Jahurul Islam.

(ii) Indefinite Article : যে Article বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে বোঝায় তাকে Indefinite Article বলে। A ও An কে Indefinite Article বলে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে Indefinite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
A lion lives in a forest.
I saw a bird sitting on the wall.

Indefinite Article এর ব্যবহার:
Article ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করতে হবে যে Articleটি তুমি ব্যবহার করতে চাইছ তা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তারপর নিয়মানুসারে তা ব্যবহার করতে হবে। তোমাদের বোঝার জন্য উদাহরণসহ নিয়মগুলো আলোচনা করা হলো।
এক জাতীয় সবাইকে বোঝাতে Singular Common Noun এর পূর্বে a/an বসে। যেমন:
An ant is an industrious insect.
সাধারণত যেসব শব্দের প্রথম অক্ষর consonant / consonant sound তাদের পূর্বে a বসে এবং যেসব শব্দের প্রথম অক্ষর vowel / vowel sound তাদের পূর্বে an বসে।

যেমন:

A cat is not considered as a faithful animal.
A dog is a very faithful animal.
In the rainy season, an umbrella is a must.
An apple a day keeps the doctor away.
‘U’ এর উচ্চারণ যদি ‘ইউ’ এর মতো হয় তাহলে সেই শব্দের পূর্বে a বসে। যেমন:
Swapno is a university student.
Iron is a useful metal.
ঠিক তেমনি ‘Eu’ কিংবা ‘Ew’ এর উচ্চারণ যদি ‘ইউ’ এর মতো হয় তাহলে সেই শব্দের পূর্বে a বসে। যেমন:

Yesterday I met a European.
That was a ewe.
Superlative Degree তে সবসময় the ব্যবহৃত হবে।

- He is the tallest boy in the class.

to say something about all the things referred to by a noun:

যে সব জাতি/দেশের নামে kingdom, states or republic থাকে -

- the United Kingdom; the kingdom of Nepal; the United States; the People’s Republic of China.

• যেসব দেশের নাম plural noun

- the Netherlands; the Philippines

খাল, বিল, পর্বত, সমুদ্র ইত্যাদির নামে

- the Himalayas; the Canaries; the Atlantic; the Atlantic Ocean; the Amazon; the Panama Canal.

newspaper এর নামের আগে

- The Times; The Washington Post

• বিখ্যাত building অথবা আর্ট এর নামের আগে:

the Empire State Building; the Taj Mahal; the Mona Lisa; the Sunflowers

• organization এর নামের আগে:

the United Nations; the Seamen’s Union

• hotel, pub এবং restaurant এর নামের আগে

- the Ritz; the Ritz Hotel; the King’s Head; the Déjà Vu

hotel, restaurant এর নাম যদি মালিকের নামে হয় তাহলে the ব্যবহৃত হবে না। যেমন - Brown’s; Brown’s Hotel; Morel’s; Morel’s Restaurant, etc.

Noun এর পরে who/which বসলে noun টির আগে the বসে
- The man who lives next door is Chinese.

একজন ব্যক্তিকে যদি বিখ্যাত কোন ব্যক্তির সাথে তুলনা করা হয়, সেই বিখ্যাত ব্যক্তির নামের পূর্বে The বসে।
For example: Nazrul is the Byron of Bangladesh.
• Names of decades, centuries and historic periods take the definite article, as they are a form of unique reference: For example: The 1960s were a time of student rebellion.

• Musical instruments এর পূর্বে The হয়। For example: She is learning the guitar. Tamanna plays the piano really well.

• কোন System বা Service এর reference এ The ব্যবহৃত হয়। For example: You should tell the police. I heard it on the radio.

• groups of people এর আগে The বসে।
For example:
- She works for a group to help the disables.
- Life is very hard for the poor.
- The rich should pay more taxes.

• নামের সাথে the সাধারণত হবে না।

William Shakespeare wrote Hamlet.
Paris is the capital of France.
Iran is in Asia.

• গুরুত্বপূর্ণ কিছু বাক্য

We traveled by bus.
Something is better than nothing.
Charity begins at home.
Better an empty house than an ill tenant.
Woman is man's mate.
The book is bought from College Street.

Want your school to be the top-listed School/college in Barisal?

Click here to claim your Sponsored Listing.

প্রশ্নের উত্তর দিন:

কে কে সঠিক উত্তর জানেন দেখি:

Videos (show all)

Location

Telephone

Website

Address


Bibichini, Betagi, Barguna
Barisal
8200
Other Educational Consultants in Barisal (show all)
Practical Notebook Drawing Practical Notebook Drawing
Barisal, 8200

Work hard to fulfill your dreams

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy
ফজলুল হক এভিনিউ, ৩য় তলা, কাকলির মোড় সংলগ্ন
Barisal, 8200

উদ্যোক্তা একাডেমি- Uddokta Academy

Study Room Study Room
Jhalokathi
Barisal

Md uzzol Md uzzol
Barisal
Barisal

Siddiqur Rahman Sadi Siddiqur Rahman Sadi
Barguna
Barisal

BBA Aid Plus BBA Aid Plus
BM College Road
Barisal, 8200

Assalamu Alaikum, I am Md Ryhan Hasan Shifat former student of NAU & it's my personal page

Machuakhali Sher-E-Bangla Secondary School Machuakhali Sher-E-Bangla Secondary School
Machuakhali
Barisal, 8283

MSB High School

Dr. Majed Special Care-Medi-Faith Dr. Majed Special Care-Medi-Faith
Bottola
Barisal, 8200

For medical, varsity admission candidates.

Md.Imran Hossain Md.Imran Hossain
College Road, Barguna
Barisal, 8700

This is my personal page.

Pious Preparatory Madrasah Pious Preparatory Madrasah
আছালত খাঁন সড়ক, রূপাতলী, বরিশা
Barisal, 8200

Our Specially Goals-BCS,Primary and SI Our Specially Goals-BCS,Primary and SI
At Patuakhali In Barisal
Barisal, 586841

পেইজটি আপনার সাহায্যের জন্যই।

Radix Point Radix Point
Barishal
Barisal

৫ম থেকে দ্বাদশ শ্রেণি এবং এডমিশন এর গণ