G. Haque
Name: Mohammad Golam Haque
Senior Teacher
Premier Ideal High School
Mail: [email protected]
ভোট দেয়ার সময় বাড়লো ৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত । WSIS Prizes 2024-এ 'AL C4. ক্যাপাসিটি বিল্ডিং' ক্যাটাগরিতে শিক্ষক বাতায়নকে বিজয়ী করতে ভোট করুন এখনই
সম্মানিত শিক্ষকবৃন্দ
📝আনন্দের সাথে জানাচ্ছি যে, ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম অনুসারে পাঠদানের জন্য সংশ্লিষ্ট পাঠাবইয়ের কনটেন্ট অনুসারে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর খুব শিগ্রই ট্রেনিং শুরু হচ্ছে-
💠সম্ভাব্য তারিখঃ ১০ জানুয়ারি ২০২৪ বুধবার
🕣সময়ঃ রাত ৮টা থেকে ৯টা ৩০মিনিট
ICT Teachers Forum, Mymensingh & Center for Quality Education, Bangladesh
এর যৌথ আয়োজনে প্রশিক্ষণে থাকছে-
1️⃣ Python Programming.
2️⃣ Number System (যেহেতু ডিজিটাল প্রযুক্তি এবং গণিতে বাইনারি সংখ্যা পদ্ধতির আলোচানা আছে)
3️⃣ Domain & Hosting
4️⃣ Google Sites, WordPress, Wix ও সমজাতীয় প্লাটফর্ম নিয়ে আলোচনা ও ওয়েবসাইট ডিজাইন।
5️⃣ Video Editing
6️⃣Google Form Design
7️⃣ Spreadsheet
8️⃣ Adobe Illustrator &
9️⃣ Canva
ধারাবাহিক ভাবে আরো নতুন নতুন বিষয় ও আইসিটি টুলসের উপর প্রশিক্ষণ পরিচালিত হবে।
এক ঝাক কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা শিক্ষকতা পেশায় বেশ দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন তাদের নিয়ে গড়ে তোলা হচ্ছে প্রশিক্ষক পুল সাথে থাকছেন ইতোমধ্যে পরীক্ষিত দক্ষ জেলা শিক্ষক অ্যাম্বাসেডর। আশা করছি সবাই মিলে সমৃদ্ধ হতে পারবো।
আগ্রহী শিক্ষকদের নিম্নোক্ত লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হল। শুধু মাত্র রেজিস্ট্রেশনধারী শিক্ষকরাই সরাসরি জুমের মাধ্যমে ট্রেনিং এ অংশ নিতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন। মনে রাখতে হবে #রেজিস্ট্রশনধারী_প্রথম_২৯০_জন_জুম_আইডি_ও_পাসওয়ার্ড_পাবেন_১০_জন_প্রশিক্ষক ও অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে । যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারা আগে সুযোগ পাবেন।
তবে রেজিস্ট্রেশনের বাইরে শিক্ষকগণ লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ট্রেনিং এর সুযোগ পাবেন।
লিংকঃ https://forms.gle/FMmYvzk4wqzWMuYAA
ধন্যবাদসহ
মুহাম্মদ গোলাম হক
সিনিয়র শিক্ষক
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল
ময়মনসিংহ
ও যুগ্ম আহবায়ক
সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশ
সাংগঠনিক সম্পাদক
জেলা আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহ
Digital Technology Master Class for The Teachers Organized BY ICT Teachers Forum, Mymensingh & Center for Quality Education, Bangladesh ****** এই প্রশিক্ষণটি শুধুমাত্র ৮ম ও ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষকদের ...
একটি শোক সংবাদ
===============
মুক্তাগাছা, ঝনকা বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আইসিটি শিক্ষক ফোরাম, মুক্তাগাছা উপজেলার সাধারণ সম্পাদক, সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন, বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাতায়ন সেরা, জাতীয় ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অ্যাম্বাসেডর এবং মাস্টার ট্রেইনার ও আমাদের প্রিয় বোন কাজী মনিরা তরফদারের স্বামী আজ সকাল ৮টা ৩০ মিনিটে দীর্ঘ দিন কিডনি জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অদ্য বাদ আছর মুক্তাগাছায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
দু:জনক এই খবরে আমরা সবাই শোকাহত।
#স্বপ্নের_লেখাপড়া
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
ময়মনসিংহ
কপিক্ষেত, চরপাড়া
ময়মনসিংহ, 2200
ভর্তি চলছে, ভর্তি চলছে "ময়মনসিংহ ডিভি?
গুলকিবাড়ী, সদর, ময়মনসিংহ।
ময়মনসিংহ, 2200
Admission going on....Only for Class XI-XII & Admission.
হেড মাষ্টার বাড়ী, চকপাড়া, গুজিয়াম, ত্রিশাল
ময়মনসিংহ
নূরানী ও হেফজ বিভাগ চালু আছে।